এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ২৮ আগস্ট ২০১০ ২১:৩৩ | 72.83.80.105
  • তা ভানুদা, zমালয়ে কী কী চ্যানেল আসে ? পিকচার, সাউন্ড কোয়ালিটি কেমন ?
  • pi | ২৮ আগস্ট ২০১০ ২১:২৭ | 72.83.80.105
  • Zমালয় থেকে সব গুরুতে ল্যান্ড করতে শুরু করেছেন দেখি ! :o
  • Bhanu bnarujje | ২৮ আগস্ট ২০১০ ২১:০১ | 59.93.198.108
  • আরে তুলসীদা, কোথায় সিলেন অ্যাদ্দিন? আসকে 'ভ্রান্তিবিলাস' দিয়েসিল টিভি-তে। এইখানে zমালয়ে বইস্যা বইস্যা দ্যাখসিলাম আর ভাবতেসিলাম কি কমেডি আমরা কইর‌্যা আইসি। এহন তো কিসুই নাই, স্রেফ ভাঁড়ামি। আপনি দ্যাহেন নাই? আর কন, খবর টবর কেমন সলতাসে?
  • pi | ২৮ আগস্ট ২০১০ ২১:০০ | 72.83.80.105
  • তুলসীদাদু, পেন্নাম। এইটা দ্যাখেন।
    http://www.youtube.com/user/coolcal2111#p/u/1/CWEMT6BZK0A
    এখেনে হারাধনদাদুকে দেখতে না পেলে তো ভাবতাম হিন্দি গান ই ডাব করা !
    তা, দাদু, এগুলোর জন্য নিশ্চয় আফশোস হয় আপনার। ভাবুন তো, আর কটা দিন টেনে দিলে এই হারাধন বাবুর রোলটা আপনিও পেতে পারতেন। আপনাকে ঘিরে এইরকম নাচা গানা ....
  • tulsi chakkotty | ২৮ আগস্ট ২০১০ ২০:৫৩ | 66.180.187.176
  • কি চলছে বাবারা ও মায়েরা?
  • pi | ২৮ আগস্ট ২০১০ ২০:৪৬ | 72.83.80.105
  • এটা তুই ইউটিউব দেখে জানলি ? :P
  • roks | ২৮ আগস্ট ২০১০ ২০:২৮ | 203.110.246.22

  • অনেক জিনিষ জানা যায় ইউটিউব থেকে ঃ)
  • roks | ২৮ আগস্ট ২০১০ ২০:২১ | 203.110.246.22
  • আরে, নিরামিষ প্রতিবাদ তো! প্যাঁজ-রসুন ক্যানো দেবে!
  • pi | ২৮ আগস্ট ২০১০ ২০:১৩ | 72.83.80.105
  • হুঁ, ঠিক ই তো, একদম ছেড়ে দিস না। ফেসবুকে গিয়ে ব্যাটাকে পাকড়া। ট্রিট না দিলে দেওয়ালে স্লোগান লিখে লিখে ভরিয়ে দে !
  • pi | ২৮ আগস্ট ২০১০ ২০:০৯ | 72.83.80.105
  • হুঁ, পেঁয়াজ, রসুন এসব ও তো কিছু ছিলোনা। তবে, প্রতিবাদ করার আর কোনো রাস্তা পাওয়া গ্যালো না ? ওনাকে বোধহয় কিছু বলতেও দেওয়া হয় নি।
    এই জঙ্গী, নাটুকে স্টান্সগুলো নিয়ে কি এস এফ আই 'বাম' দল হিসেবে জমি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে ?

    ওদিকে, এটার মত ই আরেকটা ঘটনা নিয়ে দেখি লাল সেলাম, সংগ্রামী অভিনন্দনের গুচ্ছ ছড়াছড়ি।
    কালকের ঐ বাঘা যতীনের ঘটনা। এ নিয়ে দেখি সিপিএম কর্মী, সমর্থকরা হেব্বি জোশে আছেন। ঐ এলাকায় এখনো তিনুদের ক্যাল দেবার মত ধক আছে, সংগঠন ও আছে, এটা তো দেখানো গেল। HHB,এ কী কম কথা !
  • roks | ২৮ আগস্ট ২০১০ ১৯:৫১ | 203.110.246.22
  • আর, সে তো সব সম্পর্কই জটিল, তাই বলে খাওয়াবে না!
  • roks | ২৮ আগস্ট ২০১০ ১৯:৫১ | 203.110.246.22
  • আলু-ডিম-টমেটো দিয়েচে, নুন-হলুদ দেয় নি, টেস্ট হবে না ঃ(
    তবে, ওক্কুট দেখে মনে হলো, এই কাজটাই যদি অন্য কোনো দল করতো, তা'লে এসেফাই বেশ ফ্যাসিবাদি-গণতন্ত্রের লজ্জা-টজ্জা বলতে পারতো ঃ(
  • pi | ২৮ আগস্ট ২০১০ ১৯:৩২ | 72.83.80.105
  • ব্যাপারটা তো কম্পলিকেটেড।;-)
  • roks | ২৮ আগস্ট ২০১০ ১৯:৩১ | 203.110.246.22
  • ভালো কথা, কাল যে আমি গুরু-র রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে কোচ্চেন করলাম, কেউ জবাব দিলো না.... এ কি ট্রীট দেওয়ার ভয়ে?
  • pi | ২৮ আগস্ট ২০১০ ১৯:০৯ | 72.83.80.105
  • ভাল কথা, আলুবাবুকে নাকি প্রেসিতে ডিম আর টমেটো ছুঁড়েছে ? ঃ)
  • pi | ২৮ আগস্ট ২০১০ ১৮:৩৫ | 72.83.80.105
  • পিপলি প্রসঙ্গে রাজদীপের সাথে ক।

    কিন্তু কমরেড আকার হৈলো কি ? শুক্কুরবার, রাম খাওয়া ও পদ্য লেখার দিনকে শুধু গানের দিন বানিয়ে দিলেন ! এঃ !

    ডিডিদাও কি এখন শুক্কুরবার রাতে খালি সম্বর, রসম ই পান করে চলেছেন?
  • Raj | ২৮ আগস্ট ২০১০ ১৪:৫৬ | 202.79.203.59
  • পিপলি লাইভ ভালো লাগল না, বিশেষ করে কৃষিঋণ-মহাজন-রাষ্ট্র ব্যাবস্থাকে প্রায় পাশ কাটিয়ে ঐ আত্মহত্যা করে টাকা পাওয়ার চক্করকে হাইলাইট করাটা বেশ অশোভন মনে হল।
  • Tim | ২৮ আগস্ট ২০১০ ১২:০১ | 173.163.204.9
  • এইজন্য আমি লিংকটিংক খুব সাবধানে খুলি। ঘুমোতে যাওয়ার আগে পোসেনজিত। কোনো মানে হয়!
  • Arpan | ২৮ আগস্ট ২০১০ ১১:০৭ | 122.252.231.14
  • আমিও একটা গান দেই।

  • aka | ২৮ আগস্ট ২০১০ ১০:০৯ | 24.42.203.194
  • এই যে আর একটা রইল। আমি ডেফিনিট এই সুরে কোন একটা হিন্দি গান রয়েছে, কিছুতেই ম্যাপ করতে পারলুম না।

  • aka | ২৮ আগস্ট ২০১০ ০৭:১৯ | 24.42.203.194
  • ঠিকাছে কেসির জন্য রইল

    ১।


    ২।
    - এটা নাকি ১০ মিনিটে সুর দেওয়া। প্রেসলি এস্টাইল।
  • zzomega | ২৮ আগস্ট ২০১০ ০২:৫৮ | 151.141.84.171
  • নিজের ভাষায় অঙ্ক লিখিয়া মর্মে পশিলে পীড়া
    রামের চরণ শরণ লইয়া কষিয়া খাইও ক্ষীরা।
  • Tim | ২৮ আগস্ট ২০১০ ০২:৫৭ | 198.82.17.46
  • মর্মপীড় নিদ্রিত। আকাদার সিমুলেশনে জং। গান গাইছে।
  • zzomega | ২৮ আগস্ট ২০১০ ০২:৪৮ | 151.141.84.171
  • ব্রিটিশ কায়দার জেড কি বিলুপ্ত হয়ে গেল? এখন সব আম্রিকান জি ???? লেখাও তো যায় না ঐ বাজিং সাউন্ড! এদিকে বসে আছেন g, কী কনফু অবস্থা!
  • kc | ২৮ আগস্ট ২০১০ ০২:৪৭ | 89.203.49.18
  • আজ্জোকে স্প্যাম করার জন্য ওয়ার্নিং দেওয়া হোক। দুদিন আগেও একই গানের লিং দিয়েছে।
  • aka | ২৮ আগস্ট ২০১০ ০২:৪৭ | 168.26.215.13
  • ডিপেন্ডস দিনের কোন সময়ে বলা হচ্ছে।
  • zzomega | ২৮ আগস্ট ২০১০ ০২:৪৫ | 151.141.84.171
  • কিন্তু GG না, ZZওমেগা . :-)
  • aka | ২৮ আগস্ট ২০১০ ০২:৪২ | 168.26.215.13
  • এমনও হতে পারে জিজি ও মেগা। সম্ভাবনা অসীম, কিছুই বাদ দেওয়া উচিত নয়।
  • aka | ২৮ আগস্ট ২০১০ ০২:৪১ | 168.26.215.13
  • কবিতা লিখব ভেবেছিলাম কিন্তু থাক। গান শোনাই বরম।

  • Tim | ২৮ আগস্ট ২০১০ ০২:৪০ | 198.82.17.46
  • মেগা নয় মেগা নয়, ও মেগা
  • Tim | ২৮ আগস্ট ২০১০ ০২:৩৮ | 198.82.17.46
  • সদাজাগরুক, পীড়।
    এই বিংশ শতাব্দীর
    মসীহা। দূরে দেখা যায় ধোঁয়া।
    চলে গুলি,
    এপাড়ায় আজ লাগিয়াছে ক্যালাকেলি
    ললাটে তব শুষ্ক চরণধূলি
    ছোঁয়াইয়া নেয়, ওপাড়ার গাঙ্গুলী।
    পুণ্য চরণ, মুছিয়া লইছে
    ঘুষখেকো রামশরণ।
  • aka | ২৮ আগস্ট ২০১০ ০২:৩৬ | 168.26.215.13
  • এই জিজিমেগাটা কেগা?
  • zzomega | ২৮ আগস্ট ২০১০ ০২:৩৫ | 151.141.84.171
  • খাইবার পাসও। পাস দেওয়া যায়। :-)
  • Tim | ২৮ আগস্ট ২০১০ ০২:৩১ | 198.82.17.46
  • মানে ঐ দুটো। অপ্পন টুক করে ঢুকে পড়েছে। ছুঁচের মত।
  • aka | ২৮ আগস্ট ২০১০ ০২:৩১ | 168.26.215.13
  • অঙ্কের ভাষা নয়ত নিজের ভাষা এই দুটো ভাষা জানলেই পরীক্ষা পাস দেওয়া যায়।
  • peerhkaashem | ২৮ আগস্ট ২০১০ ০২:৩০ | 117.194.227.105
  • মুর্খ বালক।
    মর্মপীড় আছেন।
    সদাজাগরুক।
  • Tim | ২৮ আগস্ট ২০১০ ০২:৩০ | 198.82.17.46
  • এইটা দেখে আমার সেই অঙ্কের ভাষায় প্রকাশ করো মনে পড়লো।
  • Arpan | ২৮ আগস্ট ২০১০ ০২:২৯ | 112.133.206.21
  • লিন সিগমাও বটে। ডানদিকে বাংলা ছাড়াই ছ্যাড়ছ্যাড় করে নামছে।
  • aka | ২৮ আগস্ট ২০১০ ০২:২৬ | 168.26.215.13
  • একে বলে সিক্স সিগমা বানাম। মতান্তরে জিরো ডিফেক্টও বলা যায়।
  • Tim | ২৮ আগস্ট ২০১০ ০২:২৪ | 198.82.17.46
  • ব্যাপক। প্রায় মেরে এনেছিলাম। স্লাইট হোঁচট খেয়েচে বটে, তবু ঝক্কাস বানাম।
  • Tim | ২৮ আগস্ট ২০১০ ০২:২৪ | 198.82.17.46
  • সঞ্জয়দের জন্যই দৃতরাষ্ট্রদের (এই বানাম বাংলা না এলে কেমন হয় দেখা যাক) এই হাল। কি দেখতে কি দেখিয়েছে।
  • aka | ২৮ আগস্ট ২০১০ ০২:২১ | 168.26.215.13
  • অঃ সঞ্জয় ঝেঁপেছিল। এদ্দিনে বুইলাম। অনেকদিন ধন্দে ছিলাম এই নিয়ে। ঃ)
  • Arpan | ২৮ আগস্ট ২০১০ ০২:২০ | 122.252.231.14
  • পাড়ায় পাড়ায় দেখি অনেক সঞ্জয় ছিল। ঃ-)
  • pi | ২৮ আগস্ট ২০১০ ০২:২০ | 128.231.22.87
  • মর্মে পীড়ার উৎপত্তি ও তো এই থেকেই।
  • pi | ২৮ আগস্ট ২০১০ ০২:১৯ | 128.231.22.87
  • ই পড়েনি সেইটা বুইতে পারি নি। কিন্তু তা সঙ্কেÄও উপলব্ধিটা উপলব্ধ হয়েছিল। কে বলে অন্যেরা বুইতে পারে না ?
  • Tim | ২৮ আগস্ট ২০১০ ০২:১৯ | 198.82.17.46
  • অথচ কবি বলেছেন, ক্যালাকেলিই প্রেম। বা, প্রেমএর বহিঃপ্রকাশ। মর্মপীড় থাকলে এই নিয়ে পদ্য হতো।
  • P | ২৮ আগস্ট ২০১০ ০২:১৭ | 217.162.211.123
  • প্রেম এর জন্য ক্যালাকেলি করলে, কোনো love হয় না।
  • Tim | ২৮ আগস্ট ২০১০ ০২:১৪ | 198.82.17.46
  • একটা ই পড়লোনা বলে ভাষাটা খোলতাই হয়েছে। ভালো।
  • pi | ২৮ আগস্ট ২০১০ ০২:১৩ | 128.231.22.87
  • কেলানিটা কে দিয়েছিলেন ? আর কেলানি টা কাকেই বা দিতে এয়েছিলেন ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত