এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ১০ আগস্ট ২০১০ ১১:১৪ | 12.191.136.2
  • অপ্পন, ঠোঙা খবর। অন্তত তিন্দিনের্পুরনো।
  • Samik | ১০ আগস্ট ২০১০ ১১:০৫ | 12.191.136.2
  • হি হি হি হি হি হা হা হা হা হা হো হো হো হো হো
  • Lama | ১০ আগস্ট ২০১০ ০৯:৫২ | 203.99.212.53
  • বন্ধুর ছেলের পৈতেয় নেমন্তন্ন ছিল। দীঘার কাছে, বাংলা-উড়িষ্যা সীমান্তের "মশারিয়া' গ্রামে।

    কাল ফিরলাম। উল্লেখযোগ্য ঘটনার মধ্যেঃ সকাল সকাল হুড়মুড় করে খাট ভেঙ্গে পড়ায় ঘুম ভেঙ্গে গেল। তখন আবিষ্কার করলাম, যে খাটে রাতে ঘুমিয়েছিলাম তার দুটো পায়া ছিল সত্যিকারের, আর বাকি দুটো পায়ার বদলে ডিওডোরান্টের কৌটো রাখা।
  • sana | ১০ আগস্ট ২০১০ ০৬:১৯ | 58.108.224.79
  • শমীকের তারানন্দ ধারাভাষ্য অসম্ভব আনন্দ দিলো! কি সরস প্রতিবেদন!

    সবাই একসঙ্গে ভাইরাসের কবলে? কি মুস্কিল! যাই হোক,pipi,Suvajit&co,Samik&geri(নাম টা শমীক বলে না যে!)....... সবাই ভালো হয়ে উঠুন তাড়াতাড়ি।

    til,আপনার লেবুর আচার ঠিক-ঠাক হয়েছিলো,শেষ অব্দি? যদি হয়,একটু জানাবেন,প্লীজ,তাহলে আমিও ওটা করবো ভাবছি।

    pi,কি স্টেপ নিলে ঐ ব্যাপার টার?
  • pi | ১০ আগস্ট ২০১০ ০১:০৩ | 72.83.85.10
  • আরে নাহি নাহি টিম্ভাই। লিখা না, ইস স্টেট মে মেরি রেসিডেন্সি কা ই কাফি দিন হো গয়া। জিতনা পতা হ্যায়, হমারা জনম লগন মে হি উও স্টেট ভি বর্ন হুয়া থা।
  • pii | ০৯ আগস্ট ২০১০ ২৩:৫৩ | 78.52.239.192
  • হ্যাঁ, এই লিঙ্গ নির্ধারণের চক্করেই আর আমার জার্মান শেখা হল নাঃ-( সুয্যি মামা হলেন নারী আর চাঁদ হলেন গিয়ে জোসবালা পুং! ইদিকে যন্ত্রপাতি মেসিনারী সব স্ত্রী!
    কেন - জিগাবেন না। আমি এত বছর ধরে পুছতাছ করেও উত্তর খুঁজে পাই নি।
  • Samik | ০৯ আগস্ট ২০১০ ২২:১৬ | 122.162.75.64
  • পাই, মাইন্ড ইয়োর রাষ্ট্রভাষা। বাত আচ্ছা হয় না। আচ্ছি বাত হয়। হিন্দি ভোক্যাব্‌সে বাত, হাওয়া এরা বিদেশী শব্দ, এরা স্ত্রীলিঙ্গ। হাওয়া চলতি হ্যায়, বাত বনতি হ্যায়।

    ওদিকে আবার পানি পুংলিঙ্গ। পানি চলা জায়েগা। ক্যানো, আমারে জিগায়ো না।
  • Tim | ০৯ আগস্ট ২০১০ ২১:৩৭ | 198.82.19.245
  • বিভ্রান্ত কৌনসি স্টেট হ্যায়। নয়া স্টেট কা?
  • pi | ০৯ আগস্ট ২০১০ ২১:৩৫ | 72.83.85.10
  • ওহ,আচ্ছা! ইয়ে ইয়ানিকি আচ্ছা? মানে, ইয়েকা মতলব আচ্ছা আছে ? ইয়ে তো বহুত আচ্ছা বাত হ্যায়।
    আচ্ছা হুয়া কি আপ বতায়া। শুক্রিয়া। ইয়ে কা আসলি মানে কো লেকর ম্যায় বহুত দিনোসে বিভ্রান্ত স্টেট মে রিসাইড কর রহি থি।
  • Tim | ০৯ আগস্ট ২০১০ ২১:৩০ | 198.82.19.245
  • মশা আর কই? দিব্যি পোস্কার তকতক কচ্ছে চাদ্দিক। তাই হাই।
  • Tim | ০৯ আগস্ট ২০১০ ২১:২৮ | 198.82.19.245
  • ইয়ে মানে আচ্ছা আছে।
  • pi | ০৯ আগস্ট ২০১০ ২১:২৫ | 72.83.85.10
  • পরন্তু টিম্ভায়া, ইয়ে কা মানে বোলতা তু!
  • psi | ০৯ আগস্ট ২০১০ ২১:২২ | 72.83.85.10
  • হাই তুলতে তুলতে একবার মশা ঢুকলেই আপসে আপ জৃম্ভণেচ্ছা (ঠিক বানান লিখলাম তো ?) কমে যাবে।
  • Tim | ০৯ আগস্ট ২০১০ ২১:১৭ | 198.82.19.97
  • হাই তোলার ওষুধ আছে কোনো? মানে বন্ধ করার আরকি। কি ঝিম কি ঝিম।
  • Tim | ০৯ আগস্ট ২০১০ ২১:১৫ | 198.82.19.97
  • কামানেবালা মানে যে কামায়। দাড়িটাড়ি।

    বেথের রিপোট বেশ হয়েচে। ঝরঝরে সরস বাংলা।
  • nyara | ০৯ আগস্ট ২০১০ ২১:১০ | 122.172.42.200
  • গুচতে অনেকেই ভাল বাংলা লেখে। শমীকের বাংলা আমার ইস্পেশালি ভাল লাগে।
  • pipi | ০৯ আগস্ট ২০১০ ২০:৪২ | 78.52.239.192
  • আচ্ছা জানেবালা, আনেবালা সব তো বুঝলাম কিন্তু ঐ কামানেবালা আর খানেবালা রা কারা? সুরেশ কলমাডি অ্যাণ্ড কোং?
    আর ক.সু কে ঠেলে শেষমেষ নচে দিদির আঁচলের হাওয়া খাচ্ছে শুনে পরম পুলকিত হচ্ছি।
    গত পাঁচদিন যাবৎ আম্মো ভাইরাসে কাৎ। তারমধ্যে এই লাল নীল প্রতিবেদন এক্কেরে যেন বন্ধ নাক খুলে গিয়ে ঘুনু কত্তে পারার প্রশান্তি এনে দিলঃ-)
  • Samik | ০৯ আগস্ট ২০১০ ১৭:৩৫ | 12.191.136.2
  • নচিকেতা পথে এবার গাইতে গাইতে টুক করে পেছনবাগে তাকিয়ে সেই সুন্দরী মহিলা, যিনি পেছনের স্কুলবাড়ির জানলা দিয়ে দেখছিলেন, তাঁকে ঝারি মেরে নিল।
  • quark | ০৯ আগস্ট ২০১০ ১৭:৩২ | 202.141.148.99
  • আজ্ঞে, একটাই প্যারামিটার দেওয়া হ'ল কিনা!
  • de | ০৯ আগস্ট ২০১০ ১৬:৫৯ | 59.163.30.6
  • * স্ফেরিক্যাল -এর পরে , আছে!
  • de | ০৯ আগস্ট ২০১০ ১৬:৫৮ | 59.163.30.6
  • লোকগুলো (ইন্দ্রলোক ইত্যাদী) স্ফেরিক্যাল এই অ্যাসাম্পশনের কারণ?
  • Ishan | ০৯ আগস্ট ২০১০ ১৬:৫৬ | 122.248.182.16
  • এদিকে শুভেন্দু ওদিকে মনোজ মাহাতো। লোক মন্দ হবে কিঁউ?
  • de | ০৯ আগস্ট ২০১০ ১৬:৫৬ | 59.163.30.6
  • অতো কষ্টের কি দরকার! লোকের সঠিক সংখ্যা জানতে হলে প্রতিদিন আর গণশক্তির অ্যাভারেজ কল্লেই হয়!
  • kc | ০৯ আগস্ট ২০১০ ১৬:৪৬ | 194.126.37.76
  • চলো সবই মিলে বেট লাগাই, কালকে প্রতিদিন কাগজ কত লোকের হিসেব দেবে? যার সংখ্যা সবথেকে কাছাকাছি যাবে তাকে কী প্রাইজ দেওয়া যায়, সেটা একসময় ঠিক করে নেওয়া যাবে।
    আমার আন্দাজ চার লাখ।
  • quark | ০৯ আগস্ট ২০১০ ১৬:২৪ | 202.141.148.99
  • জ্জিও! এটা কি মমতালোক (ইহলোক, পরলোক, ইন্দ্রলোকের মতো) এর ডায়ামিটার?
  • de | ০৯ আগস্ট ২০১০ ১৬:২২ | 59.163.30.6
  • কি সাংঘাতিক ইউনিট!
  • Suvajit | ০৯ আগস্ট ২০১০ ১৬:২০ | 59.177.203.193
  • দশ কিলোমিটার।
  • kc | ০৯ আগস্ট ২০১০ ১৬:০১ | 194.126.37.76
  • লোক কত হয়েছে?
  • Suvajit | ০৯ আগস্ট ২০১০ ১৫:৫৪ | 59.177.203.193
  • তবে স্কুলের একটা জানালার মধ্য দিয়ে বেশ সুন্দরী একজন ভদ্রমহিলা উঁকি মেরে বক্তৃতা শুনছিলেন। উনি কি শিক্ষিকা?
    আর আদিবাসীপ্রধান অঞ্চলে কিশোরেরা লাইন দিয়ে মোবাইল ক্যামেরায় দিদির ফোটো তুলছে এ দেখে তো আমি পুরো ফিলগুডিত।
  • quark | ০৯ আগস্ট ২০১০ ১৫:৫১ | 202.141.148.99
  • দিদি-নন্দীগ্রামের জনতা ঃ হিন্দি
    দিদি-শুভেন্দু ঃ ইংরিজি
  • quark | ০৯ আগস্ট ২০১০ ১৫:৪৯ | 202.141.148.99
  • এদের কোন কমন সেন্স জ্ঞান নেই। গ্যাঁড়া-গেঁড়ি দুজনেই বাড়িতে, গায়ে জ্বর, ঘড়িতে সাড়ে তিনটে। এখন কি টিভি দেখার সময় গা?
  • Suvajit | ০৯ আগস্ট ২০১০ ১৫:৪৮ | 59.177.203.193
  • দিদি নাহয় একটু বেশীবার শুরু করে বলেছেন তা নিয়ে এত কথা কিসের? আর দিদি যে বলেছেন দরকার হলে লালগড়ে রেলের কারখানা বসিয়ে দেবেন, সে ব্যালা?
    মঞ্চের পিছনের স্কুলটাতো আজ-কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে, দিদি শুভেন্দুকে দায়িঙ্কÄ দিয়েছেন, সংগে সংগে ইংরাজীতে গ্যাট ম্যাট করে কি এমপি ফান্ড টান্ড বল্লেন তা অবশ্য বুঝতে পারি নি।
  • kc | ০৯ আগস্ট ২০১০ ১৫:৪৩ | 194.126.37.76
  • শমীক, ""আঁখো দেখি হাল'' আর হবেনা?
  • de | ০৯ আগস্ট ২০১০ ১৫:৪০ | 59.163.30.6
  • মা-মাটি-মানুষের খিদে-তেষ্টা সব আছে -- আর জ্বর হলেই যতো দোষ? যত্তো সব পোতিক্কিয়াশীল মন্তব্য ঃ)
  • quark | ০৯ আগস্ট ২০১০ ১৫:৩৫ | 202.141.148.99
  • দেখেছো! চাট্টি শহুরে ভদ্দরনোকের দল ক্যামুন মা-মাটি-মানুষের খিদে, তেষ্টা, আন্দোলন সব ছেড়ে ভাইরাস নিয়ে মেতে উঠলো! বিপ্লব চাই, বিপ্লব!
  • de | ০৯ আগস্ট ২০১০ ১৫:৩১ | 59.163.30.6
  • আমারো কন্যা এই দুই সপ্তাহ ভুগে উঠলেন! ভাইরাল -- আমারো হব-হব কচ্চিলো, কোনমতে সামাল দিয়েছি!

    জলদি সুস্থ হও, দুজনেই!
  • Arpan | ০৯ আগস্ট ২০১০ ১৫:২৮ | 204.138.240.254
  • পথে এবার নামো সাথী।

    আমার মেয়ে জাস্ট ভুগে উঠল। কে জানে আমাদের কেন এখনো হয় নাই! পাপীতাপী মানুষ বোধহয় আমরা দুইজনা।
  • Suvajit | ০৯ আগস্ট ২০১০ ১৫:২৫ | 59.177.203.193
  • ভাই শমীক, খুব ভালো লাগলো আমার দলে তোমরাও আছ শুনে। আমরা সপরিবারে তিনদিন ধরে শয্যাশায়ী, কারণ ভাইরাস। এনেছেন আমার কন্যা স্কুল থেকে। এখন জ্বরজ্বারি কেটে গিয়ে কাশি পর্ব চলছে। বিভিন্ন সুরে, বিভিন্ন অ্যাম্পিটিউডে, বিভিন্ন ফ্রিক্যুয়েন্সিতে কাশির এক অপূর্ব রাগসঙ্গীতে সারা বাড়ী গম গম করছে।
  • Ishan | ০৯ আগস্ট ২০১০ ১৫:২০ | 122.248.182.16
  • ইশ। আজ আপিস আসা উচিত হয়নি।
  • quark | ০৯ আগস্ট ২০১০ ১৫:১৪ | 202.141.148.99
  • আঃ ব্যাপার্টা বুইলে না। ওদের বলা হয়েছিল নেত্রী জিগাবেন "আপ কাঁহা সে আয়ে হ্যায়?" ওরা উত্তর দেবেন "হাম নন্দীগ্রাম সে ...." ইত্যাদি প্রভৃতি। এখন মোশনের মাথায় "ছোট ছোট ঠোঙা" দেখে নেত্রী আনকমন কোশ্চেন করে ফেলেচেন।

    প্রনো গল্প। হিটলারের (নেপোলিয়নের ও হতে পারে) সৈন্যদলে বিদেশি গুপ্তচর। গার্ড অফ অনার নেওয়ার পরে নেতা প্রত্যেককে তিনটি প্রশ্ন করেন। "আপনি কত বছর ধরে সেনা দলে আছেন", "আপনার বয়স কত" আর "শেষ দুটো যুদ্ধের কোন্‌টায় আমরা জিতেছিলাম"। বিদেশী সেই মত উত্তর মুখস্ত ক'রে গেছে, "তিন বছর", "তেইশ বছর" আর "বোথ স্যর (এইটে বাংলায় চলবে না)"। হিটলার/নেপোলিয়ন কে জানে কেন, কোশ্চেন এর সিকোয়েন্স পাল্টে দিয়েচেন। শেশে দাঁড়ালো এই,

    হি/নে ঃ আপনার বয়স কত?
    সেনা ঃ তিন

    হি/নে ঃ কতদিন চাগ্রী করছেন?
    সে ঃ তেইশ

    হি/নে (প্রচন্ড রেগে) ঃ কে পাগল? আমি না আপনি?
    সেনা ঃ বোথ স্যর
  • quark | ০৯ আগস্ট ২০১০ ১৫:১৪ | 202.141.148.99
  • পুরনো**
  • Samik | ০৯ আগস্ট ২০১০ ১৫:০৯ | 12.191.136.2
  • ভাইরাস। গ্যাঁড়া গেঁড়ি দুজনেই কাত।
  • de | ০৯ আগস্ট ২০১০ ১৫:০২ | 59.163.30.6
  • আরে! দিদি ভাষণে 'শুরু করে" কমন নিতে পারে তো! কত্ত সময় বেঁচে যায়!

    শমীক আজ বাড়িতে ক্যান?
  • de | ০৯ আগস্ট ২০১০ ১৪:৫৮ | 59.163.30.6
  • রাজভাষা!

    কাল দেখলাম -- মেয়রকে দেবশ্রী কেক খাওয়াচ্ছে, আবার মেয়রও খাইয়ে দিচ্ছে -- জলশোভন না কেকশোভন ঃ))
  • Samik | ০৯ আগস্ট ২০১০ ১৪:৫৬ | 12.191.136.2
  • স্টারানন্দে আজ নির্মল আনন্দ। কোনও অ্যাড ব্রেক নাই, কোনও কিন্তু নাই। লাইভ টেলিকাস্ট।

    এদিকে কারেন্টও নাই। ল্যাপিও যে কতক্ষণ চলবে ...
  • Samik | ০৯ আগস্ট ২০১০ ১৪:৫২ | 12.191.136.2
  • আঃ কেসি, রাষ্ট্রভাষা ঠিক করো।

    আঁখো দেখা হয় না, সঠিক হল "আঁখো দেখি'।
  • Samik | ০৯ আগস্ট ২০১০ ১৪:৫১ | 12.191.136.2
  • ভুখ লাগা-র উত্তর আমরা নন্দীগ্রাম থেকে আসছি।

    অনেকটা সেই রকম শুনতে লাগল না? ঝুনো নারকোলের দল, মক্কায় গেলেই তোমাদের ক্রীতদাস বানিয়ে দেবে। --- রাগ করবেন না এফেন্দী, আমরা ঝুনো নারকোল নই, গরীব মানুষ, আমরা ক্রীতদাস হবো না, আমরা মক্কায় যাবো। ঃ)
  • kc | ০৯ আগস্ট ২০১০ ১৪:৪৯ | 194.126.37.76
  • শমীকের এই ""আঁখো দেখা হাল'' এর বিবরণগুলো হেব্বি হয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত