এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০৭ জুলাই ২০১০ ১১:০৭ | 125.18.17.16
  • আমূল দুধ ই বা খেতে মন্দ কি?
  • til | ০৭ জুলাই ২০১০ ১১:০১ | 210.193.178.129
  • আহা, হরলিক্সের গুঁড়ো! অমৃত।
    কলুর ঘানিতে নারকেল পেষার পর যে খইল, খুবই অল্প মাত্রায়- মন্দ নয়!
  • de | ০৭ জুলাই ২০১০ ১০:৫৩ | 59.163.30.6
  • রাবড়িচূর্ণ তো "এক ব্যাগ শংকর" এর একটা গল্পে ছিলো, গল্পের নামটা মনে পড়ছে না -- পিকলু নামে এক বাচ্চা আর তার দাদুর গন্ধচোর ধরার গপ্পো -- ফান্ডাটা দারুণ ছিলো --
    ঐ রাবড়িচূর্ণ আসলে হরলিক্সের গুঁড়ো!
  • Lama | ০৭ জুলাই ২০১০ ১০:২০ | 155.57.192.1
  • হুতো শ্বশুরবাড়ি থেকে ফিরলে
  • byaang | ০৭ জুলাই ২০১০ ০৯:২৯ | 122.172.55.21
  • লামা, তুই চোর এসে বই পড়েছিল আর ভূতেরা চাউমিন ভালোবাসে কবে দিবি?
  • Lama | ০৭ জুলাই ২০১০ ০৯:২৭ | 155.57.192.1
  • জীবরামের মামাবাড়ির পোষা টিয়াপাখিকে সিনেমার শুটিঙের জন্য ভাড়া দেওয়া হত- তাই তার নাম ছিল "ভাড়াটিয়া'
  • Lama | ০৭ জুলাই ২০১০ ০৯:১৯ | 155.57.192.1
  • জীবিতেশ না, জীবরাম
  • Nina | ০৭ জুলাই ২০১০ ০০:৪৩ | 64.56.33.254
  • একবার যেন শিব্রামকে বলতে শুনেছিলাম " রাবড়ি চূর্ণ ( milk powder ) শুকনো খেতে ভালবাসেন ঃ-))
  • pi | ০৭ জুলাই ২০১০ ০০:১৯ | 128.231.22.89
  • রাবড়িকে ভক্তি করলে লালুর তো আপত্তি হবার কথা না। ঃ)
  • tuli | ০৭ জুলাই ২০১০ ০০:০২ | 131.95.30.135
  • শিবরাম ছিলেন রাবড়ির ভক্ত আহা তখন ভাগ্যিস লালু ছিলেন না! :-)
    হেই ব্ল্যাঙ্ক, মেইলের কী হইলো?
  • tuli | ০৭ জুলাই ২০১০ ০০:০১ | 131.95.30.135
  • হিমানীশ গোস্বামীও এরকম কিছু কিছু গল্প লিখতেন বলে মনে হয়। সেই যে জীবু মানে জীবিতেশের গল্প? বাংলা যার পিসিভাষা কারণ মা ছিলেন উড়িষ্যাবাসিনী? যাকে মুখ খুলতে দিলেই গন্ডগোল হতো, সে মাস্টারমশাইকে বলেছিলো বন্ধুরা সুপুরীতে ঢুকেছিলো গোপণে?
  • Blank | ০৬ জুলাই ২০১০ ২৩:৫৩ | 59.93.245.211
  • ওতো সেই শিব্রামের গপ্পো। উনি বড়ই পানাসক্ত ছিলেন।
  • tuli | ০৬ জুলাই ২০১০ ২৩:৫২ | 131.95.30.135
  • "আগে মেসোর সঙ্গে মেশো" বলে একটা কার গল্প ছিলো না? কোলাহলে ঢুকে যেখানে লোকে কোকাকোলা খেতো? তারপরে কপির ঝোল খেয়ে বলেছিলো বাঁদরের ঝোল খেয়েছে?
  • Blank | ০৬ জুলাই ২০১০ ২৩:৪৮ | 59.93.245.211
  • মেশাবেন তিনি মেশাবেন
  • Tim | ০৬ জুলাই ২০১০ ২৩:২৯ | 198.82.17.123
  • কাকুকে মেশাতে বলছে। কি মেশাতে হবে বলেনি। ইন্টারেস্টিং। ঃ-)
  • tuli | ০৬ জুলাই ২০১০ ২৩:১৭ | 131.95.30.135
  • মিচিও কাকু তাঙ্কিÄক পদার্থবিদ। স্ট্রিং তঙ্কÄ নিয়ে কাজ করেছেন। CUNY তে পড়ান আর গবেষণা করেন। ওঁর লেখা কোয়ান্টাম ফিল্ড থিওরির টেক্সট বইটি চম্‌ৎকার। বহু কিছু কভার করা আছে ঐ বিশাল বইতে। উনি বহু পপুলার সায়েন্সের বই ও লিখেছেন, হাইপারস্পেস আর বেয়ন্ড আইনস্টাইন উল্লেখযোগ্য। তবে উচ্চতর মাত্রা নিয়ে একটু বেশী আবেগপ্রবণ। নিয়মিত রেডিও টকশো করেন বিজ্ঞানকে জনপ্রিয় করতে। সময় যে কোথা থেকে পান খোদায় মালুম। উনি হয়তো বলবেন সময় বলে কিছু নেই, সবই ইলুশন। :-)
  • aka | ০৬ জুলাই ২০১০ ২৩:০২ | 168.26.215.13
  • আমি কদিন আগে ১১থ ডাইমেনশন নিয়ে এনার একটা ডকু টাইপ দেখে আগ্রহী হলাম তারপরে এদিক ওদিক দেখে মনে হল ঢপবাজ বোধহয়। প্রচূর সেন্সেশন তৈরি করার চেষ্টা করে। এদিকে কিসুই বুঝি না তার ওপর এমন কনফিডেন্টলি বলে লোকটি যে কনফিউজড হয়ে যাই।
  • nyara | ০৬ জুলাই ২০১০ ২২:৫৮ | 122.167.174.95
  • ধুর, আমি এই কাকু লোকটার নামই প্রথম শুনলাম। 'মিশিও কাকু' নামটা খুব ভাল লাগল বলে আগের পোস্টটা করেছি।
  • aka | ০৬ জুলাই ২০১০ ২২:৫১ | 168.26.215.13
  • ন্যাড়া-দা, এই কাকু লোকটি কেমন কেজানে?

    কাকু -


    আর এই যে নাসার রেসপন্স

    Q: Is there a danger from giant solar storms predicted for 2012?

    A: Solar activity has a regular cycle, with peaks approximately every 11 years. Near these activity peaks, solar flares can cause some interruption of satellite communications, although engineers are learning how to build electronics that are protected against most solar storms. But there is no special risk associated with 2012. The next solar maximum will occur in the 2012-2014 time frame and is predicted to be an average solar cycle, no different than previous cycles throughout history.
  • nyara | ০৬ জুলাই ২০১০ ২২:২৬ | 122.167.174.95
  • হর্ষবর্ধন-গোবর্ধনের গল্পে ছিল পাঁজি দেখে অনেক দাম দিয়ে অদৃশ্য হয়ে যাবার পোশাক আনাবার পরে দেখে সেটা একটা বোর্খা-টাইপের আলখাল্লা। কিন্তু কাকু বলেছে এক দশকের মধ্যেই অদৃশ্য হবার পোশাক বের করে ফেলবে, কাকু মনে মিশিও কাকু। যদিও ঠিক কার সঙ্গে মিশতে বলতে বোঝা যাচ্ছে নাঃ

    http://www.huffingtonpost.com/2010/07/06/michio-kaku-on-colbert-we_n_636336.html
  • Arpan | ০৬ জুলাই ২০১০ ২০:৫২ | 216.52.215.232
  • আমাদেরো এক অবস্থা। শুধু আমাদের না সব কোং-এর। লোক নাই। টাকার অঙ্ক শুনে নিজের পেস্লিপের দিকে তাকাতে লজ্জা করে। সাবকন দিয়ে কি আর সব কাজ হয়? এমন বাজার তারাও চাকরির অফার পেয়ে ফুড়ুৎ হয়ে যাচ্ছে।
  • kc | ০৬ জুলাই ২০১০ ২০:২১ | 89.203.49.18
  • শান্তনু, দেখছি মানে? রীতিমত ফ্যাসাদে আটকে যাওয়ার মতন অবস্থা। সামনের ডিসেম্বর-জানুয়ারি তে আমাদের একটা শাটডাউন আছে, তার জন্য ম্যানপাওয়ার এখন থেকে বুক করতে হচ্ছে,আর তার যা দাম চাইছে শুনে আক্কেল গুড়ুম হয়ে যাচ্ছে। তাও ঠিকমত লোকপাওয়া যাচ্ছেনা। আমাদের আইটিআই গুলো একটু ঠিকঠাক চালালে সামনে যাকে বলে ''স্কাই ইজ দ্য লিমিট''।
    আর তিলবাবু, শাওয়ার কিউবিক্‌ল নিয়ে আমার ফান্ডা শান্তনুর মতই। নিজেদের ইচ্ছে মতন বানালে সে ব্যাপারে খুব জানার ইচ্ছে আছে।
  • santanu | ০৬ জুলাই ২০১০ ১৭:৩২ | 82.112.6.2
  • বাঃ বাঃ পড়লেও ভালো লাগে। শ্যামলবাবু যে কোথায় গেলেন! kc দেখছেন?

    A severe shortage of construction hands has thrown timelines of real estate projects in and around the city out of kilter, triggering the threat of a price rise.
    The crisis of hands has been precipitated by a number of factors, primarily the migration of construction workers to other states and west Asia, and the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (NREGA) which ensures 100 days of wage-employment in a financial year to adult members of a rural household.
    "While the NREGA is a factor, we are suffering more because of the high demand of Indian labour in west Asian countries, where the construction boom is back after the market meltdown. The boom is sucking hands out of south India and workers from the east are migrating to the south to fill the void, fuelling the crisis here," said Pradip Chopra of the PS Group.
    The real estate industry directly and indirectly employs about seven per cent of the country's population with a major chunk constituting construction workers. The Telegraph, Page 20
  • Arijit | ০৬ জুলাই ২০১০ ১৭:০৮ | 61.95.144.122
  • স্টাইলশীটে কি ভাষা বদলায় রে ফাগল?
  • Blank | ০৬ জুলাই ২০১০ ১৭:০৪ | 170.153.65.102
  • Ctrl A মারো। তারপর ফন্ট অপসানে গিয়ে পছন্দসই ফন্ট বেছে নাও, বা স্টাইলসিট জুড়ে কায়দা মেরে দাও। ব্যাস স্টাইল পাল্টে গেলো
  • Arijit | ০৬ জুলাই ২০১০ ১৭:০১ | 61.95.144.122
  • আরে অফিসের একটা ছেলে পিলানি থেকে মাস্টার্স করছে। তার ডিজার্টেশন সুপারভাইজর আমি, আর আমাদের বড়কত্তা হলেন অ্যাডিশনাল এগজামিনার - পিলানির নিয়ম অনুযায়ী। ডিজার্টেশন প্রোপোজাল জমা দিতে হবে, এমন কাজ যেটার মধ্যে একটা প্রবলেমের সল্যুশনও আছে, আর সেটা কোম্পানির কাছেও জরুরী। ছেলেটা বারবার লিখছে, কিন্তু লেখাটা পড়ে মনে হচ্ছে সেল্‌স টিম লিখেছে...কিছুতেই ওই সেল্‌স-মার্কা স্টাইলটা পাল্টাতে পারছি না। পাঁচবার কারেকশন হয়ে গেছে অলরেডি...
  • Samik | ০৬ জুলাই ২০১০ ১৬:৪৫ | 121.242.177.19
  • কী রকম স্টাইল?
  • Arijit | ০৬ জুলাই ২০১০ ১৬:০২ | 61.95.144.122
  • লোকজনের লেখার স্টাইল পাল্টানো কি চাপের রে ভাই। বার পাঁচেক কারেক্ট করেও করানো যাচ্ছে না...
  • Blank | ০৬ জুলাই ২০১০ ১৫:২০ | 203.99.212.224
  • আজকাল কি ঘুম পায়
  • Arpan | ০৬ জুলাই ২০১০ ১৫:০৩ | 204.138.240.254
  • ওকে।
  • Arijit | ০৬ জুলাই ২০১০ ১৪:৫৭ | 61.95.144.122
  • অপ্পন - রাতে জিমেলে ঠিকানা পাঠাইবা।
  • Arpan | ০৬ জুলাই ২০১০ ১৪:০৭ | 204.138.240.254
  • আজকাল ই-পেপার চালু করেছে। একমাসের চাঁদা ৫ ডলার।
  • Arijit | ০৬ জুলাই ২০১০ ১৪:০১ | 61.95.144.122
  • পেয়ে গেছি। ২৮০।
  • Arijit | ০৬ জুলাই ২০১০ ১৩:৫০ | 61.95.144.122
  • ব্যাঙ্ক ইন্টারেস্টের জন্যে যে ট্যাক্সোটা হয় সেটা কোন চালানে দিতে হয়? https://onlineservices.tin.nsdl.com/etaxnew/tdsnontds.jsp - এখেনে একাধিক আছে। মাইনেরটা তো টিডিএস হয়ে গেছে, সেখানে ইন্টারেস্ট যোগ করা নেই - সেটুকু আলাদা করে দিতে হবে। ২৮০ না ২৮২?
  • Samik | ০৬ জুলাই ২০১০ ১৩:৪২ | 121.242.177.19
  • কোতায় লিকচে?
  • Lama | ০৬ জুলাই ২০১০ ১২:৪০ | 203.99.212.54
  • এই তো লিকচে
  • Samik | ০৬ জুলাই ২০১০ ১২:৩৯ | 121.242.177.19
  • আজকাল ভাটে তেমন লোকজন লিখছে না।
  • SB | ০৬ জুলাই ২০১০ ১১:২৭ | 219.64.153.2
  • আর্টস - কালচার সেকশনে আছে, হেডলাইন তো নয়, অ্যাটলিস্ট প্রিন্ট এডিশনে।
  • Arijit | ০৬ জুলাই ২০১০ ১১:১৮ | 61.95.144.122
  • এদেরই রিভ্যাম্পড সাইটে (http://www.thehindu.com) দেখো - ন্যাশনাল বলে বক্সড হেডিং-এর নীচে।
  • SB | ০৬ জুলাই ২০১০ ১১:১৬ | 219.64.153.2
  • হিন্দুর কলকাতা এডিশন আছে, আমি তো এটাই পড়ি অনেকদিন হোল।
  • SB | ০৬ জুলাই ২০১০ ১১:১৫ | 219.64.153.2
  • http://www.hindu.com/ অরিজিতের জন্যে।
  • d | ০৬ জুলাই ২০১০ ১১:০৩ | 219.64.76.142
  • এই আপদস্য আপদ মন্ত্রীর বাচ্চাগুলো সেক্টর-৫ এ আসে কেন? ইন ফ্যাক্ট বাড়ীর বাইরে বেরোয়ই বা কেন এরা? লাটের বাঁট একেকটার আগেপিছে ৫টা করে গাড়ী .... আর সবাই দাঁড়িয়ে থাক।
  • Arijit | ০৬ জুলাই ২০১০ ০৯:৫০ | 61.95.144.122
  • সব কাগজের পাতায় হেডলাইন হল ধোনির বিয়ে। পিত্তি জ্বলে যায় মাইরি। একটাও কাগজ নেই যেটা ট্যাবলয়েড নয়। সবকটা ডেইলি মেল, এক্সপ্রেস, নিউজ অব দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে।
  • til | ০৬ জুলাই ২০১০ ০৮:৪৭ | 220.253.178.104
  • দুরকমই হয়। made to order হলে অবশ্যই দাম বেশী নেবে; বাথরুমের সাইজ ও পজিশান অনুযায়ী রেডিমেড ফিট নাও করতে পারে।
  • santanu | ০৬ জুলাই ২০১০ ০৮:২৭ | 82.112.6.2
  • শাওয়ার কিউবিকল এরকম made to order বানানো যায়!! আমার ধারনা ছিল। দোকান থেকে রেডিমেড কিনে এনে ফিট করে দিতে হয়।

    m আপনাকে একটা মেল করে দিয়েছি।
  • Nina | ০৬ জুলাই ২০১০ ০৬:৫৩ | 68.45.144.238
  • তিল,
    কলকাতায় Sanjay Biswas 9831113502 আমাদের ও আমাদের কয়েকজন বন্ধুদের করেছে--আমাদের সবারই পছন্দ হয়েছে।
    মানুষটিও খুব ভাল।
  • til | ০৬ জুলাই ২০১০ ০২:৫৭ | 220.253.178.104
  • kc
    আপনাকে মশাই আমার দরকার; মানে আপনার টিপস। রান্নাঘরের কাপবোর্ড ( কাবার্ড শুনতে যাচ্ছেতাই লাগে), শাওয়ার কিউবিকল ইত্যাদি কয়েকটা ব্যাপারে। আপনার ইমেল ঠিকানা নিশ্চয়ই ব্ল্যাঙ্কের কাছে পাবো, খোলাপাতায় দিতে বলছি না।
    শাওয়ার কিউবিকল জিনিষটা বড্ড জরুরী।
    কে করে, কারা করে এখানেই যদি জানাতেন তাহলে আমার (ও সাথে সাথে জনগণের) খুবই উপকার হয়।
    অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে রাখলাম।
  • d | ০৫ জুলাই ২০১০ ২২:৫৮ | 115.118.74.165
  • তুলে দিয়েছি। লিখগে যা।
  • Blank | ০৫ জুলাই ২০১০ ২২:৫৪ | 59.93.194.170
  • আমি কোথায় যেনো একটা লিখছিলুম। সেটা আর খুঁজেই পেলুম না
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত