এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Abhyu | ১০ জুন ২০১০ ০২:৪৬ | 80.221.18.28
  • সে তো সেই বৃটিশ আমল থেকে লোকজন বলে আসছে "পশ্চিমে যেতে পারলে..." :)
  • Binary | ১০ জুন ২০১০ ০২:৪৫ | 198.169.6.50
  • অয়েল রিফাইনারি আবার খুব বড় হয়ে গেল। তবে পশ্চিমে যতে পারলে সত্যি সত্যি ভাল হতো।
  • Sibu | ১০ জুন ২০১০ ০২:৩৬ | 66.102.14.1
  • পশ্চিমে অ্যাগ্রো লেবার আছে তো। আর আছে অয়েল রিফাইনারী।
  • Binary | ১০ জুন ২০১০ ০২:২১ | 198.169.6.50
  • নাঃ পশ্চীমে আসার সম্ভাবনা বিরল। আসলে, আমার কাজ সব ভারী কারাখানা আর মজদুর সমিতি নিয়ে, পশ্চীমের উন্নাসীক শিল্প-টিল্প আমার আওতার বাইরে ঃ))
  • Sibu | ১০ জুন ২০১০ ০২:১৩ | 66.102.14.1
  • ঃ))) ওহাইয়ো আর কোথায়? পশ্চিমপানে আসবে নাকি?
  • Binary | ১০ জুন ২০১০ ০১:৪৯ | 198.169.6.50
  • আরে, আমি উত্তর মেরু আর ওবামার দেশে সাটল কচ্চি। কাল উঃ মেরুতে কিঞ্চিত ব্‌ষ্টি হয়েচে।
  • Sibu | ১০ জুন ২০১০ ০১:৪৪ | 66.102.14.1
  • এই তো ভায়া, চলে যাচ্ছে। উত্তরমেরুতে সব কেমন? বৃষ্টি হচ্ছে বললে না।
  • Binary | ১০ জুন ২০১০ ০১:৪৩ | 198.169.6.50
  • আরে শিবুদা যে ..... সব কুশল মঙ্গল তো ?
  • Sibu | ১০ জুন ২০১০ ০১:৪১ | 66.102.14.1
  • আরে, কি আশ্চয্য। বাইনারী যে।
  • Binary | ১০ জুন ২০১০ ০১:১৯ | 198.169.6.50
  • ঠান্ডা বেশী নেই, বেশ মোনোরম। তবে ব্‌ষ্টি হৈতাসে মাঝে মদ্যে
  • Abhyu | ১০ জুন ২০১০ ০১:১৭ | 80.221.18.28
  • তা আপনার ওখানে ঠান্ডা কেমন এখন?
  • Binary | ১০ জুন ২০১০ ০১:০৭ | 198.169.6.50
  • কোনো কম্পু আর বাইনারি-তে চল্বে না বলে।
  • Abhyu | ১০ জুন ২০১০ ০১:০৪ | 80.221.18.28
  • বাইনারির উদয় হলেই সবাই অস্ত যায়! কেন?
  • Binary | ১০ জুন ২০১০ ০১:০৩ | 198.169.6.50
  • অ্যাই দ্যকো, আমি আসলেই সক্কলে পালায়, এই জন্য-ই তো ভাটে আসি না।
  • aka | ১০ জুন ২০১০ ০১:০১ | 168.26.215.13
  • আরে বাইনারি দা যে শোষন কমল? যাক চল্লুম, এখনি বেরতে হবে। ফিরে এসে কেসির উত্তর দেখব। ঃ)
  • Binary | ১০ জুন ২০১০ ০১:০০ | 198.169.6.50
  • আগর সিপিএম না হোতে।
  • aka | ১০ জুন ২০১০ ০০:৫৭ | 168.26.215.13
  • এটা কেমন কথা হল। সারা পৃথিবী যে ইজমে চলছে সেইটা বাদ দে ফেল মারা ইজম ধরে রাখতে হবে কেনকি কেউ কেউ তার যৈবন দেছে। কেসি কয়টা কি?

    উদাহরণ সহ প্রমাণ করুন মার্ক্সবাদই পৃথিবীর শ্রেষ্ঠ ইজম (৫০)।
  • kc | ১০ জুন ২০১০ ০০:৫২ | 89.203.49.18
  • যতক্ষণ না নতুন ইজ্‌মের ঠিকঠক সন্ধান পাওয়া যাচ্ছে, ততদিন বেফালতু আদ্যশ্রাদ্ধ করার কী আছে? আর এগুলোতো ঘটমান প্রক্রিয়া, মাজাঘষাতো চলতেই থাকবে। নতুন কোনও রাস্তার খবর থাকলে অনেকের উপকার হয়।
    কোনও সন্ন্যাসীর অপকম্মের জন্য যেমন রামকৃষ্ণ মিশন মিথ্যা হয়ে যায়না, তেমনি কতগুলো মুষ্টিমেয় লোকের জন্য প্রমোদবাবু, দীনেশ মজুমদারদের দলটা মিথ্যে হয়ে যায়না।
    খিল্লি খেতে আমি রাজি।
  • Arpan | ০৯ জুন ২০১০ ২৩:৫৮ | 122.252.231.10
  • তবে এসএলএ মেন্টেন না করার ব্যপারে সবচেয়ে ওপরে থাকবে ফেডেক্ষ।

    আর রানীর দেশের রয়্যাল মেলের মত খাসা জিনিস আর কোথাও দেখলাম না।
  • aka | ০৯ জুন ২০১০ ২৩:৪৮ | 168.26.215.13
  • কিসের বা কার ধ্যান করবে সেটা বড় কথা নয় ধ্যান করাটাই বড় কথা।
  • Tim | ০৯ জুন ২০১০ ২৩:৪৩ | 198.82.19.194
  • কিসের আবার কি? যাচ্ছেতাই ধ্যান কর। মাটিতে চাদর বিছিয়ে বসে আছিস, আর ধ্যান করবি না? অবশ্য কাছে একটা চরকা থাকলে অন্য কথা.....
  • Samik | ০৯ জুন ২০১০ ২৩:৩৮ | 122.162.75.26
  • ১। আমার কুকুর, নাগরদোলা, কাঁঠাল, সবই ভালো লাগে। আমি তাইলে কী?

    ২। দিল্লিতে কিন্তু মোটামুটি অন টাইম ডেলিভারি দেয়। দু আড়াই ঘন্টার এদিক ওদিক হয়, তবে তার বেশি কিছু নয়। সেটাও সবসময়ে হয় না। সব SLA বেস্‌ড ডেলিভারি।
  • san | ০৯ জুন ২০১০ ২৩:২৯ | 115.117.195.12
  • ধ্যান? কিসের? ক্যানো?
  • Tim | ০৯ জুন ২০১০ ২৩:২০ | 198.82.19.194
  • মাইরি সিপিএমের পোব্বোল খারাপ অবস্থা চলছে। শেষে জ্যোতিবাবুর নামে গ্যাস?

    স্যান, ধ্যান কর।
  • san | ০৯ জুন ২০১০ ২৩:১৭ | 115.117.195.12
  • এ বাবা। আমরা তাইলে খুব লাকি ছিলাম। ফ্রিজ গ্যাস মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন যখন যাই কিনেছি সেদিন আধ ঘন্টার মধ্যে পেয়ে গেছি ।

    পামিতাদি আজ আমারো একই অবস্থা হয়েছে। ফাঁকা বাড়িতে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে চলেছি কোনো পাত্তা নেই তাদের। আমি অবশ্য একবোতল জল আর একটা গল্পের বই নিয়ে গেছিলাম। আর একটা পুরনো চাদর মাটিতে পেতে বসার জন্য। কিছু নেই তো সেখানে এখনও ঃ-)
  • Arpan | ০৯ জুন ২০১০ ২৩:০৩ | 216.52.215.232
  • লুরুর আধ ঘন্টার এসএলএ-টা মোটেও ইউনিভার্সাল না। ইনফ্যাক্ট গুটিকয়েক হাতেগোনা কেস বাদ দিয়ে বাকি সবে আলাদা অভিজ্ঞতাই হয়েছে।
  • Paramita | ০৯ জুন ২০১০ ২২:৫৯ | 202.3.120.9
  • "লুরুতে এসব কিনলে আধঘন্টার মধ্যে পৌঁছে দিত" - কোন লুরুর কথা বলছো স্যান? সেই ট্র্যাডিশান সর্বত্র। আমার বন্ধুর কুড়ি দিন আর আমাদের সাত দিন লেগেছে। খালি বাড়িতে আপিশটিমএর ট্র্যাফিক পেরিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়েছে, তখন আমরা মুভও করি নি। একমাত্র জ্যোতি গ্যাস ছাড়া কেউ কথা রাখে নি।
  • aka | ০৯ জুন ২০১০ ২২:৫২ | 168.26.215.13
  • আরে স্যান ঠিক বলেছে শ্রদ্ধেয়/শ্রদ্ধেয়া ইত্যাদি, দাদা নয়।
  • dipu | ০৯ জুন ২০১০ ২২:৫০ | 59.164.190.250
  • পাকিস্তান টিভিতে ওই কথাটা বলার পর বেনাজির ভুট্টো বলতে শুনেছি।
  • aka | ০৯ জুন ২০১০ ২২:৪৬ | 168.26.215.13
  • উর্দু, ঐ বাঙলার দাদা টাইপ মনে হয়।
  • san | ০৯ জুন ২০১০ ২২:৪৬ | 115.117.195.12
  • না আরবী।
  • san | ০৯ জুন ২০১০ ২২:৪৫ | 115.117.195.12
  • কাকু বলছেন মোহতরমা মানে শ্রদ্ধেয়া জাতীয় কিছু সম্বোধন। উর্দু।
  • d | ০৯ জুন ২০১০ ২২:৪০ | 115.117.245.242
  • আচ্ছা "মোহতরমা' মানে কী? কোন্‌ ভাষার শব্দ এটা?
  • Tim | ০৯ জুন ২০১০ ২২:৩৮ | 71.62.121.158
  • বা ট্রানস্লেশান।
  • san | ০৯ জুন ২০১০ ২২:৩৮ | 115.117.195.12
  • অংকও কত্তে পারিস। কঠিন দেখে।
  • Tim | ০৯ জুন ২০১০ ২২:৩৫ | 71.62.121.158
  • ঘুমোতে না পাল্লে সিনিমা দ্যাখ। :P
  • dipu | ০৯ জুন ২০১০ ২২:২৯ | 59.164.190.250
  • ঘুমোতে যেতে পারছিনা। সেই কোন সকালে বাওয়াল শুরু হয়েছে, এখনো থামলোনি ঃ-(
  • Tim | ০৯ জুন ২০১০ ২২:২৭ | 71.62.121.158
  • রাগারাগির মধ্যে ফ্রিজটা না দেওয়াই ভালো। ফ্রিজটা বেঘোরে মারা যাবে।
  • san | ০৯ জুন ২০১০ ২২:২৫ | 115.117.195.12
  • না শনিরোব্বার শিফট করব। এখনও নানাবিধ প্রয়োজনীয় জিনিস জোগাড় চলছে।

    নতুন বাড়ির কথা আর বোলোনা। দুপুর দুটোয় ফ্রিজ ডেলিভারি দেবার কথা ছিল। এল সোয়া নটায়। মাঝখানে অজস্র বার ফোং করে রাগারাগি করলাম। তাতে বলে কি 'ম্যাম এটা কোলকাতা , এখানে এরকমই হয়, সময়ের ঠিক থাকবেনা অত ভাববেন না।'

    লুরুতে এসব কিনলে আধ ঘন্টার মধ্যে পৌঁছে দিত ঃ-((((((((
  • Ishan | ০৯ জুন ২০১০ ২২:২৪ | 122.163.79.147
  • আর মমতার লেকা তো বেশ নিম্নবর্গীয় লেখা। মহিলার পুরো ইমেজের সঙ্গে দিব্বি মিলে যায়। পাড়ার লোকে আগে বলত "দ্যাকো দ্যাকো দিদি ক্যামন ফরফরিয়ে ইংরিজিও বলতে পারে'। একই টোনে এখন লোকে বলে "দ্যাকো দ্যাকো দিদি কবিতাও লিকতে পারে'। পন্ডিতরা এসব শুনে নাক কোঁচবাবেন, কিন্তু তাতে পাবলিকের ঘন্টা।

    এই নিটোল ইমেজে একমাত্র কলঙ্ক হল ঐ রচনাটা।
  • d | ০৯ জুন ২০১০ ২২:২১ | 115.117.245.242
  • স্যান কি নতুন বাড়ী থেকে? একা একা?
  • Tim | ০৯ জুন ২০১০ ২২:২০ | 71.62.121.158
  • কুকুরের থেকে একটু খারাপ বলেছে। ঃ)
  • Ishan | ০৯ জুন ২০১০ ২২:২০ | 122.163.79.147
  • আদ্যশ্রাদ্ধ না করারই বা কি আছে। ৭০ বছর ধরে ছড়িয়ে ছিটিয়ে লাট করার পর এখনও কমিউনিস্টদের হাবভাব দেখলে মনে হয় বিশ্বের সব রহস্যের চাবিকাঠি এখনও তাদের হাতে। কি যেন লাটের বাঁট।

    এই লাটত্বের উত্তরে একটা কথাই বলা যায়, সেই সুপারম্যানকে যেটা বলা হয়েছিল। যে, কমরেডস, কমিউনিস্টরা যদি এতই বুদ্ধিমান, তবে ...। ঃ)
  • d | ০৯ জুন ২০১০ ২২:১৯ | 115.117.245.242
  • কুকুর!!
    কুকুরের মত একটা চমৎকার প্রাণীর সাথে নাগরদোলার মত একটা অতি হতচ্ছাড়া জিনিসের তুলনা করে কীকরে লোকে??!!
  • Tim | ০৯ জুন ২০১০ ২২:১৯ | 71.62.121.158
  • সিরিয়া'র কথা সিরিয়ায় গিয়ে বলাই ভালো।
  • san | ০৯ জুন ২০১০ ২২:১৯ | 115.117.195.12
  • বানান নিয়ে হবে কেন, বলছি তো সিরিয়াস কথা।
  • Tim | ০৯ জুন ২০১০ ২২:১৮ | 71.62.121.158
  • বানান নিয়ে? তাইলে বেথেকে। ;-)
  • san | ০৯ জুন ২০১০ ২২:১৬ | 115.117.195.12
  • কিন্তু আমারও কাদের যেন খুব সিরিয়াস কিছু বলার ছিল।
  • san | ০৯ জুন ২০১০ ২২:১৫ | 115.117.195.12
  • ওরে বাবা নাগরদোলা। কুকুরের পরেই আমি একে ভয় পাই। লোকের অনুরোধ উপরোধ এড়াতে না পেরে একবার চড়েছি। আর চত্তে চাইনা ঃ-(
  • Tim | ০৯ জুন ২০১০ ২২:১০ | 71.62.121.158
  • হুঁ তাও ঠিক।

    আজ্জোদা,
    আসলে বোঝার অমশ্য কিছু নেই, এইটা বুঝে গেলেই আনন্দ। যেকোনো ক্ষেত্রেই। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত