এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১৩:০১ | 61.95.144.122
  • অর্পণের জন্যে - http://openwetware.org/wiki/Word_vs._LaTeX

    সিরিয়াসলি জানতে চাইলে বলে দিলাম। কিন্তু বটমলাইন হল ওই প্রেফারেন্স আর এক্ষপিরিয়েন্স।
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১২:৪৬ | 61.95.144.122
  • টেব্‌ল, ইক্যুয়েশন আর ছবি - রাদার যে কোনো float-এর হ্যাপাতে তো গেলুমই না;-)
  • de | ১৬ জুলাই ২০১০ ১২:৪৫ | 59.163.30.3
  • একদম ঠিক! এখন লাটেক অনেক ইজি, বাটন টিপেই সব সারা যায়, ওয়ার্ডে টেবল আর বড়সড় ইকোয়েশান লেখার অনেক হ্যাপা --

    পিপি,
    আর কি! যার যা কপাল!
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১২:৪২ | 61.95.144.122
  • বাই দ্য ওয়ে - আগে থেকেই বলে দিই - ওয়ার্ড ২০০৮-এ "বিব্লিওগ্রাফি' ফীচার আছে, কিন্তু সবচেয়ে যে ফরম্যাটটা বেশি ব্যবহার হয়, মানে এই [1,2], সেটা নেই। ওখানে এভাবে দেবে -

    Grid computing[Foster, Kesselman, Tuecke, 2001] has made it possible for users to perform computationally expensive applications on dynamically acquired distributed resources. Users are allowed to combine data and analysis components distributed over the globe to build new complex applications.
  • til | ১৬ জুলাই ২০১০ ১২:৪০ | 220.253.178.104
  • দে দিদিমনি তাহলে সত্যিকারের দিদিমনি; সন্দেহ হতো কথাবার্তা শুনে। আজ ক্লিয়ার হলো।
    --
    ফুটবলের সুইপস্টেকে ১৫ টাকা জিতেছিলাম, তাই পাঁচ টাকা দিয়ে এক স্ল্যাব ফ্রুটকেক। ছুটিতে বাড়ী বসে, সেই কেকের এক টুকরো আর গুডরিখ চা। আহা - মধু!
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১২:৩৯ | 61.95.144.122
  • তবে শেষ কথা অবশ্যই প্রেফারেন্স আর অভিজ্ঞতা। আমি "ঠেকে শিখেই' লেটেকে গেছিলুম। নইলে হাজার তর্কেও এর মীমাংসা সম্ভব নয়।
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১২:৩৭ | 61.95.144.122
  • যে কোনো রেফারেন্স (আগের/পরের চ্যাপ্টার/সেকশন/ফিগার), চ্যাপ্টার নাম্বারিং - সবেতেই এই সুবিধাগুলো পাওয়া যায়। তুমি জাস্ট

    \section
    \subsection

    এভাবে লিখে যাও, নাম্বারিং করা তোমার কাজ নয়। এবং এগুলো সবই এখন ইউ-আই দিয়ে হয়। অনেককাল আগে (এবং এখনও কিছু nerd) emacs জাতীয় এডিটর দিয়ে করতো। আজ্জো যে বলে কম্পাইল করতে হয়, সেও একটা বাটন টিপেই হয়।
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১২:৩৩ | 61.95.144.122
  • আর এখন \cite{} হাতেও করতে হয় না। যেখানে দেবে সেখানে পয়েন্টার রেখে "ইনসার্ট সাইটেশন' ক্লিকালেই লেটেক ইউ-আই এটা করে দেয়।
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১২:৩০ | 61.95.144.122
  • এইত্তো বল্লাম - রেফারেন্স/সাইটেশন। করা যাবে না এমন নয়, কিন্তু প্রপারলি করতে গেলে হয় এন্ডনোট লাগবে, নয়তো বুকমার্ক/হাইপারলিঙ্ক - যেটায় প্রভূত খাটনি। উদাহরণ দিচ্ছিঃ

    Grid computing[1] has made it possible for users to perform computationally expensive applications on dynamically acquired distributed resources. Users are allowed to combine data and analysis components distributed over the globe to build new complex applications. This architectural concept is further enhanced by the introduction of on-demand dynamic service provisioning to create ad-hoc Virtual Organizations as done in DynaSOAr[2].

    [1] Ian Foster, Carl Kesselman, Steven Tuecke, ?The Anatomy of the Grid: Enabling Scalable Virtual Organizations?
    [2] Paul Watson, Chris Fowler, Charles Kubicek, Arijit Mukherjee, John Colquhoun, Mark Hewitt, Savas Parastatidis, -?Dynamically Deploying Web Services on a Grid using DynaSOAr?, IEEE International Symposium on Object and Component-Oriented Real-Time Distributed Computing, ISORC, 2006


    এইটা যদি ওয়ার্ডে করতে হয়, তাইলে হয় এন্ডনোটে এই রেফারেন্স দুটো ভরতে হবে, তারপর মেন লেখায় ইনসার্ট করা যায় - সহজ পদ্ধতি। নয়তো, শেষের রেফারেন্সদুটোকে বুকমার্ক করে মেন লেখায় "ইনসার্ট হাইপারলিংক' করতে হয়। এবার যেখানে ১৫০-২০০ রেফারেন্স থাকে সেখানে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি বুকমার্ক করা অনেক হ্যাপা। তাছাড়া, এখানে নাম্বারিং তুমি নিজে করছো। আগে পরে নতুন রেফারেন্স ঢুকলে নিজেকেই নাম্বারিং বদলাতে হবে।

    এটা লেটেকে অনেক সোজা। এন্ডনোটে যেমন রেফারেন্সগুলো ভরে দিতে হয়, তেমনই লেটেকে একটা .bib ফাইলে বা মেন লেখার শেষে নম্বর ছাড়া বাকিটা ভরে দিতে হয়, একটা কী-ওয়ার্ড দিয়ে। এবার মেন লেখায় শুধু \cite{} বলে কী-ওয়ার্ডটা দিতে হয়। এবার তুমি যত হাজার রেফারেন্স দাও না কেন, নতুন যোগ করো, পুরনো বিয়োগ করো, লেটেক নাম্বারিং থেকে শুরু করে ফরম্যাটিং - পুরোটা করে দেবে।

    এরকম অনেক আছে, কিন্তু সেগুলো স্ক্রীনশটে হবে না, করে দেখাতে পারলে হত।
  • pipi | ১৬ জুলাই ২০১০ ১২:২৮ | 92.225.74.227
  • পাখি*
    ছাত্র*
  • pipi | ১৬ জুলাই ২০১০ ১২:২৭ | 92.225.74.227
  • অজ্জিত, চাক্ষুস যদিও তুমি আমারে দেখ নি তবে ঐ দুজনের লিস্টিতে আমারেও ঢুকিয়ে দিও। আমিও ঐ হেঁ হেঁ ওয়ার্ডেই। তোমার মত আমারও হার্ডকপি পছন্দের কিন্তু তাতে কারেকশন করলে সেই দেখে দেখে ওয়ার্ডে কারেক্ট করা তো খুব চাপের প্লাস বস হার্ডকপি জিনিসটাই পছন্দ করত না। আমার বস সোজা বাংলায় যাকে বলে খচ্‌থিফ। সে কেবলমাত্র একবারই কারেকশন করবে। সেই ফার্স্ট অ্যাণ্ড লাস্ট কারেকশনের শেষে ড্রাফটটা যখন ফেরত পেলাম, লাল কালির কমেন্টগুলো পড়ে আমার চক্ষুস্থির। অসম্ভব সারক্যাস্টিক আর মিন। তো যেহেতু উনি আর ও জিনিস ছোঁবেন না কাজেই লাল কালির জল কমল কিনা সেটা বোঝা যায় নি।
    একটা বহুচর্চিত আর বহুকথিত কথা রিপিট করছি - পিএইচডি লাইফে গাইডই আসল। ভাল গাইড পেলে জীবণটাই বদলে যায়। তবে তেনারা ডোডো পিখির মত।

    দে-দি ছত্র পড়াও মানে কি পিএইচডি করাও? বাব্বাহ! তোমার বুকের পাটা আছে তো!
  • Arpan | ১৬ জুলাই ২০১০ ১২:১৫ | 216.52.215.232
  • জাস্ট সিরিয়াসলি জানতে চাই।

    কিছু স্ক্রিনপ্রিন্ট শেয়ার করা যাবে যেগুলো ওয়ার্ডে করা যাবে না?

    মানে, ন্যাড়াদা যেমন জানতে চেয়েছিল আমার অফিসের কাজ কেন ওপেন আপিস দিয়ে হবে না!
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১২:০৮ | 61.95.144.122
  • এন্ডনোট তো ফিরি নয়। ইউনিতে ছিলো অবশ্যি, অল্প কয়েকজন যারা ওয়ার্ডে লিখতো তারা ব্যাভার করতো। আমি আজ অবধি দুজন লোককে চাক্ষুষ দেখেছি যারা ওয়ার্ডে থিসিস লিখেছে। রিভিউএর সুবিধা অবশ্যই আছে ওয়ার্ডে, কিন্তু অসুবিধার সংখ্যা বেশি। আর এন্ড-প্রোডাক্টের প্রিন্ট কোয়ালিটিতে আকাশ-পাতাল তফাত।

    কিন্তু আমি এই তর্কে নেই, নেই, নেই।
  • de | ১৬ জুলাই ২০১০ ১২:০৭ | 59.163.30.3
  • অল্প-স্বল্প কারেকশান থাগলে ঐভাবে হয় -- আমার তো প্রায় অরিজিতের দিদির দশা, আমি প্রত্যেক চ্যাপটারের লাটেক ফাইলটাই নিয়ে নিই, আর তারপরে ঃ(((
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১২:০৫ | 61.95.144.122
  • আর তাছাড়া সিরিয়াস পড়াশোনা অনেকেই হার্ডকপিতে করতে পছন্দ করে। আমি তো এখনো তাই করি।

    ভাইভার আগে এগজামিনারদেরও কিন্তু সফ্‌টবাউন্ড হার্ডকপিই পাঠাতে হয়। এখানে কি করে জানি না অবশ্য।
  • pi | ১৬ জুলাই ২০১০ ১২:০৫ | 72.83.82.169
  • এন্ডনোট আছে কি কত্তে ?
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১২:০৪ | 61.95.144.122
  • ওয়ার্ডে আবার কেউ থিসিস ল্যাখে নাকি, ছ্যা;-) সিদিন ওই একটা থিসিস প্রোপোজালে রেফারেন্স দিতে গিয়ে পেন্টুলে প্রায়...

    যাক্‌গে, সে তর্ক থাক।
  • pi | ১৬ জুলাই ২০১০ ১২:০১ | 72.83.82.169
  • ক্যানো, ওয়ার্ডেই কারেক্ট করা যায় তো !
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১২:০০ | 61.95.144.122
  • ড্রাফ্‌ট প্রিন্ট আউটে - একটা একটা করে চ্যাপ্টার রিভিউ করতে দিতুম। নইলে কারেকশন করবে কি করে?

    ওখানে অনেকেই ওই মুন্ডু টেপা পেনসিলগুলো ব্যবহার করে। আম্মো করি। অনেক সুবিধা।
  • pi | ১৬ জুলাই ২০১০ ১১:৫৯ | 72.83.82.169
  • দেখেছো কাণ্ড ! আগেই জানতুম। আমাদের স্কোয়াডে দে দি কে মোল হিসেবে রিক্রুট করা হয়েছে !
  • pi | ১৬ জুলাই ২০১০ ১১:৫৮ | 72.83.82.169
  • পেন্সিল ? নাঃ, আমার থিসিসে পেন্সিলের একটা দাগ ও ছিলো না। এমনকি পেনের ও না। প্রিন্টারের কালির দাগ ছিলো অবিশ্যি।
  • de | ১৬ জুলাই ২০১০ ১১:৫৬ | 59.163.30.3
  • হ্যাঁ, আমারো অমনি অভিজ্ঞতা! এবার ভাবছি একটু কড়া হবো!
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১১:৫৪ | 61.95.144.122
  • আমার প্রথম প্রোপোজালে পল গুচ্ছের কাটাকুটি করেছিলো, প্রথম কয়েক মাস অনেক কারেকশন থাকতো - আস্তে আস্তে পেনসিলের দাগ কমতে শুরু করলো। দুশো পাতার থিসিসে হার্ডলি পনেরো-কুড়িটা পেনসিলের দাগ ছিলোঃ-)

    মুজতবার "দেশে বিদেশে'-তে "গুরু'-র উদাহরণ পশ্য।
  • de | ১৬ জুলাই ২০১০ ১১:৫২ | 59.163.30.3
  • আর প্রণাম করতে স্ট্রিক্টলি বারণ করা আছে -- এমনিতেও অবাঙালিদের মধ্যে কথায় কথায় ঢিপ-এর অতো চল নেই!
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১১:৫২ | 61.95.144.122
  • দেবেন না। এই প্র্যাকটিসটা শুধু এখানেই আছে। দিদির কাছেও শুনি - জনা তিনেকের থিসিস প্র্যাক্টিক্যালি লিখে দিয়েছে...

    এটা যদিও আমাকেও সেদিন করতে হল - দুজনের প্রোপোজাল প্রায় পুরোটাই লিখে দিলুম - কিন্তু ফার্স্ট অ্যাণ্ড লাস্ট। বলে দিয়েছি।
  • de | ১৬ জুলাই ২০১০ ১১:৪৯ | 59.163.30.3
  • আরে ঐসব মানামানি -- পড়ানো-টড়ানো ঠিকই আছে, ওসব অভিজ্ঞতা আমারো আছে, আমার ছাত্তররা শুধু ফাঁকিটা এট্টু বেশী মারে, জানে লেফট-ওভার জব সেরে দেওয়ার জন্য কেউ আছে -- আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ভাবনাটা একদম অন্যরকম ছিলো-- এটাই একটু চাপের।
  • pi | ১৬ জুলাই ২০১০ ১১:৪৯ | 72.83.82.169
  • পেন্নাম ঠোকা নিয়ে একটা সুতো ছিলোনা ?
  • Bratin | ১৬ জুলাই ২০১০ ১১:৪৮ | 125.18.17.16
  • হ্যাঁ এই প্রনাম নেবার ব্যাপারটা বেশ চাপের ; আমার ও হয়েছিল।
    পুজোর পরে ক্লাশ নিতে গেছি, সব্বাই মিলে বিজয়া র প্রনাম করল
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১১:৪৮ | 61.95.144.122
  • সিএসআই-এর কোর্সে অনেক বয়স্ক লোক ছিলেন - তাঁরাও স্যার বলতেন - আর বেজায় অপ্রস্তুত লাগতো। এখন আমি সবাইকে ক্যাটেগরিক্যালি বারণ করি - খানিকটা ইউকে-র ইনফ্লুয়েন্স হয়তো।
  • pi | ১৬ জুলাই ২০১০ ১১:৪৭ | 72.83.82.169
  • ক্যামেরার সাতটা মেমরি কার্ড আগেই প্রাশান্ত মহাসাগর উপকূলে জলাঞ্জলি দিয়ে এসেছিলুন, সেই শোক শুকাতে না শুকাতে সবেধন নীলমণি অষ্টম জন ও আজ নিরুদ্দেশ। আর কি, ডাউনলোড না করা,
    না খেয়ে না নেয়ে তোমা ফোটো টোটো রাও সব টা টা করে দিলো ঃ(
    এই গুচ্ছ শোকের মুহূর্তেও যদি ভাট করে যাই, তাইলে আমি পাষাণ ঃ(
    সকালটাও হয়নি যে, ব্রাশ চিবিয়ে মন শান্ত করবো ঃ(
  • Samik | ১৬ জুলাই ২০১০ ১১:৪৫ | 220.227.164.170
  • ভাবো! আমায় আজ পজ্জন্ত কেউ স্যার বল্লো না, অটোওলা ছাড়া। আমি তাদের কোনোদিং পড়াই নি।
  • byaang | ১৬ জুলাই ২০১০ ১১:৪৪ | 122.172.56.228
  • লামা ঃ-)))
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১১:৩৯ | 61.95.144.122
  • আরেকটা এমব্যারাসিং অভিজ্ঞতা - দিদিরা যেদিন ম্যাঞ্চেস্টার যায়, সেদিন প্লেনে তুলতে গেছি। হঠাৎ একটা বছর কুড়ি/একুশের মেয়ে - সেজেগুজে সিঁদুর টিঁদুর পরে - দুম করে প্রণাম করতে আসে (আমার বয়স তখন চব্বিশ, যদুপুরে মাস্টার্স করি, আর আরসিসি/সিএসআই-তে পড়াই) - দাঁড়াও, দাঁড়াও, কে কে - মুখ তুলে বলে ভালো আছেন স্যার...সিএসআই-তে যে ক্লাসটা নিতুম, সেই ক্লাসের এক মেয়ে, বে করে বরের সঙ্গে বিদেশ যাচ্ছে...
  • teentiri | ১৬ জুলাই ২০১০ ১১:৩৭ | 210.212.31.161
  • নাম উথ্যে দে গেলুম ! পরে হানা দোবো খোনে ;)
  • pi | ১৬ জুলাই ২০১০ ১১:৩৭ | 72.83.82.169
  • লামাদা , ঃ))
  • Arijit | ১৬ জুলাই ২০১০ ১১:৩৫ | 61.95.144.122
  • আমার ছাত্রগুলো কথা শুনতো/শোনে বেশ। এবং নোটপত্র নয় - যদুপুরে মাস্টার্স করার সময় প্রথম যেদিন পড়াতে গেলুম আরসিসি-তে, সি-এর ক্লাস - আগের টিচার ভেগে গেছিলো বলে তার রিপ্লেসমেন্ট হিসেবে - সেদিন array পড়াচ্ছিলুম - এক ঘন্টার পর ব্রেকের সময় কয়েকজন এসে বল্ল "আগের টপিকগুলোও এরকম ক্লিয়ার করে দিন' - সেদিন বেশ যাকে বলে কলার তুলতে ইচ্ছে হয়েছিলো;-)

    এই কদিন আগে গ্লোবসিনে নেটওয়ার্কিং পড়ালুম - তো ছাত্ররা সব আইটি গ্র্যাজুয়েট (কি করতে গ্লোবসিনে পয়সা খরচ করে ম্যানেজমেন্টের কোর্স করতে আসে ভগবান জানেন) - আর সিলেবাস তো সেই ফোর্থ ইয়ারে যা পড়েছে তাই। তো আমি বল্লুম আমি এই সিলেবাস শুধু সামারাইজ করবো, পড়াবো নতুন জিনিস - এরা খুব খুশি হয়েছিলো।
  • Lama | ১৬ জুলাই ২০১০ ১১:৩০ | 155.57.192.1
  • একবার মাস ছয়েকের মতো কলেজে মাস্টারি করার চেষ্টা করেছিলাম। ছেলেপুলে বলল, "স্যর, কষ্ট করে আপনাকে রোজ কলেজে আসতে হবে না, নোটপত্র দিয়ে দেবেন, আমরাই পড়ে নেবো।' আর একজন বলল, "বেশ ছোট ছোট কাগজে লিখবেন স্যর, আর ছোট হাতের লেখায়।'
  • de | ১৬ জুলাই ২০১০ ১১:১৩ | 59.163.30.3
  • আমি ইন্সটল কল্লাম এপিক ব্রাউজার -- সত্যি অনেকগুলো ফীচার আছে -- থ্যাংকু ইন্টেলি !
  • de | ১৬ জুলাই ২০১০ ১১:০৮ | 59.163.30.3
  • আরে ব্যাং! বল্লুম না আমার ছাত্তররা আমারে মোটেই মানে না, পাল্লে ওরাই আমায় জবাই করে ঃ(( -- আমি এইবার ঘন্টা দুয়েকের জন্য জলা অনশনে বসলাম -- আমারে বাদ্দেওয়ার জন্য!
  • Samik | ১৬ জুলাই ২০১০ ১১:০৩ | 121.242.177.19
  • আরিত্তারা! দেখে তো মনে হচ্ছে পোচুর ফিচার দিয়েছে। আপাতত ডাউনলোডাতে তো পারব, কিন্তু আপিসের ল্যাপিতে ইনস্টল করা যাবে না। রাতে বাড়ি গিয়ে নেড়েচেড়ে দেখব।
  • byaang | ১৬ জুলাই ২০১০ ১১:০১ | 122.172.56.228
  • দে কে নেওয়া যাবে না স্কোয়াডে। ব্যাটা নিজেই সোসক জাতির প্রতিনিধি, রোজ দু-তিনখান করে ছাত্তর জবাই করে।
    ইপ্পির মশককুলকে দায়িঙ্কÄ দেওয়া হল এই সোসক দে-কে শায়েস্তা করার। মশকরা যদি ফেল মারে, রক্তপিপাসু স্বেচ্ছাসেবকদের অক্ষৌহিনী তো রেডি আছেই।
  • de | ১৬ জুলাই ২০১০ ১০:৫৬ | 59.163.30.3
  • আম্মো নাম লিখিয়ে গেলাম স্কোয়াডে -- দুনিয়ার সোসিত --এক হও!
  • intellidiot | ১৬ জুলাই ২০১০ ১০:২০ | 122.160.238.74
  • উইন্ডোজওয়ালারা একটু দ্যাখেন দেখি এটা কেমং বানিয়েছে... http://www.epicbrowser.com/
    লিনাক্স কিম্বা ম্যাকের জন্য ব্যাটারা ইনস্টলার/প্যাকেজ বানায়নি। যত্তসব...
  • Lama | ১৬ জুলাই ২০১০ ০৯:৩২ | 155.57.192.1
  • বড়ই পিছিয়ে পড়েছি। সোসনবেসনপেস্ট্রিজাভালড়াকুপড়াকু সব ঘেঁটে ঘ
  • Shuchismita | ১৬ জুলাই ২০১০ ০৬:১১ | 71.201.25.54
  • ওতো শুকনো খোলায় ভাজা। ওটা দুধভাত। গরম তেলে না ভাজলে আর ভাজার কি মাহাত্ম্য রইলো। যারে কয় ভাজা ভাজা হওয়া।
  • Tim | ১৬ জুলাই ২০১০ ০৬:০৩ | 198.82.16.18
  • ভেজে গুঁড়ো করেনা?
  • Shuchismita | ১৬ জুলাই ২০১০ ০৫:৫৮ | 71.201.25.54
  • কেন খাবে না? জাভা মোকা খায় তো! স্টারবাকসেও রাখে। তবে ভেজে খায় না। গুঁড়িয়ে খায়।
  • Tim | ১৬ জুলাই ২০১০ ০৫:৫০ | 198.82.16.18
  • একজন কেক বিক্রেতা ছিলো, সে গান গেয়ে ব্যবসা করতো-- "" এমন পেস্ট্রি কোথাও খুঁজে...."" ইত্যাদি। ভারি দরদ দিয়ে গাইতো।
  • Tim | ১৬ জুলাই ২০১০ ০৫:৪৭ | 198.82.16.18
  • ভাজার উল্টো জাভা। তাই বলে কেউ জাভা খায়?
  • Shuchismita | ১৬ জুলাই ২০১০ ০৫:২৫ | 71.201.25.54
  • মেলানোর জিনিসের অভাব আছে নাকি! বেসন যখন এতই পছন্দ তখন তাই ন্যান। চাইলে এর সাথে প্যাশন মিলিয়ে একটা প্যাশনেট কবিতাও লিখে ফেলতে পারেন।

    আমি আছি, গিন্নি আছেন এবং আছেন সোসন
    ভয়টি পেলে, কড়ায় ফেলে
    ভাজব উইথ বেসন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত