এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • stoic | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৯:২০ | 160.103.2.224
  • দে,
    ফ্রান্সের স্ট্রাইকের ব্যাপারে এখানে ডিটেইলস পাবেন।
    http://www.bbc.co.uk/news/world-europe-11204528
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৯:১৬ | 168.26.215.13
  • *মেন
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৯:১৪ | 168.26.215.13
  • গ্রেট ম্যান থিংক অ্যালাইক। ঃ)

    টিভিতে সাপ খোপ দেখালে আমি দেখি, খানিক বাদে গা হাত পা শিরশির করে, মনে হয় আমার পায়ের কাছে ঘুরে ফিরে বেড়াচ্ছে। তখন আবার চ্যানেল চেঞ্জ করে দিই। খানিক বাদে আবার ফিরে আসি।
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৯:১৪ | 122.173.181.252
  • আমাদের এখানে টিকটিকি,আরশোলা, ব্যাং,মেঠো ইঁদুর,ছুঁচো সব আছে-দুটো বিল্ডিং এর মধ্যে যে ফাঁকা জায়গা আছে,তাতে বিরাট বড়ো বড়ো গর্ত-সুড়ঙ্গের মতো।তাতে সাপ না থাকাই অস্বাভাবিক।
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৯:১১ | 122.172.56.8
  • হ্যাঁ, চিড়িয়াখানায় আবার আলাদা একটা সাপের চিড়িয়াখানা ছিল। আমিও ওটায় ঢুকতাম না। যে কোনো সরীসৃপ দেখলেই আমার প্রবল অস্বস্তি হতে থাকে।
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৯:০৭ | 122.172.56.8
  • আকার পাঠানো ভিডিও দেখে আমার ছেলে মুগ্‌ধ হয়ে বললো - "উনি তো খুব ভালো লোক, খুব ইন্টারেস্টিং এইটা। উনি আবার কিছু পাঠালে আমাকে বোলো"। ঃ-)
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৯:০৪ | 122.173.181.252
  • আমি আবার কোনোদিন কোনো চিড়িয়াঘরে সাপ দেখতে যাই নাই।
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৯:০৪ | 168.26.215.13
  • নিক্কো পার্ক যখন ঝিলমিল ছিল তখন একবার লাউডগা সাপের গায়ে হাত বুলিয়েছিলাম। কি ঠান্ডা। লাউডগা হাজার রকম আছে, তাদের বেশির ভাগই নির্বিষ।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৯:০২ | 72.83.80.105
  • আজ অব্দি দশ ফুটের মধ্যে সাপ দেখো নাই ! :o
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৯:০০ | 122.172.56.8
  • আমাকে সাপে কামড়ানো অব্দি অপেক্ষা করতে হবে না হার্ট অ্যাটাক হওয়ানোর জন্য। দশ ফুটের মধ্যে সাপ দেখলেই আমার অবধারিত হার্ট অ্যাটাক। ছোটোবেলায় দীপক মিত্র বলে এক ভদ্রলোক বিভিন্ন বিজ্ঞান মেলায় প্রচুর সাপ নিয়ে ঘুরতেন, একটা কাঁচের ঘরে নিজের সারা গায়ে সাপ ঝুলিয়ে বসে থাকতেন। আর আমার সেই দৃশ্য দেখলেই হাত-পা ঠান্ডা হয়ে বিতিকিচ্ছিরি কাণ্ড হত।
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৫৭ | 122.173.181.252
  • যার গেটে সাপ ঝুলছিলো তার একটা সাতমাসের ছানা আছে-প্রায় দুপুরেই খোলা দরজার সামনে সে খেলা করে।
    ঠিক,সাপ কামড়ালে জাস্ট মারা যাবো-ময়নাতদন্তে জানা যাবে বিষক্রিয়া না হৃৎযন্ত্রের ক্রিয়া;
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৫৫ | 122.172.56.8
  • প্রথমতঃ আমার বাড়িতে পোকামাকড় নাই, নিয়মিত পেষ্ট ক®¾ট্রালের লোকেরা এসে স্প্রে করে যায়, ঐ টিকটিকি ব্যাটা কেন ঢুকেছিল কে জানে!
    একই হিসাবে সাপদেরও মেরেধরে তাড়ানো উচিত।
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৫১ | 168.26.215.13
  • জলে মানে পুকুরে, ডোবায় যেসব সাপ থাকে তাদের বিষ টিষ বিশেষ থাকে না। সামুদ্রিক সাপেদের কথা অবিশ্যি আলাদা। তবে আমার মতন সাপ ফোবিয়া থাকলে বিষ, নির্বিষ কিসে কিই বা আসে যায়। সাপে কামড়ালে আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হবে। সাপ আছে এমন বাড়িতে আমার পক্ষে থাকা অসম্ভব।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৪৯ | 72.83.80.105
  • তোমার বাড়িতে আছে বলছো ?

    তবে, এই এক ই হিসেবে টিকটিকি ও থাকে। ব্যাঙের খাদ্য। তাকে ওভাবে মেরে ধরে তাড়ানো টা কি ঠিক কাজ হয়েছিল ?
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৪৫ | 72.83.80.105
  • আরো আরো তফাত আছে। নির্বিষ সাপের মাথা একটু গোল মতন হয়, অন্যদের কিছুটা ত্রিভুজাকৃতি । ইন ফ্যাক্ট আমার ধারণা, ঐ চোখের শেপ টা ও মাথার শেপ এর সাথে ম্যাচিং ম্যাচিং হয়।

    তবে, সিকিওরিটি গার্ডদের উপর বোধহয় ভরসা রাখা যায়, ওনাদের এসব চেনার ভালো ই অভিজ্ঞতা থাকে। অন্তত আমার ছোটবেলার অভিজ্ঞতা তাই বলে। আমাদের হাউসিং এ অত্তো অত্তো গাছ পালা ছিলো, বর্ষাকালে মাঠের ঘাস ও থেকে থেকেই এক হাঁটু হয়ে যেত। তো, তেনাদের দেখা গেলেই দারোয়ানকাকুদের খোঁজ পড়তো। ওনাদের তো হাতেই লাঠি থাকতো। বেশিরভাগ কেসেই সাপেরা ঐ লাঠিতে চড়ে হাউসিং এর দেয়ালের বাইরে একটা কচুরিপানার পুকুরপানে যাত্রা করতেন। খুব কম কেসে মারতে দেখেছি। লাঠি অবশ্য কখনো ই ভাঙতে দেখিনি।
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৪৪ | 122.172.56.8
  • ঝোপঝাড় থাকলেই পোকামাকড়,ব্যাং, ইঁদুর থাকবেই আর ইকোসিস্টেম চালু রাখতে সাপও থাকবে।
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৪২ | 122.172.56.8
  • বাড়িতে ছেলেপুলে থাকলে সত্যিই খুব চিন্তার বিষয়। সাপ জনবহুল জায়গায় থাকে না, এটা একটা মিথ।
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৪০ | 168.26.215.13
  • ভায়োলেন্সের জন্য ক্ষমাপ্রার্থী কিন্তু ফণা না মাথা বোঝানোর জন্য ভিসুয়াল ছাড়া উপায় নেই। এখানে কিং কোবরার ক্ষেত্রে ফণা তোলা, আর র‌্যাট স্নেকের ক্ষেত্রে মাথা তোলা।

  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩৯ | 121.242.177.19
  • মামী, আজ রাতের দিকে ফোনাতে পারি, মোবাইলটা চালু রেখো ঃ-)
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩৮ | 122.173.181.252
  • আমি মরছি নিজের জ্বালায় এরা খিল্লি দিচ্ছেঃ(((

    আমার ভয়ডর বিশেষ নেই- তবে সাপ এই তালিকার বাইরে।
    পাশের বাড়ির একজন বল্লো তার বাড়িতে চারবার সাপ এসেছে- উনি নাকি দেখতে পেলেই গ্যাসে গরম জল বসিয়ে দেন। ফুটন্ত জলে সাপ পটল তোলে- ইচ্ছে করছিলো জানলা দিয়ে হাত লম্বা করে ওনাকে একটা পেন্নাম করি।
    যে সকল পন্ডিত ব্যক্তি জানিয়েছেন যে সাপ জনবসতিতে থাকে না,তাদের অবগতির জন্যে জানাই, যে নিউটাউন পুরোটাই জলাজমি আর ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছে-আর এখানে সন্ত প্যাট্রিক বলিয়া কেহ নাইঃ((
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩৬ | 121.242.177.19
  • স্কেল বা স্লাইড ক্যালিপার্স নিয়ে ফণা তোলা / মাথা তোলা সাপের সামনে দাঁড়িয়ে থাকবে।
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩৫ | 122.172.56.8
  • আর সাপ সামনে ফনা তুললে তার চোখ দেখে সেই সাপ হরিণাক্ষী না মীনাক্ষী এসব কার পক্ষে দেখা সম্ভব? যত্তোসব ফালতু কথা!
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩০ | 122.172.56.8
  • সাপ অতি খারাপ জন্তু। আর যারা শহরে বিষধর সাপ থাকে না, ফনা তোলে না মাথা তোলে জাতীয় মন্তব্য করছে, তাদের গায়েই কার্বলিক অ্যাসিড ঢালতে ইচ্ছে করছে। মিঠুর প্রশ্নগুলো আমারও পাচ্ছে। কি করে বোঝা যাবে কোনটা ফনা তোলা, কোনটা মাথা তোলা?
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:২৮ | 72.83.80.105
  • কীসব সাপ-ব্যাঙ ভাট হচ্ছে রে বাবা !
  • rabaahuta | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:২১ | 117.194.229.186
  • ক্ষি দুঃসাহস। সাপে সাপে ভাটিয়ালি পরিপুন্নু- তার মধ্যে ব্যাংদির প্রবেশ। যেন নানান সিনেমায় অমিতাভ বচ্চন।
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:১৭ | 122.172.56.8
  • আমি ভাটাতে এলেই কেউ আর ভাটায় না! ঃ-((
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:০০ | 122.172.56.8
  • পিস্তাচিও, মেল চেকান। পারলে একবার জিটকান।
  • rabaahuta | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৮ | 117.194.229.186
  • পটলচেরা চোখ মেলে চন্দ্রবোড়া সাপ
    আনমনে বলে ওঠে প্যাহলে তো আপ
    কৃতকর্মে লুতাতন্তু অশনিতে খাপ
    ডেলে দিন; ঢেলে নিন জগতের কাপ
    প্রলয়পয়োধিজলে অম্বলে পাপ
    চলাচলমিদংসর্ব- সবই অপলাপ।
    কাস্তে হাতুড়ি নাকি ঘাসফুলে ছাপ
    সে নেহাৎ আপ রুচি; পররুচি চাপ।
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৩ | 59.163.30.6
  • অপ্পন, ঐ উপুদেশ ম'র পরের জেনারেশানের জন্য ঃ))

    আবাসনে দু-চাট্টে বেজী কি ময়ূর পুষলে হয় না!
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩১ | 204.138.240.254
  • ও তাই কন! জীবন চলে গেছে কুড়ি কুড়ি বছরের পার।

    এখন সেখানে নগর সভ্যতার যূপকাষ্ঠ। কংক্রিটের জঙ্গল।
  • P | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩০ | 193.28.178.61
  • আমাগো আয়ারল্যান্ডে সাপ নাই, সেন্ট প্যাট্রিক সিঙ্গল-হ্যান্ডেডলি সব সাপ তাড়িয়ে দেছেন বহুকাল আগে , এখনো তারা কেউ ফেরত আসতে পারে নাই।
  • til | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৯ | 220.253.188.98
  • বিশ সাল পহলে।
  • til | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৯ | 220.253.188.98
  • বিহার লেকের ধারে কাছে, আই আইটি যাবার শর্টকাটে প্রচুর সাপ হুয়া করতো।
    আর বিহার লেকে তো আস্ত বিশ ফুটি কুমীর, উফ, সে এক কান্ড বটেক। সাঁতার কাটতে গিয়েছিলাম, মা কালীর দিব্যি, দূরে দ্বীপমতন টায় উনি।
  • i | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৮ | 124.171.10.41
  • পাই এর জয় হোক।
    বড় উপকার করলে...
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৮ | 204.138.240.254
  • বোঝো! মামী মরছে নিজের জ্বালায় আর মামীকে ঝোপেঝাড়ে না ঢুকতে উপদেশ দিচ্ছে। বলি মামীর কি আর সেই বয়স আছে? ;-)
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৬ | 204.138.240.254
  • ও তা হতে পারে। সেদিন মানে কতদিন?
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৪ | 59.163.30.6
  • ইয়ে, মানে আমাদের এখানে বেশ সাপ-টাপ আছে, বেশীর ভাগটাই কোবরা/ভাইপার, পুরো পাহাড়ী এলাকা কিনা, আর এই বর্ষাকালে তারা পাহাড়ের জঙ্গলগুলো ছেড়ে নীচে নেমে আসে। তবে সাপ মোটামুটি শান্তিপূর্ণ জীব -- ডিস্টার্ব না করলে কিছু করে না। আপিস থেকে বেরোতে রাত্তির হয়ে গেলে এইসময় কেউ হেঁটে যাই না, শাটলের জন্য অপেক্ষা করি। কারণ রাত্তিরে এনারা ঝোপঝাড় ছেড়ে রাস্তাতেই বিচরণ করেন, এছাড়াও জঙ্গলের মধ্য শিয়াল আর বুনো শুয়োর আছে। তবে জঙ্গলে না ঢুকলে এরা কেউ কিচ্ছুটি করে না। আর নেহাতই রাস্তায় চলতে হলে দুপদাপ পা ফেলে চলি -- তাতে অনেকটা কাজ হয়। আমাদের ক্যাম্পাসটা বি--শাল বড়, একটা সময় আরো বেশী জঙ্গল ছিলো। এখন অনেক জঙ্গল কেটে ফেলা হয়েছে। একবার লাইব্রেরীর জার্নাল সেকশানে ফিজিক্যাল রিভিউর র‌্যাকে সাপ-বাবাজী গুটুলী পাকিয়ে শুয়েছিলেন ঃ))।

    সাপে অতো ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঝোপেঝাড়ে না ঢুকলেই হোলো!

    স্টৈক,
    প্রতিবাদটাই লজিক্যাল!
  • til | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৪ | 220.253.188.98
  • এই সেদিনও ছিল। হ্যাঁ ইয়েশবন্তপুরের কাছেই, নাগাল্যান্ড বললে এখনও লোকে চিনবে।
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৮ | 216.52.215.232
  • BEL কলোনি মানে যশোবন্তপুরের কাছে? না অন্য কোথাও?

    যদি যশোবন্তপুরের কাছেরটা হয় তাহলে সাপ টাপের আর কোন গল্প নেই।
  • i | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৪ | 124.171.10.41
  • রবীন্দ্রনাথের মুক্তধারা নেটে পাবো? কোথায়? জরুরী দরকার।
  • til | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৩ | 220.253.188.98
  • লোকালয়ের ধারে কাছে বিষধর সাপ থাকে না? এ যে ওবামা টাইপের sermon হয়ে গেল।
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৯ | 121.242.177.19
  • সাধারণত লোকালয়ের ধারেকাছে বিষধর সাপ থাকে না। আবাসনের ভেতরে তো তারা একেবারেই ঢোকে না।

    কলকাতার ক্ষেত্রে ব্যাপারটা সত্যি। ওখানে বিষধর সাপ খুঁজে পাওয়া কঠিন।

    তবে বিষধর অর নো-বিষধর, দেখলে আমার একইরকমের রিয়্যাক্‌শন হয়।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৯ | 72.83.80.105
  • চোখ দিয়ে যায় চেনা। নির্বিষ হলে চোখ এক্কেবারে গোল গোল করে থাকে। বিষধর হলে একটু পটলচেরা চোখ হয়।
  • til | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৪ | 220.253.188.98
  • mম্যাডাম ,
    ওহ, এইবার মনে পড়েছে; আপনি নিউটাউনের (সরি, জেবি নগরের) ওপরের দিকে থাকেন)। আমার সাপে খুব বিতৃষ্ণা ! মাঝে এক বুদ্ধ মন্দিরে গিয়েছিলাম- কিছু কিছু ফুলবাগানে, লনে সাইনবোর্ড Beware of Snakes, বুঝুন ব্যাপারটা। আমি তো pilgrimage hostel থেকে আর বেরুইনি।
    ইতি,
    তিল( মাইনাস বাবু)
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৭:০২ | 72.83.80.105
  • বিড়াল পশু নয় ?
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৬:৫৭ | 122.173.181.252
  • আজ্জো,বিষম রেগে গেলাম, তুমি কি করে জানলে ওটা বিষধর নয়ঃ(
    কাল ঠিক এই কথোপকথন টাই সৈকতের সঙ্গে করেছি।
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৬:৫৫ | 121.242.177.19
  • হুঁ, সব বিষধর সাপের ফণা নেই।
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৬:৫৩ | 122.173.181.252
  • তিলবাবু,আমার নিবাস নিউটাউন। আর এখন এক্কেবারে গ্রাউন্ড ফ্লোরে আছি।
    এইখানে প্রচুর সাপ আছে, অন্তত এই আবাসনে।লোকেরা খুব পশুপ্রেমী-বেড়ালের গায়ে গরম জল দিলেও সাপ কে দেবজ্ঞানে পুজো করে। একটা বিইইরাট দাঁড়াশ হেলেদুলে বাচ্চাদের খেলার পার্কে ঘুরে বেড়ায়- সবাই দেখেটেখে,কেউ গায়ে হাত তোলে নাঃ)
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৬:৫২ | 24.42.203.194
  • ফ্যাক্টস

    ১। সমস্ত সাপের ফণা নেই,কিছু কিছু সাপের আছে।

    ২। যেসব সাপের ফণা আছে, তাদের বিষও আছে। যেমন গোখরো, কেউটে, শঙ্খচূড় ইত্যাদি।

    ৩। ফণা না থাকলেও বিষ থাকতে পারে যেমন চন্দ্রবোড়া, র‌্যাটল। এরা মাথা তোলে কিন্তু ঠিক কোবরার ফণার মতন নয়কো, বেসিক বায়োলজিকাল কার্য্য কারণ হয়ত একই।

    ৪। পৃথিবীর বেশিরভাগ সাপেরই বিষ নাই, তাই ম-এর শহরের বাড়িতে যে সাপ এসেছিল খুব সম্ভবত তারও বিষ নাই। অনেক নির্বিষ সাপও ফণার মতন মাথা তোলে কিন্তু সে ঠিক ফণা নয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত