এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৮ জুলাই ২০১০ ১২:১৯ | 204.138.240.254
  • অরিজিত, মেল দেখে নিও।
  • kc | ০৮ জুলাই ২০১০ ১২:০৬ | 194.126.37.5
  • আমিও তক্ক কব্ব। অফিসের মেশিনে আবাপর ফন্ট আসেনা, হিজিবিজি আসে। কিচ্ছু ইনস্টল কত্তে দেয়না, তাই শমীকের দেওয়া লিঙ্কটা দিয়ে ইদানিং পড়ছি। কিন্তু ইউনিকোডের ফন্টটা দেখতে ভালো না। ঘরের মেশিনে অবশ্যই বিটস্ট্রিমটা দিয়ে পড়ি, ওটা দেখতে ভাল।
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১১:৪২ | 61.95.144.122
  • তোমার কথা ধরিনি - সেখানে কোনো যুক্তি নেই, শুধু স্টেটমেন্ট/প্রেফারেন্স। যে যুক্তিসমূহ নিয়ে কথাটা শুরু হয়েছিলো বা যেগুলো বার বার এসেছে সেগুলোকে রিইউজ করছি।
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১১:৩৮ | 121.242.177.19
  • এইবার বলতে বাধ্য হচ্ছি, টিপিকাল সিপিয়েমসুলভ যুক্তি। ঃ-))) ঐ ব্যান্ডেলে আমাদের বাড়ির সামনে কমিউনিটি হল বানানোর সময়ে আমাদের আপত্তি সত্বেও যেমন লোকাল সিপিয়েমের লোকেরা বলেছিল ঠান্ডা হেসে, "পরিবর্তন করছি। আপনারা তো পরিবর্তনই চেয়েছিলেন।'

    আমিও আমার বক্তব্যটাকেই রি-ইউজ করছি, মার্কেটের বেশির ভাগ লোক ব্যবহার করে বলেই উইন্ডোজ লিনাক্সের থেকে ভালো, আমার কাছে অন্তত ব্যাপারটা এমন নয়। আমি দুটোই ব্যবহার করার পরে বলছি, উইন্ডোজ ব্যবহার করে আমি ভীষণ খুশি, আমার আপাতত অপারেটিং সিস্টেমে পরিবর্তনের দরকার নেই।
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১১:২৯ | 61.95.144.122
  • সাকসেসফুল = ভালো - এই ইক্যুয়েশনটা আমার দেওয়া নয় কিন্তু। আমি জাস্ট রি-ইউজ করেছি।
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১১:২৮ | 61.95.144.122
  • এতক্ষণে এই যুক্তিগুলোকে ভুল মনে হল?
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১১:২০ | 121.242.177.19
  • অজ্জিত, কোনো যুক্তি হচ্ছে না। ঐ যুক্তি দিয়ে গেলে আমি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারেই থাকতাম, ভিএলসি নিতাম না, ফাফ হার্গিজ ইউজ করতাম না, বাংলাপ্লেনেই দিব্যি কাজ চলে যাচ্ছিল, ইউনিকোডের পেছনে ছুটতাম না।
    \
    মার্কেট শেয়ার এখনও নর্মাল আবাপ পড়ে তার একটা প্রধান কারণ ঐ শেয়ারের একটা বড়সড় অংশ ইউজ করে উইন্ডোজ এক্সপি, যেখানে ডিফল্ট ইউনিকোড এনেব্‌ল করা থাকে না। এক্সপি জমানা শেষ হলে লোকে আস্তে আস্তে উইন্ডোজ সেভেন টেভেনে গেলে ইউনিকোড জনপ্রিয় হবে। আর তা ছাড়া ইউনিকোড শুরু হয়েছেই বা কতদিন হল? কটা লোকে জানে এর ব্যাপারে? লিডিং নিউজপেপারগুলো ইউনিকোড শুরু করে দিলেই লোকে জানতে পারত।

    তবে জানবে। আস্তে আস্তে জানবে। সব পরিবত্তনই কি রাতারাতি হয় বাপু?
  • de | ০৮ জুলাই ২০১০ ১১:১৭ | 203.199.33.2
  • অভিমানী অরিজিত ঃ))
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১১:০৯ | 61.95.144.122
  • পরিবর্তনের কোনো দরকার নেই এখানে। মার্কেট শেয়ার কি বলে?
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১১:০৬ | 61.95.144.122
  • আবাপ অনলাইন হয়েছে সম্ভবতঃ ২০০০ সাল নাগাদ। তখন থেকে যারা অনলাইন আবাপ পড়ছে তাদের কেন ইউনিকোডে যেতে হবে? তারা যাবেই বা কি করে?

    (শোনা যুক্তিগুলোই দিয়ে যাচ্ছি...)
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১১:০৩ | 61.95.144.122
  • সেকি? তোমাদের যুক্তিই তো দিচ্ছি। মেজরিটি ইউজার যদি উইন্ডোজ এনভায়রনমেন্টে আবাপ পড়ে খুশি থাকে তাহলে এখানে শোনা যুক্তি দিয়েই সেটা "ভালো'। ম্যাঙ্গো ইউজার (আমার বাবা, বা পাড়ার ভুলোমামা) ইউনিকোড বোঝে না।
  • Samik | ০৮ জুলাই ২০১০ ১১:০১ | 121.242.177.19
  • এগুলো কিন্তু ভুলভাল গোঁ। উইন্ডো লিনাক্ষের ঝগড়াটাকে আইই বনাম ফাফ কিংবা বিটস্ট্রিম বনাম ইউনিকোডের ঝগড়ার সঙ্গে সিনোনিমাস করে ফেললে আর কিছুই বলার নেই। ঃ-) আবাপর বিটস্ট্রিম ফন্ট যে ঠিক নয় সেটা আবাপও জানে, কিন্তু যতদিন মনোপলি ততদিন ওরা নিজেদের বদলাবে না।

    অথচ পরিবর্তনটা জরুরি ঃ-)
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১০:২৮ | 61.95.144.122
  • যারা অনলাইনে আবাপ পড়ে তাদের মধ্যে ৯৯% যা আছে তাই পড়ে। সুতরাং সেটাই ঠিক। এর অল্টারনেটিভ কোন কিছুর কথা বলাই অন্যায়।
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১০:২৬ | 61.95.144.122
  • ইউনিকোড ইত্যাদি বলে ৯২% লোকের অপমান করার কি দরকার?
  • Arijit | ০৮ জুলাই ২০১০ ১০:২৫ | 61.95.144.122
  • ইউনিকোডে আবাপ পড়ার কি দরকার? এরা কি ৯২%-এর বাইরে নাকি?
  • a x | ০৮ জুলাই ২০১০ ০৯:৩১ | 99.74.166.223
  • তাজন্নি মাঝেমাঝে একটু ঐ লিংকটা দিও তো। মনে পড়ছেনা।
  • Samik | ০৮ জুলাই ২০১০ ০৯:১৫ | 122.162.75.137
  • হুঁ। আবাপ ব্যাপারটা জানে না এমন নয়। ওরা নিশ্চয়ই কাউন্ট রাখছে কতজন রিডার ডিরেক্টলি আবাপ-র সাইট খুলছে আর কতজন ইউনিকোড সাইটের মাধ্যমে যাচ্ছে।

    দেখা যাক, এতে যদি আবাপ-র টনক নড়ে।

    গুচ-তে এবার থেকে আবাপ-র লিংক দিতে হলে সবাই মিলে ইউনিকোড আবাপ-র লিংকই কেবলমাত্র দাও।
  • til | ০৮ জুলাই ২০১০ ০৭:০৯ | 210.193.178.129
  • শমীককে ধন্যবাদ না জানিয়ে থাকা গেল না। ইউনিকোডে আ ব প পড়া যাচ্ছে বেমালুম। ঐ ঘোড়ার ডিমের bitmap নাকি font চুলোয় যাক!
  • til | ০৮ জুলাই ২০১০ ০২:০১ | 220.253.178.104
  • পুণেতে লঙ্কার বড়া (পকোড়া) বেশ চালু, স্কচের সঙ্গে জমে খুব!
    চিকেন এপ্রিকট তো নামী রান্না। পিৎজায় তো আনারস কমন।
  • pi | ০৭ জুলাই ২০১০ ২০:৩৩ | 128.231.22.89
  • ন্যাড়াদা, একটু মেল দেখবেন।
  • Bratin | ০৭ জুলাই ২০১০ ১৯:০৪ | 125.18.17.16
  • লঙ্কার আইসক্রীম ?? চাপ নেমে যাবে তো!!
  • pi | ০৭ জুলাই ২০১০ ১৮:৪৮ | 72.83.82.169
  • মুম্বই, পুণেতে লঙ্কার আইসক্রীম পাওয়া যেত। হারান রায়দার দাদার আইডিয়া হবে হয়তো। উনি কি পশ্চিমনিবাসী ছিলেন ? লামাদার জানা আছে?
  • Raj | ০৭ জুলাই ২০১০ ১৮:২৪ | 202.79.203.59
  • ইদিকে ধোনি চে আঁকা টি শার্ট পরে নববধূসনে রাঁচিতে অবতরণ করিলেন !

    নাঃ বিপ্লব দেখছি এসেই গ্যাছে বা হয়তো হয়েই গ্যাছে , জানতেই পারি নি
  • Lama | ০৭ জুলাই ২০১০ ১৮:০৯ | 203.99.212.54
  • পান্তাভাত তো দিব্য জিনিস। ও নিয়ে রাখঢাকের কি আছে?
  • Bratin | ০৭ জুলাই ২০১০ ১৮:০৯ | 125.18.17.16
  • হ্যাঁ , ল্যাব ঃ-))
  • til | ০৭ জুলাই ২০১০ ১৭:৫৯ | 220.253.178.104
  • আমার ভাই রাখ ঢাক নেই। অফিসে গরম কালে পান্তা ভাতও খাই। খুব হালকা গরম করে নিই, চামচ দিয়ে সাঁটাই।
  • til | ০৭ জুলাই ২০১০ ১৭:৫৬ | 220.253.178.104
  • নাহ!
    Eggplant slices dipped in chikpea batter sprinkled with black cumin seeds, deepfried in peanut oil and finally wrapped in indian bread
    কেমন শোনায়?
  • Lama | ০৭ জুলাই ২০১০ ১৭:৫০ | 203.99.212.54
  • "বেগুনীর বার্গার' কথাটা কেমন লালমোহনবাবুর রহস্য উপন্যাসের মতো শুনতে ঠেকছে
  • Lama | ০৭ জুলাই ২০১০ ১৭:৩৪ | 203.99.212.54
  • কোথায় যেন পড়েছিলামঃ

    "নারাণপুরের হারান রায়দা
    জানে রান্নার নানান কায়দা।
    পায়সে দেয় সে লঙ্কা প্রচুর,
    মাংসের চপে দোক্তার পুর,
    ভোক্তার মাথা ঘুরে যায়...'
  • til | ০৭ জুলাই ২০১০ ১৭:১৭ | 220.253.178.104
  • আমিই কি শুনেছি নাকি? এই প্রথম। তবে দুপুরে যখন ক্ষিধে পেল, খেলাম, মন্দ লাগেনি কিন্তু। যদি বাছবিচার করতাম তাহলে ঐ সব মিউসলি বার ইত্যাদি- তার চেয়ে এ ঢের ভালো।
    ব্যাকরণ মেনে চললে তো কূপোকাৎ, অতএব। ভালো রেড কিছু না পেলে উচ্ছে আলুভাতে দিয়ে? এবার আপনি মূর্চ্ছা যাবেন নির্ঘ্যাত।
  • Lama | ০৭ জুলাই ২০১০ ১৭:১০ | 203.99.212.54
  • হ্যাঁ হ্যাঁ ল্যাব
  • de | ০৭ জুলাই ২০১০ ১৬:৪০ | 59.163.30.6
  • ঠিক, শমীক!
  • de | ০৭ জুলাই ২০১০ ১৬:২৯ | 59.163.30.6
  • তিল, বেগুনীর বার্গার !! জম্মে শুনিনি মশাই!
  • Samik | ০৭ জুলাই ২০১০ ১৬:২৮ | 121.242.177.19
  • সেডা নিবেদিতা রিসার্চ ল্যাবোরেটরি। ইনস্টি নয়। ঃ-)
  • de | ০৭ জুলাই ২০১০ ১৬:২৮ | 59.163.30.6
  • না-না, নিবেদিতা তো বড়োদের বই, আর "এক ব্যাগ শংকর" তো ছোটদের জন্য, ঐ বইটার আরো দুটো গল্পও দুর্দান্ত ছিলো, একটা ছেনোদা নামে এক টাইপিস্টের গল্প আর একটা কালো মাটির পুতুলের গল্প -- অসাধারণ!
  • Lama | ০৭ জুলাই ২০১০ ১৬:১৭ | 203.99.212.54
  • টেস
  • Lama | ০৭ জুলাই ২০১০ ১৬:১৬ | 203.99.212.54
  • শঙ্করের আরেকটা বই
  • Samik | ০৭ জুলাই ২০১০ ১৫:৫৩ | 121.242.177.19
  • সেডা কিডা?
  • Bratin | ০৭ জুলাই ২০১০ ১৫:১৯ | 125.18.17.16
  • নিবেদিতা রিসার্চ ইন্সটিটিট ??
  • Samik | ০৭ জুলাই ২০১০ ১৪:৪৭ | 121.242.177.19
  • আমি সকাল থেকে বসে বসে তেকোনার ভাঙা প্রেম পড়লাম আবার। বেশ ল্যাদের ওয়েদার আজ।
  • til | ০৭ জুলাই ২০১০ ১৩:১৫ | 210.193.178.129
  • দে মহোদয়ার জন্য চেতাবনী।
    দুধচূর্ণ কখনও আলগোছে গলায় ঢালবেন না, কি বিপত্তি, কি বিপত্তি!
    ম্যাগি শুকনো কটকটির মত করে খেতে কেমন লাগে?
    আজ একটা অদ্ভুত স্যান্ডউইচ খেলাম- ভোরবেলা ফুটবল দেখার খেসারত। রাত্তিরের বেগুনী ছিল তাই পাঁউরুটির মধ্যে পুরে! মন্দ নয়।
  • Lama | ০৭ জুলাই ২০১০ ১২:২৭ | 203.99.212.53
  • রাবড়িচূর্ণ ছিল "এক ব্যাগ শংকর' বইতে। কোনো এক রিসার্চ ইন্সটিটিউট থেকে এক পাত্র সর্দি চুরি দিয়ে গল্পের শুরু। ভিলেন সিঙ্গারাভেলু আয়ার একটা ক্যামেরা চুরি করতে চাইছিল যেটা গন্ধের ফটো তুলতে পারে। পিকলুর দাদুর বন্ধু রহস্য রোমাঞ্চ পত্রিকার সম্পাদক- তাঁর ছদ্মনাম "ইন্দ্রলুপ্ত চৌধুরি'। তাঁরই ভাগ্নে সেই ক্যামেরার আবিষ্কর্তা। এই ইন্দ্রলুপ্তবাবু রাবড়িচূর্ণ খেতে ভালবাসতেন।

    রাবড়ি সম্পর্কে শিবরাম যেটা বলেছেন সেটা হল "নেশা করতে হলে রাবড়ির নেশা করাই ভালো।' তাছাড়া উনি মুক্তারামবাবু লেনের মেসবাড়ির তক্তপোষের তলায় হর্লিক্সের শিশি রাখতেন, অতিথিদের তাই খেতে দিতেন।
  • de | ০৭ জুলাই ২০১০ ১১:৩৮ | 59.163.30.6
  • ঃ))
    বাড়িতে আমিও লুকিয়ে খেতাম -- বড় হয়ে তো রান্নাঘরে আমারি রাজত্ব, চুরি কত্তে হয় না ঃ))
  • Bratin | ০৭ জুলাই ২০১০ ১১:৩৫ | 125.18.17.16
  • আমি ছোটবেলায় পাশের বাড়ি(একেবারে লগোয়া) থেকে গুঁড়ো দুধ চুরি করে খেতাম। তারা বুঝতে পারতো না এত দুধ কোথয় যাচ্ছে। তার পরে এক দিন হাতেনাতে ধরা পড়ি। ঃ-))
  • Bratin | ০৭ জুলাই ২০১০ ১১:৩০ | 125.18.17.16
  • ত্রিবান্দ্রমে ট্রেনিং র ক দিন খেতে হয়েছে বিজাতীয় তেলের রান্না
    ঃ-((
  • de | ০৭ জুলাই ২০১০ ১১:২৫ | 59.163.30.6
  • তিল তেল খাওয়া যায় -- কিন্তু নারকোল তেল আমার পছন্দ হয়নি!
  • til | ০৭ জুলাই ২০১০ ১১:২২ | 210.193.178.129
  • নারকেল তেলের রান্না মন্দ নয়। এক সময় আমায় কোচিন যেতে হতো প্রায়ই। ওখানে ফ্যাকটরির ক্যান্টিনে সেদ্ধ চালের ভাত আর নারকেল তেলের রান্না। তাই দেখে নিজেরাও রেঁধেছি, অসুবিধে হয় না। ব্যাঙ্গালোরে তো তিল তেলেও রাঁধে।
  • de | ০৭ জুলাই ২০১০ ১১:১৬ | 59.163.30.6
  • আমার ছোটবেলায় বাবা নানারকম প্রোজেক্ট হাতে নিতো ঃ) -- তার মধ্যে একটা মনে আছে নারকোল তেল বানানো, বাড়ির গাছগুলো থেকে সব ঝুনো নারকেল পাড়িয়ে,কুড়িয়ে, মিহি করে বেটে কড়াইয়ে জ্বাল দিয়ে না কি যেন করে ঘন লাল রঙের প্রচুর ডেন্স তেল বেরিয়েছিলো, তার হাফ রেখে বাকি হাফে আবার জুঁই না বেল কি যেন ফুল মিশিয়ে আবার ফুটিয়ে গন্ধতেল হয়েছিলো, বেসিক্যালি মায়ের জন্য! তেলের রং আর গন্ধ দেখেই আমি আর মা হাত তুলে দিয়েছিলাম ঃ))-- অতো কষ্ট করে ছেলে করলো দেখে ঠাকুমা প্রথম দিন মেখে বালিশে শুয়েছিলো, পিঁপড়েরা সারি বেঁধে সেখান থেকে মহা উৎসাহে খাদ্য সংগ্রহে লেগে গেলো! বাকি তেল বাবাই একটু একটু করে কদিন মাখলো -- তারপরে মাথার গন্ধে টেঁকা যাচ্ছে না বলায় -- "নারকোল তেলের রান্না অতি সুস্বাদু" জাতীয় কিছু টোপ ফেলে অবশেষে রণে ভঙ্গ দিলো! সেই তেল ড্রেনে ফেলায় কয়েকদিন মশা কম ছিলো বাগানে ঃ))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত