এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ২৪ আগস্ট ২০১০ ০০:২৪ | 89.203.49.18
  • রোকেয়াবিবি, চলবে চলবে, দৌড়বেও।
  • aka | ২৪ আগস্ট ২০১০ ০০:১৯ | 168.26.215.13
  • অ্যাবাকাসে কি হয়? আর কেসি মাইরি মুখ দেখাতে দেবে না। এখানে বাঘা বাঘা অংক বিশারদরা পর্দার পেছনে রয়েছে। আর সেখানে কিনা। আমি নিতান্তই রাস্তার অতি চালাক।
  • rokeyaa | ২৪ আগস্ট ২০১০ ০০:০৬ | 203.110.246.22
  • শিশুকালে আমাকেও অংকে উৎসাহ দেওয়ার জন্য প্রচুর কসরৎ করানো হয়েছিলো, শিশু হিসেবে আমার ফিডব্যাক চলবে?
  • kc | ২৪ আগস্ট ২০১০ ০০:০১ | 89.203.49.18
  • আমার বেতালবাবু, বেতালগিন্নি, এবং অভ্যুদয়ের কাছে একখান কোশ্নো আছে, আজকাল চারিদিকে অ্যাবাকাস বলে একধরণের স্কুল হচ্ছে, এরা বাচ্চাদের অঙ্কতে ইন্টারেস্ট বানায় নাকি! কোনও ফিড ব্যাক আছে আপনাদের কাছে? আপনাদের কাছে জিগালাম কারণ আপনারা আমার জানা অঙ্ক বিশারদ, গুরুতে। বেতালগিন্নি শিশুমন নিয়ে চিন্তাভাবনাও করেন।
    অন্য কারুর যদি অভিজ্ঞতা থাকে তাহলে শেয়ার করুন।
  • betaal | ২৩ আগস্ট ২০১০ ২৩:৫৩ | 168.26.215.13
  • আর ঝাড়পিট না হলে বেতাল প্রশ্ন করবে কেমনে?
  • betaal | ২৩ আগস্ট ২০১০ ২৩:৫২ | 168.26.215.13
  • গপ্পে এমনই হয়, কিছু লোক ভালো, নায়ক, প্রেমিক, আর কিছু লোক ভিলেন, নইলে ঝাড়পিট হবে কেমনে?
  • pi | ২৩ আগস্ট ২০১০ ২৩:৪৪ | 128.231.22.87
  • এই যে বেতালবাবু, ভিলেনকে কেন প্রেমিক বলে ধরা হচ্ছে না ?
  • Samik | ২৩ আগস্ট ২০১০ ২৩:৪০ | 122.162.75.188
  • আমায় চাগ্রি দেবে। ইয়ো-হো-হো ...
  • Samik | ২৩ আগস্ট ২০১০ ২৩:৪০ | 122.162.75.188
  • আবার আপিস খুললে রাজার সভা বসবে ঃ-) আর সব নকলগুলোকে তিনদিনের জেল আর সাতদিনের ফাঁসি দেবে। ঃ-))
  • betaal | ২৩ আগস্ট ২০১০ ২৩:৩৫ | 168.26.215.13
  • এক কোশ্চেনে সব রাজা উধাও। এমন করলে ইতিহাসে নাম তুলবে কেমন করে শুনি?

    রাজারা ভেগে গেল, এখন পাইয়ের প্রশ্ন শুনি।
  • pi | ২৩ আগস্ট ২০১০ ২২:২৬ | 128.231.22.87
  • বেতালের কাছে কোশ্চেন হ্যাজ।
  • betaal | ২৩ আগস্ট ২০১০ ২১:৫২ | 168.26.215.13
  • এক ছিল মেয়ে, আর তিন তার প্রেমিক। তিনজনেই মেয়েকে বিয়ে করতে চায়। কিন্তু হল কি এক ভিলেন এসে মেয়েকে উঠিয়ে নিয়ে গেল। কিন্তু তিন প্রেমিকও খুব বীর। একজনের ছিল গাড়ি, একজনের জিপিএস, আর একজনের বন্দুক। তিনজনে মিলে গাড়ি চালিয়ে, জিপিএসের সাহায্যে, বন্দুক চালিয়ে উদ্ধার করল মেয়েকে। এবারে আসল রাজা বলুক দেখি মেয়ে কার গলায় বরমালা দেবে। যার গাড়ি ছিল সে ছিল কবি, যার জিপিএস ছিল সে ছিল শিল্পী আর অন্যজন ছিল পাড়ার লোফার কিন্তু হেব্বি বীর টাইপ। উত্তর জেনেও যদি আসল রাজা না দেয় তাহলে তার মাথা ফেটে চৌচির হয়ে যাবে।
  • kc | ২৩ আগস্ট ২০১০ ২১:৪৯ | 89.203.49.18
  • টিম্ভাইএরও সবুজ দ্বীপের রাজা হওয়ার শখ চেগেছে বুঝি?
    কলকাতার জালি রাজাকে কালোপতাকা।
  • natun raajaa | ২৩ আগস্ট ২০১০ ২০:৫৫ | 117.194.201.236
  • এই অপদার্থ ল্যাদখেকো রাজা, যে রাখিপুর্ণিমাতেও ছুটি চায়, তাকে সরিয়ে নতুন রাজার অভিষেক হোক। ভ্যালেন্টাইন দিবস ছাড়া কদাপি ছুটি নেব না - রাজ্যবাসীর কাছে নতুন রাজার দৃঢ় অঙ্গীকার।
  • sabuj dweeper raajaa | ২৩ আগস্ট ২০১০ ২০:৪৮ | 198.82.22.225
  • আপনারা শান্ত হোন। রাজ্যের এই ঘোর দূর্বিপাকে আসল রাজা আত্মপ্রকাশ করতে বাধ্য হচ্ছেন। পুরোনো দুইজন সিংহাসনলোভী, ওদের যাথাযোগ্য শাস্তি ও পুনর্বাসন হবে। তারপর আমি আবার সন্ন্যাস নেবো। শীঘ্রই জল্লাদ আসছে। কখন কে কাজে লেগে যায়, বলা যায়না.....
  • pi | ২৩ আগস্ট ২০১০ ২০:০৩ | 72.83.80.105
  • ঃ))

    কিন্তু ডালিম হজমি , সেই বা কৈ গ্যালো ? ডালিম কুমারের তো আর মা বাপ ছেলে পিলে কেউ বাজারে হাজির হন নি !
  • rokeyaa | ২৩ আগস্ট ২০১০ ১৯:৪৫ | 203.110.246.25
  • এখন তো টুনির মা আছে!
  • Samik | ২৩ আগস্ট ২০১০ ১৮:৫৭ | 121.242.177.19
  • নাহ্‌, সেই কাঠের চেয়ারেরা আজ বিলুপ্ত।

    কিছু জিনিস চিরদিনের মত বোধ হয় চলে গেল। গেলবারের পুজোর সময়ে লিখেছিলাম। যেমন চামড়ার ছাউনি-ওলা ঢাক। এখন সব ঢাক আসছে ফাইবারের ছাউনি। মেকানিকাল সাউন্ড বেরোচ্ছে। যেমন টুনিলাইট। গতবার তো সমস্ত পুজোয় দেখলাম এলইডি জ্বলছে, কোত্থাও টুনি নেই।
  • Arpan | ২৩ আগস্ট ২০১০ ১৮:৫৪ | 216.52.215.232
  • স্টৈকও ইংল্যান্ড ক্রিকেট দলে যোগ দিয়েছে। নাকি কাল অমন একটা পেনাল্টি মিস করে শোকে মূহ্যমান?
  • pi | ২৩ আগস্ট ২০১০ ১৮:৩৮ | 72.83.80.105
  • এই জো রাজামশায়। আপনার জগৎ ব্যাপী প্রজাদের বৃহদংশ ই তো কাল কর্মরত থাকবে। তাইলে আপনি ছুটি নেবেন কেং কোয়ে ? ভারি ফাঁকিবাজ রাজা তো !
  • pi | ২৩ আগস্ট ২০১০ ১৮:৩৬ | 72.83.80.105
  • কাঠের চেয়ার বলতে মনে পড়লো। ছোটোবেলায় আমাদের মিউজিক্যাল চেয়ার থেকে বিয়েবাড়ি, পুজোর প্যাণ্ডেল,পাড়ার ফাংশন, সবেতেই পাতা থাকতো সেই কাঠের চেয়ার। ফোল্ড করা যেত আর চারটে পা কক্ষণো সমান হতো না।

    কিন্তু গত কয়েক বছর যা দেখেছি, সব ই তো সেই সাদা সাদা নাইলনে বোনা অন্যরকম চেয়ার কিম্বা ঐ নীলকমল না লালকমল মার্কা প্লাস্টিকের চেয়ার।

    কাঠের চেয়ারেরা কি আজো আছে ?
  • Samik | ২৩ আগস্ট ২০১০ ১৮:১৯ | 121.242.177.19
  • এবারে অনেক ছুটি উইকেন্ডে পড়েছে না! তাই কিছু কিছু উল্টোপাল্টা ছুটি দেওয়া আছে। পোঁয়েরোই আগস্ট, দোসরা অক্টোবর, দসেরা, সব উইকেন্ডে পড়ে গ্যাছে।
  • byaang | ২৩ আগস্ট ২০১০ ১৮:১৫ | 122.172.59.115
  • রাখীতে ছুটি!! প্রথমবার শুনলাম। এবার ঘন্টাকর্ণ পুজোতে ছুটি দেওয়াটাই বাকি আছে।
  • Samik | ২৩ আগস্ট ২০১০ ১৮:১২ | 121.242.177.19
  • হুম্‌ম্‌। হাই---লি সাস্‌----পিসাস্‌।

    কাল দিল্লিতে ছুটি। সরকারে আর এইচ, বেসচা-তে সব ছুটি।
  • Arpan | ২৩ আগস্ট ২০১০ ১৭:৫৯ | 204.138.240.254
  • লুরুতে জেনেরালি নেই। তবে কোথাও থাকতেও পারে। কী করে জানব?
  • Samik | ২৩ আগস্ট ২০১০ ১৭:৫৮ | 121.242.177.19
  • তাই কাল সভা বসবে না। তাই তো? হুম্‌ম্‌ ...

    লুরু বা কলকাতায় কি কাল ছুটি আছে?
  • pi | ২৩ আগস্ট ২০১০ ১৭:৫৪ | 72.83.80.105
  • রাখি কাল ? মেরেছে। আমি যে তবে হপ্তা দুয়েক আগেই দাদাকে কার্ড ফার্ড পাঠিয়ে দিলুম। দাদাও তো কিছু বলবে ! ৫ই অগস্ট রাখি ছিল, এটা আমার মাথায় ঢুকলোটা কীকরে ?
  • sobuj dweeper raja | ২৩ আগস্ট ২০১০ ১৭:৫২ | 203.196.143.162
  • রাজার ছুটি হয় না। প্রজাদের কাল ছুটি দেওয়া হয়েছে। তাই ...
  • Samik | ২৩ আগস্ট ২০১০ ১৭:৪২ | 121.242.177.19
  • রাজামশাইয়ের কি কাল সভা বসবে? নাকি কাল রাখির ছুটি?
  • de | ২৩ আগস্ট ২০১০ ১৭:২৭ | 59.163.30.6
  • কেলো-বাবুর লেখার সাথে মিল লাগছে এট্টু -- এ ভুতো হবে না বলেই মনে হয়!
  • sobuj dweeper raja | ২৩ আগস্ট ২০১০ ১৭:২১ | 203.196.143.162
  • এই দেশের চেয়ে বড় মা আর কেউ আছেন?
  • Arpan | ২৩ আগস্ট ২০১০ ১৭:১৯ | 204.138.240.254
  • মানুষের রাজা। মাটিতে বসেন।

    খালি মায়ের দেখা নাই।
  • Samik | ২৩ আগস্ট ২০১০ ১৭:১৬ | 121.242.177.19
  • সে কী? মাটিতেই স-অ-ব করেন? কষ্ট হয় না? ঃ-)
  • sobuj dweeper raja | ২৩ আগস্ট ২০১০ ১৭:১৪ | 203.196.143.162
  • আমি জনসাধারণের রাজা। সাধারণ কাঠের চেয়ারে বসি। মাটিতে বসতে বেশি ভালোবাসি। গদিতে বসি না, গদিতে শুই না।
  • pi | ২৩ আগস্ট ২০১০ ১৭:১০ | 72.83.80.105
  • ইয়ে, আপনার গদি নিয়েও মিউজিক্যাল চেয়ার হয় নাকি?
  • sobuj dweeper raja | ২৩ আগস্ট ২০১০ ১৭:০৭ | 203.196.143.162
  • ঈপ্সিতা, আবার সেই ভুল। ইন্টারনেট প্রোটোকলের ঠিকানা দিল্লি দেখানো মানেই কি আমি দিল্লিতে আছি?

    আমি সর্বত্র বিরাজমান, দিল্লি-পোর্ট ব্লেয়ার-ডেভিড হেয়ার-মিউজিকাল চেয়ার, সর্বত্র আমি আছি। কেবল প্রজাসংযোগের সুবিধার জন্য আমি দিল্লির ব্যান্ডউইড্‌থ বেছে নিয়েছি। তোমাদের দেশের রাজধানী থেকেই সারা ধরাধামে যোগাযোগ রক্ষা করা আমার কাছে বেশি শ্রেয়। আন্দামান তো সুনীল জলরাশির মধ্যে এক ভূখন্ডমাত্র। আমার সবুজ দ্বীপের ব্যাপ্তি তার চেয়ে অনেক, অনেক বেশি।
  • Samik | ২৩ আগস্ট ২০১০ ১৭:০৭ | 121.242.177.19
  • ল্লে প্পঃ
  • sobuj dweeper raja | ২৩ আগস্ট ২০১০ ১৭:০৩ | 203.196.143.162
  • হ্যাঁ শমীক, মন্ত্রীমণ্ডলীর সঙ্গে দীর্ঘ বৈঠক সেরে উঠলাম। রাজসভায় উপদেষ্টার কাজ তো যেমন তেমন নয়, তার ওপরে আমার সভায় উপদেষ্টার চেয়ে উপ-দষ্টার সংখ্যা অনেক বেশি। আমার প্রজাসম্পদা মন্ত্রী (ঐ তোমরা যাকে মানবসম্পদ বলো আর কি) কিছুদিনের মধ্যেই তোমার সমীপে পত্রপ্রেরণ করবেন। বোধ হয় সেপ্টেম্বরের এক কি দুই তারিখেই।

    ততদিন ধৈর্য ধরো।
  • pi | ২৩ আগস্ট ২০১০ ১৭:০১ | 72.83.80.105
  • কিন্তু রাজমশায় কি আন্দামানের রাজপাট একেবারে তুলেই দিলেন ? নাকি রাজধানীতে স্যাবাটিকালে এয়েচেন ?
  • Samik | ২৩ আগস্ট ২০১০ ১৬:৫৯ | 121.242.177.19
  • স্যার, এইচার রাউন্ডটা ...

    বার্গেনিংয়ের কথা উঠলেই মহারাজ কেমন উদাস হয়ে যান!!
  • sobuj dweeper raja | ২৩ আগস্ট ২০১০ ১৬:৫৪ | 203.196.143.162
  • এ বিশ্বসংসার মহাফাঁকির জায়গা। কে কাকে ফাঁকি দেয় ...
  • de | ২৩ আগস্ট ২০১০ ১৬:১২ | 59.163.30.6
  • সর্ষেতে ফাঁকি দিলে ঃ)) --
  • Arpan | ২৩ আগস্ট ২০১০ ১৬:০৮ | 216.52.215.232
  • না, না, হোগেনাক্কালে দিব্যি কারেন্ট ছিল তো। ওখানেই তো কাবেরী লাফিয়ে নামছে।

    এই হল মোটামুটি ভ্রমণবেত্তান্ত। সব এতে লিখে দিয়েছে।

    http://www.hindu.com/mp/2007/05/12/stories/2007051251900500.htm
  • de | ২৩ আগস্ট ২০১০ ১৬:০৬ | 59.163.30.6
  • থ্যাংকু! পড়ে মনে হলো মেনলি স্টিল ওয়াটার বা শান্ত নদীর জন্য -- তাই বোধহয় ইস্টার্ণ রিজিয়নে দেখা যায় না---
  • de | ২৩ আগস্ট ২০১০ ১৫:৩৭ | 59.163.30.6
  • গোল নৌকো কেরালার স্পেশালিটি নয়? সম্ভবতঃ স্পিন্ডল শেপের নৌকোর মতো হাল-দাঁড়ের ফান্ডা থাকেনা -- তাই তো?
  • de | ২৩ আগস্ট ২০১০ ১৫:৩৫ | 59.163.30.6
  • খেতে দিলো? বড়া ভেজে নাকি? ঃ))
  • kc | ২৩ আগস্ট ২০১০ ১৫:২২ | 194.126.37.76
  • অনেকদিন স্যানিনি না আসার জন্য এসব ভুল বাড়তেই থাকবে। কি ক্ষাণ্ড! ঐ কারণে অকারণে ট্রেডমিলে দৌড়তে বলা স্যানিনিও ইংল্যান্ড টিমে যোগ দিয়েছে।
  • Arpan | ২৩ আগস্ট ২০১০ ১৫:১৭ | 216.52.215.232
  • কমরেড। এইখানে কী হবে না। কি হবে।

    যেমন, বুঝলেন কি? কী বুঝলেন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত