এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ২৪ জুন ২০১০ ১৫:০১ | 203.91.201.56
  • তৃপবুভূ পড়ে পড়ে এমন হয়েছে যে উইন্ডোজ-ম্যাক-লিনাক্ষসংবাদ পড়তেও অপেক্ষাকৃত ভালো লাগে।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:০১ | 61.95.144.122
  • না পারলে তিনমাসে একবার করে রিফর্ম্যাট করুক গে। আমার কি? মার্কেট শেয়ারের ঢপ দিয়ে "কাজের জিনিস' প্রমাণ না করতে চাইলেই হল।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:৫৯ | 61.95.144.122
  • সে তো কব্বে লেখা হয়ে গেছে। অন্য টইয়ে। কম্পু বাওয়ালি ১/২, ম্যাকে বাংলা ইত্যাদি।
  • lcm | ২৪ জুন ২০১০ ১৪:৫৯ | 69.236.176.77
  • ধুর ধুর, অত ঝামেলায় কি আম জনতা পারে। দোকান থেকে পিসি কিনে আনব, ইন্টার্নেটে লাগাবো, ব্রাউজার খুলব, আনন্দবাজা ড্‌ট কম টাইপ করবো...., তা না এই প্লাগ-ইন, ফন্ট, ইউনিকোড, পদ্মা-যমুনা .... ধুর ধুর...
  • de | ২৪ জুন ২০১০ ১৪:৫৮ | 59.163.30.4
  • তাই বলুন! হোঁচট খাচ্ছিলাম যে! পিসি ছাড়া ঃ))

    টইটাতে শেখানো হোক না -- কিভাবে লিনাক্ষ ইউজ করেও ওগুলো দেখা যায় -স্টেপ বাই স্টেপ!
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:৫৫ | 61.95.144.122
  • থুড়ি - উইন্ডোজ ছাড়াও।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:৫৫ | 61.95.144.122
  • পিসি ছাড়াও ওসব দিব্যি চলে।
  • lcm | ২৪ জুন ২০১০ ১৪:৫৩ | 69.236.176.77
  • এই যে দ্যাখো, দ্যাখো, দে কে দ্যাখো। গুরু, আনন্দবাজার, আজকাল... - এসব না হলে চলে। এক পিস আম জনতার মেশিন পাশে রেখে দিয়েছে। ইহারে কয় - কমন সেন্স।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:৫২ | 61.95.144.122
  • ওই যে বল্লাম - গ্রামের ইস্কুলের ক্লাস সেভেন/এইটের ছেলেমেয়েরাও টেকি!
  • de | ২৪ জুন ২০১০ ১৪:৫২ | 59.163.30.4
  • আমি কিন্তু টেকি নই -- পাতি রিসার্চার!
  • de | ২৪ জুন ২০১০ ১৪:৫১ | 59.163.30.4
  • আমি আপিসের কাজকম্মোর ব্যাপারে গত কয়েকবছরে পুরোপুরিই লিনাক্ষ সম্বল করেছি -- একখান উইন্ডোজ পিসি অবিশ্যি পাশে রেখে দিয়েচি -- মাঝে-সাঝে গুরু দেখি ঃ))
  • lcm | ২৪ জুন ২০১০ ১৪:৫০ | 69.236.176.77
  • এই যে ন্যাড়া। লিনাক্স। এর মানে ন্যাড়া হলেন টেকি। কখনই আম নয়।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:৫০ | 61.95.144.122
  • টই খুলে দিয়েছি। সেখেনে তর্ক হোক গে।

    ম্যাকের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার কোনো দরকার আমার নেই। OSX এবং লিনাক্ষ - দুটোতেই আমি অ্যাট-হোম ফিল করি। উইন্ডোজের ঢপত্ব প্রমাণ করতে পারলেই হল।
  • lcm | ২৪ জুন ২০১০ ১৪:৪৯ | 69.236.176.77
  • অবশ্যই, মাইক্রোসফট-এর টার্গেট শুধুমাত্র রিসার্চার/প্রোগ্রামার নয়। আম-আম-জনতার অনেক বড় মার্কেট।
  • nyara | ২৪ জুন ২০১০ ১৪:৪৭ | 203.110.238.16
  • ম্যাক একটি ওভার-হাইপড আই-ক্যান্ডি।
  • nyara | ২৪ জুন ২০১০ ১৪:৪৫ | 203.110.238.16
  • আমি আলোচনায় বহুস্বর আনতে এসেছি বন্ধুগণ। আমি উইন্ডোজ মায়া করে দিয়েছি আজ বোধাহয় বছর চারেক। বাড়িতে ও আপিসে। গেল ছ'মাস আপিসে ম্যাক ব্যবহার করছি। এবার তাকেও মায়া করে লিনাক্সে পাকাপাকি আশ্রয় নেব।
  • lcm | ২৪ জুন ২০১০ ১৪:৪৫ | 69.236.176.77
  • হে হে, দে ঠিক ধরেছে। এই খাতাটা মাঝে মধ্যে আমরা খুলে থাকি।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:৪৪ | 61.95.144.122
  • আর এগুলো শুধু টেকিদের জন্যে, ম্যাঙ্গো পাবলিকের জন্যে নয় - এই যুক্তি চালালে উদাহরণ দিয়ে প্রমাণ করা যায় যে শমীক আইটি গাই নয় আর পঁয়ষট্টি বছরের রিটায়ার্ড বৃদ্ধ বা ক্লাস এইটে পড়া গ্রামের ইস্কুলের ছেলেমেয়েরা প্রপার ডেভেলপার/রিসার্চার/হার্ডকোর টেকি;-)
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:৪০ | 61.95.144.122
  • তবে ব্রাউজার বা ওয়ার্ডেরও বেঞ্চমার্ক করা যায়। খুলতে কতক্ষণ লাগছে, কতবার বন্ধ হয়ে যাচ্ছে, কতবার রি-ফরম্যাট করতে হচ্ছে ইত্যাদি। গুচ-র জনগণই গত সাত বছরে (আমার ল্যাপির বয়স) বাড়ির পিসিতে কবার ডাক্তারি করেছে সেই সার্ভে করা হোক।
  • lcm | ২৪ জুন ২০১০ ১৪:৩৯ | 69.236.176.77
  • এই তো! এবার অরিজিৎ ঠিক পয়েন্টে এসেছে।
    ডেভলমেন্ট/রিসার্চ যারা করে তারা ম্যাঙ্গো-পাবলিক নয়। সুতরাং, তাদের নিয়ে মাইক্রোসফটের কোনো ভাবনা নাই।
  • de | ২৪ জুন ২০১০ ১৪:৩৬ | 59.163.30.4
  • বাঃ, অরিজিত আর এলসিএম পুরানো খাতা আবার নতুন করে খুলেছেন!
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:৩৫ | 61.95.144.122
  • আপিসে বা ইউনিতে যারা ডেভেলপমেন্ট বা রিসার্চের কাজ করে তারা কি পিসি/ল্যাপি ছাড়া অন্য কিছু ব্যবহার করে? ডেভেলপমেন্টের সময়? বাড়িতে শুধু ইউটিউবে ভিডিও আর চারটে মেল করা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। অবিশ্যি অ্যান্টিভাইরাসের পিছনে খরচটা আছে।
  • de | ২৪ জুন ২০১০ ১৪:৩৪ | 59.163.30.4
  • টিমকে হ্যাবাড্ডি!
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:৩২ | 61.95.144.122
  • হুঁ - "স্টার্ট' বোতাম ছাড়া অনেকে গাড়ি স্টার্ট করতে পারে না বটে। সেটা গাড়ির দোষ নয়;-)
  • lcm | ২৪ জুন ২০১০ ১৪:৩২ | 69.236.176.77
  • ধুর! কিসের বেঞ্চমার্ক? একজন ইউটিউবে একটা ভিডিও ক্লিপ দেখবে তার বেঞ্চ মার্ক, নাকি একটা ওয়ার্ড ডকুমেন্ট টাইপ করবে তার, নাকি একটা ক্যামেরার ছবিতে বর্ডার লাগাবে তার।
    ম্যাঙ্গো পাবলিকের কাজকর্মের বেসিসে বেঞ্চমার্ক করো, যারা কেনে পিসি।
  • Samik | ২৪ জুন ২০১০ ১৪:২৭ | 121.242.177.19
  • আম্মো তেমন একজন। ২০০২-০৩ নাগাদ মাস সাতেক ম্যাকে কাজ করতে বাধ্য হয়েছিলাম, অ্যাপল কম্পিউটার্সের প্রজেক্ট। আর কোনওদিন ম্যাকে কাজ করবার ইচ্ছে নাই।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:২৭ | 61.95.144.122
  • কি জ্বালা। আমাকে জেলে বন্ধ করে সামনে ঘাস রেখে জেলের বাইরে ভজহরি মান্না, ওহ্‌ ক্যালকাটা ইত্যাদি খুলে সেটাকে "চয়েজ' বল্লে তক্কো করার কোনো মানে হয় না। প্রেডিক্টেব্‌ল বোরিং তর্ক, তাতে আবার বাকিদেরকে বিরক্ত করা হয়।

    একটা যে কোনো ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন চালিয়ে বেঞ্চমার্ক করলেই তো ভেরিফাই করা যায়। আর নিজে করার দরকারও নেই - গুচ্ছ গুচ্ছ ডেটা রয়েছে মার্কেটে।
  • lcm | ২৪ জুন ২০১০ ১৪:২৫ | 69.236.176.77
  • ম্যাক ওএস-কে কিন্তু শেষ করে দিতে পারে অ্যাপেল-ই। আইওএস দিয়ে। আই ম্যাক, ম্যাক বুক - এগুলো নাম-কা-ওয়াস্তে রাখবে... সব নিয়ে ফেলবে আই-প্যাড,আই-ফোনের আইওএস-এ।
  • lcm | ২৪ জুন ২০১০ ১৪:২৩ | 69.236.176.77
  • হে হে। কেন। চলুক না, আলোচনা। অন্তত,তৃণ-বাম তক্কোর থেকে...
    ইউন্ডোজ মিলেনিয়াম যখন বেরোল, তখন বাজারে যা অপশন ছিল, তার মধ্যে ওটাই বেটার ছিল, এ তো সহজ হিসেব। নইলে লোকে কিনবেই বা কেন, ভালো জিনিস ফেলে।

    আমি যদিও এখন এই পোস্টটা টাইপ করছি ম্যাক ওএস এক্স ১০..৩ থেকে। কিন্তু, অনেক স্বচ্ছন্দ বোধ করি উইন্ডোজ-এ। তোমরা যেমন বলো অনেকে ম্যাকে গিয়ে আর উইন্ডোজে ফেরে নি, আমি অনেককে জানি ম্যাকে গিয়ে ছিটকে উইন্ডোজে ফেরৎ এসেছে এক সপ্তাহের মধ্যে। সুতরাং...
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:১৯ | 61.95.144.122
  • সরি মিলর্ড - এবার বিলকুল মুখ বন্ধ। বিপক্ষের উকিল যাই বলুন না কেন;-)
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:১৭ | 61.95.144.122
  • চয়েজ? হে হে। এত্ত এত্ত অ্যান্টিট্রাস্ট কেস, pre-bundled ব্র্যান্ডেড সিস্টেম, তারপরেও চয়েজের গল্প? এইচপি, ডেল, ফুজিৎসু, তোশিবা, কমপ্যাক, সোনি, আইবিএম, লেনোভো পারলে বলুক যে bundled ওএস দেবো না। তারপর দেখবো।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:১৫ | 61.95.144.122
  • Date :24 Jun 2010 -- 01:51 PMঃ রিইনফোর্সমেন্ট। আই রেস্ট মাই কেস মিলর্ড।
  • lcm | ২৪ জুন ২০১০ ১৪:১৪ | 69.236.176.77
  • কেন, পাবলিকের কাছে তো চয়েস রয়েছে। যেটা ভাল সেটার বিক্রি তো বেশী হবেই।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:১৩ | 61.95.144.122
  • আমাকে কালকুঠরিতে বন্ধ করে রেখে ঘাস খেতে দিলে আমি তাই খেতে বাধ্য হব। ওই যে বল্লাম - এই সংখ্যাতত্বটা এই সমস্ত ফ্যাক্টরকে ইগনোর করে।
  • lcm | ২৪ জুন ২০১০ ১৪:০১ | 69.236.176.77
  • ৯২% লোক পয়সা দিয়ে ঢপ কিনছে, বাজারে ভালো মাল থাকা সঙ্কেÄও। হে হে, পাবলিক-কে এত ধুর ভেবো না।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৪:০০ | 61.95.144.122
  • ইয়ে - ওটা গোটা ওএস পরিবার সম্পর্কে। আপিস সম্পর্কে নয়।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৩:৫৮ | 61.95.144.122
  • প্রথমটা একমত। শুধু অপূর্বই নয়, অপশ্চাতও। মানে এম্নি ঢপ হয়নি, হবেও না;-)
  • lcm | ২৪ জুন ২০১০ ১৩:৫৬ | 69.236.176.77
  • যা! কাস্টমারের কথা মত হল তো, "মাই আইডিয়া' !
    আর, পারফর্ম্যান্স, স্টেবিলিটি - আহা, অপূর্ব। ইউজেবিলিটি তো শ্রেষ্ঠ - কোনো কথা হবে না। ।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৩:৫৫ | 61.95.144.122
  • উত্তর দিয়ে এলুম তো। আমি এখন একটা বিচ্ছিরি প্রবলেম নিয়ে মাথা ঘামাচ্ছি। গ্রাফ খুব কঠিন জিনিস, তায় ছোটবেলায় অংক শিখি নাই (কার্টেসী বি ই কলেজের টিচারকূল)ঃ-(
  • Arpan | ২৪ জুন ২০১০ ১৩:৫২ | 204.138.240.254
  • আব্বে অরিজিত, ফুটবল টই দ্যাখো। ঃ)
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৩:৫১ | 61.95.144.122
  • যেমন ধরো মিলেনিয়াম যখন বেরলো, সেই এক বছরে "লার্জেস্ট সেলিং অপারেটিং সিস্টেম' ছিলো মিলেনিয়াম। তর্ক নিÖপ্রয়োজন;-)
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৩:৪৯ | 61.95.144.122
  • আমি তো রিলিজিয়াস তর্ক ছেড়ে দিয়েছি। আর সবচেয়ে বড় পয়েন্ট হল এই সংখ্যাতত্বগুলো অনেক ফ্যাক্টর ইগ্‌নোর করে - যেমন কাস্টমারের পছন্দের তোয়াক্কা না করে উইন্ডোজের নতুন ভার্সন কোন কোন ব্র্যান্ডের পিসি বা ল্যাপিতে bundle করা হচ্ছে ইত্যাদি। এই সংখ্যা দিয়ে কিস্যু প্রমাণ হয় না। তর্ক একমাত্র হতে পারে পারফরম্যান্স, স্টেবিলিটি, সিকিউরিটি, ইউজেবিলিটি এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে - স্পেসিফিক্যালি - মানে যাকে বলে বেঞ্চমার্ক নিয়ে। বাকি এই ক'টা ল্যাপি বা সার্ভারে কোন ওএস আছে এই টাইপের সংখ্যাতত্ব সব বোগাস্‌

    ;-P
  • lcm | ২৪ জুন ২০১০ ১৩:৪৩ | 69.236.176.77
  • ধুর, ভুল লিংক, এইটা, "মাই আইডিয়া' অ্যাড -
  • lcm | ২৪ জুন ২০১০ ১৩:৪০ | 69.236.176.77
  • এইটা বেটার -
  • lcm | ২৪ জুন ২০১০ ১৩:৪০ | 69.236.176.77
  • হে হে, আমি ভাবছিলাম, অরিজিৎ কিছু বলবে।
    কিন্তু, মাইক্রোসফ্‌ট-এর 'মাই আইডিয়া' অ্যাড দেখেছ? - ম্যাঙ্গো পাবলিকের মতাম্‌ত দিয়ে তৈরি ওএস।
    এই যেমন,
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৩:২৫ | 61.95.144.122
  • এলসিএম মাইরি পারেও!!!
  • M | ২৪ জুন ২০১০ ১৩:০১ | 59.93.184.101
  • হ্যাবাড্ডি টিম, আর যখন আসি নাই, তখন যাদের গুলান পিছলে গেলো তাদেরকেও.....
  • Ishan | ২৪ জুন ২০১০ ১২:৪৮ | 125.18.17.16
  • টিমের জন্মদিন তো হল। এবার বিয়ে টা হোক? ঃ)
  • Blank | ২৪ জুন ২০১০ ১২:২৪ | 170.153.65.102
  • হ্যাপ্পি জম্মদিন রে টিম
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত