এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০০:১৬ | 219.64.181.206
  • আপনাকেও লোকজন মিস করত। কবে যেন অক্ষদা বলছিল।
  • I | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০০:১৫ | 219.64.181.206
  • রোমথা নিয়ে এট্টু ভুল তথ্য দিয়েছেন। রোমথাকে তেলে ভেজে মহামাস তৈল তৈরী হত। সেই তেল দিয়ে আয়ুর্বেদ চিকিচ্ছে হত। আরো কি সব জড়িবুটি মেশানো হত তাতে।
    রোমথা-র ওপরে কোনো পরীক্ষা হত না।
  • zzomega | ০২ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৭ | 151.141.84.194
  • স্যানকে বড্ড মিস করি। সেই সদা উপস্থিত অরিজিৎ ই বা কোথায় হাওয়া হোলো? দ্রি ই বা কোথায় এখন? দ্রি, আপনি কি দেশে?
  • zzomega | ০২ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৪ | 151.141.84.194
  • ভাঙা ডানার পাখি তাইলে কার???? সেই যে অরুণাশ্ব?
  • I | ০২ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫০ | 219.64.181.206
  • মহাশ্বেতা দেবী। গল্পের নাম-ও রোম্‌থা।
  • zzomega | ০২ সেপ্টেম্বর ২০১০ ২২:৪১ | 151.141.84.194
  • আচ্ছা রোমথা নিয়ে একটা গল্প ছিলো, পরীক্ষামূলক ভেষজ প্রয়োগের জন্য রিজার্ভে রাখা মানুষ, সাধারনত দন্ডযোগ্য কোনো অপরাধী। কার লেখা গল্প ছিলো কারুর মনে আছে?
  • zzomega | ০২ সেপ্টেম্বর ২০১০ ২২:৩৪ | 151.141.84.194
  • উদাসী রাজকুমার। অহিচ্ছত্রপুরের গল্প। পুরানো আ মেলায় ধারাবাহিক বেরোতো।
  • Kartuj | ০২ সেপ্টেম্বর ২০১০ ২১:০৩ | 59.93.203.14
  • আমি তো শুধুই দেখি, বুঝিনা মোটেও
    মাথাটিকে দূরে রাখি, চোখ দিয়ে ছুঁই
    হিজিবিজি ভাষা যত করে কিলবিল
    একরাশ পিপীলিকা এলোমেলো হাঁটে
    ফিলিম ফেস্টিভালে গিয়ে এইবার
    সাবটাইটেল ছাড়া চীনে ছবি দেখো
  • aka | ০২ সেপ্টেম্বর ২০১০ ২০:৩৫ | 168.26.215.13
  • এইটা দিব্যি হল। বেশ লাগছে পড়তে। আপনি কি <> মধ্যে পুরোটা লিখেছেন? তাইলে ঐটা বাদ দিয়ে লেখেন।
  • Mithu ghoshal | ০২ সেপ্টেম্বর ২০১০ ২০:২৯ | 59.93.243.29
  • ঈন্দিঅ ইস থে মোস্ত রেলিগিঔস ঔন্ত্র্য ও থে য়োর্‌ল্‌দ। য়মি ইএকনন্দ সইদ থত,থে ঢ্‌র্‌ম ইস থে ওন্‌ল্‌য় থিঙ্গ,য়ি্‌হচ ঔল্‌দ বোন্দেদ উস তোগেথের। ঈত ইস ঔর বেলিএএ থত, মন ইস ঋঅধ। ঋঅধমেঅন্স যিঅত্ম। আন্দ থে ওর্দ(রিশ্ন) ইস থে অরমত্ম। ঈন ঔর লিএস, য়ে জুস্ত য়ন্ত তো মীত য়িথ থে অরমত্মওন্‌ল্‌য়। ঠিস ইস ঔর অতুঅল লিএ প্রোসেস। এর‌্য য়েঅর,ইন যন্মশ্তমি য়ে শৌল্‌দ রেমেম্বের থে রেঅল মেস্‌সগে ও যন্মশ্তমি - অন্দ দো নোত ত্র্য তো ইগ্নোরে থে রেঅল লিএ প্রোসেস ও ঔর্স।

    ঠে য়োর্দ, "রিশ্ন" মেঅন্স, "ওনে য়ে্‌হা ইস অল্বয়্‌স ইন থে ত্রনে্‌স্‌পার্ত ও জোয়"। ঈত মেঅন্স আকর্শন (অত্ত্রতিওন)তূ। ওর্দ রিশ্ন য়স ওনে ও থে ১০ আতর্স ও ওর্দ ইশ্নু(ঠে ওথের আতর্স অরে- ঈনঅতর, অরহঅতর, ণ্রিসিন্‌ঘঅতর, অমনঅতর, অলরম, অরশুরম, ঋঅম, উদ্ধঅতর, অল্কি অঅতর)।

    ঈন ড্‌বপুর উগ (ঈরোন আগে),থেরে য়স অ কিঙ্গ নমেদ অন্‌গ্‌স। এ কেপ্ত হিস ওয়্‌ন সিস্তের ডেকি অন্দ হের হুস্বন্দ অসুদে ইন অ জইল। ওর্দ রিশ্ন য়স বোর্ন(বেত্বীন ৩২০০ অন্দ ৩১০০ ) ইন থে জইল অস থে এইঘ্‌থ চিল্‌দ ও ডেকি অন্দ অসুদে(অন্‌গ্‌স কিল্লেদ ওথের সিব্লিন্‌গ্‌স ও ওর্দ রিশ্ন)। এ য়স ব্রৌঘ্‌ত উপ ব্য অত অশোদ অন্দ অব ণন্দ,অস অসুদে অরি্‌রএদ হিম উপ ইন অব ণন্দস হৌসে ব্য সোমে দিইনে হেল্প।

    ওর্দ রিশ্ন হস অ তোতল ১০৮ নমেস(লিকে - ওপল, অধুসুদন, ঋঅধিকরমন, আসুদেঅ,অদুপতি এত। ) অওর্দিঙ্গ তো থে চরতেরিস্তিস হে হদ অন্দ থে এঅত্‌স হে অওমি্‌প্‌লশেদ।

    এ য়স এর‌্য নউঘ্‌ত্‌য় ইন হিস চিল্‌ধূদ। অন্দ য়স অ এর‌্য অমৌস অস য়েল্ল অস এঅর্লেস্‌স চিল্‌দ তূ।য় কিল্লিঙ্গ ও উত্ন (সেন্ত ব্য অন্স তো কিল্ল ইনঅন্ত রিশ্ন ব্য ঈদিঙ্গ হিম পৈসোনেদ মিল্ক) অন্দ অলিয় ণগ অন্দ ব্য সইঙ্গ থে ইল্লগে পেওপ্লে রোম থে হেঅয় রইনঅল্ল(অস থে রেসুল্‌ত ও থে অঙ্গের ও ওর্দ ঈন্দ্র), হে হদ প্রোএদ থত হে য়স নোত ব্রএ চিল্‌দ ওন্‌ল্‌য়,হে হদ দিইনে পোয়ের্স তূ।

    উদম য়স অ রেঅল রিএন্দ ও ওর্দ রিশ্ন সিনএ হিস চিল্‌ধূদ। অলরম য়স থে ব্রোথের ও ওর্দ রিশ্ন(ডেকিস ওয়্‌ন চিল্‌দ)। এ য়স অ মস্তের লুতে প্লয়ের, গিএর ও প্লেঅসুরে তো ওয়্‌স, অ রোমন্তি লোএর ওর ওপিস বেসিদেস পোসে্‌সসি্‌সঙ্গ সেএরল ওথের উঅলিতিএস। ইস লোএ ওর ঋঅধ ইস ইম্মোর্তল । আলে্‌সা থে লোএ ওর হিস ওপিস ইস থে বসিস ওর ঋঅস্লিলস থত তকে প্লএ তিল্ল দতে। এ য়স থে স্তর্তের ও থে এস্তিঅল ওলি(থে এস্তিঅল ও ওলৌর্স)।

    এ কিল্লেদ হিস ওয়্‌ন মতের্নিত্য উনলে অন্‌গ্‌স তো সএ থে এঅর্থ রোম থে তোর্তুরে ও অন্‌গ্‌স। এ কিল্লেদ ডেমোন ণরদ, অন্দ মরি্‌রএদ থে সিনে্‌গ্‌ল গির্‌ল্‌স(তোতল ১৬০০০) ও থে এন্তিরে ইল্লগে তো সএ থেইর হোনৌর লতের। ঠে মিস্ত্রেস্‌স ও থে হৌসে য়স হোয়েএর ঋউক্মিনি।

    ওর্দ রিশ্ন প্লয়েদ অ এর‌্য ইম্পোর্তন্ত রোলে ইন অহভরত (ঠে এপি বতে্‌ত্‌লস ঔঘ্‌ত ইন উরুকে্‌শত্র বেত্বীন অন্দঅস অন্দ অউরঅস) অন্দ ইত (ইতেরল্ল্য মেঅনিঙ্গ ওঙ্গ ও ওদ, ইত ওন্তইন্স তেঅচিন্‌গ্‌স ও রি রিশ্ন তো থে থির্দ অন্দঅ আর্জুন দুরিঙ্গ অহভরত)। এ অতেদ অস অ তেঅচের, প্রোতেতোর, রিএন্দ, গুইদে অন্দ ফিলোসোফের ও আর্জুন। এ য়স অন অওমি্‌প্‌লশেদ চরিওতীর তূ। ঈন থে অতে্‌ত্‌ল ইএল্‌দ ও উরুকে্‌শত্র, ওর্দ রিশ্ন য়স দ্রিইঙ্গ থে চরিওত ও আর্জুন ওন্‌ল্‌য়। লেসে্‌সদ য়িথ অ নুম্বের ও স্কিল্‌ল্‌স, ওর্দ রিশ্ন ইস রেগর্দেদ অস "ওলহ অল অম্পূর্ন" অন্দ "ঊর্ন উরুশোত্তম"।

    ওর্দ রিশ্ন হস বীন থে সৌরএ ও কে্‌নায়ে্‌লদে্‌গ ওর হুমনিত্য। ওর্দ রিশ্নস অমৌস য়োর্‌দ্‌স "যূট ড ঊঋ ডূটী ঈটঊট টঈণঈণ আঊট ট ঋঊট। হএ বীন থে বসিস ও মোদের্ন সোইএত্য।

    রিশ্ন য়স থে দিইনে মেসে্‌সঙ্গের য়ে্‌হা স্ত্রেসে্‌সদ ওন থে ইম্পোর্তনএ ও লোএ অন্দ পেঅএ। এ তউঘ্‌ত উস অবৌত থে পথ ও ঢর্ম (ঋঘে্‌তঔস্নেস্‌স) অন্দ গূদ অর্ম (ডীদ্‌স) অস অ য়য় তো অত্তইন ওক্‌শ (সলঅতিওন)। এ সইদ থত, থে ঈলিন্‌গ্‌স ও জোয়, সোরে্‌রায়, গ্রিএ, হপ্পিনেস্‌স অরে অল্ল ময় (ইল্লুসিওন); ন্‌ল্‌য় থে লোএ বেত্বীন ওদ অন্দ থে দেওতী ইস রেঅল। ঠিস তেচি্‌নউএস অরে এর‌্য উসে উল্ল তো উস তিল্ল দতে।
  • Samik | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৯:১৬ | 64.255.164.24
  • রবীন্দ্রজয়ন্তী করা নিয়ে যে নাটকটা আলোর ফুলকিতে আছে, তার নাম 'গগনে উদিল রবি'।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৮:১৯ | 122.172.59.45
  • ঃ-))
  • til | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৭:২০ | 220.253.188.98
  • বাব্বাঃ, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। ব্যাঙদির কাছে আমার পাঠানো লেফাফা শেষ অবধি পৌঁছেছে!
    ব্যাটা পিয়ন ঝেড়ে দিলে আমি মিথ্যেবাদী প্রমাণ হতাম!

    আজি হতে ত্রিংশতি বর্ষ পরে
    সদাবি র অকশানে
    ব্যাঙদির অ্যালবাম
    যবে উঠিবে,
    বিকাইবে
    লক্ষ মুদ্রায়
    তখন আমায় নাই বা মনে রাখলে!
    ( যেমতি
    মহাদেব বাবু কবিকে মাত্র দুহাজার টাকা ধার দিয়ে ইতিহাসে জায়গা করে নিলেন,
    তেমতি
    তিলবাবু পড়ে থাকা ডাকটিকিট ব্যাঙদিকে পাঠিয়ে
    অমর হয়ে গেলেন!)
  • Ishan | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৪:৫৬ | 122.248.182.16
  • উফ।
  • Zzzz | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৪:০৮ | 99.227.241.164
  • hAjirA diye gelAm
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:৫৩ | 122.172.59.45
  • * বিশ্বম্ভরবাবু
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:৫১ | 122.172.59.45
  • দাদুর ক্ষমতা আছে, ছেলেটা আমার যত বড় হচ্ছে, আরো বেশি করে সেটা বুঝতে পারছি। আমাদের ছোটোবেলায় শিশু-শিশু ভোলানাথের কবিতাগুলো মুখস্থ করিয়ে বাড়িতে কেউ এলেই বা পাড়ার জলসায় জোর করে আবৃত্তি করানো হত। আরেকটু বড় হলেই এক একটা কবিতাকে কাটাছেঁড়া করে তার ব্যাখা লিখতে হত, এইসব করতে করতে কবিতা পড়ার ভালো লাগাটা হয়তো হারিয়ে যেত। বলছি না, সবার ক্ষেত্রেই এটা হত, কিন্তু আমার বা আমার অনেক বন্ধু-বান্ধবের ক্ষেত্রেই এই জোর করে পড়ানোর জন্যই কিনা জানি না লেখকের প্রতি বিতৃষ্ণা তৈরি হতে দেখেছি। রবীন্দ্রনাথের লেখার থেকে সুকুমার রায়, উপেন্দ্রকিশোর, অবনীন্দ্র অনেক বেশি ভালো লাগতো। সাত-আট বছর বয়সে।
    আমার ছেলেটাকে দেখছি উল্টো, বাড়িতে সুকুমার-লীলা-উপেন্দ্রকিশোর-সুখলতার বইয়ের ছড়াছড়ি অথচ সে আজকাল সময় পেলেই, সব ছেড়ে আপন মনে দাদুর কবিতা পড়ছে শিশু-শিশু ভোলানাথ থেকে। সহজ পাঠের দ্বিতীয় ভাগের ভক্তরামের নৌকো আর গুপ্তিপাড়ার বিশম্ভরবাবুর গল্প নাকি তার পড়া সেরা গল্প। হয়তো রবীন্দ্রনাথ পড়তে চাপাচাপি করা হয় না বলেই, তার এত ভালো লাগছে। কাল ঘুমোতে যাওয়ার আগে বললো, মা আমি আজ বিনুর মত একটা স্বপ্ন দেখতে চাই। (ঐ কলিকাতা আছে কলিকাতাতেই কবিতাটার মত)। ভাবলাম দাড়িওয়ালা লোকটা অদ্ভুত ম্যাজিক জানতো তো!
  • lcm | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:৫০ | 69.236.164.54
  • ঠিক, ঠিক। ওটা সন্তু-কাকাবাবু নয়।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:৪৬ | 216.52.215.232
  • সত্যি রাজপুত্র সন্তু আর কাকাবুকে নিয়ে নয়। তবে দুর্দান্ত গল্পটা ছিল।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:২৯ | 122.172.59.45
  • ঃ-)
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:২৮ | 122.248.182.16
  • আমি চোখে দেখি নি। বাবা বলেছিল।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:২৪ | 122.172.59.45
  • ব্রতীন, সেই একই মলাট আছে?
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:২৩ | 122.248.182.16
  • 'আলোর ফুলকি' নতুন করে ছাপানো হয়েছে বছর খানেক আগে।
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:২০ | 122.248.182.16
  • ঠিক। সত্যি রাজপুত্র হল এক বড় লোকের ছেলে কে ছেলেধরা রা ধরে নিয়ে যাবে সেই নিয়ে গল্প। খুব ভলো লেগেছিল।
  • Arya | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:২০ | 125.16.82.195
  • সুনীলের আর একটা লেখা পড়েছিলাম, উড়ন্ত রাজ্‌কুমার বলে।
  • lcm | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:১৪ | 69.236.164.54
  • ভয়ংকর সুন্দর।

    কিন্তু ওটা কি প্রথম? তার আগে সুনীল একটা লিখেছিলেন না, সত্যি রাজপুত্র বা এরকম নামের একটা কিছু।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:১১ | 204.138.240.254
  • এই রে! লিখলাম তো। ল্যাদোষদা, পিছিয়ে পড়!
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:১১ | 122.172.59.45
  • নাঃ, নতুন এডিশন দেখেছি বলে মনে পড়ছে না। সেরা সন্দেশ নতুন করে আবার ছাপা হয়েছে।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:১০ | 72.83.80.105
  • পাখাদুটো আপাতত গুটিয়ে রাখলুম। কাটতে মন করছে না। ব্যথা লাগবে। গুন্নাইট।
  • lcm | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:১০ | 69.236.164.54
  • সুনীল গঙ্গোঃ - ওটা কোন গল্প ছিল, কনিষ্কের কাটা মুণ্ড নিয়ে। নাম মনে থাকে না।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৮ | 72.83.80.105
  • হ্যাঁ, বুঝবো কী করে। কিন্তু সত্যমেব জয়তে নামটা পেলুম কোত্থেকে ? বোধহয় সিরিয়ালটার নাম ছিল ।

    রবীন্দ্রজয়ন্তীর লেখকের নাম মনে নাই।

    এখনো আলোর ফুলকি পাওয়া যায় ?
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৭ | 122.172.59.45
  • তোমার আবার পাখা গজিয়েছে বলে।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৬ | 72.83.80.105
  • কিন্তু আমি ঘুমুতে যাচ্ছি না ক্যানো !
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৪ | 122.172.59.45
  • ছোটোবেলায় পড়লে আরো ভালো লাগতো হয়তো!
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৪ | 122.248.182.16
  • আশাপূর্না র ঐ গল্প টা হল ' বুঝবো কি করে?'
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৪ | 122.172.59.45
  • রবীন্দ্রজয়ন্তীটা কার লেখা ছিল বল তো?
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৩ | 72.83.80.105
  • এখন ভালো লাগলো ? ঃ)
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৩ | 72.83.80.105
  • আচ্ছা, সত্যি সত্যি কি ময়না মাছ বলে কিছু হয় ?
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৩ | 122.172.59.45
  • আমার কেন জানি না এই একজন লেখকের লেখা ছোটোবেলা থেকেই খারাপ লাগতো - সুনীল গঙ্গো। ফলে কাকাবাবু-সন্তু আর পড়া হয়ে উঠলো না। আনন্দমেলায় সন্তুর উপন্যাসগুলো পাতা উল্টেই রেখে দিতাম। সুনীল গঙ্গোর কোনো ক্ষতি হয় নি, ক্ষতি হোলো আমার, কত গল্প যে পড়া হোলো না! এই বড়বেলায় জলদস্যু পড়লাম, কোনো মানে হয়!
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৩ | 72.83.80.105
  • ঐ রবীন্দ্রজয়ন্তী টা আমরা নাটক ও করেছিলুম । ঃ)

    আরেকটা গল্প, কার লেখা মনে নেই। সেই মাকড়সা শেষ মেশ সবচে বুদ্ধিমান প্রাণী বলে পেরাইজ পাবে।

    আলোর ফুলকির স্কেচ গুলো ভারি ভালো লাগতো। কার ছিল ? সত্য সামথিং ?

    সেই দাদাভাই চাল ভাজা খাই এর সাথের ইলাস্ট্রেশন টা মনে পড়ে গ্যালো ঃ)
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:০০ | 122.172.59.45
  • আলোর ফুলকির একটা গল্পের কথা কিছুদিন আগেই এখানে কে যেন বলেছিলেন! একটা ছোটো মেয়ে আর এক লেখিকার গল্প। বুদ্ধদেব বসুর লেখা।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৮ | 204.138.240.254
  • হ্যাঁ, সন্তু ও কাকাবাবুর প্রথম অভিযান।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৭ | 122.172.59.45
  • হ্যাঁ আশাপূর্ণা দেবীর সেই গল্পটা খুব মজার ছিল। সেই দুই মোটা মাসী-পিসী এসেছিলেন ওদের বাড়ি বেড়াতে। মা-বাবার সিনেমার টিকিট কাটা ছিল।

    আলোর ফুলকিতে একটা নাটক ছিল রবীন্দ্রজয়ন্তী করা নিয়ে, সেটা খুব ভালো লাগতো।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৫ | 72.83.80.105
  • তালনবমী বিভূতিভূষণ ই তো। ওরকম মনখারাপ আরেকটা গল্প পড়ে হয়েছিল, পুঁইমাচা।
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৪ | 122.248.182.16
  • ঠিক ঠিক। তালনবমী বিভূতিভূষনের ই।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৪ | 72.83.80.105
  • কিন্তু ব্যাংদি তাইলে নবীন এবং কাঁচা। কিন্তু পুচ্ছ কই পাবে ? তোমার ব্যাঙাচি দশা তো কেটে গেছে !
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৩ | 72.83.80.105
  • আলোর ফুলকি তে ছিল। ছবিগুলো ও এখনো মনে আছে।

    আলোর ফুলকি বলতে কত্ত কত্ত গল্প নমে পড়ে যাচ্ছে।আশাপূর্ণা দেবীর সেই গল্পটা। সত্যমেব জয়তে ... , ওটা আবার হিন্দিতে সিরিয়াল ও হয়েছিল বোধহয়।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৩ | 122.172.59.45
  • ভয়ংকর সুন্দর কার লেখা? সুনীল গঙ্গো?
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৫১ | 122.172.59.45
  • কে জানে, বিভূতিভুষণেরই গল্প ছিল কিনা ওটা! আমার কেন জানি না মনে হচ্ছে বিভূতিভূষণ। অন্য কেউ পড়ে থাকলে কনফার্ম কোরো।
    আজ কাজ কম ছিল বলে বারোটা নাগাদ কেটে পড়ে পিপলি লাইভ দেখতে যাওয়ার মতলব এঁটেছিলাম। হোলো না, ধরা পড়ে গেলাম। ঃ-( তাই মনের দুঃখে ভাটাতে এলাম।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৫১ | 204.138.240.254
  • হ্যাঁ, খুব করুণ গল্পটা।

    তবে আমি কেঁদেছিলাম ক্লাস টু-তে ভয়ংকর সুন্দর পড়ে। কণিষ্কের মাথাটা আর উদ্ধার হল না বলে!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত