এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ১৬ জুলাই ২০১০ ০০:৫৩ | 143.111.22.23
  • ফ্রিকিং কুল।

    http://viscog.beckman.illinois.edu/grafs/demos/15.html

    যাস্ট প্রথম থেকে ভিডিওটা দেখ আর যা বলছে কর, চিট করনা, মজা মাটি হবে। যা তা!
  • Tim | ১৬ জুলাই ২০১০ ০০:৫২ | 198.82.20.249
  • আরে সিস্টেমের মধ্যে থেকেই বিপ্লব আনতে হয়। এতদিনে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এইবার জেহাদ ঘোষণা করতে হবে।
  • kasturi | ১৬ জুলাই ২০১০ ০০:৫২ | 131.95.30.221
  • এই তো এক বন্ধু দিনরাত ড্রোসোফিলা মাছির সেবা করে।
  • kasturi | ১৬ জুলাই ২০১০ ০০:৫০ | 131.95.30.221
  • অহিংস আশ্রমে মশক মুষিক উৎকুন মৎকুন ইত্যাদির নিত্যসেবা করতে হবে।
  • byaang | ১৬ জুলাই ২০১০ ০০:৫০ | 122.172.54.179
  • আমার চাঁদমারী হল সব ক্লাস টপাররা। বদের বাসা প্রফেসরগুলো ও। ব্যাটাদের ধর আর ঘ্যাচাং ফুঃ ।
  • kasturi | ১৬ জুলাই ২০১০ ০০:৪৯ | 131.95.30.221
  • এত মশা? সসাগরা ধরণী ছেয়ে ফেলবে?????
  • Tim | ১৬ জুলাই ২০১০ ০০:৪৯ | 198.82.20.249
  • নতুন সিস্টেমে পড়াশুনোর ওপর নির্ভর করে কিছু পাওয়া যাবেনা। এতে সম্পূর্ণ অহিংসভাবে পড়াশুনো বন্ধ করে দেওয়া যাবে।
    জোর করে পড়াতে এলে অবশ্য হালকা ঠ্যাঙানো যেতে পারে।
  • kasturi | ১৬ জুলাই ২০১০ ০০:৪৭ | 131.95.30.221
  • লড়াকুরা এসে কয় হর্‌ হর্‌ বোম বোম
    পড়াকুরা কেঁদে কয় কোথা রাম কোথা রোম!
  • Shuchismita | ১৬ জুলাই ২০১০ ০০:৪৬ | 12.34.246.72
  • যারা যারা ঘোঁট পাকাচ্ছে তারা সবকটা হয় দাক্তার নয় ছাত্তর। এদের একটাকেও বিশ্বাস করি না।
  • pi | ১৬ জুলাই ২০১০ ০০:৪৬ | 128.231.22.89
  • আমরো আছে। সসাগরা ধরণী ছেয়ে ফেলার মত । অ্যাডেড অ্যাডভান্টেজ ঃ তারা বইপত্তরকে আক্রমণ করেনা।
  • kasturi | ১৬ জুলাই ২০১০ ০০:৪৫ | 131.95.30.221
  • আর এসব অপরা বিদ্যায় যতো সব বোমাটোমা হয়ে যা তা হয়। তাই ধীরে ধীরে এসব ভুলিয়ে দিতে হবে। ঃ-)
  • byaang | ১৬ জুলাই ২০১০ ০০:৪৩ | 122.172.54.179
  • বইপত্তর কুচি কুচি কেন করা হবে! আমরা লড়াকুরা কেটে কুচি কুচি করব যত্ত সব পড়াকুদের।
  • kasturi | ১৬ জুলাই ২০১০ ০০:৪৩ | 131.95.30.221
  • আরে বই বাঁচিয়ে কী হবে? এখন ত সবি ডিজিটাল! গোটা লাইব্রেরীকে লাইব্রেরী ডিজিটাল, বিশ্বের জ্ঞান ঠিকি থাকবে।
  • kasturi | ১৬ জুলাই ২০১০ ০০:৪১ | 131.95.30.221
  • ই বাদ গেছে। ইউনাইটেড উই স্ট্যান্ড! ঃ-)
  • Tim | ১৬ জুলাই ২০১০ ০০:৪১ | 198.82.20.249
  • না না বইপত্তর বাঁচিয়ে পড়াশুনো বন্ধ করতে হবে। খুবই কঠিন কাজ।
  • kachuri | ১৬ জুলাই ২০১০ ০০:৩৯ | 131.95.30.221
  • আমার কাছে তিপ্পান্ন অক্ষৌহিনী সেনা। মানে আসলে বাহান্ন, কিন্তু শস্ত্রে বলেছে যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন।ঃ-)
    তারা উই। ইউনাটেড উই স্ট্যান্ড। কেটে কুচি কুচি করবে সব। ঃ-)
  • sda | ১৬ জুলাই ২০১০ ০০:৩৬ | 117.194.195.92
  • তিমিদা নিশ্চিন্ত থাকুন ,আমি গোটা কলেজশুদ্ধ আপনার পাশে আছি। পড়াশোনা খুব বাজে জিনিস ।
  • Tim | ১৬ জুলাই ২০১০ ০০:০৯ | 198.82.20.249
  • এইত্তো আশার আলো দেখা যাচ্ছে।
  • byaang | ১৫ জুলাই ২০১০ ২৩:৪৫ | 122.172.54.179
  • পড়াশুনোর সদ্‌গতি করতে হবে বুঝি! আম্মো তিমির দলে। চিন্তা করিস না তিমি, আমার কাছে এক অক্ষৌহিনী সেচ্ছাসেবক আছে। সময়মত নামিয়ে দেব।
    লেখাপড়ার ধারক-বাহকরা নিপাত যাক।
  • Tim | ১৫ জুলাই ২০১০ ২৩:৪০ | 198.82.20.249
  • থাকলে তো দেখবি। ২০১১ অবধি থাকি কিনা ঠিক নেই।
  • Tim | ১৫ জুলাই ২০১০ ২৩:৩৯ | 198.82.20.249
  • মাত্র তিনজন ?! এইজন্যই বলেছে কোনো ভালো কাজে লোক পাওয়া যায়না।
  • Samik | ১৫ জুলাই ২০১০ ২৩:৩২ | 122.162.75.79
  • আমি কিনা বড় হবার পরে আর কিছুই পড়ি নি, তাই আমি তিমির দলে নেই। ২০১১তে দেখে নেবো তিমিকে।
  • pipi | ১৫ জুলাই ২০১০ ২৩:০০ | 92.225.73.74
  • তিমির দলে আমি আছি। ভীষণ, সাঙ্ঘাতিক ভাবে আছি।
  • Arpan | ১৫ জুলাই ২০১০ ২২:৫৬ | 122.252.231.10
  • পড়াশুনো আমাদের ভিত্তি। চাকরি আমাদের ভবিষ্যৎ।
  • Tim | ১৫ জুলাই ২০১০ ২২:২৭ | 198.82.20.249
  • দেকেচো। এইজন্য বাঙালী এক হতে পাল্লো না। একটা প্রস্তাব দিয়েছি কি দিইনি অমনি বিরোধীদের চক্রান্ত শুরু হয়ে গ্যালো।
  • r.h | ১৫ জুলাই ২০১০ ২২:২৪ | 117.194.239.56
  • রাজ্যের পড়াকু ভালো ছাত্ররা আসবে পড়াশুনোর অপকারিতা বোঝাতে।
    যত্তসব।
  • Tim | ১৫ জুলাই ২০১০ ২২:১৮ | 198.82.20.249
  • অসিরা কথা বলতে পারেনা। মূক অস্ত্র।
  • Arpan | ১৫ জুলাই ২০১০ ২২:১৩ | 122.252.231.10
  • আচ্ছা। বেগুনকে অসিরা কী বলে?
  • Tim | ১৫ জুলাই ২০১০ ২২:১২ | 198.82.20.249
  • আমি একটা দল পাকিয়ে দেশে দেশে পড়াশুনোর অপকারিতা সম্পর্কে লোকজনকে অবহিত কত্তে চাই। কে কে আসতে চাও হাত তোলো। আমার বিশ্বাস ব্ল্যাঙ্কি আসবে।
  • Arpan | ১৫ জুলাই ২০১০ ২২:১০ | 122.252.231.10
  • দাঁড়াও। গ্রিনপিসকে খবর দিচ্ছি। ঃ)
  • Arpan | ১৫ জুলাই ২০১০ ২২:০৯ | 122.252.231.10
  • বিলেতে লাউ সাজানো থাকত। লেখা থাকত dudhi
  • Tim | ১৫ জুলাই ২০১০ ২২:০৭ | 198.82.20.249
  • ক্ষি সোসন ক্ষি সোসন। এবার মেরে ফেল্লেই পারে ঃ-(
  • til | ১৫ জুলাই ২০১০ ২২:০৫ | 220.253.178.104
  • দে,
    ridged তো জানতামই। ব্যাটাদের পোড়া দেশে এই সব ট্রপিক্যাল বস্তু ফলতৈ না। দোকানে sinquor বলে লটকানো থাকে দেখি। আশুতোষ দেব থাকলে ভেরিফাই করা যেত।
    --
    মেসেজ এসেছিল "made mum famous and earned 10 dollars"
  • lcm | ১৫ জুলাই ২০১০ ২১:১৪ | 59.93.215.59
  • সেক্টর ফাইভ জটিল হয়ে উঠেছে... হারিয়ে যাবার সম্ভাবনা...
  • d | ১৫ জুলাই ২০১০ ১৮:২৫ | 115.117.248.157
  • নারে ব্ল্যাঙ্কি। একটা রিভিউ পড়েছি কেবল। ঃ( রিটায়ার না করা পর্যন্ত ছাই বই পড়ার সময়ই মেলে না।
    আমি রঙ্গনের FB স্ট্যাটাস দেখে একটা বই কিনলাম। প্রচন্ড ইন্টারেস্টিং বই। দাঁড়া তোকে ডিটেলটা দিচ্ছি।

    দে, হ্যাঁ ব্ল্যাঙ্কি বলে দিয়েছে। In the name of honor ই বতে।

    পিপি, খুঁজে দেখবো দাঁড়াও।
  • pipi | ১৫ জুলাই ২০১০ ১৮:০১ | 92.225.73.74
  • কারোর ইসবেলা আলেন্দের লেখা ভাল লাগে? আমি কিছুদিন আগে শেষ করলাম হাইস অফ দ্য স্পিরিটস। অসাধারণ! যেন আরেকখানা মহাভারত। প্রথমটা খেই পেতে মুশকিল হছিল কিন্তু তারপর কেমন আটকে গেলাম। দুজনের লেখার ভঙ্গী যদিও একদম আলাদা তবুও কেন জানি আশাপূর্ণা দেবীকে মনে পড়ছিল। হয়ত আশাপূর্ণাও তিন জেনেরেশনের তিন মেয়েকে নিয়ে লিখেছিলেন তাই।
    আলেন্দের বাকী বইগুলো পড়তে খুব অগ্রহী কিন্তু আমাজন ডট কম থেকে আনাতে পড়তায় পোষায় না। আর এদিকে আমাজন ডট ডিয়ি তে ওসব বই নাইঃ-(
  • pipi | ১৫ জুলাই ২০১০ ১৭:৫২ | 92.225.73.74
  • তাহলে আমিই ব্যতিক্রম। কাইট রানারের থেকেও হাজার সূর্য্যের ছটা আরো স্পলেন্ডিড লেগেছে। হয়তো মুখ্য চরিত্র দুজন মেয়ে বলেই আমাকে বেশি ছুঁয়েছে।
  • Blank | ১৫ জুলাই ২০১০ ১৭:৪৯ | 170.153.65.102
  • দম দি, raising my voice পড়েছো Malalai Joya এর লেখা? এই বইটা পড়ার বড্ড ইচ্ছে। কিন্তু দোকানে মেলে না। নেটে বড্ড দাম ঃ(
  • Blank | ১৫ জুলাই ২০১০ ১৭:৪৫ | 170.153.65.102
  • দম দি মনে হয় in the name of honor এর কথা বলছে।
  • de | ১৫ জুলাই ২০১০ ১৭:৩০ | 59.163.30.4
  • মানে, মুখ্‌তারি মাঈয়ের বই সম্বন্ধে কিছু শুনিনি আগে ঃ((
  • de | ১৫ জুলাই ২০১০ ১৭:২৫ | 59.163.30.4
  • দমদি, আট্টু ডিটেল দাও! কার লেখা ইত্যাদী --

    ব্রতীন, ঠিক!
  • Bratin | ১৫ জুলাই ২০১০ ১৭:১৬ | 125.18.17.16
  • ঝিঙে। সব্বাই জানে বলে লিখি নি
  • d | ১৫ জুলাই ২০১০ ১৭:১৬ | 115.117.244.108
  • আমার থিওরিটা শুধু প্রথম ও দ্বিতীয় বইয়ের সাপেক্ষে। থিওরিটা সিরিজ সম্পর্কে কিছু প্রযোজ্য নয়।

    হ্যাঁ দে। বিশেষ করে ওদের অসহায়তাগুলো যেন ঠিক অনু ভব করেও করতে পারি নি। মানে ঐ পরিবেশ তো প্রায় অচেনা।

    এইবারে মুখ্‌তারি মাঈয়ের বইটা পড়ে ফেলো। ভাল লাগবে।
  • de | ১৫ জুলাই ২০১০ ১৭:১২ | 59.163.30.4
  • ধাঁধার উত্তর কেউ জানে না?
  • de | ১৫ জুলাই ২০১০ ১৭:১১ | 59.163.30.4
  • এটা একদম সত্যি বলেছো দমদি -- বেশীর ভাগ সময়েই প্রথম বই বেস্ট-সেলার হলে দ্বিতীয়টি অতি ঝুল হয় -- সেই তুলনায় এটা অনেক ভালো।

    তবে কতগুলো জায়গায় -- শব্দগুলো যেন ছবির মতো -- হেরাতের কোলবার বর্ণনা, বামিয়ান ভ্যালি যেন চোখে দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে লায়লা, মরিয়ম আর আজিজার জন্য অসম্ভব মায়া হয়!
  • kc | ১৫ জুলাই ২০১০ ১৭:০৫ | 194.126.37.5
  • দমদির থিওরিটার একদম উল্টো স্যাম্পল হলেন 'পামুক'। যত দিন যাচ্ছে আরও ভাল লিখছেন, ...........
  • d | ১৫ জুলাই ২০১০ ১৭:০০ | 115.117.244.108
  • ২০০৭ এ যখন পুণে গেলাম, সেই সময় কোম্পানি গেস্টহাউসে চাট্টি ভুলভাল লোকের সাথে থাকার সময়ে পড়ে শেষ করেছিলাম। বইটা মন্দ নয়, বরং ভালই। তবে ঐ আর কি ..... কাইট রানারের লেখকের থেকে আরেকটু প্রত্যাশা ছিল আর কি।

    একটা বৈশিষ্ট্য দেখো দে, কাইট রানারে তিনটে মূখ্য চরিত্রই পুরুষ আর এটায় ৩ জন নারী। ইন্টারেস্টিং না?

    আমার একটা থিওরি আছে। কোনো নতুন লেখকের প্রথম বই যখন আসে, তখন তো তাকে কেউ চেনে না ...... সে যথেষ্ট সময় নিয়ে লিখতে পারে এবং সর্বোপরি তার মাথায় কোনো চাপ নেই। কিন্তু প্রথম বইতে মারাত্মক জনপ্রিয়তা পেয়ে গেলেই প্রকাশকের দল পেছনে পড়ে যায়, হয়ত ততটা প্রস্তুতি নেওয়ার সময় থাকে না ..... আর লোকের প্রত্যাশার চাপও থাকে। তাই দ্বিতীয় বইটা ততটা জুৎ হয় না।
  • m | ১৫ জুলাই ২০১০ ১৬:৫৬ | 122.177.128.88
  • সঙ্গে এও বলেছেন যে, ওদের গলা ওর মতো সুরে লাগে নাঃ))
  • de | ১৫ জুলাই ২০১০ ১৬:৫২ | 59.163.30.4
  • ব্ল্যাঙ্কি,
    আমার কিন্তু মন্দ লাগেনি -- তবে কাইট রানার এর থেকেও ভালো, এটায় কোনো কোনো জায়গায় মেলোড্রামাটিক!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত