এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ২১ জুলাই ২০১০ ১৩:১৮ | 121.242.177.19
  • কেন? বাংলা রচনা বই আর পাওয়া যায় না?
  • kd | ২১ জুলাই ২০১০ ১১:৫২ | 59.93.193.163
  • ব্রতীন, এ'সব ব্যবস্থা করা তো তোমার ডোমেন - করে ফ্যালো! অদূর ভবিষ্যতে পরবাসী কে কে আসছে, তাদের অনারে।

    successful হওয়ার এই জ্বালা, কাজটা বার বার ঘাড়ে চাপে। ঃ)
  • Bratin | ২১ জুলাই ২০১০ ১১:১৬ | 125.18.17.16
  • কাবলি দা, আমাদের কলি ভাট কবে হবে??
  • kd | ২১ জুলাই ২০১০ ১১:০৯ | 59.93.193.163
  • এ বাবা! এ'টাকে ""ছোট ক্লাসের রচনা'' বলতে নেই। এ'সব তো ""ইস্পেশাল ক্লাস''!! বাংলা ফন্টে কাকুরে জিগান, শ'য়ে শ'য়ে পাবেন। ঃ)
  • AB | ২১ জুলাই ২০১০ ১০:৩৭ | 210.212.77.70
  • কেউ একটু সাহায্য করবেন প্লিজ? বাংলায় লেখা রচনা কোথায় পাওয়া যাবে? কোনও লিংক জানা থাকলে দেবেন? ছোটো ক্লাসের রচনা চাই। উদাহরনঃ ""আমি ও আমার প্রতিবেশী""
  • kasturi | ২১ জুলাই ২০১০ ০৩:৫৩ | 131.95.30.135
  • পড়ে গেছি গোল চক্করে
    মাত্রায়, স্বরে, অক্ষরে।
    সাথে আছে উপ অধি পরা
    রক্তেও বাড়ে শর্করা।
    চলো তবে করোলাই খাই
    দেখি কত করোলারি পাই।
  • a x | ২১ জুলাই ২০১০ ০৩:০২ | 99.54.71.182
  • গোঁলাপ ফুঁলের পাঁপড়ি ভালো না শোনের পাঁপড়ি ভালো তা নিয়ে একটি তুঁল্যমূঁল্য রঁচনা লিখুন।
  • pi | ২১ জুলাই ২০১০ ০২:৪১ | 128.231.22.89
  • aka | ২১ জুলাই ২০১০ ০২:২৫ | 168.26.215.13
  • কেসি ক, আম্মারো।

    হ্যাঁ এবারে বলবে গোলাপ ফুলে পাঁপড়ি ভাল লাগে না গন্ধ? যত্তসব। সব মিলিয়ে কোনটা বেশি ভালো লাগল।
  • a x | ২১ জুলাই ২০১০ ০১:০৯ | 99.54.71.182
  • বাজে প্রশ্ন। ভালো কি লাগবে? গাওয়া ভালো না গিটার ভালো না আরো অন্যান্য জিনিস ভালো?
  • kc | ২০ জুলাই ২০১০ ২৩:৪৬ | 89.203.49.18
  • আকা, ক। ১ টা বেশী ভাল লাগল।
  • Samik | ২০ জুলাই ২০১০ ২৩:৪৪ | 122.162.75.6
  • সা রে গা মা পা ধা নি
    বোম ফেলেছে জাপানি
    খুলছে না কেউ আর তো খাপ
    ভাটের দালান চুপ ও চাপ।
  • Arpan | ২০ জুলাই ২০১০ ২০:২৬ | 216.52.215.232
  • জাপানীরা ভয়ংকর বাজে। বছরখানেকের মত কাজ করার অভিজ্ঞতা আছে। কাষ্ঠস্পর্শ, এই জীবনে যেন আর না করতে হয়।
  • santanu | ২০ জুলাই ২০১০ ২০:২৩ | 95.141.130.90
  • ইস! একটা আমেরিকান কোঃ তে চাকরি করা হলো না।

    এই ক্যালানে ইটালিয়ান আর ব্রিটিশ গুলোর টাকা পয়্‌সা নিয়ে মোটে মাথা ব্যথা নাই, আমাকে সপ্তাহে অন্তত একবার বলতে হয়, This is not our money, we got to be careful

    আর হংকং এর চাইনিস, সে তো তাও মেনল্যান্ডের কাছে - ছিল বটে মালয়েসিয়ার চাইনিস গুলো, বদের ঝাড়।
  • aka | ২০ জুলাই ২০১০ ২০:০৭ | 168.26.215.13
  • আচ্ছা একটা মাল্টিপল চয়েজ দিই।

    .


    .


    কোনটা ভালো লাগল

    ক। ১
    খ। ২
    গ। দুটোই
    ঘ। কোনটাই নয়
    ঙ। বলতে পারছি না
  • aka | ২০ জুলাই ২০১০ ১৯:৪২ | 168.26.215.13
  • না না আমেরিকানরা অনেক খবর রাখে। এই আজ সকালেই আমাকে এক্সপ্লেইন করতে হল সাঁইথিয়ার ট্রেন অ্যাক্সিডেন্ট কেন হল? এত ঘনঘন অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। ক্ষী ক্ষান্ড। ভাগ্যিস আবাপ আর গুরু ছিল।

    তবে আমেরিকানরা মিনস বিজনেস, টাকা-পয়সার লেনদেনে রুথলেস। সেটা আমার খারাপ লাগে না।

    জানি না, মনে হয় দীর্ঘদিন ধরে এশহর, ওশহর, এক্লায়েন্ট, সেক্লায়েন্ট করে এখন কাজের রিলেশন কাজের জায়গায় রাখতেই ভালো লাগে। খুব বেশি দহরম মহরম সবার সাথে করতে ইচ্ছে করে না। তাও আমার কয়েকজন এক্স ক্লায়েন্ট আমার ভীষণ ভালো বন্ধু। বছর চার-পাঁচ বাদেও তাদের সাথে আমার এখনো ইমেলে অনেক কথা হয়। অনেকেই আমার নামেরও সঠিক উচ্চারণ করে, আজ অবধি কোন অবাঙালী সে চেষ্টা করে নি।

    আমার হংকংয়ে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, তার তুলনায় আম্রিগা স্বর্গ।
  • d | ২০ জুলাই ২০১০ ১৯:২৪ | 115.118.203.70
  • শমীকের 6.26 এর সাথে ভয়ঙ্কর দ্বিমত। আমেরিকানরা প্রশংসা তো কারণে অকারণেই করে। নিন্দেটাই বরং একটু রেখেধেকে করে। হ্যাঁ আমেরিকানদের সঙ্গে পয়সাকড়ি নিয়ে ডিল করা একটু টাফ। তা সে তো জাপানী ক্লায়েন্টের সাথে আরো টাফ (আমার দেখা সবচেয়ে খারাপ ক্লায়েন্ট হল জাপানী)
    জাতিগতভাবেও আমেরিকানদের তুলনামূলকভাবে হাসিখুশী লেগেছে আমার কাছে।
  • a x | ২০ জুলাই ২০১০ ১৮:৫৭ | 99.54.71.182
  • আমি থেকেছি অ্যামেরিকার কসমোপলিটান শহরেই, অনেক অনেক দেশের লোক দেখলাম, যদি কোনো ভুলভাল জেনেরালাইজেশন করতেই হয়, তবে বলব আমার দেখার মধ্যে সবচেয়ে ফ্রেন্ডলি, হেল্পফুল জাতি হল স্প্যানিশ আর অ্যামেরিকান।
  • a x | ২০ জুলাই ২০১০ ১৮:৫৩ | 99.54.71.182
  • পিপি, অল ডিপেন্ডস্‌ কার ল্যাবে আসছ। তবে আমার জেনেরাল অবজার্ভেশন অনুযায়ী, ইউনিভার্সিটি জাতীয় জায়গায় আসা ভালো, তারপরে রিসার্চ ইনস্টিটিউটে। ইউনি তে মুডটা অনেক রিল্যাক্সড, অল্পবয়সী ছেলে মেয়ে চারপাশে থাকাতে প্রাণবন্ত পরিবেশ বেশি। হাসপাতালের রিসার্চ উইং গুলো একটু ফর্মাল গোছের। এবং সেখানে রিসার্চার সেকেন্ড ক্লাস সিটিজেন, ডাক্তার, বা ডাক্তারির ফেলো ফার্স্ট ক্লাস।

    গাইডের ওপর বেশিটাই নির্ভর করবে, সে তোমাকে বাড়িতে ডেকে খাওয়াবে নাকি সপ্তাহে একবার খালি ল্যাব মিটিং-এ মুখ দেখবে।

    আর শমীকের ঠিক উল্টো কথা বলব আমি, সাধারণত আমার অভিজ্ঞতায় অ্যামেরিকানরা বেশ আপফ্রন্ট। কিন্তু খারাপ কিছু বলতে হলে ঘুরিয়ে পেঁচিয়ে বলে বা মজার করে বলার চেষ্টা করে। অন্যদিকে প্রশংসা করতে কুন্ঠা করেনা আদপেই।

    রেসিজম আছে, কিন্তু অনেক সাটল্‌।
  • Arpan | ২০ জুলাই ২০১০ ১৮:৪৬ | 216.52.215.232
  • নাঃ, শমীকের 6:26 PM-এর পোস্টের সাথে একদমই একমত নই।

    আসলে আমার চোখে ব্যপারটা ওইরকম, ইউরোপিয়ানরা কাজের ব্যপারে অনেক ঢিলাঢালা। মানে গুছিয়ে কাজ করে, কিন্তু ধীরেসুস্থে।
  • Samik | ২০ জুলাই ২০১০ ১৮:৩৩ | 121.242.177.19
  • এসব আমেরিকায় গেলে পেতাম?
  • Samik | ২০ জুলাই ২০১০ ১৮:৩২ | 121.242.177.19
  • ডেনমার্কে আমি যা আথিতেয়তা পেয়েছিলাম, আমাদের দেশে ক্লায়েন্ট এলে সেই আথিতেয়তা পায় না। কে বলবে আমি কনট্র্যাক্টে ওখানে কাজ করতে গেছি! হোটেলে ইন্টারনেট ছিল না, ব্যাংকের ম্যানেজার নিজে এসে ইন্টারনেটের ব্যবস্থা করলেন। প্রথম রাতে গ্রীক রেস্টুর‌্যান্টে ডিনার, দ্বিতীয় রাতে ফ্রেন্‌চ রেস্টুর‌্যান্টে, পরের সপ্তাহে মেহিকান রেস্টুর‌্যান্টে, তার পরের সপ্তাহান্তে এক পাব্লিকের নিজের বোটে করে নদীবিহার, এক দঙ্গল রাজহাঁসের সাথে কমপিটিশন করতে করতে, আরেক সপ্তাহান্তে আমাদের কাছের শহর অর্হুস দেখাতে নিয়ে যাওয়া।

    মাঝে চার দিনের জন্য একটা ছবির মত অ্যাপার্টমেন্টে রেখেছিল, হোটেলে জায়গা ছিল না বলে। যেদিন সেটা ছাড়তে হল, ম্যানেজার নিজে এলেন গাড়ি নিয়ে, এসে দেখলেন কিচেনের সামনের দেওয়ালে অল্প রান্না-করা হলুদের ছিটে। একবারও আমাদের বললেন না পরিষ্কার করতে, নিজে দুটো টিস্যু পেপার টেনে নিয়ে দেওয়ালে ঘষে ঘষে দাগ তুলতে শুরু করলেন, আমি দেখতে পেয়ে হাঁহাঁ করে তাঁকে সরিয়ে দিয়ে নিজে পরিষ্কার করে দিলাম। ম্যানেজার ভদ্রলোকের বয়েস পঞ্চান্ন বছর। আমরা থাকাকালীনই তাঁর জন্মদিন হল, নিজের বাড়িতে নিয়ে গেলেন, রাতে খাওয়া দাওয়া হল।

    আমার সেরা অনসাইট।
  • Samik | ২০ জুলাই ২০১০ ১৮:২৬ | 121.242.177.19
  • ভারত একটি ইউরোপীয় কলোনি ছিল, এটাও কারণ হতে পারে।

    আইটি গাইয়ের দেখার নিরিখে, ইউরোপিয়ান ক্লায়েন্ট অনেক বেশি ফ্রেন্ডলি হয়। অনেক বেশি অ্যাপ্রোচেব্‌ল হয়। খারাপ লাগলে সহজভাবে বলে দেয়, ভালো লাগলে মুক্তকণ্ঠে প্রশংসা করে। অনেক বেশি সোশ্যাল।

    তুলনায় আমেরিকানরা নিজেদের "পার্সোনাল স্পেস' সম্বন্ধে অত্যন্ত বেশি সচেতন, এত বেশি সচেতন যে, পার্সোনাল স্পেসের বাইরের দুনিয়াটা সম্বন্ধে তারা একেবারে অচেতন। ভারত না হয় তিন্নং বিশ্বের দেশ, ইউরোপের সম্বন্ধেও তাদের একই চিন্তাধারা। আমেরিকানের সাথে কাজ করলে, ভালো লাগলেও তার মুখে কুলুপ, খারাপ লাগলেও তার মুখে কুলুপ। মনের ভাবাবেগের বহিঃপ্রকাশ আমেরিকানের কাছে খুব পরিত্যাজ্য জিনিস। ভালো লাগা বা খারাপ লাগা সে শুধু মুখে একটি যান্ত্রিক হাসি ঝুলিয়ে রেখে যথাস্থানে রিপোর্ট করে দেবে। এইবার সেই যথাস্থান তোমায় আদর করবে কি বাঁশ দেবে সেটা যথাস্থানের ব্যাপার।

    আমরা, যারা কনট্র্যাক্টে অনসাইটে কাজ করতে যাই, তাদেরকে সাবর্ডিনেট হিসেবে দেখতেই অভ্যস্ত আমেরিকানরা, ঠিক বন্ধুস্থানীয় হতে পারে না চট করে। অন্যদিকে ইউরোপীয়ানরা এই ধরণের ভেদাভেদ প্রায় রাখে না বল্লেই চলে।

    অবশ্যই ভূরি ভূরি ব্যতিক্রম আছে, কিন্তু জেনারেল অবজার্ভেশন এইটাই।
  • Arpan | ২০ জুলাই ২০১০ ১৮:২৩ | 216.52.215.232
  • করেছিলে তো। আবার বেলতলায় আসতে চাও?
  • byaang | ২০ জুলাই ২০১০ ১৮:২২ | 122.172.108.184
  • m, ঘটি-বাঙাল জানি না, আমার তো ভালো ই লাগতো খেতে।
  • Arya | ২০ জুলাই ২০১০ ১৮:০৬ | 125.16.82.195
  • http://www.banglatorrents.com/
    উপরক্ত সাইট থেকে যদি কেউ কোনো বাংলা বই ডাউনলোড করে থাকলে একটু বলবে, প্লীজ
  • aka | ২০ জুলাই ২০১০ ১৮:০৫ | 168.26.215.13
  • জেনারাল উইসডম হল, উরোপ ঢিলাঢালা, আম্রিগা অলওয়েজ অন টোজ। সবই ডিপেন করে আর কি। সরকারী চাগ্রি হলে আম্রিগাও বেশ ঢিলাঢালা। তবে হায়ার অ্যাণ্ড ফায়ার নীতিতে চলে তো, তাই সব সময়েই কিছু করে দেখাতে হয়। অবিশ্যি আমার উরোপের কোন অভিজ্ঞতাই নাই। সবই পরের মুখের ঝাল খেয়ে বলা।

    একবার ভারতীয় আইটিতে চাগ্রি করে নিলেই হয়, ওটা হল আল্টিমেট, পৃথিবীর কোন কিছুই ভারতীয় আইটিকে ছুঁতে পারবে না।
  • pipi | ২০ জুলাই ২০১০ ১৭:০১ | 78.52.233.5
  • কেন কেন চাপ কেন? আইটি গাইদের অভিজ্ঞতা কি বলছে এ ব্যাপারে শুনি।
  • m | ২০ জুলাই ২০১০ ১৬:৫৭ | 122.161.165.73
  • সেটা কি ঘটিজিহ্বা উপযোগী মিষ্টি?
  • byaang | ২০ জুলাই ২০১০ ১৬:৫১ | 122.172.108.184
  • সেনমহাশয়
  • m | ২০ জুলাই ২০১০ ১৬:৪৭ | 122.161.165.73
  • ক্ষীরের চপ কোথায় পাওয়া যায়?
  • stoic | ২০ জুলাই ২০১০ ১৬:৪২ | 160.103.2.224
  • পিপি, মেইল করেছি।
  • Arpan | ২০ জুলাই ২০১০ ১৬:২১ | 216.52.215.232
  • হ্যাঁ, জনৈক আইটি গাইয়ের অভিজ্ঞতাও তাই বলছে।
  • santanu | ২০ জুলাই ২০১০ ১৬:১৪ | 82.112.6.2
  • আজ সকালে নাকি পাটনা দিল্লি রাজধানীর ইনজিন খুলে গেছে - তারপর গরীব রথ এনে যাত্রীদের তুলে দেওয়া হয়।
  • Samik | ২০ জুলাই ২০১০ ১৪:৫৭ | 121.242.177.19
  • ইউরোপের কালচারে অভ্যস্ত হয়ে গেলে আম্রিগায় মানিয়ে নেওয়া সবসময়েই চাপ হয়ে যায়। আমি কোনওদিনও পোস্ত না বেটেই বলছি।
  • de | ২০ জুলাই ২০১০ ১৪:৫২ | 59.163.30.4
  • আমি নিজে আম্রিগায় পোস্ত বাটিনি , সবই ইউরোপে, তবে যারা দুজায়গায় বেটেছে, তাদের মতে অনেক অমিল। মোটামুটি একটা অ্যানালিসিস বলে, প্রথমে ইউরোপ আর পরে আম্রিগা হলে -- আম্রিগার ওয়ার্ক-কালচার প্রথমে ভালো লাগে না! উল্টোটা হলে চলেবল!
  • Samik | ২০ জুলাই ২০১০ ১৪:৪৮ | 121.242.177.19
  • পিপি, মেল করে দিয়েছি।
  • pipi | ২০ জুলাই ২০১০ ১৪:৪২ | 78.52.233.5
  • দে-দি, বিশেষ দরকার বলতে ইউরোপ আর আম্রিগায় পোস্টডক লাইফের কি ভাল, কি মন্দ, কোনটা কমপারাটেভলি বেটার সেই সম্পর্কে একটা তূল্যমূল্য অ্যানালিসিস চাইছি, এই আর কি। কারণ দু জায়গার ওয়ার্ক কালচার মনে হয় বেশ আলাদা। আমি যেহেতু কোনদিনও ঐ দুনিয়ায় পা রাখিনি তাই ব্যাপারটা একটু ধোয়াঁশা।
  • de | ২০ জুলাই ২০১০ ১৪:৩০ | 59.163.30.4
  • আমার এক সিনিয়ার গত বছর জে-এন-সি-এস আরে জয়েন কল্লো, সে ঐ দু-জায়গাতেই বেটেছে, কোনো বিশেষ দরকার থাকলে তার
    মেলাইডি দিতে পারি! তবে স্টৈকই তো আছেন!
  • pipi | ২০ জুলাই ২০১০ ১৪:২৯ | 78.52.233.5
  • স্টৈক, যদি অসুবিধা না থাকে sarbani123@gmail.com এ একটা মেল করতে পারবেন? এখানে তাহলে আর ঘটর ঘটর আওয়াজ তুলে পোস্ত বেটে বাকীদের বিরক্ত করতে হয় না।

    শমীক, হ্যাঁ কথা বলতে চাই।
  • stoic | ২০ জুলাই ২০১০ ১৪:২৬ | 160.103.2.224
  • খাইসে,দ আমার সব কেচ্ছা কুকীর্তি জেনে ফেল্লেন কেমং করে?!!
  • stoic | ২০ জুলাই ২০১০ ১৪:২৫ | 160.103.2.224
  • পিপি,
    বেশ কিছু বন্ধু এবং কলীগ আছে যারা দু ঘাটের জল ই খেয়েছেন। প্রশ্ন থাকলে করে ফেলুন, উত্তর দিতে পারব আশা করি।
  • d | ২০ জুলাই ২০১০ ১৪:২৪ | 115.117.219.249
  • কিন্তু কানাডা? সেথায় তো করেছেন ঐসব।
  • stoic | ২০ জুলাই ২০১০ ১৪:২৩ | 160.103.2.224
  • তা বটেক। কিন্তু আম্রিগায় পোস্ত বাটিনি। নট ইয়েট। ঃ-)
  • d | ২০ জুলাই ২০১০ ১৪:২২ | 115.117.219.249
  • এই স্টোয়িকই তো বোধায় দেশে দেশে পোস্ত ডেকে বেড়ায়। আর বোধায় অক্ষদাও।
  • Samik | ২০ জুলাই ২০১০ ১৪:১৯ | 121.242.177.19
  • না, ডক আর পোস্ট ডক, দুটোই মিউনিখ থেকে। আম্রিকায় যায় বছরে দুবার কী সব কনফারেন্স অ্যাটেন্ড করতে, ওখানকার সায়েন্টিস্‌দের সঙ্গে ভাবের আদান প্রদান ঘটতে, কিন্তু পোস্ত বাটে নি।
  • stoic | ২০ জুলাই ২০১০ ১৪:১৬ | 160.103.2.224
  • তাহলে গান ই শুনুন। ;-)
  • pipi | ২০ জুলাই ২০১০ ১৪:১৬ | 78.52.233.5
  • শমীক, সেকি আম্রিগাতেও পোস্তো বেটেছে? দু জায়গাতেই কাজ করার অভিজ্ঞতা আছে এমন লোক খুঁজছি যে একটা কমপারেটিভ অ্যানালিসিস করতে পারবে।
  • quark | ২০ জুলাই ২০১০ ১৪:১৩ | 202.141.148.99
  • নেসেসারি, বাট নট সাফিসিয়েন্ট ...
  • Samik | ২০ জুলাই ২০১০ ১৪:১২ | 121.242.177.19
  • পিপি, আমার ইশকুলের বন্ধু, এখন দিল্লিতেই সেটলড। গত বছর মিউনিখ থেকে পোস্ট ডক সেরে ফিরেছে। জেনেটিক সায়েন্স নিয়ে। কথা বলতে চাও?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত