এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৫ আগস্ট ২০১০ ১১:২৭ | 204.138.240.254
  • রাজা দেখি বড় এক পকাবু। রংটা অব্দি মিলিয়ে রেখেছে।
  • de | ২৫ আগস্ট ২০১০ ১১:১৮ | 59.163.30.2
  • আমি তাইলে ঠিকই চিনেছিলাম?
  • Samik | ২৫ আগস্ট ২০১০ ১১:১২ | 121.242.177.19
  • রাজাকে চেনা গেল?
  • Samik | ২৫ আগস্ট ২০১০ ১১:১১ | 203.196.143.162
  • প্রজাগণ সব কুশল তো?
  • Ishan | ২৫ আগস্ট ২০১০ ১১:০৬ | 122.248.182.16
  • আমি টেকনোপলিসের সামনে দিয়ে এলাম। প্রচন্ড ভিড়। কিন্তু জ্যাম তেমন নেই। সবই বোমের কৃপা। ঃ)
  • saikat | ২৫ আগস্ট ২০১০ ১০:৫৩ | 202.54.74.119
  • আমি তো শুনলাম বোম পাওয়াও গেছে !
  • Bratin | ২৫ আগস্ট ২০১০ ১০:৫১ | 122.248.182.16
  • টেকনোপলিশে নাকি বোম্ব আছে এইরকম শোনা যাচ্ছে। লোকজন কে বার করে সার্চ চলছে। কেউ আপডেট দিতে পারো?
  • de | ২৫ আগস্ট ২০১০ ১০:৪৮ | 59.163.30.2
  • এতো রাজা যেখানে -- প্রজাদের সেখানে বড় বিপদ!
  • quark | ২৫ আগস্ট ২০১০ ১০:৪৫ | 202.141.148.99
  • ভয়ে সিঁটিয়ে আছে, কোন্‌ রাজা কখন কার মাথা কাটে!
  • sinfaut | ২৫ আগস্ট ২০১০ ১০:৪৫ | 203.91.193.50
  • নোলান এর ফলোইং দেখে যে কী ভালো লাগলো।
  • Bratin | ২৫ আগস্ট ২০১০ ১০:৪২ | 122.248.182.16
  • সবাই গেল কোথায়??
  • asol raajaa | ২৫ আগস্ট ২০১০ ০৩:০৬ | 117.194.193.14
  • আহা ফেক বলতে নেই , বলো ভার্চুয়াল।
  • Tim | ২৫ আগস্ট ২০১০ ০২:১৬ | 198.82.23.76
  • আগেই বলেছিলাম। সব ফেকু।
  • asol raajaa | ২৫ আগস্ট ২০১০ ০১:৪৯ | 117.194.192.26
  • জালি রাজা আবার এসেছে দেখচি। বাল ঠাকরে কে খবর করতে হবে।
  • raja | ২৫ আগস্ট ২০১০ ০১:৩৮ | 89.203.49.18
  • চেনা বামুনের আবার পইতে দেখতে চায় নাকি?
  • Tim | ২৫ আগস্ট ২০১০ ০১:৩৩ | 198.82.23.76
  • আই কার্ড কই? রাজা বলে চিনবো কিকরে?
  • raja | ২৫ আগস্ট ২০১০ ০১:২৮ | 89.203.49.18
  • কি বলছ?
  • Tim | ২৫ আগস্ট ২০১০ ০১:২৫ | 198.82.23.76
  • আবার সন্নাটা শুরু হয়েছে দেখছি। রাজাকে ডাকবো নাকি?
  • aka | ২৪ আগস্ট ২০১০ ২৩:৩৭ | 168.26.215.13
  • ১৯৮২ র আগে আমি ক্রিকেট দেখতাম না, দেখলেও কপিল দেবের ব্যাটিং দেখতাম, মিনিট পাঁচেক লাগত। এটা আমার দেখাশোনা সবথেকে পুরনো টিম তাই ওটাই বলে দিলাম। ;)
  • Ishan | ২৪ আগস্ট ২০১০ ২৩:৩৫ | 122.161.164.194
  • উফ। এটাও লিকে দিয়েছে।
  • Ishan | ২৪ আগস্ট ২০১০ ২৩:৩২ | 122.161.164.194
  • পাকিস্তান নয়। দিলীপ দোশি ছিলনা।
  • kc | ২৪ আগস্ট ২০১০ ২৩:৩১ | 89.203.49.18
  • এটা ঐ টিমটা যেটাতে গাভাসকার ওয়াক আউট করেছিল। অস্ট্রিলিয়াতে মেলবোর্ন থার্ড টেস্ট, বিশ্বনাথ সেঞ্চুরি করেছিল, কপিলদেব জ্বর নিয়ে ফোর্থ ইনংসে হেব্বি বোলিং করেছিল। ঘাউরিও।
  • aka | ২৪ আগস্ট ২০১০ ২৩:১৪ | 168.26.215.13
  • এটা ১৯৮২ পাকিস্তান সফরের টিম।
  • nyara | ২৪ আগস্ট ২০১০ ২৩:০৮ | 122.172.2.168
  • গাভাসকার+
    চেতন চৌহান
    ভেঙ্গসরকর
    বিশ্বনাথ
    যশপাল শর্মা
    সন্দীপ পাটিল
    কপিল দেব
    কিরমানি*
    ঘাউড়ি
    শিবলাল যাদব
    দিলীপ দোশি
  • Arpan | ২৪ আগস্ট ২০১০ ২১:৪৯ | 112.133.206.21
  • আমেরিকাতে এই টাইপের কোন চ্যানেল নেই? এইখানে তো গোরু, শুয়োর, হাঁস সবই দেখায়।

    http://www.bbc.co.uk/cbeebies/
  • pi | ২৪ আগস্ট ২০১০ ২০:৩৫ | 72.83.80.105
  • অনন্যা, ইউটিউবে তো অনেক বাংলা ভিডিও আছে।
    এখানে বা রিলেটেড লিংক গুলো দ্যাখ।
  • aka | ২৪ আগস্ট ২০১০ ২০:২০ | 168.26.215.13
  • টেকনিকালি বোধহয় অসুবিধা হবে না। কিন্তু কম্পিটিশনে দাঁড়ানো চাপের হবে। পিএইচডি এনরোলমেন্ট হাইলি কম্পিটিটিভ। এখানে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা গ্রেড, ডিগ্রি ইভ্যালুয়েট করে ইউএস ইক্যুইভ্যালেন্সটা বের করে দেয়।
  • sinfaut | ২৪ আগস্ট ২০১০ ২০:১৫ | 117.194.202.203
  • একটা জিনিস জানতে হবে।

    আন্নামালাই/ইগ্নু থেকে ডিস্ট্যান্ট কোর্সে MA/MSc করলে, US university থেকে PhD করা যায়? মানে ওরা ঐ MA/MSc অ্যাপ্রুভ করবে? যে করতে চায়, তার আবার গ্র্যাজুয়েশনে, যে সাবজেক্টে MA/MSc করছে, সেটা ছিল না।

    এনি আইডিয়া?
  • pi | ২৪ আগস্ট ২০১০ ২০:১২ | 72.83.80.105
  • আরে, একে নিয়েই তো মামু গোরুর রচনা লিখেছে। এর স্বভাব চরিত্তির ওটা পড়লেই জানা যাবে ঃ)
  • rimi | ২৪ আগস্ট ২০১০ ২০:১০ | 168.26.215.135
  • পাইএর লিংকের গরু দেখে আমার খুবই ইন্টারেস্ট হল। আমার সঙ্গে চেহারায় রীতিমতন মিল, বিশেষ করে হাসিটা!!
    স্বভাবেও মিল আছে কি না কে জানে!
  • rimi | ২৪ আগস্ট ২০১০ ২০:০৬ | 168.26.215.135
  • আরে অপ্পন, মেয়ে ডাইনো দেখে নি, টিকটিকি তো দেখেছে! ঃ-)))

    অনন্যা, বাংলায় ১৬/১৭ মাসের বাচ্চার উপযুক্ত বই তো নেইই। বাংলা গল্প মুখে মুখে বলা ছাড়া উপায় নেই। আমার ছেলের ডাক্তার বলেছিলেন, ভাষা শেখানোর সহজ উপায় হল একেকটা জিনিষ দেখিয়ে সেটার নাম বলা। চান করানো, খাওয়ানো ইত্যাদি নিয়মিত কাজের মধ্যেই করতে পারো।
  • pi | ২৪ আগস্ট ২০১০ ২০:০৫ | 72.83.80.105
  • এমনি গরু দেখলেও ইন্টারেস্ট আসবে না ? ঃ)

  • pi | ২৪ আগস্ট ২০১০ ২০:০৩ | 72.83.80.105
  • অর্গানাইজড হতে পারলে জীবনে অনেক সুবিধা হয় ঠিক ই। কিন্তু আমার কেমন জানি মনে হয়, ওটা শিখিয়ে হয়না। মানে যার হবার নয়। ওটা , নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, এই সবকটাই। নৈলে অমনি মা আর ইস্কুলের পাল্লায় পড়েও আমার আজ এই দশা হত না ঃ(
  • Arpan | ২৪ আগস্ট ২০১০ ১৯:৫৬ | 204.138.240.254
  • কিন্তু রিমি, আমার মেয়ে তো ডাইনো কোথাও দেখেনি। অথচ শুরু থেকে ওইটা সবচেয়ে পছন্দের জন্তু। ঃ-))
  • Ananya | ২৪ আগস্ট ২০১০ ১৯:৪৮ | 199.133.19.254
  • rimi
    অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি চাকরি করি তাই ছেলে সারাদিন ই daycare এ থাকে, ওখানে সারাদিন english শোনে। তারপর বাড়ি এসে তার খাওয়া, চান করা এই সব নিয়ে বেশ কিছু টা সময় যায়, তার মধ্যে যত টা পারি সময় দেওয়ার চেস্টা করি। আর বাড়ি তে ওর সাথে বা নিজে রাও english একদম ই বলিনা। এমনি তেই সারাদিন english বলে জিভ টা কেমন হয়ে যায়, তাই বাড়ি এসে হাঁফ ছেড়ে বাঁচি বাংলা বলে। অসুবিধা টা হল বাড়ি তে যা যা ছেলে এর বই আছে তা সব ই english। আমি ছেলে কে বাংলা তে কথা বলা শেখাতে চাই, english নিয়ে কোন চাপ নিয় না, ওটা এই দেশে নিজে নিজে ই শিখে যাবে, কিন্তু বাংলা টা না শেখালে শিখবেনা।
  • rimi | ২৪ আগস্ট ২০১০ ১৯:৩৯ | 168.26.215.135
  • ইয়ে, গরু ছাগল অবশ্য খাবার টেবিলে খুবই ইন্টারেস্টিং!! এটা স্বীকার না করলে বিবেকের দংশন হত।
  • rimi | ২৪ আগস্ট ২০১০ ১৯:৩৬ | 168.26.215.135
  • ভালো কথা, গরু ছাগল দেখলে যে বাচ্চা আমেরিকায় আছে সে অবশ্যই বই বন্ধ করে দেবে, কারণ এই রকম অদ্ভুত জন্তু সে কোথাও দেখে নি!!! আর গরু ছাগল, সত্যি বলতে কি, রীতিমতন আনইন্টারেস্টিং!

    কিন্তু তাকে কুকুর বাইরে নিয়ে গিয়ে কুকুর দেখাও, সে সঙ্গে সঙ্গে শিখে যাবে, এরপরে বইতে কুকুরের ছবি দেখলে সে খুশি হবে ঃ-))))

    আরো জন্তু চেনাতে চাইলে আগে সোজা নিয়ে যাও চিড়িয়াখানা। তারপরে বইতে চেনাও।
  • kc | ২৪ আগস্ট ২০১০ ১৯:৩২ | 89.203.49.18
  • আকার মতের সঙ্গে আমার এত মিল এত মিল, শুধু সিপিএম বাদে। লন্ড্রি ভাঁজ করা নিয়ে এই লিংটা দিলাম, আমার ছেলে স্কুলের প্রোজেক্ট করেছে। নিজে নিজেই,

    অনন্যা ওসব চাপ নেবেন না, নার্সারি স্কুলে গেলেই হুড়হুড় (বানামটা কেমন লাগছে) করে কথা বেরোবে। আমার পুত্রের ক্ষেত্রেও একই অসুবিধা ফেস করেছিলাম আমরা।
  • rimi | ২৪ আগস্ট ২০১০ ১৯:২৭ | 168.26.215.135
  • অনন্যা, দেশের বাচ্চার সঙ্গে তুলনা করবেন না। বিদেশে বাচ্চারা একটু দেরীতেই কথা শেখে, কারণ ওরা দুটো বা আরো বেশি ভাষা শোনে,আর আপনি যদি চাকরী করেন তাহলে বাচ্চার সঙ্গে সারাদিন কথা বলার সুযোগও থাকে না।

    আমি দুটি বাচ্চাকে জানি, যারা অত্যন্ত মেধাবী, কিন্তু কথা বলতে অনেক দেরী করেছিল। একজন আমার ভাইঝি, অন্যজন আমার চাইনিজ কলিগের ছেলে। দুজনেই তিন বছর হবার আগে একটাও মিনিংফুল কথা বলে নি। কিন্তু কথা বলতে শেখার পরে ঠিক দু তিনমাসের মধ্যে পিয়ারদের ছাড়িয়ে গেছে।

    আপনি বাচ্চাকে যতোটা সম্ভব সময় দিন, আর ওর সঙ্গে কথা বলুন। বই পড়ে শোনান। শোবার সময়ে ঘুমের আগে রোজ নিয়ম করে বই পড়ে শোনান। মুখে মুখেও গল্প শোনাতে পারেন। একটু নাটকীয় ভঙ্গিতে মজা করে বললে বা পড়লে বাচ্চারা সেটা বেশি মন দিয়ে শুনবে।
  • Arpan | ২৪ আগস্ট ২০১০ ১৯:২৩ | 204.138.240.254
  • ভলভো বাসের টিকিট ওই আড়াইশো থেকে তিনশোর মধ্যেই আসে।
  • Arpan | ২৪ আগস্ট ২০১০ ১৯:২১ | 204.138.240.254
  • দিল্লি এয়ারপোর্ট প্রসঙ্গে।

    এইটা বেঙ্গালুরুর এয়ারপোর্টের ওয়েবসাইট থেকেঃ

    4) Are auto rickshaws allowed into the Airport?

    Auto rickshaws can drop off passengers at the entrance to the Trumpet Flyover on NH7, connecting Bangalore to the Airport. Auto rickshaws are not allowed beyond the Trumpet Flyover. A Shuttle Bus Service starting from the Trumpet Flyover to the Airport Terminal Building can be availed of at Rs. 10


    6) What are the parking charges?

    The Bengaluru International Airport provides space for parking 2000 vehicles. The various categories of parking available are:
    ? Long Term Parking (Regular) : Rs 60 every 4 hours : Rs 300/- for the first day (24 hours) : Rs 200 for every additional day
    ? General Parking : Rs 60 for the first 2 hours : Rs 30 for every additional hour
    ? Drop-off and Pick-up Area: No charges for the first 10 minutes : Rs 80 for every additional 30 minutes
    ? Premium Pick-up Area : Rs 80 for the first 30 minutes : Rs 80 for every additional 30 minutes
    ? Valet Service: Rs 150 for the service : Valet parking charge is as per the rates charged for Long Term Parking


    লিংঃ http://www.bengaluruairport.com/portal/page/portal/BIAL_PageGroup/BIAL_SITE_UTILITIES/Faq
  • Ananya | ২৪ আগস্ট ২০১০ ১৮:৫৮ | 199.133.19.254
  • aka আপনি কি আম্রিকা তে থাকেন? জানতে চাইছি কারন আমার ছেলে এখন ও কিছু ই কথা বলেনা, মানে সারাদিন এ বকবক করে, কিন্তু সেই ভাষা আমাদের জানা নেই, এদিকে দেশে phone করলে শুনতে পাই ওর বয়সি বা তার থেকে ছোটো এখন ই অনেক কথা শিখে ফেলেছে,গরু ছাগল সব চেনে, আর আমার ছেলে বই তে গরু, ছাগল এর ছবি দেখালে বই বন্ধ করে একটা smile দিয়ে চলে যায়। কি যে করি? গুরু এর বন্ধু রা একটু ফান্ডা দিন কি ভাবে ছেলে কে কথা শেখাবো?
  • aka | ২৪ আগস্ট ২০১০ ১৮:৩৮ | 168.26.215.13
  • আমার ছেলের বয়স পাঁচ। এখনো অনেক দেরি ঃ)
  • Ananya | ২৪ আগস্ট ২০১০ ১৮:৩৫ | 199.133.19.254
  • Aka
    খুব ভালো idea দিলেন। আপনার ছেলে এর বয়স কত? আমার ছেলে মাত্র ১৬ মাস, তাই কবে থেকে শুরু করবো ভাবছি, বিশেষ করে লন্ড্রি ভাঁজ করার idea টা দারুন।
  • aka | ২৪ আগস্ট ২০১০ ১৮:৩০ | 168.26.215.13
  • কিছুটা হিসেব করতে পারা ভালো। নইলে চটজলদি ফাইনান্সিয়াল ডিসিশন নিতে অসুবিধা হয়। আজকের যুগে শুধুমাত্র সেইক্ষেত্রেই মেন্টাল ক্যালকুলেশনের দরকার হয়। ইন জেনারাল অংকে ইন্টারেস্ট তৈরি করতে হলে প্রবলেম সলভিং ইন্টারেস্ট তৈরি করা ভালো। সেটা যে অংকের প্রবলেমই হতে হবে তা নয়। জীবনের ছোটখাটো প্রবলেম ও তার সমাধান নিজেকে করতে হলে অ্যানালিটিকাল স্কিলটা ডেভলপ করে যেটা সর্বক্ষেত্রেই কাজে লাগে। এর পরেও অংকে ভালো করতে গেলে ইনটিউশন ডেভলপ করতে হয় যেটা মস্তিষ্কের গব্যঘৃত আর ইন্টারেস্টের কম্বিনেশন। যেমন আমার ইন্টারেস্ট আছে কিন্তু গ্রে ম্যাটার কম তাই কখনোই সেরকম গবেষণা মূলক ভালো কাজ করা সম্ভব নয়। ফাইনম্যানের আবার দুটোই খুব বেশি তাই উনি ফাইনম্যান।

    ছেলেকে এই প্রথম ফর্ম্যালি অংক শেখাতে শুরু করেছে। এবছরে ওদের অ্যাজেন্ডা হল উপরে, নীচে, পাশে এগুলো ভালো করে শেখানো, আর বড়, ছোট, মাঝারির (র‌্যাংকিং) ধারণা তৈরি করা। তো, বাড়িতে নোট পাঠিয়েছে যে ছেলেকে দিয়ে গ্রসারি তোলাবে যাতে জায়গার জিনিষ জায়গায় রাখতে শেখে - কোনটা উপরে রাখতে হবে, কোনটা নীচে ইত্যাদি। গ্রসারি না হলেও ছেলের মা তাকে দিয়ে লন্ড্রি অর্গানাইজ করায় অনেকদিন। এসব ব্যপারে আমি ছেলের মার ওপরে নির্ভর করি, যা বলে অক্ষরে অক্ষরে পালন করি। এইটা আমার ভালো লেগেছে, ছোট ছোট প্রবলেম সলভিং, ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে শেখা (হোক না ভুল, ভুল থেকেও মানুষ শেখে), প্রশ্ন করা, অর্গানাইজ হতে শেখা এগুলো জীবনে খুব বেশি কাজে দেয়। অন্তত নিজেদের জীবন থেকে সেটাই আমার ধারণা। তাই অ্যাবাকাস আমার ভালো লাগে নি, এখানেও কুমন বা কিউমন আছে, এগুলোর একেবারেই উপযোগীতা নেই তা নয়, কিন্তু লিমিটেড।
  • de | ২৪ আগস্ট ২০১০ ১৭:২৯ | 59.163.30.4
  • ফুঁপিয়ে কান্না খুব ডেঞ্জারাস -- কপিলদেবের কথা মনে নাই? ঃ))
  • de | ২৪ আগস্ট ২০১০ ১৭:২৫ | 59.163.30.4
  • নাম হলে মানুষের পুরানো কলঙ্ক ধুয়ে-মুছে যায় ঃ)) -- সেই শঙ্করী-দেবী এখন কি তিনোমুলে?

    আর সেই ফেক ডক্টরেটের কেসটাও কি মমতার ছিলো না কি অন্য কারোর?
  • ranjan roy | ২৪ আগস্ট ২০১০ ১৫:৪৬ | 122.176.238.45
  • aamaar smRiti praba`Nchanaa karate paare. kintu Jaddur mane parhe ofi mahaan kaarJyaTi unii karechhilen. aar pare sambhabat: 1984'r januyaari. neharu golD kaaper semiphaainaale polyaanD o aarjenTinaa. kintu didir samarthakeraa bandh Dekechhen. ken? naa didi aager din jyotibaabur aamantraNe aasaa phaaruk aabdullaar garhir saamane abarodh kare grephataar hayechhen. kintu phuTabal paagal baa`Maalee paaye he`nTe ( aamio bilaasapur theke gechhilaam, paarkasaarkaas theke he`nTe ponse aar buruchaagaa o bhaaladaanor khelaa dekhate) maaThe giye didir bhaktader burho aangul dekhiyechilen.
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত