সরি অর্পণ, শিভাস সিঙ্গল মল্ট নহে- এক মিনিট , গ্যারেজে গিয়ে চেক করে আসছি। Blended! দে-দির কোন দোষ নেই, তরল আর condensed matter এ অনেক ফারাক!
Samik | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩৯ | 121.242.177.19
লোকে গোল্ডেন ট্র্যাঙ্গলে দিল্লি আগ্রা জয়পুরের বেশি জুড়তে পারে নি। কলকাতা বারাণসী বেঙ্গালুরু জুড়তে গেলে সেটা যে কী ট্র্যাঙ্গল হবে ... প্ল্যাতিনামে আঁটবে তো? ঃ-)
stoic | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩৭ | 160.103.2.224
শিভস রিগাল সিঙ্গল মল্ট নয়। ব্লেন্ডেড হুইস্কি।
Arpan | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩৪ | 216.52.215.232
দেদি এইটা ব্যাপক দিলেন।
ওরে ভাই, শিভাস আর গ্লেনফিডিশ দুইই সিঙ্গল মল্ট।
til | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩২ | 220.253.188.98
ভারত ভ্রমণ নহে; বারাণসী বহুবছর যাইনি আর ব্যাঙ্গালোরে প্রচুর বন্ধু + অনেক সুখ দুঃখের স্মৃতি + শিবানাসমুদ্রমে এক পুরোনো বন্ধুর ফার্মহাউসে invi। প্ল্যান করছি, কিভাবে সব জোড়া যায়- সব optimisation এ আমি বরাবরের মত ফেল। - গ্লেনফিরি খেলে মাল খেলাম মনেই হয় না এত স্মুদ। আর অর্পণের সঙ্গে একদিন বসতেই হচ্ছে। সবই প্ল্যান, আসলে সুখে এতই অভ্যস্ত (আমার কারণে নয়, ইহাদের সৌজন্যে) যে দেশে গেলে ঘোরাঘুরির চাইতে মনে হয়, বাড়ীতে ফ্যান চালিয়ে ঘুমোনো ই বেটার!
kc | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৬:২৯ | 194.126.37.76
ওগুলো বিশ্বকর্মা ঠাকুর ঘুষ পাঠিয়েছেন, দমুদিকে।
de | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৬:২৫ | 59.163.30.2
শিভাসের পর আবার স্কচ :OO -- তারপরে আবার গুরুতেও লিখছে!
দমদি, কনজিউমার্স ফোরাম আর পুলিশ এই দুটো জায়গায় অবশ্যই জানিয়ে রেখো, যাঁর অ্যাকাউন্ট থেকে গচ্চা গেছে তিনি নিশ্চয়ই ওসব জায়গাতেই অভিযোগ জানাতে যাবেন!
অথবা, তোমার ফোন নং একদম মুখস্থ যাঁর এমন কারুর খোঁজ করো, নিজের বিল দিতে গিয়ে ভুল করে কেউ তোমার বিল দিয়েছে কিনা জানার জন্য!
d | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৬:১৫ | 115.117.215.111
*সেই ব্যক্তিও জানে না
d | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৬:১৩ | 115.117.215.111
আচ্ছা আমার একটা বিটকেল সমস্যা হয়েছে। শুক্রবার রাত ২টোর পরে হঠাৎ আমার মোবাইলে এসেমেস পেলাম যে আমার ৬০০০/- টাকা পেমেন্ট এয়ারটেল কর্তৃক গৃহিত হয়েছে এবং এজন্য তারা আমাকে ধন্যবাদ জানাচ্ছে। আমি পুরো তথদধ হয়ে ভাবলাম হয় স্বপ্ন দেখছি নয়ত এত রাতে বেশী ভাবনাচিন্তা করা ঠিক নায় ... ইত্যাদি, কাজেই আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি না কথা সত্য। সত্যি সত্যিই আমার ফোন নাম্বারের জন্য ৬০০০/- টাকা জমা হয়েছে। আঁতকে উঠে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখলাম সেখান থেকে কোনো টাকাকড়ি এয়ারটেল অভিমুখে ধায় নি। তাহলে??? ফোন করলাম কাস্টমার কেয়ারে। তারা প্রচুর ধন্যবাদ টাদ দিয়ে বলল যে আমার পেমেন্ট পেয়ে তারা খুব খুশী। আমাকে প্রিভিলেজড কাস্টমার বানিয়ে দিচ্ছে। কি আপদ!! যত বলি 'আমি না আমি না স্যার আমি কিচ্ছু করি নি' কেউ কোনো কথা শোনে না। ঃ(( শেষে তারা বোধহয় বিরক্ত হয়েই আমাকে বলল পুরো ঘটনা ওদের মেইল করে জানাতে। তাড়াতাড়ি জানালাম।
এখন বলে কি যে ওটা নাকি ওদের কিছু করার নেই। আমারই আত্মীয়বন্ধু কেউ নাকি করে দিয়েছে পেমেন্ট।
আমার ধারণা কেউ হয়ত তড়িঘড়ি হট পেমেন্ট করতে গিয়ে এক আধটা সংখ্যা এদিক ওদিক করে ফেলেছে। ফলে ওটা আমার ফোন নাম্বারের খাতে জমা হয়ে গেছে।
কথা হল আমি তো জানি না কে করেছে, তাহলে আর সেই ব্যক্তিও নিশ্চয় জানে কোন নাম্বারে করেছে।
তাহলে এখন কী উপায়??? আমার কী কর্তব্য??
Arpan | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৬:০২ | 204.138.240.254
দেশে লার্জ কত নেয়? (কখনো এইখানে খাইনি কিনা)
saikat | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৫:৫৮ | 202.54.74.119
আমি তো খেয়ে নেওয়ার পরে দামটা দেখলাম।
Arpan | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৫:৫৫ | 204.138.240.254
নাঃ, আবার অনসাইট যেতে হবে। দেশে গ্লেনফিডিচ অ্যাফোর্ড করতে পারার মত পহা দেয় না।
করছি। একটা ইন্টারভিউ নেয়ার ছিল, আসেনি। আমি না, ক্যান্ডিডেটটি বেঁচে গেছে। ৪-টে থেকে একটা ঘোরতর টেকনিকাল মীটিং আছে। বাঁচোয়া যে আমাকে বিশেষ কিছু বলতে হবে না। যে বলবে সে বীয়ার খেয়েছে।
যেখানে বসেছি তার পাশেই একটা ঘরে সোফা আছে, কিন্তু হায় মানবজন্ম, গিয়ে নিদেন বসারও উপায় নেই।
Arpan | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৫:৪৩ | 204.138.240.254
গ্লেনফিডিচ হল স্বর্গের অমৃত।
Arpan | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৫:৪৩ | 204.138.240.254
না, সেই দুরাশা করি নাই। ঃ)
ভরদুপুরে গ্লেনফিডিচ গিলে কি অফিস কচ্চ?
saikat | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৫:৪৩ | 202.54.74.119
স্কচ। সিংগল মল্ট।
সিংগল মল্ট কী জিগ্যেস করলে লিঙ্ক দিয়ে দেবো।
de | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৫:৩৯ | 59.163.30.2
গ্লেনফিডিচ -টা কি?
saikat | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৫:১৯ | 202.54.74.119
খাওয়ার অবশ্যই, মানে খেয়ে এলাম। ভেবো না তোমাকে খাওয়াবো।
Arpan | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৫:১৫ | 204.138.240.254
এটা কীসের মেনু?
Samik | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৫:১১ | 121.242.177.19
আর ইয়ে, আজ প্রভাত 12:53 AM গতে কাব্লিদার করা পোস্টে কোনও সহৃদয় কলিকাতাবাসী/বাসিনীর উত্তর পাই নাই এখনো। কে আছো জোয়ান হও ইত্যাদি ইত্যাদি।
ইয়ে, উদিকে অক্ষরধাম আর ইদিকে জগন্নাথধাম জুড়ে দিলেই একটা ক্লোজ্ড লুপ হয়ে যেত।
Arpan | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৪:৪০ | 204.138.240.254
তবে তিলুদা, আপনার সাথে লুরুতেই দেখা হবে মনে হয়। ওয়াইনের বোতল না হয় এইখানেই খুলবেন। ঃ)
Arpan | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৪:৩৯ | 204.138.240.254
অনন্ত সময়!
Samik | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৪:৩৪ | 121.242.177.19
কোথায় ব্যাঙ্গালোর, কোথায় বারাণসী!! তিলুবাবু কি ভারত ভ্রমণে যাচ্চেন?
til | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৪:২৪ | 220.253.188.98
ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহের মধ্যে কি কেউ ৫/৬/৭/ দিনের ট্রিপে বেড়াতে যাচ্ছেন। আমার আবার একা একা ঠিক জমে না (ভয় করে); আর হনিমুন যখন নয়ই। -- আরও অনেক প্রশ্ন পাচ্ছে যথা (১) কলকাতা/বারাণসী/ ব্যাঙ্গালোর বা ওলটো কোন ট্রেন কম্বিনেশনে সোজা হবে। ব্যাঙ্গালোরে ৫ দিন, বারাণসীতে ৫ দিন থাকার ইচ্ছে। (২) কলকাতা-বারাণসী(৪ দিন)-হরিদ্বার(২)- দিল্লী(৩) -ব্যাঙ্গালোর (৪)।
Samik | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৭ | 121.242.177.19
যাব্বাবা! সেন্টি খেলাম কখন? অবশ্যই নতুন জিনিস জানলাম। শিখলাম।
বাঃ, এটাতে ঐ মেটালিক সাউণ্ডটা নেই। বেশ ভাল লাগছে। অনেক ধন্যবাদ, কেসিদা।
de | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৩:২৮ | 203.197.30.2
কেসি, অনেক ধন্যবাদ! আপিস থেকে তো হবে না, বাড়ি গিয়ে করে দেখবো।
kc | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৩:২২ | 194.126.37.76
দেদি, রিয়াজস্টুডিও হল একটা সফটওয়্যার। লাগবে শুধু আপনার ল্যাপিটা। সাউন্ড কোয়ালিটি ইলেকট্রনিক তানপুরা, সুরপেটি বা তালমন্ডলের থেকে অনেক অনেক ভাল। গুগুলে সার্চ মারেন। তারপর ঐ ৬০এমবি না ৭৫ এমবির ফাইলটা ডাউনলোডান। ইনস্টল করুন। প্রথমে এক মিনিটের লুপ চলবে শুধু আর একটাই তাল থাকবে। ভাল লাগলে তারপর টাকা পেমেণ্ট করে রেজিস্টার করে নিন। সবকটা তালই চলে আসবে রেজিস্টার্ড ভার্শনে, তবে এটি উইন্ডো বেসড। একবাঙালি মানুষ বিশ্বজিৎ চক্রবর্তী এটি বানিয়েছেন।
pi | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৩:২০ | 72.83.80.105
সময় পেলে করো, সেও তো ভালো কথা। চর্চার মধ্যে থাকাটা ভালো, দরকার ও। আমার দ্বারা আর হলনা এসব ঃ(
de | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৩:১৪ | 203.197.30.2
খুব নিয়মিত হয় কই? ঐ যখন সময় পাই ! ঃ)
de | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৩:১১ | 203.197.30.2
শমীক,
বিলম্বিতের একতাল তো সবসময়েই দুই/দুই ভাগ হয়!
অপ্পন,
ডিসেম্বরে মানালিতে বরফ অনেক সময় নাও পড়তে পারে -- রোটাং অব্দি যেতে হবে তখন। আমরা তাই করেছিলাম! কুফরি-তেও যেতে পারো। ওটা অবশ্য সিমলা রুটে।
pi | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৩:১০ | 72.83.80.105
দেদি, নিয়মিত চর্চা করো ? দারুণ তো !
de | ২০ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৬ | 203.197.30.2
কেসি, আমার কাছে ইলেকট্রনিক তানপুরা আর তবলা -- দুটোই আছে। রিয়াজস্টুডিওর নাম তো আগে শুনিনি -- এটা কি যেকোন মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের দোকানে পাওয়া যাবে? আমার ইলেকট্রনিক তবলাটায় এই তিন-তিনের একতালটা (দুই-দুই আছে) পাচ্ছি না -- অথচ কয়েকটা গানের প্রাকটিসের জন্য খুব দরকার। তাই খোঁজ করছিলাম!
ক্কীআশ্চর্য !! যখন তবলা শিখেছিলাম তখন কম্পিউটারও ছেলো না, ইন্টার্নেটও ছেল না, শম্ভূনাথ ছেলো বোধ হয় তবে তাতে ২-২ ভাগে একতালের কথা পড়েছি বলে মনে পড়ছে না। এটা জাস্ট নতুন জানলাম। আমি জানতাম ২-২ ভাগে বারো মাত্রার একমাত্র চৌতাল হয়।
অর্পণ, বানিয়ে পাঠাবো।
Arpan | ২০ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৪ | 204.138.240.254
চেলসির কিছু কি প্লেয়ার ইনজিওরড না হওয়া অব্দি থামানো মুশকিল।
kc | ২০ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৩ | 194.126.37.76
দেদি, একটা সাজেশন দেই, এক বন্ধুর হয়ে প্রচারও বলতে পারেন। রিয়াজস্টুডিও বলে একটা সফটওয়্যার হয়। সব কটা তালের ঠেকা ( বিলম্বিত, দ্রুত সমেত) সঙ্গে তানপুরা। নিজের মতন করে বাঁধতে পারবেন। রেয়াজ করার জন্য, এই দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে যে কোনও প্রোগ্রাম নামানোর জন্য, এক্কেবারে আদর্শ জিনিষ। ফুল ভার্শনটার দাম পড়বে ১২০০ টাকা। খুব ভাল জিনিষ। ট্রাই করে দেখুন একবার। গ্যারান্টি...
stoic | ২০ সেপ্টেম্বর ২০১০ ১২:৫২ | 160.103.2.224
থ্যাংকু অপ্পনভায়া। ওয়েঙ্গার বেশ চটেছে ঐ এক্সট্রা অ্যাডেড টাইমের ব্যাপারে। তবে চেলসী কে কেউ একটা থামাক। যা তা করছে তো ! আর আমরা এভার্টনের সাথে বাজে ৩-৩ ড্র করলাম। সেই এভার্টন কে ম্যাগপাইরা হারিয়েছে। অজ্জিতকে কনগ্রা।
Arpan | ২০ সেপ্টেম্বর ২০১০ ১২:৫২ | 204.138.240.254
একটা খসড়া আইটিনারারি বানিয়ে পাঠাবে প্লিজ?
Samik | ২০ সেপ্টেম্বর ২০১০ ১২:৫১ | 121.242.177.19
গুড গুড। চলে এসো। সাথে প্লিজ দিল্লির জন্য এক-দুদিন রেখো। আমি ঘুরিয়ে দেখাব।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন