দিনের কখন শুনছি সবই তার ওপর ডিপেন করে। বাই দা ওয়ে সবকটা এক লোকেরই গাওয়া।
aka | ০১ সেপ্টেম্বর ২০১০ ০৯:২৭ | 24.42.203.194
নাকি তাবলে এটা খারাপ।
aka | ০১ সেপ্টেম্বর ২০১০ ০৯:২৫ | 24.42.203.194
নাকি তাবলে এটা খারাপ?
aka | ০১ সেপ্টেম্বর ২০১০ ০৯:২২ | 24.42.203.194
কিন্তু তাবলে এটা কি খারাপ লাগবে?
aka | ০১ সেপ্টেম্বর ২০১০ ০৯:১৬ | 24.42.203.194
এইযে আর একটা। এটার বাংলা কি বলতে পারলে নকুলদানা।
aka | ০১ সেপ্টেম্বর ২০১০ ০৮:৫০ | 24.42.203.194
ভালোর কি একরকম ডেফিনেশন? ছোটবেলায় হস্তিরে নড়ান হস্তিরে চড়ান শুনতাম, ছোটবেলার স্মৃতি সুখের তাই সেই গান ভালো, বাবা ধিতাং ধিতাং শুনিয়ে ঘুম পাড়াত তাই সেই গান ভালো, কিশোর দা শুনে বড় হলাম তাই তা ভালো, এখন ফ্রেডি শুনে ক্লাসিক রকে আগ্রহ হল তাই ফ্রেডি ভালো। জীবনের কোন সময়ে কখন কি মনে করে কি ভালো লাগে সেই যদি জানা যাবে তাহলে কবেই বিলিয়নিয়ার হয়ে যেতাম। তবে যেকোন স্টিরিওটাইপিং কে আমি প্রশ্ন করি, তাই স্পেকট্রামটা অজান্তেই বোধহয় খুব বড়। একদিকে আওয়ারা পাগল দিবানা তো অন্যদিকে সেভেন্থ সিল।
আন্দ্রেয়া বচেল্লি বা আন্দ্রে বসেলি বা আন্দ্রে বসেল্লি যাই বলো কেন এই এক পিস, আমার প্রিয়।
sinfaut | ০১ সেপ্টেম্বর ২০১০ ০৬:৫৩ | 117.194.197.216
বাঃ, এত কেসির সাথে কাল্চারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে। ঃ-)
Tim | ০১ সেপ্টেম্বর ২০১০ ০৩:০৮ | 198.82.21.4
ভা লো মানে ভারি লোক। যদিও সিফোর ওজন কত জানিনা।
a x | ০১ সেপ্টেম্বর ২০১০ ০২:৫২ | 99.54.68.27
কেন আবার কি। ভালো ভালো গান শোনে, ভালো ভালো সিনেমা দেখে, তাই ভালো।
kc | ০১ সেপ্টেম্বর ২০১০ ০২:০৭ | 89.203.49.18
সিঁফো,
sinfaut | ০১ সেপ্টেম্বর ২০১০ ০১:৫৭ | 117.194.196.179
কেন? মানে, জানি, কিন্তু কেন?
a x | ০১ সেপ্টেম্বর ২০১০ ০১:৪৫ | 99.54.68.27
সিঁফো বড় ভালো ছেলে।
sinfaut | ০১ সেপ্টেম্বর ২০১০ ০১:১০ | 117.194.196.179
এইগুলা কেসি-র জন্যিঃ
sinfaut | ০১ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৯ | 117.194.196.179
এমনি এমনি বললাম। একটু ঘুমোতে যাওয়ার আগে জ্ঞান দিয়ে গেলাম।
তবে, ইসে, আন্দ্রিয়া বচেলি একজন ক্লাসিকাল ট্রেইন্ড গায়ক, তার গলার সাথে অন্যদের তুলনা করলে কেমন যেন লাগে। এই যেঃ
aka | ০১ সেপ্টেম্বর ২০১০ ০০:৪১ | 168.26.215.13
আমার মনে হয় সবকিছুই অ্যাকোয়ার্ড টেস্ট। আজকাল ব্রাউন রাইস খেতে, লেটুস চিবুতে ভালই লাগে।
Arpan | ০১ সেপ্টেম্বর ২০১০ ০০:১৪ | 112.133.206.21
জেনেরালি লোকে ৬৯-এর গ্রীষ্ম বা ৯ নং মেঘ দিয়ে শুরু করে। ঃ-)
aka | ০১ সেপ্টেম্বর ২০১০ ০০:১৪ | 168.26.215.13
লোকে বলে উই আর দা চ্যাম্পিয়নস নাকি গে লোকেদের অ্যান্থেম। অথচ বিভিন্ন দেশের স্পোর্টস টিমের অ্যান্থেম হয়ে গেছে। প্রচন্ড পাওয়ারফুল।
a x | ০১ সেপ্টেম্বর ২০১০ ০০:১৩ | 99.54.68.27
সব ধরণের গানই শুনতে শুনতে কান তৈরি হয়। আমার তো ধ্রুপদী গান একদম ছোটবেলায় অসহ্য লাগত। কার্ট কোবেইনকে ঐ চিৎকার ছাড়া আর কিছু মনে হতনা ঃ-)
kc | ০১ সেপ্টেম্বর ২০১০ ০০:১০ | 89.203.49.18
আমি এসব গান কোনওকালেই শুনিনি, সত্যি বলতে গেলে শুনতে ভাল লাগেনা। বেশ কিছুদিন আগে 'হিয়ার আই অ্যাম' বলে একটা গান হঠাৎ করে কানে আটকে গেল, খুঁজে পেতে শুনলাম, লোকটার নাম ব্র্যায়ান অ্যাডামস। এতটাই ভাল লেগেছিল যে ইউটিউব চেটে সাফ করে দিয়েছিলাম, তারপর একঘেয়ে লেগে গেল। ঐ ফিলিংটাই হয়েছিল সেদিন, যেদিন আজ্জো ঐ 'উই আর দ্য চ্যাম্পিয়ন্স' বলে গানটার লিং দিল।
Arpan | ০১ সেপ্টেম্বর ২০১০ ০০:০৮ | 122.252.231.14
বাহ, বোহেমিয়ান র্যাপসডি অনেকযুগ আগে একবার অ্যাক্সিডেন্টালি শুনেছিলাম। থ্যাংকু আকা।
aka | ০১ সেপ্টেম্বর ২০১০ ০০:০৫ | 168.26.215.13
ব্যারিটোন ভয়েস। ফ্রেডি ব্যারিটোন ন্যাচারাল কিন্তু গাইত অনেক উঁচুতে। ভয়েস রেঞ্জ ছিল ফোর অক্টেভ। গলা অনেকের ভালো, জন ডেনভার, আন্দ্রে বসেলি এদের অনেকের গলাই খুব ভালো। এবং আমার খুবই প্রিয় কিন্তু ফ্রেডির মধ্যে কিছু আলাদা আছে। মনে হয় গায়কি। গানটা ফিল করা যায়। বেশি লিখলে আবাজ খাব। ঃ))
Tim | ০১ সেপ্টেম্বর ২০১০ ০০:০৪ | 198.82.21.4
বাহ সেইলিং টু ফিলাডেলফিয়া ভাল্লাগছে খুব।
a x | ০১ সেপ্টেম্বর ২০১০ ০০:০২ | 99.54.68.27
ব্রাদার্স ইন আর্মস
a x | ৩১ আগস্ট ২০১০ ২৩:৫৯ | 99.54.68.27
a x | ৩১ আগস্ট ২০১০ ২৩:৫৫ | 99.54.68.27
কেসি তবে মার্ক নপ্ফ্লারও শুনুন। ডায়ার স্ট্রেটস্। বোনো না শুনে থাকলে U2 শুনুন।
aka | ৩১ আগস্ট ২০১০ ২৩:৫৪ | 168.26.215.13
আমার রক গান শোনার প্রাবল্যে সাম্পান এক লাইনের গান লিখেছে। ইফ ইট ইজ কুল দেন রক ইট।
আবার বলেছে আমি যখন গান গাই মনে হয় আমিই ফ্রেডি। অবশ্যি গানটা হল খানিক ও ও করে চিৎকার। সেদিন আমি গান শুনছি এসে গম্ভীর ভাবে বলল 'ড্যাড ডু ইউ ওয়ান্ট টু ইয়েল'? হায় ফ্রেডির গান ওর শুধু চিৎকার বলেই মনে হয়। ঃ((
Tim | ৩১ আগস্ট ২০১০ ২৩:৪৯ | 198.82.21.4
আরে ল্যাদ খেওনা। নিজে নিজেই লেখো আর শেখো। তারপর আমরা শিখে নেবো।
aka | ৩১ আগস্ট ২০১০ ২৩:৪৫ | 168.26.215.13
কেন মার্ক্সিজমও আছে। টইটা তুলব নাকি? কিন্তু মাস্টারমশাইরা আর কেউ আসে না। তাই ল্যাদ খেয়ে গেছি। এখন রকে মনোনিবেশ করেছি।
Tim | ৩১ আগস্ট ২০১০ ২৩:৪৩ | 198.82.21.4
আজ্জোদার মাইরি কুনো কাজ নেই। খালি রক আর বাজার।
aka | ৩১ আগস্ট ২০১০ ২৩:৩৯ | 168.26.215.13
সবই ফ্রেডির দৌলতে। ঃ)) এসব গান আমি শুনতাম না, কোনদিন কিন্তু ফ্রেডি শোনার পরে হঠাৎ দেখি ভালো লাগতে শুরু করেছে। একটু ক্লাসিক রক।
a x | ৩১ আগস্ট ২০১০ ২৩:৩৭ | 99.54.68.27
আরে আমি এল্টন জন এর ফ্যান না। কুইন অনেক বেটার। কিন্তু পপুলার পার্সেপশন অনুযায়ী বললাম তো। আর তুমি আজকাল এমন পুরানো পুরানো গান শুনছো কেন?
aka | ৩১ আগস্ট ২০১০ ২৩:৩৬ | 168.26.215.13
অক্ষদার জন্য রইল
- ফ্রেডি
একই গান এলটন জন
গানটা যদিও ফ্রেডির লেখা, সুর দেওয়া। নোটেশন নাকি একটা রেকর্ডের কভারে লেখা হয়েছিল।
Tim | ৩১ আগস্ট ২০১০ ২৩:৩৩ | 198.82.21.4
এ হে, মেথে না মেথে না। বেথে। ক্ষি টাইপো। ঃ-(
Tim | ৩১ আগস্ট ২০১০ ২৩:৩২ | 198.82.21.4
ওদিকে আবার ইন্দোদা মেথের ল্যাজ কেটে ছেড়ে দিতে বলেছে। ভারি গোলমেলে ব্যাপার।
aka | ৩১ আগস্ট ২০১০ ২৩:১৬ | 168.26.215.13
a x | ৩১ আগস্ট ২০১০ ২৩:১১ | 99.54.68.27
হায় সে ছিল আমাদের সময়ের দমু দি। এইসব নাদান ছেলেছোকরাদের মত তিনি আইপি ফাইপি করতেন না। দুটো কি তিনটে শব্দ দিয়ে মানুষ চিনে নিতেন। সে দিনও নাই, সেরম মানুষই বা আজ কোথায়!
byaang | ৩১ আগস্ট ২০১০ ২২:৫২ | 122.172.52.248
কোন ব্যাংক? সেখানে ব্যবস্থা কি প্রকার? রাখা হবে বললেই তো আর রাখা হতে যাব না। আগে আমাকে সুবিধে-অসুবিধেগুলো জানতে হবে।
zzomega | ৩১ আগস্ট ২০১০ ২২:৪২ | 151.141.84.194
ব্যাং কে ব্যাংকে রাখা হবে।
pi | ৩১ আগস্ট ২০১০ ২২:৪০ | 128.231.22.87
হুম, সেটা ঠিক। ওমেগাদেবী ব্যাঙ এর হৃদয় পরিবর্তন নিয়ে কী ভাবছেন, জানাবেন
kc | ৩১ আগস্ট ২০১০ ২২:৪০ | 89.203.49.18
কাউকে চিনতে হলে তিনটে টোটকা, ১) অবশ্যই আইপি অ্যাড্রেস ২) মহামান্য পাইদিদির ফেরেন্ড লিষ্টি ৩) একটু বাওয়ালবাজ হলে ক্যালকম
সাফল্যের হার ৯০%। ঃ))
Tim | ৩১ আগস্ট ২০১০ ২২:৩৭ | 198.82.21.4
সাপ তো দুধকলা খাবে আর হরিনাম করবে। ব্যাংদিকে নিয়েই চিন্তা। একটু মারকুটে মতন আছে।
pi | ৩১ আগস্ট ২০১০ ২২:৩৫ | 128.231.22.87
সাপ + ব্যাং নিয়ে অহিংসক আশ্রম ? কেং কোয়ে ?
zzomega | ৩১ আগস্ট ২০১০ ২২:২৭ | 151.141.84.194
দ্রির কনস্পিরেসি থিওরি র ই বা কী হোলো? দ্রি এখন কোথায়?
Tim | ৩১ আগস্ট ২০১০ ২২:২৭ | 198.82.21.4
সব্বাই কি কেসিদার থেকে ট্রেনিং নিয়েছে? সকলেই এত তাড়াতাড়ি সব জেনে যায় কেং কয়ে?
zzomega | ৩১ আগস্ট ২০১০ ২২:২৪ | 151.141.84.194
আমি এদিকে আরশুলা শুয়াপোকা উকুন ছারপোকা সাপ ব্যাং মাছি মশা এসব নিয়ে অহিংসক আশ্রম বানাবো বলে স্পনসর খুজছি। মৎকুনিকে ডিরেক্টর বানাবো।
Tim | ৩১ আগস্ট ২০১০ ২২:২৪ | 198.82.21.4
হাসির অনেক দাম। এই দ্রিসেশনের বাজারে হাসি বুঝেশুনে খচ্চা কত্তে হয়।
zzomega | ৩১ আগস্ট ২০১০ ২২:২১ | 151.141.84.194
তার মানে? আমার পোস্টে হাসলি না?????
Tim | ৩১ আগস্ট ২০১০ ২২:২০ | 198.82.21.4
ডি ঃ আজ্জোদা আর কেসিদার পোস্টে হাসলাম।
zzomega | ৩১ আগস্ট ২০১০ ২২:২০ | 151.141.84.194
আজকাল এখানে সব ইকোটুরিজ্ম হয়ে গেছে বুঝি? দেখি নানা প্রাণী আসেন, প্রাণের সুখে গল্প করেন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন