এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৮ | 122.172.59.45
  • অর্পণের কথায় মনে পড়লো, বিভূতিভূষণের একটা গল্প ছিল তালনবমী। ছোটোবেলায় সেই প্রথম কোনো গল্প পড়ে কেঁদেছিলাম।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৫ | 204.138.240.254
  • আমি ভাবলাম ব্যাঙ গাছে উঠে তাল পাড়ছে। জন্মাষ্টমীতে বড়া আর ক্ষীর বানিয়ে সবাইকে খাওয়াবে।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৪১ | 122.172.59.45
  • একে বলে - আধমরাদের ঘা মেরে বাঁচানো।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৪০ | 72.83.80.105
  • ওরে বাবা, এতে করে তো হিক্কাধ্বনি ছাড়া আর কোনো শব্দ বেরুবে না।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৭ | 122.172.59.45
  • যারা শব্দ করছে না, তাদের পিঠে
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৪ | 72.83.80.105
  • কার পিঠে পড়ছে ?
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:২৯ | 122.172.59.45
  • ঠাস ঠাস, দুম দুম, গুম গুম।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:১৯ | 72.83.80.105
  • শচীন কত্তা আর গাঁন শোনান না কেনে ?
  • kc | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:০৮ | 194.126.37.76
  • ধাই কিরিকিরি, ধাইধাই কিরিকিরি....
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:০৪ | 204.138.240.254
  • ও তো পাইদি নয়, পাইদির মশাদের আওয়াজ।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ১১:৩৭ | 72.83.80.105
  • টুঁ।
  • Lama | ০২ সেপ্টেম্বর ২০১০ ১১:১৭ | 203.99.212.53
  • কারো মুখে টুঁ শব্দ নাই
  • i | ০২ সেপ্টেম্বর ২০১০ ০৮:২৬ | 137.157.8.253
  • M,
    রবিবাসরীয়তে এখন যা বেরোচ্ছে, সে সব কোনো বই হিসেবে সম্ভবতঃ এখনও প্রকাশিত হয় নি।
    যা ইতিমধ্যে প্রকাশিত, পুরস্কৃত, আলোচিত-তা তো জানেন ই-গাঙচিল থেকে বেরিয়েছিল 'দয়াময়ীর কথা'। ২০০৮এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের লীলা পুরস্কার আর ২০১০ এর আনন্দ।
  • Zzzz | ০২ সেপ্টেম্বর ২০১০ ০৩:০৭ | 99.227.241.164
  • U2র এই এক্টা গানই আমার ভালো লাগে
    । বাকিগুলো চলেবল্‌
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১০ ০০:০২ | 128.231.22.87
  • না না, সে ঠিক আছে। এখানেও কালেক্ট করছে। ভদ্রমহিলার ছেলেমেয়ের জন্য।
    কিন্তু এই কার্ডের ছবি, ফ্লোরাল অ্যারেঞ্জমেন্টের ছবি , এগুলোর সমস্ত ডিটেলিং আর তাই নিয়ে ফর্ম্যাল ফর্ম্যাল একেক খানা মেইল, এগুলো কেমন একটা অস্বস্তিকর।
  • Shuchismita | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৯ | 12.34.246.72
  • আমার অফিসে কদিন আগে একজন মারা গেলেন। ভদ্রমহিলা জীবজন্তু ভালোবাসতেন। ওনার জন্য যা টাকা কালেক্ট করা হল তা আমাদের শহরের অ্যানিমাল কেয়ারে দিয়ে দেওয়া হল। সেটা খারাপ লাগে নি আমার। তবে বেশ অন্যরকম।
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৭ | 128.231.22.87
  • এখানে অনেককিছু একটু কেমনি কেমনি লাগে। একটু বেশি ই ফর্ম্যাল। আপিসের একজন মারা গেছেন। এবার মেইলের পর মেইল। কন্ডোলেন্স কার্ডে ঠিক কী কী লেখা হবে, সে নিয়ে একদফা মেল এলো। এখন যে বুকে টা পাঠানো হবে, তার ছবি এসেছে, মেইলের সাথে অ্যাটাচ করে। পড়তে অস্বস্তি লাগছে কেমন, জানিনা কেন।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১০ ২২:২২ | 168.26.215.13
  • এই u2 বোনো?





    পোষালো না। মেয়েগুলো পুরো লস্ট।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:২৯ | 168.26.215.13
  • স্টোইক, ভালো গান। কুইন ভালো লাগার কারণ হল ফ্রেডি। এবারে কেন? ক্যারিশমা, দুরন্ত গলা আর ব্যাকগ্রাউণ্ড গল্প সব মিলিয়ে কিশোরদার পরে এই কোন একজনের হুড়হুড়িয়ে ফ্যান হয়ে গেলাম। পঞ্চগনির স্কুলে পড়ে দুনিয়া কাঁপানো রকস্টার হওয়া একটা গল্প বটে। কুইনের বাকি গ্রুপ মেম্বাররা সবাই ভালো, কিন্তু ফ্রেডি ছাড়া কুইন জোলো।

    ফ্রেডিকে একবার কোন এক সাংবাদিক জিগ্যেস করেছিল তুমি কার সাথে বিছানায় যাও? ফ্রেডি উত্তর দিয়েছিল ছেলে, মেয়ে আর আমার বেড়াল। প্রকাশ্য ঘোষণা, আমি যা আমি তা, বেশি ঘাঁটিও না বন্ধু। আর ন্যাচারাল ট্যালেন্টদের প্রতি আমার বরাবরই একটু দূর্বলতা। নিজের নাই বলেই বোধহয়।
  • a x | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:১৬ | 99.54.69.60
  • স্টোয়িক, "আমাদের গেছে যে দিন" ঃ-))
  • M | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৯:৪৪ | 59.93.194.195
  • আচ্ছা রবিবাসরীয়তে যে দয়াময়ীর গল্পটা বেরোচ্ছে, ওটা কি কোনো বই আকারে আছে?
  • I | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৯:৪২ | 115.117.216.247
  • অনেকে রিলায়েন্স বলে। আমি হাতের কাছে পাইছি বইল্যা টাটা ফোটন নিছি। ফলেন পরিচয়িতে।
  • stoic | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৯:৪১ | 160.103.2.224
  • মিশটেক মিশটেক।

    এইটা।
    আগেরটা আমার খুব পছন্দের।
  • stoic | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৯:২৩ | 160.103.2.224
  • বুইসি। অনেক তো কুইন শুনলে, এবার এই গানখানা শোনো। তোমাগো মার্টিন লুথার কিং এর স্মৃতিতে কম্পোজ করা।
  • kk | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৯:১৪ | 67.187.112.132
  • রাজ,
    MLTR এর ভক্ত এই যে আমি আছি।
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৯:০৫ | 122.252.231.14
  • আমি তো আবার প্রথমে প্রাথমিক, তারপরে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক। বাকি সব ওই কমঃ আকা যা বললেন।
  • kc | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৯:০৪ | 89.203.49.18
  • আমারও কেসটা আকার মতই, সঙ্গে এক্সট্রা হল সপ্তপদীর ছবি বিশ্বাস মার্কা বাপ, শ্বশুর মশাই এবং বর্তমানে বউ। ফলে ইহকাল পরকালের জন্য আটকিয়ে গেছি।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৮:০৮ | 168.26.215.13
  • আমি আবার হাইস্কুলে পড়িই নাই। প্রথমে প্রাইমারী, তারপর সেকেণ্ডারি, তারপর হায়ার সেকেন্ডারি তাই আর রক গানও শোনা হল নি। কিশোরদা, সলিল দা আর রাহুলদায় আটকে ছিলাম, আছি। ইংরিজি গানের একটা ঝক্কি হল অধিকাংশ সময়ে কথাই বুঝি না। এখন ভাগ্যিস ইন্টারনেট আছে। সব কথা বোঝা যায়। নেটের কি মহিমা। ;)
  • Samik | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৮:০৬ | 121.242.177.19
  • জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার ... ঃ-))
  • Raj | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪৯ | 202.79.203.59
  • তেনার কুঠুরীটি যদি রাজারহাটে হয়ে তাইলে খুব কাছাকাছি বলতে সল্লেকের কলম্বিয়া এশিয়া / এ এম আর আই তে ফোনালে অ্যাম্বুলেন্স আসতে খুব একটা দেরি হবে না।

    দীর্ঘমেয়াদি চিকিৎসা বা কোন প্রি-প্ল্যানড সার্জারি ব ট্রিটমেন্টের জন্য রুবি বা দেবী শেঠীর হাসপাতালেও আসতে পারেন , দুটিই ই এম বাইপাসের গায়ে , ফলে উপকন্ঠ থেকে আসতে খুব একটা সময় লাগবে না।
  • til | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৫:৫৪ | 220.253.188.98
  • ধরুন কেউ বিশ বছর বাদে পশ্চিমবঙ্গে ( কলকাতার উপকন্ঠে) সেটল করতে চায়। একটি ছোট্ট কুঠরী আছে থাকার, বাজারঘাট বা এস্টাবলিশড লোকালয় কাছেপিঠে নেই।
    চিকিৎসার ব্যাপারটাই মুখ্য, রাতবিরেতে এমার্জেন্সী অথবা কোন ক্রনিক অসুখের সমস্যা।
    এমনি কোন বায়নাক্কা নেই, গোপাল বড় সুবোধ ছেলে, যাহা পায় তাহা খায়। মানে খুব একটা মেটিরিয়ালিস্টিক পার্টি নয়। কিন্তু ঐ চিকিৎসার ব্যাপারটার একটা সুরাহা হওয়া দরকার; কারণ পা ভেঙ্গে গেলে বা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা রবীন্দ্রসঙ্গীত বা বইমেলায় সারে না।
    অঢেল অর্থের যোগান নেই, তবে মাঝারী সামর্থ্য।
    এমতবস্থায় জনগণের কি বিচার?
    একটু আইডিয়া পেলে ভাল হতো, ধনধান্যে শুনলে পিরীত উথলে ওঠে, কালবৈশাখীর জন্যে আকুলি বিকুলি কিন্তু ঐ যে পেটে ব্যথার কথা বললাম!
  • Arya | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৩:৪৭ | 125.16.82.195
  • মোবাইল ব্রডব্যান্ড এর মধ্যে কোনটা সবথেকে ভালো, কেউ একটু বলবে?
  • stoic | ০১ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৩ | 160.103.2.224
  • নাদান বালকেরা বুড়ো বয়সে হঠাৎ রক ডিসকভার করলে এই হয়। এসব আমরা হাইস্কুলে শুনতাম। সিঁফোর ফান্ডা ভাল, অক্ষর ফান্ডা ভাল। আহা, ছিল সেই সব দিন, ২০০০ সালের আশেপাশে, যখন আমরা চ্যাটে গান গাইতাম। ;-)
  • sda | ০১ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৫ | 117.194.207.111
  • কেউ Poets of the fall শোনেন না ?
  • sda | ০১ সেপ্টেম্বর ২০১০ ১২:১৬ | 117.194.207.111
  • মেটালিকা ইজ মেটালিকা। আহা , Master of the puppets , Sad But True, Dont trade on me .......... সে কি ভোলা যায় !
  • lcm | ০১ সেপ্টেম্বর ২০১০ ১১:২৩ | 69.236.164.54
  • আরে কেসি, না না। দিনের শেষে সেই সলিল, আর ডি --- কিশোর।
    আর দাদু তো আছেনই -
    ....
    আজ হাওয়া যেমন পাতায় পাতায়
    মর্মরিয়া বনকে কাঁদায়
    ...
  • kc | ০১ সেপ্টেম্বর ২০১০ ১১:১৪ | 89.203.49.18
  • নাঃ লোকগুলো সব ফিরিঙ্গি হয়ে গেছে।
  • lcm | ০১ সেপ্টেম্বর ২০১০ ১০:৫৯ | 69.236.164.54
  • মেটালিকা বলে একটা গ্রুপ ছিল - পুরো ধাতব সংঘর্ষ।
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০১০ ১০:৫৪ | 112.133.206.21
  • * ভারি
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০১০ ১০:৫৪ | 112.133.206.21
  • ভরি ধাতব কারুকার্য। আরেকটা।

  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০১০ ১০:৪৫ | 122.252.231.14
  • এইবার একটু গুরুপাক আইটেম। ঃ-)

  • lcm | ০১ সেপ্টেম্বর ২০১০ ১০:৩২ | 69.236.164.54
  • বসেলি-র ঐ যে সেই টা, ভেগাসে বেলাজিও-র সামনে ওয়াটার ফাউন্টেনের সাথে - কন তে পার্তিরো ...

  • Raj | ০১ সেপ্টেম্বর ২০১০ ০৯:৫৪ | 202.79.203.59
  • এমএলটিআর ভক্ত কেউ আছে নাকি এখানে?
    দ্যাটস হোয়াই ইউ গো অ্যাওয়ে '
    অ্যাম নট অ্যান অ্যাক্টর
    তার পরে
    পেন্ট মাই লাভ .... আ হা হা

    ব্র্রায়ানের ব্যাপারে অপ্পনকে ক - '৬৯এর গ্রীস্ম' , '৯নং মেঘ', 'যা কিছু করি তোমার জন্য' এসব দিয়ে শুরু করে নেশাটা একটু জমলে আসতে হবে "প্লিজ ফরগিভ মি" ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত