ভাটে ছিলো ব্রেক হাতে ছিলো কেক দিলাম কামড় কেকে। মহারাজা রেক রেগে বলে দ্যাখ নেমন্তন্নে আসছে কেকে।
Abhyu | ০১ জুলাই ২০১০ ২৩:৫৬ | 80.221.18.28
ভাটে কি লাঞ্চ ব্রেক?
Abhyu | ০১ জুলাই ২০১০ ২২:২৮ | 80.221.18.28
১। ফ্রিকোয়েন্টলি কাচতে হয়, বেশি নোংরা হবার আগে। ২। আগের রাতে বালতির জলে ভিজিয়ে রেখে সাবান দিয়ে ঘষতে হয় বাংলা মেথডে। তারপর অন্যদের সাথে মেশিনে দিতে হয়। এ ছাড়া ১ নং মেথড তো আছেই।
এ ছাড়া অব্যর্থ একটা মেথড আছে, কিন্তু সেটা সবার জন্যে অ্যাপ্লিকেবল নয়।অ
kc | ০১ জুলাই ২০১০ ২২:২৬ | 89.203.49.18
সাদা জিনিষপত্র আলাদা কাচতে হয়। জামার কলার না ঘষে সহজে পোস্কার করতে চাইলে ঘাড়ে গর্দানে পাউডার লাগাতে হয় একটু।
aka | ০১ জুলাই ২০১০ ২২:১৮ | 168.26.215.13
ওয়াশিং মেশিন সম্বন্ধে আমার দুটো প্রশ্ন আছে
১। সাদা জিনিষ সাদা রাখা যায় কি করে? যেমন গেঞ্জী, মোজা ইত্যাদি।
২। জামার কলার পোস্কার হয় কি করে?
পারি না, হয় না। সমস্ত সাদা জিনিষ একত্রে দিয়েও দেখেছি একটার ময়লা অন্যটায় লেগে দুদিনেই কালো। অথচ লোকজনের মোজার দিকে তাকিয়ে দেখেছি, মনে হয় দোকান থেকে সদ্য কেনা।
Arpan | ০১ জুলাই ২০১০ ২২:১১ | 122.252.231.10
আইএফবির সাপোর্টও বেশ ভালো। মানে কোন প্রবলেমই দেয়নি। কল করলে ফিল্টার না কী যেন একটা পাল্টে দিয়ে যায়।
M | ০১ জুলাই ২০১০ ২২:০৮ | 59.93.223.14
ধ্যুৎ!!!!!! ঠিকিতো লিখেছিলাম।
M | ০১ জুলাই ২০১০ ২২:০৭ | 59.93.223.14
অন্যের মুখের গড় ঝাল অনুযায়ী IFB বেষ্ট।
M | ০১ জুলাই ২০১০ ২২:০৫ | 59.93.223.14
কেনা ভালো না। ওফ্হ্হ্হ্হ
M | ০১ জুলাই ২০১০ ২২:০৫ | 59.93.223.14
LG না কেনাই ভালো, একটা ফ্রন্ট লোডিং এই পুজাতে কিনলাম,সেটার দু বছরের গ্যারান্টি না ওয়ারেন্টি দিলো আর আট বছরের দেবার কথা সেটা না ক্যাপিটাল উল্টোডাঙ্গা দেয়, না LG দেয়, তারপর ওনাদের ফোন পাওয়া ভাগ্যের ব্যাপার, এদিকে রাবারের বেল্টের মতো যেটা ডোরের বন্ধ হবার কাছে থাকে সেটাতে ময়লা থাকে সেই ময়লা ফিল্টারে যেতে চায়নাকো মোটে, তাকে আবার মুছে দিতে বলে গেছে ওদের লোক।ফিল্টার খুললে নীচে থালা বা কিছু রাখতে হয়, তাও ঘর ভেসে যায়।
তবে একটা আশার কথা অন্যদের কেয়ার সেন্টারের লোকেদের মতো এদের লোকেরা এসে খামোকা পয়সা চায় না,মানে বকশিস দাবী করে না, বেশ ভদ্রলোক হয়।
Abhyu | ০১ জুলাই ২০১০ ২১:১০ | 80.221.18.28
আবহাওয়া অতি উত্তম। ঝলমলে দিন। আটষট্টি থেকে সত্তর ডিগ্রী তাপমাত্রা। মৃদুমন্দ বাতাস। চাদ্দিকে প্রোচ্চুর ফুল। টাটকা তাজা স্ট্রবেরীর খোশবু। মিষ্টি ব্লুবেরীর সোয়াদ। ইত্যাদি প্রভৃতি।
aka | ০১ জুলাই ২০১০ ২১:০০ | 168.26.215.13
অভ্যু বাবু য়োরোপে আবহাওয়া কেমন? এদিকে গরমে সেঁকে দিচ্ছে। বৃষ্টির চিহ্ন মাত্র নেই।
aka | ০১ জুলাই ২০১০ ২০:৫৪ | 168.26.215.13
টিকির ব্যপারেও আমার যুগান্তকারী আইডিয়া দিলাম, কোন রেকগনিশান নেই। যাক আমি রব নিষ্ফলের হতাশের দলে ... ইত্যাদি ইত্যাদি।
Abhyu | ০১ জুলাই ২০১০ ২০:৫১ | 80.221.18.28
সাপকে খবরে দাও।
aka | ০১ জুলাই ২০১০ ২০:৫০ | 168.26.215.13
ব্যাংয়ের বিরুদ্ধে মামলা করা যায়। যার ওষুধে পোকা গেল তাকে না খাইয়ে বাকিদের খাওয়ালো। জালিম কতরকমের হয়, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।
Abhyu | ০১ জুলাই ২০১০ ২০:৪৮ | 80.221.18.28
এল জির মাইক্রোওয়েভ ভালো তো। আমাদের বাড়িতে মাঝে মাঝে আরশোলা ঢুকে খারাপ করে দ্যায়। তখন তিনশ টাকা দিয়ে সারাতে হয়।
Abhyu | ০১ জুলাই ২০১০ ২০:৪৬ | 80.221.18.28
আমার দেশের খপর ভালো। রাত্তির পৌনে বারোটায় সুজ্জি মামা অস্ত যাচ্ছেন। মাঝে একবার উত্তর মহাসাগর দেখে এলাম। তুন্দ্রা অঞ্চল। ছবি দেখো সময় পেলে।
অক্ষর দেশের খবর অক্ষ দেবে।
Samik | ০১ জুলাই ২০১০ ১৮:৫৪ | 121.242.177.19
এল জি কিনো না। ওয়াশিং মেশিং আর মাইক্রোওয়েভে এলজি ত্যামন নামকরা নয়। বরং এলজির নতুন ইনফিনিয়া টিভিটা কিনে ফ্যালো। ফাটাফাটি জিনিস করেছে। বেশি না, মাত্র দু লাখ টাকা দাম।
Samik | ০১ জুলাই ২০১০ ১৮:৫১ | 121.242.177.19
আরে মামী যে। আছেং কেমং?
আমার স্যামসুং। চলছে মন্দ নয়। বেশি না, মাত্র চার্বছর হল।
m | ০১ জুলাই ২০১০ ১৮:২২ | 122.177.134.212
আর এইচ টা কে?হুতো? তাইলে সব ই সম্ভব।
যা বুঝলাম, সবাই ভালো, যে কোনোটা কিনলেই হয়- কিন্তু এই অত্যাধুনিক টেকনোলজির নতুন দূত দের কথা কেউ কয় না। আমি কি একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনবো? কেউ এলজি র কথা কইলো না ক্যানো?
m | ০১ জুলাই ২০১০ ১৮:১৫ | 122.177.134.212
অক্ষ, অভ্যু তোমাদের দেশের কি হালচাল? লং উইকেন্ডে কি প্ল্যান?
m | ০১ জুলাই ২০১০ ১৮:১৪ | 122.177.134.212
অভ্যু, শরীরগতিক,মেজাজ, খ্যাংরা সবেই জং পড়ে গেছে। শুধু সর্ষে ক্ষেতের আল ধরে দৌড়ে চলেছি- শুধু একটা রাজ বা বাবুজি র অভাবঃ((
r.h | ০১ জুলাই ২০১০ ১৮:১১ | 203.99.212.53
আমাদের কি যেন একটা কত বছর ধরে যেন... হ্যাঁ, কাজ করছে বোধয়। মাঝে একবার সারা বাড়ি জল থইথই হয়ে গেছিল, আমরা একসপ্তাহ ভেজা জামাকাপড় পরে ছিলাম। তবে সেটা মেশিনের দোষ নয়।
Bratin | ০১ জুলাই ২০১০ ১৮:০৪ | 125.18.17.16
আমাদের BPL বছর ১২ চলছে। মাঝে একবার কান্না কাটি করেছিল....
Lama | ০১ জুলাই ২০১০ ১৮:০০ | 203.99.212.53
উড়ালপুলও ভালো
Arpan | ০১ জুলাই ২০১০ ১৭:৫৭ | 216.52.215.232
মামী, আইএফবি কিনতে পারো। বহুদিন না চালালেও কিছু আপত্তি করে না।
Samik | ০১ জুলাই ২০১০ ১৭:৫৭ | 121.242.177.19
তার মানে লামা আর অভ্যুও ছোটোবেলায় কুম্ভমেলা কিংবা রথের মেলা গেছিল।
Abhyu | ০১ জুলাই ২০১০ ১৭:৫৫ | 80.221.18.28
এ মা - অক্ষদা আস্ত বস্তা জানে না। ওতে করে পুরোনো খবর কাগজ আর বদ বাচ্চা নিয়ে যাওয়া হত।
Lama | ০১ জুলাই ২০১০ ১৭:৫৫ | 203.99.212.53
যে বস্তা কাটাছেঁড়া হয় নি
Lama | ০১ জুলাই ২০১০ ১৭:৫৪ | 203.99.212.53
কুড়ি বছরের ভিডিওকোন তো আমাদের বাড়িও একটা আছে, তারও একই গল্প
a x | ০১ জুলাই ২০১০ ১৭:৫৩ | 99.53.141.223
আস্ত* বস্তা
a x | ০১ জুলাই ২০১০ ১৭:৫২ | 99.53.141.223
আস্তা বস্তা আবার কি?
Abhyu | ০১ জুলাই ২০১০ ১৭:৫২ | 80.221.18.28
আমাদের বাড়িতে একটা আছে। ভিডিওকোন। বছর পনের অন্তত বয়স। কুড়িও হতে পারে। আমরা সবাই ওটাকে বিদায় করতে চাই। কিন্তু এখনো এক্কেবারে পারফেক্ট পারফর্ম্যান্স বলে তাকে কিছুতেই বিদায় করা যাচ্ছে না।
হেল্প হেল্প!!!! কোন ওয়াশিং মেশিন মোটামুটি ভদ্রসভ্য? (দামে ও কাজে) নিজের ও অপরের মুখের ঝাল ও চলবে।
Abhyu | ০১ জুলাই ২০১০ ১৭:৩৪ | 80.221.18.28
খেয়েউঠেঘুম্পাচ্ছে। ভাটাবোকি?
Lama | ০১ জুলাই ২০১০ ১৭:২৩ | 203.99.212.53
এবার্চল্লামটইতেলিখতে
Lama | ০১ জুলাই ২০১০ ১৭:২২ | 203.99.212.53
এইতোভাটাচ্ছি
quark | ০১ জুলাই ২০১০ ১৭:১৭ | 202.141.148.99
না কেউ টইতে ল্যাখে, না কেউ ভাটে ভাটায়
Abhyu | ০১ জুলাই ২০১০ ১৬:৫৮ | 80.221.18.28
যার কাছ থেকে এসেছে তার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে...
Sags | ০১ জুলাই ২০১০ ১৬:১৫ | 114.143.7.146
এটাতো একটা স্প্যাম, পোকা থাকলে আসে।
Samik | ০১ জুলাই ২০১০ ১৬:০৩ | 121.242.177.19
এই যে, আমার কাছে একটা ঢপের মেল এসেছে। একেবারে দীপঙ্কর দাশগুপ্ত নাম দিয়ে এসেছে।
I Hope you get this on time,sorry I didn't inform you about my trip in Spain for a program,I'm presently in Madrid and am having some difficulties here because i misplaced my wallet on my way to the hotel where my money and other valuable things were kept.I want you to assist me with a loan of 2500 Euros to sort-out my hotel bills and to get myself back home.I have spoken to the embassy here but they are not responding to the matter effectively,I will appreciate whatever you can afford to assist me with,I'll Refund the money back to you as soon as i return, let me know if you can be of any help. I don't have a phone where i can be reached. Please let me know
Dipankar
de | ০১ জুলাই ২০১০ ১৫:৫৪ | 59.163.30.6
সত্যি, বর্ষায় সবাই কেমন মিইয়ে গ্যালো ঃ((
quark | ০১ জুলাই ২০১০ ১৫:০৮ | 202.141.148.99
আহা কি সৌজন্য! হাজির হয়েই, ইন ফ্যাক্ট হাজির হওয়ার আগেই গড় কল্লো। বাচ্চারা দেখে শিখতেও তো পারে!
Samik | ০১ জুলাই ২০১০ ১৪:৪৭ | 121.242.177.19
আড়ে, এই তো আপনি হাজিড় হয়ে গেছেন ...
intellidiot | ০১ জুলাই ২০১০ ১৪:৪৫ | 122.160.238.74
আমিও গড়হাজির, কিন্তু আমাকে কেউ মনে রাখেনি... ঃ-(
de | ০১ জুলাই ২০১০ ১৪:২৬ | 59.163.30.6
আহা! সে বিশেষণ তো গেঁড়ির বিভীষণের ঃ)) -- আমাদের জন্য তো "শমীক বিষয়ী" ঃ))
Samik | ০১ জুলাই ২০১০ ১৪:২৫ | 121.242.177.19
কিন্তু গুরুতে পবলেমটা কী হচ্ছে? ভেটেরানরা একেবারে আসা বন্ধ করে দিল দেখছি। দ তবু মাঝেমধ্যে উঁকি দেয়, তার থেকে একটু বেশি উঁকি দেয় অরিজিৎ। কিন্তু তার বেশি কিছু নয়। ওদিকে ফুটকি আর বোদাগু একেবারে আসছে না, এদিকে পাতা ওল্টায় ঠিক, খবর পাই। কিন্তু ল্যাখে না।
স্যার তেকোনাও এমন মরশুমে গরহাজির।
Bratin | ০১ জুলাই ২০১০ ১৪:২৫ | 125.18.17.16
ছেলে বাবা কে জিগাচ্ছে বাবা 'কিপ্টে' আর 'মিতব্যয়ী' মধ্যে তফাৎ কি?
বাবা বললো 'ধর যদি আমার জন্যে একটা কম দামী সার্ট কিনি তবে আমি মিতব্যয়ী'
আর কিপ্টে? ছেলে জিগায়।
কিপ্টে বলবে 'যদি তোমার মায়ের জন্যে কম দামী শাড়ী কিনি'।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন