আমি কয়েকজনের কাছে খুব বাজে ফিডব্যাক পেলুম। ট্রেলর টা তো দেখে আমার ও দেখার তেমন ইচ্ছে নাই ঃ(
আর হ্যাঁ, এখানে কে যেন ম্যাডলি বেঙ্গলি রেকো করেছিলো ? তাকে খুঁজছি ! :x
sinfaut | ১৯ আগস্ট ২০১০ ২৩:১৯ | 117.194.209.174
এই তো আমার শ্রেষ্ঠ জামা, ছিঁড়ছি, ছিঁড়ব শেষ বোতাম...:P
sinfaut | ১৯ আগস্ট ২০১০ ২৩:১৭ | 117.194.209.174
বউ দেখেছে, বললো ভালো হয়েছে।
Ishan | ১৯ আগস্ট ২০১০ ২৩:০৩ | 122.161.164.192
ব্যোমকেশ বক্সী দেকেচো? এনিবাডি?
M | ১৯ আগস্ট ২০১০ ২১:০১ | 59.93.194.12
আজ পাষন্ড পন্ডিত দেখে এট্টুস মন খারাপ হয়ে গেসলো, কিন্তু ডিগ তানা দেখে আবার ভালো হয়ে গেছে।এখন আপ শেষ হলো। আইস এজ চলছে। ছেলের কি অসমান্য ধৈর্য্য।(উফ স্পেলিংটা কি?)
M | ১৯ আগস্ট ২০১০ ২০:৫৭ | 59.93.194.12
আসবে।
M | ১৯ আগস্ট ২০১০ ২০:৫৭ | 59.93.194.12
হুম! যথারীতি আজও একা একা ভাটাবো , তাপ্পর ঘুনু করতে যাবো। তখন সব আড্ডা দিতে আস্বে। যাকগে....
M | ১৯ আগস্ট ২০১০ ২০:৫৫ | 59.93.194.12
আজ আমার এক বান্ধবীর একটা কুঁচি পুঁচি মেয়ে হলো, চটকে পটকে একশা করবো, ভাবতেই ভালো লাগছে, আসলে আমাদের কুঁচোগুলো সব বড় হয়ে গেলো, এমনকি ওর প্রথমটাও, অনেকদিন পর আবার একটা কুঁচি, ভাবতেই ভালো লাগছে।
M | ১৯ আগস্ট ২০১০ ২০:৪৬ | 59.93.194.12
ডিগ তানা ডিগ , ডিগ তানা..........
M | ১৯ আগস্ট ২০১০ ২০:৪৫ | 59.93.194.12
এক জায়গায় আমার একের পর এক নির্দোষ পোষ্ট গায়েব হয়ে যাচ্ছে, আমায় ক্যামন ত্যাজ্য করে দিয়েছে।ঃ(
zanti | ১৯ আগস্ট ২০১০ ২০:০৯ | 151.141.84.171
রাজা রাজা রাজা আজা আজা আজা খাজা খাজা খাজা গাঁজা গাঁজা গাঁজা।
আরেকটু চাইলে জাজাবাজা কিবা ঝাঁঝা পর্যন্ত আনা যায়!
দেখুন রাজা দিয়া তালছন্দমিলের যারে কয় গিয়া ত্র্যহস্পর্শ! তবু আপনেরা রাজা রে খেদান!!!তাচ্চেয়ে হুতো আপনে চাট্টি ছড়া লিখেন। :-)
r.h | ১৯ আগস্ট ২০১০ ১৯:৩৭ | 203.99.212.54
তাও আবার অর্বাচীন রাজা। গুরুগৃহে পজ্জন্ত যায়নি, কালেজে পড়েছে।
হুশ হুশ।
Arpan | ১৯ আগস্ট ২০১০ ১৯:০৫ | 216.52.215.232
এইসব রাজা-ফাজা এসে গুরুর চরিত্র নষ্ট করছে।
Samik | ১৯ আগস্ট ২০১০ ১৮:৫৮ | 121.242.177.19
রাজা এতক্ষণে চুপ করেছে। ঃ-)
byaang | ১৯ আগস্ট ২০১০ ১৮:২১ | 122.172.54.251
দেফুর নাম আমি আগে করেছি। আমি ফাস্ট, আমি ফাস্ট।
Samik | ১৯ আগস্ট ২০১০ ১৮:১৯ | 121.242.177.19
এ পাব্লিক দেফু না হয়ে যায় না। আমি এইবার শিওর।
Samik | ১৯ আগস্ট ২০১০ ১৮:১৮ | 121.242.177.19
অবিশ্যি রাজদীব হাগজের খোঁজ করেছে। সে তো বিগ বাজার স্পেন্সার সর্বত্রই পাবে।
sobuj dweeper raja | ১৯ আগস্ট ২০১০ ১৮:১৭ | 203.196.143.162
নাঃ। লুপ্তকেশ নই। তবে কিনা মস্তিষ্কে সারপদার্থও বিশেষ নেই, তাই কেশঘনত্বও খুব বেশি নয়।
তোমার দৈনিক কাগজওলাকে বললেই সে এনে দেবে বাংলা কাগজ ম্যাগাজিন। দিল্লি থেকে এখন বোধ হয় শুধুমাত্র বাংলা স্টেটসম্যান ছাপা হয়। ভুলও বলে থাকতে পারি। তবে আবাপ আর ছাপা হয় না। তবে দেশ সানন্দা সুখী গৃহকোণ সাপ্তাহিক বর্তমান এসব কোনও না কোনও পাড়ার মোড়ের ম্যাগাজিন কর্ণারে পেয়ে যাবে।
আমি গুরগাঁও তেমন চিনি না। দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক তো আছেই, আর মুনিরকাতে একটা বাঙালি দোকান আছে, তারা যে কোনও বাংলা বই কলকাতা থেকে দরকার হলে আনিয়ে হোম ডেলিভারি করে দেয়। এবারের দেশ পত্রিকাতেও তাদের অ্যাড আছে। আমি আজ রাতে তাদের ডিটেল্স পাঠিয়ে দেব।
ইয়ে, সবুজ দ্বীপের রাজাটা কি তা হলে ন্যাড়াদা?
Raj | ১৯ আগস্ট ২০১০ ১৮:০৬ | 202.79.203.59
ফাটাফাটি সোর্স!! খোঁজ নিয়ে দেখবো, থ্যাঙ্কু
byaang | ১৯ আগস্ট ২০১০ ১৭:৫৯ | 122.172.54.251
রাজকোতোয়াল, ডিএলএফে রিজেন্সি পার্ক ওয়ানের সামনে নীড্স বলে একটা দোকান ছিল, তারা ২০০৩-২০০৪ নাগাদ আনন্দবাজার পত্রিকা, দেশ, সানন্দা, অনন্দলোক রাখতো। এখন রাখে কিনা জানি না, খোঁজ করে দেখতে পারো।
Raj | ১৯ আগস্ট ২০১০ ১৭:৫২ | 202.79.203.59
শমীক এন সি আরে বাংলা হাগজ -ম্যাগাজিন সাপ্লায়ার কিছু আছে ? সন্ধান থাকলে জানিও
Raj | ১৯ আগস্ট ২০১০ ১৭:৪৯ | 202.79.203.59
আজ্ঞে যুদ্ধু করতে গেছিলুম যে
byaang | ১৯ আগস্ট ২০১০ ১৭:৪৮ | 122.172.54.251
রাজকোতোয়াল, আগের সেমেই এই প্রশ্নটা এক্সপ্লেন করা হয়ে গেছে। তখন ঘুমোচ্ছিলে নাকি!?
Raj | ১৯ আগস্ট ২০১০ ১৭:৪০ | 202.79.203.59
তার আগে ব্যাঙ ১০০ শব্দের মধ্যে লিখ "এই রূপ ছদ্মনাম লইলে ক্যানো ? " আপকা সময় শুরু হোতা আব ....
byaang | ১৯ আগস্ট ২০১০ ১৭:৩৮ | 122.172.54.251
দেফুখোকা রাজা হয়ে বসেছে নাকি!
kc | ১৯ আগস্ট ২০১০ ১৭:৩৭ | 194.126.37.76
পিআইডব্লুবি আর ক্যালকমের আইডিয়া না থাগলে এনারে চিনিবেন্না।
byaang | ১৯ আগস্ট ২০১০ ১৭:৩১ | 122.172.54.251
আম্মো এটাই লিখতে যাচ্ছিলাম যে মনে হচ্ছে এ রাজার মাথায় চুল নেই। প্রমাণ হোলো আমি আর দে দুজনেই মহান মহিলা।
de | ১৯ আগস্ট ২০১০ ১৭:৩০ | 59.163.30.4
ন্যাড়াবাবু নাকি?
kc | ১৯ আগস্ট ২০১০ ১৭:২৩ | 194.126.37.76
রাজা তুমি নিজেই বলদেখি?
Arpan | ১৯ আগস্ট ২০১০ ১৭:২১ | 204.138.240.254
নাঃ, এ ছোঁড়া কি আর কী-এর তফাৎ জানে।
কে হয়ে পারে? কে হতে পারে?
byaang | ১৯ আগস্ট ২০১০ ১৭:১৯ | 122.172.54.251
কারাগারে নিক্ষেপ করবি বুঝি! তার আগেই তোরই রাজদণ্ড দিয়ে তোকেই যদি ঘা কতক বসিয়ে তোর রাজাগিরি ছুটিয়ে না দিয়েছি, তো কি বলেছি!
byaang | ১৯ আগস্ট ২০১০ ১৭:১৬ | 122.172.54.251
দে, চিন্তা কোরো না, আমি আছি। যেই এট্টুক কাজাতে গেছি, অমনি মেল শভিনিসমের ফোয়ারা ছুটিয়ে দিয়েছে আকাট ছোঁড়াগুলো।
sobuj dweeper raja | ১৯ আগস্ট ২০১০ ১৭:১৬ | 203.196.143.162
ঔদ্ধত্য ভালো জিনিস নয় সুচেতনাদেবী! রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলে রাজার হাতেও রাজদন্ড থাকে, দেবে কারাগারে নিক্ষেপ করে।
আর সবুজ দ্বীপের রাজা মুকুটহীন রাজা, তার মুকুট ভাঙলে কী হয় জানো তো? এগরোলে শুধুই পেঁয়াজ পাবে, শসা পাবে না।
de | ১৯ আগস্ট ২০১০ ১৭:১২ | 59.163.30.4
যাক! ব্যাং এয়েছে! নিশ্চিন্দি!
de | ১৯ আগস্ট ২০১০ ১৭:১১ | 59.163.30.4
দাও তো মুকুটটা আছড়ে ভেঙ্গে!
byaang | ১৯ আগস্ট ২০১০ ১৭:১০ | 122.172.54.251
আর রাজ কোতোয়াল, এক্ষুনি ১২০শব্দের মধ্যে বুঝিয়ে বল, রানীতন্ত্রের থেকে রাজতন্ত্র কিসে ভালো হোলো?
byaang | ১৯ আগস্ট ২০১০ ১৭:০৯ | 122.172.54.251
অ্যাই রাজা নিজের নাম বলবি কি বলবি নি??? তোর কলেজের নাম কে জানতে চেয়েছে র্যা!
sobuj dweeper raja | ১৯ আগস্ট ২০১০ ১৭:০৪ | 203.196.143.162
রাজ বলে দিয়েছে তো!
Raj | ১৯ আগস্ট ২০১০ ১৭:০১ | 202.79.203.59
আঃ বলে দিলুম তো !
kc | ১৯ আগস্ট ২০১০ ১৭:০০ | 194.126.37.76
কোন কালেজ?
sobuj dweeper raja | ১৯ আগস্ট ২০১০ ১৬:৫৬ | 203.196.143.162
কেসি, কী প্রশ্ন ছিল যেন?
রাজ, তুমি মোর পাও নাই পরিচয়, তুমি যারে জানো, সে যে কেহ নয়।
santanu | ১৯ আগস্ট ২০১০ ১৬:৫৩ | 82.112.6.2
এইবার কলকাতায় কাজী নজরুলের এক দুরের বংশধর এর সাথে এক পার্টিতে আলাপ হলো। বেশ জমাটি লোক, একদিন সপরিবারে আমাদের বাড়ি ঘুরে গেলেন আর তারপর একদিন আমরাও ওনার বাড়ি গেলাম। ওনার কাছে দেখলাম তিনটে রবীন্দ্রনাথের হাতে লেখা চিঠি ইত্যাদি। মদের ও ভালো ভালো কালেকসন আছে, তবে উনি খেতে পটু, ঢালাঢালিতে নয়। সেটা আমাকেই করতে হচ্ছিল। একবার গ্লাস ভরে এনে শুনি, ওনার স্ত্রী হালকা কমপ্লেন করছেন। কি রকম!
ও হরি, সেই কমপ্লেন শুনতে গিয়ে প্রথম মাথায় এলো, আরে এনারা তো কাজী নজরুলের এর বংশধর, মুসলমান তো। ওনার স্ত্রী হিন্দু এবং ঘরে দিব্বি টুকটাক পুজো টুজো করেন। বেশ, তা কমপ্লেন কিসের? ওনার ছেলে এবার ছুটিতে বাংলাদেশ গেসলো অন্য আত্মীয়দের বাড়ি, কিছু আত্মীয় ছেলের খুব কষে মগজধোলাই করেছে, দিনে একবার অন্তত কোরাণ পড়তে বলেছে, আর বলেছে ওর মায়ের এই পুজোপাঠ থেকে শত হস্ত দুরে থাকতে। বাপের এসব পাট নাই, ছেলে কনফিউস্ড, মা গেছে খচে।
kc | ১৯ আগস্ট ২০১০ ১৬:৫১ | 194.126.37.76
রাজামশাই আমার কোচ্চেনটার উত্তর দিলেন্নাযে!!! ঃ-(
Arpan | ১৯ আগস্ট ২০১০ ১৬:৪৩ | 216.52.215.232
* জারি
de | ১৯ আগস্ট ২০১০ ১৬:৪৩ | 59.163.30.4
রাজারা ষড়রিপুর উর্দ্ধে -- লালুপ্রসাদ, নিতীশকুমার, মধুকোড়া, কালমাডি -- নাম বলতে গেলে গুচর পাতা শেষ হবে না!
Raj | ১৯ আগস্ট ২০১০ ১৬:৪২ | 202.79.203.59
সে আপুনি উর্দ্ধে-নিম্নে যেহানেই থাকুন মহারাজ ...পরিচয় এক্কেরে কিচ্ছু খোলসা করবেন না
Arpan | ১৯ আগস্ট ২০১০ ১৬:৪২ | 216.52.215.232
ঐভাবে বলবেন না কমরেড। জনমত সংগঠিত করছি। অসংগঠিত বিভ্রান্ত জনগণের মুখে ভাষা (হাতে খ্যাংরা) জোগানোর এই সাংগ্রামী প্রয়াস জারী থাকছে, থাকবে।
ঃ-)
aka | ১৯ আগস্ট ২০১০ ১৬:৪২ | 24.42.203.194
কাল থেকে একটু নরম মনোভাব দেখাচ্ছি বলে যে যা পারছে বলছে। আচ্ছা দেখছি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন