এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১৩ জুলাই ২০১০ ২০:১৬ | 122.172.50.136
  • অ্যাঁ! করে না বুঝি! তাহলে ফোন্নং দেয় কেনো অ্যাডে? এই খেয়েছে, আমি তো এই প্রথমবার ফোন করলাম।
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ২০:১৪ | 80.221.18.28
  • আরে না না ভয় দেখাই নি ঃ)
    আসলে কেউ তো ইউসুয়ালি ও রকম কল করে না, তাই বললাম।
  • byaang | ১৩ জুলাই ২০১০ ২০:১১ | 122.172.50.136
  • "কি বলে ফোন করল" মানে? ভয় দেখাস না প্লিজ!
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ২০:০৮ | 80.221.18.28
  • সত্যি। ব্যাংই বা কি বলে ফোন করল কে জানে!
  • Arpan | ১৩ জুলাই ২০১০ ২০:০৭ | 204.138.240.254
  • কেং কয়ে দেখবে? আমার প্রোফাইলে ছবি নেই। না আছে ওয়েব ক্যামেরা। ঃ-))
  • Arpan | ১৩ জুলাই ২০১০ ২০:০৫ | 204.138.240.254
  • আমার ফোন্নং দিও না। প্লিজ। পাল্টাতেও পারব না কারণ ব্যাঙ্ক এবং একগাদা জায়গায় ওই নাম্বার দেওয়া আছে।

    পুরো পথে বসব মাইরি!
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ২০:০৫ | 80.221.18.28
  • আমার চাই না। যদি কেউ তোমাকে দেখতে চায় তার লাগবে ঃ)
  • Arpan | ১৩ জুলাই ২০১০ ২০:০৪ | 204.138.240.254
  • আছে। কিন্তু এখন পাবা না।
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ২০:০২ | 80.221.18.28
  • অপ্পনের কি স্কাইপ অ্যাকাউণ্ট আছে?
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ২০:০১ | 80.221.18.28
  • নাঃ আমি মোট্টে জালি করি না। নিজের বিয়ের সময় পজ্জন্তো কাউকে ফোন করি নি।
  • byaang | ১৩ জুলাই ২০১০ ২০:০০ | 122.172.50.136
  • অপ্পন, মেয়ের মাকে তোর ফোন নম্বর দিয়ে দি? "আমার ভাইয়ের সাথে নিজেই কথা বলে নিন" বলে?
  • Arpan | ১৩ জুলাই ২০১০ ১৯:৫৯ | 204.138.240.254
  • অভ্যু ওনাকে বলতে পারো ভদ্রমহিলাকে ফোন করতে। ;-)
  • byaang | ১৩ জুলাই ২০১০ ১৯:৫৯ | 122.172.50.136
  • ঃ-)))
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ১৯:৫৮ | 80.221.18.28
  • আমাদের পাড়ায় আবার একজন (রিটারার্ড) চোখের ডাক্তার ছিলেন। তিনি আবার চশমা না থাকা ছেলে এবং মেয়েদের তেমন ভালো মনে করতেন না। ওনার মতে চশমা নেই মানে ভালো করে পড়াশুনো করে না।
  • pi | ১৩ জুলাই ২০১০ ১৯:৫২ | 72.83.82.169
  • চশমা নিয়ে... এটা স্বচক্ষে দেখা।
    বিয়ের আসরে গিয়ে বরযাত্রীর দল ( এবং তাঁরাই আমার আত্মীয়) আঁতকে উঠলেন! একি ! মেয়ে চশমা পরে বসে ! ছবিতে বা মেয়ে দেখতে যাবার সময় তো ছিলোনা ! এটা পুরো গুপি করেছে, ঠকিয়েছে .. এনিয়ে মাসিশাশুড়ি, খুড়শাশুড়িদের সেকি ঠকঠকিয়ে রাগ ! খুব সিরিয়াস কিছু ইস্যু হয়নি বটে, কিন্তু বৌভাতের দিন নববধূকে তাঁরা কিছুতেই চশমা পরতে দেবেন না। মানে, জোরজার না। কিন্তু অপছন্দ করছেন, এটা জানিয়ে দিলেন। এদিকে সে মেয়ে বলে, পাওয়ার বেশি না হলেও তার মাথা ধরে যায়। বিশেষ করে ঐ অত আলোর ঝলকানিতে। শেষমেশ পরলো। শ্বশুরবাড়ির ই আর কয়েকজন আপত্তি তোলেন, এরকম অদ্ভুত দাবী দাওয়ার কোনো মানে নেই। চশমার দরকার, তো পরবে !
    কিন্তু, সব ছবি আর ভিডিও র সময় খুলে রাখতে হয়েছিলো। নাকি,অস্বস্তির চোটে নিজের থেকেই রেখেছিলো জানিনা। বিয়ের সময় তো রাখেনি।
  • byaang | ১৩ জুলাই ২০১০ ১৯:৫২ | 122.172.50.136
  • জানতে চাওয়ার আগেই নিজেই বলে দিয়েছি। বেসিক্যালি বিভীষণের কোয়ালিটা বলেছি। তাতেই কাজ সহজ হয়ে গেল। উনি পোশ্নোর ফোয়ারা ছুটিয়ে দিলেন। আর বয়স কত জানতে চেয়েছিলেন ।
  • Arpan | ১৩ জুলাই ২০১০ ১৯:৪৭ | 204.138.240.254
  • * মানে
  • Arpan | ১৩ জুলাই ২০১০ ১৯:৪৭ | 204.138.240.254
  • ভাই কী করে জানতে চান নাই? মান উকিল মডেল ইত্যাদি কিনা?
  • Arpan | ১৩ জুলাই ২০১০ ১৯:৪৬ | 204.138.240.254
  • তারপর? তারপর?
  • byaang | ১৩ জুলাই ২০১০ ১৯:৪২ | 122.172.50.136
  • যাঃ বাবা, রাগী হলে ভীতু হওয়া যাবে না নাকি? কোথা থেকে কি হয়, কিছু বলা যায় নাকি? আর ভয় কি শুধু ম্যাজিস্ট্রেটগিন্নিকে নাকি? এক্ষুনি আমি গুরুর অনেকের থেকে বকুনি খাব, কন্যাদায়গ্রস্ত মায়ের সেন্টিমেন্ট নিয়ে হাসিঠাট্টা করছি বলে।
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ১৯:৪২ | 80.221.18.28
  • আচ্ছা ২৬ বছর বয়সী ডিভোর্সী বাঙালী ছেলে পাওয়া একটু কঠিন হবে না?
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ১৯:৩৭ | 80.221.18.28
  • শমীক তো অ্যাডটাকেই অবিশ্বাস করে হোস্টেলের ছেলেদের কাজ বলছিল!
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ১৯:৩৬ | 80.221.18.28
  • আচ্ছা তুমি ল্যাপি ভেঙে ফ্যালো এতো রাগী লোক আর ম্যাজিস্ট্রেটের বউ শুনেই ভয় পেয়ে গেলে?
  • byaang | ১৩ জুলাই ২০১০ ১৯:৩৬ | 122.172.50.136
  • হ্যাঁ ।
    "তবু যারা বিশ্বাস করে না" তারা যেন নিজেরাই ফোন করে যাচাই করে নেয়।
  • byaang | ১৩ জুলাই ২০১০ ১৯:৩৪ | 122.172.50.136
  • আরে ডিটেলেই লিখছি। প্রথমে নিজেই নিজের ভাইয়ের পরিচয় দিলাম যদিও এখনো ওর ২৬ হয় নি। কোথায় পড়েছে, কি করে বললাম। উনি তখন পোশ্নো নম্বর ১ করলেন। তারপরে পোশ্নো নম্বর ৬ অব্দি যেমন যেমন লিখেছি।

    পোশ্নো নম্বর ৭ ঃ আপনার ভাই কি চশমা পড়ে?

    উত্তর ঃ না, চশমা নেই এখনো। পরে হবে কিনা সে তো এখন বলতে পারছি না ।

    উনি তখন আমার মায়ের ফোন নম্বর চাইছিলেন। বল্লুম "মা নিজেই আপনাকে ফোন করে নেবে"
  • pi | ১৩ জুলাই ২০১০ ১৯:৩২ | 72.83.82.169
  • হ্যাঁ, বেশ কয়েকজন মিলে ফোন করে দেখলে হয়।
    কাব্লিদা ছেলের বাবা হিসেবে ফোন করে দেখতে পারে ঃ)

    ছেলের মায়ের গলায় ফোন করার কেউ নেই ? ঃ(

    আমি ভাবছি আম্রিগাবাসী সম্ভাব্য ছোটো ননদ হিসেবে একটা ফোন করবো ঃ)
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ১৯:২৯ | 80.221.18.28
  • তুমি তো বলতে পারতে তোমার মা-বাবা আমেরিকায় থাকেন ঃ)
  • byaang | ১৩ জুলাই ২০১০ ১৯:২৮ | 122.172.50.136
  • শমীক প্লিজ তুই নিজেই ক্যান্ডিডেট হিসেবে ফোন কর না? চিনিয়ে দেবে দেব কে!
  • byaang | ১৩ জুলাই ২০১০ ১৯:২৪ | 122.172.50.136
  • আমি প্রশ্ন করবো কি আমার ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেছিলো। উনি আগেই বলে দিলেন ওনাদের পরিচয়। মেয়ের বাবা ম্যাজিস্ট্রেট। আর উনি আমাকে স্রোতের মত প্রশ্ন করে যাচ্ছেন, আমাকে কোনো চান্সই দিলেন না প্রশ্ন করার। তার উপর আমার মায়ের ফোন নম্বর চাইছিলেন।
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ১৯:২৩ | 80.221.18.28
  • যাহ তুমি ডিটেলে লিখছ না? যেটুকু সেন্সর করার সেটা করে বাকিটুকু পুরোটাই লেখো।
  • Samik | ১৩ জুলাই ২০১০ ১৯:২৩ | 121.242.177.19
  • আমি দেবকে চিনি না। ঃ(

    তবে জিৎকে চিনি। আর বুম্বাদা-কে।
  • pi | ১৩ জুলাই ২০১০ ১৯:২৩ | 72.83.82.169
  • যা তা তো ! ঃ)))

    গায়ের রংটা কি ভ্যান লুশ্চানের ১-৬ এর মধ্যে থাকতে হবে ? একটু জিগিও তো।

    http://en.wikipedia.org/wiki/Von_Luschan's_chromatic_scale
  • byaang | ১৩ জুলাই ২০১০ ১৯:২১ | 122.172.50.136
  • নাম মাত্র বিবাহ টা উনি পোশ্নো নম্বর ১ এর উত্তর পেয়ে নিজেই জানিয়েছেন - "আমার মেয়ের বিবাহের একটা অনুষ্ঠান হয়েছিলো। কিন্তু সিঁদুরদান ইত্যাদি হয় নি"। তারপরে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। জেটা ওপেন ফোরামে লেখা যাবে না।
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ১৯:২১ | 80.221.18.28
  • তুমি একা উত্তরই দিয়ে গেলে? উল্টে কিছু প্রশ্ন করলে না?
  • byaang | ১৩ জুলাই ২০১০ ১৯:১৭ | 122.172.50.136
  • পোশ্নো নম্বর ৬ ঃ (এটা হাইট) আপনার ভাইকে কি বাংলা সিনেমার দেবের মত দেখতে?

    উত্তর ঃ কিইইইইই, কার মত? বাংলা সিনেমার কে?

    পোশ্নো ঃ দেব, দেব! দেবকে চেনেন না?

    উত্তর ঃ ও আচ্ছা! হ্যাঁ হ্যাঁ চিনি তো। না না, ওকে মোটেই দেবের মত দেখতে নয়।

    পোশ্নো ঃ তাহলে ঠিক কতটা সুন্দর দেখতে?

    উত্তর ঃ কি জানি! সবাই তো বলে মুখটা মিষ্টি, আর লম্বা-চওড়া।

    পোশ্নো ঃ চওড়া বলতে কতটা বোঝাচ্ছেন ?

    উত্তর ঃ (মজা পেয়ে গিয়ে) শার্টের সাইজ ৪০।
  • pi | ১৩ জুলাই ২০১০ ১৯:১৫ | 72.83.82.169
  • আমার আবার 'ন্যাকা' টাকে একটু কড়া শব্দ ই মনে হয় ( কোনো কোনো কনটেক্সটে)। এখানে বলেই নয়, অন্য ওপেন ফোরামেও দেখেছি ( এবং শুনেছি), কম্যুনিটির সিজনড লোকজন দুম করে কোন পোস্ট বা পোস্টকারীকে ন্যাকা ন্যাকা বা বোকা বোকা বলে দেবে সেই আশঙ্কায় বহু নীরব পাঠক এইসব 'স্মার্ট' ফোরামে পোস্ট ই করতে 'ভয়' পান !

    ব্যাঙদি, সুনাও, সুনাও !
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ১৯:১৫ | 80.221.18.28
  • আর নামমাত্র বিবাহ মানে কি জানতে চাইলে না?
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ১৯:১৪ | 80.221.18.28
  • বলা উচিত ছিল ৯৫ ফর্সা!
  • byaang | ১৩ জুলাই ২০১০ ১৯:১২ | 122.172.50.136
  • পোশ্নো নম্বর ২ ঃ আপনার ভাই দেখতে কেমন?
    উত্তর ঃ (অতি বিনয়ের সাথে) নিজের ভাইএর সম্পর্কে কি আর বলবো বলুন! সবাই তো ভালো দেখতেই বলে ওকে।

    পোশ্নো নম্বর ৩ ঃ গায়ের রং কি খুব ফর্সা?
    উত্তর ঃ না খুব ফর্সা না। মাঝামাঝি বলতে পারেন।

    পোশ্নো নম্বর ৪ ঃ মাঝামাঝি মানে কেমন ? কতটা ফর্সার দিকে?
    উত্তর ঃ (আরো ঘাবড়ে গিয়ে ) সে কি করে মাপা যাবে? তবে কালো নয় ।

    পোশ্নো নম্বর ৫ ঃ ওর কি গোঁফ আছে?
    উত্তর ঃ (ঢোঁক গিলে, ভাইয়ের দাড়ির কথা চেপে গিয়ে ) না মাঝে রেখেছিলো, এখন কেটে ফেলেছে।
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ১৯:১১ | 80.221.18.28
  • আর আমার দেওয়া নম্বর মানে কি? ওটা তো ওনারাই দিয়েছিলেন আনন্দবাজারে। যাই হোক, তাপ্পর কি হল??
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ১৯:০৬ | 80.221.18.28
  • শুনি শুনি?
  • byaang | ১৩ জুলাই ২০১০ ১৯:০৬ | 122.172.50.136
  • পোশ্নো নম্বর ১ ঃ আপনার ভাই কি বিবাহিত?
    উত্তর ঃ (প্রচণ্ড চমকে গিয়ে) ... মানে? বিবাহিত হলে আপনাকে ফোন করতে যাবো কেন?
  • byaang | ১৩ জুলাই ২০১০ ১৯:০৪ | 122.172.50.136
  • অভ্যু আছিস নাকি? তোর দেওয়া নম্বরে ফোন কল্লুম তো। মেয়ের মা যা সব পোশ্নো করলো, উফ্‌ফ্‌ফ্‌ফ হাসতে হাসতে পেটে খিল ধরে গেলো।
  • pipi | ১৩ জুলাই ২০১০ ১৮:৫৫ | 92.225.74.200
  • মরে গেলে অথবা বে কল্লে অথবা ম্যাঞ্জার হলে।
  • Samik | ১৩ জুলাই ২০১০ ১৮:৫৪ | 121.242.177.19
  • সিম্প্‌ল! হিসি করবার সময়ে যদি কারুর পকেটে মোবাইল বেজে ওঠে, তখনই।
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ১৮:৩৭ | 80.221.18.28
  • কখন? তুই বলে দে
  • Samik | ১৩ জুলাই ২০১০ ১৮:৩২ | 121.242.177.19
  • হনিডু তো নিয়ে যাবো। সে আর বলার দরকার নেই। ঃ-)

    কিন্তু কেউ বলতে পারল না, একটা লোক কখন অ্যাকোয়াগার্ড ব'নে যায়।
  • pipi | ১৩ জুলাই ২০১০ ১৮:১৫ | 92.225.74.200
  • শমীক, তুমি পিঁপড়ের দলে কবে ছিলে? সে দলে তো ছিল খালি ব্ল্যাঙ্কি আর ব্রতীন। তোমার না বরং চুঁচড়োর হানিডু খাওয়াবার কথা?

    দমদি, সাত জার্মানের গপ্প নাহয় জার্মানী ছাড়ার পরে লিখব। বেকার লাইফে কত যে সমস্যা যদি জানতেঃ-(
  • pi | ১৩ জুলাই ২০১০ ১৮:১০ | 72.83.82.169
  • এ সম্পর্কে আমার থিওরী হল, ওপেন ফোরামে লিখতে অনেকের ই প্রথম প্রথম একটু অস্বস্তি হয় ( সবার ই হয় এমন না, কিন্তু অনেকের ই হতে পারে), আর সেটা খুব একটা অস্বাভাবিক ও নয়। ন্যাকামি ও না। ঃ)
  • Samik | ১৩ জুলাই ২০১০ ১৮:০৯ | 121.242.177.19
  • আমি সেই ভেবেই তো পিপিকে আগেভাগে জানিয়ে দিলাম যে আমি যাচ্ছি। জলভরার কথাটা আর আলাদা করে মনে করালাম না। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত