এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ১৫ জুন ২০১০ ১৩:২৮ | 121.242.177.19
  • সঙ্গীত বাংলা রোজ রাতে খেতে বসার সময়ে চালালেই এক ঘণ্টা ধরে কন্যা রাশি, তূলা রাশি, এই গ্রহ, সেই রত্ন এইসব জ্ঞান দেয় একঘণ্টা ধরে। সেটা দেয় দীপঙ্কর দে। খুব বড় লেভেলের একটা বুজরুক।
  • o d | ১৫ জুন ২০১০ ১৩:০৫ | 61.12.12.83
  • ইস্কুলের কাছে মানে ইস্কুলের দোরগোড়ায় নয়। ইস্কুল সংলগ্ন এলাকায়।
  • de | ১৫ জুন ২০১০ ১৩:০০ | 59.163.30.4
  • ইস্কুল বলে! যে কারণে নীল পার্লার বা ভাটিখানা ইস্কুলের সামনে থাকলে লোকে কিন্তু-কিন্তু করে, সেই একই কারণে!
  • o d | ১৫ জুন ২০১০ ১২:৫৩ | 61.12.12.83
  • বসতে বারণ কেন?
  • til | ১৫ জুন ২০১০ ১২:৫২ | 220.253.178.104
  • আচ্ছা আজকাল বাঙলা কাগজে, হোর্ডিঙে শুধুই জোতিষীদের জয়জয়কার দেখি। মা খনা, ইথাদি কত কত নাম। আর বন্ধুবান্ধব সবারই হাতে বেঢপ সব আংটি, পেতলের তামার, সোনার হরেকরকমবা!
    Gemstone কেনাতে আমার একটু দূর্বলতা আছে ( ঐ কুচি কুচি আর কি) , তাই অনেকে জিজ্ঞেসও করে বসে, এটা কি , কেন ইত্যাদি। উরেব্বাস সব এক এক জন বিশেষজ্ঞ, আমি তো পালিয়ে বাঁচিনে!
  • de | ১৫ জুন ২০১০ ১২:৪০ | 59.163.30.4
  • ইস্কুলের কাছে জ্যোতিষী কেন বসতো?

    দীপু কি ও' হেনরি ইত্যাদী দ্বারা অনুপ্রানিত? ও' কেনো?
  • o d | ১৫ জুন ২০১০ ১২:০৪ | 61.12.12.83
  • আমাদের ইস্কুলের কাছে একটা নামকরা জ্যোতিষী বসত। নাম এখন মনে নেই, চেহারা মনে আছে। একদিন কাগজে পড়লুম সে আর তার ব্যাটা ওই পশ্চিম আফ্রিকার দুঃস্থ মহিলাদের সাহায্য করতে গিয়ে অনেক লোকসান দিয়েছে। হেব্বি আনন্দ হল পড়ে।
  • Lama | ১৫ জুন ২০১০ ১১:৫৮ | 203.99.212.53
  • সাম্প্রতিক ভাট পড়তে পড়তে মনে পড়ে গেল- সি টি ভি এন বলে একটা চ্যানেলে কে একজন বাবাজি জ্ঞানটান দেয় (পাকা দাড়ি, মাথায় গেরুয়া টুপি, অনেকটা রজনীশ গোছের দেখতে), গত রবিবার তেরো পার্বণে খেতে গিয়ে দেখি সেই একই লোক শার্ট প্যান্ট পরে দিব্যি গৃহী চেহারায় খেতে এসেছে।
  • o d | ১৫ জুন ২০১০ ১১:৫৬ | 61.12.12.83
  • আমি এমনিতে আলবাল চ্যানেল দেখি না। কবে একদিন হঠাৎ আজতক খুলে দেখি মঙ্গলগ্রহের বোল্ডারে মানুষ বসে আছে।
  • quark | ১৫ জুন ২০১০ ১১:৫২ | 202.141.148.99
  • এটা একটা প্যারাডক্স মনে হয় আমার কাছে। ভারত যত এগোচ্ছে(!), পাশে পাশে এগোচ্ছে কু সংস্কার, রাস্তায় পানের পিক ফেলা নোংরামি, ধর্মীয় গোঁড়ামি। অথচ রবিঠাকুর বলেছিলেন "কমল হীরের আংটির পাথরটি হ'ল শিক্ষা আর পাথর থেকে যে আলো ঠিকরোয় সেটা কালচার। ভারত আজ মহাকাশে চন্দ্রযান পাঠায়, LHC তে গবেষণা ক'রে, এমন কি অস্কারের মঞ্চেও ওঠে।অথচ পাশাপাশি টেনে নিয়ে চলে আরো আরো বেড়ে ওঠা অপসংস্কৃতি, কুসংস্কারকে। কেন?
  • Samik | ১৫ জুন ২০১০ ১১:৫০ | 122.162.75.25
  • দিপুটা কী বাচ্চা! আমাদের ছোটোবেলায় আজতক ছিল-ই না। কেবল দূরদর্শন।
  • o d | ১৫ জুন ২০১০ ১১:৪৬ | 61.12.12.83
  • আজ তক ব্যাপারটা আমার ছোটবেলায় তো বেশ ভাল ছিল। এরকম হাড়হারামি কবে হয়ে গেল?
  • Raj | ১৫ জুন ২০১০ ১১:৪১ | 202.79.203.59
  • শমীক আমি জানি না এর চেয়ে ভালভাবে তথাকথিত আলোকপ্রাপ্ত সমাজ যেমন এইসব আপিসকাছারি দোকানটোকানে দৈনন্দিন ঘটে যাওয়া ভন্ডামিগুলোকে এরকম চোখে আঙুল দিয়ে দেখানো যেত কিনা

    তোমাকে অজস্র কুডোস
  • Samik | ১৫ জুন ২০১০ ১১:৩৬ | 122.162.75.25
  • স্টার টিভি আর কোন একটা এনজিও মিলে হরিদ্বার থেকে পাটনা পর্যন্ত গঙ্গার জলের দূষণমাত্রা মেপে, কাল বলেছে, গঙ্গার জল আর পূতপবিত্র তো নয়ই, বরং এমনকি হরিদ্বারের গঙ্গার জল খেলে, ক্যানসার হতে পারে।

    স্টার আনন্দ কেবল হেডলাইনে গল্পটা বলে কাটিয়ে দিল। স্টার প্লাস সকাল সাড়ে দশটায় আলোচনাচক্র বসালো তাদের স্টুডিওতে। তাতে গেরুয়া-ত্রিশূল-ছাইভস্ম-সম্বলিত একদল মুখের মধ্যে কেবল রামদেবকে চিনলাম। বাকিগুলো কোথাকার কে, কে জানে! এরা এক্ষপার্ট কমেন্ট দিল গঙ্গার জল সম্বন্ধে। কেউই অবশ্য রিপোর্টের বিরোধে বলে নি, সবাই নগরসভ্যতাকে একধারসে দোষী করে গেল। শোনার মত বিশেষ কিছু ছিল না।
  • Samik | ১৫ জুন ২০১০ ১১:৩১ | 122.162.75.25
  • অরিজিৎকে ক। ধর্মীয় গাঁটামোর কোশেন্টটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এই বেড়ে যাবার পেছনে মহান অবদান অবশ্যই টেকনোলজির, এবং টেকনোলজির হাত ধরে, মিডিয়ার।

    খবরের কাগজে জ্যোতিষী, গ্রহরত্ন এসবের বিজ্ঞাপন আজ থেকে চলে আসছে না, সে সব আমাদের বাবারাও তাদের যৌবনে পড়ে এসেছে, কিন্তু সে-সবের নেচার এত অ্যাগ্রেসিভ ছিল না। টেকনোলজির যত উন্নতি হচ্ছে, জিনিসগুলো তত বেশি করে আমাদের প্রাইভেট স্পেসে গুঁজে দেওয়া হচ্ছে। ঐ যে একটু আগেই আকা না কে বলল রিয়াধের সুতোয়, ক্লিশে উদাহরণ, নিউক্লিয়ার ফিউশনকে তুমি মানবকল্যাণের কাজে লাগাবে না অ্যাটম বম্ব বানানোর কাজে লাগাবে সেটা তোমার ব্যাপার, নিউক্লিয়ার সায়েন্সকে সে-জন্য কি দোষী করা যায়? জাভা বা সি দিয়ে ভাইরাস প্রোগ্রামিং লেখা যায়, তার জন্য কি জাভা বা সি দোষী?

    মিডিয়ার উন্নতি হয়েছে প্রচুর, টেকনোলজির হাত ধরে। সেই সঙ্গে চলে এসেছে এইসব জাতপাত কুসংস্কার অন্ধবিশ্বাস। এরা মিডিয়ার কাঁধে ভর করে ঢুকে পড়ছে আমাদের বেডরুমে। স্টার প্লাসের সিরিয়ালে, রিয়েলিটি শো-তে, প্রাইম টাইমে এশিয়ান স্কাই শপের এক ঘণ্টা লম্বা বিজ্ঞাপনে, এমনকী, চলতে ফিরতে আনসলিসিটেড এসেমেসে। আপনা ভবিষ্য জানিয়ে।

    আমার আপিসে, আমার প্রজেক্ট টিমে, চায়ের ঠেকে বেরিয়ে আসে এই সব পুঁজ। এরা খাপ পঞ্চায়েতের ডিসিশন সমর্থন করে, চায়ের দোকানে বসে। সমগোত্রে বিবাহ বিজ্ঞানসম্মতভাবে জিনের বিকাশ ঘটার পরিপন্থী, তাই সেই কারণে কারুর প্রাণ নিয়ে নেওয়া এদের কাছে জাস্টিফায়েড। যখন জিজ্ঞেস করলাম, রাস্তায় ঘাটে যেখানে সেখানে প্যান্টের চেন খুলে হিসি করা, পরিষ্কার দেওয়ালে গুটখা খেয়ে পিচিক করে থুতু ফেলা, এগুলো কিন্তু সভ্যতার পরিপন্থী, কেমন হয় যদি এর জন্য আমি তোমার মুণ্ডু কেটে নিই?

    উত্তর পাওয়া যায় না। তুম তো বঙ্গালি হো, হর চিজ মে বিরোধ করনা তুম কমিউনিস্ট লোগোঁ কা ব্লা ব্লা ব্লা ...

    করুণা হয়। এদের জন্য। ভয় হয়। মেয়েটার জন্য। সে এই পরিবেশেই বড় হবে। তাকে জন্মাষ্টমী শেখানো হবে, রাত দশটা পর্যন্ত ফ্যান্সি ড্রেসের দোকান খুঁজে তার জন্য গেরুয়া পাঞ্জাবী, শিখিপাখা, আড়বাঁশি খুঁজে আনবো, কিন্তু সে ইদ-উল-ফিতর শিখবে না, ফতেহা দোয়াজ দহম জানবে না, তাকে জানতে দেওয়া হবে না। ডিসট্যান্ট নেবার নিজের ফ্ল্যাট ভাড়া দেবার সময়ে দৈবাৎ আমার সাথে লিফটে দেখা হয়ে গেলে বলবে, এক মুসলিম ফ্যামিলি আয়ি থি, ভাগা দিয়া, উন শালোঁ কো কওন দেগা কিরায়ে মে।
  • Bratin | ১৫ জুন ২০১০ ১১:২৮ | 125.18.17.16
  • এটা হয়েছিল আমরা যখন MSc পড়ার সময় ভাইজাগ বেড়াতে গিয়েছিলম। বেশ ক দিন ধরে ভেজ খাওয়া হচ্ছে। এক দিন গাড়ি নিয়ে বেরোনো হয়েছে। হঠাৎ দেখি কট ছাগল চড়ে বেড়াচ্ছে। আমাদের এক বন্ধু মাটন মাটন করে চেঁচিয়ে ঊঠল ঃ-))
  • de | ১৫ জুন ২০১০ ১১:২৬ | 59.163.30.4
  • তাও ভালো "ডাকবাংলো" অ্যাড করেনি ঃ))
  • Arijit | ১৫ জুন ২০১০ ১১:২১ | 61.95.144.122
  • একটা ভেড়াকে বলা হবে "মাটন'। বুনানের শিকাগো না কোথাকার চিড়িয়াখানার ছবি পশ্য - পাহাড়ি ছাগলের ছবির ক্যাপশন "মাটন' ঃ-)
  • de | ১৫ জুন ২০১০ ১১:২০ | 59.163.30.4
  • ঃ)))
  • o d | ১৫ জুন ২০১০ ১১:১৬ | 61.12.12.83
  • হুস্‌। হ্যাট্‌।
  • de | ১৫ জুন ২০১০ ১১:১৪ | 59.163.30.4
  • sheep একবচন আর বহুবচন দুটোতেই sheep। একবচন হয় না মানে? একখান ভেড়ারে কি বলা হবে তবে?
  • Bratin | ১৫ জুন ২০১০ ১১:১১ | 125.18.17.16
  • কালকে ইতালী র খেলা দেখলে নাকি? কেমন খেললো?
  • quark | ১৫ জুন ২০১০ ১১:১০ | 202.141.148.99
  • sheep এর বোধহয় একবচন হয় না। তাইলে "একটি শিপ" বললে জাহাজই হবে।
  • AG | ১৫ জুন ২০১০ ১১:০৩ | 125.18.104.1
  • লোক বাড়ার জন্য বাড়তে পারে তবে এখন media অনেক strong
  • Arijit | ১৫ জুন ২০১০ ১০:৫৮ | 61.95.144.122
  • আমার ধারণা (আশেপাশে দেখে) ধর্মীয় গাঁটামোর কোশেন্টটা অনেকটাই বেড়ে গেছে - দশ বছর আগে আশেপাশের এলাকা আর এখন সেই একই এলাকা দেখে তাই মনে হয়।
  • de | ১৫ জুন ২০১০ ১০:৫৬ | 59.163.30.4
  • পঞ্জাবের কেমিক্যাল পলিউশন বিশেষতঃ নাইট্রেট পলিউশন সাংঘাতিক অবস্থায় পৌঁছেছে। হেভি এলিমেন্ট কাউন্টও বিশাল। আজকের টাইমসের ফার্স্ট পেজ --

    তিলকে ধন্যবাদ ভেঁপুর জন্য!
  • Arijit | ১৫ জুন ২০১০ ১০:৫৬ | 61.95.144.122
  • সে না হয় করা যাবে। কোশ্চেনটা হল এই টেন্ডেন্সী/টেন্ডেন্সি-টা কি বাড়ছে? নাকি আগেও সংখ্যাটা এরকমই হত, শুধু খবরে আসতো না?
  • AG | ১৫ জুন ২০১০ ১০:৫৪ | 125.18.104.1
  • খবর টা সকালে পড়া। সেই এক শব্দবন্ধ... "হিসি করে দিই এই শুওরের বাচ্চা সভ্যতার গায়ে"
  • Bratin | ১৫ জুন ২০১০ ১০:৫২ | 125.18.17.16
  • ও হো !! নিদেন পক্ষে বারিস্তায় বসা যেতে পারে । অনেক দিন ভাট হয় না.....
  • Arijit | ১৫ জুন ২০১০ ১০:৪৮ | 61.95.144.122
  • বস্‌ আমার খাওয়াদাওয়া খুবই রেস্ট্রিক্টেড এখন। লম্বা "নট অ্যালাওড' লিস্ট।
  • Samik | ১৫ জুন ২০১০ ১০:৪৭ | 122.162.75.25
  • সবকিছুই কি আর অ্যালগো দিয়ে হয়? বাংলা একটি মিশ্র ভাষা। ঃ-)
  • Bratin | ১৫ জুন ২০১০ ১০:৪৬ | 125.18.17.16
  • অরিজিত খুব ব্যস্ত নাকি? এক দিন সবাই মিলে দুপুরে খাওয়া যাক । কি বলো?
  • Arijit | ১৫ জুন ২০১০ ১০:৪৪ | 61.95.144.122
  • বাংলা ব্যাকরণের অ্যালগোটা কেউ লিখে দাও তাইলে - if-then-else দিয়ে;-)
  • Samik | ১৫ জুন ২০১০ ১০:৪২ | 122.162.75.25
  • আমি মরুভূমিতে একটি শিপ দেখিলাম ... এটা তো বাংরেজি হয়ে গেল। না-বাংলা না ইংরেজি। এ তো সেই র‌্যাগিংয়ের কোচ্চেন হয়ে গেল, তোর কটা বোন আছে, 'বোন'-এর কী মানে বুঝে তুমি উত্তর দেবে এইবার বুঝে নাও ...
  • AG | ১৫ জুন ২০১০ ১০:৪১ | 125.18.104.1
  • আমি এখন এসব শিপ নিয়ে interested নই। বরং SIP (salary increment plan)নিয়ে interested। ঃ)
  • o d | ১৫ জুন ২০১০ ১০:৪১ | 61.12.12.83
  • যেই না বলেছে "আমি মরুভূমিতে একটি শিপ দেখিলাম' - পেছনে ক্যাঁৎ করে লাথি কষাও।
  • Samik | ১৫ জুন ২০১০ ১০:৪০ | 122.162.75.25
  • বাংলা তদ্ভব ও বিদেশী শব্দের বানান উচ্চারণনির্ভর নয়। কেবল তৎসম শব্দের বানান ধ্রুব। সংস্কৃত উচ্চারণনির্ভর।

    প্রাণ - শব্দে মূর্ধন্য ণ হয়, কিন্তু পরান / পরাণ দুটোই চলে।
  • Arijit | ১৫ জুন ২০১০ ১০:৩৯ | 61.95.144.122
  • "আমি মরুভূমিতে একটি শিপ দেখিলাম' - মরুভূমির জাহাজ দেখলুম না ভেড়া দেখলুম? ফোনেটিক্‌স ব্যাপারটা বাংলাতে কখনোই ইম্পর্ট্যান্স পায়নি। আমার নামের বানান আর উচ্চারণই তো মেলে না।
  • o d | ১৫ জুন ২০১০ ১০:৩৭ | 61.12.12.83
  • হুঁ, দুটোই শিপ। কনটেক্সট থেকে বুঝে নিতে হবে।
  • Arijit | ১৫ জুন ২০১০ ১০:৩৪ | 61.95.144.122
  • উঁহু - ইংরিজী শব্দ বাংলা বানানে লেখ।

    ইংরিজী শব্দে ঈ দিতে নেই নিয়ম মানলে দুটোই "শিপ'। বোকা বোকা। বাংলা প্রচণ্ডভাবে whims-এর ওপর তৈরী - যত দিন যাচ্ছে তত এই ধারণাটা বদ্ধমূল হচ্ছে।
  • o d | ১৫ জুন ২০১০ ১০:৩২ | 61.12.12.83
  • বিদেশী শব্দে ঈ, ঊ, ঋ ইত্যাদি দিতে নেই। দিলে ঠাকুর পাপ দেবে।

    যথাক্রমে জাহাজ ও ভেড়া ঃ-))
  • Arijit | ১৫ জুন ২০১০ ১০:৩০ | 61.95.144.122
  • একই ভাবে chip/cheap?
  • Arijit | ১৫ জুন ২০১০ ১০:২৯ | 61.95.144.122
  • গোলকিপার কেন হবে? ডাব্‌ল ই আছে, সঠিক উচ্চারণ আই-এর চেয়ে একটু লম্বা - সেই হিসেবে দীর্ঘ ঈ হওয়া উচিত।

    এদুটোর বাংলা বানান কি? ship আর sheep? এবং কোন যুক্তিতে?
  • Samik | ১৫ জুন ২০১০ ১০:২৭ | 122.162.75.25
  • কালকে গুগল আর ফিফার ওয়েবসাইট খুলে ক্লায়েন্টের সাথে বিশ্বকাপ নিয়ে কত গল্প করে গেলাম। ব্যাটা সাউথ আফ্রিকার ডেটলাইনেই থাকে, সব খেলা দ্যাখে মজাসে সন্ধ্যেবেলা, আমায় কত ফান্ডা দিল ন্যাচারালি সবই মাথার ওপর দিয়ে গেল। আম্মো গুগল খুলে কী-সব ফান্ডা দিয়ে দিলাম আর্জেন্টিনা সম্বন্ধে।
  • o d | ১৫ জুন ২০১০ ১০:২৫ | 61.12.12.83
  • যাক, আবাপ তালে অবশেষে কিছু ঠিক উচ্চারণ করছে। "গোলকিপার' স্বয়ং সুনীতি চাটুজ্জের নিদান।

    সাম্রাজ্যবাদী বিবিসি উচ্চারণের কী জানে! ঃ-)
  • h | ১৫ জুন ২০১০ ১০:২৩ | 203.99.212.54
  • যারা যারা ধন্যাবাদ জানাতে চেয়েছেন, অথচ নানা প্রাযুক্তিক কারণে জানিয়ে উঠতে পারেন নি, তাদের পক্ষ থেকে, যাঁদের সেই ধন্যবাদ প্রাপ্য ছিল, অথচ এসে পোউনছয় নি বলেই মনে হচ্ছে, তাঁদের অসংখ্য ধন্যাদ জানিয়ে রাখলাম। কেউ বাদ পড়লেই জানাবেন, অসংখ্য আগাম ধন্যবাদ।
  • Arijit | ১৫ জুন ২০১০ ১০:২২ | 61.95.144.122
  • ওই কানাভারো/জামব্রোত্তা/খুলিত/ফাস্তেন ইত্যাদি। বিবিসিতে যা উরুশ্চারণ করে আম্মো তাই কই;-)
  • Arijit | ১৫ জুন ২০১০ ১০:২১ | 61.95.144.122
  • বুফন :D
  • o d | ১৫ জুন ২০১০ ১০:২১ | 61.12.12.83
  • কোনটা আবাপ-র নিদান?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত