এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ০৮ জুলাই ২০১০ ১৫:২৫ | 59.163.30.6
  • থ্যাংকু শমীক, দেখছি!

    তিল, খাই তবে এট্টু ভিরমি! বলেন!
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১৫:২০ | 61.95.144.122
  • ফাফ-তে about:plugins-এর মতন।
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১৫:২০ | 61.95.144.122
  • ধুর মাইরি। লোকেশন বারে লেখো, এন্টার মারো।
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১৫:১৯ | 121.242.177.19
  • ভিরমি বুঝি খুব ভালো খেতে হয়?
  • til | ০৮ জুলাই ২০১০ ১৫:১৬ | 220.253.178.104
  • দে,
    ভিরমি খাবার ইচ্ছে আছে? তাহলে আজকের লাঞ্চের মেনু জানাবো। (গতকাল ভোরে উঠে খেলা দেখেছি)
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১৫:১৬ | 121.242.177.19
  • about:config বলে কিছু তো পেলাম না।
  • Arpan | ০৮ জুলাই ২০১০ ১৫:১২ | 204.138.240.254
  • বঙ্গলিপি কিন্তু আইইতে চলবে না। মোৎজিলা থাকলে হইহই করে নামিয়ে ফেলো।
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১৫:০৯ | 121.242.177.19
  • দে - পুরনো টইপত্তরে।

    অত কথায় না গিয়ে সো-জা অভ্র কীবোর্ড ইনস্টল করে ফ্যালো।

    আমি একটু বিলু-দার দোকান থেকে ঘুরে এলাম। বিলুদাও বাংলা জানে।

    http://specials.msn.co.in/ilit/Hindi.aspx
    http://specials.msn.co.in/ilit/Bengali.aspx
  • til | ০৮ জুলাই ২০১০ ১৫:০৫ | 220.253.178.104
  • এখন বাড়ী থেকে। এই যন্তরে তো ইউনিকোড আসছেই না। এতে IE6, অফিসে IE7 বোধ হয়, আজকাল ইউনিকোড বোধ হয় ইন্সটল করা থাকে এমনিতে!
    যাইহোক, বেশী পাকামো করতে যাবো না। এখানে খুব কড়াকড়ি। সব্বাইকে থ্যাঙ্কু।
    মোটকথা, অফিসে ইউনিকোডে আ বা প আর বাড়িতে টেলিগ্রাফ।
    আর অফিস তো রোজই যাই, মায় শনিবারেও প্রায়ই।
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১৫:০০ | 61.95.144.122
  • অপেরা মিনিতে একটা সেটিংসে গিয়ে চেক করে দিতে হয়।

    about:config-এ যাও, Use bitmap fonts for complex scripts-এ ইয়েস করো।
  • Raj | ০৮ জুলাই ২০১০ ১৪:৫৮ | 202.79.203.59
  • ঠিকই .... কিন্তু এবারে দুটো টিম একসাথে খেলেছে - গ্যালোবার পৃথক একাদশ নামিয়েছিল

    আর দিনকয়েক আগে বি(কু)খ্যাত ক্রীড়া সাংবাদিকরা উল্টো ফল বলেছিলেন , সবকটা খ্যালার পাতাতেই
  • de | ০৮ জুলাই ২০১০ ১৪:৫৪ | 59.163.30.6
  • আগের কোচ্চেন রাজদীপেরে!

    বঙ্গলিপি কোথায় পাবো অর্পণ?
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১৪:৫৩ | 61.95.144.122
  • রাজদীপকে - খুব এনকারেজিং নয়। আগে কিন্তু দিনে খেলা শেষ হত, ইনিংসে হার।
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১৪:৫৩ | 121.242.177.19
  • অরিজিৎ বা কাব্লিদা আমাকে এবার একটু বুঝিয়ে দাও তোমরা ইউনিকোড ফন্টটা মোবাইলে কী করে ইনস্টল করলে? আমি বহুদিন ধরে লড়েও পারছি না। অপেরা ইনস্টল করে বসে আছি।
  • de | ০৮ জুলাই ২০১০ ১৪:৫১ | 59.163.30.6
  • ইসে, মানে, ইটি কিসের স্কোর বটে?
  • Arpan | ০৮ জুলাই ২০১০ ১৪:৫১ | 204.138.240.254
  • ঐখানে অভ্র বা বঙ্গলিপি দিয়ে লিখতে হবে।
  • Arpan | ০৮ জুলাই ২০১০ ১৪:৫১ | 204.138.240.254
  • দে প্রবল ছড়াচ্ছে।
  • de | ০৮ জুলাই ২০১০ ১৪:৫০ | 59.163.30.6
  • হ্যাঁ, সোলেইমানলিপির ফন্টটা অনেক বেটার! আরেকটা ঠ্যাং খাও শমীক ঃ)), আবাপ ভালোই পড়া যাচ্ছে, কিন্তু ইউনিকোড মোডে গুরুতে পোস্ট করতে গেলে ইংরাজীতে ছড়াচ্ছি!
  • Raj | ০৮ জুলাই ২০১০ ১৪:৪৯ | 202.79.203.59
  • দক্ষিণবঙ্গ ভুল করেছে উত্তরবঙ্গ শোনে নি
    ইয়েবাবুরা মনে রেখো বদ্ধোমান মরে নি ঃ-)
  • de | ০৮ জুলাই ২০১০ ১৪:৪৭ | 59.163.30.6
  • TesTi`m
  • Raj | ০৮ জুলাই ২০১০ ১৪:৩৬ | 202.79.203.59
  • ৮৮০০
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১৪:৩৩ | 121.242.177.19
  • তিলের জন্য ফন্ট ইনস্টল করার আরেকটা উপায় ঃ এর জন্য সি ড্রাইভে যেতে হবে না। ক®¾ট্রাল প্যানেলে যেতে হবে। আশা করি সেটা ব্লক্‌ড নেই।

    http://www.myfonts.com/support/help_install_win.html
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১৪:৩০ | 121.242.177.19
  • খেলাম ঃ-)
  • kd | ০৮ জুলাই ২০১০ ১৪:২৯ | 59.93.168.219
  • হয়েচে, হয়েচে ঃ))))))))))

    ঠ্যাংখাও, শমীক!!!!!!!!
  • Arpan | ০৮ জুলাই ২০১০ ১৪:১৮ | 204.138.240.254
  • এই তো তিল জানু পেতে ম্যাঙ্গোত্বের সাধনায়। ঃ-)
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১৪:১৬ | 121.242.177.19
  • বুঝলাম না। এখনো বিটফন্টের পেছনে পড়ে আছো কেন?
  • til | ০৮ জুলাই ২০১০ ১৪:০৯ | 210.193.178.129
  • নাহ, কপাল মন্দ।
    (১) অফিসে কেন জানিনা কি কপালগুণে ইউনিকোড দেখাচ্ছে। C ড্রাইভ তালা মারা; অতএব যা জুটছে ওতেই খুশী থাকা শ্রেয়।
    (২) বাড়ীতে হলেও সেখানে অফিসেরই কম্প্যুটার।( হি, হি ডবল ২১" স্ক্রীন)। C ড্রাইভে সেভ করতে দেয়। কিন্তু কি কারণে বিটফন্ট হাওয়া। দেখি চেষ্টা করে। কিন্তু হাজরো ফ্যাঁকড়া।

    অবশ্য মোটে মা রাঁধে না তা আর তপ্ত আর পান্তা!
    বাংঅলা আসছে এতেই খুশী। শমীকের কল বাতাসে নড়ুক!
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১৪:০৮ | 61.95.144.122
  • রাজদীপ - স্কোর কত?
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১৪:০৪ | 121.242.177.19
  • অরিজিৎ, তা দেয়। ফন্ট ফোল্ডারে ফেলার জন্য কোনও ব্লকেজ নেই। অন্তত উইন এক্সপি তে নেই।
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১৪:০১ | 61.95.144.122
  • অ্যাডমিন অ্যাকসেস না থাকলে ফন্ট্‌স ফোল্ডারে কিছু ফেলতে দেয় কি?

    কোশ্চেন অবশ্য একটা রয়েই গেলো - এগুলো কেন...

    যাউগ্গা।
  • d | ০৮ জুলাই ২০১০ ১৪:০১ | 115.117.193.240
  • এই তৃ-প-বু আর আ-পু-গ্যা টইদুটো ........
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১৪:০০ | 121.242.177.19
  • (আমি শিওর আনন্দবাজারের হতভাগা ডেভেলপারগুলো রেগুলার গু-চ-র পাতা খুলে পড়ে। এত অভিশাপ নিয়ে ওদের চাগ্রি করতে ইচ্ছে করে?)
  • Abhyu | ০৮ জুলাই ২০১০ ১৩:৫৯ | 80.221.18.28
  • আশা করি উইন্ডোজেই কাজ করছেন? কোনো একটা ফন্ট ডাউনলোড করে ফাইলটা C:\WINDOWS\Fonts ফোল্ডারে গিয়ে ফেলে দিন। এতেই হবে। মাইক্রোসফটের অসাধারণ টেক সাপোর্টে যাবার দরকার পড়বে না ঃ)
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১৩:৫৮ | 121.242.177.19
  • তিলের জন্য ইডিয়ট্‌স গাইড ঃ

    ফন্ট খুঁজে বের করো ইন্টারনেট থেকে
    সেভ অ্যাজ ঃ C:\Windows\Fonts
    এর পরে ব্রাউজারে গিয়ে বাংলার জন্য ঐ ফন্ট সিলেক্ট করে নাও। কীভাবে করবে সেটা বলে দেব যখন ব্রাউজারের নামটা জানাবে। নয় তো কাকুর কাছ থেকে জেনে নাও।

    আর ঐ যে আনন্দবাজার প্রথমবার আপনাআপনি ওদের বিটস্ট্রিম ইনস্টল করতে দেয়, ওটা তোমাকে দিয়েছে তোমার নিজের কম্পিউটার বলে। আপিসের কম্পিউটারে সাধারণত সমস্ত পপ আপ এবং অটোমেটিক ইনস্টলেশন ব্লক করা থাকে। ফলে যে সমস্ত হতভাইগ্য পাবলিক আপিসের কম্পিউটারে আবাপ পড়তে চায় যাদের কম্পিউটারে অ্যাডমিন অ্যাক্সেস নেই এবং অটোমেটিক ইনস্টল ব্লক করা আছে, তাদের ক্ষেত্রে ঐ বিটস্ট্রিম ফন্ট ডাউনলোড হয় না, ফলে ওরা পড়তেও পারে না আনন্দবাজার।
  • Raj | ০৮ জুলাই ২০১০ ১৩:৫৬ | 202.79.203.59
  • যাক্‌ দুগ্গাপুর মান রেখেছে ঃ-)
  • Abhyu | ০৮ জুলাই ২০১০ ১৩:৪৫ | 80.221.18.28
  • কি মুশকিল? গুগুল করুন বেঙ্গলী ইউনিকোড ফন্টস দিয়ে - সেটাই তো স্বাভাবিক, না কি?
    http://www.wazu.jp/gallery/Fonts_Bengali.html
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১৩:৩৮ | 61.95.144.122
  • আহেম্‌

    হাততালি দিলে হয় না?

    ;-)
  • til | ০৮ জুলাই ২০১০ ১৩:৩৬ | 210.193.178.129
  • ইউনিকোডের ফন্ট কি করে ইন্‌স্‌টল করবো? ইডিয়টস গাইড যদি থাকে- তাহলে বাধিত হবো।
    (আসলে আনন্দবাজার প্রথমবার ওরা আপনা আপনি বিট.. ইন্‌স্‌টল করতে দেয়, অপশন চায়; একবার কেঁচে গেলেই বিপদ, ফন্ট না এলে কোন কাজেই আসে না।)
  • de | ০৮ জুলাই ২০১০ ১৩:১২ | 203.199.33.2
  • শমীক, আমার কাছে বাংলা অকাদেমির একখান ফন্ট ইনস্টল করা আছে -- সেটাতেই দেখছিলাম! এইবার বুইতে পেরেচি! ঃ))
  • Shn | ০৮ জুলাই ২০১০ ১২:৫২ | 123.201.130.118
  • পুরোনো পাতা উল্টে পেয়ে গেলাম শমীক, আর দেওয়ার দরকার নেই।
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১২:৫১ | 121.242.177.19
  • দে,

    "ইউনিকোডের ফন্টটা' বলে কিছু হয় না। যেমন "ইংলিশের ফন্টটা' বলে কিছু হয় না। টাইম্‌স নিউ রোমান ভালো লাগছে না, তো পাল্টে এরিয়াল করে নাও, কমিক স্যান্স পছন্দ নয়, তো পাল্টে ভের্দানা কি হেলভেটিকা করে নাও।

    ইউনিকোডেও তাই। শ্যাম, রূপালী, রূপসী বাংলা, সোলেইমানলিপি, বৃন্দা ইত্যাদি হাজারো ইউনিকোড ফন্ট আছে। তোমার ব্রাউজারে যেটা পছন্দ হবে, সেইটাই সেট করে নাও, সমস্ত বাংলা সেই ফন্টেই আসবে। সো সিম্পল।

    সিনী (সুহাসিনী-ই তো?),


    http://anandabazar-unicode.appspot.com/
    । এই মুহূর্তে দু পাতা পেছনেই আছে। ঃ-)
  • kd | ০৮ জুলাই ২০১০ ১২:৫১ | 59.93.168.219
  • ল্লে! হচ্ছে না তো! ও শমীক!

    (আইফোনে অপেরা মিনি - এটাতেই তো গুচ পড়ি)
  • Shn | ০৮ জুলাই ২০১০ ১২:৪৫ | 123.201.130.118
  • শমীক, আবাপ পড়ার লিঙ্কটা আমাকেও দাও। আমারো অপিস থেকে আবাপ খোলে না।
  • de | ০৮ জুলাই ২০১০ ১২:৪৩ | 203.199.33.2
  • এইরে, ইউনিকোডে চলে গেস্লাম!
  • kd | ০৮ জুলাই ২০১০ ১২:৪৩ | 59.93.168.219
  • শমীকের দেওয়া লিংক দিয়ে আমি এখন গুচর মতো আবাপও পড়তে পারি আইফোনে, আগে পারতুম না।

    যেটা সবচে' বদারসাম, তা হচ্ছে ওদের কারেন্ট আর আর্কাইভ এর আলাদা লিংক। কাউকে লিংক দেওয়া যায় না, দিনের কিছু সময় কলকাতা একদিন, দক্ষিণবঙ্গ আর একদিন।
    আগে ভাবতুম ওদের প্রোগ্রামারগুলো গাম্বাট, পরে ভেবে দেখলুম ওরা খুবই বুদ্ধিমান, এই বিদঘুটে জিনিসটা যতদিন থাকবে, ততদিন ওদের রোজ ঐ একস্ট্রা কাজ করার জন্যে কোম্পানি মাইনে গুনবে।
  • de | ০৮ জুলাই ২০১০ ১২:৪১ | 203.199.33.2
  • iunikoDer phanTaTaa dekhate aamaaro bhaalo laage naa.
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১২:৩৫ | 121.242.177.19
  • কেসি, ইউনিকোড তো! ফন্ট পাল্টে নাও। সোলেইমানলিপি ফন্ট ইনস্টল করে নাও, সেটা আপিসে আটকাবে না। কেবল খণ্ডীয় ৎ এর জায়গায় চৌকো বাক্স আসবে। বাকি সব ঠীক হ্যায়।
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১২:১৯ | 61.95.144.122
  • দেখেছি। উত্তরও দিয়েছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত