এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Shantanu | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১১:০৭ | 121.241.211.222
  • হেল্লো বোন্ধুবোর্গো , অমি শন্তনু তোমদের সথে অলপ কোর্তে এলম।অমি অমর তোলা কিচু চোবি তোমদের সথে বিনিময় কোর্লাম , জনি না আপাদের ভলো লাগ্ব কিনা।সোবই ভালো থাক বেন
  • de | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১১:০১ | 59.163.30.4
  • স্টৈক,
    থ্যাংকু !

    আকাকে,

    লখিন্দরকে কালনাগিনীতে কামড়িয়েছিলো। সেও নির্বিষ সাপ!
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১০:৪৫ | 216.52.215.232
  • Daaknaam | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১০:১৯ | 115.240.233.95
  • উৎসব সিনেমায় শ্রাবনী সেনের গলায় "অমল ধবল পালে লেগেছে মন্দ-মধুর হাওয়া' গানটা পাওয়া যাচ্ছে না। কেউ প্লিজ একটু হেল্পাবেন?
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৯:২৯ | 72.83.80.105
  • কই ! পাই তো কিছু পায় নাই !
  • Samik | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৯:১০ | 122.162.75.146
  • আচ্ছা, আমার জিমেল আইডিতে কাল ভাইরাস ঢুকেছিল। অ্যাড্রেস বুক ধরে ধরে সমস্ত আইডিতে কী সব ল্যাটিন না আরবি ভাষার মেল পাঠিয়েছে সবাইকে। পাওয়ামাত্র ডিলিট মেরে দিও। খুলে দেখো না।
  • nimok | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:৪৪ | 151.141.84.85
  • pilu
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:৪৪ | 59.161.185.162
  • বারোয়াঁ। সমুদ্রের কাছে ঘর হ'লে সিন্ধু বারোয়াঁ।
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:৪০ | 122.252.231.10
  • পোশ্নো। পোশ্নো।

    ঘরের বিশেষণ যদি ঘরোয়া হয়, তবে বাইরের বিশেষণ কী হবে?

    সঠিক উত্তরদাতাকে একটি নকুলদানা। কালো পিমড়ে ধরা।
  • Lama | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:৩৬ | 117.194.224.184
  • ওমেগা না থাকার একটা ভালো কবরেজি ওষুধ আছে- একটু যষ্টিমধু পিষে দুটো লবঙ্গ ভেঙ্গে ...
    ...
    ...
    তারপর কালো পিমড়ের গর্তে শুয়ে থাকুন।
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:৩২ | 59.161.185.162
  • নিমক দিয়ে বাক্য রচনা-নিমকের কোনো ওমেগা নাই। হেচ এম টি আছে কিনা জানিনা।

    একটা বাক্য ফাউ। "জানিনা ' শব্দের মধ্যে রচনাকার অ্যাবসলিউট, সর্বশক্তিমান জ্ঞান অর্থাৎ কিনা যুক্তির প্রতি বিতৃষ্ণা দেখিয়েছেন ("জানিনা সে এইখানে শুয়ে আছে কিনা')। এ-ও ফাউ। (মাসিমার জন্য সহজ পোমোশিক্ষা)
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:২৬ | 59.161.185.162
  • ওমেগা ত বেশ নোনতা হয়েছেন!
  • nimok | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:১০ | 151.141.84.171
  • লামা, ধনিয়াবাদ। :-)
  • nimok | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:০৯ | 151.141.84.171
  • আপেল ফলিয়া আছে সাগানের বাগানে
    পাড়িলেই তেড়ে আসে মাসী
    ভুবন কন্ঠে পরে ফাঁসি
    হাসিহাসি মুখে দিয়ে পোজ
    বলে যায়, কোথা গেল রোজ?
    এভাবেই বেলা কাটে আলফাল গানে।
  • Lama | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:০৮ | 117.194.224.184
  • @nimok
    "আকাশ সেথা সবুজবরন, গাছের পাতা নীল।
    ডাঙায় চলে রুইকাতলা, জলের মাঝে চিল।'

    যোগীন্দ্রনাথ সরকারের লেখা।
  • aka | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:০৩ | 168.26.215.13
  • আর বুলু আপেল যা কিনা টক, তায় কামড় পড়তেই ড তার শূন্য সমেত ভো কাট্টা, হিসেব কষে দেখলে ওদিক পানে শুধুই র। এদিক ওদিক দুচারটে হোর্ডিং আর ছবি ফুটল বুলাদির। সেই ছবি যা কিনা আঁকছিলেন সাগান কোন একদিন সেই গাছের নীচে বসে। অবশ্য ঠিক করে দেখলে নীচে কিনা ওপরে সেই নিয়ে দন্দ্ব হবেই, কারণ তাই একমাত্র নিত্যতা।
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:০২ | 198.82.22.77
  • তারপর সেই তক আপেল খেয়ে মাথায় বুদ্ধি খেল্লো। শুরু হলো টকি। প্রথমে শুধুই আপেল সংক্রান্ত ব্যাপার, পরে ক্রমশ ডালপালা মেলে আজ উড। টকি থেকে টলি। ঐ যেথা রিতুর সিনিমা চলিছে।
  • nimok | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:০২ | 151.141.84.171
  • আকাশ সবুজ
    গাছের পাতা নীল
    ডাঙায় রুইকাতলা
    জলে চিল

    এসব কোথায় ছিলো?
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৯ | 198.82.22.77
  • চতুর্দিকে ধূ ধূ আপেলের খেত। টক, নীল আপেল। সে যতই মিস বলুক ডোন্ট টক। আপেল টকই রয়ে যায়। নিউটনের খেত, সেই থেকে নাম নিউটক আপেল। আপেলের রং নীল। হিংসেয় পাতারা সবুজ, তাও নীল সেই নিষিদ্ধ ফল।

    টকমিষ্টি নীল আপেল। সোফাসেটে কবীর। আর দোঁহা।
  • a x | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৮ | 143.111.22.23
  • টক! টক! তোমার কুসুম নাই বা কমলা!
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৮ | 59.161.185.162
  • নিমক দিয়ে বাক্য রচনা-নিমকের একটি দারোগা রয়েছে।
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৫ | 198.82.22.77
  • নিজেই তো। ভালো গেয়েছেন। ঃ-)
  • nimok | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৪ | 151.141.84.171
  • আকাজী
    আপনে কি বুঝলেন? আপনে কী বুঝলেন?
    তফাত লিখেন, ৫ লমবর।
  • aka | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:৫০ | 168.26.215.13
  • অক্ষদারে একটা থ্যাংকু দেই। গেয়েছে কেডা? নিজে নাকি? এইটা করলেই পারত ভদ্রলোক।
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:৪৯ | 59.161.185.162
  • কুলু থেকে আপেল। কুলু থেকে বুলু। মাঝখানে শুধু একটি আঁকশি। যাকে সাদা বাংলায় আকর্ষ বলে। আকর্ষ থেকে আকর্ষণ। অর্থাৎ কিনা ইভ ও আদম। টানাটানি। ট্যানাট্যেনি পরে টানাটানি। (কিম্বা হয়নি তখনো ট্যানা পরা)
    টানাটানিতে আপেল পড়ে যায়, মরি হায়।অর্থাৎ কিনা আকর্ষণে। আকর্ষণ থেকে আকর্ষ। আঁকশি। লাগালেই বুলু থেকে কুলু।
    আপেল একটি বুলু ফল। আঁকশি থেকে আঁক। আঁক থেকে নিউটন ।

    আঁকশি দিয়ে টেনে নামান অভিজাত আপেল। ইয়ানি বুলু ফল। টন টন আপেল।
    হা, এই সেই মধ্যযাম, যখন ভিডিও ক্যাসেটে আর নীল সোফাসেটে বসে মিঠে খুনসুটি। বিস্ফারিত নিউটন। তাঁর আপেলব্যথিত ফাঁকা মাথা। মরি হায়, বসন্তের ফল ঝরে যায়। নিউটন একটিও ফল নাহি পায়।

    আপেল রয়েছে সেজানে, আর নিউটন চুলকায়। ফাঁকা মাথা। হৃদব্যথা। টন টন।কুড়ায় জ্ঞান সি-বিচের নুড়ি। ইয়ানি কাছিমের ডিম।

    আপেলফল টক।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:৪২ | 128.231.22.87
  • ওদিকে কেলোদা চাট্টি ডিমের ঝোল ভাত খেতে সেই যে গেলেন, তো গেলেন ই !
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:৪০ | 198.82.22.77
  • উফ্‌ফ চাট্টি ডালভাত খেয়ে আসতে না আসতেই ভাটগঙ্গা দিয়ে কত জল বয়ে গ্যাছে।
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:৩০ | 59.161.185.162
  • মামু ক্কি দিলো ! আটানা কিলো !!!
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:২৫ | 128.231.22.87
  • কবিতা না। গান বানাও। ইউটিউবে তোলো। তাপ্পর এখেনে লিং দাও। ঃ)
  • aka | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:২৪ | 168.26.215.13
  • মধ্যযাম, ট্রাফিক জ্যাম, তারসাথে রাম আর হিমসাগর আম ভালো মেলে। একটা কবিতা লিখব কিনা ভাবছি।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:২১ | 128.231.22.87
  • কী যে বলে মামু ! মধ্যযামের ট্রাফিক জ্যাম নিয়ে আমি কুড়ি নং এর রচনা লিখে ফেলতে পারি !
  • Ishan | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:২১ | 122.173.181.252
  • মঙ্গল ম দিয়ে শুরু। ময়ে ময়ে কাটাকুটি হয়ে গেছে। বাকি বাণী কাল দেব। ধৈর্য ধর।
  • aka | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:২১ | 168.26.215.13
  • ঐসব ফেক গাইয়েদের গান খবরদার শুনবেন না।







    এগুলো লাইভ, কোন লিপ সিংক ফিংক নাই। গলা হো তো অ্যায়সা। বাকিসব কাল্টদের গান শুধু পড়বেন, মধ্যরাত্রে দুপেগ মদ্য সহকারে, দিব্যি কাল্ট ফিলিং হয়।
  • Ishan | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:১৭ | 122.173.181.252
  • রে পামর, তারকা ও তাড়কার মধ্যে ততটুকুই মিল যতটুকু মধ্যযাম ও ট্রাফিক জামের, বিগ ব্যাঙ ও কুয়োর ব্যাঙের (বিঃদ্রঃ আমাদিগের বেঙ্গালুরুর ব্যাঙের কথা হচ্ছেনা)।

    তারকার জন্ম, বিগ ব্যাঙ ও মধ্যযাম একই গ্রন্থিতে আবদ্ধ। ট্রাফিক জ্যাম বা তাড়কার সঙ্গে উহার বিন্দুমাত্র সম্পর্ক নাই।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:১৫ | 128.231.22.87
  • মামুর তঙ্কÄটা বেশ। কিন্তু তাও প্রশ্ন থেকে যাচ্ছে। মঙ্গলে তো মাধ্যাকর্ষণ আছে , তাইলে ইভোলিউশন আর রিভলুশন নেই ক্যানো ?
  • a x | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:১৪ | 143.111.22.23
  • ঃ-))
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:১১ | 128.231.22.87
  • মামু কি নতুন করে রামায়ণ লিখছে। তাড়কার জন্মকাহিনী তো অন্যরকম পড়েছিলুম।
  • Ishan | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:০৯ | 122.173.181.252
  • ঘুম নয়। জ্ঞানপিপাসা। এই রাত্রি দ্বিপ্রহর, এই মধ্যযামই সেই সময় যখন পেত্নীরা প্রতিভাবানদের মাথায় চড়ে বসে। ঢেলা মারে। জন্ম হয় তারকার। এই মধ্যযামিনীতে।
  • Ishan | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:০৬ | 122.173.181.252
  • বাঞ্ছারামের বাগানে আসতেন কার্ল সাগান। গাছের নিচে বসে আঁক কষতেন। গাছে থাকত আদম আর ইভ। তারা তেড়ে একে অপরকে আকর্ষণ করত। একে মাধ্যাকর্ষণ বলত। আকর্ষণের চোটে একদিন আপেল খসে পড়ল সাগানের মাথায়। চোট পেয়ে ওনার মাথা ফাঁকা হয়ে গেল। সেই থেকে শূন্য আবিষ্কৃত হল। একে অনেকে মহাশূন্যও বলে। নিউটন বল্লেন মহাশূন্যে গ্রহ-নক্ষত্ররা মাধ্যাকর্ষণের বলে ঘোরাফেরা করে। একে বলে রেভোলিউশন। এই জ্ঞান শুনে গাছ থেকে নেমে এল আদম ও ইভ। তাদের ন্যাজ গেল খসে। রেভোলিউশন থেকেও র খসে পড়ল। তাই একে ইভলিউশন বলে।

    ইত্যাদি।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:০৩ | 128.231.22.87
  • মামুর ঘুম পেয়েছে, বোঝা যাচ্ছে ঃ)
  • rabaahuta | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:০৩ | 117.194.229.186
  • অঢেল কাছিম তার কাছাকোঁচা সামলিয়ে নিয়ে
    টুকরো করে দিয়েছিল কাছি
    কাছিমিকা তরে তার স্বকপোলকল্পিত কল্পকাহিনী
    কয়েৎবেলের মত, কাতরে কলুষে
    কিনেছে কড়ির মূল্য দিয়ে
    সবিশেষ করেনিকো বৃথা বাছাবাছি
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:০২ | 128.231.22.87
  • ফলতো, কিন্তু সব সিজনে না। এমনকি সব বছর ও না। ওটা দ্বিবার্ষিক ফল।
  • Ishan | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:০০ | 122.173.181.252
  • গুরু করে করে পাইয়ের মাথাটা একেবারে গেছে। প্যাঁছা ছাড়া আর কিছুই মাথায় আসেনা।

    নাঃ তুমলোগ ভাটাও। ম্যায় ঘুমাতে যাতা হুঁ।
  • a x | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:০০ | 143.111.22.23
  • হেথায় টর্নাডো হবে হবে।
  • a x | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৯ | 143.111.22.23
  • বাঞ্চারামের বাগানে কি পান্তুয়া ফলত?
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৮ | 128.231.22.87
  • ঘরের নোক্কির প্যাঁচাটা তো তাইলে একদম ই বেকার।
  • Ishan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৭ | 122.173.181.252
  • জলের তলায় তারপর কাছিমের বাগান হল। বাগানের নাম (কা)ছিমছাম। মালিক বাঞ্ছারাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত