এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ৩১ মে ২০১০ ১৫:৫৪ | 204.138.240.254
  • যাবে না কেন। দোকানে গেলেই পাওয়া যাবে।
  • . | ৩১ মে ২০১০ ১৫:৫৪ | 125.18.104.1
  • চাম্বা খুব ভালো জায়গা। রাত সাড়ে এগারোটা বারোটা অবধি কুল্‌কুল্‌ ইরাবতী নদীর পাশে সারি সারি মদের দোকান আর নদী থেকে তুলে আনা টাটকা মাছভাজার দোকান, বা মোমো-থুকপা-সুপের দোকান খোলা থাকে।
  • san | ৩১ মে ২০১০ ১৫:৫৩ | 203.91.201.56
  • আমি হিমালয়ে চলে যেতে যাই। আর ফিরতে চাই না।
  • pipi | ৩১ মে ২০১০ ১৫:৫৩ | 92.225.74.249
  • পাই এত্ত ভোরে ওঠে!!!!
  • Samik | ৩১ মে ২০১০ ১৫:৫২ | 121.242.177.19
  • তেহরি অন শোন থেকে রাস্তা সো-জা চলে গেছে শ্রীনগর। ভালো সুন্দর রাস্তা।
  • pipi | ৩১ মে ২০১০ ১৫:৫২ | 92.225.74.249
  • কিন্তু এগুনো তো সব উপরের পার্ট টুকু, পা ভিজবে যে তাহলে। টু পিস পাওয়া যায় না?
  • Samik | ৩১ মে ২০১০ ১৫:৫১ | 121.242.177.19
  • ওক্কে। তা হলে আমি ২০০১ সালে হিমাচলের চাম্বাতেই গেছিলাম। সেটাই ঐ কাংড়া ভ্যালিতে। চাম্বা ডিস্ট্রিক্ট। ডালহাউসি খাজিয়ার লেক হয়ে গেছিলাম চাম্বায়।

    সুভাষ ঘাইয়ের "তাল' সিনেমার শুটিং হয়েছিল তা হলে কোন চাম্বায়? চাম্বা কি তারাবাবু? কোন চাম্বা?

    কাংড়াই হবে হয় তো।
  • Samik | ৩১ মে ২০১০ ১৫:৪৮ | 121.242.177.19
  • বদ্রীনাথ যাবার পথে, চাম্বা হল এন রুট হল্ট। মুসৌরী থেকে চাম্বা রোড চলে গেছে সো-জা, আই মীন, এঁকেবেঁকে, মুসৌরী থেকে পঁচিশ কিলোমিটার দূরে ধনৌল্টি, সেখান থেকে তিরিশ কিমি দূরে চাম্বা। এককালে হিমাচলী রাজারাজড়াদের আখড়া ছিল, কাংড়া আর্টের একটা মিউজিয়ামও বোধ হয় আছে এখানে। আপাতত একটা অত্যন্ত ঘিঞ্জি পাহাড়ী শহর ছাড়া আর কিছুই নয় চাম্বা।

    আমরা দাঁড়াইও নি চাম্বায়। চাম্বা থেকে আঠেরো কিমি দূরে আছে তেহরি অন শোন। শোন নদীর ওপর বানানো বিশাআআআআল পাহাড়ী ড্যাম। হাল্কা করে হাইডেল পাওয়ার জেনারেশন শুরুও হয়েছে, তবে ড্যাম পুরো ভরতে শুনলাম আরো পাঁচ বছর লাগবে, তারপরে ফুল স্কেল জেনারেশন শুরু হবে।

    বউটা এখন পাওয়ার মিনিস্ট্রিতে নেই, না হলে ভেতরে ঢুকে দেখে আসা যেত। বাইরে থেকে দেখেই ফিরে আসতে হল। সেই ফিরে আসার পথেই গাড়ি খারাপ হয়ে গেল। চাদ্দিকে পাহাড়, তার ওপরে আকাশে কালো মেঘ, হাল্কা বিষ্টি, দমাদ্দম হাওয়ার ঝাপটা, রাস্তায় প্রায় একটাও গাড়ি নেই, খারাপ গাড়ির ভেতর আমরা পাঁজ্জন। ড্রাইভার একটা ট্রাক থামিয়ে তাতে উঠে গেছে চাম্বা থেকে মেকানিক ডেকে আনতে। ন'কিলোমিটার দূর।
  • pipi | ৩১ মে ২০১০ ১৫:৪৮ | 92.225.74.249
  • সাউথ জার্মানীর হাল অপেক্ষাকৃত ভাবে ভাল বলতে হবে। আফটাল ওরা পোপদাদুকে শক্ত করে ধরে বসে আছে। আর এই নচ্ছাড় নাস্তিক উত্তরের প্রাক্তন কম্যুনিস্টির জাগা, এখেনে তো ভগমানের অভিশাপ লাগবেই।
  • san | ৩১ মে ২০১০ ১৫:৪৭ | 203.91.201.56
  • আপিস ছাড়া সব জায়গাই যাওয়ার জন্য খুব ভাল।
  • . | ৩১ মে ২০১০ ১৫:৪৬ | 125.18.104.1
  • না না, হিমাচলের চম্বা একদম আলাদা জায়গা। পাঠানকোট থেকে যেতে হয়। মাঝখানে একটা রাস্তা যায় ডালহৌসির দিকে, আর একটা চম্বার দিকে। চম্বা থেকে ডালহৌসি যাবার পথে পড়ে কালাটোপ, খাজিয়ার। আবার চম্বা থেকে চলে যাওয়া যায় ভারমৌর। ভারমৌর থেকে ট্রেক করে মণিমহেশ।
  • pipi | ৩১ মে ২০১০ ১৫:৪৫ | 92.225.74.249
  • যা দিনকাল পড়েছে তাতে লালমুখো জার্মানগুনো ইংলিশ রোজ না হয়ে যায়!
  • pi | ৩১ মে ২০১০ ১৫:৪৪ | 71.105.79.204
  • এটা কি জার্মানীর সর্বত্র নাকি ?
  • Arijit | ৩১ মে ২০১০ ১৫:৪৩ | 61.95.144.122
  • সায়েবরা কেন লালমুখো হয় তার কারণও তো ওই।
  • Arijit | ৩১ মে ২০১০ ১৫:৪৩ | 61.95.144.122
  • প্রবোধকুমার সান্যাল যে চম্বা নিয়ে লিখেছিলেন সেটা ওই হিমাচল প্রদেশের। মুসৌরী থেকে যে চম্বার বাস যায় (সেটা এখন উত্তরাঞ্চল না ইউপি জানি না) সেটা হারগিজ নয়।
  • pipi | ৩১ মে ২০১০ ১৫:৪২ | 92.225.74.249
  • এখানে এপিল স্প্রিং, মে সামার, জুন-আগস্ট হাই সামার, সেপ-অক্টো ঘিনঘিনে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে পারদ নামা, নভ থেকে পুরোপুরি শীত। বুঝতেই পারছ, ঐ চারমাস যা একটু রোদ্দুর জোটে। তাও যদি চুরি যায়.....
    একেই জার্মানগুনো গোমড়ামুখো, তায় দিনদিন এই ওয়েদারে আরই তুম্বোপানা হয়ে যাচ্ছে।
    ভিট ডি'র বড়ই অভাবঃ-(
  • Samik | ৩১ মে ২০১০ ১৫:৪১ | 121.242.177.19
  • ধ্যাত্তেরি, লিখে টিখে ফেলার পর সব উড়ে গেল।

    উত্তরপ্রদেশে কোনও চাম্বা আছে বলে আমি শুনি নি। হিমাচলে চাম্বার লিংক দেখছি উইকিতে, তবে আমি একটাই চাম্বা চিনি, সেটা উত্তরাখন্ডে। হতে পারে এটা আগে হিমাচলে ছিল বলে হিমাচলের লিংক দেখাছে উইকি, অথবা হতে পারে দ্বিতীয় চাম্বা সম্বন্ধে আমি অবগত নই।
  • . | ৩১ মে ২০১০ ১৫:৩৯ | 125.18.104.1
  • নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি অসহ্য। ডিপ্রেশনে ভোগার জন্য পারফেক্ট। একমাত্র ক্রিসমাসের সময় সোহো বা অক্সফোর্ড স্ট্রিটে ঘুরে বেড়ানো ছাড়া।
  • Arijit | ৩১ মে ২০১০ ১৫:৩৮ | 61.95.144.122
  • যে মাছের মাথাটা পেকেছে সেটা পাকা মাছ। মানে বড় মাছ। ছানাপোনা নয়।
  • pipi | ৩১ মে ২০১০ ১৫:৩৮ | 92.225.74.249
  • পাকা মাছ মানে যাকে সোজা ভাষায় আমরা কাটা পোনা বলি। ছোটো মাছ (মানে কিনা চুনো মাছ) এ গ্রীন সিগন্যাল।
  • Bratin | ৩১ মে ২০১০ ১৫:৩৭ | 125.18.17.16
  • আমার বেষ্ট ট্যুর হল গোমুখ,কেদার ইত্যাদি। ঐ ১৮+১৮ = ৩৬ কিমি এক দিনে ট্রেক করা।আর কেদারে ১৪....তবে এক দিনে ফেরা যায় নি....
  • Arijit | ৩১ মে ২০১০ ১৫:৩৬ | 61.95.144.122
  • রাণীর দেশের লোকে কেন খিটখিটে হয় আর অত্ত জোরে কেন হাঁটে তার পিছনেও তো ওই একই কারণ - বছরে তিন মাস রোদ্দুর, বাকি সময় শুধু মেঘ আর বিষ্টি আর হাওয়াঃ-)

    ম্যাঞ্চেস্টারে একটা চলতি কথা আছে - পিকাডিলিতে নেমে তুমি যদি ওল্ড ট্রাফোর্ডের মাথাটা দেখতে না পাও তার মানে এখন বিষ্টি হচ্ছে, আর যদি দেখতে পাও তার মানে মিনিট পাঁচেকের মধ্যে বিষ্টি শুরু হবে।
  • pipi | ৩১ মে ২০১০ ১৫:৩৬ | 92.225.74.249
  • অজ্জিতের খাদ্যাখাদ্যের লিস্টি পড়ে আমার বাবার হাল মনে পড়ল। ভদ্রলোকের একে ইউরিক অ্যাসিড হাই তায় ডায়াবেটিক। অর্থাৎ উনি প্রায় হাওয়ার উপরেই আছেন।
  • san | ৩১ মে ২০১০ ১৫:৩৫ | 203.91.201.56
  • পাকা মাছ আবার কী জিনিস?
  • pipi | ৩১ মে ২০১০ ১৫:৩৪ | 92.225.74.249
  • স্যান, দেশে থাকতে আম্মো বর্ষা নিয়ে খুব কাব্যি করতাম। কিন্তু একে ছয় মাসের উপর হাড়হীম শীত, তারপর একটু উষ্ণতার জন্য চাতক পাখির মত দিন গোনা আর সে জায়গায় দিনের পর দিন, মাসাধিক কাল ধরে শুধু ঘিনঘিনে বৃষ্টি, হি হি কাঁপুনি মিললে কাব্যি চুরি হয়ে যায় ডিপ্রেশনের ভারেঃ-(
  • . | ৩১ মে ২০১০ ১৫:৩১ | 125.18.104.1
  • হ্‌ম্‌ম্‌ম। ইন্টারনেটে দেখলাম উত্তরাঞ্চলের চম্বায় অনেক হোটেল, রেজর্ট তৈরি হয়েছে। জানতাম না।
  • Arijit | ৩১ মে ২০১০ ১৫:৩০ | 61.95.144.122
  • হুঁ। ওল-বীন-বীট-গাজর-টোম্যাটো-পাকা মাছ-খাসির মাংস-ডিম-অ্যালকোহল-মুসুর ডাল ইত্যাদি বন্ধ।

    খাসির মাংস বলেছে, পাঁঠা বলেনি কিন্তু। পয়েন্ট টু বি নোটেড।
  • Arijit | ৩১ মে ২০১০ ১৫:২৮ | 61.95.144.122
  • ট্যুরিস্ট স্পট তো নয়ই। আমি তো তখন জানতুম না যে দুটো চম্বা আছে। মুসৌরী থেকে চম্বা লেখা বাস যাচ্ছে দেখে দুজনে উঠে পড়লুম - তাপ্পর গিয়ে দেখি ওই অবস্থা...
  • san | ৩১ মে ২০১০ ১৫:২৮ | 203.91.201.56
  • অরিজিত কি ডাক্তার দেখালে? কবে যেন বেরোচ্ছ?

    সিকি একটা ভাল করে রোমহর্ষক সর্ষে লেখেনা ক্যানো?

    ইশ পিপির দেশে যদি আমি থাকতাম। অনন্ত বর্ষাকাল।
  • pipi | ৩১ মে ২০১০ ১৫:২৭ | 92.225.74.249
  • না না, জ্যাকেট গুনো না। এখেনে তো কেমন মাঝেসাঝে দোকানে দেখতে পাই পাতলা পাতলা রেনকোট, কেমন সুন্দর দেখতে। শুধুই বৃষ্টির জন্য, শীতনিরোধক প্যাডিং ছাড়াই।
    আমাকেও শিগগীরি অমনি একটা কিনতে হবে। আফটারল, মার্কেলের দেশটা রাণীর দেশ হয়ে যাচ্ছে। শেষ কবে সূয্যি ঠাকুরের মুখ দেখেছি মনে নেই। মাস খানেক তো হবেই। খালি বৃষ্টি বাদলা কালো আকাশ আর ঠাণ্ডা হাওয়া। অথচ খাতায় কলমে এ নাকি সামারঃ-(
  • Arpan | ৩১ মে ২০১০ ১৫:২৬ | 204.138.240.254
  • খারাপ মানে? কী হয়েছিল?
  • . | ৩১ মে ২০১০ ১৫:২৫ | 125.18.104.1
  • ইউ পির চম্বা কি ট্যুরিস্ট স্পট? আমি হিমাচলের চম্বায় গেছি। ইউপির চম্বা নিয়ে খুব একটা শুনি নি।
  • pi | ৩১ মে ২০১০ ১৫:২৪ | 71.105.79.204
  • শিলং এ কত ডিগ্রী এখন ? আমরা অবশ্য গেছিলাম অক্টোবরে। ব্যাপক ঠাণ্ডা ছিলো।
  • Arijit | ৩১ মে ২০১০ ১৫:২২ | 61.95.144.122
  • পিপি - সবই তো আছে, কিন্তু সেগুলোর জন্যে টেম্পারেচারটাও তো সেরকম চাই। মানে এই আট-দশ ডিগ্রী।
  • Arijit | ৩১ মে ২০১০ ১৫:২১ | 61.95.144.122
  • হিমাচলেরটাই তো দেখার মত। আমরা গুলিয়ে ফেলে একবার মুসৌরী থেকে চম্বা গেসলুম - সেটা ইউপি-র - সেখানে কিস্যু নাই। শুধু একটা বাজার। শেষে সেখান থেকে হৃষিকেশ চলে এসেছিলুম।
  • pipi | ৩১ মে ২০১০ ১৫:২০ | 92.225.74.249
  • অজ্জিত, তুমি তো এলে মেঘলা, বৃষ্টির দেশ থেকে। তা আসার সময় বৃষ্টি বাদলার জামাকাপড়গুলো সঙ্গে আনলে না?
  • . | ৩১ মে ২০১০ ১৫:১৯ | 125.18.104.1
  • চাম্বা মানে কোন চাম্বা?
  • pipi | ৩১ মে ২০১০ ১৫:১৯ | 92.225.74.249
  • "ডায়াল হয়, হাওয়ায়' - হা হা হা হা হা হা
  • Arijit | ৩১ মে ২০১০ ১৫:১৮ | 61.95.144.122
  • আমি এট্টু আগে ডাকব্যাক থেকে ওয়াটারপ্রুফ কিনে আনলুম। আমাট্টা জ্যাকেট-প্যান্টের কম্বি, বাকি বউ-ছেলে-মেয়ে সবার ওই টিপিক্যাল গোড়ালি অবধি কোট। ইস্‌স্‌স আসল আউটডোর ক্লোদিং কত্ত সুন্দর হয় রে...
  • Bratin | ৩১ মে ২০১০ ১৫:১৩ | 125.18.17.16
  • বাহ । ওদিক টা আমার এখনো যাওয়া হয় নি...। তবে ঐ রকম ফাঁকা জায়গা সব সময় ই ভালো লাগে।
  • Samik | ৩১ মে ২০১০ ১৫:০৯ | 121.242.177.19
  • ভারতেও এমন এমার্জেন্সি নম্বর কলিং আছে। 112। ফোন লক্‌ড থাকলেও ডায়াল হবে, সিম না থাকলেও ডায়াল হবে। কিন্তু নাম্বারটা কোথাও লাগে না ইন্ডিয়াতে। ডায়াল হয়, তবে হাওয়ায়।
  • Samik | ৩১ মে ২০১০ ১৫:০৪ | 121.242.177.19
  • জায়গাগুলো প্রায় পচা। মানে বহুলোকের বহুবার ঘুরে আসা। দেরাদুন-মুসৌরি-ধনৌল্টি-চাম্বা।

    মূলত ছিলাম ধনৌল্টিতে। পাঁচটা হোটেল আর গোটা কুড়ি গুমটির দোকান সম্বলিত একটা ছোট্ট পাহাড়ী গ্রাম, টুরিস্টের ভিড় একেবারে নেই বললেই চলে, কেবল পাইন আর দেবদারুর বন, তিনশোষাটডিগ্রির ভিউ চারপাশের পাহাড়ের, একটু উঁচুতে চড়লে দেখা যাচ্ছে নন্দাদেবী চৌখাম্বা ত্রিশূল চোংমোং ইত্যাদি শৃঙ্গ।
  • Arijit | ৩১ মে ২০১০ ১৫:০৩ | 61.95.144.122
  • নর্দার্ন হাইল্যান্ডস। বেশ কয়েকবার এরকম রাস্তায় গাড়ি নিয়ে গেছি। সুবিধা ছিলো এরকম কেস হলে গ্রীন ফ্ল্যাগকে ফোং করলে পাওয়া যেত। নেটওয়ার্ক না থাকলেও এমার্জেন্সি নাম্বার (যেমন ৯৯৯) চলতো - কি করে চলতো জানি না অবশ্য। সেই যেবার আমার বউ রোজবেরি টপিং-এর ঢালে আটকে গেলো, আমি তো টপিং-এর ওপর থেকে ওই নম্বরেই ফোনালুম - সিগন্যাল ছিলো না, কিন্তু দিব্যি কানেক্ট হয়ে গেসলো।
  • Bratin | ৩১ মে ২০১০ ১৫:০০ | 125.18.17.16
  • কোথায় গেছিলে?
  • pipi | ৩১ মে ২০১০ ১৪:৫১ | 92.225.74.249
  • ভাগ্যিস অমন রোমান্টিসিজমের ভূত আমার নেই!
  • Samik | ৩১ মে ২০১০ ১৪:৪২ | 121.242.177.19
  • বেই বেই করে ফিরলাম। সভ্যতার থেকে বিচ্ছিন্ন হতে চাওয়ার রোম্যান্টিসিজ্‌মও যে সময়ে সময়ে কেমন ভয়ংকর হতে পারে, বেশ চেখে দেখে এলাম।

    চাদ্দিকে শুকনো পাহাড়, দূর দূর পর্যন্ত কোনও বসতি নেই, মোবাইলে নেটোয়ার্ক প্রায় নেই বললেই চলে, এমনকি রাস্তায় বিশেষ গাড়িও নেই, সেই রকম জায়গায় আমাদের গাড়ি গেল খারাপ হয়ে। খারাপ মানে, একেবারে খারাপ।

    পোশ্‌শু দুকুরের ঘটনা।
  • dipu | ৩১ মে ২০১০ ১৪:১৪ | 61.12.12.83
  • রাইট। মমতার দুপাশে দুই কন্ধকাটা সুব্রত আর সোমেন - ইত্যাদিও কীসব বললেন ঃ-)
  • Arpan | ৩১ মে ২০১০ ১৪:১২ | 204.138.240.254
  • হরে রাম হরে কৃষ্ণ/কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
    যত সব তরমুজ/তৃণমূলের ঘরে ঘরে

    ডিঃ ছন্দ নিয়ে কোনরূপ প্রশ্ন/আপত্তি থাকলে প্রঃ ঘোঃ কে জিগান।
  • dipu | ৩১ মে ২০১০ ১৩:৪৮ | 61.12.12.83
  • তৃণমূল। প্রদীপ ঘোষ এঁদের নিয়ে সেদিন কী একটা ছড়া বললেন, মনে নাই ঃ-(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত