এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • quark | ১৯ জুলাই ২০১০ ১৫:২৮ | 202.141.148.99
  • ইস্কুলের নাম যদি প্রথমটা হয় তাইলে ওটা "ঢপ" নয়, "অন্য"কিছু, আর দ্বিতীয়টা হ'লে জানি না।

    তবে শমীক ছোটবেলায় গার্লস স্কুলে পড়ত, এটা এখানেই জেনেছি। তা সেখানে গোলকিপিং? শক্ত ব্যাপার! মানে "লক্ষ্যে" স্থির থাকা কঠিন আর কি!
  • Arpan | ১৯ জুলাই ২০১০ ১৫:২০ | 204.138.240.254
  • আর ইসে, বানামটা নিস্পৃহ না?
  • Arpan | ১৯ জুলাই ২০১০ ১৫:১৮ | 204.138.240.254
  • শমীক, কিছু কিছু বুঝলাম। রাতের কলে ক্লিয়ার করে নেবো।
  • Arpan | ১৯ জুলাই ২০১০ ১৫:১৭ | 204.138.240.254
  • কিন্তু শমীকের দাবি অনুযায়ী ও নাকি বাল ভারতী না শিশু ভারতী নামের কোন ক্লাবে গোলকিপিং করত!!! সেটা কি নেহাত ঢপ?
  • de | ১৯ জুলাই ২০১০ ১৪:৫৫ | 203.199.33.2
  • যাক! কিছু অন্ততঃ আছে ঃ))
  • Samik | ১৯ জুলাই ২০১০ ১৪:৫২ | 121.242.177.19
  • ব্রতীন,

    শুধু ফুটবল কিরকেট নয়। খেলর জগৎ সম্বন্ধেই আমি নিষ্পৃহ। কিৎকিৎ থেকে বেসবল, লুডো থেকে বক্সিং, আমি জানি না, আমি জানি না, আমি জানি না ঃ)
  • Ishan | ১৯ জুলাই ২০১০ ১৪:৫১ | 125.18.17.16
  • না না মমতাকে। ঃ)
  • Samik | ১৯ জুলাই ২০১০ ১৪:৫০ | 121.242.177.19
  • দে কি আমায় চাটলো?
  • Bratin | ১৯ জুলাই ২০১০ ১৪:৪৯ | 125.18.17.16
  • আছে। ফুটবল বা ক্রিকেট। ঃ-))))
  • de | ১৯ জুলাই ২০১০ ১৪:৪৭ | 203.199.33.2
  • সত্যি, মমতার কি দুক্কু!
  • Ishan | ১৯ জুলাই ২০১০ ১৪:৪৫ | 125.18.17.16
  • মমতা পদত্যাগ করলেও খোরাক (লোকে বলবে এই নিয়ে কবার হল), আর না করলে খিস্তি খাবে। ঃ)
  • de | ১৯ জুলাই ২০১০ ১৪:৪২ | 203.199.33.2
  • আচ্ছা, শমীক জানেনা এমন কি কিছু আছে? ঃ)
  • d | ১৯ জুলাই ২০১০ ১৪:৪১ | 59.161.183.160
  • নিচ্চয়।
    আমারও 9.30 অবধি আছে।
  • Samik | ১৯ জুলাই ২০১০ ১৪:৩৩ | 121.242.177.19
  • টিভি আর প্লেয়ার দুটোই HDMI কমপ্যাটিব্‌ল হলে ঐ HDMI কেব্‌ল দিয়েও চেষ্টা করতে পারো।
  • Samik | ১৯ জুলাই ২০১০ ১৪:৩২ | 121.242.177.19
  • আইচ্ছা, একটা পাঁচের কোচ্চেন।

    না, S-video দিয়া অইবো না। তোমার টিভির (কী টিভি জানি না অবশ্য) পেছন দিকে দেখো এক সেট গত্তো পাবে, AV Out লেখা। লাল, হলুদ, সাদা। হলুদ সদাসর্বদা ভিডিওর জন্য। লাল আর সাদা হল অডিও লেফট / রাইট। এইবার তোমার মিউজিক প্লেয়ারে যদি বিল্ট ইন অ্যাম্‌প্লিফায়ার থাকে (নর্মালি সমস্ত রকমের ডিভিডি প্লেয়ারে / হোম থিয়েটারেই থাকে) তা হলে সেখানেও এই রকম তিন সেট গর্ত পাবে। লাল, হলুদ, সাদা। তাতে লেখা থাকবে, এভি ইন।

    দোকানে এই AV কেব্‌ল পাওয় যায়। দুদিকেই তিনটে করে জ্যাক। সেইটা দিয়ে এই দুই প্রান্ত কানেক্ট করে দাও। আর মিউজিক প্লেয়ারের AV Out থেকে তো তোমার বক্স নিশ্চয়ই কানেক্ট করা আছে। তা হলেই হয়ে যাবে।
  • Bratin | ১৯ জুলাই ২০১০ ১৪:৩১ | 125.18.17.16
  • হুমমমম.....
  • Samik | ১৯ জুলাই ২০১০ ১৪:২৫ | 121.242.177.19
  • অপ্পনের রাতেও কংকল থেকে নিস্তার নেই। এগারোটা থেকে সাড়ে এগরোটা, সাড়ে এগারোটা থেকে বারোটা ... ঃ-)
  • Arpan | ১৯ জুলাই ২০১০ ১৪:১৯ | 204.138.240.254
  • ১০ টা অব্দি ফোন আছে। তারপরে একটু খাবো? তারপরে হবে? এই এগারোটা নাগাদ?
  • d | ১৯ জুলাই ২০১০ ১৪:১৯ | 59.161.183.160
  • অপ্পন থেঙ্কু।
    আজরাতে ফোনাবো ঐ jpg থেকে pdf বানানোর সমস্যাটার জন্য।
  • d | ১৯ জুলাই ২০১০ ১৪:১৮ | 59.161.183.160
  • হাওড়া বর্ধমান মেন লাইন ট্রেনের অভিজ্ঞতায় বলতে পারি, লালুর আমলেই সবচেয়ে ওয়েল মেইনটেইনড ছিল ট্রেনগুলো।
    এখন শুধু ঐ স্টেশানে রংচং। পরিষেবা ঢু ঢু।
  • Arpan | ১৯ জুলাই ২০১০ ১৪:১৫ | 204.138.240.254
  • আর আমার 1:05-এর কোচ্চেনটা? কিছু একটা গতি কর। ঃ-)
  • Samik | ১৯ জুলাই ২০১০ ১৪:১৫ | 121.242.177.19
  • ওকে।

    দে, ডিট্টো।
  • Samik | ১৯ জুলাই ২০১০ ১৪:১৪ | 121.242.177.19
  • ঠিকাছে অর্পণ। থ্যাংকু।

    আর তোমার জিমেলেরও রিপ্লাই দিয়ে দিয়েছি।
  • de | ১৯ জুলাই ২০১০ ১৪:১৩ | 203.199.33.2
  • রেল মন্ত্রক চালানো আর টিমসি চালানোর মধ্যে ফারাক-টা টের পাওয়া যাচ্ছে! এগারোর পরে রাজ্য চালানোর সঙ্গে ফারাক বোঝা যাবে!
  • Arpan | ১৯ জুলাই ২০১০ ১৪:০৪ | 216.52.215.232
  • শমীক। একজনকে পেয়েছি। দেখি কাল কথা বলাতে পারি কিনা।
  • Arpan | ১৯ জুলাই ২০১০ ১৩:৫০ | 216.52.215.232
  • শমীক, করতে পারো।
  • Samik | ১৯ জুলাই ২০১০ ১৩:৩৬ | 121.242.177.19
  • অর্পণকে এখন একবার ফোন করতে পারি? একটু ছোটো দরকার ছিল।
  • quark | ১৯ জুলাই ২০১০ ১৩:৩৩ | 202.141.148.99
  • এঃ! অর্বাচীন অর্পণ! কলকাতার রাস্তায় রোজ কত দুর্ঘটনা হয়, মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন কি?

    নেহাৎ ট্রেন বলেই না এত লোক মারা যাচ্ছেন। তাও আগেরবারে ঐ মালগাড়ীটা এসে না পড়লে অত লোক মরত না।

    সুতরাং ...
  • Arpan | ১৯ জুলাই ২০১০ ১৩:০৫ | 204.138.240.254
  • ফান্ডা চাই।

    টিভির সাউন্ডকে অডিও প্লেয়ার দিয়ে ডাইরেক্ট করতে গেলে কী টাইপের কানেক্টর চাই? মানে দোকানে গিয়ে কী চাইব? s-video না অন্য কিছু? আর দক্ষিণা কীরকম?

    আগাম ধন্যযোগ।

    ডিঃ পাতি টিভি আর পাতি অডিও প্লেয়ার। এলসিডি, প্লাজমা, হোম থিয়েটার ইত্যাদির উল্লেখ করিয়া লজ্জা দিবেন না।
  • d | ১৯ জুলাই ২০১০ ১৩:০৪ | 115.117.225.209
  • হ্যাঁ আমিও এইবারে নিজে করবো। আমাকে একটু এক্সেলের লিঙ্কিটা দাও না। গতবছর দেরী হয়ে গেছিল বলে সাহস পেলাম না, তাড়াতাড়ি করতে গিয়ে যদি ভুল করি। আমারও গতবার খানিক গচ্ছা গেছে।

    অজ্জিত, সে ভদ্রলোক নিশ্চয় এখন আবার তোমাদের আপিসে ঘোরাঘুরি করছেন। তেনাকে জিগিয়েছ? আমার মতে একবার জিগানো উচিৎ, অমনি চুপচাপ ছেড়ে দেওয়াটা ঠিক নয়।
  • Arpan | ১৯ জুলাই ২০১০ ১২:৫৬ | 204.138.240.254
  • আর অনেক তো হল। মমতার উচিত এইবার রেলমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া। ২০১১ মে অব্দি অপেক্ষা করে থাকলে আরো আওয়াজ খাবেন।
  • Arpan | ১৯ জুলাই ২০১০ ১২:৫২ | 204.138.240.254
  • আমার এক নামকরা ট্যাক্স কনসাল্ট্যান্টের পাল্লায় পড়ে এইরকম বেশ কিছু টাকা গচ্ছা গেছিল। তিনি আবার আইটি অফিসের প্রাক্তন কর্মী!

    সেই থেকে দুচ্ছাই বলে নিজেই করি।
  • Bratin | ১৯ জুলাই ২০১০ ১২:২৯ | 125.18.17.16
  • আমার শেয়ার etc আছে। তাছাড়া চাপ নিতে আমি চাই না। কাজেই .......
  • Arijit | ১৯ জুলাই ২০১০ ১২:২৮ | 61.95.144.122
  • *যদিও*
  • Arijit | ১৯ জুলাই ২০১০ ১২:২৮ | 61.95.144.122
  • যদি পাজ্‌লটা থেকেই যাচ্ছে - ওয়ার্কশীটটা মেলালো কি করে!!!
  • Arijit | ১৯ জুলাই ২০১০ ১২:২৬ | 61.95.144.122
  • ওই এক্ষেল শীট আর ফর্ম ১৬ থাকলে আর কোনো হেল্প লাগার কথাই নয় - এবার তো নিজে নিজেই করেছি। আগেরবার বহু বছর পর প্রথমবার ছিলো বলে ভরসা পাইনি - তাই ওকে দিয়েছিলাম, অ্যাপারেন্টলি রিলায়েবল - গোটা অফিস ওকে দিয়ে করায়...
  • Arpan | ১৯ জুলাই ২০১০ ১২:২৩ | 204.138.240.254
  • বোঝো! অরিজিত, এইবার থেকে নিজেই কোরো। হেল্প লাগলে শমীক বা মনীশ এরা তো আছেন।
  • Bratin | ১৯ জুলাই ২০১০ ১২:০৭ | 125.18.17.16
  • আমি দেবনাথ দা কে দিয়ে করাই গত ১০ বছর ধরে। কোন দিন কোন সমস্যা হয় নি।
  • Arijit | ১৯ জুলাই ২০১০ ১১:৩৮ | 61.95.144.122
  • কি সব বালের ট্যাক্স প্রিপেয়ারার পাবলিক ঘুরে বেড়ায় মার্কেটে। যে লোকটা অফিসের সবার আইটি রিটার্ন ফাইল করে আগের বার তাকে দিয়ে করিয়েছিলাম - অনেকদিন পর ভরবো, সব নিয়মগুলো নিয়ে ক্লিয়ার ছিলাম না, তাই। তো সে তো ফাইল করেছিলো - তারপর ভেরিফিকেশন পাঠিয়েছিলো না কি করেছিলো জানি না - শেষ অবধি আমি অপ্পনের হাত দিয়ে সেগুলো পাঠিয়েছিলাম। ওর ওপর ভরসা হয়নি বলে এবার নিজেই করেছি।

    শনিবার হঠাৎ আইটি ডিমান্ড নোটিস এসে হাজির - জতবারের হিসেব করে - আমার প্রায় বিশ হাজার আর আমার বউয়ের তিন হাজার - আরো দিতে হবে। দেখে তো চোখ কপালে - আইটি ডিপার্টমেন্টেরই এক্ষেল শীটে ক্যালকুলেট করে এরকম কমবেশি কি করে হয়। আজ ভালো করে মিলিয়ে দেখলাম - মূর্তিমান আমার মেডিক্লেইম-এর পনেরো হাজার ডিডাক্ট করেনি, আর আমার বউয়ের কেসটা তো আরো হাইট - জেন্ডার ছেলে করে দিয়েছে। সবচেয়ে আশ্চর্য লাগছে এই গলতা থাকা সত্বেও এক্ষেল শীটটা ও মেলালো কি করে!!!

    সিপিসি-তে ফোন করেছিলাম - ওরা বল্ল একটা "রেক্টিফিকেশন'-এর চিঠি বানিয়ে সাপোর্টিং ডকুমেন্টসহ পাঠিয়ে দিতে।
  • quark | ১৯ জুলাই ২০১০ ১০:৩৪ | 202.141.148.99
  • শান্তনু কে,

    আজ্ঞে, গোটা ভারতের মিডিয়া মমতার পেছনে (নো পান ইন্টেন্ডেড) লেগেছে বলছেন?

    বলা যায় না, জ্ঞানেশ্বরী তো হ'ল স্রেফ পুরভোটের আগে মমতাকে কলকাতা থেকে সরিয়ে দিতে। আর এতে কাদের লাভ সে সবাই বোঝেন। অতএব ...

    উত্তরবঙ্গ এক্সপ্রেসের ড্রাইভার বেঁচে থাগলে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড (বাংলাটা পারলুম না) পরীক্ষা করা হোক।
  • santanu | ১৯ জুলাই ২০১০ ০৮:৪১ | 82.112.6.2
  • এই ট্রেন এর বিভিন্ন রকম বামালি খুব হচ্ছে।
    বুঝতে পারছিনা, আগেও হতো খবর পেতাম না, এখন মমতা বলে বেশি বেশি খবর পাচ্ছি - না মমতার নতুন কিছু করে দেখানোর চক্করে (প্রতিদিন একটা করে নতুন ট্রেন) এটা হচ্ছে।
  • kc | ১৯ জুলাই ২০১০ ০৮:৩১ | 89.203.49.18
  • সাঁইথিয়াতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।
  • aka | ১৮ জুলাই ২০১০ ২৩:১২ | 24.42.203.194
  • দ, এই এট্টু আগে দেখলাম। আমার অমন হয় মাঝে মাঝে পিডিএফ ফাইল প্রিন্ট করার সময়। কোন প্রিন্টার (মানে এইচপি না, ক্যানন) - প্রিন্ট উইন্ডোতে কিছু একটা সেটিংস থাকবে, যেমন রিভার্স অর্ডার (ক্যানন) সেটা চেক করে দিলে উল্টো অর্ডারে প্রিন্ট হয়। মানে প্রিন্ট উইন্ডোটা একটু ভালো করে ঘেঁটে দেখো সেখানে কিছু একটা অপশন পাবে। কেন হয় জানি না। প্রিন্টার ড্রাইভারের কিছু একটা ঘাপলা মনে হয়। ওয়ার্ক অ্যারাউন্ড ঐ সঠিক প্রিন্ট অপশন সিলেক্ট করা। কারুর অন্য কিছু জানা থাকলে জানিও তো, সত্যি বড় অসুবিধার।
  • sinfaut | ১৮ জুলাই ২০১০ ২২:৫৬ | 117.194.192.75
  • বা।অপ্লে। তে লেআউট লিখেছিলাম, ইউনিকোডে দেখাল লৌট।
  • aka | ১৮ জুলাই ২০১০ ১৮:৪৪ | 24.42.203.194
  • 
  • ayA | ১৮ জুলাই ২০১০ ১৩:০৫ | 117.194.100.100
  • হয় না, হয় না-(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত