এটা মাধ্যমিকের সিলেবাসে ছিল? নাকি উচ্চমাধ্যমিকের? আমি অনেক ভেবে তাসের ঘর আর পল্লীগ্রমস্থ প্রজাদের দুরবস্থাবর্ণন ছাড়া আর কিচ্ছু মনে করতে পারলাম না।
aka | ১৩ আগস্ট ২০১০ ০১:১৪ | 168.26.215.13
দেফু কি বাজার থেকে উবে গেল? অজ্জিতও সেই যে গেল কোথায় গেল আর আসে না। কদ্দিন একটু তক্কো করি না। দুদ্দুর জেবনটা কেমন বোরিং হয়ে গেল।
Tim | ১৩ আগস্ট ২০১০ ০১:১১ | 198.82.18.170
মাইরি সব ভুলে গ্যাছে। গপ্পটা বড়ো ভালো ছিলো।
এইবার কিছু জিনিসপত্র ভাঙার আবাজ পাওয়া যাবে।
aka | ১৩ আগস্ট ২০১০ ০১:১০ | 168.26.215.13
হ্যাঁ বুড়ো ব্যাঙেদের নিয়ে একদমই ইয়ার্কি না।
zanti | ১৩ আগস্ট ২০১০ ০১:১০ | 151.141.84.171
আমি বুড়ামানুষকে নিয়ে মস্করা করিনা, তাদের মাস্কারা অফার করি। :-) "তৃতীয় দ্যূতসভা" ছিল বাংলার সিলেবাসে, পরশুরামের লেখা অনবদ্য গল্প। ম্ৎকুনি মানে যুধিষ্ঠির যাকে ম্ৎকুনি মামা কইলেন, তিনি পাশাগুটিকায় গোধিকা পুরে কায়দা করেছিলেন, তবে ডোজ বেশী হয়ে যাওয়ায় শকুনি ম্ৎকুনি সবার জারিজুরি ফাঁস হয়ে যায় (শকুনির পাশায় ছিলো নারকুলো পোকা)। পরে ম্ৎকুনি কে উৎকুন ম্ৎকুন মশক মুষিকের নিত্যসেবা করতে দ্বারকার অহিংসক সাধুগণের আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়।
byaang | ১৩ আগস্ট ২০১০ ০১:০২ | 122.172.56.156
ঃ-X ত্তো ত্তো ত্তো .................
রা সব গোল্লায় গেছিস! বুড়ো মানুষকে নিয়ে মস্করা করিস!
Tim | ১৩ আগস্ট ২০১০ ০১:০২ | 198.82.18.170
উচ্চ*
ঃ-))
Tim | ১৩ আগস্ট ২০১০ ০১:০১ | 198.82.18.170
উচ্ছমাধ্যমিক নাকি? হতেই পারে। আজকাল খ্যাল থাকেনা।
aka | ১৩ আগস্ট ২০১০ ০০:৫৯ | 168.26.215.13
ব্যাঙ কি মাধ্যমিক? মনে হয় না।
byaang | ১৩ আগস্ট ২০১০ ০০:৫৮ | 122.172.56.156
ধাঁধাটা পারলাম না। ঃ-((
aka | ১৩ আগস্ট ২০১০ ০০:৫৪ | 168.26.215.13
এখানে আমার মাথার ওপরে জল ছিল। এককালে গঙ্গায় সাঁতার কেটেছি, এখন দম থাকে না, কিন্তু তাবলে ডুবে যাব একথা ভাবি নি। এই নদীগুলো খুব ডিসেপটিভ। এডি কারেন্ট মারাত্মক।
Tim | ১৩ আগস্ট ২০১০ ০০:৫৩ | 198.82.18.170
আমি একবার সাউথ ক্যারোলিনায় ডুবে যেতে যেতেও যাইনি। তীরের খুবই কাছে ছিলাম, প্রায় হাঁটুজল। তো ভাবলাম ডুবসাঁতার শিখবো। ওমা, জলটল খেয়ে একসা অবস্থা!
aka | ১৩ আগস্ট ২০১০ ০০:৪৮ | 168.26.215.13
এডি কারেন্ট থাকলে খুব মুশকিল। সাঁতার জানলেও কিছু করার নেই, তখন দু একজন দিয়েও হয় না, একটা টিম লাগে। কিছুদিন আগে একেবারে ডুবে যাচ্ছিলাম। কায়দা করে লাইফ জ্যাকেট নিই নি। আমি চার হাত এগোলে এডি কারেন্ট তিন হাত ভেতরে টানছিল। মিনিট পাঁচেক পরে প্রায় হাবুডুবু কেস। তখন একজন কায়াক করছিল সে, তারপর আরও প্রায় চার পাঁচজন মিলে টেনে তুললে। সেদিন ওখানে ঐ টিম না থাকলে আজ মনে হয় আমার ছবিতে মাল্যদান হত।
Tim | ১৩ আগস্ট ২০১০ ০০:৪৭ | 198.82.18.170
সিরাপও আছে।
একটা হাফ মিলিমিটার (তিনদিকেই) গ্যালিয়াম আর্সেনাইডের থিন ফিল্ম নাও। তাকে খলে গুঁড়ো করে একপাশে রাখো। অন্য একটা পাত্রে একটা ক্যাডমিয়াম সালফাইড (বাল্ক) টুকরো নাও। এক আউন্স মত। সেটাও গুঁড়ো করে আগেরটার সাথে মেশাও। মিশ্রণটাকে লিকুইড নাইট্রোজেনে সাড়ে তিন মিনিট ডুবিয়ে রাখো। তারপর প্রোপানলে গুলে নিয়ে একরাত অন্ধকার ঘরে রেখে দাও। ব্যস, বুদ্ধি বাড়ানোর সিরাপ তৈরী। সিরাপটা আলোতে আনলেই নষ্ট হয়ে যায়। ডোজঃ দিনে দু-চামচ। আলোর প্রয়োজনে জোনাকি ব্যবহার চলবে।
byaang | ১৩ আগস্ট ২০১০ ০০:৪৬ | 122.172.56.156
ও ই জ ন্য আ মি চ্যা প টা র টা র না ম ই শু নি নি।
Tim | ১৩ আগস্ট ২০১০ ০০:৪২ | 198.82.18.170
সাজেশানে ছিলো না নির্ঘাৎ। ওটা থেকে কখনও প্রশ্ন আসতোনা। ঃ-)
Tim | ১৩ আগস্ট ২০১০ ০০:৪০ | 198.82.18.170
ছোটোমাসী হলে কি হতো? তুমি কি চন্দ্রবিন্দু?
আচ্ছা ধাঁধার উত্তর দাও....
অজ্জিতদা ঃ পরশুরাম ঃ পাশাখেলাঃ মাধ্যমিক
byaang | ১৩ আগস্ট ২০১০ ০০:৪০ | 122.172.56.156
তবে হতেই পারে, আমার সময়ে হয়তো সিলেবাসে ছিল, কিন্তু সাজেশনে ছিল না। ঐ জন্যই আমি চিনতে পারছি না মৎকুনি কে।
byaang | ১৩ আগস্ট ২০১০ ০০:৩৭ | 122.172.56.156
আমি কিছুই বুঝি নি। অজ্জিত কি আমার সময়ে সিলেবাস বানিয়েছিল? এই জন্যই তো বলছি বুদ্ধি বাড়ানোর সিরাপ দে। না, সমানে ব্রেনোলিয়া খেতে বলছে। আর আমার দুঃখ বেড়ে যাচ্ছে জুন মাল্য কেন আমার ছোটোমাসী হল না ভেবে। ব্রেনোলিয়ার অ্যাডটা জুন মাল্যর জন্যই দেখতে ভালো লাগতো।
aranya | ১৩ আগস্ট ২০১০ ০০:৩৪ | 144.160.226.53
আমিও সাঁতার প্রায় জানি না, এক নিঃশ্বাসে যতটা কাটতে পারি, জল থেকে মাথা তুলে শ্বাস নিতে পারি না। র্যাফটিং-এ সাঁতার লাগে না - জলে পড়ে গেলে লাইফ ভেস্ট ভাসিয়ে রাখে, আর সমানে প্রার্থনা করে যেতে হয়, যতক্ষণ না কেউ এসে উদ্ধার করে। ডুবে যাওয়ার থেকেও পাথরে আঘাত পাওয়ার ভয়টাই বেশী। নেমন্ত-টা অবিশ্যি সব গুরু ভাই-বোনদের জন্যই। কেউ নিউ জার্সী এলে অবশ্যই আমার বাড়ীতে থাকবে/বেন। নিউ জার্সী তে তেমন দেখার কিছু নেই, এই যা দুঃখ।
Tim | ১৩ আগস্ট ২০১০ ০০:২৯ | 198.82.18.170
ইন্সেপশান নাকি খুব ভালো হয়েছে। আমার দেখার ইচ্ছে ছিলো।
Tim | ১৩ আগস্ট ২০১০ ০০:২৪ | 198.82.18.170
আমি জান্তাম গুলিয়েছি। খামোখা অজ্জিতদাকে ডাকাডাকি ক্যানো। বুঝেছি এইবার।
ব্যাংদি ব্রেনোলিয়া খাও।
byaang | ১৩ আগস্ট ২০১০ ০০:১৬ | 122.172.56.156
আচ্ছা বুদ্ধি বাড়ানোর কোনো সিরাপ কি পাওয়া যায়? আমি অনেকদিন বাদে একটা ইংরিজি সিনিমা দেখলাম। কিস্যু বুঝি নি, এক বিন্দুও না। কি কঠিন, কি কঠিন!! ইন্সেপ্শন নাম।
kc | ১৩ আগস্ট ২০১০ ০০:১৩ | 89.203.49.18
অপ্পন মেল পেয়েছি, অরিজিৎইবাকোথায়গেল?
byaang | ১৩ আগস্ট ২০১০ ০০:০৮ | 122.172.56.156
খেয়েসে! সিলেবাসে আবার কবে পাশা খেলা শেখানো হল রে বাবা! খামোখা অপ্পন আর টিম আমার সময়ের সিলেবাসের সাথে নিজেদের নতুন সিলেবাস গোলাচ্ছে কেন!
Arpan | ১৩ আগস্ট ২০১০ ০০:০৫ | 122.252.231.10
ব্যাংদি ব্রেনোলিয়া খাও।
হায় অরিজিত নাই বাজারে। ঃ(
Tim | ১৩ আগস্ট ২০১০ ০০:০০ | 198.82.20.69
হে হে, আমার সময়েও ছিলো। আমার বয়স কি কম নাকি?
byaang | ১৩ আগস্ট ২০১০ ০০:০০ | 122.172.56.156
মোটেই আমার সময়ে ছিল না। আমার সময়ে ছিল অন্ন চাই, প্রাণ চাই।
Tim | ১২ আগস্ট ২০১০ ২৩:৫৯ | 198.82.20.69
আমারো স্মৃতির কি হাল। আজ্জোদা ঐটা পাঞ্চজন্য'র পার্ট না?
aka | ১২ আগস্ট ২০১০ ২৩:৫৪ | 168.26.215.13
আমার সময়ে থাকলে ব্যাঙের সময়েও থাকবেই থাকবে।
byaang | ১২ আগস্ট ২০১০ ২৩:৫১ | 122.172.56.156
কোন সাবজেক্টের সিলেবাসে এটা থাকার কথা ছিল?
Tim | ১২ আগস্ট ২০১০ ২৩:৫১ | 198.82.20.69
আমি তো সাঁতার জানিনা। একবার মাত্র টিউবিং করেছিলাম। এম্নিতে ভালোই, ডুবে গেলে কেমন লাগবে বলতে পারিনা।
Tim | ১২ আগস্ট ২০১০ ২৩:৫০ | 198.82.20.69
ব্যাংদিদের সময় কি তৃতীয় দ্যূতসভা ছিলো সিলেবাসে? নাকি আমি গুলালাম।
Tim | ১২ আগস্ট ২০১০ ২৩:৪৭ | 198.82.20.69
হ্যাঁ কিন্তু অপোনেন্ট গোধিকা নিয়ে এলেই কেস।
byaang | ১২ আগস্ট ২০১০ ২৩:৪৫ | 122.172.56.156
মৎকুনিটা আবার কে ?
aka | ১২ আগস্ট ২০১০ ২৩:৪২ | 168.26.215.13
দান দেবার আগে কি চাও সেটা বলে নিতে হয়। আর নিজের ডাইস থাকতে হয়। ডাইসের মধ্যে গুবড়ে পোকা ভরে নিলেই চলবে। ছটা ডাইস, ছটা গুবড়ে পোকা। যা চাই তাই পাবে। মৎকুনি এভাবেই শকুনিকে হারিয়ে ছিল, মনে নাই।
aranya | ১২ আগস্ট ২০১০ ২৩:৪১ | 144.160.226.53
অগস্ট ২১-এ ডেলাওয়ার নদীতে র্যাফটিং-এর প্ল্যান, তখন-ও আসতে পার। ক্লাস II র্যাপিডস যদিও, খুব একটা adventure-এর ব্যাপার নেই।
byaang | ১২ আগস্ট ২০১০ ২৩:৩৬ | 122.172.56.156
ঃ-))
Tim | ১২ আগস্ট ২০১০ ২৩:৩৫ | 198.82.20.69
আমাদের এখানে মাঝে লুডো খেলাও হতো। সে কি বিশ্রি অবস্থা, কেউ একটা ভালো দান দিতে পারেনা, খেলেতেই শেখেনি। প্রায় হাতাহাতি হবার উপক্রম।
byaang | ১২ আগস্ট ২০১০ ২৩:৩০ | 122.172.56.156
সত্যি রে টিমি। এমন একটা ফাটাফাটি নেমন্তন্ন পেলি, আমারই হিংসে হচ্ছে। কিন্তু আমি তো লুডো ছাড়া আর কিছুই খেলতে পারি না।
Tim | ১২ আগস্ট ২০১০ ২৩:২৫ | 198.82.20.69
ভয়ানক লোভ দেখিয়ে দিলো। ঃ-)
aranya | ১২ আগস্ট ২০১০ ২৩:২১ | 144.160.226.53
বালাই ষাট, তুমি এখন রিটায়ার করবে কি !! কি যেন বলে, স্কিলের জেল্লায় মুষকো ডিফেন্ডার-গুলোকে ঝলসে দাও। আমার ক্যাম্প এখনো শুরু হয় নি, খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলছি এখনো। আর নিজেকে গালিগালাজ করছি - শীতে গোড়ালির bone spur-টা অপারেশন করিয়ে নিলে, এখন দিব্যি ফুরফুরে মেজাজে খেলতে পারতাম, মানে ছেচল্লিশে যতটা খেলা যায়। পারলে কখনো NJ চলে এস, আমরা প্রতি রোববার সকালে খেলি। তার সাথে ম্যানহাটানে একটু ঘোরাঘুরি করা যাবে, অনেকদিন নিউইয়র্কের রাস্তায় হাঁটা হয় না, অফ ব্রডওয়ে থিয়েটার দেখা হয় না, জ্যাকসন হাইটে বিরিয়ানী খেতে -মুক্তধারায় বই কিনতে যাওয়া হয় না, আরও কি কি সব যেন হয় না...
kc | ১২ আগস্ট ২০১০ ২৩:০৮ | 89.203.49.18
পাঠ্যে দাও। kousikchakrabarty অ্যাট জিমেল
Tim | ১২ আগস্ট ২০১০ ২৩:০০ | 198.82.20.69
অরণ্যদার ফুটবল ক্যাম্প কেমন চলছে? তোমাদের সাথে একদিন খেলাধুলো করলে হয়।
aka | ১২ আগস্ট ২০১০ ২২:৫৯ | 168.26.215.13
এই বাঁ* ইউজার গুলো জালিয়ে খেলে। সকাল থেকে একই প্রশ্ন বিভিন্ন ফর্মে করে যাচ্ছে আর আমিও তার উত্তর লিখে চলেছি। এবারে গ্লোবাল।
Tim | ১২ আগস্ট ২০১০ ২২:৫৯ | 198.82.20.69
থাকারই কথা। মদের দোকান কক্খুনো ওঠেনা।
byaang | ১২ আগস্ট ২০১০ ২২:৫৭ | 122.172.56.156
ঃ-))
Arpan | ১২ আগস্ট ২০১০ ২২:৫৭ | 122.252.231.10
এখনি আছে তো!
aka | ১২ আগস্ট ২০১০ ২২:৫৬ | 168.26.215.13
জ্জিও, ব্যাঙ পুরো লাইনের লোক। দুটো ৫০ টাকা, ব্যাপক ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন