তবে ধোনির টাইমিং খানা পারফেক্ট! এক নম্বরে থাকতে থাকতে বিয়েটা সেরে ফেলল।
Bratin | ২৬ জুলাই ২০১০ ১৫:১৭ | 125.18.17.16
ঘাবড়ে যেও না। এখনও ধোনি বাকি আছে.....
quark | ২৬ জুলাই ২০১০ ১৫:১৫ | 202.141.148.99
উদিগে যে সুরেশ রায়না অব্দি বল ক'রে ফেল্ল!
saikat | ২৬ জুলাই ২০১০ ১৪:১৭ | 202.54.74.119
আরে, আমি তো টইতেই ভাটাচ্ছি।
Samik | ২৬ জুলাই ২০১০ ১৪:১৪ | 121.242.177.19
পোচোন্ডো কম, আর বিশেষ করে সে যদি সোম্বার হয়।
r.h | ২৬ জুলাই ২০১০ ১৪:০০ | 203.99.212.54
আর ভাট হয় নিতান্ত কম
Samik | ২৬ জুলাই ২০১০ ১১:৪৭ | 121.242.177.19
কে জানে! আজকাল চাটাচাটি এত বেশি হয় ...
Bratin | ২৬ জুলাই ২০১০ ১১:৩৩ | 125.18.17.16
ইয়ে, কারাত বাবু কি চাটার জন্যে খুব ভালো??
Samik | ২৬ জুলাই ২০১০ ১১:২২ | 121.242.177.19
সোমনাথবাবু তো কারাতবাবুকে বেশ চেটেছেন দেখলাম।
Ishan | ২৬ জুলাই ২০১০ ০৮:৩৩ | 122.161.164.134
ঠিক করে দিছি। প্রোডাকশন টিকিট দেখি লেগেই থাকে। ঃ)
pi | ২৬ জুলাই ২০১০ ০৫:১০ | 72.83.82.169
একিরে বাবা, টই তে পোস্ট হচ্ছে না ক্যানো ! ঃ(
aka | ২৬ জুলাই ২০১০ ০৪:৪৩ | 24.42.203.194
এখানেও দিই।
ন্যাড়া দা ঠিকই বলেছে। পঃবঃয়ে সরকারী সিস্টেম নেই - মানে আছে কিন্তু সেখানে না খেতে পাওয়া দশা না হলে কেউ যায় না। তারফলে বেসরকারী সিস্টেম যা স্ট্যান্ডার্ড ঠিক করে তার ডিমান্ডই অত্যন্ত বেশি। কারণ বেটার দ্যান নাথিং। তাই এইরকম পরিষেবা নিয়েও এই বেসরকারী হাসপাতাল গুলো বেঁচে থাকে। বেসিকালি পার্টি করলে আমরাই মাই বাপ এই আইডিয়াটা মাথায় ঢুকে যাবার পর থেকে কেউ কোথাও কাজ করে না। এরজন্য সমগ্র বাঙালী জাতিকে গালি দেবার কিছু নেই। একই বাঙালী কিন্তু বাঙলার বাইরে ফাটিয়ে দেয়।
ইউএসে আর ভারতের এই তুলনাটার কোন মানে নেই।
আম্রিগায় একবছরে প্রিভেন্টেবল ডেথ হচ্ছে ৯৮,০০০। নিঃসন্দেহে খুব বেশি।
প্রতি দিন যদি আধ ঘন্টা গুরুতে ভাট মারেন জানবেন যে ততক্ষণে তিনটি শিশু মারা গেছে যা বেসিকালি প্রিভেন্টেবেল। এখন আর একবার ঐ ৯৮,০০০ সংখ্যাটা দেখুন কেমন লাগে।
পোস্ট করছি কিন্তু দেখাচ্ছেনা। দুবার হল, প্রথমবার ভাবলাম ভুল করে বোধহয় উইন্ডো বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু পরের বার পরিষ্কার "মতামতের জন্য ধন্যবাদ" জানলাও দেখলাম!
রঞ্জনদা, মেল দেখুন ঃ) তবে, এরকন আজে বাজে গল্প শোনার আরো লোভ হচ্ছে। তাই আরো কিছু গল্প না শোনালে সব কটা একেবারে পাবেন না। ঃ)
r.huto | ২৫ জুলাই ২০১০ ২২:৪৯ | 117.194.231.160
বাজুক বাজুক বারোটা ক্ষি সন্নাটা ক্ষি সন্নাটা কাল থেকে
ranjan roy | ২৫ জুলাই ২০১০ ২২:২৪ | 122.168.9.58
দুটো বাজে গপ্পো শোনালাম। ফলে একটু দক্ষিণা চাই। আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করায় সব নতুন করে ডাউনলোড করতে হবে। কেউ কাইন্ডলি এই তিনটি জিনিসের URL দিন। JRE,Banglaplain/jar এর TTF, আরCute PDF। মাইরি! না দিলে আরও আজে-বাজে গপ্পো শুনিয়ে ভাটপাতার বারোটা বাজাবো, হ্যাঁ।
ranjan roy | ২৫ জুলাই ২০১০ ২২:১০ | 122.168.9.58
আরেকটাঃ আরেকটি কেসে বৌয়ের কমপ্লেন-- স্বামী পোস্টিংয়ের জায়গায় এক বাঙালী ডাইনি( পেশায় নার্স)র পাল্লায় পড়ে দ্বিতীয় সংসার পেতে বসেছে। বিহিত করুন। আমি ম্যানুয়াল অনুযায়ী বাইগেমি অথবা মর্যাল টার্পিচ্যুড প্রমাণিত হলে চাকরি যাওয়ার ব্যবস্থা নিয়ে নোটশীট বানালাম। বাইগেমির শিকায়ৎ আবার স্ত্রীকে করতে হবে, থার্ড পার্টি বল্লে হবে না। তা চাকরি গেলে সমূহ লোকসান বুঝিয়ে দিয়ে ছেলেটিকে দূরে ট্রান্সফার করা হল। একমাস পরে জনৈকা কাকলি সরকার হাজির হলেন, বল্লেন আমার বাচ্চা খাবে কি? তাঁকেও সেই নিয়ম দেখানো হল। শেষকালে দুই পক্ষকে ডেকে রফা হল। বিলাসপুরের বাড়িটি প্রথমা স্ত্রী ও ছেলেরা পেল। আদ্দেক মাইনেও ওদের খাতায় যাবে। বাকি মাইনে ও কাকলি সরকারের নার্সিংয়ে ওদের দুজন ও বাচ্চাটার ভরণপোষণ হবে। নার্স মেয়েটি কোয়ার্টারও পেয়েছে। কিন্তু ক'মাস আগে ছেলেটি ওর আসক বাড়িতে দেখা করতে গেলে ওর প্রথম বৌ ও ছেলেরা ওকে জুতো-ঝাঁটা দিয়ে পিটিয়ে তাড়িয়ে দেয়।
ranjan roy | ২৫ জুলাই ২০১০ ২১:৫৯ | 122.168.9.58
সবাই বড্ড রেগে গেছে, না রাগাটাই অস্বাভাবিক। কিন্তু অক্সিজেন এর জন্যে মাঝে একটু হাল্কা হওয়া উচিৎ। তাতে টিকে থাকার শক্তি বাড়ে। ওয়ার্ক প্লেসে পারিবারিক কমপ্লেন নিয়ে অক্ষ'র পোস্ট পড়েঃ আমাদের একজন ক্লার্কের রিটায়ার হতে তখন তিন বছর বাকি। একদিন পার্সনাল ডিপার্টমেন্টের ভেতরে একটি চিট এল যে ওই ভদ্রলোকের স্ত্রী ও ছেলেরা দেখা করতে চায়। ওরা ভেতরে আসার পরে ছেলেরা, বয়স ২৪ ও ২২, বল্লো--- আমার বাবা এখান থেকে১১২ কিমি দূরের অমুক ব্রাঞ্চে আছেন। মাসের শেষেও বাড়ি আসেন না, টাকা পাঠান না। কারণ উনি ওখানে একটি অন্যজাতের মেয়েকে নিয়ে মৌজ করছেন। আমার মা এই নিয়ে কমপ্লেন লিখে এনেছে। সেটা নিয়ে আমাদের রসিদ দিন আর বাবার ওপরে অ্যাকশন নিন। আমার বন্ধু পার্সনাল ম্যানেজার। গম্ভীর মুখ করে সব শুনে স্ত্রীকে বল্লো-- আমি স্ত্রী ও ছেলেদের সঙ্গে আলাদা করে কথা বলবো। আগে দুই ছেলে। -- তোমরা কতদূর পড়েছ? -এম এ; এম কম। -- চাকরি কর না? -- পাইনি, এদিক ওদিক পার্টটাইম করি। -- বিয়ে করেছ? কে দিয়েছে? -- হ্যাঁ, বাবাই দিয়েছে। --শোন, বাবা তোমাদের ছোটবেলা থেকে কষ্ট করে বড় করেছেন, পড়িয়েছেন, বিয়ে দিয়েছেন। আর কি করবেন? এখন তো তোমাদের উচিৎ রোজগার করে বৌ-বাচ্চা-মা-বাবাকে দেখা। সারাজীবন সংসারের জোয়াল টেনে ক্লান্ত বাবা যদি বুড়ো বয়সে কোথাও একটু মনের শান্তি, আনন্দ খুঁজে পেয়ে থাকে,একটু নিজের মত খরচা করে, তো তোমরা কেন কাঠি করছ? আসল সমস্যা তো টাকা পাঠানো নিয়ে? ছেলেরা সায় দেয়। --- মাকে বুঝিয়ে বাড়ি নিয়ে যাও। যাতে মাইনে থেকে একটা ডেফিনিট অ্যামাউন্ট ও বাড়িতে পাঠায় সেটা আমি দেখে নেব। কিন্তু তোমার মায়ের কথায় অ্যাকশান নিলে বাবার চাকরি যাবে। সোনার ডিম দেয়া হাঁসের পেট কেটো না, যাও। আমি বলি-- এটা কি হল? --- দাদা, আপনি গ্রামীন জীবনের দর্শন বোঝেন না। ওদের আসল চিন্তা শুধু বাবার টাকা অন্য মেয়ে খেয়ে নেবে, ব্যস-। --ওরে বর্মা, যদি কোন দিন আমার বাড়ি থেকেও বৌ-বাচ্চা এমনি শিকায়ৎ নিয়ে আসে সেদিনও যেন তুইই পার্সনাল ম্যানেজার থাকিস আর তোর "" বুড়ো বয়সে শান্তি খুঁজে পাওয়ার"" ফিলজফি বুঝিয়ে আমাকে বাঁচিয়ে দিস্।
ranjan roy | ২৫ জুলাই ২০১০ ১৮:১৫ | 122.168.9.58
শুভজিতের সঙ্গে একমত। শালীন কিন্তু যথাযথ।
pi | ২৫ জুলাই ২০১০ ০২:১৮ | 72.83.82.169
অনামিকের কাল জন্মদিন ছিল না ? বিঃ হ্যাঃ বাঃ ঃ)
Samik | ২৪ জুলাই ২০১০ ২০:৪০ | 122.162.75.232
ঃ)
shree huten tadgata aadi pishaachsiddha | ২৪ জুলাই ২০১০ ১৮:২৯ | 117.194.235.50
অরণ্যদা, ব্যথা ট্যথা নয়, আসলে মাঝে মাঝে ঝাঁট জ্বলে যায়, এইটুকুই। শমসুর রহমান বোধয় লিখতেননা ওরকম, ওঁরা জীবনপণ করে এনেছিলেন স্বপ্নে মোড়া স্বাধীনতা। আমি এত সহজে বলতে পারি, কারন আমি ফ্রীতে পেয়েছি, বিনা আয়াসে, আর স্বপ্ন গুলোতে, কে জানে হয়তো আরো ভরসা রাখা উচিত (৭১ আর ৪৭ এর প্রেক্ষাপটের ব্যপার অবশ্য অন্য প্রসঙ্গ)। কিন্তু এই কুৎসিত সীমানা খাম্বা আর হাঁড় কাঁপানো নো ম্যান'স ল্যান্ড ঘুমোতে না দিলে, স্বপ্নের কি দোষ?
হুঁ, এই সভ্যতার মেকাপ শেকাপ গুলো তুলে ফেললেই আপদ যায় আরকি। অন্তত, জানা থাকবে, হেঁটেচলে বেড়ায় এমন জিনিস মাত্রেই ভয়ের, কিংবা শত্রু, কিংবা খাদ্য, কিংবা কোন না কোন চাহিদা পূরণে কাজে লাগে। জীবন মৃত্যু নিয়ে এতো কাব্য পদ্য প্যাচাল পাড়া ও থাকবেনা, সন্ধ্যে গেলে দুটো খেতে পেলেই হলো।
r.h | ২৪ জুলাই ২০১০ ১১:২০ | 117.194.233.183
অক্ষদাকে ধন্যযোগ...
Tim | ২৪ জুলাই ২০১০ ১০:৪৫ | 98.230.9.113
ডিসক্লেমারঃ হুতোর রাগটাই খালি চেনা বললাম, রাগের কারণটা না। দুটো আলাদা বিষয়ক পোস্ট। বোঝাই যাচ্ছে, তবু......।
Tim | ২৪ জুলাই ২০১০ ১০:৪৩ | 98.230.11.83
ও আর ময়ূরপুচ্ছধারী রেসিস্টে সময়টা ছেয়ে গেছে। ঘিলু ফুঁড়ে দিলেও মনে হয় কমই করা হবে। যে শিক্ষা এরম জিনিস বানায় তাকে ঘেন্না করি। গা গুলোয়। বালের এডুকেশন।
Tim | ২৪ জুলাই ২০১০ ১০:২৯ | 98.230.9.113
হ্যাঁ সকালবেলা শিকারে যাবো, তারপর গায়ের রঙ দেখে হাতেপায়ে দড়ি বেঁধে নিয়ে গিয়ে জমা করবে, মেরে ফেলতেও পারে। সন্ধেবেলা কে দেখেছে? যদিও হুতোকে ডিটো। এই রাগ খুব চেনা লাগছে।
কর্তৃপক্ষ কিসুই করেনা। গত দুদিন যাবত এইযে আমার রীতিমত জেদ চেপে যাচ্ছে, এইযে কেমন মনে মনে পৃথিবীকে মেকি কেত আর ঘ্যাম - মুক্ত করবো বলে ভাবছি, কিরকম মাঝে মাঝেই অপ্রকৃতিস্থ লাগছে, স্বপ্নের মত, সে জন্য কি কর্তৃপক্ষ কিছু করেছে? এরকম একটানা রাগ নিয়ে চুপচাপ থাকা যায়না। নিদেনপক্ষে একটা পাঞ্চিং ব্যাগ থাকলেও হতো। আনফেয়ার। অ্যান্ড স্টিল লাভলি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন