এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • o d | ১৪ জুন ২০১০ ১৬:৫৩ | 61.12.12.83
  • কোথায়?
  • Bratin | ১৪ জুন ২০১০ ১৬:৫১ | 125.18.17.16
  • আমাদের ওদিকে শনি বার জমিয়ে বৃষ্টি হল। দু বেলা খিচুড়ি,ডিম ভাজা আর পেঁয়াজি
  • Samik | ১৪ জুন ২০১০ ১৬:৫০ | 121.242.177.19
  • সানা, কী করে শিওর হলেন যে ঐ সফটওয়্যারের জন্যেই পিসি ঝুলে গেছে? অন্য কারণও তো হতে পারে।

    লিংকটা আমাকে এখনও দিলেন না।
  • o d | ১৪ জুন ২০১০ ১৬:৪৯ | 61.12.12.83
  • নো পা ই, বিটিডব্লু।
  • de | ১৪ জুন ২০১০ ১৬:৪৯ | 59.163.30.6
  • ঝমঝমিয়ে বৃষ্টি এলো -- বাড়ি যেতে যেতে ভিজবো -- কি মজা!
  • Bratin | ১৪ জুন ২০১০ ১৬:৪৭ | 125.18.17.16
  • রাজদীপ, এক দিন খেতে যাবার প্ল্যান করো
  • o d | ১৪ জুন ২০১০ ১৬:৪৬ | 61.12.12.83
  • আমার খোলে। কিন্তু খুললেই আটকে যাব। তাড়াতাড়ি বাড়ি যেতে চাই।
  • sana | ১৪ জুন ২০১০ ১৬:৪৩ | 58.106.143.110
  • আহা! de এই খটোমটো সময়ে আবার চাঁপ আনলেন----জীভে জল আসছে।
  • Raj | ১৪ জুন ২০১০ ১৬:৪৩ | 202.79.203.43
  • আপিসে অক্কুট খোলে না ঃ-((
  • o d | ১৪ জুন ২০১০ ১৬:৪২ | 61.12.12.83
  • অর্কুটের ক্যালকমে গিয়ে দেখতে পারেন...ওখানে গুচ্ছের লিংক পাবেন। ইএসপিএনের কী একটা লিংক আছে।
  • Raj | ১৪ জুন ২০১০ ১৬:৪০ | 202.79.203.43
  • অরিজিত -অর্পন আজকের খেলার লাইভ লিংক কিছু পেলে?
  • sana | ১৪ জুন ২০১০ ১৬:৩৫ | 58.106.143.110
  • না না,সেটার জন্য একটা সফটওয়ার install করতে বলছিল, তা আমি করবো না, করবো না ভেবেও,একবার পরের ছেলের সঙ্গে consult কোরে নেবো কিনা ভেবেও স্টারানন্দ দেখার লোভে বাড়ী এসেই ওটা পিসি তে install করে নিলাম। ওমা তারপর দেখি,কিছু,শোনাই যায় না। দুর ছাই বলে ভুলেও গেলাম,কিন্তু,আমার পিসি ও তার সাথে সাথে আবাপ এর first page ছাড়া আর সব ভুলে গেলো,কি গেঁড়ো রে বাবা! আসলে দোষ আমার ই ঐ লোভে পাপ পাপে মৃত্যু আর কি!
  • de | ১৪ জুন ২০১০ ১৬:১৮ | 59.163.30.6
  • চাপ খুব খারাপ -- বরং চাঁপ ভালো ঃ)), "চাঁপ" টার্মটা কিকরে এলো?
  • de | ১৪ জুন ২০১০ ১৬:১৬ | 59.163.30.6
  • গেছোদাদার হিসাব!!
  • Samik | ১৪ জুন ২০১০ ১৬:১১ | 121.242.177.19
  • অর্পণ,

    যদি দিল্লিতে হয়, তাইলে কোনও কথা নাই, আর নইলে দুইখান কথা আসে?
  • Samik | ১৪ জুন ২০১০ ১৬:১০ | 121.242.177.19
  • ও সানা, সে লাইভ টিভি তোমার নেটোয়ার্কে না-ও চলতে পারে, আমারো তো আপিস থেকে চলে নি, কিন্তু লিংকটা কোথায় দেওয়া হয়েছিল? আর কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমি বাড়িতে চালিয়ে দেখব।
  • Arpan | ১৪ জুন ২০১০ ১৬:০৭ | 216.52.215.232
  • আর আগে বুঝতে হবে এটা কী ধরণের পরিবর্তন। দিল্লিতে না দিল্লিতে নয়? নীতির আদর্শে না সুবিধাবাদী? এইরকম অনেক কিছু। ঃ)
  • Arpan | ১৪ জুন ২০১০ ১৬:০৪ | 216.52.215.232
  • বললাম না চাপ চলছে। চাপের চোটে বাংলা বেঁকে ওইরকম হয়ে গেছে। ঃ)
  • Janashruti | ১৪ জুন ২০১০ ১৬:০০ | 117.194.193.28
  • না না আমি ও সব কিছু বলি নাই।
  • sana | ১৪ জুন ২০১০ ১৫:৫৮ | 58.106.143.110
  • ভুলেও ওটা install করবেন না! আর আমি তো নীজেই ভুলে গেছি কি install করেছিলাম?? লিন্‌ক টাতেও তো ভাট থেকেই গেছিলাম,আলাদা করে রাখা নেই,কারন, অত্যন্ত ঝুল লিন্‌ক! কিছু শোনাই যাচ্ছিলো না,তাই আর মন দি নিই তখন।
  • de | ১৪ জুন ২০১০ ১৫:৫৩ | 59.163.30.6
  • খাদ্য-খাদক???? নাঃ বাংলা ভুলে গেলাম -- যে ট্রিট দেয় আর যাদের দেয় --তাদের ওমনি বলে বুঝি!

    জনশ্রুতি বলে -- পরিবর্তন এলেই অর্পণ ট্রিট দেবেন ঃ))
  • Samik | ১৪ জুন ২০১০ ১৫:৫০ | 121.242.177.19
  • আরে সানা, আমি সেই লাইভ টিভির লিংকটা খুঁজছি। পাওয়া যাবে?
  • Arpan | ১৪ জুন ২০১০ ১৫:৪৬ | 204.138.240.254
  • আর শুনেই বা যদি থাকেন পিথিমিতে খাদ্য-খাদকের সম্পর্ক কি একমুখী নাকি? ঃ)
  • Arpan | ১৪ জুন ২০১০ ১৫:৪৫ | 204.138.240.254
  • কী বলছিল!!??
  • de | ১৪ জুন ২০১০ ১৫:৪১ | 59.163.30.6
  • কিন্তু জনশ্রুতি তো অন্য কথা বলছিলো অর্পণ -- ঃ))
  • sana | ১৪ জুন ২০১০ ১৫:৩২ | 58.106.143.110
  • হ্যাঁ,হ্যাঁ,সত্যি। অর্পন,শমীক প্রচুর হেল্পিয়েছেন।
  • sana | ১৪ জুন ২০১০ ১৫:৩০ | 58.106.143.110
  • পিসি তেও পোরে আবার ফাফ ৩ লোড করেছি,IEট্যাব ও এখন installed
    পিসি Exp তেই চলে।
  • Arpan | ১৪ জুন ২০১০ ১৫:২৭ | 204.138.240.254
  • উল্টো, অর্পণবাবু এক্ষেত্রে ট্রিট পাবেন। আমি আর শমীক উপদেষ্টা কমিটিতে (পিসি ট্রাবলশুটিঙের) যাবো। ইত্যাদি।
  • de | ১৪ জুন ২০১০ ১৫:২৫ | 59.163.30.6
  • সাবেক রাশিয়ার দারুণ নাম ছিলো ম্যাথামেটিক্সে আর ম্যাথামেটিক্যাল ফিজিক্সে -- ল্যান্ডাউ স্কুল অফ ম্যাথামেটিক্স থেকে পাস করা শুনলে এখনো সারা দুনিয়ার লোক সমীহ করে!
  • sana | ১৪ জুন ২০১০ ১৫:২৪ | 58.106.143.110
  • ঐ যে একজন স্টারানন্দ লাইভ দেখার লিন্‌ক দিলেন,তার জন্য যে সফ্‌টওয়ার লোড করলাম তারপর থেকেই পিসির এই হাল মনে হচ্ছে। অথচ কি যে install করেছিলাম তাও মনে নেই,যে uninstall করে নেবো।পিসি তে i tab লেফ্‌ট click করলেই বলছে switch rendering engine of current page অথচ,কাজের কাজ আর হচ্ছে না। দেখি না পারলে Arpan আপনাকে পাঠাতে পারি।
  • de | ১৪ জুন ২০১০ ১৫:২২ | 59.163.30.6
  • পরিবর্তন এলেই অর্পণ ট্রিট দেবেন -- সানা লেগে পড়ো!
  • de | ১৪ জুন ২০১০ ১৫:২০ | 59.163.30.6
  • "আম-আঁটির ভেঁপু " পড়েইছি -- দেখিনি কখনো, তাই টেকনিকটা জানতে চাইছি, এর মধ্যে গ্রহ-নক্ষত্ররা কোদ্দিয়ে এলো?
  • Samik | ১৪ জুন ২০১০ ১৫:২০ | 121.242.177.19
  • আমার এক জাম্বু রাশিয়া থেকে ইঞ্জিনীয়ারিং ডিগ্রি নিয়ে এসেছিল। এখন প্রোমোটার। ঃ-)
  • Arijit | ১৪ জুন ২০১০ ১৫:১৯ | 61.95.144.122
  • সাবেক রাশিয়ায় অনেকে যেত - ডাক্তারি, মাইনিং ইত্যাদি পড়তে। ভালোই নাম ছিলো।
  • Bratin | ১৪ জুন ২০১০ ১৫:১৮ | 125.18.17.16
  • আসবে আসবে ....:-))
  • Arpan | ১৪ জুন ২০১০ ১৫:১৭ | 204.138.240.254
  • যা দাঁড়াল পিসিতে এখনো পরিবর্তন আসেনি। ;-)
  • Samik | ১৪ জুন ২০১০ ১৫:১২ | 121.242.177.19
  • সানা, পিসিতেও কি ফাফ-এর মধ্যে থেকে আইই ট্যাব দিয়ে আবাপ খুলছেন?

    ১। পিসির ফাফ-এর ভার্সন কত?
    ২। পিসি কীসে চলে? এক্ষপি?
  • Arpan | ১৪ জুন ২০১০ ১৫:১১ | 204.138.240.254
  • জি-আর-আট।
  • sana | ১৪ জুন ২০১০ ১৫:০৯ | 58.106.143.110
  • Samik,Arpan দু'জনকেই থ্যন্‌কু! IE ট্যাব install করে ফাফ তে ল্যাপি তে খুব সুন্দর আবাপ আসছে,পিসি এখোনো বাম। দুটো তেই Exp তে আসতো,ফাফ তে কোনো টা তেই বাংলা ফন্ট আসতো না। এই IE ট্যাব এর ব্যাপার টা আমি জানতাম না,আপনাদের কাছ থেকেই জানলাম। আবারো থ্যান্‌ক্‌স!পিসি তে নিশ্চই অন্য কোনো সমস্যা হচ্ছে,না হলে হঠাৎ আসা বন্ধই বা হবে কেন আর এতো করেও আবার আনতে পারছি না কেন। দেখি আরেকটু চেষ্টা করে,পরে জানাচ্ছি।
  • Arpan | ১৪ জুন ২০১০ ১৫:০৬ | 204.138.240.254
  • সানা, স্ক্রিনপ্রিন্ট বিনা এগনো মুস্কিল। ঃ(
  • til | ১৪ জুন ২০১০ ১৫:০৬ | 220.253.178.104
  • আজ্ঞে, ফরেন মানে বিদেশ, সে তো জানি; মানে ঐ দেশের ডিগ্রী। আজকাল দেখি তো হাজারে হাজারে ভারতীয় বিদ্যার্থী বিদেশে যাচ্ছে চুলকাটা ও রান্না শিখতে, তাই কেমন যেন মনে হলো!
  • til | ১৪ জুন ২০১০ ১৫:০৩ | 220.253.178.104
  • ভেঁপু যেমন হয়, তেমনি।
    এইরে সেরেছে, গ্রহ নক্ষত্র, প্রোটন, নিউট্রন করতে করতে দে আর সাধারণ জিনিষ বুঝতে অক্ষম!
  • quark | ১৪ জুন ২০১০ ১৫:০২ | 202.141.148.99
  • আগে USSR ফরেন ছিলো, '৯০ থেকে Kyrgyzstan হ'ল।
  • de | ১৪ জুন ২০১০ ১৫:০১ | 59.163.30.6
  • আম-আঁটির ভেঁপু ক্যামনে হয়?

    তিল,
    আমি আজ জয়েন করলাম আপিসে, মেল দেখেছি --উত্তর দিচ্ছি!
  • til | ১৪ জুন ২০১০ ১৪:৫৮ | 220.253.178.104
  • Sana
    এই ভেঁপু আমরা ছোটবেলায় অনেক বাজিয়েছি।
    --
    Kyrgyzstan এ ১০০ ইন্ডিয়ান স্টুডেন্ট, যাত্তারা, এটাও ফরেন কবে থেকে!
  • Arijit | ১৪ জুন ২০১০ ১৪:৫৬ | 61.95.144.122
  • শমীক - আমের আঁটি শুকিয়ে নেড়ে দেখো।
  • sana | ১৪ জুন ২০১০ ১৪:৩৮ | 58.106.143.110
  • বাহ রে! না ফাটালে আম আঁটির ভেঁপু টা হবে কি করে?
  • Samik | ১৪ জুন ২০১০ ১৪:৩৫ | 121.242.177.19
  • এই ক্ষেলো ক্ষরেছে। আমের আঁটির ভেতরেও বীজ থাকে নাকি? কোনওদিন ফাটিয়ে দেখি নাই অবশ্য। আমি তো জানতাম আঁটিটাই বীজ।
  • sana | ১৪ জুন ২০১০ ১৪:৩১ | 58.106.143.110
  • ও তাই! ইচা কুচো চিংড়ি! আর বাচা মাছ ও আছে? আসলে খাই নি কোনোদিন,তাই বোধহয় জানি না।
  • sana | ১৪ জুন ২০১০ ১৪:২৮ | 58.106.143.110
  • হ্যাঁ,পেলাম,কিন্তু, লোডিং টা দেখছি Exp তে আসছে,আর এখোনো load হয়েই যাচ্ছে,অথচ,নীচে done দেখাচ্ছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত