এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০১ জুলাই ২০১০ ০০:০১ | 122.172.50.226
  • ঃ-)))))
  • a x | ০১ জুলাই ২০১০ ০০:০১ | 143.111.22.23
  • রজিত কাপুরের নাম বলতে এরকম নববধূ মার্কা লজ্জা পাবে কেন পাই?
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:৫৭ | 122.172.50.226
  • ব্ল্যাংকি, আমার দ্বারা ম্যানুয়ালি ওড়ানো হবে না রে। কিছুই বুঝতে পারছি না। ঐ স্পাইডকটা ইনস্টল করি?

    সিঁফো, আমজনতা বলেই না তুমি বলা সঙ্কেÄও "না ওটা অ্যান্টিভাইরাস" বলে তর্ক করলুম! মাপ করে দিও।
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:৫৪ | 122.172.50.226
  • রাজিত কাপুরের নাক!! তা বেশ, বেশ!
  • pi | ৩০ জুন ২০১০ ২৩:৫২ | 128.231.22.89
  • হ্যাঁ, তা বটে। তোমার তো আবার রাতভর কেবল টিকটিকি নিয়ে সাসপেন্স সহ্য হয়।
  • a x | ৩০ জুন ২০১০ ২৩:৫১ | 143.111.22.23
  • এবার অজিতেশ ব্যোমকেশ সিরিজ শুরু হবে।
  • a x | ৩০ জুন ২০১০ ২৩:৫০ | 143.111.22.23
  • রায়কে চিনিলেনা ব্যাং? আরে অরুদি গো অরুদি!

    কিন্তু এত গুলো নাকের চয়েস দেওয়া হল, একটাও পছন্দ হলনা?
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:৫০ | 122.172.50.226
  • ব্ল্যাংকি, থ্যাংকু। দেখে তোকে বলছি।
  • pi | ৩০ জুন ২০১০ ২৩:৫০ | 128.231.22.89
  • বলেছিলুম তো, হোমস কাছাকাছি গেছে। আক্রম কোনদিক দিয়ে যায় শুনি ?
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:৪৮ | 122.172.50.226
  • নাঃ, নাক নিয়ে সাসপেন্স রাতদুপুরে আর সহ্য হয় না। আমার তো ওয়াসিম আক্রমের নাকটা খাসা লাগে, তা নিয়ে কি হু অ্যাম আই বানাতে বসব নাকি!! ঘুমোতে যাই।
  • pi | ৩০ জুন ২০১০ ২৩:৪৬ | 128.231.22.89
  • মানে, চশমা নেই।

    যাই হোক, ডাবল দুয়ো।
  • pi | ৩০ জুন ২০১০ ২৩:৪৪ | 128.231.22.89
  • ওঃ! নাকের কথা বল্লুম। নাকছাবির কথা বল্লুম। আর কত কি বলবো ? চোখের কথা ? চশমার কথা ? না, নেই।
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:৪১ | 122.172.50.226
  • শ্রীমতী রায়???? তিনি কে?
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:৩৯ | 122.172.50.226
  • না হে সিঁফো, ওটা ভাইরাস না। ওটা সমানে উস্কাচ্ছে ৫০/৭০ ডলার দিয়ে অ্যান্টিভাইরাস কিনতে। আর ভাইরাসে তো অসুবিধে হচ্ছিলো ই না। ওরা দিব্যি পোষা ছিল। এই ব্যাটা প্রতি মুহুর্তে তোমার ২৫টা ফাইল করাপ্টেড, এখন ৪০টা ফাইল ........ এইসব বলে বলে চমকাচ্ছে।
  • pi | ৩০ জুন ২০১০ ২৩:৩৮ | 128.231.22.89
  • নাকছাবিওয়ালা নাকের কথা বোলে তো শ্রীমতী রায়ের টা প্রেফার করবো।
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:৩৬ | 122.172.50.226
  • * ঋতুদা
  • sinfaut | ৩০ জুন ২০১০ ২৩:৩৬ | 117.194.199.32
  • তাহলে ওটা আদপে অ্যান্টি নহে, খোদ ভাইরাস। ব্যাং কি আমজনতা? তাহলে ভাইরাসে তেমন অসুবিধা হবার কথা না। ;-)
  • pi | ৩০ জুন ২০১০ ২৩:৩৫ | 128.231.22.89
  • কমরেড অপ্পন কি বলতে চাইলেন ? ঘনাদা ব্যতিরেকে সকলেরি নাক কাটা গেছে ?
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:৩৫ | 122.172.50.226
  • ঋতুদাদির নাকই বা খারাপ কিসে?
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:৩৪ | 122.172.50.226
  • ওঃ, চালচিত্তিরের মত ব্যাপার? নাকের সাথে ব্যাকগ্রাউন্ড ম্যাচ করতে হবে!! তাহলে তো গণেশ ঠাকুরের নাম করতে হয়। অমন লম্বা নাক, ব্যাকগ্রাউন্ডে হাঁড়ির মত মাথা, কুলোর মত কান!!
  • a x | ৩০ জুন ২০১০ ২৩:৩১ | 143.111.22.23
  • তবে কি রিনাদি'র নাক? সাথে নাকছাবি ফাউ?
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:৩১ | 122.172.50.226
  • আমাকে কেউ একটু হেল্পাবে? কিভাবে যেন সিকিউরিটি মাস্টার এভি বলে একটা অ্যান্টিভাইরাস নিজে নিজে ইনস্টল হয়ে বসে আছে, আর প্রতি মুহুর্তে ওয়ার্নিং দিচ্ছে।
    অ্যাড/রিমুভ প্রোগ্রামসে গেলেও দেখাচ্ছে না। কি করে এ আপদকে আনইনস্টল করা যায়?
  • pi | ৩০ জুন ২০১০ ২৩:২৭ | 128.231.22.89
  • এবার টেনিদাও আসুক ঃ(

    আরে বাবা, শুধু নাক দেখলেই হবে ? ব্যাকগ্রাউন্ডটাও তো দেখতে হবে। ওটাও ম্যাটার করে। চালচিত্তিরের মত। একটা মানানসই ব্যাপার ও তো আছে, নাকি ?

    আমার অত কৌন্তেয় সুলভ একাগ্রতা নেই, যে খালি নাকেই নজর ফোকাস করে রাখবো।
  • Arpan | ৩০ জুন ২০১০ ২৩:২১ | 122.252.231.10
  • নাক ছিল একজনেরই। তিনি হলেন ঘনাদা।
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:২১ | 122.172.50.226
  • পুলুদার কথা বলছিস নাকি?
  • pi | ৩০ জুন ২০১০ ২৩:১৯ | 128.231.22.89
  • হলনি।
    তবে হোমস টা কাছাকাছি গেছে।
    আর বলবোনি। ঃ)
  • a x | ৩০ জুন ২০১০ ২৩:১৯ | 143.111.22.23
  • ঃ-))
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:১৮ | 122.172.50.226
  • হোমসের নাক না বলে পিনোশিওর নাক বললেই হয়।
  • a x | ৩০ জুন ২০১০ ২৩:১৬ | 143.111.22.23
  • তাইলে হোমসের নাক।
  • pi | ৩০ জুন ২০১০ ২৩:১৪ | 128.231.22.89
  • অক্ষদা, নোপ।

    আর ব্যাঙদি, ঢপ আবার কি ! অবশ্য, অন সেকেন্ড থট, ব্যথা ব্যাপারটাই ঢপের।
  • a x | ৩০ জুন ২০১০ ২৩:১২ | 143.111.22.23
  • সিঁফো বড় লক্ষ্মী ছেলে।
  • a x | ৩০ জুন ২০১০ ২৩:১১ | 143.111.22.23
  • মানকের নাকের কথা বলছে নাকি?
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:১০ | 122.172.50.226
  • অ, তা বটে। ঢপ মারতে মানা করে গুরু ভালো ই করেছেন।
    ইদিকে আবার কারা যেন লুরুর আর্ট অফ লিভিং এর আশ্রমে ফোনে করে কত কোটি টাকা চেয়েছে, না দিলে নাকি শ্রীশ্রী রবিশঙ্করকে বদনাম করে দেবে বলে থ্রেট দিয়েছে।
  • pi | ৩০ জুন ২০১০ ২৩:০৬ | 128.231.22.89
  • ওসব বলতে নেই। গুরুর মানা আছে।
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:০৪ | 122.172.50.226
  • বলে ফ্যলো।
  • pi | ৩০ জুন ২০১০ ২৩:০৩ | 128.231.22.89
  • এঃ, আমি তো আসল নাক আর আমার আসল ব্যথার কথা বলি ই নি। চৌধুরী বাবুকে নিতান্ত ধুর লাগবে তার কাছে। মানে, তার নাকের কাছে।
  • byaang | ৩০ জুন ২০১০ ২৩:০২ | 122.172.50.226
  • আর ম্যাডলি বাঙালীটাও অতি অখাইদ্য। গল্পের মাথামুন্ডু নেই।
  • byaang | ৩০ জুন ২০১০ ২২:৫৯ | 122.172.50.226
  • অ্যাঃ, রাহুল বোসের নাক কি এমন নাক? নাক বোলে তো বসন্ত চৌধুরির নাক। ঐ রকম নাকের জন্য ব্যথা মানায়।
  • a x | ৩০ জুন ২০১০ ২১:৩৯ | 143.111.22.23
  • জাপানী বৌ আমারও পোষায়নি। অদ্ভূত আড়ষ্ট অভিনয়, অসম্ভব স্লো অথচ কোনো ফ্লো নেই। ম্যাডলি বেঙ্গলিটাও বাজে কিন্তু অ্যাটলিস্ট অঞ্জন তার টার্গেট অডিয়েন্স জানে - আর্বান, মিডল, আপার মিডল ক্লাস, অল্পবয়স্ক ছেলে-মেয়ে। তাদের ভালোই লাগবে মনে হয়।
  • pi | ৩০ জুন ২০১০ ২১:৩৫ | 128.231.22.89
  • নতুন রিলিজ গুলো নিয়েও কেউ আর সাবধান করে দ্যায় না। ঃ(
    নইলে রাবণ দেখতে বসি ? মিনিট চল্লিশ ই দেখেছি হয়তো, কিন্তু সে চল্লিশ মিনিট ও তো বরবাদ ঃ(

    আর হ্যাঁ, জাপানী বউ ও কেমন একটা য্যানো। বিশেষ করে রাহুল বোসের চরিত্র আর অভিনয়, দুই ই। লোকটার নাকের উপর আমার বিশেষ ব্যথা থাকলেও জাস্ট নিতে পারলাম না। অবিশ্যি everybody says I'm fine এর লেভেলের ঝাঁটের না।

    বরং তেমন মন্দ লাগলো না, 'রাত গয়ি বাত গয়ি'। এই বিনয় পাঠক লোকটাকে যত দেখছি, ফিদা হচ্ছি। নাকটা ভালো না লাগা সঙ্কেÄও।
  • a x | ৩০ জুন ২০১০ ২১:২৬ | 143.111.22.23
  • এই যে সিঁফোভাই, ভালো সিনেমার থ্রেডে লিখতে কি হয়?
  • pi | ৩০ জুন ২০১০ ২১:১৪ | 128.231.22.89
  • আরে, দেফু নাই, এ বিষয়ে শিওর হলে কেমনে ? দেফু এখন ক্যালকমের পোড় খাওয়া পাবলিক হয়ে গেছে। ফেককে দেফু বলে চেনা যাবে, এমনি ফেক নামাবে থোড়াই। এই যে সারাদিন ধরে যারা পোস্ট করে গেল, তারা যে সবাই তারাই, জানছো কেমনে। এই যেমন আমি জানিনা, এই আকা ও আসলে দেফু কিনা। তেমনি তুমিও জানোনা, এই পাই ও আসলেতে দেফু কিনা।
  • kc | ৩০ জুন ২০১০ ২০:২৬ | 89.203.49.18
  • দেফুতো দিব্যি আছে। লোককে সিনেমার লিং দিচ্ছে প্রচুর।
  • dc | ৩০ জুন ২০১০ ২০:২৫ | 96.33.89.68
  • সর্দি হোক বা কাশি
    ভয় কি তাতে আছে?
    পাচ্ছে বেজায় হাসি
    ওষুধ আছে না কাছে !!!

    গুটিসুঁটি মারি
    দাঁত কপাটি লাগে
    চাদর নিয়ে কাড়াকাড়ি
    ফেটে পরছি রাগে

    রাগ যখন হলো শান্ত
    দুজনাতেই ক্লান্ত
    এবার দিলাম ক্ষান্ত
    বিয়ারের বোতল খোলত ।

    বিয়ারে জুড়োলো প্রাণ
    মাতল হৃদয় আনন্দে
    গাইতে লাগলাম গান
    স্বানন্দে স্বানন্দে !!
  • aka | ৩০ জুন ২০১০ ২০:০৯ | 168.26.215.13
  • দেফু কই গেল? দেফুও নেই, ফেকও নেই, গুরু চরিত্র হারাচ্ছে যে।
  • aka | ৩০ জুন ২০১০ ১৯:৪৩ | 168.26.215.13
  • বাঙলী মাত্রেই কিছুটা কবি, কিছুটা তার্কিক, বাকিটা হ্যাজানো পাব্লিক। যাঁরা কবি নন তাঁরা নিজেদের বাঙালীয়ানার ইতিহাস খুঁজে দেখুন। আর যাঁরা এর কোনটাই নন, তাঁরা বাঙালীই নন, ইতিহাস খুঁজে সময় নষ্ট করতে হবে না।
  • r.huto | ৩০ জুন ২০১০ ১৮:৫৪ | 203.99.212.53
  • এমন আর বেশী কি? আমরা কজনইতো আছি।

    আমাদের মাথার ওপর আছেন সর্বদর্শীঠাকুরসাহেব তাঁর অনিমিখ নিবিড় পক্ষ্মচ্ছায় বিস্তার করে, নীরব প্রশ্রয়মুখর অনির্বচনীয় আশিষ নিয়ে।
  • d | ৩০ জুন ২০১০ ১৮:১১ | 59.161.184.167
  • আচ্ছা বঙ্গদেশে এত কবি কেন? চাদ্দিকে কিলবিল কচ্ছে ... গিজগিজ করছে .....
    হুতো বা লামা এই বিষয়ে কিছু জানে?
  • Arpan | ৩০ জুন ২০১০ ১৭:৫৬ | 204.138.240.254
  • কেলো করেছে!

    দ নয়, দে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত