এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৬ জুন ২০১০ ০২:৪১ | 128.231.22.89
  • এদেশে জিপ কোড ছাড়া পোস্ট করলে মেইল পৌঁছায় কি ?
  • Tim | ১৬ জুন ২০১০ ০২:৪০ | 198.82.16.115
  • ভাগ্যিস গ্যাপটা ছিলো। আমি তো প্রথমে নিজের চোখকে বিশ্বাসই কত্তে পারিনি। ঃ-))
  • a x | ১৬ জুন ২০১০ ০২:৩৮ | 143.111.22.23
  • ঃ-)) সেইজন্যই তো গ্যাপ দিলাম তে'র আগে। আইস্ক্রীম পার্লার - অনেকটা ঐ কোল্ডস্টোন বা মার্বলস্ল্যাবের মত। আমি এর একটাতেও যাইনি কোনোদিনও ঃ-( এখন বসে বসে ম্যাগি মু'র ফ্লেভার গুলো দেখছিলাম।
  • aka | ১৬ জুন ২০১০ ০২:৩৫ | 168.26.215.13
  • আরে সেটা কি কইবে তো।
  • aka | ১৬ জুন ২০১০ ০২:২৫ | 168.26.215.13
  • আমি না খানিকক্ষণ কি একটা পড়ছিলাম। ;)

    না যাই নি, সেটা কি তাও জানি না।
  • a x | ১৬ জুন ২০১০ ০২:২০ | 143.111.22.23
  • ম্যাগি মু তে গেছ কখনো আর্য?
  • aka | ১৬ জুন ২০১০ ০২:১৭ | 168.26.215.13
  • ঘুম্পায়
    কেকোথায়?
  • a x | ১৬ জুন ২০১০ ০০:৪৯ | 143.111.22.23
  • ?You?re coming of age in a 24/7 media environment that bombards us with all kinds of content and exposes us to all kinds of arguments, some of which don?t always rank all that high on the truth meter. With iPods and iPads and Xboxes and PlayStations, ? none of which I know how to work ? information becomes a distraction, a diversion, a form of entertainment, rather than a tool of empowerment, rather than the means of emancipation.?

    ওবামা ছেলেটা কিন্তু লেভেলের ছিল, অনেক কিছুই করতে পারত, কিন্তু কিস্যু করলনা, করবেও না।
  • a x | ১৫ জুন ২০১০ ২১:৩৮ | 143.111.22.23
  • আচ্ছা যারা ইন্টেরেস্টেড, তারা এই ডকু সিনেমাটা দেখতে পার - Jesus Camp। শিউড়ে উঠতে হয়।
  • a x | ১৫ জুন ২০১০ ২১:৩০ | 143.111.22.23
  • আমার আজকাল ধৈর্য্য থাকেনা স্রেফ। কোনোরকম ডায়ালগে যেতে ইচ্ছে করেনা এইসব শুনে।
  • d | ১৫ জুন ২০১০ ২০:৩৮ | 115.117.218.250
  • হ্যাঁ ধর্মীয় সাম্প্রদায়িক গাঁটামোর কোশেন্ট ভয়াবহ রকম বেড়েছে। এই বছর দশ বারো আগেও এত দেখিনি। তখন লোকে এরকম গাঁটামো দেখতে একটু যেন লজ্জাই পেত। শমীকের সাথে একেবারে ক'য়ে ক'য়ে ক। শাইনিং ইন্ডিয়ার এইসব প্রোডাক্টকে রোজ রোজ সহ্য করতে হয়। ৬ মাসের জন্য অফিসব্লগের পাতায় পুঁজরক্ত মোছার কাজটা আমার (আরও কয়েকজনের সাথে)। তো, তাতে যা সব স্যাম্পেল দেখি ......
  • Nina | ১৫ জুন ২০১০ ২০:২২ | 64.56.33.254
  • দে, আহ! কি মধুর স্মৃতি মনে করিয়ে দিলে ---জিলিপি দিয়ে রাবড়ি, বেনারসে বসে খাওয়া---যে খেয়েছে সেই বুঝবে এর মর্ম। কত্তদিন খাইনি ঃ-((
  • Jatayu | ১৫ জুন ২০১০ ১৭:২৭ | 125.20.3.146
  • কোন গপ্পে এটা যেন আমাকে বলতে বলেছিলেন ফেলুবাবু? তিন-তিনবার হোঁচট খেয়েছিলুম। তপেশ তো হেসেই খুন !
  • quark | ১৫ জুন ২০১০ ১৭:০০ | 202.141.148.99
  • বারো হাঁড়ি রাবড়ি, বড় বাড়াবাড়ি
  • de | ১৫ জুন ২০১০ ১৬:৪৬ | 59.163.30.4
  • ব্লটিং পেপার ঃ))-- সেই বিবরণ পড়ে কিছুকাল রাবড়ি খাওয়া বন্ধ রেখেছিলাম!
  • Kartuj | ১৫ জুন ২০১০ ১৬:৩৯ | 125.20.3.146
  • উফ্‌ফ, দে-র বিবরণ শুনে মনটা কেমন রাবড়ি আর জিলিপির স্বর্গীয় মিলনের জন্যে ব্যাকুল হয়ে উঠল।

    ব্রতীনদা, কি কারণ কি কারণ ?
  • Bratin | ১৫ জুন ২০১০ ১৬:২০ | 125.18.17.16
  • তারপদ বাবু লিখেছেন ভলো রাবড়ি না পাওয়া র কারন। জানো কি সেটা?
  • de | ১৫ জুন ২০১০ ১৬:১২ | 59.163.30.4
  • তিল, জিলিপি যে রাবড়ি দিয়ে খেতে হয়, সেটা বাঙালীরা ইউজ্যুয়ালি যে রাবড়ি খায় সেটার থেকে একটু আলাদা, খুব ঘন করা দুধে সরের কুচিগুলো ছড়িয়ে থাকে, সেটা দিয়ে সোনালি রঙের রসে ভরা মুচমুচে গরম জিলিপি ডুবিয়ে ডুবিয়ে খেতে হয় --- এজন্মেই খেয়ে দেখুন একবার, নাহলে দুঃখ থেকে যাবে ঃ))
  • Bratin | ১৫ জুন ২০১০ ১৫:৫৩ | 125.18.17.16
  • শংকর 'রসবতী' বই তে লিখেছেন যে পেট ভরে জিলিপি খেলে নাকি পুনঃজন্ম হয় না ঃ-))
  • til | ১৫ জুন ২০১০ ১৫:৪৩ | 220.253.178.104
  • রাবড়ি নেক্সট জনমে, এবারকার quota শেষ!
    তবে সিঙ্গাড়া জিলিপি মন্দ কম্বি নয়!
  • til | ১৫ জুন ২০১০ ১৫:৪১ | 220.253.178.104
  • ওপাল তো মাইন এ পাওয়া যায়- এ বিষয়ে ১০০% নিশ্চিন্ত, তবে তো মিন্যারালই। নয় কি?
    আমার এক দোকানদারের সঙ্গে দোস্তি ( অসমান) আছে, সে নিজেই একসময় প্রস্পেক্টিং করতো।
  • Bratin | ১৫ জুন ২০১০ ১৫:১৪ | 125.18.17.16
  • ছিল না তো। কি আর করি!!
  • de | ১৫ জুন ২০১০ ১৫:১০ | 59.163.30.4
  • জিলিপি খেতে হয় রাবড়ি দিয়ে -- তা না আইসক্রিম!!
  • de | ১৫ জুন ২০১০ ১৫:০৪ | 59.163.30.4
  • কার্তুজ, বুঝলাম -- এই গোটাটাই আমার কাছে একটা গপ্পো, এনার এই প্রতিভা আমার অজানা ছিলো।

    ওপ্যাল বৈদূর্য্যমণিই বোধহয় -- কিন্তু মিন্যারাল নয় কেনো? অ্যালুমিনার কোনো ডোপড ফর্ম নয়?

    দুপুর-বেলা মানুষকে ঈর্ষান্বিত করার এই গুরুতর চক্রান্তের বিরুদ্ধে পোতিবাদ ঃ))
  • Bratin | ১৫ জুন ২০১০ ১৫:০৩ | 125.18.17.16
  • হ্যাঁ হয় তো। ৪ স্ক্রুপ আইসক্রীম দিয়ে গোটা ছয়েক জিলিপি মেরে দিলুম ঃ-))
  • Kartuj | ১৫ জুন ২০১০ ১৪:৫৮ | 125.20.3.146
  • উরেব্বাস, এ তো বিশাল লিস্টি। জিলিপি-ও ছিলো নাকি? আর ঐ গরমাগরম পান্তুয়া ছিল না? ওটা কিন্তু ফাটাফাটি লাগে।
  • Raj | ১৫ জুন ২০১০ ১৪:৫৭ | 202.79.203.59
  • বিরিয়ানি আবার ভেজও হয় নাকি ???
  • Bratin | ১৫ জুন ২০১০ ১৪:৪৯ | 125.18.17.16
  • লাচ্ছা পরোটা,মাটন কষা,চিলি চিকেন ,ফিশ ফিংগার,নুডলস, ভেজ বিরিয়ানী ,পনীরের একট কারি, মালপোয়া,জিলিপি আর আইসক্রীম
  • Pintu | ১৫ জুন ২০১০ ১৪:৪৮ | 217.162.209.233
  • quarkদা,
    ঠিক, ঠিক। ছড়িয়েছি।

    coral হল orgnic আর opal, inorganic। কোনোটই mineral নয়।
  • quark | ১৫ জুন ২০১০ ১৪:৪০ | 202.141.148.99
  • সেকি? "পলা" আসলে "প্রবাল" (coral) নয়?
  • Kartuj | ১৫ জুন ২০১০ ১৪:৩৬ | 125.20.3.146
  • কোনটা ঐ TCGর বিল্ডিং যেখানে, ঐটায়? ওখানে তো বুফে সিস্টেম, যা খুশি যতো খুশি খাও। আমাদের ম্যাঞ্জাররা লাঞ্চ পার্টি ডাকলেই ওখানে নিয়ে যায়। তা একটু ছোট্টো করে মেনুর আভাস পাবো নাকি? ঃ-)
  • til | ১৫ জুন ২০১০ ১৪:৩২ | 220.253.178.104
  • কে যেন বললো
    বৈদূর্য্যমণি= opal
    বড্ড গালভরা। আমি সম্প্রতি ওপালের ভক্ত হয়ে পড়েছি, কি রঙের বাহার।
  • Pintu | ১৫ জুন ২০১০ ১৪:৩২ | 217.162.209.233
  • olal কে আমাদের দেশে উপল বা উপলা বলে। মা-জেঠিমা রা জে হাতে পলা পরেন, "বিধান" অনুযয়ী সেটা আসোলে red opal। যদিও এখন সোব সিন্থেটিক।
  • Bratin | ১৫ জুন ২০১০ ১৪:৩১ | 125.18.17.16
  • RHCP থেকে প্রচুর সাঁটিয়ে এলাম। বেজায় ঘুম পাচ্ছে ।
  • Kartuj | ১৫ জুন ২০১০ ১৪:২৫ | 125.20.3.146
  • de,
    টিটো হইল গিয়া দীপঙ্করবাবুর ডাকনাম। টলিপাড়ায় সবাই ওঁয়ারে এই নামেই চেনে।

    টাইটেল = আপনার এখেনকার নাম।
  • quark | ১৫ জুন ২০১০ ১৪:১৯ | 202.141.148.99
  • মার্শাল টিটো
  • de | ১৫ জুন ২০১০ ১৪:১৮ | 59.163.30.4
  • টিটো কে?
  • Samik | ১৫ জুন ২০১০ ১৪:০৭ | 121.242.177.19
  • ওপালের দেশ হল অস্ট্রেলিয়া, খান দুই নিয়ে এসেছিলাম। এর বাংলা হয় না।
  • til | ১৫ জুন ২০১০ ১৪:০৫ | 220.253.178.104
  • কার্তুজ
    আমার ইউনিকোড নেই; এটা কখনও ব্যবহার করিনি। ফেভ এ ছিল, কাজে এল।
    --
    Opal এর বাঙলা কি?
    নীলার ইংরেজী কি Blue Saphire?
    ইয়েলো টা কি তবে? ওপালের বেশ ভাল ফান্ডা আছে, শুধু শুধু খালি ব্যাকগ্রাউন্ডে রঙ খোলেই না। কালো র ওপর- চমৎকার!
  • Kartuj | ১৫ জুন ২০১০ ১৩:৫৭ | 125.20.3.146
  • তিল, থাঙ্কু। এটাতে শব্দ খোঁজা একটু চাপের মনে হচ্ছে। দেখি কদ্দুর কি পাই।
  • Kartuj | ১৫ জুন ২০১০ ১৩:৫৫ | 125.20.3.146
  • ২০১০ পড়বে পড়বে, ১ ঘন্টা মতন বাকি। তো রিমোটের বোতাম টিপে যাচ্ছি এলোপাথাড়ি। আর প্লাস বলে একখান চ্যানেলে টিটোবাবু বসেছেন শাশ্বতীর সাথে একখান ল্যাপি হাতে লইয়া। কেডা কইবে উনি অধুনা পোসেনজিতের বইয়ে আর মেগা সিরিয়ালে ডাকসাইটে ভিলেন।
  • Samik | ১৫ জুন ২০১০ ১৩:৫০ | 121.242.177.19
  • অনেকদিন আগে, তখন আমি স্কুলে পড়ি, সানন্দার একটা জ্যোতিষ সংখ্যা বেরিয়েছিল। সেইখানে বেরিয়েছিল দীপঙ্কর দে-র জ্যোতিষপ্রতিভার কথা। সাথে একটা ছবি ছিল, গেরুয়া পরে, একগাদা রত্নওলা তাবিজ কবচ মাদুলি বাবাদুলি পরে, হাতে একটা কম্পিউটার কীবোর্ড নিয়ে চোখ মারছে দীপঙ্কর। সে গত শতাব্দীর কথা।
  • til | ১৫ জুন ২০১০ ১৩:৪৬ | 220.253.178.104
  • উরেব্বাস, এ আবার যে সে ইউনি নয়, এক্কেবারে পি সরকারের!
  • til | ১৫ জুন ২০১০ ১৩:৪৪ | 220.253.178.104
  • অভিধান? এই একটা আছে। কাজে লাগবে কিনা জানি না।
    হ্‌ত্‌ত্‌পঃ//দ্‌সল।উচিঅগো।এদু/দিতিওনরিএস/দস/
  • Kartuj | ১৫ জুন ২০১০ ১৩:৪০ | 125.20.3.146
  • বহুকাল আগে ডিডি বাংলায় কি একটা সাক্ষাৎকারে জেনেছিলাম টিটোবাবুর জ্যোতিষপ্রতিভার কথা। উনি অভিনেতা না হলে নির্ঘাৎ জ্যোতিষী হয়ে নাম করতেন। কি জানি হয়ত নাম হত জ্যোতিষাদিত্য দীপঙ্কর শাস্ত্রী।

    আচ্ছ সংসদের বাঙ্গালা অভিধানের কোনো নৈটিক সংস্করণ আছে। কেউ প্লীজ হেল্পাও।
  • o d | ১৫ জুন ২০১০ ১৩:৩৮ | 61.12.12.83
  • কটার সময় খাও?
  • Arijit | ১৫ জুন ২০১০ ১৩:৩৩ | 61.95.144.122
  • অ্যাক্টর দীপঙ্কর দে? ক্ষীঃ ক্ষেলোঃ!!!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত