এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ০৫ আগস্ট ২০১০ ১৯:৪১ | 89.203.49.18
  • ব্যাঙদেবী, না দেখে চেষ্টা করুন। করুন না কেন? আপনি পারবেনই। একদম পারবেন। এখন তো বৃষ্টি হচ্ছেনা, তাই ডাকার চেষ্টা না করাই ভাল। আমরা জানি আপনি পারবেন। ঃ))
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১৯:৩২ | 122.172.54.20
  • আকা, ওরা আমাকে ছাপ্পা মারতে দিল না। ঃ-(
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১৯:২৯ | 122.172.54.20
  • সেমসাইড ক্যামোন করে করলুম??
  • aka | ০৫ আগস্ট ২০১০ ১৯:২৮ | 168.26.215.13
  • আমার লাগে না। (ব্যাং নিজ গোলে বল ঠেলে কেন?)
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১৯:২৬ | 122.172.54.20
  • আকার বেশ সুবিধে তো! আমার তো ভাত মাখতে মুর্গীর ঝোল লাগে। আকার কি সুন্দর ভাতে মুড়ি মেখে নিলেই কাজ মিটে যায়! কষ্ট করে মুর্গী রাঁধতে হয় না।
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১৯:২৪ | 122.172.54.20
  • কেসি তো নুডলস দিয়ে সন্দেশ বানায়। তাহলে কি কেসি কে বুড়োমানুষ বলা যায় নাকি বাঙাল বলা যায়?
  • kasturi | ০৫ আগস্ট ২০১০ ১৯:২৩ | 131.95.30.135
  • সেই তখনকার চাউমিন, বেশ তেলমশলা ডিম সবজি দিয়ে রাঁধা হোতো। বুড়ীমানুষ এসব দেখেন নি আগে, কইলেন মুড়ি দিয়া খা। :-)
  • kasturi | ০৫ আগস্ট ২০১০ ১৯:২১ | 131.95.30.135
  • ekbar ek burheemaanush aamaay balechhilo murhi diye noodles khete. :-)
  • aka | ০৫ আগস্ট ২০১০ ১৯:২০ | 168.26.215.13
  • কিম্বা মুড়ি দিয়ে ভাত। সাথে কাঁচা লংকা।
  • kasturi | ০৫ আগস্ট ২০১০ ১৯:১৯ | 131.95.30.135
  • luchi diye paayes :-)
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১৯:১৬ | 122.172.54.20
  • লুচি দিয়ে মুড়ি!! কবে শুনবো কচুরি দিয়ে রাবড়ি!
  • kasturi | ০৫ আগস্ট ২০১০ ১৯:১৪ | 131.95.30.135
  • luchi diyeo chale.
  • Ananya | ০৫ আগস্ট ২০১০ ১৯:১১ | 199.133.19.254
  • আবার বাঙাল দের নিয়ে টানাটানি কেন? আমি ও বাঙাল কিন্তু কেউ বলে দেখুক কোন দিন আমাকে পায়েস মুড়ি খেতে দেখেছে। পায়েস শুধু খেতে হয়, একদম ক্ষীর এর মত, কিশমিশ, কাজু দেওয়া। আর মুড়ি খেতে হয় বেগুনি দিয়ে। আ হা জিভে জল এসে গেলো।
  • Arpan | ০৫ আগস্ট ২০১০ ১৯:০৯ | 122.252.231.10
  • ঝগড়া বাঁধাবার কী সূক্ষ্ম প্রয়াস!

    না না আমি সবাইকে ক্ষমা করে দেব ঠিক করেছি। ঃ)
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১৯:০৭ | 122.172.54.20
  • মুড়ি কাঁচালঙ্কা আচার ইত্যাদি দিয়ে খেতে হয়।
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১৯:০৬ | 122.172.54.20
  • বাঙালগুলোর ক্ষ্যামতা আছে, যেকোনো ভালো খাবারকে যাচ্ছেতাই করে খাওয়ার। পায়েস আবার কেউ মুড়ি দিয়ে খায়! ঃ-O
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১৯:০৩ | 122.172.54.20
  • না, আজই তো পেলাম দানাগুলো।
    ঝগড়া করতে আবার কিছু চাইতে হয় নাকি, যে কোনো কিছু নিয়েই ঝগড়া করা যায়।
  • Arpan | ০৫ আগস্ট ২০১০ ১৯:০৩ | 122.252.231.10
  • আজ সাত তাড়াতাড়ি বাড়ি এসে চাটি পায়েস দিয়ে মুড়ি খাচ্ছি। এমন সময় কেউ ঝগড়া করে, ফাগোল? এই সময়ে লোকের সাতখুন মাপ করে দিতে হয়।
  • Ananya | ০৫ আগস্ট ২০১০ ১৯:০০ | 199.133.19.254
  • কি নিয়ে ঝগড়া করতে চাও বল, শুরু করে দি।
    রাগি এর চারা বেরোলো?
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১৮:৪৯ | 122.172.54.20
  • ঝগড়া করে না বলে।
  • Ananya | ০৫ আগস্ট ২০১০ ১৮:৪৫ | 199.133.19.254
  • byaangdi

    আমি আছি, তবে ঝগড়া করবোনা, গল্প করবো। বোরিং কেনো গো?
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১৮:১৯ | 122.172.54.20
  • কি বোরিং, কি বোরিং। লোকজনকে জালি, ভীতু বলে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করলেও লোকে ঝগড়া করে না! ঃ-(
    আবার ওদিকে কেউ যদি একটুও ল্যাদ খায়, তাকে সিপিএম বলে গালি দেওয়া হয়! ঃ-O
  • archi | ০৫ আগস্ট ২০১০ ১৮:১৩ | 115.118.194.5
  • বেস ভালো লাগলো
  • Samik | ০৫ আগস্ট ২০১০ ১৫:৫২ | 121.242.177.19
  • আম্মো ঘরবন্দী। নিঝুম দুকুর, বাইরে কেবল মেট্রোর পিলার লাগনোর ঠাঁইঠক মধুর শব্দ, আর কখনো ক্কচিৎ চাট্টি গাড়ির হর্ন। হাল্কা তাপমাত্রা গায়ে, থার্মোমিটার বলছে একশো ছাড়িয়েছে কি ছাড়ায় নি। নাক দিয়ে ঝরো ঝরো বরিষে বারিধারা।
  • M | ০৫ আগস্ট ২০১০ ১৫:৩০ | 59.93.208.131
  • হুম! ঘুমিয়েই এলুম, আর আমার পড়াশুনা করার আর বয়স নেই, ব্যাস।এখন আমি আমার এই পড়ন্ত বেলায় স্মৃতির জাবর কাটছি,আর হায় হায়, গেলো গেলো করছি।
  • til | ০৫ আগস্ট ২০১০ ১৫:২৮ | 220.253.188.158
  • বীয়র খাওয়া অভেস করুন, দুকুর বেলা, গরমে, সব পর্দা টেনে দিয়ে।
    অথবা দিবাস্বপ্ন দেখুন।
  • de | ০৫ আগস্ট ২০১০ ১৫:২৫ | 59.163.30.2
  • স্যান কি পেলিং য়েই রয়ে গ্যালো?

    আর ব্ল্যাঙ্কি ও আর সর্ষে লেখে না -- দমদির ছেঁড়াখোঁড়া স্বপ্নেরা আর এগোয় না ঃ((

    দমদি,
    In the name of honour পড়ছি এখন! অপূর্ব!
  • Arpan | ০৫ আগস্ট ২০১০ ১৫:১৮ | 204.138.240.254
  • স্যান আর আসে না। থাকলে বলত ট্রেডমিলে চাট্টি দৌড়ে এসো।
  • Samik | ০৫ আগস্ট ২০১০ ১৫:১৩ | 121.242.177.19
  • মন খারাপ করা দুকুর মানেই ...
  • de | ০৫ আগস্ট ২০১০ ১৪:৫০ | 59.163.30.2
  • গয়েন্দা গপ্পো রাত্তিরে পড়তে হয় -- দুকুরে ঘুমোতে হয় -- সর্ষের তেলের শিশি হাতের কাছে রেখে -- ফোঁস!
  • Arpan | ০৫ আগস্ট ২০১০ ১৪:৪৭ | 204.138.240.254
  • টান টান গোয়েন্দা গল্প কি থ্রিলার নেই? এক নিশ্বাসে পড়ে ফেলার মত? এই অন্ধকার দুকুর বেলায়?
  • de | ০৫ আগস্ট ২০১০ ১৪:৪৪ | 59.163.30.2
  • অন্ধকার দুকুর তো ঘুমোও না ক্যান?
  • M | ০৫ আগস্ট ২০১০ ১৪:৩৯ | 59.93.204.4
  • এখন ক্যামন মন খারাপ করা অন্ধকার দুকুর বেলা।
  • Raj | ০৫ আগস্ট ২০১০ ১৪:১১ | 202.79.203.59
  • ডিসেতে হইলেও হইতে পারে ; তবে পুজোয় যাচ্ছি মনে হয় ঃ)

    আপুনি কি এখন ব্র্যাডম্যানের দ্যাশে ?
  • pi | ০৫ আগস্ট ২০১০ ১৩:৩০ | 72.83.82.169
  • কেসিদার কালকের ঐ ফুলতোলা পেন্সিলবাক্সো নিয়ে পোস্টটাতে আমার দাদার হয়ে ক্কঃ বলে গেলুম। ঃ)
  • til | ০৫ আগস্ট ২০১০ ১৩:২৩ | 220.253.188.158
  • রাজ, ধন্যবাদ, ombudsmanকে লিখবো। ঠেলতে ঠেলতে বলেছে জুলাই এর শেষে আসুন। এর পর যদি না দেয় (আশায় মরে চাষা!) তার পর, ইয়ে মেরী হ্যায় প্রতিজ্ঞা।
    আপনি তাহলে NCR এ চলে গেছেন।
    নভ/ডিসে বঙ্গভূমিতে ঠাকিলে ডেখা হইটে পারে।
    -
    ব্যাঙদির জন্য এক লট স্ট্যাম্প কাঁচানো হয়ে গেছে কিন্তু ওঁরাও দেখছি, কর্মসংস্কৃতি Do it later! এখনও ঠিকানার চিহ্ন নাই। (উনি আবার সিপিয়েম নন তো, নতুবা গর্দান নিয়ে নেবেন)।
    এত উৎসাহ ক্যানে?
    আসলে ভারী কাজ ছিল বাগানে weed তোলা, এইটে একটা অজুহাত পেয়ে গেলাম কিনা, তাই ক্যাঁচ ক্যাঁচ!
  • pi | ০৫ আগস্ট ২০১০ ১৩:০৯ | 72.83.82.169
  • কম বোলে তো ? কিতনা কম ? ক্রিটিক্যাল মাস টা কত ?
  • Samik | ০৫ আগস্ট ২০১০ ১৩:০৫ | 121.242.177.19
  • গুরু কমিউনিটিতে মাস কম পড়াশোনা ও সেই ব্যাপারে রুটি মাখন রোজগার করা লোক আছেন?
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১৩:০১ | 122.172.58.210
  • আপনাদের মত দুব্বলরিদয় ভীতুও নই, ঝগড়াকে মোট্টে ভয় পাই না।
  • kc | ০৫ আগস্ট ২০১০ ১২:৫৮ | 194.126.37.76
  • এতো দেখি মহা ঝগড়াবাজ...............
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১২:৫১ | 122.172.58.210
  • আমি আপনাদের মত জালি করি না !
    গতকালও আমি ছড়িয়েছি। ভাটপাতা আর বেলাভূমি সাক্ষী আছে!
  • kc | ০৫ আগস্ট ২০১০ ১২:৪৯ | 194.126.37.76
  • কমরেড ব্যাঙ আসলে ছাপ্পা মারবার তাল কচ্ছিলেন, সইত্যো কতা কইবেন কিন্তু।
  • Arpan | ০৫ আগস্ট ২০১০ ১২:৪৮ | 204.138.240.254
  • কোথায় আর! তৃ-১০ টইতে পোস্টিয়ে দেখান আগে। তালে গ্র্যাজুয়েশন কমপ্লিট।
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১২:৪৭ | 122.172.58.210
  • পেরেছি! মাথা না খাটিয়েই পেরেছি।
  • Arpan | ০৫ আগস্ট ২০১০ ১২:৪৫ | 204.138.240.254
  • মাথা খাটান, কমরেড ব্যাঙ, মাথা খাটান।
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১২:২৮ | 122.172.58.210
  • কেসি, সত্যি সত্যি! আমি কোনো টইয়েই পোস্ট করতে পারছি না। এক্ষুনি মামুর বেলাভূমিতে পোস্ট করতে গেলাম, ভাটে পোস্ট হয়ে গেল। অনেকক্ষন থেকে টইয়ে পোস্ট করছিলাম ধন্যবাদ বলছিল, কিন্তু আপডেট হচ্ছিল না। এখন আবার ধন্যবাদ দিয়ে ভাটে আপডেট করছে টই য়ে লেখার চেষ্টা করলে।
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১২:২৪ | 122.172.58.210
  • মামুর সংসারে বেলাকে রুটি বেলতে হয় না?
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১২:১৯ | 122.172.58.210
  • অপ্পন আবার কি বলে দিল!
  • kc | ০৫ আগস্ট ২০১০ ১২:১৪ | 194.126.37.76
  • সব কিছুই কি আর অপ্পন বলে দেবে? যুক্তি লাগান, খুব সোজা।
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১২:০৮ | 122.172.58.210
  • পারলাম না যে! ঃ-(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত