এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ০৩ আগস্ট ২০১০ ১০:০৪ | 99.74.167.50
  • ও নো নো ভুল গয়ি থি। পার্কিং লট পে এক জেনানা ঢুঁসায়া থা। চীনা জেনানা।
  • a x | ০৩ আগস্ট ২০১০ ১০:০৩ | 99.74.167.50
  • হামি জীবনে একহি টিকেট খায়া হ্যায় - ৭০ ডলার কা, রেড লাইট জাম্প, ক্যামেরা বন্দী হো গয়া।

    অউর কিসিকো কভি ঢুঁসায়া নহি, দো দো লোগ, অউর দোনো হি মর্দ, মুঝে ঢুঁসায়া।
  • Arpan | ০৩ আগস্ট ২০১০ ১০:০৩ | 216.52.215.232
  • কমরেড। কুমোর, না স্যাঁকরা?
  • kc | ০৩ আগস্ট ২০১০ ০৯:৫৭ | 194.126.37.76
  • এর থেকে প্রমান হল যে আম্রিগার বাঙালী মহিলারা গাড়ি চালাতে এগদম ওস্তাদ। হয় বড় অঙ্কের টিকিট খাবে নয়তো অন্যের গাড়িতে ঢুঁসো মারবে। গুরুর ভাটপাতা সাক্ষী। এঁদের থেগে সাবধান।
  • Samik | ০৩ আগস্ট ২০১০ ০৯:৫০ | 122.162.75.138
  • মাইরি, এইসবের পরেও লোকে আমেরিকা যায় কেন, আর সেখানে থাকে কেন? এচ্চেয়ে গাড়ি না চালানো অনেক সোজা। কিংবা দিল্লির রাস্তায় চালানো। ঃ-)
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ০৭:৫৭ | 122.172.48.145
  • ও অঙ্কও কষা হয়ে গেছে!! তাহলে মাঘ এবং শীত সম্পর্কে যে আপ্তবাক্যাটি প্রচলিত, সেটি স্মরণ করা হোক।
  • aka | ০৩ আগস্ট ২০১০ ০৭:৫৩ | 24.42.203.194
  • হুঁ হুঁ বাওয়া সেসব হিসেব করা হয়ে গেছে। আমার সামেশন কামারের এক ঘায়ের অর্ধেকের একটু বেশি। ;)
  • pi | ০৩ আগস্ট ২০১০ ০৭:৪৯ | 72.83.82.169
  • কিন্তু তোমার ঠুকঠুকের সামেশন কি এক ঘা র চেয়ে বেশি না কম ?
    বেশি হয়ে থাকলে উদাহরণ ওঠা মোটেও বন্ধ হওয়া উচিত না। রিমিদি হয়তো এই মুহূর্তে শোকে দুঃখে এই পয়েনটা মিস করে যাচ্ছে। একটু গুরু পড়ে নিতে বোলো।
  • pi | ০৩ আগস্ট ২০১০ ০৭:৪৪ | 72.83.82.169
  • ওহো , লিখতে লিখতে চলে গেসলুম। ব্যাং দি ই লিখে দিসে।
  • pi | ০৩ আগস্ট ২০১০ ০৭:৪৩ | 72.83.82.169
  • ওদিকে গোবরের হাসি দেখে অলক্ষ্যে অন্য স্মাইল দিচ্ছেন....
  • aka | ০৩ আগস্ট ২০১০ ০৭:৪২ | 24.42.203.194
  • আরে আমিই ঘুঁটে তো। গতবছরে আমার একটা সিরিজ অফ টিকিট খাওয়া গেছে। আজ এক বছর ধরে গাড়ি চালানো নিয়ে কোন কথা হলেই সেইসব উদাহরণ উঠত। আশা করি এবারে বন্ধ হল। উফ, গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। যদিও পাওনাদারদের অসুবিধা হল, কিন্তু তবুও সমস্ত বিষয়েরই পজিটিভ দিকটা দেখতে হয়।
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ০৭:৩৭ | 122.172.48.145
  • ঃ-)) কমরেড আকা, কুমোর-কামারের সাথে ঘুঁটে-গোবর বিষয়ে আপ্তবাক্যটিও স্মরণ করুন।
  • aka | ০৩ আগস্ট ২০১০ ০৭:২৬ | 24.42.203.194
  • এখানে নান্দনিক আনন্দের কোন সীমা পরিসীমা নেই। আজই বউ একটা ৭০০ ডলারের টিকিট খেয়েছে (মুভ ওভার ল)। মানে ব্রেক ডাউন লেনে মামু অন্য কাউকে টিকিট দিচ্ছে দেখলে পাশের লেনে সরে যেতে হবে, নইলে ৫০০ টাকার টিকিট + সারচার্জ অমুক তমুক মিলিয়ে ৭১০। সাথে লাইসেন্সে ৩ পয়েন্ট। এতসব দুঃখের মধ্যেও সান্তনা যে টিকিট নিয়ে খোঁটাটা বন্ধ হল। কুমোরের খুটখাট, কামারের এক ঘা। আহ, কি শান্তি। হাইট অফ নান্দনিক আনন্দ।
  • a x | ০৩ আগস্ট ২০১০ ০৩:০৫ | 143.111.22.23
  • হগ্গলে দ্যাশে সলে গ্যালে আর গপ্প করবা কে? দ্যাশে ভারী দুখ, গপ্প করতে দেয়না, সর্বপ্রকার নান্দনিক আনন্দে বড় বাধা দেয় অলপ্পেয়ে গুলান।
  • aka | ০২ আগস্ট ২০১০ ২০:৪৯ | 168.26.215.13
  • মামুর গপ্পোটা খানিক পড়ার পরে মন হল কেমন চেনা চেনা, তারপর দেখি পূর্ব প্রকাশিত। ঃO
  • aka | ০২ আগস্ট ২০১০ ২০:৪৮ | 168.26.215.13
  • ক্যুইজের কোন পেরাইজ নাই, আমার নাম করে আধখানা নকুলদানা খেয়ে নাও।
  • kc | ০২ আগস্ট ২০১০ ২০:৪৫ | 89.203.49.18
  • টিম্‌কাকুর নামের প্রথম তিনটি অক্ষর উল্টালেই তো হল। বেশ কিছুকাল আগে টিমকাকুই তো বলেছিল। সে যাই হোক পেরাইজ কী ক্যুইজের?
  • aka | ০২ আগস্ট ২০১০ ২০:২০ | 168.26.215.13
  • টিম কাকু (সাম্পানের দেওয়া নাম) এয়েছিলেন। তা টিম কাকু প্রায় কিছুই খান না। একটু আধটু সবই নেড়ে চেড়ে দেখলেন, খেলেন কিনা বুইতে পারলাম না। কারণ যা অল্প রান্না বান্না হয়েছিল সবই একই পরিমাণে রয়ে গেছে। অত কম খেয়ে যে উনি কি করে চলে ফিরে বেড়ান সেটা রহস্য বটে। বিকেলে এলেন, ওনাকে কলম্বাস দেখানো হল, অল্প কিছু খাওয়ানো হল, সাথে বেশ কিছু ভাট। মাঝে সাম্পান টিম কাকুর সাথে বিভিন্ন খেলাধুলো করল। তারপর ঘুমিয়ে উঠেই চলে গেলেন। লিকুইড নাইট্রোজেন, হিলিয়াম, ম্যাগনেট এসব জায়গার জিনিষ জায়গায় রেখে আবার প্লেন ধরতে যাবেন। দিনকাল বদলেছে, ওনার সঙ্গী 'মোনা' আর 'মাইকেল' ওনাকেই দায়িত্ব দিয়ে খালি ইমেল আর ফোন করে চলেছে। অভ্যু বাউর আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে বাজে অজুহাতে কাটিয়ে দিলেন। আমার দৃঢ় ধারণা অভ্যু বাউর গাড়ি চালানোর অ্যালার্জি, সেটা বিভিন্ন অজুহাতের মোড়কে প্যাকেজ করেন। ঃ)))

    একটা কুইজ্যের প্রশ্ন দিই, টিম কাকুর 'টিম' নামের রহস্য কি?
  • Ishan | ০২ আগস্ট ২০১০ ১৬:৩১ | 122.248.182.16
  • ঐ একরকম চলছে আরকি। পাঠশালে যাচ্ছে আর থেকে থেকে দেশে ফিরব দেশে ফিরব করছে। ঃ)
  • kc | ০২ আগস্ট ২০১০ ১৫:২৬ | 194.126.37.76
  • ঈশান কলকাতায় সেট্‌ল হলে? ছেলে স্কুলে যাচ্ছে? মন বসছে? কোন স্কুল?
  • Ishan | ০২ আগস্ট ২০১০ ১৫:১৮ | 122.248.182.16
  • এম্মা ইন্দোর জম্মোদিন গেল? বাড্ডে বয়কে উইশ করা হলনা। ঃ(
  • Ishan | ০২ আগস্ট ২০১০ ১৫:১৭ | 122.248.182.16
  • দীপু ক্যালকমে আছে নকি? আমি অবশ্য অনেক্কাল দেখিনা।
  • kc | ০২ আগস্ট ২০১০ ১৫:০৪ | 194.126.37.76
  • দীপুওতো ক্যালকমে নিয়মিত ফোড়ন কাটছে। এখেনেই দেখছিনা।
  • Ishan | ০২ আগস্ট ২০১০ ১৪:২৮ | 122.248.182.16
  • ওয়ে দীপু। ক্যা ভৈল? ঃ)
  • til | ০২ আগস্ট ২০১০ ১৪:২৫ | 210.193.178.129
  • লঙ উইকেন্ড থাকলে সাহেব সুবোরাও তো শুক্রবারে বা মঙ্গলবারে sickie নেন!
  • kc | ০২ আগস্ট ২০১০ ১২:৪৫ | 194.126.37.76
  • কিছুলোক বাজার থেকে হাপিস হয়ে গেল নাকি? স্যানিনি, দুদি, পামিদি,অরিজিৎ, অপ্পন, রঙ্গাই, ল্যাদোষদা, অভ্যু, কাবলিদাও গায়েব
  • dukhe | ০২ আগস্ট ২০১০ ১২:০৭ | 122.160.114.85
  • অনবদ্য ।
    মেয়ের ইস্কুল কামাইয়ের দরখাস্তে এটা একদিন লাগিয়ে দেখব ভাবছি ।
  • Samik | ০২ আগস্ট ২০১০ ১২:০২ | 121.242.177.19
  • অসুখ নিয়ে এই গুরুগম্ভীর আবহাওয়ায় একটু ইয়ার্কি মেরে যাই।

    গতকাল সারাদিন আমাদের কাজের লোক আসেন নি। ফলে যা হয়, সমস্ত বাসন মাজা ঘর ঝাড়া মোছা করতে করতে গেঁড়ির মেজাজ চড়ে গেছিল।

    আজ সকালে তিনি এসেছেন। প্রথমেই জিজ্ঞেস করা হল, কাল আসো নি কেন? কাজের লোক অম্লানবদনে উত্তর দিল, ম্যালেরিয়া হয়েছিল।

    বাক্যহারা গেঁড়ির চোখের সামনেই অতঃপর তিনি বাসন মাজতে শুরু করে দিলেন।
  • pi | ০২ আগস্ট ২০১০ ১১:৩১ | 72.83.82.169
  • একটু নেড়েচেড়ে দেখছিলাম।
    http://allergies.about.com/od/medicationallergies/a/rcmallergy.htm

    এখানে তিনরকম অ্যালার্জীর কথা বলা আছে।

    আমার বেলায় হওয়া রিঅ্যাকশন, ঐ অ্যানাফাইলাক্সিস টা আনকমন ই , ০.১% কেসে হয়।
    কিন্তু কথা হল, কাউকে এটার কথা জানানো হবেনা ক্যানো ?

    প্রথম রকম রিঅ্যাকশনের সম্ভাবনার কথা কিন্তু বলেছিলো (( ঐ গরম লাগা ইত্যাদি, নসিয়ার কথা যদিও বলেনি) ), যদিও সেটাও প্রসিডিউরের আগে না, পেপার সাইন করার সময় না, স্ক্যান হতে হতে, ইনে্‌জকশন দেবার জাস্ট আগে। কিন্তু অন্য রিঅ্যাকশনগুলোর কোনোরকম সম্ভাবনার কথা তো ঘুণাক্ষরেও জানানো হয়নি।

    এছাড়া এখানে দেখলাম বলেছে, আগে থেকে টেস্ট না করা গেলেও, অ্যাজমা, অ্যালার্জির হিস্ট্রি থাকলে ( সি ফুড অ্যালার্জির সাথে এটার সম্পর্ক মিথ, সেটা ও বলেছে) প্রিভেন্টিভ মেডিসিন দেওয়া যেতে পারে। আমি তো এগুলোর হিস্ট্রি আছে বলে জানিয়েছিলাম। তাহলে ?
    আর একটা জিনিস অবাক করছে। এটা ট্রিট করার পুরো ব্যবস্থা রেডিওলজি সেন্টারে থাকবে না ? ওরা তো ট্রিট করছিলো ও । সেটা কাজ ও করছিলো বলে মনে হয়। তাহলে দুম করে এমারজেন্সিতে পাঠিয়ে দিলো ক্যানো ? তখন ওদের আপিস হাওআর শেষ হয়ে যাচ্ছিলো বলে ? এটাই কি নিয়ম ? দেশে কি করা হয় ?
  • Bratin | ০২ আগস্ট ২০১০ ১১:২৪ | 122.248.182.16
  • সেই। লোকজন ভাটানো ছেড়ে দিল দেখছি!!
  • Samik | ০২ আগস্ট ২০১০ ১১:২০ | 121.242.177.19
  • আমি এট্টু আগে দোকান খুললাম।

    চরিত্র হারানোর পর থেকে লোকে আর ভাটিয়া৯-র ধারকাছ মাড়াচ্ছে না।
  • Bratin | ০২ আগস্ট ২০১০ ১১:১৫ | 122.248.182.16
  • সবাই কি কাজাচ্ছে??
  • SB | ০২ আগস্ট ২০১০ ১০:১২ | 115.118.75.67
  • ক¾ট্রাস্টের জন্যে ব্যবহৃত কেমিক্যালের জন্যে অ্যানাফাইলেকটিক শক হতেই পারে, একদমই আনকমন নয়। এরকম ইমেজিং সেন্টারগুলোতে তাই রিসাসিটেশনের জন্যে যন্ত্রপাতি থাকে সবসময়। এর সাথে সিফুডে অ্যালার্জীর কোন সম্পর্ক নেই বলেই জানি। সুস্থ হয়ে উঠুন ...
  • pi | ০২ আগস্ট ২০১০ ০৯:২২ | 72.83.82.169
  • অক্ষদা, হ্যাঁ, আয়োডিন কনট্রাস্ট ডাই ছিল।
    নাঃ, সি ফুডে কোনো অ্যালার্জি হয়নি কখনো।
    আর সকলকে থ্যাংক্স। আগের থেকে অনেক ভালো আছি।ঃ)
  • Samik | ০১ আগস্ট ২০১০ ২৩:৩৩ | 122.162.75.235
  • পাকিস্তানে নাকি বন্যায় প্রায় ১৩০০ জন মারা গেছেন।
  • ranjan roy | ০১ আগস্ট ২০১০ ২৩:৩২ | 122.168.181.4
  • ধন্যবাদ, ন্যাড়াবাবু। সব ঠিক হয়ে গেছে। ওই jar লিংক ডাউনলোড করতেই বাংলা এডিটর খুলছে।
  • ranjan roy | ০১ আগস্ট ২০১০ ২৩:০০ | 122.168.181.4
  • ন্যাড়াবাবু,
    ( ওই সম্বোধনে ছোট এম এর চিমটিগুলো ভাটের পতায় মিস্‌ করছি।)
    JRETTF ডাউনলোড করেছি। তারপর font খুলে ঐ ttf কপি পেস্ট করেছি। তারপরে কি করতে হয় ভুলে গেছি। দময়ন্তী বলেছিল কোন যুগে--- কি যেন জিপ/আনজিপ করে বন্ধ করে আবার খুলতে। ভুলে গেছি। ফলে বাংলা;লাইভ ফন্ট খুলছে না। একটু হেল্প--।
  • kelo | ০১ আগস্ট ২০১০ ২২:৫৮ | 117.254.244.151
  • কি সব্বোনাশ ...
    এদিকে পাইদিদির এই অবস্থা অথচ আমি তার বিন্দুবিসর্গ জানি না....কাল থেকে আমি পাইদিদিকে মেলের পর মেল করে চলেছি মানুষটার আবস্থা না জেনেই!!!
    আমার তে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে পাইদিদির এই আবস্থা দেখে... আর আমার তো করার কিচ্ছু নেই এখানে বসে..........
    আমায় মাপ করবেন পাইদিদি ... আর সুস্থ হয়ে আস্তেসুস্তে মেলগুলোর জবাব দিলেই হবে।
  • ranjan roy | ০১ আগস্ট ২০১০ ২২:৫৫ | 122.168.181.4
  • পাই,
    ভালভাবে সেরে ওঠো, বাকি সব ভাবনাচিন্তা তারপরে হবে।

    কচুরি,
    ওই গান গাইতে রাজি আছি। কিন্তু আর্শোলা রান্না। ভাবলেও ওয়াক্‌।
  • Tim | ০১ আগস্ট ২০১০ ১১:১৩ | 98.230.9.113
  • কিসব কান্ডজ্ঞানহীন ব্যাপার। পাই জলদি সুস্থ হয়ে ওঠো।
  • a x | ০১ আগস্ট ২০১০ ০৩:৩৫ | 99.74.167.50
  • পাই, তোমার ইন্সু নিশ্চয়ই তোমার ইনস্টিটিউটের মাধ্যমে। তুমি আগে সুস্থ হয়ে নাও। তারপর, তোমার এইচ'আর-এ ফোন করে জানাও পুরো ব্যাপরাটা। সাধারণত একজন লিয়াজো গোছের লোক থাকে, মানে ইন্সু'র যে লোকটি তোমার ইনস্টির কেসগুলো দেখে, তার মাধ্যমে খুব রিগরসলি এটা ফলো করা দরকার। তার মাধ্যমে এটাও জানতে পারবে এমার্জেন্সি কভারড কিনা ইত্যাদি।

    এটা কি আয়োডিন বেসড কিছু? তোমার সি-ফুড অ্যালার্জি আছে?
  • pipi | ০১ আগস্ট ২০১০ ০০:০১ | 78.52.234.183
  • কি সাঙ্ঘাতিক!! পাই তোমার কথা শুনে আমারই হৃৎকম্প হয়ে গেল!! শোনো, আগে সুস্থ হয়ে ওঠ তারপর অবশ্যই এটা নিয়ে কমপ্লেন কোরো। তোমাকে আগে থেকে সতর্ক না করাটা ক্ষমার অযোগ্য অপরাধ এক্ষেত্রে। যদি কিছু হয়ে যেত! তুমি তো যা বুঝছি প্রায় দোরগোড়া থেকে ফিরে এলে! তোমাদের ওখানে কি কনসিউমার্স ফোরাম টাইপের কিছু নেই? কিম্বা সোস্যাল কোর্ট? থাকলে অবশ্যই স্যু কোরো।
  • kk | ৩১ জুলাই ২০১০ ১৯:৫৫ | 67.187.108.221
  • pi, তাড়াতাড়ি সুস্থ্য হয়ে ওঠো। এসব শুনে খুব বাজে লাগছে তো! কি কান্ড রে বাবা!
  • Lama | ৩১ জুলাই ২০১০ ১৮:০২ | 117.194.235.29
  • pi, এ তো খুব বাজে ব্যাপার!!! এখন কি অবস্থা?
  • sana | ৩১ জুলাই ২০১০ ১৭:০৫ | 58.106.137.12
  • pai,এখন ভালো আছেন তো? ভালো হয়ে আপনার মনে যে যে প্রশ্ন আসছে সব একটার পর একটা নাম্বার করে করে ওদের লিখুন,দেখুন কি উত্তর দেয়। আগে সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি।
  • til | ৩১ জুলাই ২০১০ ১৩:৪৭ | 220.253.188.158
  • pi, খুব বেঁচে গেছেন দেখছি। তো ওরা ল্যাবে ট্রিটমেন্ট করলো না কেন? ল্যাব কি হাসপাতাল থেকে আলাদা জায়গায়- তাই তো মনে হচ্ছে।
    আর রিয়াকশন যখন হতে পারে , ওদের আগে টেস্ট বা কিছু করা উচিত ছিল। এসব তো সাধারণ পেনিসিলিন নয় যে লোকে বলবে, হ্যাঁ- আগে নিয়েছিলাম, অ্যালার্জি আছে। এ কেমন ধারা চিকিৎসা। ৯১১ এর চার্জ ওদেরই দেয়া উচিত- ওটা তো সরকারের সংস্থা, বিল দিলে ল্যাবকেই পাঠান।
    এসব অবশ্য আমার ব্যক্তিগত মত, আমেরিকার সিস্টেম সম্বন্ধে আমি অনভিজ্ঞ।
    ভালো হয়ে উঠুন এই কামনা করি।

    (আমার একবার ভারী অপারেশন হয়েছিল, আমি সেই সার্জনের নাকি প্রথম পেশেন্ট - অবশ্য আমি জানতাম অন্য অভিজ্ঞ সার্জনই করবেন, আমায় বলা হয়নি।
    কোন কারণে অপারেশনটা ঠিক হয়ি্‌ন, সাতমাসের মধ্যে আবার করাতে হয়েছিল। আমি স্যু করতে পারতাম কিন্তু ঝামেলায় যাইনি- কি হবে, এ তো জেনেশুনে ভূল করে অপারেশন করেনি বা তাকেও তো শিখতে হবে। অবশ্য বড় সার্জনকে পরে ধরেছিলাম- উনি বললেন আমি কাছেই ছিলাম। আর পরেরবার বড় সার্জনই করেছিলেন অ্যান্ড আউট অফ টার্ন চান্স দিয়েছিলেন।)
  • byaang | ৩১ জুলাই ২০১০ ১৩:৩৫ | 122.172.50.53
  • সত্যি সত্যি লামার স্মৃতিশক্তি নিয়ে রিসার্চ হওয়া দরকার। কেউ কি করে প্রায় ৩০বছর আগের ছোটোদের পাতায় লেখা সামান্য ছড়া মনে রাখতে পারে!
  • byaang | ৩১ জুলাই ২০১০ ১৩:০৫ | 122.172.55.217
  • পাই এখন কেমন আছিস?
    লামা, তুই কি ঐ আনন্দমেলাটা খুঁজে পেয়েছিস?
  • dri | ৩১ জুলাই ২০১০ ১২:০২ | 117.194.224.243
  • ঠিক এই জিনিষটা আমার বউয়ের হয়েছিল, ইন্ডিয়াতে। ঠিক এই কান জ্বালা, কথা বন্ধ হয়ে যাওয়া। পাল্‌সও খুব ফল করেছিল। অ্যান্টি অ্যালার্জিক ইনজেকশানে কিছু হয়নি। মরমর অবস্থা। শেষে ডেকাড্রোন পুশ করায় বেঁচেছিল। অক্সিজেন দেয়নি। আপনাকে এই অক্সিজেন দেওয়ার ডিসিশানটা বোধ হয় খুব ভালো ছিল। ওর ও এই দম বন্ধ ফিলিংটা হয়েছিল। এই অ্যালার্জিটা নাকি খুব অল্প লোকের থাকে। আগে থেকে টেস্ট করে বোঝা যায় কিনা জানা নেই। তবে একবার হলে পরে যখনই জিজ্ঞেস করবে কোন ড্রাগে অ্যালার্জি আছে কিনা আপনাকে এইটার কথা বলতে হবে।
  • aka | ৩১ জুলাই ২০১০ ১০:২৬ | 24.42.203.194
  • কোন কাগজে কেউ সই না করালে, কাউকে একটা শ্যু করতেই পার। রেস্ট নাও খানিক। এত চিন্তা না করে খানিক রেস্ট নিয়ে সুস্থ হয়ে উঠে চিন্তা করো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত