এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ২২ জুলাই ২০১০ ১৩:২০ | 59.163.30.6
  • সবি তো বুইলাম, কিন্তু TPWS টা কি?
    ডিঃ আমি টিভিতে প্রোগ্রামটা দেখিনি!
  • dukhe | ২২ জুলাই ২০১০ ১৩:১৭ | 122.160.114.85
  • আহা - ডেরেকের না পারার কী আছে ? কুইজ মাস্টার । তবে বেচারি বোধহয় জানত না ওপেন নোট নট অ্যালাউড । আম্মো আগে জানতাম না, সেদিনই শিখলাম !
  • Bratin | ২২ জুলাই ২০১০ ১৩:০৮ | 125.18.17.16
  • কুম্ভ আউট। মুরুলী র আর একটা বাকি। ভারতের আর এক উইকেট বাকি
  • Samik | ২২ জুলাই ২০১০ ১২:৪৯ | 121.242.177.19
  • হ্যাঁ, ঐ রকমি রেট। একমাত্র রুই কাতলাটা এখানে জ্যান্ত পাবে।
  • Raj | ২২ জুলাই ২০১০ ১২:৩৮ | 202.79.203.43
  • শমীক শুনচো ? এই গুরুগেরামে গতকাল জ্যান্ত রুই -কাতলা ৯০ টাকা কিলোতে পেলুম ! আহা কত্ত দিন পরে মাছ .... জন্মজন্মান্তরেও ভুলিব না
  • quark | ২২ জুলাই ২০১০ ১২:৩৪ | 202.141.148.99
  • ওদিকে গল এ নকল বুঁদির গড় (অথবা এক নং এর মুকুট) বাঁচাতে লড়ে যাচ্ছে সেই একা কুম্ভ!
  • shrabani | ২২ জুলাই ২০১০ ১২:২৪ | 124.124.244.109
  • তবে কমিটির লোকেরা বাঙালী না হলে সুহেল সেঠের মত মাঝে সাঝে ফাউল করে ফেলতে পারে।
  • Raj | ২২ জুলাই ২০১০ ১২:১০ | 202.79.203.43
  • কোয়ার্ক জানেন না বুঝি ঃ-) ... ডেরেক ছাড়াও অনেক সত্তরহাজারি কমিটিওয়ালা আছেন ,আশ্বস্ত হওয়া গ্যালো তারা হয়তো গুচও পড়েন তাদের উদ্দেশ্যেই এই কোচ্চেন
  • quark | ২২ জুলাই ২০১০ ১২:০২ | 202.141.148.99
  • আজ্ঞে দুখে - যেটা যার কাজ। একজন গুরু কিম্বা চন্ডালের এটা বলতে না পারা আর ডেরেকের বলতে না পারা কী এক হ'ল? এটুকু তো হোমওয়ার্ক করেও পারা যায়।
  • dukhe | ২২ জুলাই ২০১০ ১১:৫৪ | 122.160.114.85
  • বাপ রে, ডেরেক বেচারি TPWS এর ফুল ফর্মটা কাগজ দেখে বলছে বলে অর্ণব যা ঝাড়ল । প্রশ্ন ১ - কাগজ (গুগল) না দেখে ফুল ফর্মটা বলুন । প্রশ্ন ২ - কথাটা কি TPWS ই ?
  • de | ২২ জুলাই ২০১০ ১১:৪৭ | 59.163.30.6
  • থাকে না কো মুখে বেরেক ঃ))

    আট্টু ধৈর্য্য ধরুন! এগারো বেশী দূরে নাই!
  • Samik | ২২ জুলাই ২০১০ ১১:৪৩ | 121.242.177.19
  • মগজে কারফিউ জারি হলে, কী বা ডেরেক, কী বা পেরেক।
  • quark | ২২ জুলাই ২০১০ ১১:৩২ | 202.141.148.99
  • তবু, কাকলিটা মানা গেল, এট টু ব্রুট - ডেরেক?
  • Raj | ২২ জুলাই ২০১০ ১১:২৪ | 202.79.203.43
  • আচ্ছা সিপিয়েম রাইটার্স থেকে হটলে বা তার পরে "গণরোষে " নিশ্চিহ্ন হলে এত লোকের এত খিস্তিকাম কার ওপর চরিতার্থ হবে ?

    মনে আছে সরডিহার পর তেনাদের ডিফেন্ড করে কত আকুতি-মিনতি ! আর এখন ....
  • shrabani | ২২ জুলাই ২০১০ ১১:২৩ | 124.124.244.109
  • তা কেন? এটা পার্টির স্ট্যান্ড আর ডেরেক পার্টির মুখপাত্র।
    টাইমস এ ডেরেক আর এনডিটিভি তে কাকলি, দুজনেই প্রচুর রেগেমেগে এত আলফাল চেঁচাচ্ছিল, তার রিয়্যাকশনে প্যানেলের অন্যান্য দলের ভেটেরান প্রায়শই এরকম ডিবেটে অংশগ্রহণকারীদের মৃদু মৃদু হাসি, দম দেওয়া পুতুলের মত নিজেদের বক্তব্য বলে যাওয়া, শোনার মত।
    এর আগে পার্থ চাটুজ্জ্যে এসেছিল জ্ঞানেশ্বরীর সময়, সেও একই ভাবে চেঁচিয়ে মেচিয়ে একাকার। দিদি যদি কেবল পঃবঙ্গ তেই খুশী থাকেন, যদি সর্বভারতীয় রাজনীতিতে ইন্টারেস্ট না থাকে কিছু বলার নেই নাহলে এইসব চ্যানেলে আসার আগে দলের স্পোকসপার্সন দের জয়ন্তী, মনীশ, মনু সিংভী এদের কাছে কোর্স করিয়ে নিলে পারে!
    ২০১১ র আগে করলে প্রণব বাবু হেভী ডিসকাউন্টে চাই কি ফ্রিতেও ব্যবস্থা করাতে পারেন।
  • quark | ২২ জুলাই ২০১০ ১১:০৯ | 202.141.148.99
  • সত্যি! ওয়াইজ মেন (উইমেন) থিঙ্ক অ্যালাইক ...
    কিন্তু ডেরেক ও অ্যাজ ওয়াইজ অ্যাজ মাম্মা?
  • shrabani | ২২ জুলাই ২০১০ ১১:০৭ | 124.124.244.109
  • নতুন কি! এটা তো সেদিন টাইমস নাও এর ডিবেটে ডেরেক ও বলল।
  • quark | ২২ জুলাই ২০১০ ১১:০১ | 202.141.148.99
  • আরো বলেছেন যে জ্ঞানেশ্বরী-কাণ্ড আর সাঁইথিয়া-কাণ্ড, দুটোই রাত ২ টোর সময় হয়েছে, একটা পুরভোটের দু-দিন আগে আরেকটা "শহীদ দিবস"এর দু-দিন আগে কেন হ'ল সেটা তদন্ত ক'রে দেখা দরকার।
  • quark | ২২ জুলাই ২০১০ ১০:৫৫ | 202.141.148.99
  • আর সরকারি কর্মীদের "অনুরোধ" করেছেন ২০১১ পর্যন্ত কোন ফাইলে সই না করতে।
  • Ishan | ২২ জুলাই ২০১০ ০৭:৫৬ | 122.161.164.174
  • অক্ষদা,

    করা যায়। একটু লেবার দিতে হবে। কবে দেওয়া যায়, দেখি।
  • a x | ২২ জুলাই ২০১০ ০০:০৭ | 143.111.22.23
  • আর কদ্দিন দেশে থাকবে? এত দেশে যাবার হয়েছেইটা বা কি?
  • Blank | ২১ জুলাই ২০১০ ২৩:৫৪ | 64.255.180.21
  • দুপুর দি তো দেশে
  • a x | ২১ জুলাই ২০১০ ২৩:৫১ | 143.111.22.23
  • কিন্তু দু? সে কই গেল? কি হল?
  • Samik | ২১ জুলাই ২০১০ ২৩:৩৯ | 122.162.75.99
  • আজ ইন্দুরাসের জন্মদিন ছেলো। ইন্দুরাস আর আসে না।
  • Samik | ২১ জুলাই ২০১০ ২৩:১৯ | 122.162.75.99
  • ন্যাড়াদা, করা তো যায়, এ রকম বেশ কিছু সাইট আছে যারা এইসব করে দেয়। কিন্তু পয়সার বিনিময়ে। তাচ্চেয়ে নিজেরটা নিজেই বানিয়ে কাউকে দিয়ে জমা করিয়ে দিলেই তো হয়, অনেক কম খচ্চায় হয়ে যায়। তোমাদের ড্রাইভার আছে না? তাকে দিয়ে জমা করিয়ে দাও, পঞ্চাশ টাকায় হয়ে যাবে।
  • Blank | ২১ জুলাই ২০১০ ২৩:১৮ | 64.255.180.21
  • মা তারা আজকে কয়েছেন যে সিপিয়েম সায়েন্টিফিক স্যাবোটাজ করে ট্রেন অ্যাকসিডেন্ট করাচ্ছে
  • a x | ২১ জুলাই ২০১০ ২১:০৩ | 143.111.22.23
  • ঈশান,

    বুলবুলভাজার বিভিন্ন বিভাগ - যেমন আলোচনা, টাটকা খবর, কূটকচালী, বুলবুলভাজা ইত্যাদি'র ওপরে যে "আপনার মতামত দিন", সেটাতে ক্লিক করলে ডিরেক্টলি ঐ বিভাগ স্পেসিফিক আলোচনার থ্রেডটাতেই নিয়ে যাবে এমন করা যায়না? কিম্বা ঐ থ্রেডগুলো "স্টিকি" করে দেওয়া যায়না?
  • nyara | ২১ জুলাই ২০১০ ২০:২৯ | 122.172.194.230
  • অনলাইন ট্যাক্স প্রিপেরেশন করার সাইট, যেমন http://taxspanner.com/, দিয়ে ট্যাক্স করা সম্বন্ধে জনতার কী মতামত?

    প্রশ্নটি আয়করের টইতেও আছে, সেখানে জবাব দিলেই ভাল। গ্রন্থিত হয়ে থাকবে।
  • a x | ২১ জুলাই ২০১০ ২০:১৯ | 143.111.22.23
  • বাইসিকেল বাইসাইকেল কোনোটেই বলেনা, বাইক বলে।
  • stoic | ২১ জুলাই ২০১০ ১৯:২৪ | 160.103.2.223
  • হেডিংলেতে অসি রা ৮৮ এ অল আউট। ক্ষি ক্ষান্ড !!
    চারখানা এলবি। কন্সপিরেসি ? ;-)
  • byaang | ২১ জুলাই ২০১০ ১৮:১৯ | 122.172.105.128
  • দে, আমাকে খুঁজছিলে ক্যানো ও ও ও ও?
  • Arpan | ২১ জুলাই ২০১০ ১৭:২৪ | 216.52.215.232
  • কমরেড, হেডিংলেতে চোখ রাখুন।
  • dukhe | ২১ জুলাই ২০১০ ১৭:১৫ | 122.160.114.85
  • বোঝো ! আমি অ্যাদ্দিন ভাবতাম পাই মানে ইপিস্ত কিংবা ৩.১৪... !
  • quark | ২১ জুলাই ২০১০ ১৭:১৪ | 202.141.148.99
  • ৬-৭ ওভার খেলে দিতে পারল না ...প্রলোভন!
  • Arpan | ২১ জুলাই ২০১০ ১৭:১৩ | 216.52.215.232
  • বুঝিলাম। ব্রিটিশ ইংলিশে যাহা পিখানা তাহা আমেরিকান পাঁয়তারায় হইয়া দাঁড়ায় ...
  • Samik | ২১ জুলাই ২০১০ ১৭:০৩ | 121.242.177.19
  • অ্যায়, এখানেই আসে আমেরিকান পাঁয়তারা। পাইথাগোরাস গ্রীসের লোক ছিলেন, গ্রীসের উচ্চারণে কি পিথাগোরাস বলে? ব্রিটিশরা যাকে বাইসাইক্‌ল বলে, আমেরিকানরা কি তাকে বাইসিক্‌ল বলে না?
  • stoic | ২১ জুলাই ২০১০ ১৭:০১ | 160.103.2.224
  • "যেমন লিভার, তেমন ফিবার, শুধু একটু কস্টিক।" ঃ)
  • Bratin | ২১ জুলাই ২০১০ ১৬:৫৭ | 125.18.17.16
  • "তোমরা কেহ লস্য লইও লা, লস্য লইলে 'ল' স্থালে 'ল' উসাচ্চল হইবে '"
  • de | ২১ জুলাই ২০১০ ১৬:৫২ | 203.197.30.2
  • উশ্চারণ অতি গোলমেলে বস্তু ঃ))
  • stoic | ২১ জুলাই ২০১০ ১৬:৪৯ | 160.103.2.224
  • ডেফিনিটলি পাইথন।
    পিথাগোরাস আমিও বলি। বৃটিশ উচ্চারণে দেখলাম পাইথাগোরাস ও বলে।
    গোলাপ কে যে নামেই ডাকুন ...... ইত্যাদি। ;-)
  • de | ২১ জুলাই ২০১০ ১৬:৪৮ | 203.197.30.2
  • যাক! আরো একজন কেউ পড়েছিলো ঃ))
  • Arya | ২১ জুলাই ২০১০ ১৬:৪৮ | 125.16.82.195
  • পুণেতেও 2 বেডরুম ফ্ল্যাট কোনো সোসাইটি তে নিলে ১০০০০-১২০০০।
    তবে সব্জী বাজার more or less কোলকাতার কাছাকাছি দাম।
  • Arpan | ২১ জুলাই ২০১০ ১৬:৪৭ | 216.52.215.232
  • ...বুদ্ধিজীবী।

    বি নয়, বী। ঃ)
  • Bratin | ২১ জুলাই ২০১০ ১৬:৪৫ | 125.18.17.16
  • পরজীবি,মৃতজীবি, মিথোজীবি
    ( give & take type )
  • Raj | ২১ জুলাই ২০১০ ১৬:৪৪ | 202.79.203.43
  • এবার একটু ডাকাতির উদাহরণ

    টু বেডরুম ফেলাট ১২০০০ থেকে শুরু
    বড় কমপ্লেক্সে হলে ১৮০০০
    কল ট্যাক্সি মিনিমাম ৩০০ টাকা
    আটো - প্রায় নেই , তবে উঠলেই ৮০
    পাবলিক ট্রান্সপোর্ট - বস্তুটা কি কেউ ঠিক জানে নাকো
    কারেন্টের অবস্থাটা অবশ্য বেশ ভাল দিনে প্রায় ১৬ ঘন্টা মতো থাকে, কমপ্লেক্সে পাওয়ার ব্যাকাপ নিলে পোতি ইউনিট ১৫ টাকা মাত্র

    ডিঃ সব্জি বাজারে এখনও যাওয়া হয় নি
  • de | ২১ জুলাই ২০১০ ১৬:৪৩ | 203.197.30.2
  • তাইলে পাইথন না পিথন ঃ))?

    পিথাগোরাসই তো বলি!
  • de | ২১ জুলাই ২০১০ ১৬:৪২ | 203.197.30.2
  • নাঃ কিছুটা মনে পড়ছে -- মিথোজীবী কোন একটা টাইপের পরজীবী ছিলো, ইংরাজী নয়! আমার ভুল! বায়োলজিতে বরাবরের পন্ডিত কিনা, তাই!
  • dukhe | ২১ জুলাই ২০১০ ১৬:৩৫ | 122.160.114.85
  • পিথাগোরাস না পাইথাগোরাস ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত