এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ২১:১৫ | 199.133.18.157
  • pi
    অতি লোভ ভালো নয়, জানিস না অতি লোভ এ তাঁতি নস্ট, আমি না হয় আমার থেকে তোকে ভাগ দেবো, কেমন।
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২১:১৪ | 122.172.55.118
  • "তেবুদা' কারে কয়! দমু গালি দিলে যদি, মানে বলে যাও। আমাকেও একটা বিপরীত সমার্থক গালি দিতে হবে কিনা প্রত্যুত্তরে, মানে না বুঝলে কেমন করে দিই!
  • psi | ০৩ আগস্ট ২০১০ ২১:১২ | 72.83.82.169
  • আর এই আমি এমনি এমনি সব সাজেশন দি যে সব কনট্র্যাক্ট আকাদাই পেয়ে যায়, তার জন্যে ই বা আমাকে খাওয়াবে না ?
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২১:০৮ | 122.172.55.118
  • অনন্যা , নেহি ভুলেঙ্গে।
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২১:০৬ | 122.172.55.118
  • আচ্ছা আমি যে আকাকে এই অ্যাত্তো অ্যাত্তো কাজের কনট্র্যাক্ট দিই, আকা আমাকে খাওয়াবে না??
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ২১:০২ | 199.133.18.157
  • akaজি একদম ঠিক। byaangdi আমাকে ভুলোনা, ইয়ে মানে দুটো লিন্‌ক আর একটা address দিয়েছি কিনা।
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২০:৫৯ | 122.172.55.118
  • অ দমু, রাগির বালিতে অঙ্কুরোদগম হয় হেইডা জানবো ক্যামোনে! জানলে তো কবেই চাষ শুরু করে দিতাম, বালির কি অভাব!
  • aka | ০৩ আগস্ট ২০১০ ২০:৫৮ | 168.26.215.13
  • এনার্জি বারের স্পেসিফিকেশনের জন্য অন্য ক¾ট্রাক্ট লাগবে, ভ্যালু অ্যাডেড সার্ভিস দিয়েছি মানে এই নয় বিনি ক¾ট্রাক্টে কাজ করে দেব।
  • Samik | ০৩ আগস্ট ২০১০ ২০:৫৩ | 122.162.75.171
  • শেষে "ব্যা'টা কি স্বাক্ষর?
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ২০:৫৩ | 199.133.18.157
  • byaangdi সব ই গুগুলজি এর মায়া।
  • pi | ০৩ আগস্ট ২০১০ ২০:৫১ | 72.83.82.169
  • আকাজী, এনার্জী বারের ব্র্যাণ্ড এবং ক্যালোরি স্পেসিফিকেশন টাই বা আর বাদ থাকে ক্যানো !
  • d | ০৩ আগস্ট ২০১০ ২০:৫১ | 219.64.67.212
  • *শুষতে
  • d | ০৩ আগস্ট ২০১০ ২০:৫০ | 219.64.67.212
  • উফ! এরা কক্ষণো গাছপালা পোষে নি। তেবুদা কিসিমের লোক সব। :-I
    আরে যে সব গাছের বালিতে অঙ্কুরোদ্‌গম হয়, তাদের কক্ষণো ভাসিয়ে জল দিতে নেই। বালি সবসময় ভেজা থাকবে কিন্তু জল গড়াবে না। এমনিতে বালি বেশ জল শুশতে পারে। যতটা শোষে ততটাই দেবে। একটু লক্ষ রাখবে দিনে দুবার।
    ব্যা!
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ২০:৪৮ | 199.133.18.157
  • byaangdi you are most welcome সত্যি আজকাল ছেলে পোলা গুলো একটুকু ও বাবা মা এর কথা শোনেনা? এই যদি আমার মা এই কথা আমায় বলতো, তাহলে সারাজীবন ই সিনেমা দেখে ই কেটে যেত, এটা বুঝে ই মনে হয় বলেনি। ঃ((
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২০:৪৫ | 122.172.55.118
  • পাই, হিংসে করে না।
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২০:৪৩ | 122.172.55.118
  • আরিব্বাস! এই অনন্যা তো দেখছি হেব্বি করিতকর্মা লোক! থ্যাংকু, থ্যাংকু।
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২০:৪১ | 122.172.55.118
  • অনন্যা, থ্যাংকু লিংকগুলোর জন্য।
    ছেলেকে বললাম কাল স্কুল যেতে হবে না, চল তুই আর আমি মিলে সিনেমা দেখতে যাব, এমনি ভীতু ছেলে ""নাঁ, ম্যাঁম বঁলেঁছে যাঁরা প্রোঁজেক্টওয়াঁর্ক জঁমা দিঁতে দেঁরি কঁরবেঁ, তাঁরা ফাঁইনাঁল টাঁর্মের এঁক্স্যাঁম দিতে পারবে না''!! ঃ-((
  • pi | ০৩ আগস্ট ২০১০ ২০:৩৭ | 72.83.82.169
  • আর আমার সাজেশনটা পছন্দ হল না তো? ঠিক জানতাম। :X
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ২০:৩৭ | 199.133.18.157
  • Byaangdi রাগি seed এর জন্য এখানে খোঁজ করতে পারেন

    NAMDHARI SEEDS PVT. LIMITED
    Bidadi 562109 Bangalore, India
    Tel: +91-98454 71271/ 98454 71272/ 98453 81817/ 98453 10057
    Fax: +91-80-28602168
    E-Mail: info@namdhariseeds.com
  • pi | ০৩ আগস্ট ২০১০ ২০:৩৫ | 72.83.82.169
  • শোনো, উইন্ডমিল না ঘোরা বা ঠিকঠাল না ঘোরা নিয়ে মোটেও চাপ নেবে না। বেশি কিছু বকবক করলে টিচারকে বলতে বলবে,উইন্ডমিলে দুষ্টু লোক লুকিয়ে আছে।
    রেফ ঃহিচককের ফরেন করেসপণ্ডেন্ট।
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২০:৩৪ | 122.172.55.118
  • বাঃ, বেশ পছন্দ হল। ঃ-))
    আকা কেমন জলের মত সহজ করে দেয় যে কোনো সমস্যা!
  • aka | ০৩ আগস্ট ২০১০ ২০:২৮ | 168.26.215.13
  • কি লাগবে

    ১। ফুটো ওয়ালা প্লাস্টিকের ফ্ল্যাট বেড (প্লাস্টিকের ঝাঁঝরি, হার্ডওয়ারের দোকানে পাওয়া যাবে।

    ২। একটা মার্কার, ক্রেজি গ্লু - স্কুল সাপ্লাইয়ের দোকান

    ৩। রাগি - রাগির দোকান

    ৪। এনার্জি বার বা চকোলেট - যেকোন দোকান

    পদ্ধতি

    ১। প্লাস্টিকের ঝাঁঝড়িতে মার্কার দিয়ে নাম ধামের আউটলাইন করে ক্রেজি গ্লু লেপটে দিন - কার্পণ্য করবেন না।

    ২। তারপর আঠা লাগানো জায়গায় ধীরে ধীরে বালি ছড়িয়ে দিন।

    ৩। এরপর একটা এনার্জি বার বা চকোলেট মুখে দিন।

    ৪। তারপর রাগির দানা ছড়িয়ে দিন। আর প্রতিদিন জল ঢালুন।

    ৫। শান্তিতে ঘুমোন।
  • pi | ০৩ আগস্ট ২০১০ ২০:২৭ | 72.83.82.169
  • না না, ওটাতো তো বালুকাবেলায় দণ্ডায়মান রাগির প্রজেক্ট নিয়ে বল্লুম ঃ)
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২০:২৬ | 122.172.55.118
  • টিচারকে এখন রাতদুপুরে পাই কোথা? আর তাঁর সাথে দেখা করতে হলে বৃহস্পতিবারের আগে অ্যাপো নিতে হয়, তবে কিনা শুক্রবারে দেখা করেন। এদিকে উইন্ডমিল লাগবে কালকে আর রাগির চারা শুক্রবারে।
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২০:২৪ | 122.172.55.118
  • পাই বুঝিয়ে বল! আমার মাথা কাজ করছে না টেনশনে। ফটো জুড়ে কেমন করে উইন্ডমিলের মডেল বানানো যায়?
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ২০:২২ | 199.133.18.157
  • byaang টিচার কেই জিগ্গাসা করুন না? না বলতে পারলে তো হয়ে ই গেলো।
  • pi | ০৩ আগস্ট ২০১০ ২০:২১ | 72.83.82.169
  • এত কিছু চাপ নেওয়ার কি আছে ? সমুদ্দুর্তটের বেলাভূমিতে পোস দিয়ে বসা ব্যাঙদির কোনো ছবি নাই ? :P
    এরকম কয়েকটা ছবি জুড়ে জুড়েই তো প্রোজেক্ট ফতে করে দেওয়া যায় ! ঃ)
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ২০:২০ | 199.133.18.157
  • বা বা খুব জোর বেঁচে গেছি, ভাগ্যিস কোনো মতে স্কুল টা পাস করে গেছি, নয়ত আজকাল কার স্কুল এ পড়লে আর দেখতে হত না। বছর বছর হোমওয়ার্ক এর ধাক্কায় এক এ কেলাস এ ।।।।
    মুখস্ত বিদ্যা যুগ যুগ জিও।
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২০:১৯ | 122.172.55.118
  • আকাজী, এই কঠিন সমস্যা হইতে উদ্ধার করুন, আপনার যুগান্তকারী কোনো আইডিয়া দিয়ে। আপনার শরণাগত হলাম।
  • aka | ০৩ আগস্ট ২০১০ ২০:১৭ | 168.26.215.13
  • মাইক্রোস্কোপের কথা জানি না, পেরিস্কোপ বানানো খুব সহজ। ৪৫ ডিগ্রিতে রাখা দুটো আয়না। কারুর লাগলে বলবেন।
  • pi | ০৩ আগস্ট ২০১০ ২০:১৭ | 72.83.82.169
  • ঃ)
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২০:১৭ | 122.172.55.118
  • অনন্যা, ঃ-))
    আগে তো রাগির দানা জোগাড় করি, সেই অপূর্ব জিনিসটি কোথায় যে পাওয়া যায় কে জানে! সব দোকানে তো দেখি রাগির গুঁড়ো ই পাওয়া যায়।
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ২০:১৪ | 199.133.18.157
  • byaang নিষ্কাশনী ব্যাপার টা খুব এ সোজা। প্লাস্টিক এর প্লেটে এর এক কোনে একটা ছোট্টো ফুটো করে নেবেন, আর ছেলে কে বলবেন টিচার এর হাতে দেওয়ার আগে প্লেটে যেন ভালো করে জল দিয়ে দেয়, ব্যাস টিচার আর ভুলে ও এই সব প্রজেক্ট দেবেনা ঃ)
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২০:১২ | 122.172.55.118
  • এই জন্য, ঠিক এই জন্য আমার মনে হয় আমাদের সেকেলে মুখস্থবিদ্যার পড়াশুনা ঢের ঢের ভালো ছিল। অনন্যা, এটা ব্যঙ্গালোরের একটা স্কুল। কাল রাত দুটো অব্দি চার্ট বানিয়েছি, আর আজ এই!!
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ২০:০৯ | 199.133.18.157
  • Pi একদম ঠিক কথা বলেছিস। হোমওয়ার্ক দেওয়ার আগে এই সব আগে চিন্তা করা দরকার।
    কেলাস টু তে উইন্ডমিল বানাতে হবে, আর কেলাস আট এ যদি সায়েন্স এর কেলাসে কাগজ দিয়ে মাইক্রোস্কোপ বানাতে দেয় তাহলে তো হয়ে গেলো ঃ(
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২০:০৭ | 122.172.55.118
  • এই খেয়েছে! আমার মাথায় তো এই সব ঝামেলাগুলো আসে নি! কতটা পুরু বালি তাও জানি না, ছেলে তো এর থেকে বেশি আর কিছুই বলতে পারছে না। আর ঐ নিষ্কাশনী ব্যবস্থাটা সিরিয়াস সমস্যা বটে, বালি তো জলে ভেসে যাবে!!
  • pi | ০৩ আগস্ট ২০১০ ২০:০১ | 72.83.82.169
  • তারপর হাওয়া টাওয়া দিলে ?
    ছেলের নাম যদি স্কুলের মধ্যে ঢুকে ঢুঁ মারে ?
    নাকি থালার উপর আঠা দিয়ে বালি লাগাতে হবে !
    কতট পুরু বালি ?
    জল নাহয় কম ই দিতে হবে। কিন্তু দিতে তো হবে। ঐ প্লাস্টিক প্লেটে তার নিষ্কাশনী ব্যবস্থা ই বা কিরূপ হবে ?

    যাইহোক, রাগি খেতে কেমন ? অনেকদিনের জানার ইচ্ছে। মানে,খাওয়ার।
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২০:০০ | 122.172.55.118
  • কি জানি! টিচার নাকি বলেছেন, সব থেকে তাড়াতাড়ি রাগির চারা বেরোয়। তার উপর কালকেই একটা উইন্ডমিলের মডেল বানিয়ে নিয়ে যেতে হবে। কেলাস টুয়ে এখন জল-হাওয়ার চ্যাপ্টার পড়াচ্ছে কিনা, সেই জন্য হাতেকলমে শিক্ষা হচ্ছে!
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ১৯:৫৩ | 199.133.18.157
  • ওরে বাবা এটা কোন স্কুল, কোথাকার? এটা তো বাবা মা দের ও হোমওয়ার্ক, কি সব কঠিন ব্যাপার স্যাপার। আর যদি চারা না বেরোয় তাহলে?
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ১৯:৪৯ | 122.172.55.118
  • ওঃ, রাগি বলায় আমার শোক উথলে উঠলো। আজ ছেলের স্কুল থেকে হোমওয়ার্ক এসেছে - প্লাস্টিকের প্লেটের উপর বালি ছড়িয়ে ছেলের নাম, ক্লাস, স্কুলের নাম লিখতে হবে। মানে বালি দিয়ে লিখতে হবে। তারপর সেই বালির উপর রাগির বীজ ছড়াতে হবে, আর রোজ জল দিতে হবে, শুক্রবারে নাকি রাগির চারা বেরোবে, আর রাগির চারা দিয়ে ছেলের নাম, স্কুলের নাম অমর হয়ে থাকবে।
    কোনো মানে হয়, সারাদিনের পর এখন কোথায় রাগির দানা পাওয়া যায়, সেই খুঁজতে যেতে হবে! ঃ-((
  • anaya | ০৩ আগস্ট ২০১০ ১৯:৪৭ | 199.133.18.157
  • চললেই হল, কি নিয়ে সেটা ম্যাটার করেনা।
    এখন ভালো আছিস তো?
  • pi | ০৩ আগস্ট ২০১০ ১৯:৪৩ | 72.83.82.169
  • এখন কিছুটা বেটার রে। সে এক জগাখিচুড়ি পর্ব ঃ( , বলবো ফোনে।
  • pi | ০৩ আগস্ট ২০১০ ১৯:৪২ | 72.83.82.169
  • জোয়ারের অভাবে বাজরা দিয়ে চলতে পারে। নয়তো রাগি।
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ১৯:৪১ | 199.133.18.157
  • pi এখন কেমন আছিস? হঠাৎ কি হয়েছিলো?
  • pi | ০৩ আগস্ট ২০১০ ১৯:৩৮ | 72.83.82.169
  • তবে দিল্লির সত্যি কত কী হয়েছে শমীক বলতে পারবে ভালো। আর হয়ে থাকলেও সেটা কিসের, কাদের কস্টে আর কীভাবে হচ্ছে .....
    আগের হপ্তায় বুবুভা য় গোলাপী শহর লেখাটা কিছুটা এই নিয়েই তো।
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ১৯:৩৭ | 122.172.55.118
  • কিন্তু জোয়ার আনবে কে?
  • pi | ০৩ আগস্ট ২০১০ ১৯:৩৬ | 72.83.82.169
  • ভাটে মাঝেসাঝে ভাটা আসে ঃ)
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ১৯:২৫ | 199.133.18.157
  • ভাট এর এত গল্প শুনে ভাটা তে এসে দেখি সবাই হাওয়া, কি ব্যাপার?
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ১৯:০২ | 199.133.18.157
  • দিল্লী তো শুনেছি এখন অনেক পাল্টে গেছে, পলুইশন অনেক কম, রাস্তা ঘাট ঝাঁ চকচকে, সব ই নাকি শীলা দিক্ষিত এর কল্যানে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত