এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ananya | ০৪ আগস্ট ২০১০ ০১:০৫ | 199.133.18.157
  • pi আছিস নাকি? গল্প টা শেষ করলাম অবশেষে। মতামত দে।
  • aka | ০৪ আগস্ট ২০১০ ০১:০৩ | 168.26.215.13
  • আমি সব বুঝি, সাই ফাই, আওয়ারা পাগল দিবানা, ত্রুফো, শুধু দেখি না।
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ০১:০২ | 122.172.55.118
  • সে কি আর আমিই বুঝি! তা বলে কি দেখবো না!! ঃ-O
  • psi | ০৪ আগস্ট ২০১০ ০১:০০ | 128.231.22.87
  • আম্মো না। ঃ(
  • a x | ০৪ আগস্ট ২০১০ ০০:৫৮ | 143.111.22.23
  • আমি সাই-ফাই সিনিমা বুঝিনা ঃ-(
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ০০:৫৭ | 122.172.55.118
  • দেশ মেরা টা শুনেছি প্রোমোতে।
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ০০:৫৫ | 122.172.55.118
  • আমিও কাজে আটকে গিয়ে বড় অ্যালিসের কাণ্ডকারখানা মিস করে গেছি। তবে ছেলের সাথে টয়স্টোরি থ্রী দেখলাম, সেটা বেশ ভালো লাগলো। এই সপ্তাহেই একদিন সময় বার করে দিক্যাপ্রিওবাবুকে দেখে আসতে হবে। কেন জানিনা মনে হচ্ছে এটাও ট্যান যাবে, স্বপ্নচুরি কি সোজা কাজ!!
  • a x | ০৪ আগস্ট ২০১০ ০০:৫৫ | 143.111.22.23
  • মেহঙ্গাই ডাইন - এটা রঘুবীরের গাওয়া।
    চোলা মাটি কে - এটা নাগিন তনভিরের গাওয়া।
    দেশ মেরা - ইন্ডিয়ান ওশেন।
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ০০:৫২ | 122.172.55.118
  • হ্যাঁ, আলপিন লাগাতে হবে।
  • Ananya | ০৪ আগস্ট ২০১০ ০০:৪৮ | 199.133.18.157
  • byaangdi আমার মনে হচ্ছে বোর্ড পিন এর বদলে যদি অন্য পিন লাগাও, যেটা বোর্ড পিন এর থেকে লম্বায় বড়, তাতে মনে হয় কাজ হবে। তোমার এমন পিন লাগবে যাতে উইন্ডমিল এর সামনের অংশ টা স্ট্র এর সাথে শক্ত ভাবে লেগে থাকবে কিন্তু দুটো এর মাঝে enough জায়গা থাকবে যাতে উইন্ডমিল টা ঘুরতে পারে। বোর্ড পিন খুব ই ছোটো, লম্বা কিছু লাগাও।
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ০০:৪৮ | 122.172.55.118
  • প্রোমোতে যেই গানটা দেখায়, সেটা কার গাওয়া?
  • a x | ০৪ আগস্ট ২০১০ ০০:৪৭ | 143.111.22.23
  • আমার খুব ইচ্ছে হইসিল 3-Dতে অ্যালিস দেখব, জনি ডেপ দেখব, হইলনা ঃ-(
  • a x | ০৪ আগস্ট ২০১০ ০০:৪৬ | 143.111.22.23
  • রঘুবীর যাদভের গাওয়াও আছে।
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ০০:৪৫ | 122.172.55.118
  • হ্যাঁ পিপলি লাইভ তো দেখবই। কদিন আগে উড়ান দেখলাম। প্রচুর ভালো ভালো রিভিউ পড়ে। তেমন কিছু লাগলো না।
  • a x | ০৪ আগস্ট ২০১০ ০০:৪৪ | 143.111.22.23
  • আচ্ছা তোমরা পিপলি লাইভ দেখবে তো? বেশ ভালো ভালো কিছু গান আছে। ইন্ডিয়ান ওশেন আর হাবিব তনভিরের মেয়ের গাওয়া।
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ০০:৪৩ | 122.172.55.118
  • ঘোড়া মানে মোটেই পক্ষীরাজ নয়! পাতি চিমসে ঘোড়া।
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ০০:৪২ | 122.172.55.118
  • অক্ষ, কোটিন পোশ্নো।
    বোর্ডপিনটা আলগা করে দিতেই তিনি বনবনিয়ে ঘুরতে লাগলেন, খানিক বাদে স্ট্র থেকে আলাদা হয়ে গড়িয়ে পড়ে গেলেন।
  • a x | ০৪ আগস্ট ২০১০ ০০:৩৯ | 143.111.22.23
  • উঁহু, মিলের উইন্ডত্ব নিয়ে সন্দেহ না মিলত্ব নিয়ে?
  • pi | ০৪ আগস্ট ২০১০ ০০:৩৯ | 128.231.22.87
  • ঘোড়ার ডিম মানে কি ঘোড়ার ডিম ?
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ০০:৩৪ | 122.172.55.118
  • পাইটা ঘোড়াড্ডিমের বিজ্ঞানী হবে। উইন্ডমিল যদি উইন্ডে নাই ঘুরলো, তাহলে সেই মিলের উইন্ডত্ব রইলো কি?
  • pi | ০৪ আগস্ট ২০১০ ০০:২৩ | 128.231.22.87
  • আরেকটু নান্দনিক বুদ্ধি কাজে লাগিয়ে সামনে কিছু টিউলিপ পুঁতে দাও। উইন্ডমিলের ঘোরা না ঘোরার মত ইনসিগনিফিক্যন্ট জিনিস টিচার আর দেখবেন না তাইলে।
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ০০:১৯ | 122.172.55.118
  • ঠিক বলেছো অক্ষ, বোর্ডপিন লাগিয়েছি তো, তাই বিশেষ জায়গা নেই ঘোরার।
  • a x | ০৪ আগস্ট ২০১০ ০০:১৭ | 143.111.22.23
  • হয় তাইলে খুব ভারী নয়ত ঘোরার মত জায়গা নেই, স্ট্র'র আর পিনের মাঝ দিয়ে জায়গা আছে তো ঘোরার?
  • Ananya | ০৪ আগস্ট ২০১০ ০০:১৪ | 199.133.18.157
  • byaangdi দারুন, আর কি চাই। টিচার তো উইন্ডমিল বানিয়ে আনতে বলেছে, হাওয়ায় ঘুরতে হবে এমন কথা কি বলেছে?

    নয়তো pi এর কথা মতো বলে দেবেন।
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ০০:০৪ | 122.172.55.118
  • নেমে গেছে! অনন্যার দেওয়া দুটো লিংক আর অর্পণের পিডিএফ দেখে দিব্যি সুন্দর একখানা উইন্ডমিল বানিয়ে ফেলা গেছে। আমি আবার আমার নান্দনিক বুদ্ধি কাজে লাগিয়ে গোলাপি কাগজের উল্টোদিকে সবুজ কাগজ চিটিয়ে দিয়েছিলাম। আর মধ্যিখানে নীল রঙের বোর্ড পিন, পিছনে ম্যাকের ডোরাকাটা স্ট্র। খাসা দেখতে হয়েছে। থ্যাঙ্কু সব্বাইকে।

    (শুধু একটাই দুঃখু, বাবু ফ্যানের হাওয়ায় ঘুরছেন না)
  • a x | ০৩ আগস্ট ২০১০ ২৩:৫৯ | 143.111.22.23
  • বুঝলাম। সব বিভাগই আম্ব্রেলা বিভাগ সোমবারের বুলবুলভাজার তলায় বোধহয় এখন। মানে টইএর আপডেটেই তো কূটকচালী, বুলবুলভাজা দুইই আছে।
  • aka | ০৩ আগস্ট ২০১০ ২৩:৪৫ | 168.26.215.13
  • আরে সব ক্লিকই তো সোমবারের বুলবুলভাজায় নিয়ে যায়।
  • a x | ০৩ আগস্ট ২০১০ ২৩:২৩ | 143.111.22.23
  • ও হরি এটাকে এমনিতেই ইংরেজিতে পেপার উইন্ডমিল বলে? আমি ভাবলাম আমি নিজে ভেবে একটা জিনিস নামালাম ঃ-(
  • a x | ০৩ আগস্ট ২০১০ ২৩:২১ | 143.111.22.23
  • এই সৈকতবাবুরে দিয়া তোমরা লিখাও না ক্যান? ঘাড়ে ধরে?
  • a x | ০৩ আগস্ট ২০১০ ২৩:১৯ | 143.111.22.23
  • হ্যাঁ ব্যাং আমি আছি, গুগল আছে।
  • a x | ০৩ আগস্ট ২০১০ ২৩:১৯ | 143.111.22.23
  • আজ্জোদা কি বললেন বুঝলাম না। লেখা স্পেসিফিক টই তো নেই, বিভাগ স্পেসিফিক আলোচনার টই আছে, তাই সেই বিভাগের লেখায় মতামত জানাতে সেই বিভাগীয় টইতে নিয়ে যাবেনা তো কোথায় যাবে?
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ২৩:০০ | 199.133.18.157
  • একি byaangdi আমি ও দুটো লিন্‌ক দিলাম অনেক আগে, সেগুলো কাজ করলো না?
  • d | ০৩ আগস্ট ২০১০ ২২:৫৩ | 219.64.190.58
  • পিপিকে দেড় ঘন্টা অ্যাডভান্স শুভ জন্মদিন। খুউউউউউউউব মজায় থাকো পিপি। আর এই নাও একবাটি তালের বড়া। কোথাও বেউ গেলে ফিরে এসে লিখো কিন্তু।
  • aka | ০৩ আগস্ট ২০১০ ২২:৩৩ | 168.26.215.13
  • অক্ষদা ঈশানকে থ্যাংকু কেন দিল? লিংকটায় ক্লিক করলেই বুঝতে পারবে মামুর কারিকুরি।
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২২:২৮ | 122.172.55.118
  • অক্ষ, এই আরেকটু পরে ওটা হাতেকলমে বানাতে বসবো, তুমি অন্‌লাইন থাকবে তো? এখন বাসন ধুয়ে, কালকের রান্নার কিছুটা এগিয়ে রেখে আসি।
  • pi | ০৩ আগস্ট ২০১০ ২২:২৫ | 72.83.82.169
  • ও রঞ্জনদা, একটু মেইল দেখুন !!
  • Samik | ০৩ আগস্ট ২০১০ ২২:১৬ | 122.162.75.171
  • এদিকে চারদিন হয়ে গেল, শারদীয়া আনন্দমেলা মার্কেটে এসে গেছে।
  • a x | ০৩ আগস্ট ২০১০ ২২:১৫ | 143.111.22.23
  • থ্যান্‌কু ঈশানমামু
  • a x | ০৩ আগস্ট ২০১০ ২২:০৫ | 143.111.22.23
  • আরে ওটা একটু মোটা কাগজ ভাঁজ করে নিলেই হবে, ভাঁজ মানে পুরো ভাঁজ না, একটু ঘুরিয়ে নিলে মাঝখানে এনে পিন দিয়ে আটকে দিলেই হবে।
  • pi | ০৩ আগস্ট ২০১০ ২২:০৩ | 72.83.82.169
  • না না, সে দে ! এমনি ও আমি নেহাত কারে ও ঘাড়ে না পড়লে রেসিপি পড়িনা ঃ)
    তবে, খাওয়ার পর পর ই জানতে ইচ্ছে হয় বটেক। এই করে করে মিতাদির কাছে কিসব সহজিয়া সোয়াদিস্ট সব রেসিপি জেনে ( এবং খেয়ে) এলুম। জোয়ান পাঁঠা, মৌরী মুর্গী না আরো কিসব। কথা ছিল, আমি ই সেগুলো লিখে দেব। কারণ রান্নার খানিক পরেই মিতাদি সেগুলো ভুলে যায়। এদিকে মিতাদির বাড়ি থেকে আমার বাড়ি ফিরতে না ফিরতে তো আমি ও তো সেগুলো ভুলে মেরে দিছি ঃ(
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২২:০২ | 122.172.55.118
  • জানি তো অক্ষ, হাতচরকা বলতাম ঐটাকে। বেলুনওয়ালার কাছে পাওয়া যেত। হায় আজ কোথায় সেই বেলুনওয়ালা!
  • Tim | ০৩ আগস্ট ২০১০ ২২:০১ | 173.163.204.9
  • বেশি কোথায় খেলাম? ভেজিটেবল চপ, পকোড়া, কাবাব, ফ্রায়েডরাইস, ফুলকপির দম, ছোলার ডাল, চিংড়িমাছের মালাইকারি আর এট্টু মিষ্টি দই। ;-)
  • a x | ০৩ আগস্ট ২০১০ ২১:৫৯ | 143.111.22.23
  • ব্যাং, ছোটবেলায় একটা খেলনা ছিল মনে আছে, একটা কাঠির ডগায় কাগজ ভাঁজ ভাঁজ করে লাগানো, সেটা হাওয়ায় ঘোরে? তিনটে খ্যাংড়াকাঠির এক করে পিরামিডের মত দাঁড় করে, তার মাথায় ওটা আটকে দিলেই তো উইন্ডমিল।
  • Ananya | ০৩ আগস্ট ২০১০ ২১:৪০ | 199.133.18.157
  • Pi সে কিরে এখন ও ঠিক হয়নি? আর আমি ভাবছিলাম আমার চিলি চিকেন এর রেসিপি টা সর্ষে তে দেবো যেটা তুই দিতে বলেছিলি , ঠিক আছে না হয় পরে ই দেবো। তুই আগে ভালো হয়ে ওঠ।
  • pi | ০৩ আগস্ট ২০১০ ২১:২৪ | 72.83.82.169
  • অনন্যা, নাঃ এমনি ই আর কিছু খাওয়ার দশায় নেই ঃ(
    খাচ্ছি খালি চিকেন স্ট্যু, উওভি হজম নহি হোথা হ্যায় !

    আর এখেনে এখন লোকজন কিনা মেনু লিখবে। আর এ পাতায় থাকা যাবে না । কাটি।
  • byaang | ০৩ আগস্ট ২০১০ ২১:২০ | 122.172.55.118
  • তুই তো আগেই খাওয়া ক্রেডিট করে রেখেছিস। আকার বাড়ি গিয়ে যে গান্ডেপিন্ডে গিললি, আমাদের মেনুটা না বলে সাসপেন্সে রাখলি, তার পরেও আরো খাওয়া চাই তোর!!
  • Tim | ০৩ আগস্ট ২০১০ ২১:২০ | 173.163.204.9
  • তেবুদা ব্যকরণাত্বক গালি। যদিও শুন্তে লেবুদার মত, কিন্তু দুটো আলাদা ব্যাপার।

    সেদিন একটা চিনে দোকানে ফ্রগ লেগ্‌স দেখেই ব্যাংদির কথা মনে পড়লো। শেষে ভেবেচিন্তে আর খেলাম না।
  • Tim | ০৩ আগস্ট ২০১০ ২১:১৭ | 173.163.204.9
  • আর আমি যে সাজেশান দেওয়ার আগেই অন্যরা দিয়ে ক্রেডিট, কনট্র্যাক্ট ইত্যাদি পেয়ে যায় সে ব্যালা? আমারো খাওয়া পাওয়া হওয়া উচিত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত