এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • til | ০৩ আগস্ট ২০১০ ১৭:০৮ | 220.253.188.158
  • এই সুরেশ কালমাডিটাই বা কে? কোথাকার লোক? এই ব্যাটার নাম তো গিনেস বুকে উঠে যাবে।
    ভালো ই হলো, সারা পিথিবীর লোক জানুক ইন্ডিয়া কি বস্তু! আহা, গেমসের সময় যদি কিছু একটা ভেঙ্গে পড়ে তাহলে তো চিত্তির। ব্যাটারা সারা দেশের টাকা দিল্লেতে ঢালছে, এবার হ্যাপা সামলাও। জয়রাম রমেশ যুগ যুগ জীয়ো।
    চায়নার সাথে তুলনা, আরে ছোঃ উ লোগ করকে দিখায়া!
  • Arpan | ০৩ আগস্ট ২০১০ ১৬:৫৫ | 216.52.215.232
  • সল্লেক এককালে হাইল্যান্ড ছেল। এখন সেইটাও ভোগে গেছে।
  • de | ০৩ আগস্ট ২০১০ ১৬:৫০ | 203.199.33.2
  • ব্যায়লা তো সেই কব্বে থেকেই ভেনিস, ছোটবেলায় রিক্সাকাকুর রিক্‌শায় চড়ে ব্যাগের থেকে স্কেল বার করে দাঁড় বাইতে বাইতে বর্ষাকালে স্কুলে যেতাম!
  • Samik | ০৩ আগস্ট ২০১০ ১৬:৩৯ | 121.242.177.19
  • এরা লংডং লংডং করে হেদিয়ে মলো, কলকাতা প্রতি বর্ষায় ভেনিস হয়ে যায়, সেটা কেউ দ্যাখে না।
  • Arpan | ০৩ আগস্ট ২০১০ ১৬:৩৩ | 216.52.215.232
  • দাঁড়ান, লংডন আসিতেছে। ওই ১১ তেই আবার। ;-)
  • kc | ০৩ আগস্ট ২০১০ ১৬:৩১ | 194.126.37.76
  • এই দিল্লি-মুম্বাই আর দান্তেওয়ারা-লালগড়ের ঠিক মাঝখানেই আছে কলকাতা (পড়ুন সিপিএম)। বেসিক্যালি ল্যালা। দুদলের কেউই খেলতে নেয়না। বরং চান্স পেলেই পালা করে কেলিয়ে যায়, সে সিয়া সাহায্য করুক বা নাই করুক।
    দেখলেন তো ল্যালাথিয়োরি এখানেও লাগিয়ে দিলাম। ঃ)
  • de | ০৩ আগস্ট ২০১০ ১৬:২৬ | 203.199.33.2
  • কলকাতা মরুদ্যান? কোন মরুভুমিতে -- পঃবঃ?

    দিল্লী, মুম্বই কোনটাই তো এই দেশটার বাইরে নয়! গোটা দেশ যখন করাপ্টেড পলিটিশিয়ানে ভর্তি -- তখন আলাদা করে স্বর্গের কনসেপ্টটাই ইউটোপিয়া!
  • quark | ০৩ আগস্ট ২০১০ ১৬:২২ | 202.141.148.99
  • আম্মো মাইরি অ্যাদ্দিন তাই জানতুম। দিল্লী, মুম্বাই সব স্বর্গ আর কলিকাতা মরুভূমি, সে যতই বুদ্ধ(উ)বাবু মরূদ্যান বলুন না কেন।
  • de | ০৩ আগস্ট ২০১০ ১৬:১৯ | 203.199.33.2
  • হ্যাঁ , ঐ গুলো আছে তো! তবে প্রোমোটারদের বড়ো বাড়াবাড়ি, আর প্রত্যেক-কটা কোন না কোন ছাতার তলায় আছে, হয় শিবসেনা নয় কংগ্রেস, খাওয়ার ব্যাপারে প্রত্যেকের খুব ভাব, সে ব্যাপারে দলাদলি নাই, আমরা-ওরা নাই!
  • Ishan | ০৩ আগস্ট ২০১০ ১৬:১৪ | 122.248.182.16
  • কিন্তু মুম্বাই তো শুনেছি ভালো জায়গা। ট্রেন টাইমে চলে। লোডশেডিং হয়না। মেয়েরা নিরাপদ। ইত্যাদি।
  • Arpan | ০৩ আগস্ট ২০১০ ১৬:১২ | 216.52.215.232
  • তালে কলকাতায় বিপ্লব কল্লেই হত।
  • de | ০৩ আগস্ট ২০১০ ১৬:০৬ | 203.199.33.2
  • দিন বদলায় -- শুধু মিসেস গান্ধীরা বদলায় না ঃ))

    ইদিকে মুম্বইতে সমুদ্র চুরি -- ক্রিকগুলোকে জঞ্জাল ফেলে ভরাট করে বেচে দিচ্ছে, কোথায় লাগে পঃবঃর পুকুর চুরি ঃ))
  • quark | ০৩ আগস্ট ২০১০ ১৬:০৬ | 202.141.148.99
  • কবে যেন আবাপতে পড়লুম লিখেছে, ১৯১১ তে দুই বাংলা জুড়ে যাওয়ার আনন্দে আমরা এমন নেচেছিলুম যে উদিকে রাজধানী কলকাতা থেকে দিল্লী চলে গেল, সেটা টের পাই নি।

    না হ'লে কী জানি কী হ'ত!
  • Ishan | ০৩ আগস্ট ২০১০ ১৫:৫৬ | 122.248.182.16
  • অশোক মিত্তির লিখেছিলেন। প্ল্যানিং কমিশনের মাথাকে একবার বলেছিলেন, কলকাতা থেকে দিল্লী গিয়ে মনে হয় গ্রাম থেকে শহরে এলাম। তাতে সে ভদ্রলোক খুব দুঃখ পেয়ে পশ্চিমবঙ্গকে অনেক টাকা বরাদ্দ করেছিলেন। মিসেস গান্ধী তাপ্পর সেটা কাটিয়ে দেন। সেটা অবশ্য অন্য মিসেস গান্ধী।
  • de | ০৩ আগস্ট ২০১০ ১৫:৪৪ | 203.199.33.2
  • সেই তো ঃ)), খিদের চোটেই মাথা গরম!

    আইয়ারও খেতে পায়নি বলে চেঁচালো?
  • quark | ০৩ আগস্ট ২০১০ ১৫:৩৯ | 202.141.148.99
  • কেউ যদি বেশি খায়, খাওয়ার হিসেব নাও
    কেননা অনেক লোক ভালো ক'রে খায় না

    সোনিয়ামাসির আর কী! খাওয়ার হিসেবে গড়বড় হ'লে লোকে চেঁচাবেই।
  • de | ০৩ আগস্ট ২০১০ ১৫:৩৬ | 203.199.33.2
  • কমনওয়েলথ হোস্টের পুকুর-চুরির কিছু তবু সামনে আসছে -- এশিয়াডের সময়ে নিশ্চয়ই এরকমই হয়েছিলো, অতো হাইলাইটেড হয়নি!

    ইদিকে আবার সোনিয়া মাসী সকলকে চুক্করতে বল্লো --

    শীলা দীক্ষিত যে শুনি দিল্লীর খোল-নলচে সব বদলে দিয়েছেন-- কত প্রশংসা -- সব গুল?
  • aishik | ০৩ আগস্ট ২০১০ ১৫:২৮ | 203.200.33.67
  • আর থাকবে টিভি সিরিয়ালে...... ঃ)
  • kc | ০৩ আগস্ট ২০১০ ১৫:১৭ | 194.126.37.76
  • না না তা কেন? পয়সাওয়ালারা থাকবেন বড় বড় শহরে। না পয়সাওয়ালারা দান্তেওয়ারা আর লালগড়ে, এক জায়গার লোক অন্য জায়গাতে গেলেই কেলিয়ে দেবে। একতা থাকবে জাতীয় সঙ্গীতে আর কারেন্সিতে।
  • quark | ০৩ আগস্ট ২০১০ ১৪:৫২ | 202.141.148.99
  • দিল্লী আজ যা ভাবছে, ভারত কাল তা ভাববে। জিনিসপত্রের দাম যেরকম বাড়ছে তাতে তো সারাদেশেই এর পরে শুধু পয়সাওয়ালারাই থাকবে।
  • Samik | ০৩ আগস্ট ২০১০ ১৪:৪৯ | 121.242.177.19
  • মানে, দিল্লি শুধুই পয়সাওলাদের শহর। গরীব মানুষদের এখানে প্রবেশাধিকার নেই।
  • quark | ০৩ আগস্ট ২০১০ ১৪:৪৬ | 202.141.148.99
  • ইয়ে, গ্লোবালাইজেশন! দামী খাবো, দামী পরবো, দামী চড়বো।
  • Samik | ০৩ আগস্ট ২০১০ ১৪:৩৩ | 121.242.177.19
  • কনট প্লেস, মানে রাজীব চক থেকে দিল্লি মেট্রোর যে হাইস্পিড এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন উদ্বোধন হতে চলেছে আর কদিন বাদে, কেউ কি জানো তার ভাড়া কত?

    ২৫০ টাকা পারহেড। কনট প্লেস থেকে এয়ারপোর্ট যেতে। বা আসতে। মানে দুজন গেলে ৫০০ টাকা। এর থেকে কম খরচায় ট্যাক্সিতে যাওয়া যায়।
  • Samik | ০৩ আগস্ট ২০১০ ১৪:১০ | 121.242.177.19
  • শীলা দীক্ষিতের মত খচ্চর আর করাপ্টেড মাল সারা দিল্লিতে আর নেই।
  • kc | ০৩ আগস্ট ২০১০ ১৪:০৯ | 194.126.37.76
  • ও হয়। বড় বড় কাজে ওসব লেগেই থাকে। মুর্শিদাবাদে এক হাসপাতালে দু মাসে ছেচল্লিশ লাখ টাকার ফিনাইল কিনেছে।
  • Bratin | ০৩ আগস্ট ২০১০ ১৪:০৬ | 122.248.182.16
  • সে কি ?? এত একেবারে ডাকাতি!!
  • Samik | ০৩ আগস্ট ২০১০ ১৪:০৩ | 121.242.177.19
  • ওদিকে কালমাডি। কমনওয়েলথের জন্য এসি ভাড়া করেছে, একটা দু টন এসির ভাড়া এক লাখ ন হাজার টাকা, একটা SUV গাড়ির ভাড়া ৫ লাখ ৭০ হাজার টাকা (ভাড়া, কেনা দাম নয় কিন্তু), একটা টিস্যু পেপার রোলের দাম ৪ হাজার টাকা, একটা ছাতার ভাড়া ১৫ হাজার টাকা। একটা চেয়ার ৬ হাজার টাকা।

    ভাড়াগুলো সব পনেরো দিনের জন্য।

    পয়সাটা আমার আপনার সবার পকেট থেকে যাচ্ছে। ট্যাক্সের পয়সা।
  • Samik | ০৩ আগস্ট ২০১০ ১৪:০০ | 121.242.177.19
  • তবে আর কি? কেবল মুশকিলটা কি, ভালো জায়গা হবার জন্যে এক বোতল জলের দাম আশি টাকা হয় বলে কখনও শুনি নি।

    ভালো জায়গা হবার জন্যে দিল্লির আম আদমি হ্যা-হ্যা করে হদ্দ হয়ে যাচ্ছিল না।
  • Arpan | ০৩ আগস্ট ২০১০ ১৩:৫৬ | 204.138.240.254
  • ভলভো যায় না?
  • Bratin | ০৩ আগস্ট ২০১০ ১৩:৫৫ | 122.248.182.16
  • দিল্লী র এই জলের সমস্যা কি সব জায়গাতে ই নাকি? পার্কিং চার্জ ও বেশ বেশী লাগছে!!
  • kc | ০৩ আগস্ট ২০১০ ১৩:৩৫ | 194.126.37.76
  • বাঃ। ভাল জিনিষ ব্যবহার কব্বা, দিল্লির হাওয়াতে গোলাপ ফুলের গন্ধ পাবা, ঝাঁ চকচকে রাস্তা.... এইসবের মাঝে থাগবা, পয়সা দেবানা?
  • Samik | ০৩ আগস্ট ২০১০ ১৩:২৩ | 121.242.177.19
  • জিমেলে আমার স্ট্যাটাস মেসেজটা দেখেছো? জানোয়ারটাকে শুয়োরের বাচ্চা কি এমনি এমনি লিখেছি? নোংরাতম খিস্তিটা মেরেও আমার রাগ কমছে না। আরো আছে। এক লিটার জল কিনতে হবে আশি টাকা দিয়ে। আধ ঘন্টার জন্য পার্কিং চার্জ ষাট টাকা, দু ঘন্টার জন্য একশো কুড়ি টাকা, ছ ঘন্টার জন্য আটশো টাকা। আর টার্মিনাল থ্রিয়ের দু কিলোমিটারের মধ্যে অটোরিক্সার ঢোকা বারণ। মানে যেতে হলে তোমাকে ট্যাক্সি নিয়েই যেতে হবে।
  • Ishan | ০৩ আগস্ট ২০১০ ১৩:২১ | 122.248.182.16
  • অনাকিককে পেলে সে ব্যাটাকেও বেঁধে জন্মদিনের শুভেচ্ছা জানাতাম।
  • Ishan | ০৩ আগস্ট ২০১০ ১৩:২০ | 122.248.182.16
  • এইও ইন্দো ব্যাটাকে পেইচি। ধরে হ্যাপি বাড্ডে জানিয়ে দি।
  • Ishan | ০৩ আগস্ট ২০১০ ১৩:১৯ | 122.248.182.16
  • নতুন কি? কলকেতায় ৬০ টাকা লাগত। এমনিতেই।
  • I | ০৩ আগস্ট ২০১০ ১৩:১৯ | 59.93.216.47
  • সকলেরে ধন্যযোগ। উইকেন্ডে শান্তিনিকেতন ঘুরে অ্যালাম। পেট ভরে বাউল গান শুনিচি।
  • Ishan | ০৩ আগস্ট ২০১০ ১৩:১৬ | 122.248.182.16
  • আচ্ছা, বুলবুলভাজা থেকে মতামতে সরাসরি লিং করে দেছি। ঐ লিংটির অভাবে যাঁরা টইতে মতামত দিতে পাচ্ছিলেন না তাঁরা এবার দিয়ে ফেলুন। ঃ)
  • Samik | ০৩ আগস্ট ২০১০ ১১:১০ | 121.242.177.19
  • মামীর অবত্তোমনে সবাই ক্যামন মামীর নামে কুচ্ছো রটচ্ছে।
  • pi | ০৩ আগস্ট ২০১০ ১০:৫২ | 72.83.82.169
  • কঠিন কোশ্চেন।
    কিন্তু কিসের লিং ! :o
  • Tim | ০৩ আগস্ট ২০১০ ১০:৩২ | 173.163.204.9
  • ভারি মনোরম একটা ট্রিপ সেরে ফিরলাম। প্রায় মরি যদি সেও ভালো টাইপ। এরই মাঝে মরুদ্যান আজ্জোদা-রিমিদিদের ওখান থেকে ঘুরে আসা। আজ্জোদা যত বাজে কথা লিখেছে। মারাত্মক খেলাম। সাম্পানের সাথে খেল্লাম। খেলার তুলনায় খাওয়া বেশি হওয়ায় অন্তত কয়েককেজি ওজন বেড়ে গ্যালো, প্রমাণস্বরূপ ইউনাইটেড এয়ারের ফ্লাইট রেকর্ডস দেখুন। সামনের সিটে ছিলাম বলে মাথা ভারি হয়ে প্লেন উড়তে পারছিলোনা। তখন এয়ার হোস্টেস চারজনকে তুলে নিয়ে গিয়ে পেছনের সিটে পাঠালেন।
    বাকি কথা কাল। মানে মেনু, বিস্তারিত বিবরণ ইত্যাদি। এখন এট্টু ঘুম্পাচ্ছে।
  • kc | ০৩ আগস্ট ২০১০ ১০:৩১ | 194.126.37.76
  • ইপ্পি কেমন আছ? তোমার ক্রেডিটও ফাঁস করা হবে, উইথ লিং। তার আগে তোমার আদেশ গুলো পালন করে নিই।
  • pi | ০৩ আগস্ট ২০১০ ১০:২৭ | 72.83.82.169
  • আমার ক্রেডিটটাকে কেমনি ধামাচাপা দিয়ে দিলো ! :o
  • kc | ০৩ আগস্ট ২০১০ ১০:২৪ | 194.126.37.76
  • অপ্পন নকুলদানা।
    আবার বলি এঁদের থেগে ...... ঃ-)
  • Arpan | ০৩ আগস্ট ২০১০ ১০:২১ | 216.52.215.232
  • উয়ো খ্যাংড়াবালি তো নাহি?
  • kc | ০৩ আগস্ট ২০১০ ১০:১৬ | 194.126.37.76
  • হ্যাঃ।
    আউর এক মহিলা হ্যায় যো খুদ কা গাড়ি অন্যের গাড়িতে নিজের ঘর কা সামনে ঢুঁসায়া থা। আপ নেহি। তিনি আভি কলকাত্তামে থাগেন। বাঙালী হ্যায়। বাঙালও বটে।
    পহেচান কৌন?
  • pi | ০৩ আগস্ট ২০১০ ১০:০৯ | 72.83.82.169
  • আর আমি ! আমি যে কোনো টিকিটের টিকি অব্দি দর্শন করিনি , তার বেলা!
  • a x | ০৩ আগস্ট ২০১০ ১০:০৮ | 99.74.167.50
  • ইয়ে কেয়া কহা? ম্যায় তো বাঙ্গালী মহিলা হুঁ - হুঁ না? অউর আম্রিগাবাসী ভি হুঁ? তো ইয়ে ঢাক গুড় গুড় কাহে করু?
  • kc | ০৩ আগস্ট ২০১০ ১০:০৬ | 194.126.37.76
  • ঠাকুরঘর আর কলা নিয়ে কি যেন একটা কথা ছিল না? ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত