এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ০৩ জুন ২০১০ ১৩:০৯ | 203.99.212.54
  • যাক গে লাভ নেই। শমিক, কোয়ার্ক --সরি।
  • h | ০৩ জুন ২০১০ ১৩:০৭ | 203.99.212.54
  • কোয়ার্ক বোধয় সমিকের অপিনিয়নে মমতা বিপদে পড়লেন বলে খুশি হচ্ছেন। আল্‌হাদের কোন কারণ নেই, এখন মানুষকে সোনার বিস্কুট দিলেও এঁরা সিপিএম কে ভোট দেবেন না। কে বিপদে পড়লো টা ইসুই না, চাগরি নেই, বা অল্প কিসু লোকের আছে, এটাই ইস্যু।
  • quark | ০৩ জুন ২০১০ ১৩:০১ | 202.141.148.99
  • বললে হবে? "অনিচ্ছুক" কৃষকের জমিতে তৈরী কারখানা। এতদিনে ভগবান ধরায় (স্পেশ্যালি বাংলায়) অবতীর্ণ। একে একে সবার বিচার হবে ....রেহাই নেই!
  • lcm | ০৩ জুন ২০১০ ১২:৫৫ | 128.48.255.24
  • ৫০০০ জনের চাকরি এক দিনে!
    ইনফোসিস না কাদের একটা রেকর্ড আছে না একদিনে অনেক ক্যাম্পাস অ্যাপয়েন্টমেন্ট পাঠানোর।
    কোলাঘাটে কত লোক কাজ করে এখন? ৫০০০ এর অনেক কমই হবে।
  • shrabani | ০৩ জুন ২০১০ ১২:৫০ | 124.124.244.109
  • কোলাঘাট আমার দেখা প্রথম পাওয়ার প্রজেক্ট, প্রথম চিমনি, বয়লার, কনট্রোল রুম দেখে হাঁ হয়ে গেছিলাম। পরে কত সুপার থার্মাল দেখেছি, কাজ করেছি তবু কোলাঘাটের জন্যে একটা আলাদা টান রয়েছে।
    এইবেলা একবার দেখে রাখব ভাবছি, পি ডি সি এল টাই না শেষে মিউজিয়ম হয়ে যায়। সমস্ত ধ্বংস করেই তো তার ওপরে নতুন সাম্রাজ্য গড়তে হবে!
  • h | ০৩ জুন ২০১০ ১২:৪৪ | 203.99.212.54
  • অথবা বলা ভালো, আমার গেটের বাইরে জমায়েত হওয়া অব্দি আমি এভাবে ভাববো। আমাদের মরালিটির আর পোলিটিকাল সেন্সিবিলিটির দায় ঐ অব্দি ঃ-)
  • h | ০৩ জুন ২০১০ ১২:৪১ | 203.99.212.54
  • যদিও বলার কোন মানে নেই, তবু ও বলি। বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন ইন্টারেস্ট এর প্রতিনিধি একটা পার্টি বা তৃণমূলের ক্ষেত্রে এক নেত্রী, কনফ্লিকট ম্যানেজমেন্ট টাই আসল পরীক্ষা। সিপিএমের এতদিনের শেখানো, অথবা নতুন সিপিএম এর চক্রান্ত দিয়ে বেশি দিন চলবে না। এগুলো বাস্তব, চাকরির অভাব, ব্যাপক দারিদ্র্য আর বেকারিঙ্কেÄর দেশে, শ্রেণী ব্যাপারটা পুরভোটে বিরোধীদের সংগে সংগে উবে যাবে না।

    প্রাইভেট কোম্পানির বাইরে মিছিল মিটিং না করে পাবলিক সেকটর কোং এর বাইরে হচ্ছে, সেটাও ইন্টারেস্টিং, কারণ সেখানে হয়তো তাঁদের হক আছে বলে মনে করছেন, মানুষে, সঙ্গত ভাবেই মনে করছেন।

    আর স্টার আনন্দ সম্পর্কে আর কি বলবো, আহত জার্নালিস্ট দের সমবেদনায় তাঁদের বিশ্লেষক রা নিশ্চয়ী আরো বেশি করে প্রাইভেটাইজেশন চাইবেন, সিপিএমের কর্মনাশা সংস্কৃতি র বিরুদ্ধে কথা বলবেন। একের পর এক ইলেকশন জিতবেন, বা যেই যিতুক, তার পরে তাঁরাই ক্ষমতায় থাকবেন, এবং মানুষ ক্যালানের মত গেটের বাইরে পুলিশ কে ঢিল ছুঁড়বে ও সাংবাদিক ক্যালাবে। চাকরি পাবেনা নিঃসন্দেহে, বা পেলেও দু চারটি কোন একটা কোরাপ্ট প্রসেসের মধ্যে দিয়ে, কারণ সেটাই সিপিএমের 'শেখানো' ঃ-)

    ভগবান ভদ্রলোক বেশ ভালো কমেডিয়ান, ওয়ান্ডারফুল সেন্স অফ টাইমিং।

    যতদিন গেটের বাইরের মানুষের সঙ্গে মমতা থাকবেন, তদ্দিন ই ভালো। আমি চাই থাকুন, পারবেন কিনা জানি না।
  • saikat | ০৩ জুন ২০১০ ১২:১৯ | 133.250.250.4
  • বাহ, বেশ।
  • Samik | ০৩ জুন ২০১০ ১২:১৪ | 122.162.75.198
  • একদিনেই স্বরূপ বেরিয়ে পড়ছে।

    কোলাঘাট থার্মালের সামনে সকাল ছটা থেকে ধর্নায় বসেছে তৃণমূল। ১৯৮২ সালে যাদের জমি নিয়ে এই থার্মাল পাওয়ার স্টেশন তৈরি হয়েছিল, সেই রকম ৫০০০ জনকে আজকেই চাকরি দিতে হবে। সব গেটে তালা পড়ে গেছে। নাইট শিফটের লোকেদের মাথার ওপর হাত তুলে সকালে বেরোতে হয়েছে অফিস থেকে, ছবি তুলতে গিয়ে মার খেয়ে তারানন্দের ফোটোগ্রাফার হসপিটালাইজ্‌ড।
  • lcm | ০৩ জুন ২০১০ ১১:১৪ | 69.236.171.60
  • ২৪ ঘন্টা কি করে দেখবে? একটু ঘুম দরকার, এবং চোখ বুজে ঘুমোনোই কাম্য।
  • Bratin | ০৩ জুন ২০১০ ১০:৪২ | 125.18.17.16
  • বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
    একি মূর্ত অনাসৃষ্টি....
  • Samik | ০৩ জুন ২০১০ ০৯:৩৮ | 122.162.75.198
  • কথা ছিল বৃষ্টি আসার, এল কেবল আঁধি
    ধূলোয় ঢাকা দিল্লি শহর, আশাতে বুক বাঁধি
  • Samik | ০৩ জুন ২০১০ ০৯:৩৭ | 122.162.75.198
  • ২৪ ঘন্টা আমিও দেখতে পাই না। ওটা দেখতে গেলে আলাদা করে পয়সা চায়।
  • dipu | ০৩ জুন ২০১০ ০৯:৩১ | 61.12.12.83
  • বাঃ। তাজা খবরের স্পুফ করে ওতে একটা প্রোগ্রাম হয়, সেটা বেশ ভাল। আরও অনেক কিছু ভাল।

    এইবারে আমার শুধু সোনার বাংলা আর শুভাপ্রসন্নর চ্যানেল দুটো চাই ঃ-)

    কিন্তু ২৪ ঘন্টা চ্যানেল আমার প্যাকেজে দেখতে পাই না ঃ-(
  • Samik | ০৩ জুন ২০১০ ০৯:১৬ | 122.162.75.198
  • টাটা স্কাই কাল থেকে আরেকটা বাংলা চ্যানেল অ্যাড করেছে। 859 নম্বরে। সঙ্গীত বাংলা। হালফিলের বাংলা সিনেমার গানের টেস্ট পাচ্ছি ঃ-) কী সব gun
  • Tim | ০৩ জুন ২০১০ ০২:১৯ | 71.62.121.158
  • হ্যাঁ হবেনা, কনটুর জাতীয় কিছু চাই।
  • Abhyu | ০৩ জুন ২০১০ ০১:৩৫ | 70.33.106.79
  • ঐ ইন্টিগ্রেশানটা হবে না মনে হয়, কমপ্লেক্স নাম্বারকে ঐ রকম রীম্যান ইন্টিগ্র্যাল??
  • Tim | ০৩ জুন ২০১০ ০১:০৮ | 71.62.121.158
  • এই ইন্টিগ্রেট করে কি হবে? টই দেখতে ল্যাদ লাগচে। ঃ-)
  • brahma d. | ০২ জুন ২০১০ ২২:৫৮ | 115.117.193.71
  • এই রাতবিরেতে এরা কি শুরু করেছে রে?
  • Abhyu | ০২ জুন ২০১০ ২২:৪৯ | 97.80.157.49
  • না না ইন্টিগ্রেশান লাগবে না বললাম না? না কি না বললাম?
  • aka | ০২ জুন ২০১০ ২২:৩২ | 168.26.215.13
  • টইতে চাক্কা জাম, এখানেই লিখি। বৃত্ত না স্কোয়ার। আর এরিয়া হল ইন্টিগ্রেশন(০,১) ইন্টিগ্রেশন(০,১)(x+iy)dydx.
  • Du | ০২ জুন ২০১০ ২২:০৫ | 65.124.26.7
  • স্টারবাক্স ঃ)
  • . | ০২ জুন ২০১০ ২১:৫০ | 115.117.193.71
  • ইকি! ন্যাড়াস্যার পুরো নেপোস্যার হয়ে যাচ্ছেন! ;-)
  • Abhyu | ০২ জুন ২০১০ ২১:০৮ | 97.80.157.49
  • অঙ্ক না, ভিসার ডকুমেন্ট। কি জ্বালা!
  • Arpan | ০২ জুন ২০১০ ২০:০৯ | 216.52.215.232
  • আমি কী জানি! অভ্যু যা বলল।

    আর ন্যাড়াদা। ওই ভদ্রলোকের সাথে চুক্তি তো হয়েছিল ইলেকশনের আগে। ইলেকশনের পরে কোন সুবিধাবাদী কোয়ালিশনে আমি নেই। ;-)
  • aka | ০২ জুন ২০১০ ২০:০৭ | 168.26.215.13
  • কুরিয়ার করতে হবে কেন? স্ক্যান হয় না?
  • Arpan | ০২ জুন ২০১০ ২০:০৪ | 216.52.215.232
  • অঙ্ক কুরিয়ার করতে হবে!!??
  • Abhyu | ০২ জুন ২০১০ ১৯:৫৮ | 97.80.157.49
  • তাই তো বললাম যে মুখ দেখলে মনে পড়বে হয় তো। আসলে নামের সাথে ওয়ান টু ওয়ান কোনো দিনই ছিল না আমার !
  • Bratin | ০২ জুন ২০১০ ১৯:৪১ | 117.194.99.244
  • আজকে মলয় র সাথে কথা হচ্ছিল। বললো তোমরা যখন BStat পড়তে তখন তোমাদের হোস্টেল এ খেতে যেত.....
  • Abhyu | ০২ জুন ২০১০ ১৯:৩৩ | 97.80.157.49
  • উহুঁ। তবে মুখ দেখলে হয় তো মনে পড়বে।
  • Bratin | ০২ জুন ২০১০ ১৯:৩১ | 117.194.99.244
  • না ঘোষ। মলয় সেন। ১৯৯৮ র OADP....
  • Abhyu | ০২ জুন ২০১০ ১৯:২৯ | 97.80.157.49
  • অমিতাভ ত্রিপাঠী?
  • Bratin | ০২ জুন ২০১০ ১৯:২৬ | 117.194.99.244
  • ঠিক আছে ঃ-))

    অভ্যু, তুমি ISI র মলয়,অমিতাভ এদের চেনো নাকি?
  • Abhyu | ০২ জুন ২০১০ ১৯:২৫ | 97.80.157.49
  • এটা করার মতো বলেই না বললাম। দাঁড়াও দিচ্ছি। দেখে মনে হবে কি বাঁশ কি বাঁশ, আসলে এলিমেন্টারি।
  • nyara | ০২ জুন ২০১০ ১৯:২৫ | 122.172.167.250
  • এই তো হয়ে গেল। ব্রতীন অর্পণের হয়ে ফুটকিবাবুকে খাইয়ে দাও। অর্পণ নিজের হয়ে একবার আর ব্রতীনের হয়ে একবার - মোট দুবার আমাকে খাইয়ে দাও।
  • Abhyu | ০২ জুন ২০১০ ১৯:২৪ | 97.80.157.49
  • আমি। ডিসেম্বরে।
  • aka | ০২ জুন ২০১০ ১৯:২৪ | 168.26.215.13
  • অভ্যুর অংক বহুত শক্ত, শক্ত অংক পারি না।
  • Bratin | ০২ জুন ২০১০ ১৯:২২ | 117.194.99.244
  • আমি খাওয়াতে পারি। যে যে খেতে চাও
  • nyara | ০২ জুন ২০১০ ১৯:২২ | 122.172.167.250
  • আমি পকা। কিন্তু 'দোষগুণ কব কার'-পন্থী।

    তাহলে খাওয়া জুটবে?
  • Abhyu | ০২ জুন ২০১০ ১৯:২০ | 97.80.157.49
  • আমাকে খাওয়ালেও তো পারো? আমি তো অঘোষিত পকাবু। তাছাড়া এই ভোটের বাজারে আজ্জো অঙ্ক করতেও রাজি না। ও দিকে প্রায় পঁচাশি টাকা দিয়ে কুরিয়ার করতে হবে!
  • Arpan | ০২ জুন ২০১০ ১৯:০৩ | 216.52.215.232
  • না না, একজনের সাথে ভদ্রলোকের চুক্তি হয়েছিল খাওয়ানোর ব্যপারে। তাছাড়া তুমি তো ঘোষিত পকাবু। ঃ-)
  • aka | ০২ জুন ২০১০ ১৮:৫৫ | 168.26.215.13
  • খুব বেশি নাই, জাভা সিটি দু একটা আছে। স্টারবাক্স তো প্রতিটা মোড়ে মোড়ে। কফি খেতে ইচ্ছে হলেই দুই মিনিটের মধ্যে একটা স্টারবাক্স চোখে পড়বে।
  • nyara | ০২ জুন ২০১০ ১৮:৫২ | 122.172.167.250
  • স্টারবাক্সের থেকে জাভাসিটি বা পীট্‌স ঢের ভাল। জানিনা তোমাদের ওদিকে গেছে কিনা।
  • aka | ০২ জুন ২০১০ ১৮:৪১ | 168.26.215.13
  • স্টারবাক্সও ওভার প্রাইসড কিন্তু ভ্যালু ফর মানি বেশ বেশি, সিসিডির শুধু কায়দা আর কায়দা, টেস্ট বলিয়া কিসুই নাই। কফি হাউসের কফি মাচ বেটার।
  • Samik | ০২ জুন ২০১০ ১৮:৩৭ | 121.242.177.19
  • আম্মো সিসিডিই বলি। একবারই গেছিলাম। আইসিআইসিআইয়ের ক্রেডিট কার্ড পয়েন্ট রিডিম করে দুজনে মিলে দুকাপ কফি খেয়েছিলাম। তাতেও বোধ হয় শখানেক আরো দিতে হয়েছিল। সেই ২০০৩ সালে।

    আর যাই নি।
  • . | ০২ জুন ২০১০ ১৮:৩৭ | 125.18.104.1
  • মেয়েকে পোচ্চোন্ডো গরমের দিনে আঁকার ইস্কুলে নিয়ে গেলে ক্যাকডেতে বসি। এক কাপ গরম নেবু চা, আগে পঁয়তাল্লিশ ছিল, এখন মনে হয় পঞ্চাশ। দুই ঘন্টার মত ঐ এক কাপ নিয়ে এসি-তে বসে থাকি। পয়সা উশুল হয়ে যায়।
  • nyara | ০২ জুন ২০১০ ১৮:৩৬ | 122.172.167.250
  • বাই দ্য ওয়ে, অর্পণ কাকে যেন বলল দেখলাম বললেই খাইয়ে দেবে। অর্পণ, বললাম।
  • pipi | ০২ জুন ২০১০ ১৮:৩৬ | 92.225.75.13
  • ভাগ্যিস চা কফি কিছু খাই না। সব দিক দিয়েই স্বাস্থ্যকরঃ-)
  • nyara | ০২ জুন ২০১০ ১৮:৩৬ | 122.172.167.250
  • তাই বল, সাতজন। আমি ভাবলাম একা বা দোকা ৭০০ টাকা খরচ করেছ সিসিডিতে।
  • aka | ০২ জুন ২০১০ ১৮:৩১ | 168.26.215.13
  • এক একটা কফি তো ৭০ টাকা না কত, আর কায়দা টায়দা হলে ১২০-১৩০ মতন। সব মিলিয়ে মনে হয় গোটা সাতেক কফি, একটা কি দুটো কেক, আর একটা জুস টাইপ কিছু ছিল, ৭০০ না হয়ে ৬৫০ ও হতে পারে, ঠিক মনে নেই, মোদ্দা কথা বহুত কস্টলি। বেঁচে থাক, বাপুজী কেক, আর ভাঁড়ের চা, শস্তায় পুষ্টিকর।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত