এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১১ আগস্ট ২০১০ ১৫:৩৮ | 216.52.215.232
  • আমার এতদিনে গলা খুশখুশ চোখ ছলছল এসব শুরু হয়েছে। আসিতেছে, সে আসিতেছে।
  • Samik | ১১ আগস্ট ২০১০ ১৫:২৭ | 12.191.136.2
  • রাজ, ভালো আছি। গেঁড়িকে দেখাশোনা কত্তে ঘরেত্থেকে আপিস আজও।
  • kc | ১১ আগস্ট ২০১০ ১৫:০৮ | 194.126.37.76
  • 'সে' টা হল গিয়ে টিম্ভাই। 'কে'টা যে কে সেটা বুয়েছি। আরএকটু বুয়ে নিই, তাপ্পর।
  • Raj | ১১ আগস্ট ২০১০ ১৫:০৭ | 202.79.203.59
  • শমীক শরীর ক্যামন ?
  • Samik | ১১ আগস্ট ২০১০ ১৪:৫৩ | 12.191.136.2
  • কী কে-লো!

    পুরো glowবাল কেস।
  • til | ১১ আগস্ট ২০১০ ১৪:৪০ | 220.253.188.158
  • দে'দি হলোটা কি, আপনারও ভাল্লাগেনার bug ধরেছে?
  • ke | ১১ আগস্ট ২০১০ ১৪:২৯ | 220.227.148.193
  • প্রত্থমে দেখতে হইবে কে টা কে নয় ! অর্থাৎ k not is equal to k 9!

    তাপ্পর, দেখুম গে কে টা হতে পারে।

    তাপ্পর কে টা কে হতে গিয়ে হচ্ছে না।

    তাপ্পর....

    বাকিটা নিজে নিজে....
  • Samik | ১১ আগস্ট ২০১০ ১৪:২৫ | 12.191.136.2
  • Sags,

    গুচ ইউনিকোডে দেখতে হলে পাতার একদম ওপরে Unicode version-এ ক্লিক করুন।
  • Samik | ১১ আগস্ট ২০১০ ১৪:২৪ | 12.191.136.2
  • এই কে-টা কে?
  • de | ১১ আগস্ট ২০১০ ১৪:১১ | 203.199.33.2
  • ধুত্তেরি, ভাল্লাগেনা!
  • ke | ১১ আগস্ট ২০১০ ১২:৫২ | 220.227.148.193
  • আমি যদি সে হই তো কে হবে সে
    কথার পিছনে কথা পিছু হেঁটেছে !!
  • ke | ১১ আগস্ট ২০১০ ১২:৪৯ | 220.227.148.193
  • আমি ই বা কে?
  • se | ১১ আগস্ট ২০১০ ০৫:১৬ | 173.163.204.9
  • কে আমি? আমিই সে। সে কে? কে সে? যদিও কে কে বল্লে হবেনা।
  • zzo | ১১ আগস্ট ২০১০ ০৩:০৬ | 151.141.84.171
  • ke aami? keu balate paarlo naa????
  • aka | ১১ আগস্ট ২০১০ ০১:০৬ | 168.26.215.13
  • কার কিডনিতে লাম্প হয়েছে?
  • Sags | ১১ আগস্ট ২০১০ ০০:০৯ | 122.169.30.67
  • ইউনিকোড নিয়ে একগাদা আলোচনা হয়েছিলো। কি করে চালাবো, গুচ দেখতে চাই ইউনিকোডে।
  • lcm | ১১ আগস্ট ২০১০ ০০:০৩ | 128.48.7.101
  • কিন্তু আই-এর শান্তিনিকেতন-এর ছবি তো দেখা গেল না।
  • pi | ১০ আগস্ট ২০১০ ২৩:৫৫ | 128.231.22.87
  • কিডনিতে লাম্প হবার মানে কি ?
  • aka | ১০ আগস্ট ২০১০ ২২:৪৯ | 168.26.215.13
  • বিগ আই, ইমেল করিয়াছি, সময় করে একটু উত্তর দিও।
  • lcm | ১০ আগস্ট ২০১০ ২২:৪৮ | 128.48.7.101
  • না, কঠিন কোথায়? গুগল করতেই বেরোল
    AAMI=Association for the Advancement of Medical Instrumentation
  • I | ১০ আগস্ট ২০১০ ২২:৪১ | 59.93.201.236
  • বড্ড কঠিন প্রশ্ন।
  • zo | ১০ আগস্ট ২০১০ ২২:৩৮ | 151.141.84.171
  • aami ke? ke aami?
  • I | ১০ আগস্ট ২০১০ ২২:৩৭ | 59.93.201.236
  • পাইয়ের সঙ্গে কিসব জানি কথা ছিল।
  • pi | ১০ আগস্ট ২০১০ ২০:৫১ | 72.83.85.10
  • টিমকে কি কিছু মশা আউটসোর্স করবো নাকি ?
    ভালো কথা লামাদা, মশারিয়া নামের ব্যুৎপত্তি কি ?
  • Jay | ১০ আগস্ট ২০১০ ১৮:১৪ | 90.200.14.226
  • রবিন হুডের দেশে। পিপি, এদিক পনে এলে নটিংঅহ্যামে পায়ের ধুলো অবিশ্যি দেবেন। ধরে বেঁধে স্বাত্তিক বাঙালী খানা খাওয়াতে পারি
  • quark | ১০ আগস্ট ২০১০ ১৮:০৯ | 202.141.148.99
  • গেম অফ ক্রিকেট ঃ নিউজিল্যান্ড ২৮/৩ থেকে ২১৮/৪ হয়ে ২৮৮ তে শেষ।
  • pipi | ১০ আগস্ট ২০১০ ১৭:২২ | 78.52.236.41
  • আচ্ছ, জয় আপনি থাকেন কোথায়? এই প্রশ্নটা কিলবিল করছে মনে বেশ বহুদিন।
  • Jay | ১০ আগস্ট ২০১০ ১৬:৫০ | 90.200.14.226
  • পড়ে পাওয়া চোদ্দ আনা সাতদিনের ছুটী। বউ বাচ্চা দেশে। বেলা বারোটা। বিছানা ছাড়িনি। ল্যাপটপে একটার পর একটা সিনেমা দেখে চলেছি। বোর হলেই পোচ্চুর হিমু স্টকে। হাত বাড়িয়ে দুটো আমন্ড ক্রয়শঁ খেলুম। প্রতিবেশী জার্মান বুড়িকে কাল এ এন্ড ইতে ভর্তি করে এসেছিলাম। ভালো আছে। তার মেয়ে, স্থানীয় ভিকার কৃতজ্ঞতা জানিয়ে চিকেন-মাশরুম স্যুপ (রাশিয়ান বইগুলোর বঙ্গানুবাদে- সুরুয়া)দিয়ে গ্যাছে। দুপুরটা সর্টেড। ইস্নিপ্স থেকে ডাউনলোডানো শিবকুমার শর্মা সন্তুরে রাগ কলাবতী ধরেছেন। আঃ কি জীবন!
  • shrabani | ১০ আগস্ট ২০১০ ১৪:৪৮ | 124.30.233.102
  • এবারে ইন্ডিয়ান আইডলে ভালো গাইছে শুনে গতকাল দেখতে বসেছিলাম, যেটা হলো সেটা এই কি অনেককাল পরে প্রোমো দেখে একখান মুভি দেখার ইচ্ছে, পিপলী লাইভ! আর বেশ অনেককাল পরে রঘুবীর যাদবের কথা গান শুনে দারুন লাগল।
  • de | ১০ আগস্ট ২০১০ ১৪:৩১ | 59.163.30.3
  • খন্ড অবসর! তাও আর আজকাল জোটে কই!
  • lcm | ১০ আগস্ট ২০১০ ১৩:৫৫ | 69.236.174.238
  • কোথায়? ছিলাম তো, আশেপাশেই।
    ল্যাদ খেয়ে গেছিলাম, ল্যাদোষ তো - ল্যাদ-এর দোষ...
  • kc | ১০ আগস্ট ২০১০ ১৩:৫১ | 194.126.37.76
  • ল্যাদোষদা, গায়েব ছিলেন কেন?
  • lcm | ১০ আগস্ট ২০১০ ১৩:৩৭ | 69.236.174.238
  • অখন্ড অবসর ভালো না, ছোট ছোট পিস্‌ করে নিলে ভালো, কাটা পোনার মতন, দামে অবশ্য একটু বেশী হয়...
    অখন্ড বইও ভালো না, খুব ভারী হয়...
  • de | ১০ আগস্ট ২০১০ ১৩:৩৩ | 59.163.30.3
  • ঠিক হ্যায়! দেখবো!
    অখন্ড অবসর খুব ভালো জিনিস -- অনেক হিংসে রইলো!
  • r.h | ১০ আগস্ট ২০১০ ১৩:২৫ | 203.99.212.53
  • পিকাসায় সুকন্যার অ্যালবামে তুলে দিয়েছি

    আর আমি আর ব্যাস্ত কোথায়, স্ত্রী কন্যা আগরতলায়, আমার তো অখন্ড অবসর ঃ)
  • de | ১০ আগস্ট ২০১০ ১৩:২১ | 59.163.30.3
  • মা-টাই কেবল বাদ গেলো?

    শরণ্যার বেড়ে ওঠার আপডেট কই? নাকি বাবা-মা এতো ব্যস্ত যে ছবি তোলার সময় নাই!
  • r.huto | ১০ আগস্ট ২০১০ ১৩:১৭ | 203.99.212.53
  • প্যাঁচাশিল্পী হিসেবে মাটি শ্রেণীতে আমাকে চাকরী দেওয়া হোক। অথবা সমাজসচেতন কবি হিসেবে মানুষ শ্রেণীতে।
  • pipi | ১০ আগস্ট ২০১০ ১৩:১১ | 78.52.236.41
  • আবাপ'র লাল নীল প্রতিবেদনে দিদির - "স্কুল চান স্কুল দেব, কলেজ চান কলেজ দেব, হাসপাতাল চান হাসপাতাল দেব' পড়ে থেকে অবধি হাসিটা কোথায় রাখব বুঝতে পারছি না।
    মাছ কাটলে মুড়ো দেব
    ধান ভানলে কুঁড়ো দেব
    কেলে গরুর দুধ দেব
    ....
    ....
    আর কি দেব? আর কি দেব?
  • Samik | ১০ আগস্ট ২০১০ ১২:৪৬ | 12.191.136.2
  • হুঁ, মধ্যে মুখে স্মিত হাসি নিয়ে ঈষৎ মাথা ওপর নিচ।
  • quark | ১০ আগস্ট ২০১০ ১২:২৭ | 202.141.148.99
  • আরেকটা পয়েন্ট! এই যে চারটে "সন্ত্রাস তুমি ...." এর দুটো ডানদিকে ঘুরে, তারপর মাইক ধরে বাঁদিকে ঘুরে বাকি দুটো।
  • de | ১০ আগস্ট ২০১০ ১২:২২ | 59.163.30.3
  • ভদ্রমহিলা কমন নিতে জানেন না -- আবার রেকারিং এর এক্ষপার্ট -- কি ঝামেলা!

    শমীকের দৌলতে দারুণ একটা কমেϾট্র শোনা হলো ঃ))

    লামা,
    এটা বালামুরুগণ শুরু করে শেষ না করার পাপে হলো ঃ))
    এবার কি এট্টু এগোতে পারে গল্পোটা?
  • quark | ১০ আগস্ট ২০১০ ১২:২২ | 202.141.148.99
  • এই যাঃ! উত্তেজনায় সেমসাইড তো!
  • Samik | ১০ আগস্ট ২০১০ ১২:১৭ | 12.191.136.2
  • তারপরে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে নেত্রীর সে কী আবেদন!!

    "আমি তৃণমূলের সমস্ত সমর্থকদের বলছি, আপনারা খুন করবেন না। সন্ত্রাস দিয়ে শান্তি আসে না। আপনারা খুন করবেন না। খুন করবেন না।'
  • Samik | ১০ আগস্ট ২০১০ ১২:১১ | 12.191.136.2
  • না, এমনতরো বলে থাকেন, বিমান বসুও।

    কালকের ভাষণের শুরুতে মমতা কালকের দিনের তাৎপর্যও বুঝিয়েছেন।

    "আপনারা জানেন, আজকের দিনটা কী? ... আমাদের যে স্বাধীনতার আন্দোলন, সেই আন্দোলনে মোহাৎমা গান্ধীও একটি আন্দোলন করেছিলেন। তার নাম, ভারত ছাড়ো আন্দোলন। তিনি বলেছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে (শুদ্ধ বাংলা অ-কার দিয়ে), তিনি বলেছিলেন, ডু অর ডাই, তিনি বলেছিলেন, ইংরেজ তুমি ভারত ছাড়ো। আজ সেই আন্দোলনের পুণ্য ব্লা ব্লা ব্লা .... আমরাও বলছি, সিপিয়েম তুমি বাংলা ছাড়ো, সন্ত্রাস তুমি ভারত ছাড়ো, সন্ত্রাস তুমি লালগড় ছাড়ো ...
  • quark | ১০ আগস্ট ২০১০ ১২:০১ | 202.141.148.99
  • এই ধ্বনির পেছনে প্রতিধবনিটা টিপিক্যাল মমতা স্টাইল। যেমন একবার বললেন - "সন্ত্রাস তুমি বাংলা ছাড়ো" (মাহাত্মা গান্ধীর পর এই বোধহয় প্রথম), কিন্তু সেখানেই থামলেন না - "সন্ত্রাস তুমি লালগড় ছাড়ো, সন্ত্রাস তুমি গড়বেতা ছাড়ো, সন্ত্রাস তুমি কেশপুর ছাড়ো .......", পৌনপুনিক এর মত চলতেই থাকলো, হাততালি চরমে ওঠা পর্যন্ত।
  • Samik | ১০ আগস্ট ২০১০ ১১:৫৪ | 12.191.136.2
  • কালকে আরেক পিস খোরাক তো লেখা হয় নি। খবরে সবাই দেখে নিয়েছে অবশ্য।

    ভাষণের শেষের দিকে মমতা বাড় খেয়ে দাবি করছেন, শুধু লালগড়েই শেষ নয় এ সভা। এমন সভা মেদিনীপুরের জায়গায় জায়গায় হবে। তিনি বলছেন ঃ

    আমরা এর পর তমলুকে যাবো (জনতার উল্লাস), গড়বেতায় যাবো (উল্লাস), কেশপুরে যাবো (উল্লাস), চমকাইতলায় যাবো (উল্লাস) ... পেছন থেকে অ্যাংকর শিশির আর থাকতে না-পেরে মাইক তুলে বল্লেন ঃ আশ্বাসনের ভঙ্গীতে, "যাবো-যাবো।'
  • Samik | ১০ আগস্ট ২০১০ ১১:৪৩ | 12.191.136.2
  • পোতিক্রিয়াও অবশ্য কাল দিয়ে দিয়েছে। যাউক গিয়া।
  • quark | ১০ আগস্ট ২০১০ ১১:২২ | 202.141.148.99
  • তা যেসব ডিওডোরান্টের অ্যাড দেখায় টিভিতে (এক্স এফেক্ট ইত্যাদি), তার দুটো কৌটো যদি খালি হয়ে থাকে রাতে, খাট আর কত লোড নেবে?
  • Arpan | ১০ আগস্ট ২০১০ ১১:১৮ | 204.138.240.254
  • হুঁ, আমি ছড়িয়েছি। অন্য লিংটা দেব বলে এইটা দিয়ে ফেলেছি। আজকে ইনফোসিস প্রতিক্রিয়া জানিয়েছে।

    পুরোটাই অবশ্য "দি আনবিয়ারেবল ফাজিনেস ..." এই টইটাতে যাবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত