এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r.h | ২৮ জুলাই ২০১০ ২০:০১ | 203.99.212.53
  • চিরকাল কাব্যে উপেক্ষিত আর্শোলার প্রান্তিক অবস্থানকে একেবারেই অস্পৃষ্ট রেখে দিলেন যে?
  • pi | ২৮ জুলাই ২০১০ ১৯:৫৭ | 72.83.82.169
  • জাপানী থেকে অনুবাদ করে সোজা বাংলায় মানেটা কী দাঁড়ালো ? গৃহস্বামীর ই মত ল্যাদখোর টিকটিকি ?
  • rabaahuta | ২৮ জুলাই ২০১০ ১৯:৫১ | 203.99.212.53
  • নিঝুম টিকটিকি একা, পরম দেওয়ালে
    লীন হয়ে থাকে, কড়িকাঠে মোক্ষ উঁকি মারে
    খয়েরী ডানায়, পাততাড়ি।

    ***********************

    আমি আজকাল পরীক্ষামূলক কবিতা লিখছি।
    গদ্যকবিতা, হাইকু, এইসব।
  • bb | ২৮ জুলাই ২০১০ ১৮:৪৭ | 115.113.115.130
  • MDF- Medium Density Fibre board
    HDF -High Density Fibre board
    এগুলি কাঠের বিকল্প যা কাঠের গুঁড়ো দিয়ে তৈরী হয়। নাম থেকেই বোঝা যাচ্ছে যে ঘনত্ব আলাদা হলে কাঠের গুণ ও আলাদা হবে।
  • pipi | ২৮ জুলাই ২০১০ ১৮:২৬ | 92.225.7.91
  • MDF, HDF এগুলো কি?
  • Samik | ২৮ জুলাই ২০১০ ১৮:০০ | 121.242.177.19
  • সুইমিং পুলের হিন্দিটা তা'লে কেউ জানে না!
  • Arya | ২৮ জুলাই ২০১০ ১৭:৫৫ | 125.16.82.195
  • টেকনোপোলিস এর মোড় থেকে এস ডি এফ অবধি কি রাস্তাটা টু ওয়ে হয়েছে কি?
  • byaang | ২৮ জুলাই ২০১০ ১৭:৫৪ | 122.172.56.181
  • *ফ্যাক্টরি
  • byaang | ২৮ জুলাই ২০১০ ১৭:৫৪ | 122.172.56.181
  • কি সব্বোনাশ!! ভুলেও কার্পেন্টারের হাতে খালি বাড়ি ছেড়ে দিও না। তারা একবার ঢুকলে আর বেরোবে না সহসা, মাসের পর মাস অন্যের লোকের কাজ ধরবে আর তাদের কাজ করবে - তোমার ফ্ল্যাটকে ফ্ল্যাক্টরি বানিয়ে। আর শেষে যখন ধৈর্য্য হারিয়ে তুমি তাদের ঘাড়ধাক্কা দিতে যাবে, তখন তোমার ফ্ল্যাটের ফ্লোরিংয়ের হাল দেখে আবার নতুন করে ফ্লোরিং করানোর কথা মনে হবে।
    নিজের অভিজ্ঞতা, হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছি।
  • saikat | ২৮ জুলাই ২০১০ ১৭:৪৮ | 202.54.74.119
  • না না, সেক্টর ফাইভের রাস্তার সাথে বর্ষার বৃষ্টির সম্পর্ক আছে। বৃষ্টিতে যাতে রাস্তার এপার থেকে ওপার (লক্ষ্য করুন, 'পার' বলেছি, 'ফুট' বলিনি) যেতে ২০ টাকা রিক্সা ভাড়া না দিতে হয়, তার জন্য পাইপ বসানো হচ্ছে। হোপফুলি মাটির নীচে এবং ঠিকঠাক, সিঙ্গুরের পর হলেও টাটার ওপর ভরসা রাখা ভাল।
  • kc | ২৮ জুলাই ২০১০ ১৭:৪৫ | 194.126.37.76
  • খালি বাড়ি ছেড়েছিলাম। দুটো WC ভোগে গেছে। মেঝের মার্বেলের উপর লাট্টু ঘুরিয়ে যা হওয়ার হয়েছে। একটা দেওয়ালে র‌্যাগিং করিয়েছিলাম, আবার করাতে হয়েছে। দেওয়ালে কিছু জায়গায় তেলচিটে দাগ লেগেছে।
  • d | ২৮ জুলাই ২০১০ ১৭:২৯ | 219.64.182.178
  • মণি স্কোয়ারের কোন একটা তলায়।
  • shrabani | ২৮ জুলাই ২০১০ ১৭:২৪ | 124.30.233.102
  • দম, অটবি টা কোথায়?
  • dukhe | ২৮ জুলাই ২০১০ ১৭:২২ | 122.160.114.85
  • অনুভব করেছি, তাই বলছি ।
    খালি বাড়ি কাজ করার জন্য ছেড়ে দেবেন না । নিজে নজর রাখলে অন্য কথা । রঙ মেঝে অনেক কিছুই ভোগে যেতে পারে ।
  • Ishan | ২৮ জুলাই ২০১০ ১৭:২০ | 125.18.17.16
  • আর এক আধটা রাস্তার কেস হলে এসব বলতাম না। সেক্টর ফাইভে মেজর রাস্তা হল তিনটে। একটা নিকো পার্ক থেকে এসডিফ। একটা করুণাময়ী থেকে কলেজ। আরেকটা এসডিএফ থেকে নিউটাউন।

    এর মধ্যে একটার চলেবল হাল। বাকিদুটো? এই হালের সঙ্গে কিন্তু মেট্রো, কমনওয়েলথ গেমস, কি বর্ষার বৃষ্টি এসবের কোনো সম্পক্কো নেই।
  • quark | ২৮ জুলাই ২০১০ ১৭:১৭ | 202.141.148.99
  • ১৩৩ রানের পার্টনারশিপে শচিন ৬৫ (১৬৮ তম ম্যাচ), রায়না ৬৪ (প্রথম ম্যাচ) - জিও বেটা!
  • shrabani | ২৮ জুলাই ২০১০ ১৭:১৪ | 124.30.233.102
  • দ, খুব ভালো। তোমায় মেল করব এ ব্যাপারে। আসলে জানিনা, জিনিসপত্র কিছু নেই তবে রঙ টঙ করে পরিস্কার বাড়ী। ভেতরে লেবাররা অনির্দিষ্ট কালের জন্য কাজ করার পর বাড়ির চেহারা কি দাঁড়াবে তাই ভয়!
    AEwoodland এর ফোন নাম্বারটা দিও। আমি ওদের সঙ্গে কথা বলে নেব যদি অর্ডারী মাল বানায়। AE মানে তো কোয়ালিটীর আশে পাশে হবে, হয়ত আমি জানি দোকানটা।
  • Ishan | ২৮ জুলাই ২০১০ ১৭:১১ | 125.18.17.16
  • সে তো ঠিকই আছে। আমাদের ঠাকুদ্দারা মন্বন্তর দেখেছে, দাঙ্গা দেখেছে, তার চেয়ে তো অনেক ভালই আছি। অতএব শান্তিকল্যাণ। ঃ)
  • quark | ২৮ জুলাই ২০১০ ১৭:০৯ | 202.141.148.99
  • তাইলে দাঁড়ালো সেক্টর পাঁচ কেবল ঐ ভেতরের কলকাতা, ঠিক কিনা?
  • Samik | ২৮ জুলাই ২০১০ ১৭:০৫ | 121.242.177.19
  • বাই দা ওয়ে, জনতা, বলতে পারবে, সুইমিং পুলের হিন্দি কী?

    (শ্রাবণী জানবে)
  • Samik | ২৮ জুলাই ২০১০ ১৭:০৪ | 121.242.177.19
  • সে ভাই কলকাতার ভেতর আরেকটা কলকাতা থাকতে পারে, আর দিল্লির ভেতর আরেকটা দিল্লি থাকতে নেই? মথুরা রোডের বাইপাস সেই ভাঙাচোরা রাস্তাটা দিয়ে এই কদিন আগেই ফরিদার বাড়ি গেছিলাম, ফরিদা তার ফরিদাবাদের বাড়ি থেকে রোজ সেই রাস্তা ধরে নয়ডায় আপিস করতে আসে, আর ফেরত যায়।

    অতদূরে যাবার দরকার কী? তোমার বাড়ি থেকে আমার বাড়ি, ধরো গাজিপুর শ্মশানের পাশের রাস্তা ধরে দল্লুপুরা হয়ে আসছো। সেখানেও কমবেশি একই রকমের রাস্তা। সকালবেলায় তুমুল জ্যাম হয়। বা ধরো খোড়া কলোনির ভেতরের রাস্তা, (সেটাও কিন্তু এখন ঝাঁ চকচকে হয়ে গেছে)।

    ও রকম দু চাট্টে রাস্তা সব শহরেই থাকে।
  • quark | ২৮ জুলাই ২০১০ ১৭:০৪ | 202.141.148.99
  • এখন যদি বলেন এটা যথেষ্ট চাপের মুখে নয় সেটা অন্য কথা ....তবে দ্বিতীয় ইনিংসে নয় মানছি।
  • quark | ২৮ জুলাই ২০১০ ১৭:০২ | 202.141.148.99
  • গট ইট!
  • Bratin | ২৮ জুলাই ২০১০ ১৭:০১ | 125.18.17.16
  • হয়ে গেল।
  • Bratin | ২৮ জুলাই ২০১০ ১৭:০১ | 125.18.17.16
  • আরেকটা সেঞ্চুরি হতে চললো।
  • d | ২৮ জুলাই ২০১০ ১৬:৫৬ | 219.64.182.178
  • শ্রাবণী,
    বাড়ী একদম খালি হলে অসুবিধে কি? দিয়ে রাখো। তবে জিনিষপত্র রেখে থাকলে অবশ্য একটু ইয়ে। হোম টাউন বানায় কেমন জানি না, তবে রাখা ফার্নিচার বেশিরভাগই MDF এর। HDF প্রায় নেইই। খোঁজ নিতে পারি। আমাকে মেইলে ডিটেলস জানাও। আমি গিয়ে জেনে আসবো। আমি মাঝেমাঝে রবিবারে বাড়ীতে বোর হয়ে গেলে হোম টাউনে গিয়ে ফার্নিচার দেখে কিম্বা ই-জোনে সময় কাটিয়ে আসি। ঃ)

    অটবি'তে শুনেছি সব HDFএর। দামও নাকি 'রিজনেবল'। তবে এই 'রিজনেবল' শব্দটা খুব গোলমেলে। কার কাছে যে কোনটা রিজনেবল হয়!! আমি অটবিতে যাই নি কখনও। গিয়ে দেখতে পারো।

    আমি AE ব্লকের Wood land বলে একটা দোকান থেকে তুকটাক জিনিষ করিয়েছি। মন্দ নয়।

    স্টোয়িক,

    আম্মো ইন্দিরা সিনেমার পাশের গলিতে ছিলাম মেট্রোর কাজ শুরু হওয়ার আগে। পরেও গেছি মানে যেতাম মাসে ২-৩ বার করে। আপনার সাথে ক।
  • stoic | ২৮ জুলাই ২০১০ ১৬:৩৮ | 160.103.2.224
  • ঠিক এই কথাটাই ভাবছিলাম। ভবানীপুরের জগুবাবুর বাজারে বড় হয়েছি। মেট্রোর খোঁড়াখুঁড়ি, তার আওয়াজ, ধুলো, বর্ষায় তার অপরূপ শুভা, সব মনে আছে পষ্ট। তার তুলনায় এ তো নস্যি।
    সেই প্রথম যেদিন মেট্রো চালু হল, লাইন দিয়ে টিকিট কেটে উঠেছিলাম। অনেক স্বনামধন্য বুদ্ধিজীবি টাইপ লোকজনও ছিলেন (মিলে সুর মেরা তুমহারার ক্লিপ মনে করুন)। সে কি রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভবানীপুর টু এসপ্ল্যানেড অ্যান্ড ব্যাক। ঝকঝকে সব ইস্টিশান। ভাবলেও গায়ে কাঁটা দেয়। আমাগো পোড়া দ্যাশের প্রথম মেট্রো বলে কতা। হুঁ হুঁ বাওয়া। খুব রেলা নিয়েছিলাম মনে আছে। ;-)
  • shrabani | ২৮ জুলাই ২০১০ ১৬:৩৮ | 124.30.233.102
  • পরবাসী শমীক হতে যাবে কেন, বালাই ষাট! রীতিমত প্রায় দিল্লীবাসী।

    দ, এই হোমটাউনটা কি রকম, দেখেছো? আমার বাড়িতে উডওয়ার্কের জন্য সবাই চাবি চাইছে। আমরা ঘর খুলে দিয়ে চলে যাব, ওরা অনন্তকাল ধরে কাজ করবে। আমার সোস্যাইটীর সবচেয়ে দামী (সে সিলেক্টেড এন আর আই ছাড়া কাজ করেনা) কাঠের কনট্র্যাক্টর আমাকে বলল তার হাতে নাকি আমেরিকা, কানাডার লোকেরা ফ্ল্যাটের চাবি দিয়ে দিচ্ছে, আমি তো কোন ফালতু দেশী (শেষটা মুখভঙ্গীতে, কথায় নয়) !ঃ)
    আমাকে একজন বলল হোমটাউনে মাপজোক দিলে বানিয়ে, ঘরে এসে ফিট করে দিয়ে যায়, দু এক দিনে হয়ে যাবে। চাবি দেওয়র ঝামেলা নেই। কি করব বুঝতে পারছিনা!ঃ(
  • Bratin | ২৮ জুলাই ২০১০ ১৬:৩৬ | 125.18.17.16
  • আমার ও সেক্টর ফাইভ বেশ ভালো লাগে। এখন যাতায়াত ব্যবস্থা ও আগের থেকে অনেক ভালো হয়েছে।
  • saikat | ২৮ জুলাই ২০১০ ১৬:৩৪ | 202.54.74.119
  • আগের মেট্রোর চেয়ে এবারের মেট্রোর খোঁড়াখুঁড়ি তো অনেক ভাল। কিছু করে দেখানোর চেষ্টা আছে। তবে যাই বলো আর তাই বলো, পুরো কোলকাতা জুড়ে কাজ চলছে কিছু, মেট্রো আর ফ্লাইওভার আর আরো কিছু। কোনটা কিসের বোঝা যায় না।
  • Bratin | ২৮ জুলাই ২০১০ ১৬:৩৪ | 125.18.17.16
  • ও ই ও ই আবার টানছে ঃ-)))
  • quark | ২৮ জুলাই ২০১০ ১৬:৩৩ | 202.141.148.99
  • আর যদি দুজনের কেউ না হয়?

    ১। সল্ট লেকে মেট্রোর কাজ হচ্ছে মূলতঃ মাটির ওপরে, আর পুরনো মেট্রোর সবটাই ছিলো মাটির তলায়।

    ২। নতুন মেট্রোর যে অংশ মাটির তলায় তার কাজ এখনো শুরু হয় নি। তবে সেখানেও প্রযুক্তি অনেক পাল্টেছে। আগের মতো হবে না বলেই মনে হয়।
  • Raj | ২৮ জুলাই ২০১০ ১৬:৩৩ | 202.79.203.43
  • নিউটাউনে তিন বচ্চর চাকরি করিচি

    কর্মক্ষেত্র হিসেবে অন্ততঃ গুগাঁর চেয়ে অনে- এ- এ- ক ভালো
  • Ishan | ২৮ জুলাই ২০১০ ১৬:৩০ | 125.18.17.16
  • মেট্রোর সেই খোঁড়াখুঁড়ি আমার মনে আছে। তাচ্চেয়ে এটা মিনিমাম দুগুণ ভালো। ক্রেডিট কার জানিনা। বি ইট মমতা অর পঃবঃ সরকার, যারই হোক ভালো।

    কিন্তু বাকিটা। উফ।
  • Arpan | ২৮ জুলাই ২০১০ ১৬:২৭ | 216.52.215.232
  • বানতলার খবর কী? ব্ল্যাঙ্কের অফিস কি ওখানে চলে গেছে না যাবে? রাস্তাঘাট হয়েছে? মোর ইম্পর্ট্যান্টলি পাইপ কোথায় বসেছে? রাস্তার নিচে না ওপরে? ঃ-)
  • Arpan | ২৮ জুলাই ২০১০ ১৬:২৩ | 216.52.215.232
  • বাহ, এই একঝুড়ি যুক্তি আমার বেশ পছন্দ হল।
  • pipi | ২৮ জুলাই ২০১০ ১৬:২২ | 92.225.73.94
  • খিক্‌ খিক্‌ খিক্‌ খিক্‌
  • d | ২৮ জুলাই ২০১০ ১৬:১৬ | 219.64.182.178
  • হোম টাউনের পেছনে আমাদের বাড়ীর সামনের রাস্তায় পরশুদিন দুই জায়গায় এসে খুঁড়ল খানিক। তারপর তার নিচ থেকে ম্যানহোলের ঢাকনি বেরোল। সেটা তুলেটুলে পরিস্কার করল। কাল চাপাটাপা দিয়ে চলে গেছে। বেশ ২ ফুট বাই ৩ ফুট করে একটা গাড্ডা। রাস্তার লেভেলে আসেওনি, কেউ মনে হয় চেষ্টাও করে নি। মাটিচাপা দিয়ে স্টোন চিপস বিছিয়ে গেছে।

    কেন??? জিগ্যেস করে শুনলাম বর্ষা এসে গেছে তাই ভূগর্ভস্থ পয়ঃপ্রণালী সাফ করা হল। তো রাস্তা? শুনলাম যেবারে শীতে রাস্তায় পিচ ঢালা হয় সেবারে লেভেলিং হয়ে যায়। তো ম্যানহোলের ঢাকনিটা রাস্তার নীচে লুকানো কেন? কারণ নাহলে ঢাকনি চুরি হয়ে যায় আর তারপর লোক পড়ে মরে যায় .... তাই।
  • Bratin | ২৮ জুলাই ২০১০ ১৬:১৫ | 125.18.17.16
  • সেই তুলনায় এখন কাজ অনেক ভালো ভবে হচ্ছে।
  • quark | ২৮ জুলাই ২০১০ ১৬:০৪ | 202.141.148.99
  • দমদম থেকে এসপ্ল্যানেড মেট্রোর কাজের সময় সে¾ট্রাল (অধুনা চিত্তরঞ্জন) অ্যাভেন্যু'র খোঁড়াখুড়ি যাঁরা দেখেছেন, যদি কেউ থাকেন তো একবার স্মরণ করতে অনুরোধ করি।
  • saikat | ২৮ জুলাই ২০১০ ১৬:০৩ | 202.54.74.119
  • ভাবেওনি মানে, কেউ আশাও করেনি ঃ-)
  • saikat | ২৮ জুলাই ২০১০ ১৬:০২ | 202.54.74.119
  • সেক্টর পাঁচের রাস্তা নিয়ে কী আর করা যাবে !! পাইপ বসাতে আগে ভুলে গেছিল, এখন বসাচ্ছে। আর কেউ ভাবেওনি যে চাট্টি কোম্পানী যা হোক দোকান বানাবে আর দু' পা অন্তর তিনটে কফি শপ হবে !
  • Ishan | ২৮ জুলাই ২০১০ ১৬:০১ | 125.18.17.16
  • মেট্রোর খোঁড়াখুঁড়ি নিয়ে কোনো কমপ্লেন নেই। একটা টিনের দেয়াল বানিয়ে তার মধ্যে যা করার করে। ফেয়ার এনাফ। কিন্তু বাকিটা? কে খোঁড়ে, কেন খোঁড়ে, কে জানে। সল্ট লেকের সেক্টর ফাইভ আমার দেখা কুৎসিততম জায়গাগুলোর মধ্যে একটা। ঠিক যেন সাঁতালপরগনার একটা হাটের মধ্যে কটা ঘিঞ্জি হাইরাইজ বানিয়ে দেওয়া হয়েছে।
  • nyara | ২৮ জুলাই ২০১০ ১৫:৫৪ | 203.110.238.16
  • ফ্রি শুধু তিনমাস। তারপরে ড্রপ কড়ি, ওয়্যার অয়েল।
  • Arpan | ২৮ জুলাই ২০১০ ১৫:৫০ | 204.138.240.254
  • আজকেই ব্যাঙ্গালোর মিররে বেরিয়েছে কীভাবে সিএমের বাড়ির সামনের রাস্তার ভোল পাল্টে দিয়েছে। সাথে ফাউ ফুটপাতে ভিক্টোরিয়ান বেঞ্চ আর কেতের গ্যাসলাইট। সব হয়েছে এক বছরে।

    ব্যাঙ্গালোর মিরর TOI-এর সাথে ফ্রি দেয়।
  • d | ২৮ জুলাই ২০১০ ১৫:৩৯ | 115.118.74.30
  • নিউ টাউন বাসস্ট্যান্ড থেকে এস ডি এফ হয়ে উইপ্রো মোড় ঘুরে আবার বাসস্ট্যান্ড পর্যন্ত ছবি তো আমিই তুলেছি গত শনিবারের আগের শনিবার। ঃ)) এবারে একদিন CC1 অবধি ছবি তুলব।
  • quark | ২৮ জুলাই ২০১০ ১৫:৩৬ | 202.141.148.99
  • শমীক কি মোহিত? তাইলে শমীক পরবাসী!
  • shrabani | ২৮ জুলাই ২০১০ ১৫:৩৩ | 124.30.233.102
  • কমনওয়েলথের জন্য বিভিন্ন প্রজেক্ট ও তার পরিপ্রেক্ষিতে দিল্লীবাসীদের ভোগান্তির ছবি (রাস্তা ড্রেন ভাঙা ইঁট বালি পাথরে ভরা, বৃষ্টি হলেই ভয়ানক) ও খবর নিয়ম করে টিওআই য়ে বেরোচ্ছে!
    আজকেও লন্ডনের ২০১২ অলিম্পিকসের জন্য তৈয়ারী আর দিল্লীর দুমাস বাকী কঃওঃ য়ের তুল্যমূল্য বেরিয়েছে। বেশী না, কিছুটা মথুরা রোড ধরে বর্ডারের দিকে যেতে হবে।
    আর মেন রাস্তা ছেড়ে মথুরা রোডের বাইপাস ধরে ফরিদাবাদের দিকে যেতে গেলে বা বোঝা যায়, হাতীর দাঁতের খানে আর দিখানের ফারাকটা। মাঝে মাঝে রাস্তাটাই গায়েব হয়ে খেতে ঢুকে গেছে।

    পরবাসীরা যে দিল্লী দেখে মোহিত হয় তাকে বাসিন্দারা চিরকালই নয়ী দিল্লী বলে থাকে!ঃ)
    এর বাইরেও একটা দিল্লী আছে।
  • til | ২৮ জুলাই ২০১০ ১৫:৩২ | 210.193.178.129
  • গত নভেম্বর '০৯। করুণাময়ীর কাছে অটো থেকে নেমেছি, মেট্রোর টিনের গায়ে- কাঁচা রঙ টিনে। বাড়ী ফিরে কেরোসিন ঘসা- ভাগ্যিস হেরিকেন ছিল!
    সেক্টর-৫ কাগজে খুব পড়তাম, দেখে মনে হল- এর জন্যে এত? আর ঝুপড়ি যে কোথা থেকে আসে! এই সব ঝুপড়ি দেখে তামাসা করবেন না, এদের টার্নওভার ফ্যলনা নয়।
  • Bratin | ২৮ জুলাই ২০১০ ১৫:২১ | 125.18.17.16
  • এই কথা বলায় আমাদের ধর্মিন্দর খুব রেগে গিয়েছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত