এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • . | ০২ জুন ২০১০ ১৪:১৫ | 125.18.104.1
  • কেসি মনে হয় উন্নিশশ বত্রিশে জন্মান নাই। আমি তখন বাভারিয়ায়, মানে মিউনিখে। জুলাই মাসে ইলেকশন হল। তৃণমূল জিত... সরি, এনেসড্যাপ সংখ্যাগরিষ্ঠতা পেল। আমি ন্যুরেমবার্গে র‌্যালি দেখতে গিয়েছিলুম। ;-)
  • lcm | ০২ জুন ২০১০ ১৪:১৪ | 128.48.255.23
  • ফুটকিভাই,
    অনির্বানবাবুর লেখাটি পড়লাম। অনেক কথা তো কইসেন, কাম কি হইব সেইডাই দেখার।
    তবু আশা আছে, আশার গান শুনি। লতাও আছে...
  • Arijit | ০২ জুন ২০১০ ১৪:১৪ | 61.95.144.122
  • তিনি আইবিএনে ইন্টারভ্যু দিচ্ছেন। "কলকাতাকে সবুজ করবো' - কেমন সবুজ অবশ্য জানা নেই, বাড়ি রঙ করে নাকি গাছ পুঁতে।
  • kc | ০২ জুন ২০১০ ১৪:১৩ | 194.126.37.5
  • সৈকত, একদম ঠিক বলেছেন, সত্যিই ''মায়া রহিয়া গেল''।
    হুতোমের বয়সের যে গাছপাথর নাই, এটা যে কেন ভুলে যাই কে জানে। ঃ)
  • Arijit | ০২ জুন ২০১০ ১৪:১০ | 61.95.144.122
  • হিসেব করলেই বোঝা যায়।

    (১) সিঙ্গুর এপিসোডে মমতাকে তুমুল গাল দেওয়া
    (২) লোকসভা ভোটের আগে স্টান্স বদল - এই সময় কংগ্রেসের সাথে সমঝোতা ছিলো তৃণমূলের। দুর্জনে বলে এই সময় স্টারানন্দের অর্থনৈতিক অবস্থাও খুব ভালো ছিলো না, এক "বাঙালী কেন্দ্রীয় মন্ত্রী'-র হস্তক্ষেপে কয়েকটা বড় ডিল হয় ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্যে।
    (৩) পর পর দেশ-এ সনিয়া আর প্রণব মুখুজ্জে ইস্পেশ্যাল সংখ্যা।
    (৪) পুরসভা ভোটের আগে আগে তৃণমূলকে ঝাড়তে শুরু করা - লক্ষ্যণীয় এই সময় কংগ্রেসের সাথে জোট ছিলো না।
    (৫) ভোটের ফল বেরনোর পর আবার স্টান্স বদল - জয়ীর সাথে থাকা বা যাই হোক না কেন। সেই "বাঙালী কেন্দ্রীয় মন্ত্রী'-কেও যে তৃণমূলের মুখাপেক্ষী হতে হবে;-)
  • saikat | ০২ জুন ২০১০ ১৪:০৯ | 133.250.250.4
  • kc কী "মায়া রহিয়া গেল"-র কথা বলছেন?
  • . | ০২ জুন ২০১০ ১৪:০৭ | 125.18.104.1
  • আমি বেশি না দেখলেও, আগে দেখিচি। প্রথমবার দেখি ধরেন সতেরোশো সাতান্নতে। আর আজকাল এইসব খুচখাচ তরজা দেইখা পোলাপানরা কির'ম লাফায় দ্যাখেন।
  • dukhe | ০২ জুন ২০১০ ১৪:০৫ | 122.160.114.85
  • তারানন্দ তো আবার তৃণমুল-বর্জিত, এখন কি তৃণমূলের কাউকে এনেছে ?
  • Arijit | ০২ জুন ২০১০ ১৪:০৩ | 61.95.144.122
  • তারানন্দের নিজেদের ভাষায় - "উই অলওয়েজ স্টে উইথ দ্য উইনার', কাজেই...

    কেসি - অনুষ্টুপ কোত্থিকে পাবো?
  • kc | ০২ জুন ২০১০ ১৪:০০ | 194.126.37.5
  • সাম্রাজ্যের পতন বলুন কি বামফ্রন্টের হেরে যাওয়া বলুন, সেটা দেখছি বটে, আগের পালাবদলের সময় তো তেমন জ্ঞানগম্যি ততটা হয়ওনি। কিন্তু ভাল লাগছে না এইরকম ভাবে পালাবদলটা।
    ফুটকি, অজ্জিত, গতবছরের অনুষ্টুপের সম্পাদকীয়টা পড়ে ফ্যালান / ফ্যালাও।
  • dipu | ০২ জুন ২০১০ ১৩:৫৯ | 61.12.12.83
  • আর গত কয়েকদিন গাল দেওয়ার পর আজ রেজাল্ট বেরোতেই তারানন্দ নাকি ঘুরে গেছে ঃ-)
  • dipu | ০২ জুন ২০১০ ১৩:৫৪ | 61.12.12.83
  • দুরকম স্ট্যাট নিয়ে অর্কুটে ঝগড়া শুরু হয়ে গেছে। একটায় তিনোমুল ৪২, অন্যটায় ২৩। কোনটা বিশ্বাস করব বুঝতে পারি না ঃ-( ঃ-)
  • . | ০২ জুন ২০১০ ১৩:৪৮ | 125.18.104.1
  • হ্‌ম্‌ম, দেখেছি।
  • Arijit | ০২ জুন ২০১০ ১৩:৪৭ | 61.95.144.122
  • ফুটকির আইপির একটা ক্লোন দেখা যাচ্ছে।
  • . | ০২ জুন ২০১০ ১৩:৩৭ | 125.18.104.1
  • এলসিএমের বাঙালীর উপর প্রচুর আশা। গতকাল আবাপতে অনির্বাণের লেখাটা পড়েন।
  • lcm | ০২ জুন ২০১০ ১৩:৩৪ | 128.48.255.23
  • ওরা-আমরা র বিরক্তিকর লুপ থেকে বেরোনো উচিত।

    দেশ পত্রিকাতে সুনীল গাঙ্গুলী একটি আর্টিকল লিখেছেন - দেবশংকর হালদার অভিনীত নাটক নিয়ে যে নাট্য উৎসব হল তার ওপর। ব্রাত্য-র নাটকের ভূয়সী প্রশংসা করেছেন। যেগুলি পছন্দ হয় নি, তার কথাও লিখেছেন।
  • dukhe | ০২ জুন ২০১০ ১৩:৩০ | 122.160.114.85
  • সিপিয়েম কি আবার শোকমিছিল/শকমিছিল বের করবে ? :)
  • Arijit | ০২ জুন ২০১০ ১৩:২৯ | 61.95.144.122
  • এটা সিএনএন-আইবিএন-এও দিচ্ছে।
  • saikat | ০২ জুন ২০১০ ১৩:২৭ | 133.250.250.4
  • জীবিতকালে একটা সাম্রাজ্যের পতন দেখছি, এও কী কম কথা !
  • . | ০২ জুন ২০১০ ১৩:২৭ | 125.18.104.1
  • বোঝো! পশ্চিমবঙ্গের এমন অবস্থা যে বেচারা ইন্টিজারগুলোও ওপেন টু পোলিটিকাল ইন্টারপ্রিটেশন!!
  • saikat | ০২ জুন ২০১০ ১৩:২৫ | 133.250.250.4
  • বর্তমানের সাইটে বলছে -

    বাম - ১৮
    তৃণ - ৩২
    কং - ৭
    ত্রিশঙ্কু - ২৩

    !
  • nyara | ০২ জুন ২০১০ ১৩:২৩ | 203.110.238.17
  • নন্দীগ্রামের পরে যখন একযোগে কবি-সাহিত্যিক-নাটককার প্রমুখদের মাস এক্সোডাস হয়েছিল, তখন সুজনবাবু এরকম ধরণের ইঙ্গিত করেছিলেন, 'এই তথাকথিত বুদ্ধিজীবী' টাইপের কী একটা বলে। তবে পড়া কথা - হয় আবাপ নয় আজকাল।
  • . | ০২ জুন ২০১০ ১৩:২১ | 125.18.104.1
  • দুটো ! রয়েছে তো।
  • dukhe | ০২ জুন ২০১০ ১৩:২০ | 122.160.114.85
  • আটখানা টাই? গট আপ না হয়ে যায় না ।
  • arindam | ০২ জুন ২০১০ ১৩:১৯ | 202.56.207.56
  • "!" চিহ্নের আগেরটুকু সিপিএম -এর নেতার আর পরেরেটা আমার-"পাপা'র-পাতি পাবলিকের মন্তব্য
    ঃ)
  • saikat | ০২ জুন ২০১০ ১৩:১৪ | 133.250.250.4
  • অরিন্দম,

    "সিপিএম না করলে আবার শিল্পী-লেখক কী" - কথাটা কে বললেন? সিপিএম-এর নেতা?
  • saikat | ০২ জুন ২০১০ ১৩:১২ | 133.250.250.4
  • না না, এই বাজারে চটাচটি করা উচিত নয়।
  • dipu | ০২ জুন ২০১০ ১৩:১২ | 61.12.12.83
  • আজকে ভোট হচ্ছে?
  • . | ০২ জুন ২০১০ ১৩:০৭ | 125.18.104.1
  • গড়িয়ার যে পার্টটায় ভোট হচ্ছে সেটা কত নম্বর ওয়ার্ড?
  • dukhe | ০২ জুন ২০১০ ১৩:০৭ | 122.160.114.85
  • তবে ? এর পরেও প্রেস কনফারেন্সকে হ্যাটা করবেন ? :)
  • dipu | ০২ জুন ২০১০ ১৩:০৭ | 61.12.12.83
  • ওদিকে চুয়াত্তরটা পুরসভার ফল ঘোষণা হয়েছে। ৩০-৩০-৬-৮। এই আটটা কং-তিনো জোট করলেও নাকি টাই।
  • dipu | ০২ জুন ২০১০ ১৩:০৬ | 61.12.12.83
  • ফাইনাল কলকাতা - ৯৫-৩৩-১০-৩।
  • Arpan | ০২ জুন ২০১০ ১৩:০৬ | 216.52.215.232
  • আর মনে হয়, রঞ্জনদাও খাওয়াবেন। ঃ)
  • arindam | ০২ জুন ২০১০ ১৩:০৪ | 202.56.207.56
  • স্টার আনন্দে সিপিএমে -এর নেতা বলছে, সমীর আইচকে - এই আপনাদের মতন বিদ্দজনদের মুখ দেখিয়ে তৃণমূল জিতছে- দু'দিন আগে অন্য কথা বলত!! পাত্তাই দিতনা, সিপিএম না করলে আবার শিল্পী-লেখক কী, এইরক ধারনা ছিল।
    অতি দর্পে...
  • Arpan | ০২ জুন ২০১০ ১৩:০৪ | 216.52.215.232
  • ও! আচ্ছা। তাই হবে।

    কেউ কি সল্লেকের ৩ নং-এর ফলটা বলবে?
  • dipu | ০২ জুন ২০১০ ১৩:০২ | 61.12.12.83
  • মানিলা ঘোষ নয়, তানিয়া ঘোষ! মানিলা ঘোষ তো সাউথে, গড়িয়াহাটের ওদিকে।
  • Samik | ০২ জুন ২০১০ ১৩:০১ | 122.162.75.247
  • পিপি, বলেছেন।

    ওদিকে পান্ধে জানিয়ে দিয়েছেন, হোয়াটেভার বি দা সিটুয়েশন, বিধানসভার তারিখ এগিয়ে আনার কোনও সম্ভাবনাই নেই।

    আপিস যাই।
  • . | ০২ জুন ২০১০ ১৩:০০ | 125.18.104.1
  • এই গরমে তিন চারদিন কোম্পানির পয়সায় বেঙ্গালুরু ঘুইরা আইলে খারাপ হত না। কিন্তু ইমিডিয়েট কোনো অজুহাত নাই। ঃ-(
  • dukhe | ০২ জুন ২০১০ ১২:৫৯ | 122.160.114.85
  • ফুটকিস্যার, চটেন ক্যান ? আপনারা কে কাকে চেনেন আমি কি জানি ? ভাটিয়ালিতে সবাই লেখে দেখে লিখলাম । বকলে পালিয়ে যাব ।
    আর যারে লেখা, সেই অপ্পনবাবু তো চটেন নাই ।
  • Arpan | ০২ জুন ২০১০ ১২:৫৮ | 216.52.215.232
  • র, কলকাতায় এলেই হবে। তার আগে তুমি লুরু এলেও হবে। কারণ আমার এই বছর কলকাতা আসার প্লান পুরো টেন্টাটিভ। হয়ত গড়িয়ে সামনের বছর হয়ে যাবে। ঃ(
  • . | ০২ জুন ২০১০ ১২:৫৫ | 125.18.104.1
  • দুখে অর হোয়াটেভার, চেনা বন্ধুদের কথাবার্তার মধ্যে আপনি ফোড়ন না কাটলেই খুশি হব। প্লিজ।
  • pipi | ০২ জুন ২০১০ ১২:৫৪ | 92.225.75.13
  • ....উনি এখনো কোনমুখে গদী আঁকড়ে পড়ে আছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার নৈতিক অধিকার উনি হারিয়েছেন... - এই ডায়ালগ কি দিদি এখনো ঝাড়েন নি?
    আছ, কং তো সং হয়ে গেছে যা বুঝলাম। তা এদের উপর, ২০১১-য় মমতাময়ী তাঁর মমতার ছিঁটেফোঁটা দেখাবেন নাকি পুরোপুরি মায়া করে দেবেন? যে গতিতে গ্যাস বেলুনের মত উপরে উঠছেন তাতে সোনু-মানু'র সাথে সুতো ছিঁড়ল বলে। অবশ্য তাতে হস্তিনাপুরের হাতির বিশেষ হেলদোল হবে না, লালু-মালু আর মায়া তো আছেনই কায়া ধরবেন বলে।
  • Arpan | ০২ জুন ২০১০ ১২:৫৪ | 216.52.215.232
  • "দলদাস' নয়। এক্ষেত্রে বলতে হবে "দেবীদাস' নই। ;-)
  • Samik | ০২ জুন ২০১০ ১২:৫৪ | 122.162.75.247
  • সদর্পে ডাকিয়া বল ঃ

    হাম্বাআআ
  • . | ০২ জুন ২০১০ ১২:৫৪ | 125.18.104.1
  • গুড। পুরো ডিনাই করো নাই। চেনাজানা তৃণমূল সমর্থকদের মধ্যে একমাত্র তোমারেই আব্দার করতে পারি। বাকিদের... যাউক গা! তাই কইলাম। ঃ-)
  • dukhe | ০২ জুন ২০১০ ১২:৫৩ | 122.160.114.85
  • Arpan, বলুন "আমি দলদাস নই"!
  • dukhe | ০২ জুন ২০১০ ১২:৫৩ | 122.160.114.85
  • শমীক, আম্মো কি তবে অমৃতলাল হইলাম ?
  • Arpan | ০২ জুন ২০১০ ১২:৫৩ | 216.52.215.232
  • হা হা হা, টেমসের সাউথ ব্যাঙ্ক। ঃ)))
  • Samik | ০২ জুন ২০১০ ১২:৫২ | 122.162.75.247
  • দুখে - এই মুহূর্তে শ্রীকুমার মুখার্জিও তাইই বলছেন। পুরসভার ভোট দিয়ে বিধানসভার ট্রেন্ড বোঝার চেষ্টা করা উচিৎ নয়। জনমতে জিতে আসা নেতাকে ছুঁড়ে ফেলে দিতে জনগণ এক দিনও সময় নেয় না। সিপিয়েমের সবাই এখন জনে-জনে বিমল গুরুংয়ের উদাহরণ দিচ্ছেন।
  • Arpan | ০২ জুন ২০১০ ১২:৫১ | 216.52.215.232
  • যাত্তারা! খেতে চাও এমনিই খাওয়াবো। আমার দল আবার কী কথা! আপাতত একটি দলকে কিছু কারণে সমর্থন করছি। ঃ o
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত