এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kallol | ২২ সেপ্টেম্বর ২০১০ ০৯:০৬ | 124.124.93.205
  • আজকের আবাপ খুলতে কি ঝ্যাম হচ্ছে কারুর?
  • omega | ২২ সেপ্টেম্বর ২০১০ ০৫:২১ | 151.141.84.194
  • অদ্য কল্য সাংখ্যশিল্পকলা যেরূপ জনপ্রিয় হইয়া উঠিতেছে, আমাদিগের ন্যায় পুরাতনকালের হস্তশিল্পীদিগের বুঝি সত্যই দিন শেষ হইলো। কালের কী লীলা! ধৃতরাষ্ট্রকে ব্যস বড়ই সত্যকথা বলিয়াছিলেন-বৎস, তোমার ধরণী গতযৌবনা হইয়াছে, সময় থাকিতে থাকিতে বাণপ্রস্থে প্রস্থান করো বৎস।
  • omega | ২২ সেপ্টেম্বর ২০১০ ০৫:১২ | 151.141.84.194
  • তাহার পুরাতন আলোকচিত্রখানি অভিবিক্ষণী কোমলপণ্য সহায়তায় যন্ত্রগণকে সংরক্ষণ করিয়া আলোকবিপণী দ্বারা সুপরিষ্কৃত ও শিল্পিত করিয়া তোমাকে প্রেরণ করিলাম।শিঘ্র প্রাপ্তিসংবাদ জানাইয়া বাধিত করিবা।
    ইতি-
    আং
    তোমার পিতৃস্বসা
  • omega | ২২ সেপ্টেম্বর ২০১০ ০৫:০৫ | 151.141.84.194
  • আঙ্কিক আলোকচিত্রকলা!
    হি হি হি হো হো হো হা হা হা। দারুণ নাম হয়েছে!
    কী অনুপ্রাস, কিবা ঝঙ্কার!
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১০ ০৪:৩২ | 128.231.22.87
  • ঃ)
  • a x | ২২ সেপ্টেম্বর ২০১০ ০৪:০২ | 99.74.166.142
  • এতক্ষণ পরে মনে পড়ল সেটা কি :-|
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১০ ০৩:৫৭ | 128.231.22.87
  • বেলারাস ভাইরাস।
  • a x | ২২ সেপ্টেম্বর ২০১০ ০৩:৪৪ | 99.74.166.142
  • কিসের প্রতিশোধ?
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১০ ০৩:৪১ | 128.231.22.87
  • অক্ষদা আশা করি প্রতিশোধ নিচ্ছে না ঃ(
  • a x | ২২ সেপ্টেম্বর ২০১০ ০৩:৩৬ | 99.74.166.142
  • আঙ্কিক আলোকচিত্র কলা!
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১০ ০৩:১৭ | 128.231.22.87
  • শুধু ফটোশপড ই বলতে চাইছি না, ডিজিটাল আর্ট বলা যেতে পারে। এটার বাংলা কী হবে ?
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১০ ০৩:১৫ | 128.231.22.87
  • এডিটেড।
  • Fevi | ২২ সেপ্টেম্বর ২০১০ ০৩:০৬ | 129.132.209.147
  • বক্তব্য টা কি? ছবি কেনা হয়েছে না এডিট করা হয়েছে? প্রথম টা হলে কেনাছবি আর পরের টা হলে ছবিরনজিত (বানান টা লেখা গেল না)।
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১০ ০২:৪৭ | 128.231.22.87
  • ফটোশপড এর বাংলা কী হতে পারে ?
  • a x | ২২ সেপ্টেম্বর ২০১০ ০২:২৫ | 99.74.166.142
  • শমীকের ছড়ানোর ট্র্যাডিশন বিদেয় হয় নাই ঃ-)
  • amit | ২২ সেপ্টেম্বর ২০১০ ০১:২২ | 128.103.93.209
  • বোঝো কাণ্ড!! পুরানো মালপত্র (কুটকচালী) ঝেঁটিয়ে বিদেয় করে দিয়েছো নাকি হে? অনেক আগের কথা অবিশ্যি। কয়েক বছর হয়ে গেছে। টই তেও লিখতুম তো।
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০১০ ০০:৩৪ | 122.162.75.177
  • না না, ভুলব কেন? তবে তোমাকে কখনো গুরুতে লিখতে দেখেছি বলে তো মনে লিচ্চে না!!
  • amit | ২২ সেপ্টেম্বর ২০১০ ০০:২৭ | 128.103.93.209
  • কানপুরের অমিত। যাক, তাহলে ভুলে যাও নি। হে হে! এখন অবিশ্যি ওখানে নেই আর।
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০১০ ০০:২১ | 122.162.75.177
  • পুণের অমিত, নাকি কানপুর আইআইটির অমিত?
  • amit | ২২ সেপ্টেম্বর ২০১০ ০০:১৮ | 128.103.93.209
  • শমীক,
    হ্যাঁ, এইবারে একদম ঠিকঠাক আসছে!! থ্যাঙ্কু!! আপনি বলছো কেন খামোকা!! অনেকদিন আসা হয়নি বলে ভুলে গেলে নাকি! এখন ওয়েব এর জিনিস পত্র তুমি সামলাচ্ছো বুঝি?
  • aka | ২২ সেপ্টেম্বর ২০১০ ০০:১১ | 168.26.215.13
  • বলছি কি এই প্রোজেক্ট কমনওয়েলথ থেকে মাল্লু কামানোর সব মওকা হাপিস। এই বাজারে ছোট করে একটা খেপ খেলে নিলে পকেটে কিছু আসত।
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০১০ ০০:০৭ | 122.162.75.177
  • নাঃ, ছেলেটা রেগে গেলেও ঠিকভাবে বাংলা লেখে না, খুশি হলেও না। ঃ-)
  • Public | ২২ সেপ্টেম্বর ২০১০ ০০:০৫ | 59.93.205.251
  • এই ভাটের commonwealth games টা বাতিল হয়ে গেলে আমি সবচেয়ে বেশি খুশি হব। গেমস শুরু হবার আগে এই সব এত কিছু শুরু হলে আর কত কেচ্ছা কেলেংকারি বেরবে তার ইযত্তা নেই। এখন এক্টু একটি করে চেন আর হুক খুলছে বা পেছনে এক্তু ফাটা দেখা যাচ্ছে গেমস তা শুরু হলে তখন গতা প্যান্ট টাই খুলে একে বারে যাতা কান্ড হয়ে যাবে। অবশ্য তআতে এদের কিছু হবে বলে মনে হয় না। আমাদের মত পুব্লিচ এর ই প্রব্লেম ট্রেন এ বাস এ আলছনা করে করে মুখব্যাথা হবে। ওরা পরের বছর আবার ভোটে দারাবে আর জিতে যাবে। আম জনতার (যারা আঁটিও পায় না)প্রতিনিধি বলে কথা।
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫১ | 122.162.75.177
  • কমন "ওয়েল্‌থের' আজকের আপডেট ঃ

    ১) জওহরলাল নেহরু স্টেডিয়াম, যেখানে ওপেনিং আর ক্লোজিং সেরিমনি হবে, তার সামনের রাস্তায় একটা বাহারি ফুট ওভারব্রিজ বানানো হয়েছিল। আজ সেটি দু-টুকরো হয়ে রাস্তার ওপরে ভেঙে পড়ে। ২৩ জন আহত। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। কালুদা বলেছেন, আর ফুট ওভারব্রিজ বানিয়ে কাজ নেই, পাশ দিয়ে একটা রাস্তা বানিয়ে দেওয়া যাবে।

    মমতাদিদি থাকলে হয় তো বলতেন, জনতার দোষ, কেন একসাথে ২৩ জন একটা ওভারব্রিজে চড়তে যায়?

    ২) অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল সেভেন একটি কচি করে স্টিং নামিয়েছে। কাল দিল্লি এসে পাঁচ কিলো অ্যামোনিয়াম নাইট্রেট, ডিটোনেটর, রিমোট ইত্যাদি ফুল সেট কিনে ফেলেছে দিল্লির মধ্যে থেকেই, তারপরে সেই বিস্ফোরকসমেত সুটকেস নিয়ে দিল্লির রাস্তায় ঘুরে বেরিয়ে, পুলিশ কর্ডনের ভেতর দিয়ে ক্যাজুয়ালি সেই সুটকেস নিয়ে হাঁটতে হাঁটতে একেবারে জওহরলাল নেহরু স্টেডিয়ামের ভেতরে। কোনও চেকিং নাই, কিস্যু নাই। বেরিয়ে এসে তাদের ভিডিওটি হোম মিনিস্ট্রিকে পাঠিয়ে দিয়েছে।

    ৩) কমনওয়েল্‌থ কমিটির কিছু হর্তাকর্তা এসেছিলেন বিলেত থেকে, গেম্‌স ভিলেজ পরিদর্শনে। তাঁদের মন্তব্য, প্যাথেটিক। খেলোয়াড়দের জন্য সাজানো টয়লেটে মিস্তিরিরা হিসি করেছে, গুটখা খেয়ে থুতু ফেলেছে, অ্যাথলিটদের রুমে তাদের বেডে কুকুর শুয়ে আছে, চারদিকে রাবিশ, রাবিশ আর রাবিশ।

    কালুদা শুনে বলেছেন, নাথিং সিরিয়াস। উই হ্যাভ ডিফারেন্ট স্ট্যান্ডার্ডস অন হাইজিন। আমাদের কাছে যা সাফসুতরো, ওঁয়াদের কাছে সেটাই স্টিংকিং মনে হতে পারে। এ নিয়ে চিন্তা করার কিছু নেই।

    শীলু ম্যাডামের জয় হো।
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৩ | 122.162.75.177
  • অমিত,

    এবার দেখুন তো, ঠিক আসছে কিনা।
  • amit | ২১ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৬ | 128.103.93.209
  • জনতা,
    আজ কে বুবুভা পড়তে গিয়ে দেখি Read More এ ক্লিক করলে কোড চলে আসছে নানারকম। আগে তো দিব্বি আসতো। কি করা যায়?
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৩ | 99.74.166.142
  • কৌশিকের নামের বানান দেখলে দ্রি ভারী আহ্লাদিত হতেন।
    আই অ্যামটা তেমন লাগলনা, গান্ডু হ্যাস পোটেনশিয়াল মনে হল।
  • omega | ২১ সেপ্টেম্বর ২০১০ ২২:৩৬ | 151.141.84.194
  • খামখেয়ালে দেয়াল লেখাটা গেল কই?
  • roks | ২১ সেপ্টেম্বর ২০১০ ২২:২৬ | 203.110.243.21
  • দুইখান সিনিমার প্রোমো। ১) গান্ডুঃ http://twitchfilm.net/news/2010/08/this-aint-no-typical-bollywood-film-take-a-look-at-qs-gandu-the-loser.php। পরিচালক কিউ, তাঁর আগের সিনেমা হলো "বিষ', একটা কড়া বাংলা সিনেমা ঃ)
    ২) আই অ্যাম
    । এটা ওনিরের বানানো। সেই ওনির, যিনি মাই ব্রাদার নিখিল বানিয়েছেন।
  • m | ২১ সেপ্টেম্বর ২০১০ ২২:২১ | 122.161.165.186
  • যারা প্রতিবেশিনী বৌদির সাহস নিয়ে খিল্লি দিয়েছে/ন,তাদের কে ওর সঙ্গে আলাপিত হবার সুযোগ দিচ্ছি।পুজোতে প্রতিমা আর আলাপ দুইই ফ্রি।
  • m | ২১ সেপ্টেম্বর ২০১০ ২২:১৮ | 122.161.165.186
  • যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো,তাদের সক্কলকে অনেক ধন্যবাদ।
  • m | ২১ সেপ্টেম্বর ২০১০ ২২:১৬ | 122.161.165.186
  • আজ্জো, জম্মদিনের অনেক শুভেচ্ছা রইলো।
    (পরের টার জন্যে একটু বেশিই আগেভাগে হয়ে গেলো;)সমস্ত জীবন রসেবশে থাকোঃ))
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১০ ২২:০৬ | 128.231.22.87
  • ইপিস্তাবাস্কোতে দুজনের মেইল ই আসিয়াছে আর দুজনকেই ধন্যযোগ ঃ)
  • kc | ২১ সেপ্টেম্বর ২০১০ ২১:৫৩ | 89.203.49.18
  • ইপ্পি, প্রাপ্তিসংবাদ দিবা।
  • saikat | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩৫ | 202.54.74.119
  • পাই, মেল চেক কিয়া যায়ে।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৮:২৪ | 72.83.80.105
  • চোখটা নেই। রিস্কটা কী, খুব জল আসতে পারে ?
  • aka | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৮:১৮ | 168.26.215.13
  • হেলথ ইন্সিওরেন্সের খবর না পেলে আমি গান শোনাই না, যেমন দাঁত কভার কিনা, চোখ কভার করে কিনা, কো-পে কতটা, ইআর কভার করে কিনা ইত্যাদি ইত্যাদি। সম্ভাবনা অসীম, কোন কিছুই বাদ রাখা উচিত না।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৮:১২ | 72.83.80.105
  • ক্যানো, কল্লোলদা,ন্যাড়াদা, মামু শুনিয়েছে না?
    ও হ্যাঁ, শমীক ও শুনিয়েছে তো। কিন্তুক খুব ই অল্প ঃ(

    আকাদা, শুনতে চাইলুম ঃ)
  • aka | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৮:০৪ | 168.26.215.13
  • আমার গান ছেলে ছাড়া কেউ শুনতেই চায় না। ঃ(
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৮:০১ | 121.242.177.19
  • পাই ছাড়া কেউ গান শোনায় নাই আমায়।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:৫৩ | 72.83.80.105
  • কেসিদার গান ও শুনতে চাই !
    অডাসিটি দিয়ে রেকর্ড করে ইস্নিপ্সে তুলে দাও ! এখনি শুনে ফেলতে পারবো ঃ)
  • de | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:৫২ | 59.163.30.6
  • বম্বে এলে খবদ্দিও, আম্মো তোমার গান শুনতে চাই -- বসা যাবে একদিন!
  • kc | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:৫১ | 194.126.37.76
  • ইপ্পি বাড়ির মেশিনে আছে। খুঁজে পাঠিয়ে দেব।
    আরে আমি বিভিন্ন সময়ে প্রায় খান চারেক তানপুরা লাগেজ বানিয়ে ভেঙ্গেছি। তার মধ্যে গতবছরেরটা সবথেকে কষ্ট দিয়েছিল। যামিনীবাবু আমার বাবাকে দিয়েছিলেন সেটা। এখন আর কোনও চিন্তা হয়না। আমার হেব্বি কাজে দ্যায় সফ্‌টওয়্যারটা।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৩ | 72.83.80.105
  • দেদির গান শুনতে চাই !
  • de | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩৭ | 59.163.30.6
  • নাঃ, ইলেকট্রনিক হওয়ার পর বাঁধাবাঁধি বন্ধই হয়েছে -- রিয়াজটা আরো কাজের, সেটার জন্যই বল্লাম!

    তবে হ্যাঁ, কান মুচড়ে মুচড়ে তানপুরা বাঁধতে কিন্তু দারুণ লাগতো, বিশেষতঃ সকাল বেলায়, যে সময়ে এই দমবন্ধ ছোটাছুটির পাট ছিলো না!
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩৭ | 216.52.215.232
  • তাতে কী? আরেকটা সফটওয়্যার বানিয়ে বেচো না ক্যানো?
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩৪ | 121.242.177.19
  • এইভাবে আমাদের ভাত মার হচ্ছে। চাগ্রি গেলে তবলা বাজিয়েও খেতে পাবো না।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩১ | 72.83.80.105
  • তুমি কাল বল্লে না,ইলেকট্রনিক তানপুরা ব্যবহার কর? তাতে আর বাঁধাবাঁধির কী আছে ?
  • de | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:২২ | 59.163.30.6
  • কেসি,
    আবারো ধন্যবাদ! হারমোনিয়াম নিলে এখন জমেই থাকবে, তাই এখনই নিলাম না। আসলে, হারমোনিয়াম নিয়ে সময় থাকলে রোজই বসা হয়। তবলা, তানপুরা নিয়ে আগে রোজ হোতো না, বাঁধার সময় হতো না বলে, এখন সেটারো অসুবিধে রইলো না ঃ))।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত