এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ০২ জুলাই ২০১০ ১৫:০৫ | 121.242.177.19
  • স্যাগ্‌স, পাতার ওপরে ডানকোণে দ্যাখো Search লেখা আছে। তাতে ক্লিক করলে দুটো অপশন পাবে। টইপত্তরের সার্চে ক্লিক করো। তারপরে নিচের দুটো টেক্সটবক্সের মধ্যে ওপরেরটায় বাংলিশে লেখো mukh Dheke Jaay। মাউসে ক্লিক করো সার্চ বাটনে।

    উত্তর পেয়ে যাবে।
  • Samik | ০২ জুলাই ২০১০ ১৫:০২ | 121.242.177.19
  • খাওয়ানোর ব্যাপারে আমি কঞ্জুস নই, শ্রাবণী জানে সে-কথা। খাওয়াবো যখন বলেছি, খাওয়াবো।
  • Sags | ০২ জুলাই ২০১০ ১৪:৫৭ | 114.143.7.146
  • দেখো, আমি যে টই-টার লিন্‌ক চাইলাম, কেউ দিলে না।
  • shrabani | ০২ জুলাই ২০১০ ১৪:৫৩ | 124.30.233.102
  • শমীক কথায় কথায় করিমস এর লোভ(? ) দেখায় নাকি? আমাকে তো এতকাল ধরে অনেক কথা টাইপ করার পরে শেষে এক কথার শেষে করিমস অফার করল। আগে জানলে এত কথা কইত কে! ঃ((
  • Arpan | ০২ জুলাই ২০১০ ১৪:০৭ | 216.52.215.232
  • @ সৈকত ঃ-))
  • Samik | ০২ জুলাই ২০১০ ১৪:০৩ | 121.242.177.19
  • ডাগতার এলো আর গ্যালো।

    কাল তো বিশ্ব ডাগতার দিবস ছিল, কাল একবার উঁকি দিতে পাল্লো না?
  • Samik | ০২ জুলাই ২০১০ ১৪:০২ | 121.242.177.19
  • আর ইয়ে, বইগুলো কলেজ স্ট্রিট থেকে কিনে এনে দেওয়া? আমি তো ভাবলাম তোমার ছোটোবেলার কালেকশন স্যানকে দিয়ে পাঠিয়েছো। চলো, ফুচকা খাইয়ে দেব কখনো দেখা হলে। নিজে এসে দিলে করিম্‌সের কথা ভাবতাম টাবতাম।
  • Samik | ০২ জুলাই ২০১০ ১৩:৫৮ | 121.242.177.19
  • ঐ ছেঁড়া পাতায় ক্লিক করেই আমারও চলে। ব্যাঙেরও চলা উচিত।

    কেলোর অ্যাপাচে কিংবা আইএইচএস, যাই হোক, ওয়েব সার্ভরের তো কোনো পোর্টই খোলা নেই। ফাইলটার নাম index.html, এইটুকু পেয়ে গেছি। এখন পোর্ট খোলা না থাকলে হ্যাক করব ক্যামন করে? (উচ্চৈঃস্বরে চিন্তা কচ্ছি)
  • Lama | ০২ জুলাই ২০১০ ১৩:৪৫ | 203.99.212.53
  • আনন্দ সংবাদ! আনন্দ সংবাদ!!!
    *******************

    আপনিও পেতে পারেন কাবাবের নেমন্তন্ন।

    গুরুচন্ডালি ডট কমে চলে যান। ভাটিয়ালিতে ক্লিক করুন। বাৎলান এমন দাওয়াই যাতে 122.172.49.73 এই কম্পিউটারটির ডানদিকে বাংলা আসে।

    আপনার দাওয়াইতে যদি কাজ হয়, তাহলে আপনার জন্য রয়েছে এক আকর্ষণীয় পুরস্কার- আর্সালানের কাবাব

    দেরী করবেন না।

    *******************
    শর্তাবলী প্রযোজ্যঃ আপনি যদি বেংগালুরুর অধিবাসী না হয়ে থাকেন, কোম্পানী রাহাখরচ দিতে বাধ্য নহে
  • kc | ০২ জুলাই ২০১০ ১৩:২৩ | 89.203.49.18
  • ব্যাঙ, থুরি সুচেতনা যদি ব্রাত্যজনের উইন্ডোজ এবং তার সঙ্গে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে গুচ করেন এবং 'বালেনক'এ বাংলা দেখতে না পান, তাহলে এটা করে দেখুনতো,
    অ্যাড্রেস বারের ঠিক ডানপাশেই একটা বোতাম আছে, কিরকম ছেঁড়া পাতার মতন দেখতে, তার ওপর মাউস ঘোরালে compatibility view:.... এরকম হ্যানাত্যানা লেখা থাকে, সেখানে টিপি দ্যান। পেজটা আবার লোড হবে। পিসিতে জাভা আপডেট হলে এই প্রবলেমটা হয়, আমি এরম করেই ছড়ান পেয়ে থাকি। আপনি ছাড়ান পাবেন কিনা সেটা আপনার ভাগ্য। এই বোতামটা 'বালেনক" এর উইন্ডোতেও থাকে। ঐ অ্যাড্রেস বারের পাশেই।
    যাই হোক ঠিক হলে যানাতে ভুলবেন না কিন্তু। ঃ)
  • Sags | ০২ জুলাই ২০১০ ১৩:১০ | 114.143.7.146
  • মুখ ঢেকে যায় আডে - এই টই টা কোথায়? আচ্ছা গুরু তে টই সার্চ করার কি উপায়।
  • Lama | ০২ জুলাই ২০১০ ১৩:০২ | 203.99.212.53
  • শমীক, আমিও। মানে উইন্ডোজ। শীগ্রই একটা রূদ্ধসঙ্গীত লিখতে হবে দেখছি
  • Lama | ০২ জুলাই ২০১০ ১৩:০০ | 203.99.212.53
  • বাংলু-হাঁড়িয়া-তাড়ি জৈবন বয়সে অনেক খেইচি
  • saikat | ০২ জুলাই ২০১০ ১২:৫৭ | 202.54.74.119
  • হ্যাঁ, অর্পণ দেখেছি। চিন্তার কী আছে? বাঙালী আমরা, রেঁনেসা আমাদেরই, চিন্তায়-মননে-তর্কে-রাজনীতিতে মনীষী কী কম পড়বে নাকি? কিন্তু AA ব্লকের নাম আজুগোঁসাইপাড়া করে দিলে কী করে যে গোলোকধাঁধাঁ সরল হবে বুঝলাম না।
  • santanu | ০২ জুলাই ২০১০ ১২:৫৪ | 82.112.6.2
  • হাঁড়িয়া পেটে না পড়ে মাথায়!! ডাহা লস।

    মাথায় টিকটিকি পড়লে রাজা / রানী হয়।
  • byaang | ০২ জুলাই ২০১০ ১২:৫১ | 122.172.49.73
  • *উঠবে,
    **ট্রেনে
  • byaang | ০২ জুলাই ২০১০ ১২:৪৮ | 122.172.49.73
  • আরে আরে ডাগতার যে, পেন্নাম হই। হাঁড়িয়া খাওয়া আর এজন্মে হয়ে উথবে না, এমন একটা মানসিক আঘাত পেয়েছিলাম। একবার মাথায় পড়েছিল হাঁড়িয়া, ত্রেনে চেপে এক বিয়ে খেতে যাচ্ছিলাম তখন। অনেকবার শ্যাম্পু করেও মাথা থেকে সেই বদ গন্ধ যায় নি, লজ্জায় চাদরমুড়ি দিয়ে লুকিয়ে থাকলাম, নেমন্তন্ন খাওয়া হোলো না। তারপর থেকে কেউ আমার সামনে হাঁড়িয়ার নাম করলেই আমি ক্ষেপে উঠি।

    রাত্তির আর উজানবাবু ভালো তো?
  • Bratin | ০২ জুলাই ২০১০ ১২:৪৫ | 125.18.17.16
  • ঃ-)))

    ইন্দো দা অনেক দিন পরে...
  • I | ০২ জুলাই ২০১০ ১২:৩৭ | 59.93.160.251
  • ব্যাং কারে বাংলা এনে দিতে বল্লো? ও ব্যাং,বাংলা খেওনি, তার চে' হাঁড়িয়া খাও, হাঁড়িয়া। মৌআ গাছের ছায়াও খেতে পারো, ব্লটিং দিয়ে শুষে।
  • byaang | ০২ জুলাই ২০১০ ১২:৩৬ | 122.172.49.73
  • ওয়ে, তুই যে কথায় কথায় লোকজনকে করিমসের লোভ দেখাস, আর আমি যে কষ্ট করে কলেজ স্ট্রীত আঁতিপাঁতি করে খুঁজে পুরনো বইগুলো কিনে তোর জন্য স্যানএর কাছে দিয়ে এলাম। আমাকে একবারো বলেছিস, করিমসে খাওয়ানোর কথা??
  • Samik | ০২ জুলাই ২০১০ ১২:৩৪ | 122.162.75.73
  • আমায় কেউ খাওয়ায় না। আমি উইন্ডোজ ব্যাভার করি বলে আমি ব্রাত্য।
  • Arpan | ০২ জুলাই ২০১০ ১২:২৩ | 216.52.215.232
  • গুড।
  • byaang | ০২ জুলাই ২০১০ ১২:২০ | 122.172.49.73
  • ওক্কে।
  • Arpan | ০২ জুলাই ২০১০ ১২:১৮ | 216.52.215.232
  • চাপ! ওক্কে আজ রাতে ফোনালে হবে? এই বারোটার পরে?
  • byaang | ০২ জুলাই ২০১০ ১২:১৩ | 122.172.49.73
  • ৭ঃ০০টার পরে ৯ঃ০০টার আগে।
  • Arpan | ০২ জুলাই ২০১০ ১২:১২ | 216.52.215.232
  • ওক্কে। কত সকালে?
  • byaang | ০২ জুলাই ২০১০ ১২:১০ | 122.172.49.73
  • প্লিজ করিস কাল সকালে। যদি বাংলা এনে দিতে পারিস, তো রোব্বার দুপুরে আর্সালানে খাওয়াবো।
  • byaang | ০২ জুলাই ২০১০ ১২:০৮ | 122.172.49.73
  • টেকি-ননটেকি না। যারা উদার হৃদয়ে এগিয়ে এসেছে পোকা মারতে, তাদের নেমন্তন্ন করেছে।
  • Arpan | ০২ জুলাই ২০১০ ১২:০৮ | 216.52.215.232
  • উইকেন্ডে ফোন করে হেল্পাতে পারি।
  • Bratin | ০২ জুলাই ২০১০ ১২:০১ | 125.18.17.16
  • ব্যাঙ কেমন বেছে বেছে কাবাবের নেমোতোন্ন করল। ঃ-((
    নন টেকি রা কি নেমোতোন্ন পাবে না?
  • byaang | ০২ জুলাই ২০১০ ১২:০০ | 122.172.49.73
  • আমি পারি না। ঃ-(
  • Lama | ০২ জুলাই ২০১০ ১১:৫৭ | 155.57.192.1
  • আমি ডানদিকে বাংলা ছাড়াও লিখতে পারি
  • byaang | ০২ জুলাই ২০১০ ১১:৪৭ | 122.172.49.73
  • এই যে সব দিগ্গজরা আছে, দেখছি। ডানদিকে ক্যামোন করে বাংলা আনবো?
  • Arpan | ০২ জুলাই ২০১০ ১১:৪৬ | 216.52.215.232
  • সরি। মেলটেল বেশি চেক করা হয় না। বলেছি না প্রোজেক্টের আছোলা বাঁশ ঢুকে আছে।

    কাল সময় পেলে লগঅন করব।
  • Samik | ০২ জুলাই ২০১০ ১১:৪৩ | 122.162.75.73
  • একটা মেল করেছিলাম। উত্তর পাই নাই।
  • Arpan | ০২ জুলাই ২০১০ ১১:৪০ | 216.52.215.232
  • না। আমাদের অফিসের কলকাতায় কোন শাখা নাই।

    কিন্তু হঠাৎ মনে হল কেন?
  • de | ০২ জুলাই ২০১০ ১১:১৮ | 59.163.30.3
  • ওয়াশিং মেশিন এলজিতেই ক' দিলাম -- খুব ভালো সার্ভিস!

    এলজির মাইক্রো-ও ভালো!
  • Samik | ০২ জুলাই ২০১০ ১১:১৮ | 122.162.75.73
  • অপ্পন কি এখন কলকাতাতে পোস্টেড?
  • Arpan | ০২ জুলাই ২০১০ ০৯:৪২ | 122.252.231.10
  • না, কলকাতায় বকশিস চায়নি। লুরুতে টাটা স্কাই ইন্সটল করতে এসে চেয়েছিল। কিন্তু তারা টাটার এমপ্লয়ি নয়, ওইটা কাদের যেন আউটসোর্স করে দিয়েছে।
  • Raj | ০২ জুলাই ২০১০ ০৯:৪১ | 202.79.203.59
  • নাঃ আজ পর্যন্ত কেউ বকশিশ চায় নি বা শুনিও নি ... স্যামসুং-এলজি-উড়ালপুল-সোনি কেউ চায় নি
  • Samik | ০২ জুলাই ২০১০ ০৯:৩৭ | 122.162.75.73
  • ব্যাং, অন্তর্হিত = anta`rhit

    গ্যাঙর গ্যাং।

    আর ইয়ে, কলকাতায় কাস্টমার কেয়ার বাড়িতে এলে বকশিশ চায়? বাব্বা!! ... কলকাতায় না-যাবার আরো একটা কারণ যোগ হল ঃ-)
  • aka | ০২ জুলাই ২০১০ ০৮:৫৩ | 24.42.203.194
  • পোকা তাড়ানো আর ডানদিকে বাংলা না আসার মধ্যে কাক ও তালের সম্পক্কো, কতৃর্পক্ষ আদৌ দায়ী নয়।
  • byaang | ০২ জুলাই ২০১০ ০৭:৪৮ | 122.172.56.132
  • উফফফ কি বিচ্ছিরি ছড়াচ্ছি বানানগুলো। ঃ-((
  • byaang | ০২ জুলাই ২০১০ ০৭:৪৭ | 122.172.56.132
  • * অন্তরহিত
  • byaang | ০২ জুলাই ২০১০ ০৭:৪৬ | 122.172.56.132
  • আকার ওষুধে পোকার সাথে সাথে ডানদিকে বাংলা আসাটাও যে অন্তড়িত হল, তার কি হবে?

    আর আকার ওষুধ আমাকে অক্ষ দিয়েছিল, তাই অক্ষকে খাওয়াবো। অক্ষ আর আকা এবার বোঝাপড়া করে নিক।

    আর টিকির জন্য কাউকেই নেমন্তন্ন দি নি। শুধু মামি, এসেস আর তেকোনার বুদ্ধি ই একমাত্রা কাজে এসেছিল। দমের ঐ সপাসপ ঝাঁটাপেটা করার বুদ্ধিটা অত্যন্ত বাজে ছিল। আকার ডেন্ড্রাইট লাগানোর বুদ্ধি আরো বাজে।
  • byaang | ০২ জুলাই ২০১০ ০৭:৪০ | 122.172.56.132
  • ** ডিশওয়াশার

    ঃ-(((
  • byaang | ০২ জুলাই ২০১০ ০৭:৩৯ | 122.172.56.132
  • আমি একটু আমার সুপরীক্ষিত মতামত জানিয়ে দি। চোখ বন্ধ করে এলজির ওয়াশিং মেশিন কেনো।
    আমি ৮আট বাছর ধরে আইএফবির ফ্রন্টলোডিংঅয়ে কাপড় কেচে (আমার বারিতে অবশ্য ধোপাবাড়িতে রোজ যে পরিমাণ কাপড় কাচা হয়, প্রায় সেই লেভেলে কাচা হয়), আর তাদের সার্ভিস স্টেশনে ফোনে করে করে হেদিয়ে গিয়ে একটা এলজি কিনেছি মাস কয়েক হল। সারা দিনে ৩-৪টে সাইকেলে সব কেচে শুকিয়ে খটখটে করে দেয়। বাইরে না মেললেও চলে। আর এলজির সার্ভিস ব্যাঙ্গালোরে খুব ভালো, ফোন করার ২৪ঘন্টার মধ্যে এসে যায়। আইএফবিতে বল্‌ত ২৪ওয়ার্কিং আওয়ার্স। তাদের এমনকি এসে এ এম সির টকাটা শুদ্ধু নিয়ে যেতে কষ্ট হত।
    আর ৭বছর ধরে এলজির সবচেয়ে গোদা মাইক্রো ওয়েভটায় রান্না করছি। একদিনের জন্যও খারাপ হয় নি।
    টাকা জমাচ্ছি, এইবার একটা দিশোয়াশার কিনবো। দে আমাকে অ্যাসান মগজধোলাই করেছে দিশোয়াশারের সুবিধে বলে।

    (বানান ভুল হলে দোষ ধোরো না কেউ, ডানদিকে বাংলা আসছে না, এই সমস্যাটাকে কিভাবে সারানো যায়?)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত