এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ১২ সেপ্টেম্বর ২০১০ ২২:২৯ | 122.172.39.247
  • আকা বিশ-বাইশ বছর পিছিয়ে। অ্যাকচুয়ালি কোথাকার গ্রুপ ডিসকাশনে 'ইনভেনশন ইজ মাদার অফ নেসেসিটি' দিয়েছিল। জয় ভটচাজ - যে এখন নাইট রাইডার্সের সিইও - ওয়াকম্যানের উদাহরণ দিয়ে সকলের মন জয় করে নিয়েছিল।
  • r.h | ১২ সেপ্টেম্বর ২০১০ ২২:২৬ | 117.194.235.124
  • আকাদা, কি আর বলবো, সময় সুযোগ হলে দেখে নেওয়াই যায় ঃ)

    রোকেয়া, চাই তো, কিন্তু যথাসময়ে শোষনমুক্ত হতে পারবো কিনা সেটা লাঞ্চের আগে জানতে পারবো না যে ঃ(
    গুচ্ছের কাজ এমন জমেছে যেন, আজ, মহুয়ায় মৌ।

    আর এই সব ঘৃষ্ট পিষিত উপমা দেওয়ার কদভ্যাস যে আমার কবে যাবে।
  • roks | ১২ সেপ্টেম্বর ২০১০ ২১:৫১ | 203.110.246.22
  • হুতোস্যার, সুমনের টিকিস লাগবে? একজনের কাছে এক্ষট্রা আছে শুনলাম।
    উদিকে, বুবুভা নিয়ে কথাবার্তার বটমলাইনটা বোধয়, যারা যেটা পায় না, তারা চায় না বাকিরা সেটা পাক ঃ)
  • aka | ১২ সেপ্টেম্বর ২০১০ ২১:৩৮ | 24.42.203.194
  • ইয়ে মানে দেখার মতন কিনা সেটা বললেই চলবে। ;)
  • r.h | ১২ সেপ্টেম্বর ২০১০ ২০:৫৮ | 117.194.235.124
  • কি গভীর জীবনবোধ প্রসূত কথা। ভেবে চক্ষে জল চলে আসছে।
    এদিকে আমি কৃষ্ণকান্তের উইল (নতুন) দেখলাম দুপুরবেলা জেগে বসে। ইসে, কি আর বলবো। চাদ্দিকে গুরুজন।
  • aka | ১২ সেপ্টেম্বর ২০১০ ২০:০৯ | 24.42.203.194
  • সেদিন একটা কথা শুনলুম - ইনভেনশন ইজ দা মাদার অফ নেসেসিটি।
  • r.h | ১২ সেপ্টেম্বর ২০১০ ১৯:০৮ | 117.194.235.124
  • হুম। আমারো ঠিক নেই, কাজকম্মো কম থাকলে আর দিনশেষে এন্থু থাকলে একটা চেষ্টা নেওয়ার কথা ভাবছি। ওদিকে মঙ্গলবার সুমনের গানে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু টিকিটই কেনা হলো না সময় থাকতে, যখন মনে পড়লো তখন আর পাওয়ার সম্ভাবনা নেই।
  • samran | ১২ সেপ্টেম্বর ২০১০ ১৮:৫৬ | 117.194.98.0
  • কলামন্দির। আমার বোধ হয় যাওয়া হবে না রে, এখনো টিকিট আনা হয়নি আর সুমেরুও সম্ভবত মঙ্গলবার বাইরে যাচ্ছে
  • r.h | ১২ সেপ্টেম্বর ২০১০ ১৮:৪৪ | 117.194.235.124
  • বুধবার কলামন্দিরে? সামরানদি যাচ্ছো নাকি?
  • Samran | ১২ সেপ্টেম্বর ২০১০ ১৫:৩২ | 117.194.98.0
  • ইন্দোদাদা,
    তোমর মেল আইডি না পাইয়া এইখনে দোহারের টিকেটের ডিটেল দিয়া দিলাম, দেইখা লও-

    TICKETS COLLECTION CENTER: STUDY (JADAVPUR), G55 (DAKKHINAPAN), MADHUBAN BUTIK (SHOVA BAZAR METRO), THIRD EYE OFFICE (B.K.PAUL AVENUE), KALAMANDIR...............9830170166, 9830247747
  • sinfaut | ১২ সেপ্টেম্বর ২০১০ ১৩:২৬ | 117.194.197.147
  • আমারে দুজন আপিস কলিগ ছুটির দিনে ব্ল্যাকমেল করে ঐ এক্সপেন্ডিবল দেখিয়েছে, ঃ( হলে নিয়ে গিয়ে। ঃ( ঃ(

    আমি শুধু বলেছিলাম, শনিবার আপিস ক্যান্টিনে না খেয়ে চল ভজহরি কিংবা বিবিকিউ তে খাই, তাতে তারা শর্ত আরোপ করল, বাইরে খেতে গেলেই আমাকে এক্ষপেন্ডিবল দেখতে হবে। ঃ"( ঃ"(
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১০ ১৩:১৭ | 173.163.204.9
  • ও আর অন্যটা অনেকটা পুরোনো হিন্দি ছবির ঘরানার। বন্দুক, গুলি, রক্ত আর সেপাই, কিছুরই অভাব নেই। স্ট্যালোনকে অনেকটা লাল বাদশার অমিতাভের মত লাগলো। হায়, রকির কি হাল। চেনা যায়না।
    গুন্নাইট।
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১০ ১৩:১৪ | 173.163.204.9
  • এই বছরের সেরা গাম্বাট সেরা ন্যাকা সিনিমা দুটো একদিনেই দেখে নিলাম। ইট, প্রে, লাভ আর এক্ষপেন্ডিব্‌ল। হলিউডের ক্ষি ক্ষরুণ অবস্তা! ঃ-)
    তবে ইট, পাটকেল... ( আমি ঠিক করিচি ঐ নামেই ডাকবো) সিনিমাটা গুচ্ছ খোরাক! ঃ-))
  • Samik | ১২ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৩ | 122.162.75.60
  • ধ্যাত্তেরি!! ইলেকট্রিক, বানভাসি।
  • Samik | ১২ সেপ্টেম্বর ২০১০ ১১:৪৯ | 122.162.75.60
  • সব ভেসে যাচ্ছে, সব ভেসে গেল ... দিল্লি ফ্লাডেড!! তুলকালাম বৃষ্টি, থামার নাম নেই।

    এই যে ... আমাদের সোসাইটির ভেতর তোলা বর্ষার ছবি। এইমাত্র তুলে আপলোডিয়ে দিলাম।


    কাল এইম্‌স যেতে হয়েছিল। সে কী দৃশ্য! যমুনার পাড় থেকে নয়ডার রাস্তা ... ইউপি লিংক রোড প্রায় দু কিলোমিটার দূরত্বে, মাঝখানের জায়গাটায় চাষবাস হয়। সেটা পুরোপুরি জলের তলায়। গামা গামা ইলেকত্রিকের পোলগুলো সব ওয়ান থার্ড জলের তলায়, জল এসে ছুঁয়েছে ইউপি লিংক রোডের কাছটায়, পুরো বান্‌স্‌ব্‌হাসি কেস। নিজামুদ্দিন ব্রিজ জুড়ে মিডিয়ার ওবি ভ্যান বন্যার ছবি তুলছে।
  • pi | ১২ সেপ্টেম্বর ২০১০ ০৭:০৪ | 72.83.80.105
  • সার্চাতে গেলেই জাভা প্লাগিন ফেটাল এরর এ জাতীয় মেসেজ আসছে ক্যানো ?
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৪ | 122.252.231.10
  • নতুন কলে প্রবলেম আমারো একবার হচ্ছিল। এক সিম্পটম। ফায়ারফক্সে।

    মেশিন রিস্টার্ট করে ঠিক হয়ে গেছিল। ঃ-)
  • r.h | ১১ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৬ | 117.194.228.198
  • থ্যাঙ্কিউ অর্পন ঃ) ডান দিকে বাংলা এসে গেছে। কিন্তু নতুন কল সেই, ফেলড
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০১০ ২২:৫৫ | 122.252.231.10
  • জাভা দেখা যাচ্ছে ক®¾ট্রাল প্যানেলে? (ধরে নিচ্ছি জানলা)
  • r.h | ১১ সেপ্টেম্বর ২০১০ ২২:২৩ | 117.194.231.190
  • এদিকে, মতামতে আবার ডানদিকে বাংলা আসছে না। আমি ব্যাবহার করি ক্রোম।
  • r.h | ১১ সেপ্টেম্বর ২০১০ ২২:২১ | 117.194.231.190
  • না, কানেক্‌শনের জন্যে নয় বোধয়, নতুন কলে ফেলড আসছে, কিন্তু মতামত দিতে পারছি ঠিকই
  • Samik | ১১ সেপ্টেম্বর ২০১০ ২১:৫৫ | 64.255.180.218
  • হুতো -- ইন্টারনেটের কানেক্‌শন প্রবলেমে অনেক সময়ে সেন্ডিং ফেল্‌ড হয়। একটু পরে চেষ্টা করে দ্যাখো।
  • r.h | ১১ সেপ্টেম্বর ২০১০ ১৯:০৮ | 117.194.231.231
  • ওহ
    আমার ব্রাউজারের কিছু হয়েছে তার মানে। সেন্ডিং ফেলড বলছে।
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০১০ ১৮:৫৯ | 122.252.231.10
  • কই? না তো!
  • rabaahuta | ১১ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩৯ | 117.194.231.231
  • বাংলা লেখার নতুন কল বিকল হয়েছে?
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০১০ ১২:১৭ | 122.252.231.10
  • হ্যাঁ। একটা ছেলে বিয়ে করছে সে খাওয়াল।
  • Paramita | ১১ সেপ্টেম্বর ২০১০ ১২:০৪ | 122.172.167.8
  • অপ্পন, ভমায় গেছিলে?
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০১০ ১১:৪৮ | 173.163.204.9
  • ঈদ মুবারক।
  • Samran | ১১ সেপ্টেম্বর ২০১০ ০৯:৫৮ | 117.194.97.207
  • জনতা,
    ঈদের শুভেচ্ছা নিও।
  • til | ১১ সেপ্টেম্বর ২০১০ ০১:৪৬ | 220.253.188.98
  • পান দিয়ে শুরু আহার দিয়ে শেষ। মাঝখানের বিরক্তিময় ডিটেইলস উহ্য।
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০১০ ০০:৩৫ | 198.82.21.229
  • এইটে ঃ

  • Tim | ১১ সেপ্টেম্বর ২০১০ ০০:৩১ | 198.82.21.229
  • ম্যাকেনরোর সাথে ইউ এস ওপেনে একটা ঘ্যামা এনকাউন্টার আছে এর। আধুনিক টেনিসের একমাত্র বর্ণময় চরিত্র ( ও ভালো প্লেয়ার)। ঃ-)
  • pi | ১১ সেপ্টেম্বর ২০১০ ০০:১৫ | 128.231.22.87
  • ঃ)
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০১০ ০০:১০ | 198.82.21.229
  • ঘোর সন্নাটা!
  • Samik | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৮:৪৫ | 121.242.177.19
  • আমাকে আবার কেএফসি হয়ে বাড়ি যেতে হবে। ক্ষী জীবন!!
  • stoic | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩৫ | 160.103.2.224
  • আমি ঠিক পুজোর পরে আসছি, এক হপ্তার জন্য।
  • roks | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩০ | 203.110.247.221
  • যাদবপুরে ঘেরাও উঠলো, সিসিটিভি বসানোর আবদার পুনর্বিবেচনা করা হবে, এই আশ্বাসে।
  • Arpan | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৮:২৭ | 122.252.231.10
  • ছুটির দিন দুপুরে জব্বর খ্যাঁট হল। ভেটকি মাছের ফ্রাই, ইলিশ ভাপা, চিংড়ির মালাইকারি, মাটন ডাকবংলা, নলেন গুড়ের আইসক্রিম। আরো নানা রকম ব্যঞ্জন।

    দুপুরে ঘন্টা দুয়েক ঘুমিয়ে এই উঠলাম। এই তো জীবন!
  • Samik | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৮:১৫ | 121.242.177.19
  • পুজো নাগাদ কে কে আসছে?
  • quark | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৮ | 202.141.148.99
  • প্রবলেম কিসু নাই......তবে কিনা "পানাহার" বললে আরো কিছু আশা আকাঙ্ক্ষা থাকে আর কি!
  • stoic | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪১ | 160.103.2.224
  • দ্রাক্ষারস উইথ চীজ তো দারুণ কম্বো। তাতে প্রবলেম কি?
  • Arpan | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩০ | 122.252.231.10
  • বাহ। উত্তম প্রস্তাব। বাকি বন্দোবস্ত আমাদের হাতে ছেড়ে দিলেই হবে। সৌজন্যে আপনার ক্রেডিট কার্ড।
  • quark | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৫ | 202.141.148.99
  • হুঁঃ! দ্রাক্ষারস ও চীজ দিয়ে পানাহার। বলে কানা পোলার নাম পদ্মলোচন।
  • til | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৭ | 220.253.188.98
  • অর্পণ ,
    অবশ্যই পানাহারের ব্যবস্থা হবে, দে'দিকেও বলতাম ; কিন্তু ওনার যা নাকউঁচু! ভি আই পি রোড থেকে মম কুঠরী অবধি লাল কার্পেট , নিদেনপক্ষে কয়ার ম্যাট পাততে গেলে আমার কুঠরীই নিলামে তুলতে হবে।
    তার ওপর ওঁর আবার exotic রান্না পছন্দ।
    আমার ধান্ধা দ্রাক্ষারস ও চীজ দিয়ে আপ্যায়ন সারা। ভাগ্যিস এলেকটারি এসেছে; গতবার প্রায় ৪ কিলো চীজ নিয়ে গিয়েছিলাম, যাদের ফ্রীজে রাখতে হয়েছে তাদেরকে তো in kind মাশুল দিতে হয়েছিল। কেটে তো দেয়া যায় না, আস্ত প্যাকেট।
  • Samik | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪১ | 121.242.177.19
  • করে তো। যে কোনও ক্রেডিট কার্ডেই চার্জ করে। সেটা ১.৮% কি অন্য কোনও অ্যামাউন্ট, সে-সব ওখানেই খুঁজে পেয়ে যাবেন।
  • kNachkola | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৬:২৪ | 210.210.57.106
  • ইন্দিয়ান রেলে HDFC ডেবিট কার্দে কেউ টিকিট কেটেচেন? ওরা কি ভাড়ার ওপর ১।৮% চার্জ করে?

    ধোন্‌য়্‌বাদ।
  • aishik | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৫:১৪ | 122.179.42.218
  • ক্ষি কান্ড!!!!!! আজকে আমাদের বাড়িতে টক-ডাল হয়েছে!!!!!

    মুগ ডাল এ সরষে ফোড়োন দিয়ে...........
  • Samik | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৩:০২ | 121.242.177.19
  • টকডালে সরষে
    ফোড়নেই ধরসে ...
    আমডালে আরো তাজা
    একটু মৌরীভাজা
    খেয়ে সব দিলখুশ
    দমু বলে, হুশ্‌ হুশ্‌!!
  • d | ১০ সেপ্টেম্বর ২০১০ ১২:২৭ | 115.117.238.96
  • মিঠু,
    যেকোন টকডালে সরষে ফোড়নটাই বেশী ভাল লাগে মনে হয়। তবে আমি আমডালে সরষের সাথে অল্পকরে মোরীভাজা মিশিয়ে ফোড়ন দিয়েছি। লোকজন খেয়ে তো বেশ খুশী হয়েছে (আমার নিজের যদিও আহামরি কিছু লাগে নি)।
    করে দেখতে পার।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত