sobuj dweeper raja | ২৩ আগস্ট ২০১০ ১১:৪০ | 203.196.143.162
রাজা হবার শখ সব্বার থাকে, কিন্তু সবাই কি রাজা হতে পারে? বিএসএনএলের ব্রডব্যান্ড নিলেই যদি রাজার রাজত্ব জেতা যেত, তা হলে তো ইতিহাসের পৃষ্ঠা অনেক বেড়ে যেত।
আমিই আদি ও অকৃত্রিম সবুজ দ্বীপের রাজা। রাজার ছদ্মবেশ নিয়ে চাতুরি করলে শাস্তি কী হয় জানো তো, কলকাতার নকল রাজা? ... তিনদিনের জেল আর সাতদিনের ফাঁসি।
lcm | ২৩ আগস্ট ২০১০ ১০:০৩ | 69.236.164.157
ইউএস-এ কেনা (at&t carrier) আই ফোন, আনলক না করলে অন্য কোনো ক্যারিয়ারে চলবে না। এটা অবশ্য বেশীর ভাগ ফোন, যেগুলো ওয়্যারলেস প্রোভাইডাররা দেয় (২ বছরের কনট্র্যাক্টে, কম দামে) , প্রায় সবেতেই প্রযোজ্য।
lcm | ২৩ আগস্ট ২০১০ ০৯:৫৯ | 69.236.164.157
আনলক করে সিম লক সরালেই চলবে। সেটা ইউএস-তেই ক্যরিয়ার চেঞ্জ করলেও করতে হবে। সফট্ওয়্যার আনলক ফ্রিতে করা যায়, নেট ঘাঁটলেই বেরোবে। আইফোন কোয়াড ব্যান্ড (৮৫০, ৯০০, ১৮০০, ১৯০০) - ভারতে চলা উচিত। তবে কিছু ফোন ফিচার যেগুলো ক্যারিয়ার ডিপেন্ডেন্ট (ভিসুয়াল ভয়েস মেল...) হয়ত কাজ করবে না। তবে লিগ্যালি ইউএস-এ তে কিনে থাকলে, মানে অ্যাপেল বা এটিএন্ডটি থেকে কিনলে, আনলক করতে হবে। জেলব্রেক আরো একধাপ ওপরে, অন্য কাস্টম সফ্টওয়্যার চালানো যাবে, আনলক তো হবেই। তবে শুধু অন্য ক্যারিয়ারের সিম ব্যবহার করবার জন্য জেলব্রেক না করে শুধু আনলক করলেই চলবে।
sinfaut | ২৩ আগস্ট ২০১০ ০৯:১২ | 117.194.196.155
মানে এমনিতে যায় না ?
lcm | ২৩ আগস্ট ২০১০ ০৮:৪৩ | 69.236.164.157
জেলব্রেক করলে যায়।
sinfaut | ২৩ আগস্ট ২০১০ ০৮:৩০ | 117.194.193.207
একজন জিগাতে বললো, ম্যারিকায় কেনা আইফোন ভারতে ব্যবহার করা যায় কিনা। যায়?
byaang | ২৩ আগস্ট ২০১০ ০৮:০৫ | 122.172.59.115
নাকি অন্য কোনো স্কুলে পড়চ্ছিল, এখন আর মনে নেই, ঘেঁটে ফেলেছি। ওকে ছোটোবেলায় নাম জিজ্ঞেস করলে বলতো, সপ্তর্ষি মণ্ডল হাজরা। আজ কেসির লিংক দেখে অনেক পুরনো কথা মনে পড়ে গেল। থ্যাংকিউ।
byaang | ২৩ আগস্ট ২০১০ ০৭:৩২ | 122.172.59.115
এই সপ্তর্ষি হল আমার এক তুতো মামা। ছোটোবেলায় আমার উপর খুব মামাগিরি দেখাতো। শেষ যখন দেখা হয়েছিল বিডি স্কুলে পড়াচ্ছিল। এখন অবশ্য যোগাযোগ নেই অনেকদিন।
pi | ২২ আগস্ট ২০১০ ২৩:৪২ | 72.83.80.105
গানের ওপারে ? উরি বাবারে ! ঃ( এটা ঋতুপর্ণ ঘোষের সিরিয়াল ?
Arpan | ২২ আগস্ট ২০১০ ২১:১০ | 122.252.231.14
কেসি, মেনি থ্যাংকস। সপ্তর্ষিকে দেখে প্রথম চিনতে পারিনি। লাস্ট মুখোমুখি দেখা হয়েছিল বোধহয় ৯৬ না ৯৭তে আশীর্বাদ ক্যান্টিনে।
ছোটবেলার ভালো লাগা স্বপ্নগুলিকে ছুটি দিয়ে মধ্যমেধার জিনিসপত্তর নিয়ে বেশ দিন গুজরান করছি। আমরা মোটামুটি সবাই ঃ-) ভালো লাগল ও সেই পথে পা বাড়ায়নি।
Shuchismita | ২২ আগস্ট ২০১০ ২০:৫৯ | 71.201.25.54
ইহার জন্য ইপিস্তা দায়ী। সেই আমায় পরামশ্য দিলে কিছু একটা লিখে টই-তে প্রাণসঞ্চার করার। আর দায়ী মামুর কল। আমি সিস্টেমের শিকার, এমনকি শহীদও বলা যেতে পারে ... আমারে গাল পাড়বেন না ঃ(
Arpan | ২২ আগস্ট ২০১০ ২০:৪৯ | 112.133.206.21
কাল এই ফ্লাইওভারটায় চড়লাম। একবার যাবার সময়। একবার ফেরার সময়। দশ কিমি পথ যেতে সময় নিলাম ছয় না সাত মিনিট। ঃ o
কেন? "সতঢ়বতষ"-ই বা খারপ কি? একটা সত্যমেব জয়তে ভাব আছে নামটার মধ্যে।
Arpan | ২২ আগস্ট ২০১০ ১৯:৫৯ | 122.252.231.14
অরিজিত, অভিনন্দন। ছ' গোল! তাও ভিলার মত টিমকে!!
Shuchismita | ২২ আগস্ট ২০১০ ১৯:৫৬ | 71.201.25.54
কমার প্রতি পক্ষপাত! মামুর কল নিপাত যাক!!
কিন্তু এই টইটাতে কি আর কখনও লেখাই যাবে না? আমি ভাবলাম একটু লিখবো! ঃ((
kc | ২২ আগস্ট ২০১০ ১৯:৫৬ | 89.203.49.18
হেব্বি লাগছে দেখতে কিন্তু, একটা নাম খুব পছন্দ হল, অক্ষঁত। ঃ))
Arpan | ২২ আগস্ট ২০১০ ১৯:৪৭ | 122.252.231.14
টইয়ের মাঝে কমা, নাই কোন তার ক্ষমা। ঃ-)
Shuchismita | ২২ আগস্ট ২০১০ ১৯:২৫ | 71.201.25.54
আমার কোন অপরাধে টই-এর পাতা এমন জড়ভরত হয়ে গেল? ঃ((
P | ২২ আগস্ট ২০১০ ১৬:০৯ | 217.162.211.123
রাজসভায় একখান আনকোরা গুপী রাখেন না ক্যান? সেকেন অপ্শন, শমীকের তবলা। ঘুম চুরচুর করে ফ্র্যাকচার করে যাবে।
sobuj dweeper raja | ২২ আগস্ট ২০১০ ১৪:৫১ | 117.194.200.247
কেন চালাবো না ? সকালে উঠতে এক্টু দেরি হয়ে গেসলো। বয়স হচ্ছে।
Samik | ২২ আগস্ট ২০১০ ০৯:২৯ | 122.162.75.35
রাজামশাই কি উইকেন্ডে রাজকার্য চালান না??
Samik | ২২ আগস্ট ২০১০ ০৯:২৮ | 122.162.75.35
বড় দেরিতে বোঝেন কমরেড !!
aka | ২২ আগস্ট ২০১০ ০৪:৩৫ | 168.26.215.13
বুয়েছি বুয়েছি।
aka | ২২ আগস্ট ২০১০ ০৪:৩৫ | 168.26.215.13
বেউতী কনটেস্টটা কি?
Samik | ২২ আগস্ট ২০১০ ০০:০১ | 122.162.75.158
আইয়াইয়ো !!!
Vat Choron | ২১ আগস্ট ২০১০ ২৩:৩৩ | 59.93.246.55
আজ আমি শুরু করলাম তোমাদের সাথে ভাটানো আমি জানি না আদৌ আমি কত টা ভাটাতে পারি তবে মনে হয় ভালই পারি মানে আম জনতা তো তাই বলে ..বলে ব্হ্তানোতে নাকি আমার জুরি মেলা ভার | আমার সাথে ফোন এ কথা বলতে শুরু করলে নাকি টপিক ছাড়াই গল্প হযে যায়...আচ্ছা ভাটানো আসলে কাকে বলে? ভাট বস্তুটাই বা কি??? সবাই বলে ভাট মারছে,ভাট মরিস না, বেশি বাতাস না, ইত্যাদি ইত্যাদি... কিন্তু এই ভাট বসুতা দেখতে কেমন, খেতে কেমন, পড়তে কেমন , শুনতে কেমন, আদৌ এটা কোনো বস্তু নাকি অন্য কিছু সেটাই আমি ঠিক বুঝতে পারছি না............. আচ্ছা ভাট মানে কি মিথ্যা কথা??? তাই কি?? না মনে হয় অনেক সময় তো আমি দেখেছি যে লোকে সত্যি কথা দিয়েও ভাট মারে যেমন তুমি আমর কথায় ধরে নাও.. আমাকে আমর বন্ধুরা বলে ভাট মারার কোনো chance নাকি আমি ছাড়ি না মানে কি হলো আমি সুযোগের সদ্বাবহার করি আর কি যখন ভাটানোর সুযোগ পাই.. শুধু একবার গন্ধ পেলেই হলো ঝাপিয়ে পরি সেখানে...... এখানের যত পাবলিক আছে মানে যারা এখানকার জনতা তারাই আশা করি বলতে পারবেন আসলে ভাট জিনিস টা কি... আজকাল দেখা যায় প্রায়ই লোকজন ভাট মারে তবে আমার মতে ভাট মারা তে এক নম্বরে থাকবে আমাদের দেশের রাজনৈতিক নেতারা... তাদের ওপর ভাটানোর ক্ষমতা আর কারো নেই আমি ভাবছিলাম যদি একটা পুরস্কার দেওয়া যেত তাহলে কি নাম হত তার আচ্ছা একটা যেমন বেউতী কনটেস্ট হয় তেমন একটা ভাট কনটেস্ট হলে কেমন হয়??? বিশ্ব ভাট কুমারী ২০১০ বিশ্ব ভাট কুমার ২০১০ ভাল না ইদিয়া টা ?? আর একটা যদি সংস্থা থাকত "অল ইন্ডিয়া ভাট association" বা একটা AGM হত "সর্বভারতীয় ভাট সম্মেলন" যেখানে সারা দেশের সব ভাটার রা জড়ো হত বক্তৃতা দিত নিজেদের দাবি নিয়ে সুযোগ সুবিধা নিয়ে কথা বলত যেমন ধরা যাক ১. ট্রেন এ বাসে আমরা যখন ভাট মারি লোকজন ঠিক মত cooperate করে না 2. দিকে দিকে আমাদের বিদ্রুদ্ধে চক্রান্ত চলছে " আমাদের নাকি কোনো কাজ নেই শুধু লোকেদের মাথা খেয়ে বেড়াই" ৩. আমাদের সবদিন ভাবে ভাটাতে দেওয়া হচ্ছে না 3.আমরা এর প্রতিকার চাই 4. আমাদের নিজেদের ইচ্ছা মত ভাটাতে দিতে হবে with and without topic ...... আরো অনেক রকম.... আচ্ছা সেকাহ্ন্কার প্রেসিডেন্ট কাকে করা যায়... বুদ্ধ ভাটচাজ কে বা কবির সুমন ও খারাপ না বা আমাদের মমতা দি.. এই মতামত টা না হয় জনগনের অপির এ ছেড়ে দেওয়া যাক
আর একটা ভাল চিকে আছে committee সদস্য হবার জন্য আমার মনে হয় reality শো এর উদ্তক্তা রা একদম right চিকে | কত রকম যে ভাতের বুদ্ধি ওদের মাথায় আসে তার ঠিক ঠিকঠিকানা নেই . . .. .. . . যাই হোক অনেক ভাটানো হলো এখন শেষ করতে হবে নাহলে অতিরিক্ত ভাটানোর অপরাধে আবার আমর ভাট Licence কেড়ে নেওয়া হতে পারে বা জরিমানাও করা হতে পারে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে আমি শুরু করলে শেষ হবে না দিন কেটে jআবে.... ভাল থাকবেন সকলে
Samik | ২১ আগস্ট ২০১০ ২১:৫৮ | 122.162.75.60
আইয়াইয়ো !!
Shuchismita | ২১ আগস্ট ২০১০ ২১:৪৮ | 71.201.25.54
ঃ))))))
pi | ২১ আগস্ট ২০১০ ২১:২৫ | 72.83.80.105
হুঁ, কাল যা বলছিলাম।
Kartuj | ২১ আগস্ট ২০১০ ২১:০১ | 59.93.199.6
হ্যাঁ দেখছিলাম বটে সার্চ মেরে, নভেম্বরে ৭ এর নিচে নামে না কোথাও দেখলাম, কোথাও অন্য রকম বলছে। তাই একটু ভেরিফাই করে নিলাম। এনিওয়ে, থ্যাংকিউ শমীক। ঃ-)
Samik | ২১ আগস্ট ২০১০ ১৫:৫৩ | 122.162.75.237
পিপলি লাইভ দেখে এলাম এইমাত্র। ব্যাপক ভালো স্যাটায়ার। অপূর্ব অভিনয় এবং চরিত্রচিত্রণ।
শিমলা অতি ভুলভাল জায়গা। ঐ কালকা-শিমলা ট্রেনটা ছাড়া আর কিসুই ভালো লাগার নেই। বরং মানালি যাও। সেখানে দুদিন বিয়াসের ধারে বসে ঠিক করে নাও বাড়ি ফিরবে কিনা।
aka | ২১ আগস্ট ২০১০ ১০:০২ | 24.42.203.194
এই যে আর একটা ভালো গান আর সহজ সরল কথা, অসামান্য গলা, মনে হয় আরও ভালো গীটার।
Love of my life, you hurt me, You've broken my heart, and now you leave me.
Love of my life can't you see, Bring it back bring it back, Don't take it away from me, Because you don't know what it means to me.
Love of my life don't leave me, You've stolen my love now desert me,
Love of my life can't you see, Bring it back bring it back, Don't take it away from me, Because you don't know what it means to me.
You will remember when this is blown over, And everythings all by the way, When I grow older, I will be there at your side, To remind you how I still love you I still love you.
Hurry back hurry back, Don't take it away from me, Because you don't know what it means to me.
Love of my life, Love of my life.
Samik | ২১ আগস্ট ২০১০ ১০:০০ | 122.162.75.9
মনে হয় সেরে গেছে।
aka | ২১ আগস্ট ২০১০ ০৯:৫৬ | 24.42.203.194
কিন্তু সবকিছুরই শেষ হয়, হাসাহাসি, মারামারি, ভালোবাসাবাসি শেষে সকালের ঠান্ডা আলোর একফালি সকালে লিমিটের মাপে বেদনা আর আবেশ ঐ সেই ডেল্টা দুরে, শূন্যের বেশি, কতটা তা জেনে কিই বা চাট্টি ভাত বেশি খাব? থাক একটু গড়িয়েই নিই, বিছানা থাকলে নিজে, গেলাস থাকলে রাম।
Samik | ২১ আগস্ট ২০১০ ০৯:৫৫ | 122.162.75.9
kill করে রিস্টার্ট মারলাম। এইবার জনতা দেখে বলো তো প্রবলেম মিটেছে কিনা?
Samik | ২১ আগস্ট ২০১০ ০৯:৫১ | 122.162.75.9
ল্যাদোশদা কি আছে? গুরু সার্ভার রিস্টার্ট হচ্ছে না। কিছু প্রবলেম হচ্ছে মনে হয়।
aka | ২১ আগস্ট ২০১০ ০৯:৪৬ | 24.42.203.194
মেশিন রিস্টার্ট করে দেখো তাহলেও কি দেখতে পাও। তাইলে ফন্টের গন্ডগোল বোধহয়।
pi | ২১ আগস্ট ২০১০ ০৯:৪১ | 72.83.80.105
ক্যাশ থেকে এলে একবার আসবে , একবার পালাবে, এমনটি হবে ক্যানো ? এই কম্পু থেকে তো আবার বারেবারেই ঠিকঠাক আসছে ( মানে পাতাটা ঠিক আসছে না, কিন্তু লেখাটা পুরো ঠিকঠাক আছে), বিভগের লিঙ্কে ক্লিক করলে। লেখার লিংকে না, সেটা করলে ঐ উল্টাপুল্টা সব ক্যারেকটার।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন