এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ১৪ জুলাই ২০১০ ১২:৪০ | 59.163.30.2
  • দুখে,
    আর রাঁধুনে? সেটা পাওয়া যাবে তো?

    শমীককে ক' দিলাম -- আমারো জঘন্য লাগে এগুলো শুনলে, তবে সমস্যাটা তো আছেই, সেই আদ্যিকাল থেকেই আছে। চারিদিকের কথাবার্তা শুনলে মনে হয় -- একটুও কি শেড বদলাচ্ছে এই অন্ধকারটার? কি জানি!

    চশমার শখ আমার কতোদিনের, এই অ্যাতোবয়সেও হলো না ঃ((

    সানা,
    আজ ভালো আছি, তাই এক ছুট্টে আপিসে এসেছি! ঃ))
  • Blank | ১৪ জুলাই ২০১০ ১২:৩৩ | 203.99.212.224
  • আমার এখুনো বে থা ই হলো না গো। কি দুঃখু। ঃ( ঃ(
    ইদিকে আমার চশমাও হ্যাস ঃ( ঃ( আর আমার বে হবে নি গো ঃ(
  • dukhe | ১৪ জুলাই ২০১০ ১২:৩০ | 122.160.114.85
  • আহা - অত ঘেন্না কিসের ? দেখাশোনা না হলে আমার বিয়ে হত কী করে ?
    রান্নার হাতটাই আসল, বুইলেন ? লীলা মজুমদারও লিখে গেছেন - সুখী সে-ই, যার ঘরে ভালো রাঁধুনী আছে । অন্য কিছু দেখতে যাওয়া পয়েণ্টলেস ।
  • Samik | ১৪ জুলাই ২০১০ ১২:১৩ | 121.242.177.19
  • এই বিয়ের দেখাশোনা সংক্রান্ত অভিজ্ঞতাগুলো শুনলে সামহাউ ভীষণ ভীষণ ঘেন্নায় মুখটা তেঁতো হয়ে যায়।

    স্রেফ এই পাত্রপাত্রী দেখাশোনা সংক্রান্ত একটা স্পেশাল কাগুজে গুরু বোধ হয় বের করা যায়। অনেক লোকের অনেক রকমের গল্প থাকবে। সেগুলো একটা জায়গায় ডকুমেন্টেড করে লোকের ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া উচিত। শুধু আমাদের মত গোটাকয় নেটিজেনের মধ্যে এই নিয়ে খিল্লি করে হবে-টা কী?
  • Arijit | ১৪ জুলাই ২০১০ ১১:৫৩ | 61.95.144.122
  • ঘাড় গুঁজে কাজ করতে গিয়ে ভেঙে গেছে।
  • Lama | ১৪ জুলাই ২০১০ ১১:৪৯ | 155.57.192.1
  • কাকু, মিশিও
  • kc | ১৪ জুলাই ২০১০ ১১:৪৮ | 194.126.37.5
  • অরিজিৎ, মুড়ো খুলে গেল ক্যান?
  • sana | ১৪ জুলাই ২০১০ ১১:৪৪ | 114.78.33.110
  • de,কেমন আছেন আজ? জ্বর কি একটু কমলো?
  • Blank | ১৪ জুলাই ২০১০ ১১:৩৬ | 203.99.212.224
  • আমি মোটেই মিশি না
  • Arijit | ১৪ জুলাই ২০১০ ১১:৩১ | 61.95.144.122
  • মেশার ক্ষমতা এট্টু কম হলে ক্ষতি কি? আমি স্বভাবতঃ loner টাইপ - দিব্যি তো আছি।
  • d | ১৪ জুলাই ২০১০ ১১:২১ | 115.118.73.141
  • অপরিচিত বা কম পরিচিত পরিবেশে বাঙালীদের মেশার অক্ষমতা নিয়ে চন্দ্রিলের একটা লেখা দেখলাম 'রোববার'এ। আমার পর্যবেক্ষণের সাথে মিলছে।

    আমি সেইইইই পুজোর পরে বেড়াতে যাব। ঃ( ঃ( কতদিন দেরী এখনও।
  • Tim | ১৪ জুলাই ২০১০ ১১:১৩ | 173.163.204.9
  • বললাম না ভারি দুর্দিন। গ্লোবাল ওয়ার্মিং এর চোটে শিকারটিকার বন্ধ।
    আজ ঐ সিনিমাটায় দেখালো, এক আধাছাগল-আধামানুষ একটা সফ্‌ট ড্রিঙ্কসের ক্যান কচমচ করে চিবিয়ে খাচ্ছে। খুবই ইনোভেটিভ ব্যাপার।
    নাহ এবার সত্যিই ঘুম্পাচ্ছে। টাটা।
  • byaang | ১৪ জুলাই ২০১০ ১১:০৬ | 122.172.49.21
  • তিমিটার বড় বেশি খাইখাই হয়েছে। হাঙ্গর,চশমা কিছুই বাদ দেয় না!
  • Tim | ১৪ জুলাই ২০১০ ১০:৫৪ | 173.163.204.9
  • ঘুমোতে যাই। সক্কলকে গুন্নাইট।
  • Tim | ১৪ জুলাই ২০১০ ১০:৫৩ | 173.163.204.9
  • খুবই মৌলিক নামকরণ। দারুণ ঃ-)

    ফ্রোজেন চশমার জন্য চেনাশুনোদের বলে দেখবো। মানে চশমার জন্য, ফ্রিজ তো আছেই। খেতে কেমন কেজানে। ব্ল্যাংকি থাকলে বলে দিতো।
  • byaang | ১৪ জুলাই ২০১০ ১০:৫২ | 122.172.49.21
  • বাঃ , দারুন ইনোভেটিভ তো অপ্পনের মেয়ে! পুলি-পিঠে কি সুন্দর নাম!
  • Lama | ১৪ জুলাই ২০১০ ১০:৫১ | 155.57.192.1
  • পুলি আর পিঠে ঃ) দারুন নাম
  • Arpan | ১৪ জুলাই ২০১০ ১০:৫০ | 204.138.240.254
  • * খেলনা
  • Arpan | ১৪ জুলাই ২০১০ ১০:৫০ | 204.138.240.254
  • আমার মেয়ের একটা বেগনী ফ্রেমের ফেলনা চম্মা আছে। সেইটা পরে মাঝে মাঝে সে বেবিদের ক্লাস নেয়।

    দুটো বেবি। একটার নাম পুলি, অন্যটা পিঠে।
  • Tim | ১৪ জুলাই ২০১০ ১০:৪৯ | 173.163.204.9
  • অপ্পন একটা খতরনাক আইডিয়া দিলো। চশমার মালিকেরও একটা মাথা থাকার কথা।
  • byaang | ১৪ জুলাই ২০১০ ১০:৪৮ | 122.172.49.21
  • ডীপ ফ্রিজে বরফের ট্রের উপর কয়েক ঘন্টা ধরে চশমা রেখে দেখিস, ফ্রোজেন চশমা দেখলে ফটো তুলে রাখতে ইচ্ছে করবে।
  • Tim | ১৪ জুলাই ২০১০ ১০:৪৮ | 173.163.204.9
  • ভাগ্যিস আমার চশমা নেই। ঃ-)

    অন্তত ছোটবেলায় একবার করে সবার চশমা হওয়া উচিত। এম্নি নাহয় পাওয়ার ছাড়াই দিলো, তবু দেওয়া উচিত। আমারো ভারি দুঃখু ছিলো।
  • Arpan | ১৪ জুলাই ২০১০ ১০:৪৭ | 204.138.240.254
  • ইসে, কখনো নিজের মাথাটাকে ডিপফ্রিজে ঢোকাবার কথা ভেবেছ? ঃ P
  • Lama | ১৪ জুলাই ২০১০ ১০:৪৬ | 155.57.192.1
  • মানে ঠান্ডা মাথায় চশমাটাকে ঠান্ডা করা হয়, তার সঙ্গে চশমার মালিককেও
  • byaang | ১৪ জুলাই ২০১০ ১০:৪৫ | 122.172.49.21
  • তিমি আবার কাকে ভয় পেল?
  • byaang | ১৪ জুলাই ২০১০ ১০:৪৫ | 122.172.49.21
  • ভালো ভালো, এই তো কাজ করার বয়স।
  • Tim | ১৪ জুলাই ২০১০ ১০:৪৪ | 173.163.204.9
  • কিসব ভয়ানক লোকজন। ঃ-)

    আমি এখন একটা সিনেমা দেখলাম। পার্সি জ্যাকসন... । হালে এত ভালো কমেডি মুভি হয়নি। বিশেষ করে অক্ষদাকে রেকমেন্ড করলাম। ঃ-))
  • Arpan | ১৪ জুলাই ২০১০ ১০:৪৩ | 204.138.240.254
  • ব্যাংদি, সন্ধেবেলা ৭ টার পরে কলাবো। আপাতত রাজ্য ও কেন্দ্রের বাজে কাজে ব্যতিব্যস্ত।
  • byaang | ১৪ জুলাই ২০১০ ১০:৩৫ | 122.172.49.21
  • এদিকে ওনার নিজের ছেলের চোখে চশমা না থাকলে সে প্রায় কিছুই দেখতে পায় না। তাই ঝগড়া হলেই আমি সবচেয়ে আগে ওনার ছেলের চশমাটা হয় ভেঙ্গে ফেলি (যখন আমার মাথা গরম হয়ে যায় খুব), আর নয়তো ডীপ ফ্রিজে লুকিয়ে রাখি (যখন আমি ঠান্ডা মাথায় শিক্ষা দেব বলে মনে করি)। যাতে বিনা চশমায় গাড়ি চালাতে সে বাধ্য হয়।
  • byaang | ১৪ জুলাই ২০১০ ১০:৩১ | 122.172.49.21
  • ঃ-))
  • Lama | ১৪ জুলাই ২০১০ ১০:৩০ | 155.57.192.1
  • আমি তোর হয়ে আর একটা সংশোধন করে দিলাম ঃ)

    *চশমা পরতে দেখেছিস?
  • byaang | ১৪ জুলাই ২০১০ ১০:২৮ | 122.172.49.21
  • * চশমা
    * এগিয়ে যেতাম
  • byaang | ১৪ জুলাই ২০১০ ১০:২৭ | 122.172.49.21
  • তার পরের দিন ওনার ছেলেকে ফোনে শুধোলেন, তোরা যখন মেলামেশা করতিস এত বছর ধরে, তখন কি ওর চশমা ছিল? ওকে কি কখনো চশমা পরে দেখেছিস?
    ঃ-)))
  • byaang | ১৪ জুলাই ২০১০ ১০:২৩ | 122.172.49.21
  • আমারও ছোটোবেলা থেকে খুব চশ্মার শখ ছিল। কেলাস ইলেভেনে উঠে শখ মিটল, চশমা হল। কিন্তু নতুন চশমা হলেই হয় ভেঙ্গে ফেলতাম বা হারিয়ে ফেলতাম। তো বেশির ভাগ সময়ই চশমা না পরে থাকতে হত, চশমারা আর পুরনো হওয়ার সময় পেত না। প্রবলেমটা হল প্রেম করার সময়ে। প্রেমিক বছরে দুই-তিনবার কোলকাতা আসত ছুটিতে। আর যে সময়ে দেখা করতে আসবে বলতো, তার থেকে অনেক দেরি করে আসত। বললো পাঁচটায় আসবে, আসত সাড়ে পাঁচটায়। তাই আমিও অ্যান্টিসিপেটরি গ্যাপ মেরে ছটায় পৌঁছতাম। ততক্ষণে প্রেমিক বোর হয়ে হয় বাড়ি ফিরে যেত, নয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যেত। এদিকে আমি তো দাঁড়িয়ে আছি, আর কোনো চশমাপরা লম্বা লোক দেখে্‌লই তার দিকে চোখমুখ কুঁচকে এগিয়ে জেটাম এত দেরি হল কেন শুধোতে। তারপর কাছে গিয়ে বুঝতাম আমার মাইনাস পাওয়ার বলে চিনতে ভুল করেছি।
    প্রেমপর্ব মিটে যওয়ার পরে এবার বিয়েপর্ব। হবু শ্বশুর-শাশুড়ি যেদিন দেখা করতে এলেন, সেদিনই আমার চশমাটা একটা বাচ্চা ভেঙ্গে দিয়েছে। (বাচ্চাটা কিছুতেই আমার কোলে আসতে রাজি হচ্ছিল না, তাকে লোভ দেখিয়েছিলাম আমার কাছে এলে চকোলেট দেব বলে, এবার সে তো এসে গেছে, আমার কাছে চকোলেট নেই তাই তাকে চকোলেটের বদলে চশমা দিলাম, সে খচে গিয়ে এক আছাড় মারল চশমাটাকে, ভেঙ্গে গেল)। যাই হোক ওনারা আমাকে বিনা চশমায় দেখলেন, আর তার তিন মাসের মাথায় বিয়ে হয়ে গেল। বিয়ের ঠিক আগের দিন আবার নতুন চশমা হারালাম। বিয়ের কয়েকদিনের মধ্যে চলে গেলাম অন্য শহরে। তিনমাস পরে একটা কাজে কোলকাতা এসেছি, নতুন চশমা পরে। রাত্তির ১০ঃ৩০টায় এয়ারপোর্ট থেকে শ্বশুরবাড়ি পৌঁছলাম। ততক্ষণে সদর দরজায় তালা, সব আলো নিভে গেছে। আমি দরজা ধাক্কাচ্ছি। দোতলার বারন্দা থেকে শাশুড়ি মুখ বাড়ালেন। বললাম দরজাটা খোলো। উনি প্রশ্ন করলেন, তুমি কে? আমি হতভম্ব, বললাম চিনতে পারছ না? উনি বললেন গলার আওয়াজটা তো চেনা, অন্ধকারে চেহারাটাও একইরকম লাগছে, কিন্তু মুখখানা তো অন্য। চশমা কবে হল?

    মাক্কালি!
  • pi | ১৪ জুলাই ২০১০ ১০:০৬ | 72.83.82.169
  • শান্তনুদা, ইন্টেনশানাল হতেই পারে। এরকম রিঅ্যাকশনের ভয়ে , কিম্বা আগে কোনো কেসে এই চশমার জন্য প্রথম দেখাতেই নাকচ হয়ে যাবার অভিজ্ঞতা থেকে হয়তো।
  • M | ১৪ জুলাই ২০১০ ১০:০৬ | 59.93.247.210
  • আমার আরেক বন্ধুকে দেখেছিলাম, মেয়েটার বাবা চার্টার অ্যাকাউন্টেন্ট,মেয়েটার প্রেমিক নন বেঙ্গলী ছিলো বলে ছেলেটাকে ডেকে প্রতিজ্ঞা টতিজ্ঞা করিয়ে কাটিয়ে দিয়ে মেয়েটাকে তড়িঘড়ি কোনো এক প্রাচীন বনেদি পরিবারে যাদের বদামো ছাড়া আর কিছু অবশিষ্ট নেই, তাদের এক ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়।ছেলেটা পন টন নিয়ে বিয়ে করে। ওকে প্রচুর গয়না দেওয়া হয়েছিলো, আর বৌভাতের দিন রাত্রেই দেনা শোধ করার জন্য ঐ সব গয়না চেয়ে নেয়।তার্পর মারধোর প্রতি মাসে, টাকা চেয়ে আনতে হতো বাড়ী থেকে, মেয়েটা পালাবার চেষ্টা, আত্মহত্যা করার চেষ্টা, কিছুই বাদ রাখেনি।মজা হচ্ছে ওর বাবা মাও ওকে ইমোশোনাল ব্ল্যাক্মেল করতে থাকে এই বলে যে আমরা হার্টের পেসেন্ট, কাজেই মেয়েটার নরকবাস চলছে, চাইলেও ডিভোর্স দিতে পারছেনা। আসলে বাইরে থেকে চট করে যে সমস্ত সমাধান দেওয়া যায় তা এইরকম উদ্ভট চাপে থাকলে সব সময় নেওয়া যায় না।

    আমাদের পরিবার গুলো যদি একটু বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে নাক গলানোটা বন্ধ করে তাদের ভাবতে দেয় তাহলে বোধহয় অনেক ভালো।
  • M | ১৪ জুলাই ২০১০ ০৯:৫৮ | 59.93.247.210
  • কে Zআনে, যা সব বাড়ী সেটাও হতে পারে।তবে পাত্রপক্ষ ও তো বলেনি চশমা বিহীন পাত্রী চাই, আর যাহোক যারা আগে থেকে বলে দেয়, তাদের হিপোক্রিট তো বলা যায় না।
  • Lama | ১৪ জুলাই ২০১০ ০৯:৫৭ | 155.57.192.1
  • তুষ্টুর খুব চশমার শখ। আমি কিনে দিই নি বলে খেলনা ডাক্তারী সেটের প্লাস্টিকের কাঁচি ভেঙ্গে নিজে নিজে "চন্‌ছা' বানিয়ে নিয়েছে।
  • santanu | ১৪ জুলাই ২০১০ ০৯:৫৬ | 82.112.6.2
  • @ pi , M,

    আচ্ছা পাত্রী দেখার সময় চশমা নেই আর বিয়ের সময় চশমা - এটা intentional or unintentional?
  • M | ১৪ জুলাই ২০১০ ০৯:৫৪ | 59.93.247.210
  • তবে চশমার হেবি ঝামেলি, আমি একবার তখন নতুন চশমা নিয়েছি, আর আমি একটু এই এত বয়সেও হাঁ করা টাইপের।
    তো পরের ছেলেটার সাথে বাইকের পিছনে চেপে বাগুইয়াটি থেকে আসছিলুম। হঠাৎ আকাশে এরোপ্লেন দেখে হাঁ করে দেখছিলাম, এমন সময় হতভাগাটা কষে ব্রেক দেয় আর আমি আমার চশমা হেলমেটের সাথে ঝামেলায় জড়িয়ে পরি, মানে পরের ছেলের হেলমেট, আর আমার নতুন চশমাটা ভোগে যায়।কাজেই চশমা খুব একটা ভালো জিনিস নয়, আমি এখন ও খুব কম পরি তাই জন্যেই তো।
  • M | ১৪ জুলাই ২০১০ ০৯:৫০ | 59.93.247.210
  • চোখে চশমা থাকার অপরাধে আমার এক বন্ধুর দিদিকেও খুব ভুগতে দেখেছিলাম,দিদিটি দারুন সুন্দরী ছিলো, আর খুব গুনের। এক NRI এর সাথে ঘটাপটা করে বিয়ে হলো, আর তারপরেই অশান্তি শুরু, যখন পাত্রী দেখতে এসেছিলো তখন চোখে চশমা দেখেনি, আর বিয়ের সময় চশমা। তারপর বর চলে গেলো আর সল্টলেকে ওর শ্বশুরবাড়ী থেকে অকথ্য অত্যাচার শুরু হয়, এদিকে বাড়ীর লোকেরাও মেয়েটাকেই চাপ দিতো মানিয়ে নেবার জন্য, নইলে তাদের নাকি লজ্জা।

    এদিকে ওরা তিন বোন ছিলো আর বড়দি জেদ করে প্রেম করে বিয়ে করে, সেই নিয়ে বাড়ীতে হুলুস্থুলুস, তখন একদিন বাড়ী থেকে বড়দিকে সেই সিনেমার মতো ঐ ছেলে তোমার কাপড় জামার খরচ কখন ও তুলতে পারবে এই সব বলে মারধোর করে বের করে দেয়, তখন সেই দাদাদের বাড়ী থেকে এসে ঝামেলা করে যায় আর বড়দিকে নিয়ে চলে যায়।সেই ঝামেলা থেকে পাড়াময় সব রাষ্ট্র হয়ে যায়। বেচারী মেজদি আজ ও ঝামেলা নিয়ে চলেছে, আর বড়দি দিব্যি সুখে রয়েছে।
  • Lama | ১৪ জুলাই ২০১০ ০৯:৪৯ | 155.57.192.1
  • দু ঘা দেবো কি! পাত্রী (পিসতুতো শালী)-র মা বাবা নিজেরাই আর ঘাঁটাতে চাইছে না। লোকজন আবার চেয়েছিল পাত্রের বাবাকে "অনুরোধ' করবে বিয়ে না ভাঙ্গার জন্য। আমার দাদাশ্বশুরের হস্তক্ষেপে ওই অপমানটা আর হতে হয় নি।
  • pi | ১৪ জুলাই ২০১০ ০৯:৪৫ | 72.83.82.169
  • আমার জানা কেসটাতেও তাই হতেই পারতো। নেহাত বিটি রোডে হেব্বি জ্যামের জন্য বরযাত্রীরা অমনি দেরিতে পৌঁছলো, যখন কিনা সিঁদুরদানটান প্রায় শেষ। নৈলে চশমাপরিহিতা কনেকে দেখে যা সব রি অ্যাকশন দেখেছিলুম ! বাপ্পো !!
  • byaang | ১৪ জুলাই ২০১০ ০৯:৪৪ | 122.172.52.206
  • কি সর্বনাশ! তুই গুরুতে পোস্ট করার আগে ধরে দু ঘা দিতে পারলি না!!! যেমনি পাজি ছেলে, তেমনি তার বাপ!! ফোন্নংটা দে তো?
  • Lama | ১৪ জুলাই ২০১০ ০৯:৪২ | 155.57.192.1
  • ঢপ নয়। সুশীল পাত্র (হবু) "পরস্পরকে জানার' জন্য হবু পাত্রীকে নিয়ে কয়েকদিন বেড়াতে গেছে। পাত্রীর ঘাড় ভেঙ্গে ভজহরি মান্নায় খেয়েছে। প্রথম থেকেই চোখে চশমা ছিল, কেউ কিছু বলে নি। হঠাৎ একদিন জিজ্ঞেস করল "তোমার চশমার পাওয়ার কত?' যেই পাওয়ার বলেছে অমনি "এত বেশি পাওয়ার এটা তো আগে বলা হয় নি' বলে সুশীল বালক গোমড়া হয়ে গেল। তারপর থেকে আর ফোন করে না, ফোন তোলে না। রবিবার পাত্রের বাবা ফোন করে "বিশ্বাসঘাতকতা' ইত্যদি বলে বিয়ে ভেঙ্গে দিল।
  • byaang | ১৪ জুলাই ২০১০ ০৯:৩৬ | 122.172.52.206
  • যাঃ, লামাটা ঢপ মারছে।
  • byaang | ১৪ জুলাই ২০১০ ০৯:৩৬ | 122.172.52.206
  • সে তো আমিও অনেকদিন কোথাও যাই নি। এখন ভাবছি জুলাইয়ের শেষেই কাবিনী ঘুরে আসি।

    লামা, চোর এসে বই পড়েছিল কবে পাবো?
  • Lama | ১৪ জুলাই ২০১০ ০৯:৩৫ | 155.57.192.1
  • এদিকে চশমা পরার অপরাধে আমার শ্যালিকার বিয়ে ভেঙ্গে গেল
  • byaang | ১৪ জুলাই ২০১০ ০৯:৩৩ | 122.172.52.206
  • এখন করতে পারিস। ১১টা থেকে ৭টা করিস না।
  • Arpan | ১৪ জুলাই ২০১০ ০৯:৩০ | 122.252.231.10
  • আরে। সে ঠিক আছে। তোমাকে কখন ফোনাবো বোলো? এই লাঞ্চ আওয়ারে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত