এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ০৫ আগস্ট ২০১০ ১২:০৪ | 194.126.37.76
  • না দেখলে পেরে যেতেন। শিওর।
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১১:৪৯ | 122.172.49.0
  • একি রে ভাই! আমিও কি বেলাইরাসের খপ্পরে পড়লাম নাকি!
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১১:৪৭ | 122.172.49.0
  • দেখি তো পারি কিনা!
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১১:৪৭ | 122.172.49.0
  • দেখি তো পারি কিনা!
  • de | ০৫ আগস্ট ২০১০ ১০:৪৯ | 59.163.30.3
  • কেমং কিংকংয়ের মতো শুনতে হলো ---
    শুভ জন্মদিন !
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ০৯:৪২ | 122.172.49.0
  • হ্যাবাড্ডি
  • Samik | ০৫ আগস্ট ২০১০ ০৯:২৬ | 122.162.75.67
  • আজ ভিক্কংয়ের জন্মদিন।
  • Samik | ০৫ আগস্ট ২০১০ ০৮:৫৯ | 122.162.75.67
  • অনন্যাকে,

    শারদীয়া আনন্দমেলা এসে গেছে দোকানে। বাকি কিছু এখনও দেখি নাই।
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ০৭:৪৯ | 122.172.56.175
  • যাঃ বাবা! অক্ষ কি ভীষণ রেগে গেছে! ও অক্ষ, তুমি সত্যি সত্যি বেলাইরাস দিয়ে গুগলে সার্চ করেছ!! (হ্যা হ্যা হ্যা)। আমি কি করে জানব ........... (হি হি হি)...........

    আর তোমাকে ভালো মনে সাহায্য করতে চাইলাম তো, (কিন্তু আমার নিজের তো সে ক্ষ্যামতা নাই) সেই জন্যই তো আকাকে কাজ দিয়ে গেলাম, আকাজীও যে ছড়াবেন, তা কি করে জানবো! আমাকে তো আমার টিমের উপর ভরসা রাখতে হবে নাকি!
  • a x | ০৫ আগস্ট ২০১০ ০৪:০৯ | 143.111.22.23
  • আর কোনোদিনও কোনোদিনও যদি আমি ব্যাংকে কিছু সাহায্য করেছি। কাল আমি ঘন্টাখানেক গুগুলে বেলাইরাসের বিবিধ বানান নিয়ে হাতড়ে গেছি।

    এখন টই পড়লাম।
    :-|
  • a x | ০৪ আগস্ট ২০১০ ২৩:০০ | 143.111.22.23
  • ন্যাড়াদাবাবু ;-)

    থ্যান্‌কু আকা, বাড়ির কম্পু তে হয়েছে কেসটা। বাড়ি গিয়ে এটা দেখব।
  • aka | ০৪ আগস্ট ২০১০ ২২:৩০ | 168.26.215.13
  • ১০০ টার মধ্যে ৯২ টা আপিসে ঐরকমই হবে মনে হয়, নেটেও ইনফরমেশন বেশি। এতো অক্ষদা তাও নিজে করার কথা ভাবতে পারছে, কিন্তু লিনাক্ষতে কোন ঝাড় হলে? ন্যাড়াদার আপিসে যাওয়া ছাড়া উপায় নেই। ঃ)
  • nyara | ০৪ আগস্ট ২০১০ ২২:২৬ | 203.83.248.37
  • যে কোন আপিসে? আমাদের আপিসে তো আইটি অব্দি যেতে হবে না, পাশের টেবিলের ডেভেলপাররাই বলতে পারবে লিনাক্সের ব্যাপারে।
  • aka | ০৪ আগস্ট ২০১০ ২২:২৩ | 168.26.215.13
  • বললাম যে আপিসের সিস্টেম গাইজদের জিগাতে। সেখানেও মাইক্রসফটের সাপোর্ট বেশি পাবে।
  • nyara | ০৪ আগস্ট ২০১০ ২২:২১ | 203.83.248.37
  • আমার দ্বিতীয় প্রশ্নটার কী হবে? অক্ষদিদিকে সব লিং-টিং ঘাঁটতে দিচ্ছ কেন? সেদিন যে বললে, মোড়ে মোড়ে হাবলা-গণশারা ঠিক করে দেয় বলে উইন্ডোজ ভাল?
  • aka | ০৪ আগস্ট ২০১০ ২২:১৮ | 168.26.215.13
  • শক্ত মানে ফায়ারফক্স হাইজ্যাক নিশ্চয়ই করা যায়। গুগুল করে দেখতে হবে, তবে আমার ধারণা পৃথিবীতে সবই হ্যাক করা যায়। করবে কিনা সেটা হ্যাকারদের ওপর ডিপেন করে।

    আইই ঢপের ব্রাউজার, কিন্তু তাবলে মাইক্রসফটের সমস্ত প্রোডাক্টকে গালি দেবার মানে নেই।
  • nyara | ০৪ আগস্ট ২০১০ ২২:০৬ | 203.83.248.37
  • "গেলেও খুব শক্ত কিছু হবে" - মানে কী?

    অক্ষদিদিকে পাড়ার গণশার কাছে যেতে বলছ না কেন?
  • aka | ০৪ আগস্ট ২০১০ ২২:০৩ | 168.26.215.13
  • না মনে হয়। গেলেও খুব শক্ত কিছু হবে।
  • nyara | ০৪ আগস্ট ২০১০ ২১:৪৯ | 203.83.248.37
  • আর্য্য, এটা কী লিনাক্স + ফায়ারফক্সেও হতে পারে?
  • aka | ০৪ আগস্ট ২০১০ ২১:৩৪ | 168.26.215.13
  • অক্ষদার জন্য পরামর্শঃ

    ১। আপিসের সিস্টেম সাপোর্ট গাইজদের জিগাতে পারো। টিম যা বললে তাই হবে, অ্যান্টি স্পাইওয়ার লাগবে। কোনটা? জানি না। আইই খুললে ব্রাউজারে কি নতুন কোন টুলবার দেখা যাচ্ছে?

    ২। ক®¾ট্রাল প্যানেল -> ইউজার অ্যাকাউন্টসে গিয়ে নতুন স্ট্যান্ডার্ড ইউজার তৈরি করে সেখান থেকে ইন্টারনেট অ্যাকসেস করো। অ্যাডমিন মোডে অ্যাকসেস করতে গিয়ে এই অবস্থা।
  • a x | ০৪ আগস্ট ২০১০ ২১:৩২ | 143.111.22.23
  • না, ভূতের টই পড়ার টেইম নাই। আর ভাইরাসের নাম না জানলে কেং করে তাড়াব!
  • aka | ০৪ আগস্ট ২০১০ ২১:৩১ | 168.26.215.13
  • হ্যাঁ হ্যাঁ **ভীষ্ম
  • Ananya | ০৪ আগস্ট ২০১০ ২১:২২ | 199.133.19.149
  • এটা প্রশ্ন দেশে কি শারদীয়া সংখা সব বেরিয়ে গেছে? calcutta web এ কবে আসবে কেউ কিছু জানেন?
  • Arpan | ০৪ আগস্ট ২০১০ ২১:০৭ | 122.252.231.10
  • বাপরে, "ভীষ্ণ'র কী ভীষণ বানাম।
  • Tim | ০৪ আগস্ট ২০১০ ২০:৫৮ | 173.163.204.9
  • ভেবে দেখলাম আমাদের যুদ্ধটুদ্ধ নিয়ে কিছু না বলাই ভালো। আত্মজীবনীর বিক্কিরি কমে যাবে।
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ২০:৫০ | 122.172.63.246
  • না অনন্যা, রাগি এখনো পাই নি। তুমি যে ঠিকানাটা দিয়েছিলে, সেটা এখান থেকে অনেক দূর। এক বন্ধুকে বলেছি সে কাল নিয়ে আসবে তার বাড়ি থেকে। সুতরাং শুক্রবারের মধ্যে কিছুতেই চারা গজাবে না।
    আর উইন্ডমিল দেখে তো ছেলের চোখ ছানাবড়া হল আজ সকালে। সে নাকি এত সুন্দর উইন্ডমিল ছবিতেও দেখে নি। আর ক্লাসে নিয়ে গিয়ে দেখানোয় টিচার ওরটা জমা নিয়ে জানলার শিকের সাথে বেঁধে দিয়েছেন, হাওয়া দিলেই নাকি সে ঘুরছে।
  • Ananya | ০৪ আগস্ট ২০১০ ২০:৪৫ | 199.133.19.149
  • byaangdi,
    টিচার কি বললো উইন্ড মিল দেখে? রাগি কি পেলে?
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ২০:৪১ | 122.172.63.246
  • ঃ-))।
    আকার আজকের ক্লাসওয়ার্ক দিয়ে গেলাম -- অক্ষকে বেলাইরাসের কবল থেকে উদ্ধার করা।
  • aka | ০৪ আগস্ট ২০১০ ২০:৩৬ | 168.26.215.13
  • ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময় আমাদের যুদ্ধ হত। অস্ত্র বলতে একটাই, ছাতা। অটোমেটিক ছাতা বন্দুক, আর দাদুর ছাতা হলে তরোয়াল। গোটা কয়েক বন্দুক ভাঙার পরে, আমাকে একটা দাদুর ছাতা দেওয়া হয়। নিজ মুখে বলতে লজ্জা হয়, কিন্তু ইতিহাসকে অস্বীকার করা কি ঠিক? সেই দাদুর ছাতা আমিই প্রথম ভল্লের ন্যায় ব্যবহার করি। ছাতার হাতল দিয়ে শত্রুপক্ষের ঘেঁটি ধরতাম। এ হেন আবিষ্কারের হেতু যোদ্ধা হিসেবে আমার নাম দিকে দিকে ছড়িয়ে পড়ল। ভাববেন না এতেই শেষ, এর ফল অতি সুদূরপ্রসারী। যা হয় আর কি, সেই ছাতাও বেশিদিন গেল না। দেবাশীষের সাথে পাঁয়তারা কষতে গিয়ে সেটি গেল। অনেক কটূ বাক্য হজম করার পরে, প্রতিজ্ঞা করেছিলাম আর কোনদিন ছাতাই ব্যবহার করব না। সেই সেদিন থেকে আজ অবধি আমি ছাতাহীন। মাঝে মাঝে মনে হয় পুরাকালে আমিই বোধহয় ভীষ্ণ ছিলাম।
  • byaang | ০৪ আগস্ট ২০১০ ২০:১৬ | 122.172.63.246
  • অক্ষ আজও পড়া করে আসে নি। টইয়ের ভুতের বইয়ের চ্যাপ্টারটা বাদ দিয়েছ কেন? আর নিজেই তো আমাকে স্পাইওয়ারের ওষুধ দিয়েছিলে।
  • Tim | ০৪ আগস্ট ২০১০ ২০:১৪ | 173.163.204.9
  • অক্ষদা কি এখনও সেই পোকা নিয়ে লড়ছে নাকি? ঐটা অ্যান্টিস্পাইওয়ার দিয়ে তাড়াতে হয় মনে হয়। ভাইরাস নাও হতে পারে। আমার ল্যাপিতে একবার এসেছিলো।
  • a x | ০৪ আগস্ট ২০১০ ১৯:১৪ | 99.74.167.50
  • এরা যে কি বলল কেন বলল কিছুই বুঝলাম না, কোথায় চন্দ্রবিন্দু আর ভূমি দেখল! একটা কাজের কথা কেউ বলতে পারেনা, সব অকম্মার ঢেঁকি।
  • dukhe | ০৪ আগস্ট ২০১০ ১৭:৪৪ | 122.160.114.85
  • একদিকে দমদমের কুঠরী । যেখানে হেরিকেনের আলোয় দেওয়ালের গায়ে রহস্যময় কালো কালো ছায়া সরে সরে যায় । একদিকে মোমবাতির শিখার পাশে কম্পমান রাজা ও কোটাল । উঙ্কÄল বৈদিক গ্রামের তলায় গাঢ় অন্ধকার । শিল্পতালুক এফোঁড় ওফোঁড় করে ত্‌ৎপর শাবল গাঁইতির মুখে গুপ্তধনের সন্ধান । এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণ গিরি । একুশ শতকের জাদুবাস্তবতা । যাকে আমরা কলকাতা বলে ডাকি ।
  • saikat | ০৪ আগস্ট ২০১০ ১৭:৩৮ | 202.54.74.119
  • কোন জবাবটা ? কেসির টা? তা ভাল, মানুষের বিবেক-কে ভয় পাওয়া ভাল। ঃ-)
  • Raj | ০৪ আগস্ট ২০১০ ১৭:৩৩ | 202.79.203.59
  • ইসি জবাব কি হি উম্মিদ থি ঃ-)
  • kc | ০৪ আগস্ট ২০১০ ১৭:৩১ | 194.126.37.76
  • মোংবাতিকে ভয় তো লাগবেই, ""মোংবাতি পুড়ে শেষ হয়, আর তাতে মানুষের বিবেক জেগে ওঠে।''
    সে যাই হোক, আজকে দান্তেওয়ারার ঘটনার জন্য আমি একটি মোমবাতি জ্বালালাম।
  • saikat | ০৪ আগস্ট ২০১০ ১৭:২৭ | 202.54.74.119
  • ২৩৫ টা সীট নিয়েও চাট্টি মোমবাতি নিয়ে মিছিলকে ভয় পায়। ঃ-)
  • Raj | ০৪ আগস্ট ২০১০ ১৭:১৯ | 202.79.203.59
  • ওয়সা কর সকতা তো আভিতক বহুত কুছ হো যাতা অর হোনা ভি চাহিয়ে থা !

    লেকিন ওয়সা করনে সে কোয়ি কোয়ি মহাপুরুষ আদমি-জেনানা দোনো হাতমে মোমবাত্তি লেকে 'ঔদ্ধত্য'' ঔদ্ধত্য' করকে যব জুলুস নিকালেগা তো ? বহোত শোর মচেগা ঃ-)
  • saikat | ০৪ আগস্ট ২০১০ ১৭:০৬ | 202.54.74.119
  • ২৩৫ টা সীট নিয়ে চাট্টি খুঁটিও পুঁততে পারে না । ঃ-)
  • Raj | ০৪ আগস্ট ২০১০ ১৭:০৩ | 202.79.203.59
  • আরে মরূদ্যান আর কোতায় ? এহন তো লনডন হইছে , কমাস পরেই সেই উজ্জোলো দিন ১১ তহন দেখবেন আর কোনো সমস্যা হইবে না।

    আর রাজারহাটে প্রি পেড ইলেকটিরিক মিটার লইয়াই বা কি হইবেক , খুঁটিই পুঁততে দিচ্ছে না তো মেন লাইন আসবে কোথা হইতে ঃ)

    যাই হোক এয়ারকি নয় সল্লেক করুনাময়ীতে বিদ্যুৎ ভবনে আপিসের Grievance Redressal Officers (GRO) সাথে সাক্ষাত করুন - শুনেছি অনেকের সমস্যা মিটেছে , WBERC র ওম্বাডসম্যানকেও জানাতে পারেন http://www.wberc.net/wberc/ombudsman/index.htm

    দেখুন কি হয়
  • til | ০৪ আগস্ট ২০১০ ১৬:৫৩ | 220.253.188.158
  • চোদ্দ টাকার মত।
  • de | ০৪ আগস্ট ২০১০ ১৬:৪১ | 59.163.30.2
  • হেরিকেনের চিমনির আসল দাম কত?
  • de | ০৪ আগস্ট ২০১০ ১৬:৪০ | 59.163.30.2
  • মাওয়ের (সত্যি মাওয়ের) নাতি চাইনিজ আর্মির কম্যান্ডার হয়েছে -- সেইদিন কোথায় যেন পড়লাম!
  • til | ০৪ আগস্ট ২০১০ ১৬:৩১ | 220.253.188.158
  • আমার এন সি আরে আস্তানা? আমি কি সুরেশ কালমাডি নাকি? অত টাকা কনে পাবো। ওটা আমার এক বন্ধুর তালা দেয়া ফেলাট। কে যেন দিল্লিতে নতুন যাবে পড়েছিলাম, তাই সেই খবরটা দিয়েছিলাম, যদি কাজে আসে। আপনিই বোধহয় সেই কে, হুঁ এখন মনে পড়ছে।
    আমার একটি ছোট্ট কুঠরী আছে দমদমে, কিন্তু সেথা চির অন্ধকার। বু ভ এর মরুদ্যানে এলেকটারি মিটারের বড়ই অভাব, তাই এখনও হাতে হেরিকেন। এক ঝুপড়ীওয়ালা একটা হেরিকেনের চিমনীর দাম নিল- ৫০ টাকা! কি করবো, দোকানে দোকানে খুঁজে হয়রান।
    তা মন্দ নয়, এখনও কোঁচানো ধুতি, গিলে করা আদ্দির পাঞ্জাবীর কালেই পড়ে আছি! হেরিকেন et al! ভাগ্যিস রেড়ির তেলের শেজবাতি নয়।
    --
    দে
    ভুতো ও বুনানকে লইয়া আমার কোনও সমস্যা নাই, উহাদের দুধে আফিম মিশাইয়া দিব! ( উৎকৃষ্ট মদ্যে ইহারা টু ফ্যাঁ করে না)।
  • dukhe | ০৪ আগস্ট ২০১০ ১৬:২৯ | 122.160.114.85
  • মাওরা কি অস্বীকার করেছে ?
  • de | ০৪ আগস্ট ২০১০ ১৬:১১ | 59.163.30.2
  • ঃ))
  • Raj | ০৪ আগস্ট ২০১০ ১৫:৪৯ | 202.79.203.59
  • দে আপনি ঠিকই শুনেছেন ; তাও বল্লুম কারণ ওনারা পোষ্টার না দেওয়া পর্যন্ত দোষ দেওয়া নাকি বারণ , জ্ঞানেশ্বরীর সময় তাই তো বলেছিল সব
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত