এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r.h | ০৯ আগস্ট ২০১০ ১৪:৪৬ | 203.99.212.54
  • কবি বলেছেন হিন্দী হ্যায় হাম।
    আর দিদির কাব্যপ্রীতি সুবিদিত। নন্দীগ্রামের মানুষ তো বটেই, মা এবং মাটিরও তা জানা আছে।
  • Samik | ০৯ আগস্ট ২০১০ ১৪:৩৭ | 12.191.136.2
  • আব্বে, টাইপ করতে টাইম লাগে না?

    মমতাদিদির ভাষণ বেশিক্ষণ শুনতে পারি নি। অনেকক্ষণ কারেন্ট নেই, ইনভার্টারে টিভি বেশিক্ষণ চালানো উচিত নয়। মোটামুটি শুরুটা শুনলাম, শুনে জানলাম, মহাশ্বেতা দেবী ওঁয়ার "মাতৃসম'। তিনি এসেছেন। আর কে কে এসেছেন? কল্যাণ ব্যানার্জি থেকে "শুরু করে', জয় গোস্বামী থেকে "শুরু করে', ব্রাত্য বসু থেকে "শুরু করে', সুব্রত মুখার্জি থেকে "শুরু করে', নির্বেদ রায় থেকে "শুরু করে', নচিকেতা থেকে "শুরু করে', শিশির অধিকারী থেকে "শুরু করে' ইত্যাদি এক প্রস্থ শুরু করে-র পর তিনি আবার শুরু করলেন, গড়বেতা থেকে "শুরু করে', তমলুক থেকে "শুরু করে', ক্ষীরপাই থেকে "শুরু করে', মহিষাদল থেকে "শুরু করে', শালবনী থেকে "শুরু করে', ... অবশেষে নন্দীগ্রামে এসে তিনি উদাসিনী হলেন।

    "আমি দেখলাম, নন্দীগ্রাম থেকে আসা একদল মানুষ, ছোটো ছোটো ঠোঙায় করে, মুড়ি খাচ্ছেন। আমি তাঁদের জিজ্ঞেস করলাম, আপনাদের ক্ষিদে পেয়েছে? ভুখ লাগা? ( মাইরি, লেত্রী কি কানা নাকি?) তাঁরা বললেন, হাম ন্যান্দিগ্রাম সে আ রাহা হুঁ। ...'

    আমি হতবাক হয়ে টিভি বন্ধ করে দিলাম। নন্দীগ্রামের লোকেরাও আজকাল হিন্দিতে কথা বলে। তাও মমতা ব্যানার্জির সাথে !!
  • de | ০৯ আগস্ট ২০১০ ১৪:৩১ | 59.163.30.6
  • মম্‌তাদিরো আপডেট চাই!

    নচি ঐ একটাই গাইলো?
  • de | ০৯ আগস্ট ২০১০ ১৪:২৮ | 59.163.30.6
  • লাইভ আপডেট দিতে গিয়ে ওষুধ খেতে হচ্ছে! কি সাংঘাতিক!
  • Samik | ০৯ আগস্ট ২০১০ ১৪:২৮ | 12.191.136.2
  • অগ্নিবেশবাবু লাস্টে জন্‌তাকে বল্লেন নারা লাগাতে ঃ কামানেবালা -- খায়েগা, জানেবালা -- জায়েগা, নয়া জমানা -- আয়েগা। সঙ্গে সঙ্গে ভাব সম্প্রসারণও, কওন হ্যায় জানেবালা? বুদ্ধদেভ ভট্টাচারিয়া হ্যায় জানেবালা। বহ্‌ জায়েগা। অউর নয়া জমানা কউন লায়েগা? মম্‌তা বনার্জি হ্যায় নয়ে জমানে কি ব্লা ব্লা ব্লা, বহ্‌ লায়েগি নয়া জমানা হম সবলোগোঁ কে সাথ।

    অ্যাংকরের ভূমিকায়, শিশির অধিকারী। তিনি ডেকে নিলেন, পরিবর্তনের পথের দিশারী, নেত্রীর একনিষ্ঠ সহকারী ইত্যাদি ইত্যাদি বিশেষণসমেত, গায়ক নচিকেতা চক্রবর্তীকে।

    নচিকেতা গাইলেন, পথে এবার নামো সাথী, পথে হবে এ পথ চেনা। আ-হা, সে কী গান! বলা ভালো গানটাকে ধরে রেপ করে দিলেন। ঐ গান গেয়ে উনি সত্তর হাজার পান? মাইরি আমি মমতার সভায় গান গাইবো। লাখের অংকে পাবো নিশ্চয়ই। এত বদ্‌খতভাবে যে এই সোজাসাপটা গানটাকে গাওয়া যেতে পারে, আমি এইমাত্র জানলাম।

    এইবার আমাদের লেত্রী, মমতাদিদি।
  • quark | ০৯ আগস্ট ২০১০ ১৪:২৬ | 202.141.148.99
  • মাইরি, পাক্কা দশ মিনিট ধরে ওষুধ খাচ্ছে! আয়ুর্বেদিক? খল-নুড়িতে বেটে, মধু দিয়ে খেতে হয়?
  • de | ০৯ আগস্ট ২০১০ ১৪:২৬ | 59.163.30.6
  • এইটা কারেন্ট খোরাক!
    Congratulations!

    The SA 2010 Organizing Committee (SALOC) and Government of South Africa in appreciation for the global support for the South Africa successful hosting of the 2010 World Cup in South Africa, has organized this thank you award promotion. You are hereby directed to confirm the rightful ownership of this email address and you will be contacted shortly on the receipt of your reply to receive your award prize of USD$2,500,000.00 (Two Million five hundred thousand United States Dollars)

    See below how to claim your prize.
    Details on the Winnings
    Your Winning Reference Number is: ASA/240142
    Batch Number: 19/007/1095/LIPDA/ZA
    WINNING NUMBERS: 2, 19, 33, 21, 90, 44 (02)

    Send the following information below:

    NAME:
    AGE:
    SEX:
    ADDRESS:
    OCCUPATION:
    COUNTRY OF ORIGIN:
    COUNTRY OF RESIDENT:
    TELEPHONE AND FAX NUMBER:
    A COPE OF YOUR INTERNATIONAL PASSPORT:

    Note: This program is being sponsored by the FIFA SUPPORT TEAM, to show appreciation for 2010 FIFA world Cup, which was hosted by South Africa.

    TO FILE FOR YOUR CLAIM
    Contact The Processing Manager:
    Mr. JASON BROWN
    Tele +27 7314 29 092
    Email: mrjason_brown@gala.net

    Yours Faithfully,
    Mrs. Teresa Botha
  • Samik | ০৯ আগস্ট ২০১০ ১৪:১৪ | 12.191.136.2
  • স্বামী অগ্নিবেশ বেশ অগ্নিময় ভাষণ দিলেন।

    দাঁড়াও, ওষুধ খেয়ে এসে লাইভ আপডেট দিচ্ছি। এখন মমোতাদিদি ভাষং দিচ্ছেং।
  • saikat | ০৯ আগস্ট ২০১০ ১৪:০৯ | 202.54.74.119
  • স্বামী অগ্নিবেশ চিদুবাবুকে ঝাড়ছে দেখলাম।
  • quark | ০৯ আগস্ট ২০১০ ১৪:০৬ | 202.141.148.99
  • মামু আউটসোর্স কচ্চে!
  • Ishan | ০৯ আগস্ট ২০১০ ১৩:৫৩ | 122.248.182.16
  • লালগড়ে মিটিন কেমন হচ্ছে? কোই আপডেট?
  • Samik | ০৯ আগস্ট ২০১০ ১৩:০৩ | 12.191.136.3
  • হ্যাঁ, গোরিলা।
  • Arpan | ০৯ আগস্ট ২০১০ ১২:৪৫ | 216.52.215.232
  • গোরিলা?
  • Samik | ০৯ আগস্ট ২০১০ ১২:৪১ | 12.191.136.3
  • হ্যাঁ হ্যাঁ, সুমন। নামটা মনে পড়ল।

    আমাদের ব্যাচের পাগলা কৌস্তুভ তাকে একবার চেটেছিল। ওফ্‌, সে কী চাটন!
  • kc | ০৯ আগস্ট ২০১০ ১২:২৫ | 194.126.37.76
  • তার মানে কমপক্ষে এই তিনজন দেড়দিন ঘাপটি মেরে বসে ছিল? ভাটপাতায় একটু আঁচড়ও না কেটে? কেন? কেন এই বঞ্চনা?
  • Arpan | ০৯ আগস্ট ২০১০ ১২:২৪ | 216.52.215.232
  • নীলকমল ঘুমায় আর নীলকমলের আগে লালকমল জাগে। নীল মানেই ঘুম। নীল মানেই সোম্বারের সকাল।
  • Arpan | ০৯ আগস্ট ২০১০ ১২:২১ | 216.52.215.232
  • আমি একদিন তিনতলার বাথরুমে তাকে দেকেছিলাম। টাকের পরে অপূর্ব সে আলো!

    পরচুলা খুলে তিনি তখন টাকে জলসিঞ্চন করছিলেন।
  • Arpan | ০৯ আগস্ট ২০১০ ১২:২০ | 216.52.215.232
  • সেই সুমন কী যেন? মনে আছে।
  • Samik | ০৯ আগস্ট ২০১০ ১২:১৬ | 12.191.136.3
  • সেই লেখাটা হারিয়ে গেছে। কুন্তল বঙ্গানুবাদ করেছিল। অর্পণ, ভুবনেশ্বরে সেই "তিরছি টোপিওয়ালে'কে মনে আছে? যে সদাসর্বদা হ্যাত পরে অপিস আসতো? পরের দিকে পরচুলো পরেও আসত। সে জেনারেল ফোল্ডারে একটি কবিতা পোস্ট করেছিল, Winter Blues। কুন্তল সেটার বাংলা করেছিল ঃ শীতের নীলগুলি।

    জাস্ট ফাটাফাটি বাংলা হয়েছিল।
  • quark | ০৯ আগস্ট ২০১০ ১২:১৩ | 202.141.148.99
  • সোম্বারের বিষাদ নীল হ'ল কেন? বাবা নীলকন্ঠ বলে?
  • Arpan | ০৯ আগস্ট ২০১০ ১২:০৪ | 204.138.240.254
  • লাল লয় গো, লীল। সোম্বারের সকালের নীল বিষাদ চলছে।
  • kc | ০৯ আগস্ট ২০১০ ১১:৫৫ | 194.126.37.76
  • সবাই কি লালগড়ে?
  • h | ০৮ আগস্ট ২০১০ ০৬:২৫ | 180.215.237.217
  • থ্যাংক ইউ।

    দুটো সূত্রে খোঁজ পাওয়া গেছে। বিশাখাদির গ্রুপের কেউ একটা কলকাতায় ফোন করতে পেরেছেন। কি ভাবে জানি না।

    আর, টাইমস অফ ইন্ডিয়া র জার্নালিস্ট রা খবর এনেছে।

    ভালো আছেন। তবে কোথায় আছেন টা বুঝিনি। কারণ আমি এখন কলকাতায় নেই, বহু কান ঘুরে খবর আসছে।
  • shrabani | ০৭ আগস্ট ২০১০ ২০:১৩ | 59.161.89.183
  • এই দেখলাম। খোঁজ কি পাওয়া গেছে? আমার দু তিনজন বন্ধু আর্মিতে আছে, এছাড়া রুরকী ক্যান্টে জানাশোনা আছে। চেষ্টা করে দেখব? আর কোনো ইনফো ওঁদের সম্বন্ধে?
  • pi | ০৭ আগস্ট ২০১০ ১২:৫৮ | 72.83.85.10
  • আমার এক বন্ধুর পরিচিত কিছু লোকজনেরো খোঁজ পাচ্ছে না। ফোন নং সব অচল। একমাত্র আর্মি নাকি ঐ স্যাটেলাইটের মাধ্যমে একটা লাইনে যোগযোগ রাখছে।
  • til | ০৭ আগস্ট ২০১০ ১২:৫২ | 220.253.188.158
  • এই খানে TOI তে এই নম্বর দেয়া আছে
    Helpline numbers:

    Leh administration has set up 24-hour control room for information 099 0699 0787 and 099 0699 0835.
  • sucheta | ০৭ আগস্ট ২০১০ ১২:৫১ | 202.63.56.114
  • h,

    আপনার দিদির কথা জেনে লিখছি। একবার এরকম অবস্থায় দেশের কাগজের জার্নালিষ্টদের সাথে যোগাযোগ করে সাহায্য পেয়েছিলাম। বড় কাগজের লোকজনকে যোগাযোগ করুন সরাসরি।
    ndtv তে কথা বলে দেখুন। এই নাম্বারগুলোয় চেষ্টা করে দেখতে পারেনঃ
    siteControl Room Numbers:

    9906990613, 9906990833, 9906990807, 9906983544, 9906990748, 9906990835, 990699078


    Satellite Phone Number:

    00870 7636 13623


    আর্মির রেস্কিউ পার্টির কোনো যোগাযোগ কোথাও পেলে চেষ্টা করুন।
  • h | ০৭ আগস্ট ২০১০ ১১:৪৯ | 180.215.178.120
  • সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে একটাও নম্বর কাজ করছে না। চাপ। নতুন আইডিয়া চাই।
  • pi | ০৭ আগস্ট ২০১০ ১০:৪২ | 72.83.85.10
  • এখানে আরো কিছু আছে ঃ
  • d | ০৭ আগস্ট ২০১০ ০৯:৪৪ | 115.117.251.96
  • বোধি, কোন হোটেলে ওঠার কথা, বা আরো কিছু ইনফো যদি যোগাড় করতে পার, তো আমাকে জানাও। আমি আর্মির চেনাশোনা লোকেদের দিয়ে চেষ্টা করছি। কথা বলেছি, যতটা সম্ভব ডিটেল জানাতে বলল।
  • h | ০৭ আগস্ট ২০১০ ০৯:৩৩ | 180.215.155.163
  • এই মাত্র খবর পেলাম, আমার এক দিদি, ডঃ বিশাখা রায়, লে গেছিলেন, এবং গত পরশু থেকে কোনো খবর নাই। ৪ অগাস্ট কলকাতা থেকে বেরিয়ে ৫ দিল্লী পৌছে, হয় ৫ বিকেলে বা ৬ সকালে যাওয়ার কথা। হতেই পারে, যেখানে আটকে গেছেন, সেখান থেকে যোগাযোগ করা যাচ্ছে না। অবভিয়াসলি ফোন টোন সব বন্ধ। যে বন্ধুর সঙ্গে গেছেন, তাঁর নাম নন্দিনী সেন। কারো কাছে ওঁদের আইটেনারি কিসু নাই।

    কি করে সার্চ অপারেশন, বিভিন্ন এজেন্সী গুলো কে খবর দেওয়া যায় কেউ ফান্ডা দিতে পারবে?
  • dri | ০৭ আগস্ট ২০১০ ০০:০৪ | 117.194.229.222
  • কাল টেন্ডুলকারের সামনে একটা লাইফটাইম সুযোগ। রানটা এমন, একটা ভালো পার্টনারশিপ খেললেই হয়ে যায়। কিন্তু আবার প্রোসেশান শুরু হলেই ...

    এত ভালো ম্যাচ জেতানোর সুযোগ সচরাচর আসে না। পারবে? না সেই আবার টু নিয়ার, ইয়েট টু ফার হয়ে থেকে যাবে?
  • kc | ০৬ আগস্ট ২০১০ ২২:৩৯ | 89.203.49.18
  • শক্তির নাম দেখে মনে পড়ল,
    "" কাকের পাশে কাকাতুয়া তুমি,
       শুওরের পাশে দাঁতাল
       সাড়ে আটটায় খালাসীটোলায়
       মাতালের পাশে মাতাল''
    আজ সেই শুক্কুরবার।
  • Shakti Chattopadhyay | ০৬ আগস্ট ২০১০ ২১:০৭ | 59.93.207.207
  • বাঃ, গদ্যের আকারে কি অপূর্ব পদ্য !
  • Samik | ০৬ আগস্ট ২০১০ ২১:০১ | 121.242.181.2
  • জলপাই পাতারা আজ ধূসর বিতর্কের শেষে সুদূর উপকূলে মায়াখেলায় উপনীত। কিন্তু মানসিক উপাসনার শুরুতে সকালের মিষ্টি স্ক্রুড্রাইভার কি কখনো ফিরে এসেছে? ফিরে পেয়েছে দূরদর্শনের জলতরঙ্গ তার বিদায়বেলার আবহমানতাকে? ক্যালেন্ডারের পাতারা দোল খায় ইথারে, প্লাটিপাসের করুণ সিঁদুর ও তার হাস্যকর হাহাকার আছড়ে পড়ে যৌবনসরসীনীরে।
  • aka | ০৬ আগস্ট ২০১০ ২০:৫৭ | 168.26.215.13
  • পদ্যের রং আজ লাল, গোধুলির আবছা ধোঁয়া। তরঙ্গ কিম্বা তার দৈর্ঘ্য অস্বীকার করলে নিউটনের আপেলের গন্তব্য হত জগুবাজার - অটোয় পাঁচ টাকা। সব শেষে দেনা আর পাওনা, যোগ বিয়োগ শেষে পরে থাকে অ্যাকাউন্ট রিসিভেবল। এই তো জীবন, লোলা আর লুলুর অপেক্ষায়, চুমুক দিই কাপে, রামের না চায়ের।
  • r.h | ০৬ আগস্ট ২০১০ ২০:৫৩ | 203.99.212.53
  • ঠিকোই।
  • Samik | ০৬ আগস্ট ২০১০ ২০:৪৯ | 121.242.181.2
  • জীবন প্রপঞ্চময়।
  • r.h | ০৬ আগস্ট ২০১০ ২০:৪২ | 203.99.212.53
  • সেই রাম ও নেই সেই ভদকাও নেই।
    শুক্রবার বৃথা চলে যায় সাদাকালো।

    এইবার সত্যিই বাড়ি যাই।

    কবি বলেছিলেন 'মাছের বাজার হলো সারা যাবো যাদবপুর'।
    কবি কথা রেখেছিলেন কিনা কেউ জানে না, দিন চলে যায় কিন্তু আমরা জানি যাদবপুরের ইলিশ ভেটকি চারাপোনা সত্য তবু শেষ সত্য নয়।
    এইসব গভীর অনুভুতিকে নিন্দুকে বলে পিজে, কিন্তু, পুণর্বীক্ষণে, এইসব কথা, পিজে কিন্তু শেষ পিজে নয়।
  • r.h | ০৬ আগস্ট ২০১০ ২০:১৬ | 203.99.212.53
  • নির্ভাট।
    যাই বাড়ি যাই।
  • quark | ০৬ আগস্ট ২০১০ ১৭:২০ | 202.141.148.99
  • শোভাযাত্রা
  • Bratin | ০৬ আগস্ট ২০১০ ১৭:১৭ | 122.248.182.16
  • মুরলী ও গেল ঃ-((
  • Bratin | ০৬ আগস্ট ২০১০ ১৬:৫৫ | 122.248.182.16
  • দ্রাবিড় ও ঃ-((
  • quark | ০৬ আগস্ট ২০১০ ১৬:৪৮ | 202.141.148.99
  • প্রেজেন্ট পারফেক্ট কন্টিন্যুয়াস - যাচ্ছে
  • Arpan | ০৬ আগস্ট ২০১০ ১৬:১৩ | 216.52.215.232
  • এদিকেও গেছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত