পামিতে, "আমের তলায় ঝুমুর ঝামুর" মনে পড়ছেনা, আগে কোথায় শোনার কথা? শুরুর কাস্টিং স্ক্রোলের সময়ই ছিল আর তারপরে অনেকবার ঘুরে ফিরে এসেছে সিনেমাটাতে বিশেষ মুহূর্তে। ঘাস গজানো রেললাইন যেখানে শেষ, সেখানে খুঁটির ওপর ভর দিয়ে ভৃগু আর অনসূয়া যখন পদ্মার দিকে তাকিয়ে, তখনও।
রাইটো। বিপ্লব হয়েছিলেন "পেবা'। ওটার কয়েকটা এপিসোড আম্মো দেখেছিলাম, আর ক্কীআশ্চর্য, আম্মো তখন ছোটো ছিলাম ঃ-)
byaang | ২০ আগস্ট ২০১০ ০৯:৫৬ | 122.172.62.209
ইপিস্তাবক্স আপনার পাঠানো ব্যোমকেশের লিংক দেখে অনেক ক্ষণ বাকরুদ্ধ হয়ে ছিলাম। ভাগ্গ্যিস পাঠালেন লিংকটা, আম্মো সাবধান হয়ে গেলাম।
byaang | ২০ আগস্ট ২০১০ ০৯:৫৩ | 122.172.62.209
সুবন্নলতা নিয়ে শমীককে বড় করে ক্ক। সুবন্নলতা তো আগেও সিরিয়াল হয়েছে, সুমিত্রা মুখার্জী, গীতাদেবী এরাঁ ছিলেন যদ্দূর মনে পড়ছে। প্রবোধ মনে হয় বিপ্লব চট্টোপাধ্যায় করেছিলেন। ছোট্টো ছিলাম বলেই কিনা জানি না, ওটাই বেশি ভালো লেগেছিলো। তবে সিনেমায় মাধবী বড্ড ওভার অ্যাক্টিং করেছিল। তবে নতুন-পুরনো সিনেমা-সিরিয়াল যাই হোক না কেন, ভালো লাগাটা শুধুমাত্র কাহিনীর জন্য।
Shuchismita | ২০ আগস্ট ২০১০ ০৮:৫৪ | 71.201.25.54
সুবর্ণলতা মাঝে মাঝে ইউটিউবে আপলোড করে। ছোটো যে মেয়েটি সুবর্ণলতা করছে সে ব্যাপক অভিনয় করে।
pi | ২০ আগস্ট ২০১০ ০৮:৫১ | 72.83.80.105
হ্যাঁ, ঐ একই রকম ক্যাবারে গান তো। পরিণীতায় ছিলো। তবে গানটা ভালো লেগেছে। গায়িকাকেও। কিন্তু কে তিনি ?
Samik | ২০ আগস্ট ২০১০ ০৮:৫০ | 122.162.75.150
সুবন্নলতা আম্মো মাঝে মাঝে দেখি, তবে আজকাল এত তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় না!
সিরিয়ালটা তেমন আহামরি কিসু নয়, কিন্তু কাহিনিটা আজও সমানভাবে টানে। সমস্ত ক্রেডিট আশাপুন্না বুড়ির।
এদিকে দিল্লির মাথায় আকাশ ভেঙে পড়েছে। ননস্টপ বিষ্টি চলছে কাল থেকে। অঝোরধারে। বন্যাদুর্গত না হয়ে যাই।
Shuchismita | ২০ আগস্ট ২০১০ ০৮:৪৮ | 71.201.25.54
আরে! এই গানটা ঐ রেখার সেই গানটার মত না? কি যেন একটা সিনেমা হল - বিদ্যা বালান ছিল!
ব্যোমকেশকে ভালো লাগল না ঃ(
তবে শাশ্বত মনে হয় অজিত। ওকে বেশ মানিয়েছে।
psi | ২০ আগস্ট ২০১০ ০৮:২৯ | 72.83.80.105
না না, সত্যবতী না ! নিজেই দেখে নাও ঃ) এই সেই ট্রেলরদ্বয় যা দেখে ব্যোমকে গেচি !
byaang | ২০ আগস্ট ২০১০ ০৮:১৭ | 122.172.62.209
ব্যোমকেশে স্বস্তিকা কি করছে? সত্যবতী হয়েছে নাকি? কি সব্বোনাশ! আর নতুন ব্যোমকেশ কে হয়েছে?
pi | ২০ আগস্ট ২০১০ ০৮:১৪ | 72.83.80.105
কেসিদা, ভালো হলেও এই ব্যোমকেশ দেখবো নি। রজিত কাপুরের ঘোর মোটেও কাটাতে চাইনে ঃ)
আমি মোটামুটি কে হবে টা রেগুলার দেখেছি-কয়েক টা এপিসোড বাদ দিলে ভালো ই হয়েছে।
Paramita | ২০ আগস্ট ২০১০ ০০:৩৪ | 122.167.251.252
সাড়ে নটা থেকে বারোটা অবধি টিভির সামনে বসে থাকার একটা সলিড অব্যেস তৈরি হচ্ছে ধীরে ধীরে।
Paramita | ২০ আগস্ট ২০১০ ০০:৩৩ | 122.167.251.252
অনুরাগ বসু খুব মাইডিয়ার অ্যাঙ্করিং করেন।
m | ২০ আগস্ট ২০১০ ০০:৩০ | 122.161.164.192
আমি তো অনুরাগ বসুর প্রবল পাখাঃ)
pi | ২০ আগস্ট ২০১০ ০০:২৯ | 128.231.22.87
পুরো সিনেমাটা ভালো করে না দেখে এইসব বকবক করা বোধহয় ঠিক হলনা।
তবে, এই যে , বিদর্ভের চাষীরা যা বলছেন ঃ
Vidarbha Jan Andolan Samiti president Kishore Tiwari said: ?Our objection is to a scene in the film which shows a brother telling a farmer to commit suicide so that he can avail of the Rs1 lakh compensation by the state government. ?Had the filmmaker stuck to a script highlighting the plight of the farmers, we would have appreciated it. But such depiction is not only false, but also insensitive.? ..... ?Despite the huge package promised by the Centre and the state, only 8% of farmers? families availed of the compensation.
?In villages, nobody is so insensitive. Nobody is going to kill an 85-year-old father or a mother for Rs1 lakh.
?Farmers are driven to suicide because of wrong policies by the government. Instead of focusing on the deep-rooted problems responsible for farmers? distress, the film highlights greed. It sends a wrong message to the public on a crucial issue.?
তবে এই টাইটল সংটা আদ্দেক। মানে যদ্দিন সুবন্ন ছোটো ছিল। আজ সুবন্ন বড় হয়ে অনন্যা চট্টোপাধ্যায় হয়ে গেল আর টাইটল সং-টাও বড় হয়ে গেল। সেইটা ইউটিউবে ওঠে নাই এখনো।
pi | ২০ আগস্ট ২০১০ ০০:২৩ | 128.231.22.87
তবে ট্রেলর দেখে কিছু বোঝা দায়। সে দেখে পিপলি লাইভ তো এত ভালো লেগেছিল। সিনেমা দেখতে গিয়ে তো কই, অমনটি লাগলো না। হতে পারে এই নিয়ে চাদ্দিকে শুনে একটু বেশি ই এক্ষপেক্সটেশন নিয়ে বসেছিলুম। হতে পারে এমনি মাথা ধরা নিয়ে দেখছিলুম বলে ভল্লগছিলো না। এও হতে পারে, সিনেমাটা পুরোটা দেখলে ভালো লাগতো। নাঃ, ভাল্লাগছিলোনা বলে পুরোটা দেখিনা, তা নয়। ঐ অনলাইন সাইট থেকে হঠাৎ পালে পালে ভাইরাসের আগমন হচ্ছে বলে আশঙ্কিত হয়ে বন্ধ করে দিয়েছিলুম। অভিনয় অবশ্য ই খুব ভালো । প্লটটাও অন্যরকম। চমক আছে। কিন্তু ট্রেলর দেখে যেমন ব্যাপক লেগেছিলো, সেই ব্যাপক লাগাটুকুনি আর সিনেমা দেখতে গিয়ে এলোনা। হতে পারে, সিনেমার যা কিছু চমক, ব্যাপক,ঐ ট্রেলরের মধ্যেই গুঁজে দেওয়া আছে । আর, ঐ হাসি দিয়ে আন্ডারলাইন করে করে মেসেজ পৌঁছানোর চেষ্টা, এটা জানি কেমন কেমন লাগছিলো। পুরোটা দেখিনি, তাই জানিনা, সমস্যার মূল টা নিয়ে কতটা কি টানাটানি হয়েছে। যতটুকু দেখ্লাম, অনেক গিমিক আছে। সরকার আর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গ, ঠিক আচে। কিন্তু কেন জানি ঐ ব্যংগটা অনেকটাই কৃষকদের কস্টেও করা হয়েছে বলে মনে হল। হুতো ঐ সিনেমা দেখে সহদর্শকদের যে প্রতিক্রিয়ার কথা বলেছিলো, সিনেমাটা যেন অনেকটা সেই 'এনটারটেনমেন্টের রসদ যুগিয়ে গেছে মনে হল।
বিদর্ভের কৃষকরা নাকি খুব খচে গেছেন সিনেমাটা দেখে। বলেছেন, এটাতে ওনাদের ই খাটো করা হয়েছে। ব্যান করার দাবি ও নাকি তুলেছেন !
সুবর্ণলতা দেখার জন্য রোজ রাত বারোটা অবধি জেগে থাকতে হচ্ছে। বেশ ওয়েল মেড। টাইটল সংটা অসাধারণঃ
Arpan | ২০ আগস্ট ২০১০ ০০:১৭ | 122.252.231.14
কেন? অনুরাগ বসু তো ঠিকঠাকই বাংলা বলে।
kc | ২০ আগস্ট ২০১০ ০০:১০ | 89.203.49.18
ব্যোমকেশ' সিনিমাটা নাকি ভালোই হইছে। দেখেই ফেল।
anaamik | ২০ আগস্ট ২০১০ ০০:০৯ | 59.164.239.242
মামু কিঙ্ক থেকে ইন্সেস্ট-এর দিকে বেঁকছে ঃ-( গুন্নাইট
pi | ২০ আগস্ট ২০১০ ০০:০৬ | 128.231.22.87
'প্রেম পয়সা দিয়ে কেনা যায়না' ! স্বস্তিকা নাকি এইসব ডায়লগ ঝেড়েছে ! এরপর আর সে ব্যোমকেশের সিনিমা দেখা যায় ?
Ishan | ২০ আগস্ট ২০১০ ০০:০৬ | 122.161.164.192
এবার ডাভ এর অ্যাড। নাঃ আর টিভি না।
Ishan | ২০ আগস্ট ২০১০ ০০:০৪ | 122.161.164.192
মেক লাভের বাংলা তো সোজা। কাছে আসি, ছোটোমাসি?
Ishan | ২০ আগস্ট ২০১০ ০০:০২ | 122.161.164.192
বেশ। কাল তাইলে "কে হবে বিগেস্ট ফ্যান' এর উপরে একটা ছোটো টক দেব। আজ না।
aka | ২০ আগস্ট ২০১০ ০০:০২ | 168.26.215.13
মেক লাভের বাংলা নাকি ভালোবাসা বলি ভালোবাসার ইংরিজি কি হবে?
হ্যাঁ হ্যাঁ বাজার বাজার। কই?
RATssss | ২০ আগস্ট ২০১০ ০০:০১ | 63.192.82.30
সবই ভালো মামী... ছানা - পোনা - গিন্নি... শুধু দিনের শেষে আপিস সেরে বাড়ি ফিরলে মনে হয় বাড়ি নয় কুরুক্ষেত্রে এসে পরেছি।
anaamik | ১৯ আগস্ট ২০১০ ২৩:৫৬ | 59.164.239.242
এমা, আজ্জোদা এইটা জানে না -
"নীচে এসো, ভালোবেসো" এতো না শুনে, শুধু ক্যাপশন দেখেই করে ফেল্লুম :P
বলি, এইসব উৎপটাং গান না শুনিয়ে একটু 'বাজার'-এ যাওয়া যেত না? ( কত্ত জিনিশ আজকাল তক্ক না করে ছেড়ে দিচ্ছি!)
pi | ১৯ আগস্ট ২০১০ ২৩:৫৫ | 128.231.22.87
কিরকম অর্বাচীনের মত কোশ্চেন করছে মামু। আমি , এই আমি নাকি চিনবো না !!
Ishan | ১৯ আগস্ট ২০১০ ২৩:৫০ | 122.161.164.192
আরে ধুর। জিৎকে চেনো জিৎ?
pi | ১৯ আগস্ট ২০১০ ২৩:৪৮ | 128.231.22.87
ধুর ! মামু যে কখন কী কয় ! এই লিখলো বৌদিমণি ই কোলে তুলে নিলেন ঃ)। ভাবলাম মামু বোধহয় তার প্রতি ঈর্ষাকাতর :P
aka | ১৯ আগস্ট ২০১০ ২৩:৪৮ | 168.26.215.13
একটা বাংলা অনুবাদ করতে দিয়ে যাই, পারলে বুঝি। (বড়দের জন্য ছোটদের শোনা মানা)
Ishan | ১৯ আগস্ট ২০১০ ২৩:৪৮ | 122.161.164.192
এইটাই। কিন্তু এতে কোলে তোলা নেই। আর অ্যাঙ্করও নেই। ঃ(
pi | ১৯ আগস্ট ২০১০ ২৩:৪৫ | 128.231.22.87
এইটি দেখেছিলাম কদিন আগে ঃ) ,
মামু, এই কি সেই শো ?
Ishan | ১৯ আগস্ট ২০১০ ২৩:৪২ | 122.161.164.192
গোঁপওলা মহিলাই নীলাঞ্জনা। বলে দিল।
আর অ্যাঙ্করের কোলে মোটেও ওঠেনি। অ্যাঙ্কার একটা হাতকাটা হলুদ গেঞ্জি আর হাপ প্যান্ট পরে। এই ড্রেসটা আমার ভারি পছন্দ। এইটা পরে আমি আপিস যেতে চাই। তাই অ্যাঙ্কর হব।
মেয়েদের কোলে নিতে হলে জিৎ হতাম। অ্যাঙ্কর কেন হতে যাব?
m | ১৯ আগস্ট ২০১০ ২৩:৪১ | 122.161.164.192
আরে!! ইন্দুমতী যে!! কি খবর? ছানাপোনা সবাই ভালো তো?
Ishan | ১৯ আগস্ট ২০১০ ২৩:৩৮ | 122.161.164.192
এখন একটা ছোট্টো ব্রেক। টাইটল সঙঃ বৌদিমনি গো ও ও ও।
আর পারছিনা।
RATssss | ১৯ আগস্ট ২০১০ ২৩:৩৮ | 63.192.82.30
দুজন -ই বোধহয়...
কিন্তু এগুলো কোথায় দেখা যায়? আপিসে বসে নির্ঘাত দেখা যায় না
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন