পুন্নিমা কে? "পুন্নিমার রেতে" মানে কি "যে রাত পুন্নিমার দখলে"?
নিতান্ত অর্বাচীন, অপরাধ নেবেন না আর্য্য!
de | ১৬ আগস্ট ২০১০ ১৪:১৫ | 203.197.30.2
ঃ)))
dd | ১৬ আগস্ট ২০১০ ১৪:১০ | 124.247.203.12
ঐ ছবিটাতো বছর কুরি আগেকার। সাক্ষাতে তিনি প্রবীন,টেকো,ভুঁড়িদার ও নিতান্ত গম্ভীর প্রকৃতির। যখন ওনার লুরুতে নিবাস ছ্যালো,তখন আমরা যারা ছেলেমানুষরা - খুব একটা ওনাকে ঘাঁটাতাম না।
বিশেষতঃ পুন্নিমার রেতে।
M | ১৬ আগস্ট ২০১০ ১৩:৩৩ | 59.93.165.6
আচ্ছা যেটুকু লেখালিখি তে বৈজয়ন্ত-র লেখার পাশে যে রঙ্গনের ছবি আছে সেই কি আর? সেতো এক পুঁচকে ছেলে...
til | ১৬ আগস্ট ২০১০ ১২:২০ | 210.193.178.129
পিয়ন বাবু, উগাডি*
til | ১৬ আগস্ট ২০১০ ১২:১৯ | 210.193.178.129
ব্যাঙদি, পত্র প্রেরণ করিলাম। পাইবেন কিনা জানিনা, পিঅয়নবাবুর সহিত সৌহার্দ্য রাখিবেন- উআডিতে বকশিস ইত্যাদি। আমার কর্তব্যে ত্রুটি নাই, বাকী সব ঈশ্বরের মহিমা!
হ্যাঁ, এই গানখানা আপনেদের কাছেই শুনেছি-পামিতাদি আপলোড করেছেলেন।
nyara | ১৫ আগস্ট ২০১০ ২৩:১৩ | 122.172.162.33
লালনে তো খুবই সুরের ভেরিয়েশন আছে। 'খাঁচার ভিতর'-এর সঙ্গে 'সব লোকে কয়'-এর মিল নেই। 'বাড়ির কাছে আরশিনগর'-এর সঙ্গে 'চাঁদের গায়ে চাঁদ লেগেছে'র কোন মিল নেই। যদিও, 'চাঁদের গায়ে' লালনের রচনা কিনা এই নিয়ে একটা ডিবেট আছে।
তবে একটা গান শুনে খুব অবাক হয়েছি - সুদীপ্তর বক্তব্য এই গানের সুর নাকি আগে পাওয়া যায়নি, যদিও শক্তিনাথ ঝা-র বইতে কথা পাওয়া যায় - 'কে বানাইল এমন রঙমহলখানা'।
I | ১৫ আগস্ট ২০১০ ২০:৪২ | 59.93.244.159
আর কয়েকটা নতুন সুরের লালন শুনান দেখি! মানে সুরের ভ্যারাইটি আর কি।
I | ১৫ আগস্ট ২০১০ ২০:৩৭ | 59.93.244.159
তাইতো! এই কেসটা তো খ্যাল করি নাই!
nyara | ১৫ আগস্ট ২০১০ ২০:৩৪ | 122.172.162.33
রুচির জোশীর কেসটা খুঁজতে হবে।
আরেকটা কথা লালন নিয়ে। লালন অন্য গানের এলিমেন্ট সময়ে সময়ে নিয়েছেন। যেমন কীর্তনের সুরে 'জাত গেল জাত গেল বলে এ কী আজব কারখানা'।
kc | ১৫ আগস্ট ২০১০ ২০:২২ | 89.203.49.18
যাঃ। ন্যাড়াদা কয়ে দিসে আগেই।
kc | ১৫ আগস্ট ২০১০ ২০:২১ | 89.203.49.18
এটা লালনগীতিই। ১০০%।
I | ১৫ আগস্ট ২০১০ ২০:২০ | 59.93.244.159
হুঁ, দ্বিতীয়তঃটা জানি। সেইজন্যে আরো ধন্দে পড়ে গেছিলাম।
আর দু নম্বর পোশ্নের উত্তর?
nyara | ১৫ আগস্ট ২০১০ ২০:১৬ | 122.172.162.33
এক নম্বরের জবাব হিসেবে যতদূর জানি, এটা লালনের অথেনটিক সুর।
প্রথমতঃ আমার এক বন্ধু সুদীপ্ত চট্টোপাধ্যায় লালন স্কলার। প্রচুর ফিল্ড স্টাডি করেছে কুষ্ঠিয়ায় লালনের আখড়ায় গিয়ে। তার ফল, পারফর্মেন্স Man of the Heart। তার মুখে এই সুরই শুনেছি।
দ্বিতীয়তঃ ফরিদা পরভীন অন্যতম নামী লালন গানের গাইয়ে। এবং সাধারণতঃ ওনার সুর অথেনটিক।
I | ১৫ আগস্ট ২০১০ ১৯:৫৯ | 59.93.244.159
দুটো প্রশ্ন ছিলো ঃ ১। এই লিংটে দ্যাখেন
এবার বলেন, এটা কি অথেনটিক লালনগীতি? রামপ্রসাদী সুরে!
২। রুচির যোশী-র eleven miles ডকু কেউ দেখেছেন? নেটে আছে(আমি খুঁজে পেলাম না)? কিম্বা অন্য কোথা হতে দেখা যায়?
til | ১৫ আগস্ট ২০১০ ১৬:২০ | 220.253.188.158
আমরা? কারা?
kc | ১৫ আগস্ট ২০১০ ১৬:১৭ | 194.126.37.76
স্বাধীনতা দিবস, ফিল গুড ঃ আমরা ভাল আছি।               এবং ফিড গুল ঃ আমরা ভাল আছি।
i | ১৫ আগস্ট ২০১০ ১৪:১৬ | 210.84.43.107
r.huto | ১৫ আগস্ট ২০১০ ১২:২৪ | 117.194.228.207
সেম টু ইউ ঃ)
quark | ১৫ আগস্ট ২০১০ ১১:১৯ | 202.141.148.99
জয় হিন্দ!
Arpan | ১৫ আগস্ট ২০১০ ১০:৫২ | 122.252.231.14
রঞ্জনদা, মেল করে দিয়েছি। টিয়া।
ranjan roy | ১৫ আগস্ট ২০১০ ১০:২২ | 122.168.206.172
ব্যাং, রাজশেখর বসুর ওই মৎকুনি সংক্রান্ত পিস্টা আমাদের সময়েও ছিল, ক্লাসে পড়ানো হোত না। এর মানে তুমি খলি টেস্ট পেপার দেখে পরীক্ষার পড়া পড়তে।ঃ))))) আমার এক কোরবা বাসী বন্ধু পুত্র পুণের ওই ইনস্টিটিউট থেকে এডিটিং এর কোর্স সসম্মানে করে রায়পুরে অফিস খুলেছে। ও নোয়েলের ভক্ত।ওকে মাইলস্টোন ভাবে। আমাকে ওর ল্যাপটপ থেকে নোয়েল'স বাগ বলে একটি দশ মিনিটের সায়লেন্ট ফিল্ম দেখিয়েছিল। ইনসেপশনের পর বলছে--- জেঠু, এবার তো বুঝলে নোয়েল আমাদের নতুন জেনারেশনের ফিল্ম মেকারদের কাছে কেন কাল্ট ফিগার!
Arpan | ১৫ আগস্ট ২০১০ ১০:০৭ | 112.133.206.21
মেল করছি। খুব সামান্য ব্যপার।
ranjan roy | ১৫ আগস্ট ২০১০ ০৯:৫৫ | 122.168.206.172
অপ্পন, রঞ্জনদার কাছে আছে। ranjanr52@gmail.com আর serpent_roy@yahoo.com। কি ব্যাপার?
bb | ১৫ আগস্ট ২০১০ ০৯:১০ | 117.195.168.245
*মারা
bb | ১৫ আগস্ট ২০১০ ০৯:০৯ | 117.195.168.245
হুতোকে ডিটো। এই সব লোকেদের কথা, তাদের জীবন যা আমাদের চারপাশে নিত্যপ্রবাহমান, অথচ আমরা কত উদাসীন তাদের সম্বন্ধে। কিছুদিন আগে মাত্র দুইদিনের জ্বরে আমার ড্রাইভারের মা মাঁরা গেলেন। আমি শুনে খুবই দুঃখিত হয়ে তার সঙ্গে দেখা করতে গেলাম। অথচ দেখলাম যে ভদ্রমহিলা যে একপ্রকার বিনা চিকিৎসায় মারা গেলেন, সেটা নিয়ে ওদের কোন আক্ষেপ নেই, কারণ গরীবের কাছে এটাই স্বাভাবিক। আমাদের দেশে পয়সা না থাকলে মানুষ মানুষ হিসাবে গণিত হয় না। অথচ আমার দৈনন্দিন জীবনে এই ড্রাইভার ছেলেটির মুল্য অপরীসিম, কিন্তু যেহেতু পয়সা দিলেই আরও ড্রাইভার পাওয়া যায়,তাই মায়ের মৃত্যুর তিনদিনের পর থেকে সে কাজে যোগদান করে, এবং এটাই তার কাছে স্বাভাবিক।
rabaahuta | ১৫ আগস্ট ২০১০ ০০:৪৪ | 117.194.234.226
পিপলী লাইভ দেখলাম কাল। আরো দেখলাম সহদর্শকদের প্রতিক্রিয়া। তুমুল উল্লাস, সিটি, হুহা- হাসি পায় সত্যি, চাষাভুষো লোক মহাজনের বদলে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার আস্পর্ধা দেখিয়ে তারপর ব্যাতিব্যস্ত হলে, সেলুলয়েডের, 'আমাদের চাষিভাই' যখন লাথি খায় পুলিশের ও লোকাল নেতার, জমি নিলাম হওয়া 'চাষি ভাই' মাটি কেটেই চলে, কেটেই চলে, ডিএনডি ফ্লাইওয়ে পেরিয়ে যখন চলে যায় দিল্লী শহরে মজদুরী করতে। পরবর্তী প্রজন্ম বড় হচ্ছে উল্লসিত হাস্যমুখর ভারতে, শাইনিং। আমি গোমড়া বলে লোকে হাসবে না তা তো হয়না।
আপনে এগিয়ে যান, আমার তো তাড়া নেই কোন। রোদে জলে শরীরটা ভালো থাকে বেশ, তাই ঘুরি এলোমেলো গড়িয়া, সিঁথির মোড় ডানলপ ব্রিজে এমনিও, আমার বিশেষ তাড়া নেই। অটোর লম্বা লাইন পাসবুকে নতুন হিসাব, ডাকঘরে স্ট্যাম্প কেনাকাটা আপনি এগিয়ে যান, হবে খন, আমার বিশেষ নেই তাড়া। আমি ঘুরি এলোমেলো, আমি বসি দিনমান ঘরে সন্ধ্যায় প্ল্যাটফর্ম, চাখানায়, বাংলুর ঠেকে, সন্ধ্যায় বসে থাকি ঘরে। হবে খন, এমন কি আছে তাড়াহুড়ো? হুড়যুদ্ধ, খিটিমিটি আপনার বড় তাড়াহুড়ো, আপনি এগোন দাদা আমার তো কীটবৃত্তি উঞ্ছজীবন, আমি তো ফাঁকাই আছি বেশ। জ্ঞানতৃষ্ণা আমার বড়ো কম, রসবোধে আমার অভাব এই হেন উলসিত ধামে, এ আমার ফ্যাকাসে স্বভাব।
লেখা তো হল না কিছু, পরতে পরতে ইতিহাস লেখা তো হলনা কিছু রমনীর রূপটান শিউলির ছোপানো শিশুদের অবোধ দেয়ালা, সোঁদা গন্ধ স্বপ্ন, দিন রাত লেখা তো হলনা কিছু নিটোল পৃথিবী ভাঁজহীন হবে খন, আপনি এগিয়ে যান, আমার তো নেই তত তাড়া...
আমি ডাকযোগে একপিস পেয়েছি। কিমাশ্চর্যম। আমি ছাড়া দেশে ডাকযোগে আর কেউ পেয়েছে বলে মনে হয়না।
Shuchismita | ১৪ আগস্ট ২০১০ ২১:৩২ | 71.201.25.54
পিপি, কোথায় দেখলে লিং দাও।
Arpan | ১৪ আগস্ট ২০১০ ২১:২৬ | 112.133.206.21
আমিও পাইনি। আরো চাপের ব্যপার হল আমার নতুন অ্যাড্রেস এখনো গুরুর ডেটাবেসে আপডেটিত হয়নি। আমারই ল্যাদের কারণে। আপাতত হপ্তায় একদিন করে গিয়ে জেনে আসছি এসেছে কিনা।
M | ১৪ আগস্ট ২০১০ ২১:০৪ | 59.93.211.21
আচ্ছা কা গু ছয় সাত আমি পাই নাই এখনো,একমাত্র পাঁচ ই ডাক যোগে এসেছিলো। আমার জন্য একটা অন্ততঃ বইমেলা বা কলকেতার কোনো মেলার স্টকে রেখে দিও,কারন মনে হচ্ছে ডাকে পাওয়াটা চাপ হচ্ছে।
pipi | ১৪ আগস্ট ২০১০ ১৬:৫৬ | 92.225.144.66
এই দেখে উঠলাম। পিপলি লাইভ! পিপলি লাইভ! উফ্হ্হ! অনুষা রিজভিকে হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে সেলাম!
til | ১৪ আগস্ট ২০১০ ১৫:৫১ | 220.253.188.158
এখানেও টিভি কমেন্টেটর পিপলি লাইভের প্রশংশায় পঞ্চমুখ। সিনেমা দেখার অভ্যেসই চলে গেছে, রাবনের টিকিট এখনও অ্যাটাচিতে। দেখি পিপলির কি হাল হয়!
byaang | ১৪ আগস্ট ২০১০ ১৩:৫৭ | 122.172.106.97
* পুরনো
byaang | ১৪ আগস্ট ২০১০ ১৩:২৫ | 122.172.106.97
আর আমার নাম নিয়ে খিল্লি করা মোটেই পছন্দ করি না। তবে মিত্তিরবাবুকে নিয়ে খিল্লি করাটা খুব পছন্দের কাজ। মিত্তিরবাবুর যখন সবে গোঁফ গজিয়েছে, তিনি প্রায়ই একটি সাইকেল চড়ে জনৈক কন্যের পাড়ায় চক্কর লাগাতেন। তো এসব ক্ষেত্রে সাধারণত কন্যের পাড়ার যুবকরা সাইকেলের মালিকদের বিশেষ পছন্দ করেন না। মিত্তিরবাবুর ক্ষেত্রে ঘটনাটা একটু অন্যরকম ঘটল। আপত্তি এবং বিক্ষোভে ফেটে পড়ল সেপাড়ার নেড়ি কুকুররা। তাদের বিক্ষোভ প্রদর্শনের পর মিত্তিরবাবু কিছুকাল শয্যাগ্রহণ করেছিলেন। মিত্তিরবাবুর সেই পুরানা (ছেঁড়া) জিন্সের প্যান্ট আজও মিত্তিরবাবুর মা রেখে দিয়েছেন কিনা জানি না। কারণ সেটিই ছিল সেই বীভৎস বিক্ষোভ দেখানোর ঘটনার একমাত্র প্রমাণ। জনৈক কন্যেটির কি হল সে কথা মিত্তিরবাবু আর কোনোদিনই প্রকাশ করেন নি। তবে উনি বোধহয় আর সাইকেলেও চড়েন নি।
byaang | ১৪ আগস্ট ২০১০ ১২:৫৯ | 122.172.56.28
হ্যাঁ রে পিপি, পিপলি লাইভটা তো দেখতেই হবে। কিন্তু এই উইকেন্ডে হবে না। ঃ-( কিন্তু কিছুক্ষণ আগেই দেখলাম কোন একটা খবরের কাগজে - পিপলি লাইভের নামে কারা যেন মামলা ঠুকে দিয়েছে। এবারে হয়তো কেটে-ছেঁটে দেবে সিনেমাটা বিচ্ছিরি করে। পোড়ারমুখোগুলোর খেয়েদেয়ে কাজ নেই তো! ঃ-( আর তুইও তো ইনসেপ্শনটা বুঝেছিলিস, আমাকে কি সুন্দর সহজ করে বুঝিয়ে দিলি, আমিই শুধু বুঝলাম না। ঃ-(
pipi | ১৪ আগস্ট ২০১০ ১২:৪৪ | 92.225.144.66
সত্যি ব্যাংদি, সব্বাই বুদ্ধি দিগগজ, খালি আমি আর তুমি বাদে। এস, এই আনন্দে আমরা পিপলি লাইভ দেখি। অ্যাটলিস্ট ওটা দেখে যে মগজের বেঁচে বত্তে থাকা চামচে খানেক ঘিলুটুকু চটকে যাবে না সেই গ্র্যান্টিটুকু আছে। নীল নীল দুঃখু গুলো অবশ্য জমাট বেঁধে কুলপি হয়ে যেতে পারে তবে দিমাগে ভুভুজেলা আক্রমণের থেকে ভাল।
Arpan | ১৪ আগস্ট ২০১০ ১২:২০ | 122.252.231.14
কী আশ্চর্য! পোস্ট কত্তে গিয়ে আমারো তাই মনে হয়েছিল। ঃ-)
kc | ১৪ আগস্ট ২০১০ ১১:৫৪ | 89.203.49.18
অপ্পন, লেখকের পদবীটা মিত্তির হলে একদম হুল্লাট জমে যেত।
Tim | ১৪ আগস্ট ২০১০ ১১:৩৮ | 173.163.204.9
না না বুদ্ধির ব্যাপারই না। তোমরা বড়ো সরল, মনে ঘোরপ্যাঁচ নাই। আমাদের জটিলকুটিল মন বলে পেঁচিয়ে ভাবি। ;-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন