এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • lcm | ৩০ আগস্ট ২০১০ ২৩:০৬ | 128.48.7.101
  • ওয়াক!
  • maasimaa | ৩০ আগস্ট ২০১০ ২৩:০৪ | 122.172.63.119
  • আকা শুধু কডলিভার অয়েলের গন্ধ শোঁকে। ডিম মাখিয়ে।
  • koi | ৩০ আগস্ট ২০১০ ২৩:০৩ | 128.231.22.87
  • চরিত্র গেল কই ?
  • aka | ৩০ আগস্ট ২০১০ ২৩:০৩ | 168.26.215.13
  • আকা ওসব বাজে টই পড়ে নাকো, খোঁজে না সেটাও বলাই বাহুল্য।
  • pi | ৩০ আগস্ট ২০১০ ২৩:০১ | 128.231.22.87
  • ওঃ মামুর সেই চক্ষু মেলিয়া সেবিকাকে অবলোকন কেস !
  • maasimaa | ৩০ আগস্ট ২০১০ ২৩:০০ | 122.172.63.119
  • আকাকেই এই টই খুঁজে দেওয়ার ভার দেওয়া হল। টইটার নাম কি যেন ছিল? ভাঙা প্রেম না কি একটা যেন??
  • aka | ৩০ আগস্ট ২০১০ ২২:৫৯ | 168.26.215.13
  • পাই ঐ, মাসিমা ব্যাং গুরুর চরিত্র বলে আর কিছু রইল নাকো।
  • kc | ৩০ আগস্ট ২০১০ ২২:৫৯ | 89.203.49.18
  • সেই যে, জীবনে কবে অবমানিত হয়েছেন, তাই নিয়ে ছিল টইটা। শুরুতে মামু একটা লোপ্পা ক্যাচ দিয়েছিল, তিমি আর ডিডি মিলে একখান যুগলবন্দি গপ্প নামিয়েছিল হেব্বি।
  • oi | ৩০ আগস্ট ২০১০ ২২:৫৬ | 128.231.22.87
  • ঐ কডলিভারোপাখ্যানটা যেন কোন টই তে ছিলো ? আকাদা ও কডলিভারের মধ্যে গভীর সম্পর্কটা একবার ঝালিয়ে নিতে চাই।
  • pi | ৩০ আগস্ট ২০১০ ২২:৫১ | 128.231.22.87
  • মাসিমার শ্যাম্পু কিম্বা ফিনাইলে ভেজাল ছিলো। কোন ব্র্যাণ্ড?
  • maasimaa | ৩০ আগস্ট ২০১০ ২২:৫০ | 122.172.63.119
  • ঠিক ঠিক! আকা তো আবার পর(এর)চুল কিসে ভালো থাকে সে ব্যাপারে অথরিটি।
  • pi | ৩০ আগস্ট ২০১০ ২২:৪৮ | 128.231.22.87
  • একে এক পি কে নিয়েই এত টানাটানি চলছে, এবার আমার ভারতীয় ভার্শনকেও পি করে দিলে তো আর রক্ষে থাকবেনা।
  • kc | ৩০ আগস্ট ২০১০ ২২:৪৭ | 89.203.49.18
  • এখনও অবধি নিজের নামটাই সামলাতে পারেনা, তায় আবার কতা!!!!
  • maasimaa | ৩০ আগস্ট ২০১০ ২২:৪৬ | 122.172.63.119
  • ছেলে পাশে বসে চেঁচিয়ে সহজ পাঠ মুখস্থ করছে - ছিন্ন মেঘের মধ্য দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়েছে।
  • aka | ৩০ আগস্ট ২০১০ ২২:৪৩ | 168.26.215.13
  • মাসিমার প্রোডাকশনে ভালো মেকাপ ম্যানের দরকার। পরচুলো বারেবারে খসে পড়ে।
  • maasimaa | ৩০ আগস্ট ২০১০ ২২:৪৩ | 122.172.63.119
  • আবার এসেছে ব্যাঙটা! বিদেয় হ বলছি এক্ষুনি!
  • byaang | ৩০ আগস্ট ২০১০ ২২:৪২ | 122.172.63.119
  • আমাদের আকাকে ভদ্রলোক বলেই তো জানি। তাই তো কেসিকে বল্লাম আকার থেকে কডলিভার অয়েল চেয়ে নিতে। জানিই তো ছোটো থেকেই আকা কতটা দুর্বল ঐ গন্ধের প্রতি।
  • maasimaa | ৩০ আগস্ট ২০১০ ২২:৪১ | 122.172.63.119
  • ঘরানার টা কার লাস্ট নেম জানা নেই অবিশ্যি।
  • aka | ৩০ আগস্ট ২০১০ ২২:৪০ | 168.26.215.13
  • আবার আকাকে নিয়ে টানামানি কেন? শান্ত, ভদ্রলোকেদের কোন কদরই নাই আজকাল।

    তা ভানুদা গেলেন কই? মঙ্গল গ্রহ নিয়ে দুচারটে কথা শুনব বলে বসে আছিলাম।
  • maasimaa | ৩০ আগস্ট ২০১০ ২২:৪০ | 122.172.63.119
  • শেট্টী হোলো গিয়ে ঘাটীদের লাস্ট নেম, মারাঠি নয়।
  • lcm | ৩০ আগস্ট ২০১০ ২২:৩৬ | 128.48.7.101
  • রাজেন্দ্রকুমার ঘরানার - বাহ! সুন্দর লাস্ট নেম। মারাঠি বোধ হয়।

    আর, অ! পাইপুলি...মানে, পিপলি-র মার্কিন উশ্চারন .. যারে জ্যান্ত দেখা যায় সিনেমায়।
  • maasimaa | ৩০ আগস্ট ২০১০ ২২:৩৫ | 122.172.63.119
  • কেসি বাছা, ভুল বকছো কেন? পেট গরম হয়েছে? এট্টু কডলিভার অয়েল খেয়ে নাও।
    তোমার ঘরে না থাকলে আকার থেকে চেয়ে নিও। কডলিভারের গন্ধ ছাড়া আবার আকার ঘুম আসে না কিনা, তাই ওর ঘরে সবসময় মজুত থাকে।
  • kc | ৩০ আগস্ট ২০১০ ২২:২৫ | 89.203.49.18
  • বাচ্চা একটা মেয়ে, জোরে ধমকালে মনে হয় এখনি ভ্যাঁক করে কেঁদে দেবে, নাম নিয়েছে দ্যাখো 'মাসিমা'। ছোঃ
  • sekaaler maasimaa | ৩০ আগস্ট ২০১০ ২২:১৭ | 122.172.63.119
  • ভানু বাছা, বারকোশের মালপোগুলো আমারই বানানো। ব্যাঙ মাঝখানে থেকে নাম কিনছিলো। দিয়েছি এই আইপি থেকে ওকে তাড়িয়ে।
  • byaang | ৩০ আগস্ট ২০১০ ২২:১৫ | 122.172.63.119
  • ভানু আছ নাকি? বারকোশে মালপো রেখেছি, যে কটা খাবে খাও।
    ঐ পাইপুলি বড় হিংসুক প্রাণী, ওর কথায় কান দিও না।
  • Suniel Shetty | ৩০ আগস্ট ২০১০ ২১:৪২ | 112.133.206.21
  • সে এক সময় ছিল। রাত নেই দিন নেই সানগ্লাস পরে বাইসেপ ফুলিয়ে নায়িকাদের নিয়ে দমাদ্দম ওয়েট ট্রেনিং করতাম।

    নিন্দুকেরা অবশ্য বলে অ্যাক্টিংটা আমার রাজেন্দ্রকুমার ঘরানার।
  • Bhanu Bnarujje | ৩০ আগস্ট ২০১০ ২১:৩০ | 59.93.215.25
  • মামু আর কবে এমন কইর‌্যা খাওয়ায়। মাসিমার আদরযত্ন, আহা আহা !! তবে বাসি মালপো ছুঁইর‌্যা মাইরলে আর কি করুম? মামুরেই কইবো। তা মামু কি পদ্য লিখতাসে নাকি এহন?
  • Bhanu Bnrujje | ৩০ আগস্ট ২০১০ ২১:২৭ | 59.93.215.25
  • নাঃ, এহনো অতকটা হয় নাই। তবে কালে কালে কত কি হইল, (হ)আরো কত হইবে। সবুর করো সবুর করো। হইলে পরে তোমারে ঠিক খবর দিমু। সিন্তা কইরো না।
  • pi | ৩০ আগস্ট ২০১০ ২১:২৬ | 72.83.80.105
  • আর যুগ বদলেছে। এখন আর মাসিমা না, খামু টামু সব মামুরে বলবেন।
  • pi | ৩০ আগস্ট ২০১০ ২১:২৪ | 72.83.80.105
  • আমি মাসিমা ! :x
  • aka | ৩০ আগস্ট ২০১০ ২১:২৩ | 168.26.215.13
  • ভানুদা মঙ্গলরে ক্যামন দেখলেন? বাড়ি টাড়ি করা যাবে?
  • Bhanu Bnarujje | ৩০ আগস্ট ২০১০ ২১:২১ | 59.93.215.25
  • আইয়া পড়সি।

    হেইখেনে মানে আমাগো zমালয়ে সেরেফ এই রাতের বেলা আমি গুরুগৃহে আইবার পারমিসন পাইসি। রোববার হইলে কেবল সকালবেলা। কি কষ্ট !!

    তবে এক খান ব্যাপারে বড় ব্যথা পাইলাম পাইপুলি হইতে। আমি তোমার ঘরে আইলাম অতিথি হয়্যা ১-২ পিস মালপো খামু বইল্যে, আর তুমি আমারে রেসিপি দেখায়ে কইল্যা 'সেলেফ সার্ভিস পিলিজ'?? হায় হায়। আবার কইল্যা এহনো 'পিজা খামু' কই না ক্যান?? ভানু বদলায় নাই হে পাই খুকি। zউগ বদলাইবে, ভানু zমালয়ে বইস্যাও সেই ভানুই রইবে গো।

    হায় হায়, সে মাসিমাও নাই, সে মালপো-ও নাই। এহনকার মাসিমা কয় রেসিপি ধরায়া কয় 'সেলেফ সার্ভিস পিলিজ'।

    ও সেকালের মাসিমা, তুমি আহো একবার। (ফোঁস)
  • aka | ৩০ আগস্ট ২০১০ ২১:২০ | 168.26.215.13
  • আরে শেষে ছিল

    এহি হ্যায় রাইট চয়েজ পারো অ পারো

    কিন্তু ভুলে গেলাম এহি হ্যায় রাইট চয়েজ বেবি টা কিসের অ্যাড ছিল? কোক না পেপসি?
  • aka | ৩০ আগস্ট ২০১০ ২১:১৭ | 168.26.215.13
  • লিখছি যখন পরের লাইন টাও লিখি

    জায়েগি অব জান ভি মেরি আঁখ না মারো
  • aka | ৩০ আগস্ট ২০১০ ২১:১৪ | 168.26.215.13
  • ইয়েস

    দিল কে টুকরে হো গ্যায়ে হাজারো

    রিমিক্স হলে এখানে ও পারো ঢুকবে।
  • pi | ৩০ আগস্ট ২০১০ ২১:০৭ | 72.83.80.105
  • কোথায় থাকে ?
  • Tim | ৩০ আগস্ট ২০১০ ২১:০০ | 198.82.23.65
  • বয়স হয়েছে শুনে বেজায় হাসি পেলো। বয়স হয় না, বয়স তো থাকে। থেকে থেকে বাড়ে।

    অপ্পন,
    সেই দুর্ধর্ষ গানটার কাব্যিময় পরের লাইন গাইলে না? ;-)
  • M | ৩০ আগস্ট ২০১০ ১৯:১০ | 59.93.206.236
  • ইকিরে, বয়স হয়েছে এটা তো সত্যি, কিন্তু জনগন সেটার গুরুত্ব দেয় না, তাই জন্যই তো বারে বারে মনে করে দেওয়া,

    আর এই রাজ খোকা ভাগ দিতে চায়? অ্যাঁ? বড়দের বোতল ধরে দিতে হয়, তাপ্পর তারা দিল খুশ থাকলে প্রসাদ টসাদ দিতে পারে। এটাও শিখিয়ে দিতে হলো।
  • masimaa | ৩০ আগস্ট ২০১০ ১৮:৪৯ | 122.172.63.119
  • বাঃ এই স্টৈক খোকার মনটা ভালো। সহজ করে বুঝিয়ে দিল।
  • stoic | ৩০ আগস্ট ২০১০ ১৮:৪৪ | 160.103.2.224
  • পোমো হইল শর্ট ফর্ম ইয়ানি কি অ্যাক্রোনিম ফর পোস্ট-মডার্নিস্ট। এবারে পোস্ট-মডার্নিজম কি জানতে চাইলে ঈশানকে জিগেস করুন আর জাক দেরিদা, মিশেল ফুকো আর ল্যালা ম্যানিফেস্টো পড়ে ফেলুন।
    ঃ)
  • maasimaa | ৩০ আগস্ট ২০১০ ১৮:৩০ | 122.172.63.119
  • নাঃ জানি না, পোকা জানি, পোকো জানি না।
    প্রমা জানি, প্রমাদ জানি, প্রমিথিউস জানি, পোমো জানি না।
  • aka | ৩০ আগস্ট ২০১০ ১৮:২৬ | 168.26.215.13
  • এবারে বলবে পোকো কি তাও জানে না।
  • Samik | ৩০ আগস্ট ২০১০ ১৮:১৮ | 121.242.177.19
  • বোঝাই যাচ্ছে মাসিমা যথেষ্ট নবীনা। পোমো শোনেন নাই। এ মা!!
  • pi | ৩০ আগস্ট ২০১০ ১৮:০৭ | 72.83.80.105
  • না, পাই এখন ল্যাদ মোডে চলে গেছে।

    তবে জ্বললুম না। ঋণগ্রস্ত মানুষকে হিংসে দিতে নেই, কে যেন কয়ে গেছেন না ?
  • stoic | ৩০ আগস্ট ২০১০ ১৮:০৪ | 160.103.2.224
  • রাজদীপ যে "বাচ্চা ছেলেপুলে" সেটা অবিশ্যি জানতাম না।
    ডাজেন্ট ম্যাটার রিয়েলি। দ্য লীগাল ড্রিংকিং এজ ইজ যাস্ট আ সাজেসশান। ;-)
  • maasimaa | ৩০ আগস্ট ২০১০ ১৮:০২ | 122.172.63.119
  • পোমো কাকে বলে?
  • stoic | ৩০ আগস্ট ২০১০ ১৭:৫৮ | 160.103.2.224
  • ১১৪৬৪ পাতায়, ১২ঃ১১ এ এম। তাই দেখে ঈশান পোমো পদ্য রচনা করল। ঃ)
  • Raj | ৩০ আগস্ট ২০১০ ১৭:৫৫ | 202.79.203.59
  • পাই আজকাল খুঁজতেও ভুলে গ্যাছে ! এই ১১৪৬৪ লম্বর ভাটপাতায় দ্যাখো আর জ্বলো ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত