এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ০৯ জুলাই ২০১০ ১৮:৫৩ | 121.242.177.19
  • দীপ্তেন্দার ফোন্নং আমার কাছে নেই, না হলে ফোনাতাম।

    আমরা একটা শেয়ার করা মেশিনে জিমেল চেক করি, আপাতত সেটা অন্যের দখলে তাই আর আপনাকে মেল করতে পারলাম না। এখানেই লিখে দিই।

    আপনার লেখাটা একেবারে ঠিকঠাক ভাবে এসে পৌঁছেছে আমার কাছে। মানে আপনি যেমন সিম্পতম লিখেছেন, তার কিছুই নেই এই ডকুমেন্টে। নর্মাল কপি পেস্ট করলে যেমন হয়, তেমনই দেখছি। দু এক জায়গায় ঐ হ্রস্ব ই-কার কিম্বা এ-কার আগের লাইনে চলে গিয়ে অক্ষরটা পরের লাইনে চলে গেছে, তা সেটা কমন ব্যাপার। ও হ্যাঁ, আমার এম এস আপিস ২০০৭।

    এর মানে হল, আপনার ওয়ার্ডের লোকাল সেটিংয়ে কিছু গড়বড় হয়েছে। পেস্ট ঠিকই হচ্ছে, কিন্তু সেটিংয়ের জন্য আপনি ঐ রকম দেখছেন।

    আপনার ওয়ার্ডের ভার্সনটা একবার জানাবেন?
  • aka | ০৯ জুলাই ২০১০ ১৮:৪৪ | 168.26.215.13
  • ডিডিদা, আপনি একবার রিস্টার্ট করে দেখেছেন? শুনে মনে হচ্ছে র‌্যামের প্রবলেম হলেও হতে পারে। যদিও অনেকদিন ধরে পার্সিস্ট করছে মানে এর মধ্যে রিস্টার্ট হয়েছে।

    মেশিন অন হবার সময়ে কি পোঁ করে কোন শব্দ শুনছেন বা মেশিন কি অতিরিক্ত গরম হচ্ছে? তাইলে একজন ডাক্তার ডাকতে হবে মনে হয়।
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৮:৪৩ | 61.95.144.122
  • আমি xpi ফাইলটা পাঠায়ে দিতে পারি, কিন্তু...
  • Arpan | ০৯ জুলাই ২০১০ ১৮:৪১ | 204.138.240.254
  • ওকে। সাউন্ডস গুড। আমি আট্টার মধ্যে আপনাকে ফোনাবো।
  • dd | ০৯ জুলাই ২০১০ ১৮:৪০ | 122.167.46.234
  • না কাজ করে না।

    আমি ক্যানো বিরক্ত হবো? তবে খামোখা অন্যদের বোর কত্তে চাই না। তুমি যখন ফ্রী থাগবা আমারে ফোনিও।
    আমি নির্বিকল্প নিরাচার মুক্ত পুরুষ, সব সময়।
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৮:৩৪ | 61.95.144.122
  • দাড়িদাদু কি ইউপির লোক? না বিহারের? অবশ্যই বিদেশী;-)
  • Samik | ০৯ জুলাই ২০১০ ১৮:৩০ | 121.242.177.19
  • দীপ্তেন্দা, মেল করেছি।

    অজ্জিত,

    হিন্দিতে রবীন্দ্রনাথ বিদেশী কেমন করে? তৎসম তো বাংলাতেও যা হিন্দিতেও তাইই হওয়া উচিত!
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৮:৩০ | 61.95.144.122
  • ওক্কে - তাইলে আপডেট হয়েছে। আমার করছিলো না বলে আমি সোর্সে একটা লাইন বদলে রিবিল্ড করেছিলুম।
  • Arpan | ০৯ জুলাই ২০১০ ১৮:২৮ | 204.138.240.254
  • আরামসে করে।
  • dd | ০৯ জুলাই ২০১০ ১৮:২৬ | 122.167.46.234
  • ধুরর্‌র

    কিসসু হচ্ছে না। নাথিং।

    বাদ্দাও।

    পরে কথা কইবো ' খনে। হেথায় প্যাচাল কইরা লাভ নাই।
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৮:২৫ | 61.95.144.122
  • ফাফ যদি সাড়ে তিনের ওপর হয় তাইলে ওই এক্সটেনশনটা কাজ করবে কি না সেটা দেখে নিতে হবে - অবিশ্যি ফাফ-ই বলে দেবে সেটা।
  • Arpan | ০৯ জুলাই ২০১০ ১৮:২০ | 204.138.240.254
  • এঃ ডিডিদা, ঐটা নয়। এইটা নামান।

    http://bongolipi.org/drupal/node/25

    বামদিকে পেনে দেখুন Firefox Extension। ওর নিচে কী কী করতে হবে সব লিংক দেওয়া আছে। মায় Install and Use অব্দি।

    ব্যস, নামিয়ে ফেলুন।
  • dd | ০৯ জুলাই ২০১০ ১৮:১৯ | 122.167.46.234
  • না, ক্ষি ক্ষরে মেইল কর্বো? ঠিগানা নেই।
    আমায় করো। sudipgupta7 অ্যাট জিমেইল ডট কম
  • dd | ০৯ জুলাই ২০১০ ১৮:১৭ | 122.167.46.234
  • সমীক
    ইয়েস
    তোমায় মেল করছি
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৮:১৫ | 61.95.144.122
  • হিন্দিতে ওটা বিদেশী শব্দ, তৎসম নয়। কাজেই বাংলা অ্যাকাডেমি যে পাকামোটা করেছে (sheep-ও শিপ, ship-ও তাই) ওরাও তাই করেছে। য্যায়সি করনি, ওয়সি ভরনি;-)
  • Arpan | ০৯ জুলাই ২০১০ ১৮:১৪ | 204.138.240.254
  • ক' বছর পরে রবিন্দরনাথ হয়ে যাবে। পঞ্জাব দা পুত্তর।

    এইখানে লুরুতে একটা রাস্তার নাম রাজারাম মোহন রায় রোড।
  • Samik | ০৯ জুলাই ২০১০ ১৮:১৩ | 121.242.177.19
  • শিলিগুড়ি জলপাইগুড়িতে? দিদিমণি বাঙালি তো?

    এদানিং দেখছি, লোকসভা টিভি এবং আমার মেয়ের ইস্কুলের ডায়েরিতে দাদুর নাম হিন্দী অক্ষরে লেখা হচ্ছে "রবিন্দ্রনাথ টেগোর'। হিন্দিতে কি সন্ধি চলে না?
  • Arpan | ০৯ জুলাই ২০১০ ১৮:১২ | 204.138.240.254
  • * অব্দি
  • Arpan | ০৯ জুলাই ২০১০ ১৮:১১ | 204.138.240.254
  • আচ্ছা। আজ রাত দশটা বদি কল আছে। তারপরে দেখব।
  • Samik | ০৯ জুলাই ২০১০ ১৮:১১ | 121.242.177.19
  • দীপ্তেন্দা, এক মিনিট।

    আপনার ফোনেটিক টাইপ ঠিকঠাক হচ্ছে, কিন্তু সেটাকে ওয়ার্ডে পেস্ট করতে গেলে পরে প্রবলেম হচ্ছে, তাই তো? মানে, প্রবলেমটা ওয়ার্ডে।

    আপনি একটা হাবিজাবি ঐ রকম কিছু লিখে ওয়ার্ড ফাইলটা আমাকে মেলে পাঠাতে পারবেন? একবার দেখে নিতাম।

    আপাতত আরেকটা রাস্তা, ওপেন আপিস। ওয়ার্ডের থেকে স্লো চলে, কিন্তু চলে। ওতে পেস্ট করে দেখতে পারেন।

    পারলে আমাকে একটা ঐ রকম ওয়ার্ড ফাইল পাঠান।
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৮:১০ | 61.95.144.122
  • অপ্পন - জিমেল দেখো যখন পারবে।
  • Arpan | ০৯ জুলাই ২০১০ ১৮:১০ | 204.138.240.254
  • আর জানলা এক্ষপি কি? সেভেন হইলে পারুম না মহায়!
  • Arpan | ০৯ জুলাই ২০১০ ১৮:০৯ | 204.138.240.254
  • ওকে। আমি আপনাকে আটটা নাগাদ ফোনাব। চলবে?
  • dd | ০৯ জুলাই ২০১০ ১৮:০৮ | 122.167.46.234
  • ফা ফ আছে তো আমার,প্লাস গু ক্রোম। ভাবো ক্ষি আমায় ?

    কিন্তু ব্লি.অর্গ ডাউনলোড কল্লাম ডেস্কটবে, তো নট নড়ন চরন নট কিচ্ছু। একটা সাদা পাতায় কয়েকটা চৌখুপী আর কয়েকট র‌্যানডম বাংলা যুক্তাক্ষর দেখাচ্ছে। ব্যাস।
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৭:৫৯ | 61.95.144.122
  • কাদের একটা ইএম-এর ক্লাসে দ্বিজু বলেছিলো তো।
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৭:৫৯ | 61.95.144.122
  • সে তো শিবপুরের অনেক স্যারের অনেক গপ্পো আছে - নেগেটিভ g অবধি।
  • Lama | ০৯ জুলাই ২০১০ ১৭:৫৬ | 203.99.212.53
  • এরকম তো কতই হয়- হুতো যখন ক্লাস সেভেনে পড়ত তখন বাংলার স্যর "আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে...' ইত্যদির ভাব সম্প্রসারন লিখিয়েছিলেন, তাতে এই সব কথাবার্তা ছিল "পল্লী বাংলার চাষীভাইরা স্তুপীকৃত ধানকে সিঁড়ির ন্যয় ব্যবহার করেন... '

    আর আমাদের কোন এক মেটালার্জির প্রফেসর এর কীর্তি স্মর্তব্য, যিনি একটা ওপিনিয়ন পোলের মধ্যমে সিদ্ধান্তে এসেছিলেন যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝখানে হাওয়া থাকে। কিংবা সেই অ্যাপ্লায়েড মেকানিক্স যিনি বলেছিলেন ওজন কখনো কখনো উপর দিকে কাজ করে
  • Arpan | ০৯ জুলাই ২০১০ ১৭:৫১ | 204.138.240.254
  • ডিডিদা, যা বুঝছি মোজিলাতে ন্যাড়াদার বঙ্গলিপি দিয়ে লেখা সবচেয়ে সহজ পন্থা। আপনার কাছে কি মোজিলা ফায়ারফক্স আছে? তালে বঙ্গলিপি ইন্সটল করতে সাহায্য করতে পারি। ইউনিকোড নিয়ে আসুন। জীবনে অনেক শান্তি।

    আপনি এইখানে আপডেট দিয়ে দিলে দেখে নেবো।
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৭:৪৮ | 61.95.144.122
  • সবচেয়ে হতাশাজনক কথা হল ইনি বাম সরকারের আগের জমানার। এখনকার হলে কুচবিহার হয়ে যেত;-)

    আসলে এনজেপি-র সাথে লোকে গুলিয়ে ফেলে মনে হয়।
  • Arpan | ০৯ জুলাই ২০১০ ১৭:৪৬ | 204.138.240.254
  • ঈঈঈঈঈক! এরা কোথা থেকে পাশ করেছে!!
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৭:৪৩ | 61.95.144.122
  • ঠিকই জানতুম - শিলিগুড়ি দাজ্জিলিং জেলায়, যদিও দাজ্জিলিং হল জেলা সদর।

    ঋকের ইস্কুলে জেলা আর বড় শহর লিখতে দিয়েছিলো - তো দাজ্জিলিং-এর পাশে দাজ্জিলিং আর শিলিগুড়ি লিখিয়েছিলুম। ক্লাসে মিস কেটে সেটাকে জলপাইগুড়িতে ঢুকিয়ে দিয়েছে। ই অবস্থা!!!
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৭:৪১ | 61.95.144.122
  • সহজ সল্যুশন হল ম্যাকটা বিদেয় করা। বাড়িতে ওসব অলুক্ষুণে জিনিস রাখেন কেন? আমায় দিয়ে দিন।
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৭:৪০ | 61.95.144.122
  • আরে না। দ্যাখেন ভুল করে ম্যাকপোকা ঢুকে গেছে। ১% উইন্ডোজ থাকলেও ঝক্কাস আসতো;-)

    এই যে আমি লিখছি - দুর্ভাগ্যক্রমে ম্যাকে - আমি বাংলায় থোড়ি লিখছি! আমি তো হিব্রুতে লিখছি, কিস্যু না দেখে।
  • dd | ০৯ জুলাই ২০১০ ১৭:৩৭ | 122.167.46.234
  • ম্যাগ হলে একটাও অক্ষর পড়া/ল্যাখা যেতো না। নট ওয়ান।

    ভীল ঘেটস বলে ৯৯% ঠিগ হচ্ছে।

    নিশ্চয়ই ম্যাকের ছোঁয়া লেগেছে। নইলে স্টাইলে আপেল এলো কোত্থেকে ? শুনি ?
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৭:৩২ | 61.95.144.122
  • যাঃ ডিডিদা কি সব বলছেন। উইন্ডোজে এসব প্রবলেম হয়ই না। কক্ষণো হয় না। হলে ওটা উইন্ডোজ নয়। ওটা ম্যাক বা লিনাক্ষ - উইন্ডোজের গেট-আপ নিয়েছে;-)
  • dd | ০৯ জুলাই ২০১০ ১৭:২০ | 122.167.46.234
  • ম্যাক না ম্যাক না।
    ওটাতে বাংলায় যত্তো হিজিবিজি আসে, অপ্রকিতিস্থ ভ্যাদামার্কা ষাঁড়ের গুছানো গোবরতম ইসে- ঐ হচ্ছে ম্যাক। ও আমি ছুঁই নে।
  • Abhyu | ০৯ জুলাই ২০১০ ১৭:১৫ | 80.221.18.28
  • ডিডি কী উইন্ডোজের ওয়ার্ড ইউজ করছেন না ম্যাকের?
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৭:০৪ | 61.95.144.122
  • ইয়ে - শিলিগুড়ি শহরটা দাজ্জিলিং জেলায় না?
  • til | ০৯ জুলাই ২০১০ ১৭:০৩ | 220.253.178.104
  • বিগ M কি আমায় বললেন?
    টই কই? নেই তো!
  • dd | ০৯ জুলাই ২০১০ ১৬:৫৫ | 122.167.46.234
  • তিনচাদ্দিন আগে word'এ যখন বাংলা paste কচ্ছিলাম তখন উবর বাগে একটা ছোট্টো খুপরি যায়গায় style & formatting তাতে আসছিলো notmal+banglaplain তখন সব ঠিক ঠাগ আসছিলো। তাপ্পর কথা নেই বাত্তা নেই, ওটা নিজের থেগেই পাল্টে গিয়ে হোলো apple+space না ঐ রকম কিছু। আর সেই সব পাতাতেই ওম্নি গন্ডগোল। আশ্চজ্জি কান্ডো।

    কিছুতেই তাকে বাগে আনা যাচ্ছে না।

    তো,একটা ছিমছম সলিউসন কারুর কাছে আছে? কইবেন ?
  • dd | ০৯ জুলাই ২০১০ ১৬:৫০ | 122.167.46.234
  • একটি জরুরী আবেদন।

    ক্ষি হয়েছে, ঈশেনের কলে বাংলা লিখে copy paste কত্তাম word'এ, তাপ্পর টপাটপ print কল্লেই ঝাঁ চগচগে পোবোন্ধো বেরিয়ে আসতো হড়হড়িয়ে।

    কিন্তু এদানী একটা নতুন পবলেম চলছে। ত্যামন কত্তে গেলে alignment ঠিক থাগছে না, একটা শব্দ অন্যের ঘাড়ে উঠচে, বা একটা আস্তো বাংলা কথার শেষ ভাগটা পরের লাইনে। ইংরাজীতে নয়, বাংলাটায়। অ্যামন কি টই তেও তেমনি দেখি। তো, সেটা সুদু আমার কম্পুতেই না সবাই অম্নি দ্যাখে তা ও জানি না।

    উদিকে বাংলালাইভে ডানদিকে ল্যাখা আসছে না, না হলে ওখানে লিখে ফেলতাম। ন্যাড়াবাবুর bongolipi.org ডাউনলোড কত্তে গিয়ে কিসুই হলো না।

    আর কোনো সহজ উপায় আছে ? মানে কোনো সাইটে গিয়ে হোথায় দনাদ্দন টাইপ (ফোনেটিক)করা যায়? বিনাপয়সায় সহজ গোলগাল ডাউনলোড?

    কেউ জানে?

    আমার এট্টু তাড়া আছে। (আরেকটু লিখচি)
  • M | ০৯ জুলাই ২০১০ ১৬:২৫ | 59.93.245.25
  • বিরিয়ানিতে কুকার দেওয়া যেতেই পারে, কিন্তু কুকারে বিরিয়ানি কখনই নয়, এই বলে দিলুম!
  • de | ০৯ জুলাই ২০১০ ১৬:২৪ | 203.197.30.2
  • যাই! মিটিন সেরে আসি।
  • de | ০৯ জুলাই ২০১০ ১৬:২৩ | 203.197.30.2
  • মানে? বিরিয়ানীর মধ্যে কুকার না কুকারের মধ্যে বিরিয়ানী?
  • M | ০৯ জুলাই ২০১০ ১৬:২০ | 59.93.245.25
  • ওহ! আমি একটা মেল পেয়েছি, তাতে সিঙ্গাপুরে পঞ্চান্নতলার উপরে ব্যাপক একটা বাথটাব,থুড়ি কি বলে...সুইমিংপুল করেছে, তার সব ফটোক রয়েছে।

    কিন্তু কেউ যদি সাঁতরে ধারে যায় আর ধুপুস করে পরে যায়! এই চিন্তায় আমি ঘুমুতে পাচ্ছিনা।
  • M | ০৯ জুলাই ২০১০ ১৬:১৬ | 59.93.245.25
  • টইতে, বড় করে , ডিটেইলসে............
  • til | ০৯ জুলাই ২০১০ ১৬:০৮ | 210.193.178.129
  • দাদুর নোবেল উপলক্ষে একটা "ঠে ওলে্‌দন ঊক ও টগোরে" বলে সারা পৃথিবীর নামী লোকের অভিনন্দন একত্র করে একটা লিমিটেড এডিশান বই ছাপা হয়েছিল। মোতে ১৫০০ কপি; আমার সামনে তার একটা।কে লেখেনি তাতে!

    পরে লিখে্‌বা, বাড়ী গিয়ে।
  • M | ০৯ জুলাই ২০১০ ১৬:০৪ | 59.93.245.25
  • ইকমিক কুকার ও হতে পারে, ঐজন্যই ঐ কুকার আর পাওয়া যাচ্ছে না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত